কালার ইনসাইড

মাহি ও পুলিশ কান্ডে বিব্রত সরকার

প্রকাশ: ১২:২১ পিএম, ১৯ মার্চ, ২০২৩


Thumbnail

শোবিজ অঙ্গনের নায়ক-নায়িকাদের নিয়ে আলোচনা যেনো থামছেই না। কিছুদিন আগে শাকিব খানকে নিয়ে চলে সর্বস্তরে আলোচোনা। এরপর শুরু হলো নায়িকা মাহিয়া মাহিকে নিয়ে। ওমরা হজ শেষে দেশে ফিরতেই পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা করা মামলায় শনিবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতারের পর তাকে। এরপর তাকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম) পাঠানো হয়। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের করা মামলায় ৬ ঘণ্টা কারাভোগের পর  জামিন দেয়া হয় তাকে।

চিত্রনায়িকা মাহিয়া মাহি স্বামী রকিব সরকারের সঙ্গে সম্প্রতি সৌদি আরব গিয়েছেন ওমরা হজ পালন করতে। সেখান থেকে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলেন। ফেসবুক লাইভে তিনি দাবি করেন, তার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান সনিরাজ কার প্যালেস নামের গাড়ির শোরুমের গেট ভেঙ্গে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ইসমাইল হোসেন ও মামুন সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মাহিয়া মাহি। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেন তিনি।

মাহি বলেন, পুলিশ কমিশনার আমাদের জমি দখলের বিষয়ে অভিযোগ দিতে গেলে কোনো সহায়তা করেননি। উল্টো তিনি আমাদের বিরুদ্ধে অবস্থান নেন। বিরোধী পক্ষের হয়ে তিনি আমাদের জায়গা দখলে সহায়তা করতে চেয়েছেন। নয়তো তিনি আমাদের জিডি গ্রহণ করতেন, বা সঠিক তদন্তের ব্যবস্থা করতেন।

এদিকে জমিসংক্রান্ত ঘটনায় মাহি ফেসবুক লাইভে মিথ্যা মন্তব্য করেছেন বলে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ বিভাগ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) । তিনি বলেন, এভাবে একটি প্রতিষ্ঠানের ব্যাপারে মন্তব্য করার অধিকার মাহি রাখেন না।

কমিশনার বলেন, মাহিয়া মাহির স্বামী রকিব সরকারের বিরুদ্ধে এর আগে অস্ত্র, হত্যা ও ধর্ষণের তিনটি মামলা রয়েছে। ওই মামলাগুলোতে কেউ সাক্ষী দেয়নি, কিন্তু ঘটনা সত্য। তবে এখন মামলাগুলো পুনরায় তদন্ত ও সাক্ষী-প্রমাণ গ্রহণের সুযোগ রয়েছে। এ ছাড়া রকিব সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আসছে। রকিবের আরেক ভাই গাজীপুরের পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও দখলের ঘটনা ঘটিয়ে আসছে। গাজীপুরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহাসড়ক থেকে অননুমোদিত ও অবৈধ যান চলাচল বন্ধ করা হয়েছে।

কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিত্রনায়িকা মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছেন। পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন তিনি। তাঁরা পুলিশকে বিতর্কিত করার মিশনে নেমেছেন। অথচ মাহি বা তাঁর স্বামী জমিসংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমার কাছে আসেননি। আজ যাঁদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, তাঁদেরও আমি চিনি না। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) তাঁদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের পর দেখা যায় এক ভিন্ন চিত্র। শোবিজের অনেকেই মাহির ভুল আছে শিকার করেও বলেন মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় তাকে গ্রেফতার না করে ডেকে নিয়ে আলোচোনা করা যেতো।

তবে মাহি ও পুলিশ কান্ডে বেশ বিব্রত সরকার। তাদের এই দ্বন্দ্বে অনেকেই সরকারের দিকে আগুল তুলছেন। যদিও এখনো মাহির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এবিষয়ে পুলিশের বিরুদ্ধে করা মাহির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।


মাহিয়া মাহি   পুলিশ   গ্রেফতার  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ক্যানসার আক্রান্ত মেগাস্টার চিরঞ্জীবী!

প্রকাশ: ০১:৫৪ পিএম, ০৪ জুন, ২০২৩


Thumbnail

তেলেগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। গত কয়েক দিন ধরে জোর গুঞ্জন উড়ছে, ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এ নিয়ে তার ভক্তরাও উদ্বিগ্ন হয়ে পড়েন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া চর্চা হলেও চিরঞ্জীবীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অবশেষে এ নিয়ে মুখ খুললেন তিনি।

শনিবার (৩ জুন) চিরঞ্জীবী একটি টুইট করেন। এতে তিনি লিখেন, আমি একটি ক্যানসার কেন্দ্র উদ্বোধন করার সময় ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছিলাম। আপনি যদি নিয়মিত মেডিক্যাল টেস্ট করিয়ে থাকেন তবে ক্যানসার প্রতিরোধ করা যেতে পারে।

চিরঞ্জীবী কোলনোস্কোপি করিয়েছিলেন। তাতে পলিপ শনাক্ত হয়েছে। কিন্তু এ পলিপে ক্যানসারের জীবাণু পাওয়া যায়নি। চিরঞ্জীবী এ টুইটে আরও লিখেন, আমি যদি শুরুতে পরীক্ষা না করাতাম, তা হলে সময়ের সঙ্গে এটি ক্যানসারে পরিণত হতো। 

চিরঞ্জীবী অভিনীত পরবর্তী সিনেমা ‘ভোলা শংকর’। মেহের রমেশ পরিচালিত এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিরঞ্জীবী। এতে আরো অভিনয় করছেন— তামান্না ভাটিয়া, কীর্তি সুরেশ প্রমুখ। আগামী ১১ আগস্ট এটি মুক্তির কথা রয়েছে।

তেলেগু   মেগাস্টার   চিরঞ্জীবী  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বিচ্ছেদ হয়ে গেছে পরী-রাজের!

প্রকাশ: ০১:৪৬ পিএম, ০৪ জুন, ২০২৩


Thumbnail

নায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজকে নিয়ে আলোচনা যেনো থামছেই না। কিছুদিন পর পরই তারা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে চলে আসেন। এই দম্পতি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত একসঙ্গে থাকার শপথও নিয়েছিলেন তারা। কিন্তু সেটা সম্ভবত আর হচ্ছে না। তাদের সেই ভালোবাসা বিষাদে রূপ নিয়েছে। হাঁটছেন বিচ্ছেদের পথে।

পরীমনি জানান, গেল মে মাসের ২০ তারিখ তার বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছেন রাজ। এরপর তার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি তিনি।

তারপর গত ২৯ মে মধ্যরাতে রাজের ফেসবুক থেকে তিশা, তুষি ও সুনেরাহর সঙ্গে তার আপত্তিকর ছবি-ভিডিও ফাঁস হয়। এই ঘটনার পর পরীমণিকে সন্দেহ করেন রাজ। সেইসঙ্গে তার সঙ্গে সংসার করতে রাজি নন এ নায়ক।

বাসা থেকে বের হওয়া প্রসঙ্গে রাজ দেশের একটি গণমাধ্যমকে বলেন, আমি বাসা থেকে কেন বেরিয়ে এসেছি, পরী ভালো করে জানে। কীভাবে বেরিয়ে এসেছি, কেন বেরিয়ে এসেছি, তা-ও সে ভালো করে জানে। ওই দিন বাসায় তার ও আমার পরিচালক গুরু গিয়াস উদ্দিন সেলিম ছিলেন। সঙ্গে তার স্ত্রীও ছিলেন।

এদিকে পরীমনি বলেন, রাজ বাইরে ছিল। সেলিম ভাই ও তার বউ তাকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। সম্ভবত, এটি গত ২০ মের ঘটনা। আসার আগে সেলিম ভাই আমাকে ফোন দিয়ে বললেন, আমি রাজকে সঙ্গে করে নিয়ে তোমার বাসায় আসছি। এসে বলেন, রাজ তো তোমার সঙ্গে থাকতে চায় না। বিচ্ছেদের ব্যাপারে চিন্তা করতে পারো। আমি বললাম, ও আমার সঙ্গে থাকতে চায় না, তাহলে ও–ই আমাকে ডিভোর্স দিক। আমি কেন দিতে যাব। পরে সেলিম ভাই বললেন, যদি তোমাদের বিচ্ছেদ হয়ে যায়, তাহলে বাচ্চাকে দেখভাল করতে কীভাবে কী করবে, চিন্তাভাবনা করে দেখো। এরপর আমি বললাম, বাচ্চা আমার কাছেই থাকবে। তবে বিচ্ছেদ হওয়ার পর অবশ্যই সে বাচ্চা দেখতে আসতে পারবে। তবে শর্ত, সে অস্বাভাবিক সময় বাসায় আসলে বাচ্চাকে দেখতে দেব না। যদি রাত চারটায় আসে, ভোরবেলায় আসে, তাহলে তো বাচ্চা দেখতে দেওয়ার সুযোগই নাই। স্বাভাবিক, সঠিক সময়ে এসে সে বাচ্চা দেখতেই পারে। কোনো সমস্যা নাই।



পরী আরও বলেন, এসব বিষয় নিয়ে ওই রাতে সেলিম ভাইয়ের সঙ্গে আমার অনেক কথা–কাটাকাটি হয়। রাজের সঙ্গেও হয়েছে। কারণ, ওই দিন বিভিন্নজনের সঙ্গে মিলিয়ে রাজ আমার চরিত্র নিয়েও অনেক কথা তুলেছিল। একটা পর্যায়ে সেলিম ভাই, তার বউসহ রাজ তার সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয়ে গেছে। এরপর আর আসেনি।

এতদিন তাদের মধ্যে যে ভালোবাসা চলছিল, সেটা লোক দেখানো বলে জানালেন পরীমনি। তার কথায়, এগুলো ছিল রাজের লোক দেখানো। আমার কোনো অনুষ্ঠান থাকলে সঙ্গে সে যেত। বিশ্বাস করেন, কিছুদিন আগে আমি হাসপাতালে ছিলাম, আমাকে দেখতেও যায়নি সে। আমার সঙ্গে তার এখন শারীরিক, মানসিক কোনো অ্যাটাচমেন্টই নাই। আমি যখন হাসপাতালে, তখনই বাসায় রাজ তার জিনিসপত্র গুছিয়ে রেখেছিল। আগেই প্রস্তুত ছিল বাসা থেকে বেরিয়ে যাবে। সম্পর্ক রাখবে না। এভাবে তো আর সংসার, সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়।

তাহলে কি বিচ্ছেদের দিকে যাচ্ছে আপনাদের সংসার? উত্তরে অভিনেত্রী বলেন, ও তো আমাকে ছেড়েই চলে গেছে, বিচ্ছেদ তো হয়েই গেছে। আমি আর কল্পনাতেও ভাবতে চাই না শরীফুল রাজ আমার জামাই। একটা মানুষ চলে গেলে তো আর ধরে রাখা যায় না।

হাসতে হাসতে পরী আরও বলেন, রাজ এখন বলে কী, আমাদের বিয়ের কাবিননামা নাকি ভুল। আমাদের নাকি ঠিকঠিক বিয়েই হয়নি। যে এভাবে বলতে পারে, সে ভয়ংকর মানুষ। তার সঙ্গে থাকা যাবে না। আমি চাই সে আমাকে তালাক দিয়ে দিক। আমি ওর প্রাক্তন, এটাই শুনতে আমার আরাম লাগবে। আমি রাজের বউ, এটি আর শুনতে চাই না।

রাজকে দায়ী করে পরী বলেন, রাজ আমার বাচ্চার বাপ, সেটা অস্বীকার করা যাবে না। আমরা একে অপরের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আমাদের সন্তানের জন্য আফসোস হয়ে থাকবে, বাবা-মাকে নিয়ে সুখী জীবন পাচ্ছে না আমাদের সন্তান। আর এর জন্য দায়ী রাজ। আমাকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। এই সংসার টেকানোর জন্য আমি কী পরিমাণ চেষ্টা করে গেছি, রাজও জানে সেটি।

সন্তানের দিকে তাকিয়ে যদি রাজ পুনরায় ফিরে আসেন, তাহলে তাকে গ্রহণ করবেন না বলে জানালেন পরীমণি। যিনি তার স্ত্রী ও বাচ্চার মায়ের চরিত্র নিয়ে নেতিবাচক কথা বলতে পারেন তার আর ফিরে আসার সুযোগ নেই বলেও জানান তিনি।


রাজ   পরী   বিচ্ছেদ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

গর্ভে সন্তান নিয়েই ইলিয়ানার আংটিবদল, প্রকাশ্যে আননেল না প্রেমিককে

প্রকাশ: ০৮:৩২ এএম, ০৪ জুন, ২০২৩


Thumbnail

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রজ। কিন্তু সন্তানের বাবা কে সেটা এখন পর্যন্ত প্রকাশ্যে আনেননি তিনি। ভক্তদের মা হওয়ার সুখবর দেয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কটূক্তির শিকার হচ্ছেন এই অভিনেত্রী।

বিয়ে না করেই কিভাবে সন্তানের মা হচ্ছেন, তার সন্তানের বাবা কে? এরকম নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইলিয়ানাকে। কিন্তু সেসবের কোনো পাত্তাই দেননি ইলিয়ানা। বরং নিজের মতো করে মাতৃত্বকালীন সময়কেই উপভোগ করে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় সেসব ছবিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। এবার ভক্তদের আবারও চমকে দিলেন ইলিয়ানা। নিজের ইনস্টাগ্রামে তিনি পোস্ট করলেন আংটিবদলের ছবি।

ছবিটিতে দেখা গেছে, এক পুরুষের হাতে হাত দিয়ে রয়েছেন ইলিয়ানা। কিন্তু পুরুষটি কে সে ব্যাপারে কিছুই খোলাসা করেননি তিনি। তাহলে সেই পুরুষই কি হবু সন্তানের বাবাইনস্টাগ্রামে সেই স্টোরি পোস্ট করে ইলিয়ানা লিখেছেন, ‘আমার মতে এটাই রোম্যান্স।

অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। একাধিকবার তার সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। তবে ২০১৯ সালে দুজনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ বিষয়ে কোনো মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন। এরপরই খবর রটে ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছিলেন ইলিয়ানা। সেই প্রেম নিয়ে অবশ্য একদমই মুখ খোলেননি তিনি।

প্রশ্ন উঠছে, তাহলে কি এই সন্তান ক্যাটরিনার ভাই সেবাস্টিয়ানের? তবে এসব নিয়ে এখনই কিছু জানাতে নারাজ ইলিয়ানা।



মন্তব্য করুন


কালার ইনসাইড

মাত্র ৪০০ টাকার জন্য প্রযোজকের সঙ্গে ঝগড়া জড়ান সারা আলি!

প্রকাশ: ০৪:২৩ পিএম, ০৩ জুন, ২০২৩


Thumbnail

মাত্র ৪০০ টাকার জন্য প্রযোজকের সঙ্গে ঝগড়া! এমনকি, নিজের মা অমৃতা সিংকেও ছেড়ে কথা বলেননি সারা আলি খান! সম্প্রতি আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একথা নিজের মুখেই জানালেন অভিনেত্রী ও সাইফ কন্যা সারা আলি খান।

নবাবকন্যা হলেও সারার জীবনযাপন কিন্তু বেশ সাদামাটা। রোজকার জীবনে বেশি দামি পোশাক হোক কিংবা গাড়ি, কোনোটাতেই অভ্যস্ত নন অভিনেত্রী। অভিনেত্রীর মতে, উপার্জনের একটা পয়সাও গুনে গুনে খরচ করেন তিনি।

কোনোকিছুর জন্যই অতিরিক্ত টাকা-পয়সা ওড়ানো তার পছন্দ নয়। এবার আইফা অ্যাওয়ার্ডসে দুবাইয়ে গিয়েও কৃপণতার নজির গড়লেন সারা আলি খান। আইফা অ্যাওয়ার্ডস-এর জন্য আবুধাবিতে যাওয়ার আগে প্রযোজক তাকে বারবার বলেছিলেন, ওখানে গিয়ে ফোনের রোমিং কানেকশন সক্রিয় করতে। কিন্তু দুবাইতে গিয়ে মোটেই তা করেননি অভিনেত্রী।

কারণ ১ দিনের জন্য রোমিং কানেকশনের খরচ করতে রাজি নন তিনি। নিজেই সেকথা ফাঁস করলেন সারা আলি খান। সারা বলেন, “আইফাতে আমি আর ভিকি কৌশল যাই ‘জারা হাটকে জারা বাঁচকে’র প্রচারের জন্য। প্রযোজক দিনুর (দীনেশ বিজন) সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব ছিল আমার। সকালে আমার প্রযোজক আমাকে ভয়েস মেসেজ পাঠিয়ে বলেন, ওখানে মাত্র ৪০০ টাকায় রোমিং কানেকশন পাওয়া যায়। দয়া করে নিয়ে নাও।” সেকথা কানে তোলেননি সারা। বরং হেয়ার ড্রেসারের হটস্পট নিয়ে কাজ চালান নবাবকন্যা! 

এখানেই শেষ নয়! সারা আলি খান নাকি নিজের মাকেও ছেড়ে কথা বলেন না টাকা খরচ করলে। সেকথা ভিকি কৌশলই ফাঁস করেন।

ভিকি জানান, সারার মা অমৃতা সিং একটা তোয়ালে ১৬০০ টাকা দিয়ে কিনছিলেন বলে কি ঝগড়াটাই না করলো সারা!” সেকথা অবশ্য অস্বীকার করেননি অভিনেত্রী। এরপর নিজেই নিজেকে রসিকতা করে ‘কিপটে’ বলে আখ্যা দেন।

সারা আলি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

শাকিব খান আমাদের দেশের চলচ্চিত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর: মাহফুজ আহমেদ (ভিডিও)

প্রকাশ: ০৩:৪২ পিএম, ০৩ জুন, ২০২৩


Thumbnail

নির্মাতা চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় দেখা মিলবে দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের। প্রহেলিকায় মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রহেলিকার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে কাজ করেছেন তারা। শুক্রবার (২ জুন) রাজধানীর একটি রেস্তোরাঁয় সিনেমাটির মুক্তি উপলক্ষে আড্ডায় মেতে ওঠেন মাহফুজ-বুবলী। পাশাপাশি ’প্রহেলিকা’ নিয়ে উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তারা। 

এসময় ছবির নায়িকা বুবলী বলেন, দিন শেষে সবাই তো নিজের মানুষটাকে খুঁজি। যার কাছে কথা বলে সেফ ফিল করবো, শান্তি পাবো- এটাই আসলে ছবিটির মূল বিষয়। এখানে আমার চরিত্রটির নাম অর্পা। সেই মেয়েটি দিনশেষে কি পেলো- সেটাই মূলত খোঁজার চেষ্টা করে। 



এদিকে দীর্ঘ আট বছর পর ফিরছেন অভিনেতা মাহফুফ আহমেদ। আড্ডায় তিনি বলেন, প্রহেলিকা’র গল্পটা আমরা এখনই ফাঁস করতে চাই না। এমনকি গল্পের ধারনাটিও বলতে চাই না। তবে এটুকু বলি, যে কোনও মানুষ সারাজীবন মনের মানুষকে খুঁজে ফেরে। সেটা শেষ পর্যন্ত পায় কিনা, এটা বড় একটা প্রশ্ন। ছবিটিতে সেই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছি আমরা। শুধু এতটুকু বলতে চাই সিনেমাটাও দেখুন। সুন্দর একটি গল্প পাবেন, প্রেম পাবেন, দ্রোহ পাবেন, আনন্দও পাবেন।

শাকিব খানের কথা উল্লেখ করে মাহফুজ আহমেদ বলেন, শাকিব খান আমাদের দেশের বাংলা চলচ্চিত্রের ব্যান্ড এম্বাসেডর। ঢাকাই চলচ্চিত্রে বড় বিজ্ঞাপন শাকিব খান। তিনি ছাড়া বড় বিজ্ঞাপন আর কিছুই নেই। এবার ঈদে বুবলী আমার সাথে বড় পর্দায় আছে যার ফিল্মের যার কোন অস্তিত্ব নেই। সেই জায়গা থেকে ঝুঁকিতে আছেন বুবলী। 

তিনি বলেন, আমার নিজের প্রতি একটু আশার বাণী আছে। একজন মানুষ এবং অভিনতা হিসেবে আমি অনেক আত্মবিশ্বাসী। সেই আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি, আমাদের ‘প্রহেলিকা’ পুরো ছবিটা মোর দ্যান সুপারস্টার। এ কারণে বলতে পারি ছবি নিয়ে দুশ্চিন্তা করছি না। 

জামাল হোসেন ও রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিক’ সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে লিখেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ এবং সাবিহা জামান প্রমুখ।


মাহফুজ আহমেদ   শাকিব খান   বুবলী  


মন্তব্য করুন


বিজ্ঞাপন