কালার ইনসাইড

‘হলে গিয়ে 'জ্বীন' দেখবো ও দর্শকদের প্রতিক্রিয়া নিবো’

প্রকাশ: ০৩:৫৯ পিএম, ২২ এপ্রিল, ২০২৩


Thumbnail

বর্তমানে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় পা রাখলেও সম্প্রতি নায়িকা হিসেবে বেশকিছু ছবিতে কাজ করছেন এই গ্ল্যামারগার্ল। ২০১৮ সালে নূরজাহান চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন-২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন। গেল ঈদে সাইকো নামে ছবি মুক্তি মুক্তি পেয়েছিল। এবার ঈদেও মুক্তি পেয়েছে এই নায়িকার অভিনীত 'জ্বীন' ছবিটি মুক্তি পেয়েছে। ভৌতিক গল্পের ‘জ্বীন নির্মাণ করছেন পরিচালক নাদের চৌধুরী। পূজা চেরীর বিপরীতে সিনেমাটিতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।  ঈদ ও সমসাময়িক নানা বিষয় নিয়ে বাংলা ইনসাইডারের  সাথে কথা হলো এই নায়িকা।

বাংলা ইনসাইডার: ঈদ নিয়ে পরিকল্পনা?

পূজা চেরি: ঈদ নিয়ে আসলে পরিকল্পনা হচ্ছে, যেহেতু সিনেমা রিলিজ। তাই বিভিন্ন সিনেমা হলে হলে যাবো, দর্শকের রিয়েকশন দেখবো এবং তাঁদের সাথে বসে সিনেমা দেখবো। এটাই আসলে ঈদ নিয়ে পরিকল্পনা। 

বাংলা ইনসাইডার: গেল ঈদেও আপনার ছবি মুক্তি পেয়েছে। এবার ঈদেও আপনার ছবি মুক্তি পাচ্ছে। কেমন উপভোগ করছেন?

পূজা চেরি: হ্যাঁ, গত ঈদে আমার একটি ছবি রিলিজ পেয়েছিল। আর সিনেমা রিলিজ হলেই আমার কাছে মনে হয় যে আমার প্রথম সিনেমা রিলিজ হচ্ছে। যে কয়েকটা সিনেমা রিলিজ হয়েছে প্রতিটা সিনেমার প্রথমেই মনে হয় যে আমার প্রথম সিনেমা রিলিজ হয়েছে। তাই এবার খুব ভালো লাগছে এবং ঈদের মত একতা বড় উৎসবে আমার নিজের সিনেমা সেটা অনেক বড় একটা ব্যাপার, ভাগ্যের ব্যাপার। সেই প্রথম দিকেই আমার ঈদের মত বড় উৎসবে সিনেমা রিলিজ হচ্ছে, প্রশংসা পাচ্ছি। আসলে খুবই ভালো লাগছে এবং ব্যাপারটা খুবই উপভোগ করছি।


বাংলা ইনসাইডার: ঈদে মুক্তি প্রতীক্ষিত অন্যান্য সিনেমাগুলোর সঙ্গে কেমন প্রতিযোগিতা হবে বলে মনে করেন?

পূজা চেরি: প্রতিযোগিতা আসলে আমি বলবো না। যেহেতু করোনাকালীন সময়ে আমাদের সিনেমার ব্যাপারে অনেকটা সময় থমকে গিয়েছিলো, আই আমি প্রতিযোগিতা বলবো না। আমি বলবো যে আরও সিনেমা রিলিজ হোক, আরও ভালো ভালো সিনেমা আসুক। আমাদের ইন্ডাস্ট্রিজ আরও ঘুরে দাঁড়াক, খুব ভালো করুক এবং যাদের সিনেমা রিলিজ হচ্ছে তাঁদের সিনেমা অনেক ভালো যাক, আমার সিনেমাও ভালো যাক। সব ভালো গিয়ে আমাদের ইন্ডাস্ট্রিজটা আসলে খুব ভালো থাকুক।



বাংলা ইনসাইডার: হলে গিয়ে দর্শকদের সঙ্গে 'জ্বীন' দেখার ইচ্ছে আছে?

পূজা চেরি: অবশ্যই 'জ্বীন' দর্শকদের সাথে হলে গিয়ে দেখার ইচ্ছে আছে। আমি বরাবরই আমার যতগুলো সিনেমা রিলিজ হয়েছে সবসময়ই আমি দর্শকদের সাথে প্রথম দিনেই বসে সিনেমা দেখি। তাই এই ক্ষত্রেও কোনো কম না। প্রথম দিনের প্রথম শোটাই দেখার ইচ্ছে আছে তাঁদের সাথে।

পূজা   সজল   জ্বীন  


মন্তব্য করুন


কালার ইনসাইড

আইস্ক্রিনে আফসানা মিমির ওয়েব ফিল্ম “অফ দ্য মার্ক”

প্রকাশ: ০৫:০২ পিএম, ০১ জুন, ২০২৪


Thumbnail

থিয়েটার, ছোটপর্দা আর বড়পর্দার অভিনেত্রী হিসেবে দর্শকদের মাঝে জনপ্রিয় আফসানা মিমি। কিন্তু এছাড়াও পরিচালনার ক্ষেত্রেও আফসানা মিমির রয়েছে বেশ সুপরিচিতি। ‘বন্ধন’ নামের ধারাবাহিক পরিচালনা করে  প্রথম পরিচালকের আসনে বসেছিলেন মিমি। এরপর বানিয়েছেন ‘পৌষ ফাগুনের পালা’, ‘সাড়ে তিনতলা’, ‘ডলস হাউজ’সহ বেশকিছু নাটক।এবার নির্মাতা হিসেবে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হলো অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির।৩০মে  মুক্তি পেয়েছে তাঁর ওয়েব ফিল্ম ‘অফ দ্য মার্ক’।স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে এটি।

দীপু নামের এক ছেলের ক্রিকেটার হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। মফস্বলের একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে দীপু ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে ক্রিকেটার হওয়ার। কিন্তু স্বপ্নপূরণ তো সহজ কথা নয়, দীপুর ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়ায় নানা ঘাত-প্রতিঘাত। তবু সে হাল ছাড়ে না, এগিয়ে চলে স্বপ্নের পথে।আর এই সগ্রামে তাঁর পাশে সবসময় সহযোদ্ধা হয়ে থাকে তাঁর মা।

আফসানা মিমি বলেন, গল্পটা ১৪ বছরের এক কিশোরের স্বপ্ন পূরণের। সেই স্বপ্নের পেছনে দীপু ও  তার মায়ের ত্যাগ ও সংগ্রাম কতখানি, সেটাও দেখানো হয়েছে। খুব সাধারণ একটা গল্প। তাই নির্মাণেও সেই সাধারণ বিষয়টি রাখার চেষ্টা করেছি।

সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে বাগেরহাটে। সেখানে গিয়েই দীপু চরিত্রে চূড়ান্ত করা হয়েছে আরহামকে। ওটিটিতে এ অভিনেতার এটাই প্রথম কাজ। আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নুর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান, খালিদ হাসান রুমি, আরিবা, আনাস, শামসুল হাদি, আশরাফুল আলম, তামান্না ইসলামসহ আরো অনেকে।


ওয়েব ফিল্ম   “অফ দ্য মার্ক”   আফসানা মিমি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

‘‍‌‌নুসরাত ফারিয়া করলে লিলাখেলা আমরা করলে অশ্লীল’

প্রকাশ: ০৪:১৭ পিএম, ০১ জুন, ২০২৪


Thumbnail

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরু থেকেই বেশ সাহসী রূপে ধরা দিয়েছেন এই নায়িকা। আইটমে গান কিংবা খোলামেলা ফটোশুটে, বরাবরই ভক্তদের হৃদয়ের ঝড় তুলেন নুসরাত ফারিয়া।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিকিনি লুকের একটি ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। যেখানে শুধু অন্তর্বাস পরিহিত অবস্থায় দেখা মিলেছে তার। কোনো একটি বিচের ধারেই ছবিটি তুলেছেন এই অভিনেত্রী।

ফেসবুক ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘বিটিং দ্যা হিট বোঝাই যাচ্ছে, গরমের তীব্রতাকে ঘায়েল করতেই এমন রূপে হাজির হয়েছেন ফারিয়া।

এদিকে ফারিয়ার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। চিত্রনায়িকা পলি নুসরাত ফারিয়ার বিকিনি লুকের ছবি প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘নুসরাত ফারিয়া, তোমাকে দেখতে সুপার লাগছে।

পলির সেই পোস্টে চিত্রনায়িকা ময়ূরীকে মন্তব্য করতে দেখা গেছে। যেখানে ফারিয়ার খোলামেলা ছবির সমালোচনায় এই নায়িকা বলেছেন, নুসরাত ফারিয়া করলেলীলাখেলাআমরা করলে অশ্লীল।  ময়ূরীর সেই মন্তব্যের জবাবে নায়িকা পলি বলেছেন, ‘এইবার বুঝলা দোস্ত, কেনো পোস্ট করলাম।

ঢাকাই সিনেমার অশ্লীল যুগের নায়িকা বলা হয় চিত্রনায়িকা ময়ূরী পলিকে। পর্দায় তাদের বেশকিছু সিনেমা নিয়ে দর্শকমহলে ব্যাপক আপত্তি রয়েছে। যদিও নিজেদেরকেঅশ্লীলযুগের নায়িকার তকমায় আপত্তি রয়েছে এই অভিনেত্রীদের।


নুসরাত ফারিয়া   ময়ূরী  


মন্তব্য করুন


কালার ইনসাইড

‘আমি কোনও সময়ই দুটো কাজ একসঙ্গে করি না’

প্রকাশ: ০৩:৫৫ পিএম, ০১ জুন, ২০২৪


Thumbnail

অভিনেতা মিঠুন চক্রবর্তী। একের পর এক হিট ছবি দিয়ে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জীবন যাত্রায় ভক্তদের থেকে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। পদ্মভূষণ পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি।

অভিনয় জগৎ থেকে রাজনীতির মাঠে নাম লিখিয়েছেন কিংবদন্তি অভিনেতা। সম্প্রতি বিজেপির হয়ে ভোটের প্রচারেও দেখা গিয়েছিল তাকে।

এবার পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তোপের মুখে পড়েন মিঠুন চক্রবর্তী। ভোট কেন্দ্রে মিঠুনকে দেখে তারাচোর’ ‘চোরবলে শ্লোগান দিতে থাকে।

ভারতীয় গণমাধ্যমকে মিঠুন চক্রবর্তী বলেন,‘আমি কোনও সময়ই দুটো কাজ একসঙ্গে করি না। আমার পার্টি হয়ে কাজ করার কথা ছিল ৩০ তারিখ পর্যন্ত। সেটা করে দিয়েছি। এবার কাজ হল, আমার নিজের সিনেমার জগতে ঢুকে যাওয়া। তাই সিনেমার কথা বলব, রাজনীতির কথা বলব না।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর আবারও অভিনয় জগতে ফিরে এসেছেন মিঠুন। দশর্কদের উপহার দিয়ে চলেছেন সুপারহিট ছবি। বর্তমানে রাজ চক্রবর্তীর ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি এই ছবিতে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধবেন মিঠুন।


অভিনেতা   মিঠুন চক্রবর্তী  


মন্তব্য করুন


কালার ইনসাইড

রাঁধুনির বেশে ক্যামেরাবন্দি অরিজিৎ সিং!

প্রকাশ: ০৩:১৬ পিএম, ০১ জুন, ২০২৪


Thumbnail

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। হিন্দি কিংবা বাংলা, উভয় ভাষাতে গান গেয়ে ভক্ত সমালোচকদের মাঝে  আকাশচুম্বী সাফল্য অর্জন করেছেন।

সম্প্রতি তার ফ্যান পেজ থেকে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে রীতিমতো রাঁধুনির বেশে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। যেখানে দেখা যায়, ফ্রাইং প্যানে পাঁপড় ভাজছেন। পাশে একটি পাত্রে রয়েছে বেসন। ছবি দেখে মনে হচ্ছে, বাড়ির রান্না ঘরে রয়েছে।

পশ্চিমবঙ্গের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে জয় করেছেন বলিউড। অরিজিতের সংগীত জীবনের গল্পটা মোটেও সহজ ছিল না। অনেক বাধা-বিপত্তি, ব্যর্থতার মোকাবিলা করে আসতে হয়েছে।

নতুন প্রজন্মের প্রেম থেকে ব্রেকআপ, সব মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে অরিজিতের গান। তবে তিনি একেবারেই মাটির মানুষ। সাদামাটা পোশাকে স্কুটিতে ঘুরে বেড়ান। সন্তানদের স্কুলে দিয়ে আসেন। মুম্বাইতে বিলাসবহুল ফ্ল্যাট থাকলেও শিকড়ের টানে জিয়াগঞ্জে থাকেন সংগীতশিল্পী।

পাপারাজ্জিদের থেকে দূরে থাকতে পছন্দ করেন অরিজিৎ সিং। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারের অন্তরালে থাকেন। এমনকী বিভিন্ন সাক্ষাৎকারে প্রেম-বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলেও, খুব সন্তর্পণে তা এড়িয়ে যান।


রাঁধুনি   ক্যামেরাবন্দি   অরিজিৎ সিং  


মন্তব্য করুন


কালার ইনসাইড

শুভ জন্মদিন অভিনেতা চঞ্চল চৌধুরী

প্রকাশ: ০২:২৫ পিএম, ০১ জুন, ২০২৪


Thumbnail

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন আজ। ছোট পর্দা থেকে শুরু করে  সিনেমায়, দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি একজন মডেল, শিক্ষক গায়ক। অভিনেতা হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। চঞ্চল চৌধুরী কোডা, সোডা ইউডা কলেজের চারুকলার প্রভাষকও।

চঞ্চলের অভিনয় জীবন শুরু হয় চারুকলার ছাত্র থাকাকালীন আরণ্যক নাট্যদলের সাথে যুক্ত হয়ে। পরবর্তীতে অসংখ্য নাটক টিভি সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্ররূপকথার গল্প। এছাড়া তিনিমনপুরা’, ‘টেলিভিশন’, ‘আয়নাবাজিদেবীচলচ্চিত্রে তার অভিনয়নৈপুণ্য প্রদর্শন করে দর্শক সমালোচকদের প্রশংসা লাভ করেছেন।

চঞ্চল চৌধুরী ১৯৭৪ সালের জুন বাংলাদেশের পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাধা গোবিন্দ চৌধুরী এবং মায়ের নাম নমিতা চৌধুরী। তিনি গ্রামের স্কুল কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং উদয়পুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রাজবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন।এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ভর্তি হন। ছোটবেলা থেকেই তার গানবাজনা, আবৃত্তি আর নাটকের প্রতি নেশা ছিল। পরে তার মঞ্চ নাটকের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়।


অভিনেতা   চঞ্চল চৌধুরী   জন্মদিন  


মন্তব্য করুন


বিজ্ঞাপন