কালার ইনসাইড

তারকারা বিপদে, উপায় জানালেন পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:১০ পিএম, ২৪ জুলাই, ২০১৮


Thumbnail

তারকাদের ফেসবুক হ্যাক হওয়া তো নতুন কোন ঘটনা নয়। তবে ইদানিংকালে গত ৯ জুলাই হঠাৎই নিজের ফেসবুক প্রোফাইলে ঢুকতে পারছিলেন না ‘পোড়ামন-২’ চলচ্চিত্রখ্যাত অভিনেতা সিয়াম আহমেদ। প্রায় ৯ ঘণ্টা পর সেটি আবার ঠিকঠাক ফেরতও দিয়েছে হ্যাকার গ্রুপ। এমন ঘটনার ২৪ ঘণ্টা পর ১০ জুলাই একই ঘটনা ঘটলো ঢালিউড নায়ক আরিফিন শুভর ফেসবুক প্রোফাইলে। হ্যাকারদের দলটি গত জুলাইয়ের ৬ তারিখ অভিনয়শিল্পী মিথিলা, ৩ তারিখ সংগীতশিল্পী মিনার রহমানের আইডিও একইভাবে হ্যাক করে। এর আগে এপ্রিলে দ্বিতীয়বারের মতো নায়িকা শবনম বুবলীর আইডি হ্যাক এবং দ্বিতীয়বারের মতো ইউটিউবার ও অভিনেতা সালমান মোক্তাদিরের পেজ ফেসবুক থেকে মুছে দেয় ওল্ড ম্যাক্সট্যান (ওল্ড মাস্তান)।

হ্যাকাররা কী বলে?

হ্যাক করে তাঁরা ঝুলিয়ে দেয় একটি নোটিশ। সেখানে লেখা, ‘সিকিউরিটি এক্সপেরিমেন্টের জন্য ওল্ড মাস্তান দ্বারা (অমুক তারকার) আইডি হ্যাক করা হয়েছে। উনার আইডি ইনসিকিউরড থাকায় আমরা অনেক চেষ্টা করেছি উনার সাথে যোগাযোগ করার জন্য। তাই বাধ্য হয়ে এই স্টেপ নিয়েছি। খুব শিগগিরই উনার অ্যাকাউন্ট ব্যাক করে দেওয়া হবে। চিন্তা বা হয়রানির প্রয়োজন নাই।’

এমন আরও একটি গ্রুপ রয়েছে ‘টক্সিক টিম টিটি’। মাহিয়া মাহির ফেসবুক আইডি হ্যাক করেছে তারা। এই গ্রুপের পক্ষ থেকে রাসেল আহমেদ নামে একটি আইডি থেকে স্ট্যাটাস দেয়া হয়,‘ সেলিব্রেটি অভিনেতারা দেশের ই একটা অংশ। আজ এই ফেইসবুকে শত শত গ্রুপ মুখিয়ে আছে উনাদের বিভিন্ন মানুষের একাউন্ট হ্যাক করে টাকা আদায় করা কিংবা হ্যারাজম্যান্ট করা। হ্যাক করে সিকিউরিটি দুর্বলতাজনিত কারন গুলো দেখিয়ে নিজে থেকে ভিকটিমের সাথে কন্টাক্ট করে একাউন্ট ফিরাই দেই। হ্যাক করে মোটা অংকের টাকার অফার পেয়েও নিজ দায়ীত্ববোধ থেকে কোনো পরিমান টাকার হিসাব ছাড়াই গ্রুপের মালিক কিংবা সেলিব্রেটিকে সিকিউরিটি স্ট্রং করে ফিরিয়ে দিয়েছে। আমরা যা করছি ভালোর জন্যই করছি।’

সমাধান কী?  

মো: নাজমুল ইসলাম

এডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার সাইবার সিকোয়রিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন

আমার কাছে এ পর্যন্ত ওমর সানী, জাহিদ হাসান, মেহজাবিন, ইশতিয়াক রুমেল, রেদওয়ান রনিসহ আরও অনেকেই এসেছিলেন। যারা এসেছিলেন সবাই আমাদের সেবা পেয়েছেন। যে উদ্দেশ্যে এসেছেন। সেটা আমরা সফল করতে পেরেছি। অ্যাকাউন্ট হ্যাক হলে তা উদ্ধার কখন হবে তা নির্ভর করে ফেসবুকের মর্জির উপরে। আমরা অভিযোগ পাওয়ার পরে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করি। যতটা সম্ভব তাদেও বুঝিয়ে শুনিয়ে একাউন্টটা কন্ট্রোল নেয়ার চেষ্টা করি। কিছুদিন আগে অমিত হাসান ভাই এসেছিলেন। তার মেয়ের ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গিয়েছিল। অ্যাকাউন্টটা উদ্ধার করা গিয়েছে। কিন্তু একাউন্টটা এখনো ডি-অ্যাকটিভ করে রাখা। তবে অ্যাকাউন্টটা কন্ট্রোলে এসেছে। অনেক সময় ফেসবুকেরও গাফিলতি থাকে। আমাদের পক্ষ থেকে কোন গাফিলতির কেউ অভিযোগ করতে পারবে না। আমরা সঠিকভাবে বলতে পারবো না এটা কতদিনের মধ্যে উদ্ধার করে দিতে পারবো। এটা পুরোটাই নির্ভর করে থার্ট পাটি, মানে ফেসবুকের উপর। এটা অনেক সময় দ্রুত হয়ে যায়, অনেক সময় দেরি হয়- দুই তিনমাসও হতে পাওে, অনেক সময় হয়ই না। তিন ধরনের অভিজ্ঞতাই আমি পেয়েছি।

শাস্তির ব্যাপারে বলবো, আমরা এ পর্যন্ত অনেক হ্যাকারই ধরেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছি। তবে এইসব হ্যাকারদেও ধরে শাস্তি দেয়া অনেকের উদ্দেশ্য থাকে না। তাদের আইডিটা ফেরত পেলেই হয়। তারা এভাবেই এসে অভিযোগ করেন। সেখানে লিখিত কোন অভিযোগ না পেলে তো আমরা কিছু করতে পারি না। তারকারা চান না এসব মামলায় জড়াতে। তবে তারা যদি মামলা করেন, আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নিব। শুনলাম সেদিন আরেফিন শুভসহ আরও কয়েকজনের আইডি এমন হ্যাক হয়েছে। শুভর আইডি ব্যাক পেয়েছে। শুভ আমেরিকাতে। সে যদি এসে আমাদেও কাছে অভিযোগ করেন। আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

মাহাবুবুর রহমান

সাইবার সিকোয়রিটি অ্যান্ড ক্রাইম অ্যানালাইস্ট

ফাইট ফর সার্ভাইবারস রাইট ট্রাস্ট (এফসিআর)

আমাদের কাছে মেহজাবিন, আরজে ফারহানসহ আরও কয়েকজন জানিয়েছিলেন। সবগুলোই ব্যাক আনা সম্ভব হয়েছে। সবচেয়ে বড় কথা আইডিগুলো যারা হ্যাক করেছে, বেশিরভাগ সাময়িকভাবেই নেয়া হচ্ছে। আইডি হ্যাক করে টাকা দাবি করছে, ব্লাকমেইল করার চেষ্টা করছে। এমন অভিযোগ খুব একটা শোনা যায় না। শুধু যে আইডি হ্যাক তা নয়, তারকাদের নামে ফেইক আইডি খুলে নানা অপকর্ম করছে অনেকে। এটাও কিন্তু তারকাদের বিরম্বনা।এগুলো অবশ্যই অপরাধের মধ্যে পড়ে। সেলিব্রেটিদের আইডি হ্যাক হওয়ার কারণ, ওনাদের আইডিতে বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা থাকে। বিদেশি কেউ হ্যাক করবে ব্যাপারটি এমন নয়। এটা বাংলাদেশিরাই নিচ্ছে। কারণ বিদেশীদের টার্গেট মার্কেট আর আমাদের টার্গেট মিলে না। এটা ফেইমের জন্যই বেশি করা হয়। তারকাদের পরিচিত বেশি। তাদের আইডি হ্যাক করে নিজেদেরও একটা প্রমোশন মেলে। আমাদের দেশি যারা তারকা আছেন। তাদেরও কিছু লেকিংস আছে। তারা সামাজিক গণমাধ্যমে অত বেশি অ্যাকটিভ হতে পারেন না। তাদের আইডিগুলো লো লেভেলের সিকিউরিটি থাকে। তাদের যেমন ফ্যান -ফলোয়ার দিনকে দিন বাড়ে। তেমনি এমন অ্যাটাকের সম্মুখীনও তো হতে হয়। তারকারা ফেস ভ্যালুর জন্য লিগ্যাল অ্যকশনে যায় না। গেলেও তারা যত দ্রুত পাবে সেখান থেকে বের হয়ে আসে। অ্যারেস্ট তো কতই হচ্ছে, কিন্তু বাদী পক্ষের সচেতনেতা তেমন থাকে না। লিগ্যাল অ্যাকশনে যাওয়ার আগে অবশ্যই আপনার ডকুমেন্ট সুরক্ষিত অবস্থায় রাখবেন। এটা যত দ্রুত সম্ভব থানায় জানানো উচিত। আপনি দেখছেন আপনার আইডি হ্যাক হয়েছে। আশেপাশের থানায় চলে যাবেন। এক্ষেত্রে পুলিশ খুবই হেল্পফুল। আবার ব্যাপার এই আইডিগুলো যারা হ্যাক কওে, তারা ফেইক আইডি দিয়ে করে। সেগুলো ট্রেস করাও একটা ব্যাপার। যেটা হুট করে করার মতো ব্যাপার না। আর এটা কিশোর অপরাধের মধ্যে ফেলা যায়। দেখা যায়, পান থেকে চুন খসলে একজন আরেকজনের আইডি হ্যাক করছে। আইডি ডিজাবেল করে দেয়, আইডির একসেস নিয়ে নিচ্ছে। খুব কম বয়সী ছেলেরা এই হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত।

তারকারা যা বলেন…

শবনম ইয়াসমীন বুবলী

আমার আইডি এ নিয়ে বেশ কয়েকবার হ্যাক হয়েছে। যদিও আমি ফেসবুকে ততটা অ্যাকটিভ না। আমার পেজ কয়েকজন অ্যাডমিন চালায়। প্রথমবার অত গুরুত্ব দিয়ে ফেসবুকের আইডি কিংবা পাসওয়ার্ড দেয়া ছিল না। হ্যাক হওয়ার পরে আমার অরিজিনাল সব ডকুমেন্ট দিয়ে খুলেছি। কিন্তু সেটাও হ্যাক হলো। র‌্যাবের কাছে গিয়েছিলাম। ফেরত পেয়েছি। এইতো কিছুদিন আগে আবার হ্যাক হলো। হ্যাক করার পর আবার নোটিশ টানিয়ে দেয়া হল আমার আইডিতে যে তারা আমার ভক্ত। তারা সিকোয়রিটির জন্যই এগুলো করছে। এখন আমি কি বলতে পারি? অনিয়মিত থেকে আরও অনিয়মিত হতে হবে। অবশ্যই কারো পার্সোনাল ব্যাপারে হাত দেয়া উচিত না। কিন্তু আমার যদি তারা শুভাকাঙ্খি হয়ে থাকেন। আমার সঙ্গে যোগাযোগ করতে পারতেন। আমার আইডির দূর্বলতা বলে দিতে পারতেন। আমি এদেও বিরুদ্ধে লিগ্যাল অ্যকশনে যেতে চাই না। আমি বলবো এরা খুবই ট্যালেন্ট। সেই ট্যালেন্টটা দেশের আরও অনেক কাজ আছে। সেখানে ব্যবহার করতে পারেন। এমন কিছু করুক যাতে তাদের নিয়ে আমরা গর্ব করতে পারি। আমরাই তো এমন কোন গর্বের সংবাদ পেলে তা নিয়ে স্ট্যাটাস দেই। আমাদের ভালবাসা প্রকাশ করি। 

অনিমেষ আইচ

গত রোববার আমার আইডি হ্যাক হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডি থানায় জিডি করেছি। আমার ফেসবুক আইডি কে বা কারা হ্যাকড করেছে। কী উদ্দেশ্য তাদের সেটা আমি অনুমান করতে পারছি না। যে কোনো ক্ষতি এড়াতে থানায় জিডি করেছি। যারা আমার আইডি হ্যাকড করেছে, তারা আমার ই-মেইল আইডিও হ্যাক করেছে। সেই হ্যাকড করা আইডি থেকে আমার ফেসবুক বন্ধুদের মেসেজও পাঠানো হচ্ছে। এটা অনেক বিব্রতকর।

অপু বিশ্বাস

আমার আইডিটা যিনি হ্যাক করেছেন তিনি আমার শুভাকাঙ্ক্ষী। আইডি হ্যাক করে মেসেজ দিয়েছেন। পরে আমি তাকে ফোন করলে জানান, তিনি আমার ভক্ত। আমাকে তিনি ভালোবাসেন। আইডিটা দুর্বল ছিল। এটা প্রোটেক্ট করার জন্যই হ্যাক করেছেন। আমি তাকে ধন্যবাদ দিয়েছি। তিনি ভালো মানুষ। সবকিছু ঠিক করে আমাকে আইডিটা ফেরত দিয়েছেন। এর আগেও আমার আইডি হ্যাক হয়েছিল। পুলিশেও অভিযোগ করেছি।

আরেফিন শুভ

গত ১০ জুলাই হঠাৎ হ্যাক হয় ফেসবুক প্রোফাইল। এরপর কয়েক ঘণ্টার মধ্যে কোনও রকম গোলযোগ ছাড়াই ফেরত পাওয়া যায় সেটি। আমার কাছের মানুষ, বন্ধু ও ফ্যানরা এখন থেকে ফেসবুক ইনবক্সে আর যোগাযোগ করবেন না। কারণ, এটা বিশ্বাস করার মতো নয়। যারা আমাকে সরাসরি যোগাযোগ করতে পারেন, তারা তা করবেন। এখন থেকে ফেসবুক শুধু হবে আমার কাজের আপডেট জানানোর জায়গা। কোনও ধরনের যোগাযোগের জন্য নয় এটি। আমি আসলে এ মাধ্যমটাকে আর বিশ্বাস করতে পারছি না।

মাহিয়া মাহি

প্রত্যেকের ফেসবুক প্রফাইলে ব্যক্তিগত কিছু বিষয় থাকে। হ্যাক্ড হলে আবার গোপনীয় কী থাকল? আমার আইডি যদি নিরাপদ না হয় তাহলে হ্যাকাররা সরাসরি যোগাযোগ করতে পারত! এভাবে হ্যাক করে আইডিটা নিজেদের দখলে নেওয়া কি অন্যায় নয়! আমার আইডিটা এখনো ব্যাক পাইনি। ১৯ জুলাই হ্যাক হয় আমার আইডিটা। আমার ভ্যারিফাইড পেজটিও হ্যাক হওয়া। আমি ওদের কাছে অনুরোধ করলাম যদি তারা এত কিছুই পারে আর আমাকে ভালবাসে। তাহলে আমার পেইজটি তারা উদ্ধার করে দিক।



বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



মন্তব্য করুন


কালার ইনসাইড

ঢাকাই সিনেমায় অভিনয় করতে চাইলেন নাসিরুদ্দিন শাহ

প্রকাশ: ০৯:০৯ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

‘কান চলচ্চিত্র উৎসব’ এর ৭৭তম আসরে হাজির হয়েছেন বলিউডের কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ। উৎসবে চতুর্থ দিনে নাসিরুদ্দিন শাহ’র ‘মন্থন’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে ‘কান ক্লাসিকে’।

চার যুগ আগে ‘মন্থন’ সিনেমায় অভিনয় করেছিলেন এই তারকা। যেটি ছিল অভিনেতার ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র। গুজরাটের দুগ্ধখামারীদের ওপর কর্পোরেট আগ্রাসন ঘিরে বর্ষীয়ান নির্মাতা শ্যাম বেনেগালের ধ্রুপদি এই সিনেমাকে সম্মান জানিয়ে এই বিভাগে ঠাই দিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

এই শ্যাম বেনেগালই নির্মাণ করেছেন বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’। যেখানে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। এই অভিনেতার অভিনয় বেশ মনে ধরেছে বলিউডের বিখ্যাত এই তারকার।

নাসিরুদ্দিন শাহ বলেছেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমাটি আমি দেখেছি। খুবই ভালো সিনেমা। তবে দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, শ্যাম বেনেগালের সিনেমাটি ব্যাপকভাবে প্রদর্শিত হয়নি। কিন্তু আমি মনে করি, মূল চরিত্রে যিনি (শুভ) অভিনয় করেছেন তিনি দারুণ করেছেন। আমি সিনেমাটি উপভোগ করেছি। সিনেমাটি দারুণ ইনফরমেটিভ, ইন্টারেস্টিং এবং নাটকীয়।’

এ সময় বাংলাদেশে অভিনয়ের আগ্রহও প্রকাশ করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আমি কখনো বাংলাদেশে সিনেমা করার অফার পাইনি। পেলে খুব খুশি হতাম। যদিও আমি দুইবার গিয়েছি সেখানে থিয়েটারে পারফর্ম করতে। কিন্তু সিনেমাটা করা হয়নি। বাংলাদেশের নির্মাতাদের জন্য আমার দরজা সব সময় খোলা।’


ঢাকা   সিনেমা   অভিনয়   নাসিরুদ্দিন শাহ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক নেই না: শাহরুখ খান

প্রকাশ: ০৭:৫১ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে এক পয়সাও নেন না বলিউডের এই বাদশাহ। ভারতের সাংবাদিক রজত শর্মার ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন তিনি। যেই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল।

ভিডিওটিতে শাহরুখের কাছে প্রশ্ন রাখা হয়, ‘সিনেমায় অভিনয়ের জন্য আপনার পারিশ্রমিক কেমন?’। উত্তরে শাহরুখ বলেন, ‘আমি বিভিন্ন শো’র জন্য পারিশ্রমিক নেই, এন্ডোর্সমেন্টের জন্য নেই, লাইভ শো’র জন্য নেই। কিন্তু কখনোই সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক নেই না। গেল ২০ বছরে কোনো নির্মাতা এই কথা বলতে পারবে না যে, আমি সিনেমায় অভিনয়ের জন্য তাদের কাছে অর্থ চেয়েছি। আমি নির্মাতাদের বলি- আপনারা সিনেমায় আমাকে নিন। যদি লাভ হয় আমাকে দিয়েন। না হলে আমাকে দেওয়ার প্রয়োজন নেই।’

এমন উত্তরের পর তার কাছে জানতে চাওয়া হয়, ‘তাহলে তার আয়ের উৎস কী?’। এ সময় অভিনেতা আরও বলেন, ‘সিনেমায় অভিনয়ের জন্য আমি পারিশ্রমিক না নিলেও আমি সিনেমার বাইরে এত কাজ করি যে, তা দিয়েই আমার সংসার চলে যায়। কারণ সিনেমায় অভিনয় আমার কাছে পূজা করার মতো। এই কাজ করে আমি কখনোই পারিশ্রমিক নেই না।’


সিনেমা   অভিনয়   পারিশ্রমিক   শাহরুখ খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মারা গেছেন ডা. খোদেজা বেগম মৃধা

প্রকাশ: ০৫:৩৭ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

বিশিষ্ট ডা. খোদেজা বেগম মৃধা মৃত্যুবরণ করেছেন। গত রবিবার (১২ মে) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রয়াত ডা. খোদেজা বেগম মৃধা কবি, সাহ্যিতিক ও গীতিকার জোবেদা খাতুনের জেষ্ঠ্য কন্যা ছিলেন। মৃতকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। 

মরহুমার ভাই তবলা বাদক জাহাঙ্গীর মির্জা বাবুলের মহাখালীর নিজ বাড়িতে তার কুলখানি গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। কুলখানিতে দেশের বহু ব্যক্তিত্বদের মাঝে উপস্থিত ছিলেন মরহুমার ভাগনি আঁখি আলমগীর, কবি খোশনূর আলমগীর, ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান মিন্টু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


ডা. খোদেজা বেগম মৃধা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ফারিণের সঙ্গে নতুন গান গাইতে আগ্রহী তাহসান

প্রকাশ: ০৫:০০ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

প্রথমবারের মতো হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ সংগীতশিল্পী তাহসান খান গান গেয়েছিলেন। পেশাদার সংগীতশিল্পী না হয়েও তাহসানের সঙ্গে খুব চমৎকারভাবেই গানটি গেয়েছিলেন ফারিণ। এরপর তা ভক্তদের কাছে ব্যাপক প্রশংসিত হয়।

ফারিণের সঙ্গে নতুন করে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তাহসান খান। শুক্রবার (১৭ মে) গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তাহসান জানান, ভালোবাসার জন্য বছরের পর বছর ধরে গান করেন তিনি।

সংগীতশিল্পী তাহসান বলেন, আমাকে এবং তাসনিয়া ফারিণকে একসঙ্গে গান করার জন্য বলা হয়েছিল এবং কবির বকুল ভাইকে ধন্যবাদ জানাই তিনি সুযোগটা করে দিয়েছিলেন। আমরা ভেবেছি নতুন গান নিয়ে আরও কাজ করবো তবে এখন না। আমাদের যখন মনে হবে গানটা প্রকাশ করার সময় হয়ে গিয়েছে ঠিক তখন আমরা কাজ করবো।

রঙে রঙে রঙিন হব গানের বিষয়ে তাহসান বলেন, মানুষ যে গান ভালোবাসে এটা তারই বহিঃপ্রকাশ। কারণ আমাকে অনেকদিন পর এবার অনেকে বলেছে, ভাই গানটা খুব ভালো লেগেছে। তবে ঈদকে কেন্দ্র করে সামনে ব্যস্ততা রয়েছে আমার নতুন গান আসবে।


ফারিণ   তাহসান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মায়ের পৃথিবীর মঞ্চ ছাড়ার সময়ে ঢাকার মঞ্চে মোনালি

প্রকাশ: ০৩:০৪ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

ভারতীয় সংগীতশিল্পী অভিনেত্রী মোনালি ঠাকুর। জীবন থেকে কঠিন এক শিক্ষা পেলেন তিনি। ঢাকার মঞ্চে তিনি যখন গান গাইছেন। তখন পৃথিবীর মঞ্চ ছেড়ে তার মা মিনতি ঠাকুর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বিষয়টি জানতে পেরেও গান থামান নি এই শিল্পী। শ্রোতাদের গেয়ে শুনিয়েছেন মায়ের প্রিয় গানতুমি রবে নীরবে

চলতি বছরের এপ্রিল মাসের শেষে মোনালির মাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার দুটো কিডনিই কাজ করছিল না, ডায়ালাইসিস চলছিল। শুক্রবার (১৭ মে) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মায়ের একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে মোনালি লিখেছেন, ‘শেকল ছিঁড়ে গেছে, অবশেষে কষ্টের অবসান।

বলিউডের অনেক সিনেমার গানে প্লেব্যাক করেছেন মোনালি। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো— ‘জারা জারা টাচ মি’ (রেস), ‘গুডনাইট’ (দিল কাবাডি), ‘খুদায়া খায়ের’ (বিল্লু), ‘গোলামাল’ (গোলমাল থ্রি) প্রভৃতি। শুধু গান নয়, বলিউডের বেশকিছু সিনেমাতে অভিনয়ও করেছেন এই গায়িকা।

এর আগে একটি কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার (১৬ মে) বাংলাদেশে এসেছিলেন মোনালি। রাজারবাগ পুলিশ লাইনসের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি অনেক আগেই ঠিক হয়ে ছিল।


মা   পৃথিবী   মোনালি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন