মন্তব্য করুন
মন্তব্য করুন
স্লোভাকিয়ার নির্বাচন ইউক্রেন যুদ্ধ
মন্তব্য করুন
জন্ম থেকেই হৃদরোগে
আক্রান্ত ৬ মাসের এক শিশুকে মাঝ আকাশেই চিকিৎসা দিতে হলো দুই ডাক্তারের। তাদের চিকিৎসায়
অবশেষে বিপদমুক্ত হয় শিশুটি। গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে এমনই ঘটনার সাক্ষী হয়েছেন
ইন্ডিগোর রাঁচি-দিল্লি ফ্লাইটের যাত্রীরা।
চিকিৎসার জন্য সন্তানকে
নিয়ে প্লেনে করে দিল্লি যাচ্ছিলেন মা। কিন্তু, মাঝ আকাশেই তীব্র শ্বাসকষ্ট শুরু হয়
শিশুটির। অসহায় মা তখন সন্তানকে বাঁচাতে কাতর আর্জি জানান বিমানের ক্রু সদস্যদের কাছে।
সেই সময় ‘ঈশ্বরের দূত’হয়ে এগিয়ে আসেন রাঁচির
এক আমলা চিকিৎসক ও তার সঙ্গী।
ইন্ডিগো সূত্রে জানা
গেছে, শনিবার সকালে রাঁচি থেকে ৬ মাসের সন্তানকে সঙ্গে নিয়ে দিল্লিগামী প্লেনে উঠেছিলেন
এক নারী। প্লেনটি যখন মাঝ আকাশে, তখন শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি যে খারাপ
দিকে যাচ্ছে, তা বুঝতে পারেন বিমানবালারা। শিশুটিকে বাঁচাতে বিমানে কোনো চিকিৎসক রয়েছেন
কি না জিজ্ঞাসা করে মাইকে ঘোষণা দেন তারা।
ওই ঘোষণা শুনেই এগিয়ে
আসেন আইএএস অফিসার ও চিকিৎসক নীতিন কুলকার্নি ও ডা. মোজাম্মিল ফিরোজ। বর্তমানে ঝাড়খণ্ডের
রাজ্যপালের প্রধান সচিব হলেও চিকিৎসকের কর্তব্য ভোলেননি কুলকার্নি। তাই রাঁচি সদর হাসপাতালের
চিকিৎসক ফিরোজকে সঙ্গে নিয়ে শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসেন তিনি।
ডা. কুলকার্নি জানান,
প্লেনটিতে শিশুদের জন্য অক্সিজেন মাস্ক ছিল না। ফলে প্রাপ্তবয়স্কদের মাস্ক দিয়েই ওই
শিশুকে অক্সিজেন দেওয়া হয়। তার মেডিক্যাল রিপোর্টগুলো দেখে জানা যায়, সে জন্মগতভাবেই
হৃদরোগী। চিকিৎসার জন্য তাকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।
জানা যায়, শিশুটির
শ্বাসকষ্টের জন্য তৎক্ষণাৎ বিশেষ ইনজেকশনের দরকার ছিল, যার মধ্যে একটি তার মায়ের কাছে
ছিল। সেই ইনজেকশন শিশুটিকে দেন ডা. কুলকার্নি। সেটা সেই সময় ভীষণ কাজে এসেছিল বলে জানান
তিনি।
জানা যায়, অক্সিমিটার
না থাকায় শিশুটির শরীরে অক্সিজেনের পরিমাণ জানা যাচ্ছিল না। তবে নানাভাবে শিশুটিকে
সুস্থ করার চেষ্টা চালিয়ে যান ডা. কুলকার্নি ও ডা. ফিরোজ। তাদের তৎপরতায় ধীরে-ধীরে
শিশুটির অবস্থা স্থিতিশীল হয় ও স্টেথোস্কোপে হৃৎস্পন্দন ধরা পড়ে।
প্লেনের ক্রুরাও
নানাভাবে শিশুটির চিকিৎসায় সহায়তা করেছিলেন বলে জানান ডা. কুলকার্নি। তারপর বেলা ৯টা
২৫ মিনিট নাগাদ প্লেনটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করার সঙ্গে সঙ্গে শিশুটিকে সম্পূর্ণ
অক্সিজেন সাপোর্ট দিয়ে এইমস হাসপাতালে পাঠানো হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে নানান চেষ্টায়
শিশুটি বিপদমুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ডা. কুলকার্নি ও ডা. ফিরোজ।
আইএএস কর্মকর্তা
হয়ে ডা. নীতিন কুলকার্নি যেভাবে শিশুটিকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন, তাতে ধন্যবাদ জানিয়েছেন
ওই বিমানের অন্য যাত্রীরা। ডা. কুলকার্নি ও ডা. ফিরোজ ৬ মাসের শিশুটিকে বাঁচাতে ‘ঈশ্বরের
দূত’ হয়ে এসেছিলেন বলে টুইট করেছেন
অনেকে।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
বিমান শিশু চিকিৎসক চিকিৎসা অফবিট ভারত
মন্তব্য করুন
শনিবার (১ অক্টোবর মধ্যরাত) মার্কিন প্রতিনিধি পরিষদ একটি স্বল্পমেয়াদী তহবিল চুক্তি পাশ করে। শাটডাউন হওয়ার কয়েক ঘণ্টা আগে এ বিল পাশ করা হয়, ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সঙ্গত শাটডাউন এড়াতে সক্ষম হয় মার্কিন প্রশাসন।
এছাড়াও অর্থনৈতিক সংকট এড়াতে দ্বিদলীয় বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ যাতে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারকে অর্থায়ন করা যাবে। কিন্তু এই বিলে নতুন সহায়তা বা ইউক্রেনের জন্য বরাদ্ধের ৬ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত করা হয়নি। তবে এরই মধ্যে জো বাইডেন ইউক্রেনে মার্কিন সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিলেন।
তিনি বলেন, "আমরা কোন অবস্থাতেই ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনকে বাধাগ্রস্ত হতে দিতে পারি না,"
তিনি আরও বলেন "আমি আমাদের আমেরিকান মিত্রদের আশ্বস্ত করতে চাই.. আপনারা আমাদের সমর্থনের উপর নির্ভর করতে পারেন, আমরা সরে যাব না।"
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ান তার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইউক্রেনে প্রায় ৪৬ বিলিয়ন সামরিক সহায়তা সরবরাহ করেছে।
সূত্র: বিবিসি
ইউক্রেন রাশিয়া ইউক্রেন সংকট ভলোদিমির জেলেনস্কি বিশ্ব সংবাদ বাইডেন
মন্তব্য করুন
মন্তব্য করুন
২০২৩ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান। কোভিড-১৯’র বিরুদ্ধে কার্যকর এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে আবিষ্কারের জন্য এই পুরস্কার পেলেন তারা। সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় সোমবার (২ অক্টোবর) দুপুরে চিকিৎসায় সর্বোচ্চ পুরস্কার বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করেছে নোবেল কমিটি।