ওয়ার্ল্ড ইনসাইড

কলকাতায় উদযাপিত হলো বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

প্রকাশ: ০৬:৩১ পিএম, ১৭ মার্চ, ২০২৩


Thumbnail

কলকাতায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৩ তম জন্মবার্ষিকী এবং ‘জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে এই দিনটি উদযাপিত হয়েছে।   

দিনের কর্মসূচি অনুযায়ী সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং “মুজিব চিরঞ্জীব” মঞ্চে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস সহ উপ-হাইকমিশনের সকল কর্মকর্তারা। 

এরপর যথাক্রমে বাংলাদেশ গ্যালারিতে বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বানী পাঠ করে শোনানো হয়। এরপর বিশেষ মোনাজাত করা হয়। 

উপ-হাইকমিশন প্রাঙ্গণের অনুষ্ঠান শেষে কলকাতার স্মিথ লেনে অবস্থিত বেকার গভরনমেন্ট হোস্টেলে বঙ্গবন্ধু স্মৃতি কক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এসময় সেখানে উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, দূতালয় প্রধান সিকদার মোহাম্মদ আসরাফুর রহমান, প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন, প্রথম সচিব (বাণিজ্যিক) মো: শামসুল আরিফ, কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম, কাউন্সিলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এছাড়া উপ-হাইকমিশনের সকল কর্মচারী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কলকাতা, সোনালী ব্যাংক লিমিটেড, ইন্ডিয়া অপারেশন্স কলকাতার কর্মকর্তারাও বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। 

দ্বিতীয় ধাপের অনুষ্ঠানে বিকেল ৪ টায় উপ-হাইকমিশনের বাংলাদেশ গ্যালারিতে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিকেল পাঁচটা থেকে বিশিষ্ট মানুষদের উপস্থিতিতে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। 

এদিকে কলকাতা প্রেসক্লাবের আমন্ত্রণে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সফর করছে চট্টগ্রাম প্রেসক্লাবের এক প্রতিনিধিদল। সেই প্রতিনিধি দলের পক্ষ থেকেও এদিন বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

কলকাতা   বঙ্গবন্ধু  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

ইউরোপের বাইরে এবারের ইইউ'র পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন

প্রকাশ: ০৬:৩৪ পিএম, ০২ অক্টোবর, ২০২৩


Thumbnail

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ইউক্রেনে। সোমবার ইউক্রেনে ব্লকের বাইরে কিয়েভে তাদের প্রথম বৈঠক করেছেন মন্ত্রীরা। এ বৈঠক মূলত যুদ্ধবিধস্ত ইউক্রেনের প্রতি নিরবিচ্ছন্ন সমর্থনের একটি দৃষ্টান্ত। 

স্লোভাকিয়ায় একটি রাশিয়াপন্থী প্রার্থীর নির্বাচনে জয়ী হওয়ার পরে এবং মার্কিন কংগ্রেস একটি ব্যয় বিল থেকে কিয়েভের জন্য তহবিল বাদ দেওয়ার পরে চাপে পড়ে ইউক্রেন। ফলে দেশটির প্রতি সমর্থন প্রদর্শন করে ইউক্রেনে  এ বৈঠক আয়োজন করা হয়।

ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবল আক্রমণ চলমান রেখেছে রাশিয়া। একের পর এক দূরপাল্লার মিসাইল, ড্রোন এবং বিমান হামলা চালানো অব্যহত রয়েছে। তা সত্ত্বেও সম্মেলনে যোগ দিতে এসেছেন অংশগ্রহনকারী দেশের মন্ত্রীসভার সদস্যরা। যা ইউক্রেনের প্রতি একটি জোরােলো সমর্থনের ইঙ্গিত প্রদান করে।

ইউরোপ   ইউরোপীয় ইউনিয়ন   ইইউ  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

স্লোভাকিয়ায় নির্বাচনে মস্কোপন্থি দল বিজয়ী, ইউক্রেনে সাহায্য না পাঠানোর ঘোষণা

প্রকাশ: ০৫:১৬ পিএম, ০২ অক্টোবর, ২০২৩


Thumbnail

নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর নেতৃত্বাধীন স্মের-এসডি পার্টি ২৩.৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। অন্যদিকে মধ্যপন্থি প্রোগ্রেসিভ স্লোভাকিয়া পার্টি পেয়েছে ১৭ শতাংশ ভোট পায়। 

রবার্ট ফিকোর নেতৃত্বাধীন স্মের-এসডি পার্টি জয়ী হওয়ার ফলে উইক্রেন চাপে পড়তে পারে। নির্বাচনের আগে ফিকোর নেতৃত্বাধীন দলটি ইউক্রেনে সামরিক সাহায্য পাঠানোর বিরোধিতা করছিলো অনেকদিন ধরে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর কার্যকলাপের কঠোর সমালোচনা করে আসছিলো দলটি। তার দল নির্বাচিত হওয়ায় জনগণের ইচ্ছারও একটি প্রতিফলন দেখা গেলো।

পর্যবেক্ষকরা বলছেন, ফিকোর পার্টির ক্ষমতায় আরোহনের মাধ্যমে স্লোভাকিয়ার পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন আসবে। মূলত দলটি রুশপন্থী হওয়ার এ অঞ্চলের রাজনৈতিক পটে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা যায়। ৫৯ বছর বয়সি ফিকো নির্বাচনি প্রচারে স্পষ্ট করে ঘোষণা করেছিলেন, তিনি নির্বাচিত হলে ইউক্রেনকে সামান্য একটি গুলিও দেবেন না, উল্টো তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাবেন।

স্লোভাকিয়ার নির্বাচন   ইউক্রেন যুদ্ধ  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

মাঝ আকাশে ঈশ্বরের দূতের মত আবির্ভাব দুই চিকিৎসকের, প্রাণ বাঁচালো শিশুর

প্রকাশ: ০৫:০৩ পিএম, ০২ অক্টোবর, ২০২৩


Thumbnail

জন্ম থেকেই হৃদরোগে আক্রান্ত ৬ মাসের এক শিশুকে মাঝ আকাশেই চিকিৎসা দিতে হলো দুই ডাক্তারের। তাদের চিকিৎসায় অবশেষে বিপদমুক্ত হয় শিশুটি। গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে এমনই ঘটনার সাক্ষী হয়েছেন ইন্ডিগোর রাঁচি-দিল্লি ফ্লাইটের যাত্রীরা।

চিকিৎসার জন্য সন্তানকে নিয়ে প্লেনে করে দিল্লি যাচ্ছিলেন মা। কিন্তু, মাঝ আকাশেই তীব্র শ্বাসকষ্ট শুরু হয় শিশুটির। অসহায় মা তখন সন্তানকে বাঁচাতে কাতর আর্জি জানান বিমানের ক্রু সদস্যদের কাছে। সেই সময় ‘ঈশ্বরের দূতহয়ে এগিয়ে আসেন রাঁচির এক আমলা চিকিৎসক ও তার সঙ্গী।

ইন্ডিগো সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাঁচি থেকে ৬ মাসের সন্তানকে সঙ্গে নিয়ে দিল্লিগামী প্লেনে উঠেছিলেন এক নারী। প্লেনটি যখন মাঝ আকাশে, তখন শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি যে খারাপ দিকে যাচ্ছে, তা বুঝতে পারেন বিমানবালারা। শিশুটিকে বাঁচাতে বিমানে কোনো চিকিৎসক রয়েছেন কি না জিজ্ঞাসা করে মাইকে ঘোষণা দেন তারা।

ওই ঘোষণা শুনেই এগিয়ে আসেন আইএএস অফিসার ও চিকিৎসক নীতিন কুলকার্নি ও ডা. মোজাম্মিল ফিরোজ। বর্তমানে ঝাড়খণ্ডের রাজ্যপালের প্রধান সচিব হলেও চিকিৎসকের কর্তব্য ভোলেননি কুলকার্নি। তাই রাঁচি সদর হাসপাতালের চিকিৎসক ফিরোজকে সঙ্গে নিয়ে শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসেন তিনি।

ডা. কুলকার্নি জানান, প্লেনটিতে শিশুদের জন্য অক্সিজেন মাস্ক ছিল না। ফলে প্রাপ্তবয়স্কদের মাস্ক দিয়েই ওই শিশুকে অক্সিজেন দেওয়া হয়। তার মেডিক্যাল রিপোর্টগুলো দেখে জানা যায়, সে জন্মগতভাবেই হৃদরোগী। চিকিৎসার জন্য তাকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।

জানা যায়, শিশুটির শ্বাসকষ্টের জন্য তৎক্ষণাৎ বিশেষ ইনজেকশনের দরকার ছিল, যার মধ্যে একটি তার মায়ের কাছে ছিল। সেই ইনজেকশন শিশুটিকে দেন ডা. কুলকার্নি। সেটা সেই সময় ভীষণ কাজে এসেছিল বলে জানান তিনি।

জানা যায়, অক্সিমিটার না থাকায় শিশুটির শরীরে অক্সিজেনের পরিমাণ জানা যাচ্ছিল না। তবে নানাভাবে শিশুটিকে সুস্থ করার চেষ্টা চালিয়ে যান ডা. কুলকার্নি ও ডা. ফিরোজ। তাদের তৎপরতায় ধীরে-ধীরে শিশুটির অবস্থা স্থিতিশীল হয় ও স্টেথোস্কোপে হৃৎস্পন্দন ধরা পড়ে।

প্লেনের ক্রুরাও নানাভাবে শিশুটির চিকিৎসায় সহায়তা করেছিলেন বলে জানান ডা. কুলকার্নি। তারপর বেলা ৯টা ২৫ মিনিট নাগাদ প্লেনটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করার সঙ্গে সঙ্গে শিশুটিকে সম্পূর্ণ অক্সিজেন সাপোর্ট দিয়ে এইমস হাসপাতালে পাঠানো হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে নানান চেষ্টায় শিশুটি বিপদমুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ডা. কুলকার্নি ও ডা. ফিরোজ।

আইএএস কর্মকর্তা হয়ে ডা. নীতিন কুলকার্নি যেভাবে শিশুটিকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন, তাতে ধন্যবাদ জানিয়েছেন ওই বিমানের অন্য যাত্রীরা। ডা. কুলকার্নি ও ডা. ফিরোজ ৬ মাসের শিশুটিকে বাঁচাতে ‘ঈশ্বরের দূত হয়ে এসেছিলেন বলে টুইট করেছেন অনেকে।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া


বিমান   শিশু   চিকিৎসক   চিকিৎসা   অফবিট   ভারত  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেনে মার্কিন সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি জো বাইডেনের

প্রকাশ: ০৩:৫৭ পিএম, ০২ অক্টোবর, ২০২৩


Thumbnail

শনিবার (১ অক্টোবর মধ্যরাত) মার্কিন প্রতিনিধি পরিষদ একটি স্বল্পমেয়াদী তহবিল চুক্তি পাশ করে। শাটডাউন হওয়ার কয়েক ঘণ্টা আগে এ বিল পাশ করা হয়, ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সঙ্গত শাটডাউন এড়াতে সক্ষম হয় মার্কিন প্রশাসন। 

এছাড়াও অর্থনৈতিক সংকট এড়াতে দ্বিদলীয় বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ যাতে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারকে অর্থায়ন করা যাবে। কিন্তু এই বিলে  নতুন সহায়তা বা ইউক্রেনের জন্য বরাদ্ধের ৬ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত করা হয়নি।  তবে এরই মধ্যে জো বাইডেন ইউক্রেনে মার্কিন সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিলেন। 

তিনি বলেন, "আমরা কোন অবস্থাতেই ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনকে বাধাগ্রস্ত হতে দিতে পারি না,"

তিনি আরও বলেন "আমি আমাদের আমেরিকান মিত্রদের আশ্বস্ত করতে চাই.. আপনারা আমাদের সমর্থনের উপর নির্ভর করতে পারেন, আমরা সরে যাব না।"

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ান তার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইউক্রেনে প্রায় ৪৬ বিলিয়ন সামরিক সহায়তা সরবরাহ করেছে।

 সূত্র: বিবিসি


ইউক্রেন   রাশিয়া ইউক্রেন সংকট   ভলোদিমির জেলেনস্কি   বিশ্ব সংবাদ   বাইডেন  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন কাতালিন ক্যারিকো ও ড্রু উইসম্যান

প্রকাশ: ০৩:৫১ পিএম, ০২ অক্টোবর, ২০২৩


Thumbnail

২০২৩ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান। কোভিড-১৯’র বিরুদ্ধে কার্যকর এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে আবিষ্কারের জন্য এই পুরস্কার পেলেন তারা।

সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় সোমবার (২ অক্টোবর) দুপুরে চিকিৎসায় সর্বোচ্চ পুরস্কার বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করেছে নোবেল কমিটি।

এ মাসের ছয় দিন মোট ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়। 

মঙ্গলবার (৩ অক্টোবর) পদার্থে, আর বুধবার (৪ অক্টোবর) রসায়নে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাহিত্যে, আর শুক্রবার ( ৬ অক্টোবর) শান্তিতে নোবেল বিজয়ীর নাম জানা যাবে। দুদিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল।
 
চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে এবং তার রেখে যাওয়া অর্থে দেয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে এ পুরস্কার দেয়া শুরু হয়। 
 
পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি। ১৯৬৮ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক আলফ্রেড নোবেলের অর্থনৈতিক বিজ্ঞানে অবদানের কথা স্মরণ করে এ পুরস্কার দেয়া শুরু করে। 

প্রতিবছর  আলফ্রেড নোবেলের মৃত্যুদিবস ডিসেম্বরের ১০ তারিখে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেয়া হয়। এ সময় তাদের একটি করে সনদ ও স্বর্ণপদক দেয়া হয়। তবে এ বছর থেকে পুরস্কারের অর্থমূল্য ৮৯ হাজার মার্কিন ডলার বাড়িয়ে ৯ লাখ ৮৯ হাজার ডলার করা হয়েছে (১১ লাখ ক্রোনা)।

চিকিৎসাবিজ্ঞান   নোবেল পুরস্কার  


মন্তব্য করুন


বিজ্ঞাপন