ওয়ার্ল্ড ইনসাইড

বিশ্বখ্যাত ১০ জলপ্রপাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:০৫ পিএম, ২১ মার্চ, ২০১৮


Thumbnail

ঝর্ণা! ঝর্ণা! সুন্দরী ঝর্ণা! তরলিত চন্দ্রিকা! চন্দন-বর্ণা! কবি একটুও বাহুল্য করেননি। জলপ্রপাত সত্যই মনোমুগ্ধকর। এর রূপ যে দেখেছে সে ই ভালবেসেছে, প্রেমে পড়েছে, প্রাণের টানে বারেবার ছুটে গিয়েছে ঝর্ণার কাছে। কবির ছন্দের যাদু যেন লুকিয়ে আছে জলপ্রপাতের ধ্বনির পরতে। সেই সঙ্গে লুকিয়ে আছে এডভেঞ্চার। আপনি এডভেঞ্চার প্রিয় হোন কিংবা অলস ভ্রমণ পিপাসু; জলপ্রপাত সবার জন্যই ভ্রমণের আদর্শ স্থান। অবশ্য অনেক জলপ্রপাতে পৌছতে দুর্গম গিরি , নদী কিংবা অরণ্য পারি দিতে হয়। সে ভিন্ন প্রসঙ্গ। তবে জলপ্রপাতের কাছে গিয়ে কখনোই ঠকবেন না। এর বিশালতার মাঝে নিজেকেও হয়তো হারিয়ে আবার খুঁজে পাবেন। হয়তো পাবেন নতুন করে শুরু করার প্রেরণা। তবে চলুন জেনে নেই বিশ্বখ্যাত ১০ জলপ্রপাত সম্পর্কে।

 

১। নায়াগ্রা ফলস

নায়াগ্রা ফলস  যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে অবস্থিত। এটি পানি পতনের দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাত। মূলত তিনটি জলপ্রপাতের সমন্বয়ে এক বিশাল জলপ্রপাত নায়াগ্রা ফলসের এর যুক্তরাষ্ট্রের অংশের নাম আমেরিকান ফলস এবং কানাডার অংশের নাম কানাডিয়ান ফলস। এর উচ্চতা ১৬৭ ফুট। এই জলপ্রপাত থেকে প্রতি মিনিটে ৬ মিলিওন ঘনফুট পানি নিচে পড়ে। এই জলপ্রপাতটি কিন্তু পাহাড় থেকে সৃষ্ট নয়। সমতলের একটি নদীতে বিশাল ফাটলের কারণে এই জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই জলপ্রপাতের সৌন্দর্য অবলোকন করতে এখানে ভিড় জমায়।

 

২। এঞ্জেল ফলস

এঞ্জেল ফলস ভেনিজুয়েলার ‘কানাইমা ন্যাশনাল পার্কে’ অবস্থিত। এর উচ্চতা ৩,২১২ ফুট। মানে প্রায় এক কিলোমিটার। জলপ্রপাতটির নামকরণ করা হয়েছে জিমি এঞ্জেল নামক একজন মার্কিন বৈমানিক এর নামানুসারে। তিনি এই জলপ্রপাতটি আবিষ্কার করেছিলেন।  এই নির্ঝরের বিশাল জলরাশির উৎস কিন্তু কোনো নদী, হ্রদ, হিমবাহ বা ভূগর্ভস্থ পানি নয়। নিরক্ষীয় বনাঞ্চলে বছর জুড়ে যে বৃষ্টিপাত হয় সেই পানিই এই জলপ্রপাতের নিরবচ্ছিন্ন বিশাল জলরাশির উৎস। এই জলপ্রপাতের পানি এতো উপর থেকে পড়ার ফলে এর বেশির ভাগ পানিই নিচে পড়ার আগেই বাষ্পে পরিণত হয়। ফলে চারপাশে কুয়াশার আস্তরণ তৈরি হয়। এতে এক মনোমুগ্ধকর দৃশ্যের দেখা মেলে।

 

৩। ভিক্টোরিয়া ফলস

ভিক্টোরিয়া ফলস স্থানীয় ভাবে পরিচিত ‘মসি-ওয়া-তুনয়া’নামে। এর মানে বজ্রপাত সৃষ্টিকারী ধোঁয়া। জাম্বিয়া এবং জিম্বাবুয়ে এ দুটি দেশের সীমান্তের জাম্বেসি নদী থেকে এর উৎপত্তি। এই জলপ্রপাতের নামকরণ করা হয়েছে রাণী ভিক্টোরিয়ার নামানুসারে। ডেভিড লিভিংস্টোন নামে এক পর্যটক প্রথম এই জলপ্রপাতটি দেখতে পান এবং তিনিই এর নামকরণ করেন। জলপ্রপাতটির  এর উচ্চতা ১০৮ মিটার। এবং প্রস্থ ১,৭০৮ মিটার। এই জলপ্রপাতে প্রতি সেকেন্ডে এটা ১ মিলিয়ন লিটার পানি প্রবাহিত করে। এটা একক ভাবে পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাত।

৪। ইগুয়াজু ফলস

 

নয়নাভিরাম ইগুয়াজু ফলস ব্রাজিল ও আর্জেন্টিনার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। এর উৎস ব্রাজিলের ইগুয়াজু নদী । জলপ্রপাতটি ইগুয়াজু নদীটিকে দুই ভাগে বিভক্ত করেছে। প্রতি সেকেন্ডে ১,০০০ ঘন মিটার পানি বয়ে নিয়ে চলা ইগুয়াজু ফলস  মূলত ২৭৫ টি আলাদা আলাদা জলপ্রপাতের সমষ্টি। এখানে এমন একটি স্থান রয়েছে যেখান থেকে একজন দর্শনার্থীকে ঘিরে জলপ্রপাতটির ২৬০ ডিগ্রি কোণ উৎপন্ন হয়। পানি পড়ার ফলে সৃষ্ট কুয়াশায় আলোর প্রতিফলিত হলে এখানে রংধনুর দেখা যায়।

 

৫। প্লিটভাইস ফলস

ক্রোয়েশিয়ার নর্দার্ন ডালমেশিয়ার প্লিটভাইস ন্যাশনাল পার্কে ছড়িয়ে ছিটিয়ে আছে অগণিত ঝর্নার ধারা। এটিই প্লিটভাইস ফলস। এই জলপ্রপাতের সৌন্দর্য অতুলনীয়। এখানকার জলের রঙেও রয়েছে বৈচিত্র্য, কোথাও আকাশী নীল তো কোথাও ফিরোজা,  আবার কোথাও পানি স্ফটিক স্বচ্ছ।

 

৬। কাইট্যর ফলস

গায়ানার কাইট্যর ন্যাশনাল পার্কে পোটারো নদীতে অবস্থিত কাইট্যর ফলস । একে পৃথিবীর দীর্ঘতম একক জলপ্রপাত বলা হয় । জলপ্রপাতটির উচ্চতা ৭৪১ ফুট এবং প্রতি সেকেন্ডে ৬৬৩ ঘনমিটার পানি প্রবাহিত হয়। এই জলপ্রপাতের সৌন্দর্য অতুলনীয়।

 

৭। ইয়োসেমাইট ফলস

ইয়োসেমাইট ফলস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে অবস্থিত। এই জলপ্রপাতের উচ্চতা প্রায় ২,৪২৫ ফুট। এটি আবার  তিন স্তরে বিভক্ত। বরফ গলা পানিই এর জ্লের উৎস। তাই বসন্তের শেষেঞ্জলপ্রপাতটি পানিতে পূর্ণ থাকে।

 

৮। সাদারল্যান্ড ফলস

সাদারল্যান্ড ফলস অবস্থিত নিউজিল্যান্ডে। এর উচ্চতা ১,৯০২ ফুট। এই জলপ্রপাতের উৎপত্তি কুইল হ্রদ থেকে। ডোনাল্ড সাদারল্যান্ড নামে একজন স্কটিশ নাগরিক এটি আবিষ্কার করেন এবং তিনি দাবি করেন এর উচ্চতা ১,০০০ মিটারের বেশি। কিন্তু অনুসন্ধানের পর জানা যায় এর উচ্চতা ১,৯০২ ফুট।

 

৯। গালফস জলপ্রপাত

দক্ষিণ-পশ্চিম আইসল্যান্ডে অবস্থিত গালফস জলপ্রপাতটি হিমবাহ গলিত নদী থেকে সৃষ্ট। এর উচ্চতা ১০৫ ফুট। এটি আইসল্যান্ডের একটি দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র।

১০। পামুক্কালে ফলস

পামুক্কালে তুর্কি  শব্দ। এর মানে তুলার প্রাসাদ। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত এই স্থানটি দক্ষিণ-পশ্চিম তুরস্কে অবস্থিত।  জলপ্রপাতটির উচ্চতা ৫২৫ ফুট, দৈর্ঘ্য ৮,৮৬০ ফুট এবং প্রস্থ ১,৯৭০ ফুট। প্রাচীন গ্রীক এবং রোমানরা এই উষ্ণ জলপ্রপাতটি আবিষ্কার করেন। এখানে চুনাপাথর  জমাট বেঁধে জলাধারের সৌন্দর্য শত গুণে বাড়িয়ে দিয়েছে।

 

বাংলা ইনসাইডার/ডিজি/জেডএ



মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

সৌদি আরবের বাদশাহ অসুস্থ

প্রকাশ: ০৯:৪১ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

শারীরিক অসুস্থতায় ভুগছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ। এক মাসের কম সময়ের মধ্যে তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করানো হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে সৌদি আরবের রয়্যাল কোর্ট আজ রোববার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দার আল-সালামের একটি ক্লিনিকে বাদশাহ সালমানের স্বাস্থ্যের কয়েকটি পরীক্ষা করা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, বাদশাহ সালমান জ্বর ও অস্থিসন্ধির ব্যথায় ভুগছেন। চিকিৎসকেরা তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করবেন। এর মাধ্যমে তিনি সুস্থ্ আছেন কি না, সেটি নিশ্চিত করা হবে।

৮৮ বছর বয়সী বাদশাহ সালমান ২০১৫ সালে সৌদি আরবের সিংহাসনে বসেন। এর দুই বছর পর ২০১৭ সালের জুনে সিংহাসনের পরবর্তী উত্তরসূরি হিসেবে মনোনীত হন যুবরাজ মোহাম্মদ বিন সালমান (৩৮)। মূলত এর পর থেকেই তিনি সৌদির কার্যত নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন।

এর আগে ২০২২ সালের মে মাসে বাদশাহ সালমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই সময় তার কোলোনস্কপি করা হয়েছিল। 

সৌদি আরব   বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

প্রকাশ: ০৮:১৬ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্তের খবর পাওয়া গেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর আল-জাজিরার

এদিকে পার্স টুডের খবরে বলা হয়, হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতিসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন। 

সীমান্ত এলাকায় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে একটি বাঁধ উদ্বোধনের পর তিনি শহরে ফিরছিলেন। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে সেখানে এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। 

ইরানের প্রেসিডেন্ট   ইব্রাহিম রাইসি   আল-জাজিরার  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

কিরগিজস্তান থেকে ১৪০ শিক্ষার্থীকে দেশে ফেরালো পাকিস্তান

প্রকাশ: ০৩:৩৬ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আটকে পড়া ১৪০ শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে এনেছে পাকিস্তান। গতকাল শনিবার রাতে বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের হামলার পর একটি বিশেষ ফ্লাইটে করে পাকিস্তানে ফেরেন এই শিক্ষার্থীরা।

আজ রবিবার (১৯ মে) আটকে পড়া শিক্ষার্থীদের পাকিস্তানে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, কিরগিজস্তান থেকে পাকিস্তানি শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ ফ্লাইট লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সহিংসতার পর যেসব পাকিস্তানি শিক্ষার্থী দেশে ফিরতে চান, তাদের জন্য এমন আরও ফ্লাইট পরিচালনা করা হবে।

উল্লেখ্য, গত ১৩ মে একদল কিরগিজ নাগরিকের সঙ্গে দ্বন্দ্বে জড়ান মিশরীয় শিক্ষার্থীরা। ওই ঘটনার জেরে শুক্রবার রাতে বিশকেকের বিভিন্ন হোস্টেলে থাকা বিদেশি মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলা চালান স্থানীয় বাসিন্দারা। এমনকি, শিক্ষার্থীদের ব্যক্তিগত বাসভবনে ঢুকেও হামলা চালানো হয়। সেসব শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি ভারতীয়রাও রয়েছেন।


কিরগিজস্তান   দেশ   পাকিস্তান  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

সৌদি যুবরাজ সালমানের সঙ্গে সুলিভানের বৈঠক

প্রকাশ: ০১:২০ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

সৌদি আরব যুক্তরাষ্ট্রের মধ্যে বিস্তৃত দ্বিপক্ষীয় চুক্তি এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। সৌদি শহর ধহরানে দুজনের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মে) সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

এক বিবৃতিতে জানানো হয়েছে, এবারর বৈঠকে দুই দেশের মধ্যে খসড়া কৌশলগত চুক্তির সেমিফাইনাল সংস্করণ পর্যালোচনা করা হয়েছে। এই চুক্তিটি এখন প্রায় চূড়ান্ত করা হচ্ছে।

বড় ধরনের একটি চুক্তির অংশ হিসেবে মার্কিন নিরাপত্তা গ্যারান্টি বেসামরিক পারমাণবিক সহায়তা নিয়ে আলোচনা করছে ওয়াশিংটন রিয়াদ। এই চুত্তির আওতায় সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে চলতি মাসের গোড়ার দিকে রয়টার্স জানায়, ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিকীকরণ অধরা থাকলেও পরমাণু চুক্তি চূড়ান্ত করতে চাইছে বাইডেন প্রশাসন সৌদি সরকার।


সৌদি যুবরাজ   সালমান   সুলিভান  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত

প্রকাশ: ১২:৫৩ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী শিশুও রয়েছেন এবং তারা সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

ব্রেক ফেল করে গাড়ি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। রোববার (১৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের নওশেরায় শনিবার ব্রেক ফেল করে একটি মিনি-ট্রাক গভীর খাদে পড়ে গেলে পুরুষ, নারী শিশুসহ একই পরিবারের ১৪ জন সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।


পাকিস্তান   সড়ক   দুর্ঘটনা   নিহত  


মন্তব্য করুন


বিজ্ঞাপন