কালার ইনসাইড

চলচ্চিত্র শিল্পীদের লজ্জা হয় না?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:০৫ পিএম, ২৩ জানুয়ারী, ২০১৯


Thumbnail

যখন কোন শিল্পী মারা যান, কতশত ফেসবুক স্ট্যাটাস চোখে পড়ে। বাংলাদেশের প্রায় সব তারকাই তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভরিয়ে ফেলেন। কিন্তু সেই ফেসবুক পর্যন্তই তাদের আবেগ।

আহমেদ ইমতিয়াজ বুলবুলেরদেশের গানের পরই সবচেয়ে বড় অবদান চলচ্চিত্রে। জীবদ্দশায় তিনি কথা আর সুর বুনেছেন ৩০০টিরও বেশি সিনেমায়। এই সংগীত পরিচালকের তৈরি শতাধিক জনপ্রিয় গান যাদের ঠোঁটে দর্শকরা দেখেছেন সিনেমার পর্দায়, সেই নায়ক-নায়িকা কিংবা সাম্প্রতিক সময়ের তেমন কেউই আসেননি তাকে শেষ বিদায় জানাতে, বিএফডিসিতে! বিএফডিসিতে শেষ বিদায়ের অনুষ্ঠানে এমন ঘটনা বহু ঘটেছে। তবে এবারেরটা একটু বেশিই দৃষ্টিকটু।

সর্বশেষ নায়ক রাজ রাজ্জাকের জানাজাতে দেখা গিয়েছিলো চলচ্চিত্রের মানুষদের সবচেয়ে বেশি উপস্থিতি। প্রায় সবাই এসেছিলেন রাজ্জাকের শেষ বিদায়ে। বিষয়টি প্রশংসিত হয়েছিলো। অনেকেই দ্বন্দ্ব ভুলে এক হয়েছেন। কিন্তু বাকিসব সত্যিই আশ্চর্য্য করেছে সবাইকে। শোবিজের বাইরের মানুষ রীতিমতো সমলোচনা করে ধুয়ে দিচ্ছেন।

চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ মারা গেলে তার প্রতি শ্রদ্ধা জানাতে মরদেহ নিয়ে আসা হয় তার দীর্ঘদিনের কর্মস্থল ও প্রিয় আঙিনা এফডিসিতে। ঘোষণা দিয়েই আনা হয়। শিল্পী সমিতির সভাপতি জায়েদ খান জানান,‘ প্রায় সবাইকে কল ও এসএমএস দেওয়া হয়েছে। এখানে তো আমি জোর করে আনতে পারি না।’

সাধারণ মানুষ এফডিসির বাইরে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকলেও তারকারা ভীষণ ব্যস্ত। এক ঘন্টা ফুরসত মেলে না। খোঁজ নিয়ে অবশ্য জানলে, কারো কাজের খবরই পাওয়া যাবে না দু একজন ছাড়া।

চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতির নেতৃত্বেই বেশিরভাগ সময় মৃত ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন ও জানাজার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থাকেন নামে মাত্র কয়েকজন পদস্থরা। যারা সমিতির কর্তাব্যক্তি। ফেসবুক ও গণমাধ্যম ভর্তি নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা। কিন্তু এতটুকু আন্তরিকতা নেই কেন নিজেদের মধ্যে?

চিত্রনায়িকা দিতির মৃত্যুর পরও ফেসবুকে এমন শোকের বান ডেকেছিল। কিন্তু তার সিঁকিভাগও দেখা যায়নি জানাজাতে। এমনও হয়েছে, সে সময় এফডিসিতে থেকেও জানাযায় উপস্থিত হননি।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাদের ব্যস্ত রুটিনের ফাঁক গলে বুলবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছেন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের নানা ব্যক্তিত্বরা। এমনকি এর অনেকেই শহীদ মিনারে উপস্থিত হয়েছেন। বুলবুলের সঙ্গে যাদের খুব একটা দেখা যায়নি। তারাও এসেছিলেন শ্রদ্ধা জানাতে। অথচ আমাদের চলচ্চিত্রের মানুষ ভীষণ ব্যস্ত।

নায়ক আলমগীর বলেন, ‘এটা খুবই খারাপ একটি চর্চা। এমন কোনো ব্যস্ততা বা কারণ না থাকলে একজন সহকর্মীকে অবশ্যই শেষ বিদায় জানাতে আসা উচিত। তার সঙ্গে যে সবার কাজ করতে হবে এমন কথা তো নেই। এটা আমাদের পরিবার। সেখানকার একজন মানুষ চলে গেলেন, আর আমরা সেখানে থাকবো না। এটা সত্যিই দু:খজনক। যদি শ্রদ্ধা জানানোর মানুষই না থাকে তাহলে তাকে অপমান করা হয়। আমাদের এগুলো শিখতে হবে। একজন আহমেদ ইমতিয়াজ বুলবুল রোজ রোজ জন্মায় না। সবারই ভাবতে হবে একদিন আমিও মরে যাবো, যিনি চলে যাচ্ছেন তার এতটুকু সম্মান প্রাপ্ত।’


বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



মন্তব্য করুন


কালার ইনসাইড

অভিনেত্রী স্ত্রীর মৃত্যুশোক স্বামীর আত্মহত্যা

প্রকাশ: ০২:৫৯ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

গত ১২ মে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হিট তেলেগু টেলিভিশন ধারাবাহিকত্রিনয়নীতে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন পবিত্রা। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় গুরুতর আহত হয় স্বামী অভিনেতা চন্দ্রকান্ত।

দুর্ঘটনায় গাড়িতে তিনিও ছিলেন। তবে স্ত্রীর মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েন অভিনেতা। এবার নিজেও পাড়ি জমালেন পরপারে। গত শুক্রবার তেলেঙ্গনার অলকাপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। শনিবার (১৮ মে)  এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।


অভিনেত্রী   মৃত্যুশোক   স্বামী   আত্মহত্যা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

৫৪ হাজার কোটি টাকার মালিক অভিনেত্রী শারমিনের শ্বশুর

প্রকাশ: ০১:৩৬ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

ওয়েব সিরিজহীরামাণ্ডিতে অভিনয় করেছেন বলিউডের নবাগত অভিনেত্রী শারমিন সেহগল। ১৯৯৫ সালে ২৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া শারমিনের বর্তমান বয়স ২৮ বছর। যদিও অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে খুব একটা ছাপ ফেলতে পারেননি তিনি। 

মামা সঞ্জয় লীলা বানসালির সহকারী পরিচালক হিসেবে শোবিজাঙ্গনে যাত্রা শুরু করেন সেহগল। বলিউডের শীর্ষ পরিচালক বানসালির সঙ্গে খামোশি, দেবদাস এবং ব্ল্যাকের মতো অনেক বড় বড় প্রজেক্টে কাজ করেছেন শারমিন।

ব্যক্তিজীবনে ২০২৩ সালের নভেম্বরে শারমিন সেহগল ব্যবসায়ী আমান মেহতাকে বিয়ে করেছেন। আমান বিজনেস টাইকুন সমীর মেহতার ছেলে। সমীর এবং তার ভাই সুধীর মেহতা টরেন্ট গ্রুপের প্রধান। মেহতা ভাইদের সাম্রাজ্য ফার্মা, পাওয়ার, গ্যাস এবং ডায়াগনস্টিক সেক্টরজুড়ে বিস্তৃত।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ২০২৪ সালের হিসেবে সমীর মেহতার মোট সম্পত্তির পরিমাণ .৪৪ বিলিয়ন ইউএস ডলার বা ৫৩ হাজার ৮০০ কোটি টাকা। টরেন্ট ফার্মাসিউটিক্যালস মেহতা ব্রাদার্সের মূল কোম্পানি। ব্রিটিশ ম্যাগাজিন ফোর্বসের মতে, সংস্থাটি বছরে ৩৫ হাজার কোটি টাকা আয় করে।


কোটি টাকা   অভিনেত্রী   শারমিন   শ্বশুর  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বোল্ড লুকে দিশা পাটানি

প্রকাশ: ০১:১৩ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। যদিও অভিনয়ের থেকে নিজের সাহসী খোলামেলা রূপের জন্যই বেশি আলোচনায় থাকেন তিনি।

নিজের বোল্ড লুকের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরই পারদ চড়ান দিশা। এবারেও তার ব্যত্যয় ঘটেনি। সম্প্রতি থাইল্যান্ডে ঘুরতে গেছেন এই তারকা। সেখানে গিয়েই উষ্ণতা ছড়ালেন ভক্তদের মাঝে।

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন দিশা। যেখানে দেখা যাচ্ছে, মাঝ সমুদ্রে আলো ছায়ার খেলায় মেতেছেন অভিনেত্রী। কয়েকদিন আগেই ওয়াইন রঙের একটি বিকিনি পড়ে ছবি দিয়েছিলেন তিনি। তবে এবার হাজির হয়েছেন সাদা বিকিনিতে। একটুকরো পোশাকেই যেন শরীর ঢাকার চেষ্টা করেছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে দিশাকে প্রায় কোটি মানুষ অনুসরণ করেন। অভিনেত্রীর বিভিন্ন ছবি, মুহূর্তগুলোর চিত্র দেখতেই যেন তারা সবসময় মুখিয়ে থাকেন।


বোল্ড লুক   দিশা পাটানি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বিরাট আনুশকা সংসার, সন্তান নিয়ে খুশি

প্রকাশ: ১১:০৮ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

সম্প্রতি নিজের অবসর জীবনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিরাট কোহলি। আর এদিকে আনুশকা খুব শিগগিরই হয়তো অভিনয় জীবন থেকে মুখ ফেরাবেন। তবে বিরাট-আনুশকা খুশি সংসার, সন্তান নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট ছেলে অকায় মেয়ে ভামিকাকে নিয়ে অজানা তথ্য প্রকাশ্যে আনেন।

গত পাঁচ বছর ধরে কোনও ছবি মুক্তি পায়নি আনুশকার। মেয়ের জন্মের পর শুধুচাকদহ এক্সপ্রেসছবিটি করেছেন তিনি। অবশ্য সেটি আজও মুক্তি পায়নি।

অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার জীবনে অগ্রাধিকার পায় তার সন্তানরা। এবার বিরাটের অবসরের জল্পনা উঠতেই শোনা যাচ্ছে, দুই ছেলেমেয়ে স্ত্রী আনুশকার সঙ্গে লন্ডনেই লোকচক্ষুর আড়ালে থাকবেন কোহলি-দম্পতি।

তবে, ছেলে অকায় বেশ ছটফটে হয়েছে বলে জানালেন বাবা বিরাট। আর মেয়ে ভামিকা নাকি তিন বছর বয়সেই ব্যাট ঘোরাতে শিখে গেছে! বিরাট অবশ্য এখন থেকেই কিছু অনুমান করতে চান না। তার কথায়, এখনই কিছু বলা যাচ্ছে না। ওদের যা খুশি, বড় হয়ে সেটাই হবে।


লন্ডন   অবসর   বিরাট   আনুশকা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

কানে রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা

প্রকাশ: ০৯:৩২ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

কান চলচ্চিত্র উৎসব ২০২৪- রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা আদবানি। সাদা হাই স্লিটেড পোশাকে তিনি যেন ঝলমলে প্রজাপতি। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও।

বলিউড অভিনেত্রী ফ্যাশন আইকন কিয়ারা ফ্রেঞ্চ রিভেরা থেকে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। একটি অফ-হোয়াইট পোশাকে যেন পরী। ১৭ মে চলচ্চিত্র উৎসব থেকে তার প্রথম লুকের আভাস দিয়ে ইনস্টাগ্রামে ঝড় তুলেছেন তিনি।

প্লাঞ্জ নেকলাইন হাই-স্লিটেড গাউনের সঙ্গে কিয়ারা পরেছিলেন হিরের দুল এবং হাই-হিল। তার পোশাক ডিজাইন করেছেন লক্ষ্মী লেহর প্রবাল গুরুং ছিলেন স্টাইলিংয়ের দায়িত্বে।

গালা ইভেন্টে কিয়ারা আন্তর্জাতিক সিনেমার ল্যান্ডস্কেপে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের উপর জোর দেবেন বলে জানা  গেছে। অনুষ্ঠানটি সারা বিশ্বের নারীদের একত্রিত করবে এবং বিনোদন শিল্পে তাদের অবদানের স্বীকৃতি দেবে। এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা


কান   রেড   কার্পেট   কিয়ারা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন