কালার ইনসাইড

কী দেখলাম ঈদের নাটকে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:২৮ পিএম, ২৩ জুন, ২০১৮


Thumbnail

বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও এ দেশের কোটি কোটি মানুষ বুঁদ হয়ে থাকেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এ মেগা ইভেন্টে। খোদ নাট্যনির্মাতা কিংবা অভিনয়শিল্পীরাও মেতে আছেন ফুটবলে। এবার বিশ্বকাপে ফুটবলের সঙ্গে সাংঘর্ষিক ছিল ঈদ অনুষ্ঠান। তবে দর্শকরা ফুটবল ম্যাচ কিংবা টিভি অনুষ্ঠান, কোনটাই মিস দেয়নি। খেলা তো ইনস্ট্যান্ট দেখতেই হবে। টিভি অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন বিকল্প পন্থা। দর্শকরা নাটক দেখেছেন ইউটিউবের মতো বিভিন্ন অনলাইন সাইটে। দর্শকরা তাঁদের ভালো কিংবা খারাপ লাগা নিয়ে মত প্রকাশ করেছেন ফেসবুকে।

প্রশ্ন হলো, আপনার কোন নাটক ভালো লাগলো? কোন অভিনয়শিল্পীর অভিনয় ভালো লাগলো?

ভালো লাগার আবার বিভিন্ন রকমের থাকতে পারে। রোমান্টিক ও কমেডি ধাঁচের নাটক সাধারণ মানুষ উপভোগ করে বেশি। সিরিয়াস কোন বিষয় নিয়ে নাটকগুলো সমলোচকদের প্রশংসা কুড়ায়। অনেকদিন ধরে থাকে আলোচনায়। আজকের কাজ ভবিষ্যৎ নিয়ে ভাবায়। এই ভাবনা তৈরী করতে পারলেই নির্মাতাদের সন্তুষ্টি মেলে। সেক্ষেত্রে আলাদা করে এবারও কিছু নাটক পাওয়া গেছে। যারা মূল বিষয় রোমান্স কিংবা হাস্যরসাত্নক ছিল না।

সুড়সুড়ি দিয়ে লোক হাসানোর চেষ্টা, সস্তা ভাঁড়ামির ভীড়ে কিছু নাটককে আপনার আলাদা করতে হবে। যে নাটকগুলো আপনাকে বাস্তবতার সুখ, দু:খ, বেদনা দিবে। উঠে আসবে সময়ের সামাজিক বাস্তবতা।

সিরিয়াসধর্মী নাটক:

হোম টিউটর:
ভাল লাগার আরেকটি নাটক। মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় নাটকটি ইউটিউবে প্রচার হয়। শিক্ষকতা কিংবা আটপৌড়ে ভাষায় বলা মাস্টারির গল্প নিয়ে নাটকটি। একজন গৃহ শিক্ষকের আসলে কি ভূমিকা থাকতে পারে? তিনি কি শুধুই মানুষের দরজায় দরজায় কড়া নেড়ে আর ছাত্র পড়িয়ে দিন কাটিয়ে দেন। বদৌলতে মাস শেষে মেলে কিছু অর্থ? গৃহশিক্ষকদের অনেক না বলা কথাই বলা হয়েছে নাটকটিতে। মূল চরিত্রের আফরান নিশোর চরিত্রটি বেশ ভালো লেগেছে দর্শকের।

ফেরার পথ নেই: পরিচালক আশফাক নিপুন বেশ সাহসিকতার পরিচয় দিয়েছেন। সাধারণ দর্শক তাঁর নাটকটি দেখে তাই বলছে। আসলেই কি আমাদের ফেরার পথ আছে? আমরা কী জানি কাল কি হচ্ছে? নাটকটিতে উঠে এসেছে গুম খুন ক্রসফায়ারের নির্মম বাস্তবতা। নাটকটি নিয়ে অনেককিছুই লেখা যায়। তার চেয়ে বরং দর্শক নিজে দেখুন, উপলব্ধি করুন।

সব মিথ্যে সত্য নয়: নাটকটি পরিচালনা করেছেন শাফায়াত মনসুর রানা। নির্মাতার নির্মাণশৈলী, অভিনয়শিল্পীদের অভিনয়, শিল্প নির্দেশকের নির্দেশনা সবকিছুই ছিল এক কথায় অসাধারণ। সেই সঙ্গে যোগ হয়েছে অসাধারণ আবহ সঙ্গীত। সব মিলিয়ে দর্শকদের একটি চমৎকার নাটক উপহার দিয়েছেন পরিচালক রানা। বিশেষ করে না বললেই নয় সেটা হলো নাটকের ভিতরের টিভি প্রোগ্রামটি; অদ্ভুত সম্মোহনী শক্তিতে টেনে রাখবেই আপনাকে।

শাড়ি: নাটকটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। আর এতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। শাহাদাত একজন লিফটম্যান। তার স্ত্রী শিউলি। কোন রকমে তার সংসার চলে। নিজের স্ত্রীর শখ পূরণের চেষ্টা করেন সবসময়ই। কিন্তু একটা শাড়িকে কেন্দ্র করে পুরো গল্পের কাহিনী অন্যদিকে মোড় নেয়।

কলুর বলদ: প্রবাসী এক যুবকের বেদনার গল্প নিয়ে এবার সাজ্জাদ সুমন নির্মাণ করছেন নাটক ‘কলুর বলদ’। এটি লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। এতে প্রবাসী যুবকের চরিত্রে অভিনয় করছেন রিয়াজ। তার সঙ্গে জুটি বেঁধেছেন তানিয়া আহমেদ। নব্বইয়ের দশকের দিকে বাংলাদেশ থেকে অনেক তরুণ পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বিদেশ থেকে একজন টাকা পাঠাতেই থাকে। আসলে তাঁর অস্তিত্ব কী? দেশে এসে সে অস্তিত্বের খরায় ভোগে।

এছাড়াও তানিয়া আহমেদের ‘বাবার জুতা’, রাগিব শাহরিয়ারের ‘কবির হোসেন একজন কাপুরুষ’, আশুতোষ সুজনের ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’, শিহাব শাহিনের ‘কিছু দু:খ সবারই থাকে’ নাটকগুলো দর্শকের বেশ প্রশংসা পেয়েছে।

পিওর রোমান্টিক:

বুকের বা পাশে: মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকটি নিয়ে নতুন করে কিছু বলার নেই। এবারের ঈদে তার আলোচিত নাটক ‘বুকের বা পাশে’। আফরান নিশো, মেহজাবিন চৌধুরির অভিনীত বুকের বা পাশে টেলিফিল্মটি`তে গান থেকে শুরু করে পরিচ্ছন্ন একটি রোমান্টিক গল্প উপভোগ করেছেন সকল নাট্যপ্রেমীরা।

নীলগ্রহ: বেশ কয়েকবছর অপি করিম ও মাহফুজ আহমেদ জুটি বেধেছেন। গল্পের দুই চরিত্র নীল আর গ্রহ ভালোবেসে দুইজন বিয়ে করেছেন। তবে সাংসারিক তিক্ত অভিজ্ঞতার কারনে তাঁরা সিদ্ধান্ত দেন বিচ্ছেদের। সেই অনুযায়ী কার্যকলাপ চলতেও থাকে। শেষ পরিনতিতে রয়েছে টুইস্ট। অভিনয় শিল্পীদের নিয়ে নতুন করে তো কিছু বলার নেই।

সিনেমা জীবন: আশির দশকের শেষের দিকের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সিনেমা জীবন’। সৈয়দ জিয়াউদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবীব শাকিল। নাটকের গল্পে নায়ক রাজ্জাকের ভূমিকায় আফরান নিশো ও সূচিত্রা সেনের ভূমিকায় মেহজাবীন। নাটকে তাঁদের চরিত্রের নাম রাখা হয়েছে রাজ্জাক ও জেসমিন। সূচিত্রা সেনের মতো দেখতে জেসমিন। এছাড়া তাদের অনেক কিছুতে মিল রয়েছে। রোমান্টিক, কমেডি ধারার নাটকটি বেশ উপভোগ্য হয়েছে।

নতুন সকাল: চয়নিকা চৌধুরীর রোমান্টিক গল্প। স্বামী-স্ত্রী`র টুকরো খুনসুটি, প্রত্যেক কথায় ঝগড়া লাগা যার আড়ালে তাদের লুকিয়ে থাকা ভালোবাসার গল্প। মিষ্টি নীলা আর মিলন দুজনের অভিনয়ই বেশ ছিল। চয়নিকা চৌধুরীর সিগনেচার টোন পুরোপুরিই আছে।

জলসাঘর: দেবদাসের আধুনিক নির্মাণ জলসাঘর। অপূর্ব,মেহজাবিন,মমো প্রত্যেকেই অসাধারন কাজ করেছে। নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।

শেষ পর্যন্ত:  রচনা ও পরিচালনা শিহাব শাহীন। ভালোবাসার জন্য নায়ক-নায়িকাকে  দীর্ঘসময় অপেক্ষা করতে হয়।  অপূর্ব ও মম শেষপর্যন্ত হার মেনে নেয় না। অপূর্ব ও মম দুজন একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্কের কথা বিশ্ববিদ্যালয়ের সবাই জানে। কিন্তু হঠাৎ  মমর বড় বোনের সঙ্গে  অপূর্বর বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়। এরপর শুরু হয় জটিলতা।

এছাড়াও মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ‘সুখ’ ‘চশমায় লেগে থাকা ভালোবাসা’, ‘মানুষ’, কাজল আরেফিন অমির ‘ডিয়ার বাংলাদেশ’, তানিম পারভেজের ‘নীরার নীল আকাশ’, মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘লাভ ইমার্জেন্সি’, ‘অনুভবে’ নাটকগুলোও রোমান্টিক হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

কমেডি নাটক: চলছে চলবে, ফ্যাটমান, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, জমজসহ অসংখ্য কমেডি নাটক এসেছে এবারের ঈদেও।


বাংলা ইনসাইডার/এমআরএইচ 

 



মন্তব্য করুন


কালার ইনসাইড

অভিনেত্রী স্ত্রীর মৃত্যুশোক স্বামীর আত্মহত্যা

প্রকাশ: ০২:৫৯ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

গত ১২ মে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হিট তেলেগু টেলিভিশন ধারাবাহিকত্রিনয়নীতে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন পবিত্রা। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় গুরুতর আহত হয় স্বামী অভিনেতা চন্দ্রকান্ত।

দুর্ঘটনায় গাড়িতে তিনিও ছিলেন। তবে স্ত্রীর মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েন অভিনেতা। এবার নিজেও পাড়ি জমালেন পরপারে। গত শুক্রবার তেলেঙ্গনার অলকাপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। শনিবার (১৮ মে)  এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।


অভিনেত্রী   মৃত্যুশোক   স্বামী   আত্মহত্যা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

৫৪ হাজার কোটি টাকার মালিক অভিনেত্রী শারমিনের শ্বশুর

প্রকাশ: ০১:৩৬ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

ওয়েব সিরিজহীরামাণ্ডিতে অভিনয় করেছেন বলিউডের নবাগত অভিনেত্রী শারমিন সেহগল। ১৯৯৫ সালে ২৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া শারমিনের বর্তমান বয়স ২৮ বছর। যদিও অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে খুব একটা ছাপ ফেলতে পারেননি তিনি। 

মামা সঞ্জয় লীলা বানসালির সহকারী পরিচালক হিসেবে শোবিজাঙ্গনে যাত্রা শুরু করেন সেহগল। বলিউডের শীর্ষ পরিচালক বানসালির সঙ্গে খামোশি, দেবদাস এবং ব্ল্যাকের মতো অনেক বড় বড় প্রজেক্টে কাজ করেছেন শারমিন।

ব্যক্তিজীবনে ২০২৩ সালের নভেম্বরে শারমিন সেহগল ব্যবসায়ী আমান মেহতাকে বিয়ে করেছেন। আমান বিজনেস টাইকুন সমীর মেহতার ছেলে। সমীর এবং তার ভাই সুধীর মেহতা টরেন্ট গ্রুপের প্রধান। মেহতা ভাইদের সাম্রাজ্য ফার্মা, পাওয়ার, গ্যাস এবং ডায়াগনস্টিক সেক্টরজুড়ে বিস্তৃত।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ২০২৪ সালের হিসেবে সমীর মেহতার মোট সম্পত্তির পরিমাণ .৪৪ বিলিয়ন ইউএস ডলার বা ৫৩ হাজার ৮০০ কোটি টাকা। টরেন্ট ফার্মাসিউটিক্যালস মেহতা ব্রাদার্সের মূল কোম্পানি। ব্রিটিশ ম্যাগাজিন ফোর্বসের মতে, সংস্থাটি বছরে ৩৫ হাজার কোটি টাকা আয় করে।


কোটি টাকা   অভিনেত্রী   শারমিন   শ্বশুর  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বোল্ড লুকে দিশা পাটানি

প্রকাশ: ০১:১৩ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। যদিও অভিনয়ের থেকে নিজের সাহসী খোলামেলা রূপের জন্যই বেশি আলোচনায় থাকেন তিনি।

নিজের বোল্ড লুকের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরই পারদ চড়ান দিশা। এবারেও তার ব্যত্যয় ঘটেনি। সম্প্রতি থাইল্যান্ডে ঘুরতে গেছেন এই তারকা। সেখানে গিয়েই উষ্ণতা ছড়ালেন ভক্তদের মাঝে।

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন দিশা। যেখানে দেখা যাচ্ছে, মাঝ সমুদ্রে আলো ছায়ার খেলায় মেতেছেন অভিনেত্রী। কয়েকদিন আগেই ওয়াইন রঙের একটি বিকিনি পড়ে ছবি দিয়েছিলেন তিনি। তবে এবার হাজির হয়েছেন সাদা বিকিনিতে। একটুকরো পোশাকেই যেন শরীর ঢাকার চেষ্টা করেছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে দিশাকে প্রায় কোটি মানুষ অনুসরণ করেন। অভিনেত্রীর বিভিন্ন ছবি, মুহূর্তগুলোর চিত্র দেখতেই যেন তারা সবসময় মুখিয়ে থাকেন।


বোল্ড লুক   দিশা পাটানি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বিরাট আনুশকা সংসার, সন্তান নিয়ে খুশি

প্রকাশ: ১১:০৮ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

সম্প্রতি নিজের অবসর জীবনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিরাট কোহলি। আর এদিকে আনুশকা খুব শিগগিরই হয়তো অভিনয় জীবন থেকে মুখ ফেরাবেন। তবে বিরাট-আনুশকা খুশি সংসার, সন্তান নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট ছেলে অকায় মেয়ে ভামিকাকে নিয়ে অজানা তথ্য প্রকাশ্যে আনেন।

গত পাঁচ বছর ধরে কোনও ছবি মুক্তি পায়নি আনুশকার। মেয়ের জন্মের পর শুধুচাকদহ এক্সপ্রেসছবিটি করেছেন তিনি। অবশ্য সেটি আজও মুক্তি পায়নি।

অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার জীবনে অগ্রাধিকার পায় তার সন্তানরা। এবার বিরাটের অবসরের জল্পনা উঠতেই শোনা যাচ্ছে, দুই ছেলেমেয়ে স্ত্রী আনুশকার সঙ্গে লন্ডনেই লোকচক্ষুর আড়ালে থাকবেন কোহলি-দম্পতি।

তবে, ছেলে অকায় বেশ ছটফটে হয়েছে বলে জানালেন বাবা বিরাট। আর মেয়ে ভামিকা নাকি তিন বছর বয়সেই ব্যাট ঘোরাতে শিখে গেছে! বিরাট অবশ্য এখন থেকেই কিছু অনুমান করতে চান না। তার কথায়, এখনই কিছু বলা যাচ্ছে না। ওদের যা খুশি, বড় হয়ে সেটাই হবে।


লন্ডন   অবসর   বিরাট   আনুশকা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

কানে রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা

প্রকাশ: ০৯:৩২ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

কান চলচ্চিত্র উৎসব ২০২৪- রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা আদবানি। সাদা হাই স্লিটেড পোশাকে তিনি যেন ঝলমলে প্রজাপতি। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও।

বলিউড অভিনেত্রী ফ্যাশন আইকন কিয়ারা ফ্রেঞ্চ রিভেরা থেকে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। একটি অফ-হোয়াইট পোশাকে যেন পরী। ১৭ মে চলচ্চিত্র উৎসব থেকে তার প্রথম লুকের আভাস দিয়ে ইনস্টাগ্রামে ঝড় তুলেছেন তিনি।

প্লাঞ্জ নেকলাইন হাই-স্লিটেড গাউনের সঙ্গে কিয়ারা পরেছিলেন হিরের দুল এবং হাই-হিল। তার পোশাক ডিজাইন করেছেন লক্ষ্মী লেহর প্রবাল গুরুং ছিলেন স্টাইলিংয়ের দায়িত্বে।

গালা ইভেন্টে কিয়ারা আন্তর্জাতিক সিনেমার ল্যান্ডস্কেপে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের উপর জোর দেবেন বলে জানা  গেছে। অনুষ্ঠানটি সারা বিশ্বের নারীদের একত্রিত করবে এবং বিনোদন শিল্পে তাদের অবদানের স্বীকৃতি দেবে। এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা


কান   রেড   কার্পেট   কিয়ারা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন