কালার ইনসাইড

হৃত্বিকের এই সিনেমাও নকল?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:০১ পিএম, ০২ অক্টোবর, ২০১৯


Thumbnail

হৃত্বিক বনাম টাইগার! মুক্তি পেল ‘ওয়ার’। ২০১৯ সালের অন্যতম হাইপড সিনেমা। বাজেট, স্টার কাস্ট, লোকেশন, অ্যাকশন, ভিএফএক্স- ট্রেলারে সবটাই দুর্দান্ত মনে হয়েছে। কিন্তু কেমন হতে পারে ‘ওয়ার’ এর গল্প?

ট্রেলার দেখে আপনার মনে পড়ে যাবে জেমস বন্ডখ্যাত পিয়ার্স ব্রসনান অভিনীত ‘দ্যা নভেম্বর ম্যান ২০১৪’ এর কথা। সেখানে পিয়ার্সের কাছ থেকে ট্রেনিং নেওয়া সবচেয়ে সেরা এজেন্ট তাকেই শিকার করার জন্য ধাওয়া করে বেড়ায়! অর্থাৎ, গুরু বনাম শিষ্য লড়াই। ‘ওয়ার’ এর থিমটাও তাই। তবে থিম একই হতেই পারে। তাতে হুবহু কপি ধরে হতাশ হওয়ার কোন কারণ নেই।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ এর আগে টম ক্রুজ অভিনীত হলিউড সিনেমা ‘নাইট অ্যান্ড ডে’ এর রিমেক ‘ব্যাং ব্যাং’ করেছিলেন। তাই ‘ওয়ার’ রিমেক হওয়ার সম্ভাবনা একদম ফেলে দেওয়া যায় না। অবশ্য পজেটিভ ব্যাপার, ‘ব্যাং ব্যাং’ রিমেক হলেও ফ্রেম টু ফ্রেম কপি ছিল না। স্রেফ মূল থিমটা এক ছিল। হতে পারে ‘ওয়ার’ তেমন রিমেক বা জাস্ট ইন্সপায়ার্ড।

তবে পরিচালক সিদ্ধার্থ আনন্দের সিনেমাগুলোর লিস্টের দিকে তাকালে মৌলিক সিনেমার আশা করা কঠিন। তার প্রথম সিনেমা সালাম নমস্তে ছিল আমেরিকান সিনেমা ‘নাইন মান্থস’ এর আনঅফিসিয়াল রিমেক। এভাবে ‘তারা রাম পাম’ টম ক্রুজের ‘ডেস অব থান্ডার’ এর রিমেক। ‘বাচনা অ্যা হাসিনো’ ব্রিট্রিশ আমেরিকান ফিল্ম ‘আলফি’ এর রিমেক। ‘আনজানা আনজানি’ ডাচ সিনেমা ‘ব্লাইন্ড’ এর আনঅফিশিয়াল রিমেক।

‘ওয়ার’ এর গল্পটা কেমন হতে পারে? ট্রেইলার থেকে অনেকেই খুব ক্লিশে, একদম টিপিক্যাল একটা গল্প আন্দাজ করতে পেরেছেন। দেখুন তো সেটা অনেকটা এরকম কিনা:

হৃত্বিক (কবির) এজেন্সির সেরা এজেন্ট। কিন্তু কোনো কারণে সে দলছুট হয়ে দুর্বৃত্তের রূপ নেবে। হানাহানি, খুনোখুনি করবে। তাকে থামানোর জন্য পাঠানো হবে তারই শিষ্য আরেক এজেন্ট টাইগার (খালিদ)কে।

খালিদ হৃত্বিককে থামাতে যাবে, তাদের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া হবে, মারপিট হবে। পরে একপর্যায়ে খালিদ জানতে পারবে তার গুরু কবির এসব এমনি এমনি করছে না। এর পেছনে বড় উদ্দেশ্য আছে। হতে পারে কবির কোনো সন্ত্রাসী সংগঠনকে শেষ করছে যেটা অফিসিয়াল অনুমতি নিয়ে করা অসম্ভব ছিল।

এটা জানার পরে খালিদ বাইরে বাইরে কবিরকে ধাওয়া করলেও ভেতরে ভেতরে কবিরকে সাহায্য করে যাবে (এটা টুইস্ট হিসেবে পরে রিভিল হতে পারে)। এবং সামনে আরো জানা যাবে এই সন্ত্রাসী সংগঠনগুলোর হোতা কিংবা সোর্স হিসেবে তাদেরই এজেন্সির কোনো উচ্চপদস্থ কর্মকর্তা জড়িত আছে।

ধারণা করা হচ্ছে সেই ব্যক্তিটি হলেন কর্নেল লুথরা (আশুতোষ রানা)। এরপরে কবির ও খালিদ দু’জন মিলে কমন শত্রুর বিরুদ্ধে লড়বে। গ্রান্ড অ্যাকশনের মাধ্যমে ‘ওয়ার’ এর হ্যাপি এন্ডিং হবে।”

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে পরিচালক যা বলেছেন তা অনেকটা এমন- দর্শকরা ভাবছে ‘ওয়ার’ স্রেফ অ্যাকশন আর গ্ল্যামারের সিনেমা। সেভাবে হয়তো কোনো গল্প নেই। কিন্তু গল্পই এই সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেটা আমরা ট্রেইলারে দেখাইনি। সেটা হলের দর্শকদের জন্য সারপ্রাইজ রইল।

এখন দেখার বিষয় গল্পটা কেমন হয়। দর্শকদেরকে কতটা বিনোদন দিতে পারে, সারপ্রাইজড করতে পারে। পারফরমার হিসেবে হৃত্বিক, টাইগার এমনি ভানি কাপুরও সহজেই উতরে যাবে। কিন্তু প্রায় ২০০ কোটি রূপি বাজেটের সিনেমা হিট, সুপার হিট হতে হলে গল্পটাও জরুরি। নইলে এটা হবে আরেকটা ‘সাহো’। আর একই সময়ে রিলিজ পাওয়া শক্ত প্রতিদ্বন্দ্বী ‘ শ্রী নরেশ্বমা রেড্ডি’ গল্পটা যদি শক্তপোক্ত হয় তাহলে তো আরো সর্বনাশ হবে। কারণ সেই ছবিতেও স্টারের কমতি নেই। যদিও ছবিটা ভারতের দক্ষিণের।

বাংলা ইনসাইডার/এমআরএইচ



মন্তব্য করুন


কালার ইনসাইড

অভিনেত্রী স্ত্রীর মৃত্যুশোক স্বামীর আত্মহত্যা

প্রকাশ: ০২:৫৯ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

গত ১২ মে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হিট তেলেগু টেলিভিশন ধারাবাহিকত্রিনয়নীতে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন পবিত্রা। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় গুরুতর আহত হয় স্বামী অভিনেতা চন্দ্রকান্ত।

দুর্ঘটনায় গাড়িতে তিনিও ছিলেন। তবে স্ত্রীর মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েন অভিনেতা। এবার নিজেও পাড়ি জমালেন পরপারে। গত শুক্রবার তেলেঙ্গনার অলকাপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। শনিবার (১৮ মে)  এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।


অভিনেত্রী   মৃত্যুশোক   স্বামী   আত্মহত্যা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

৫৪ হাজার কোটি টাকার মালিক অভিনেত্রী শারমিনের শ্বশুর

প্রকাশ: ০১:৩৬ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

ওয়েব সিরিজহীরামাণ্ডিতে অভিনয় করেছেন বলিউডের নবাগত অভিনেত্রী শারমিন সেহগল। ১৯৯৫ সালে ২৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া শারমিনের বর্তমান বয়স ২৮ বছর। যদিও অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে খুব একটা ছাপ ফেলতে পারেননি তিনি। 

মামা সঞ্জয় লীলা বানসালির সহকারী পরিচালক হিসেবে শোবিজাঙ্গনে যাত্রা শুরু করেন সেহগল। বলিউডের শীর্ষ পরিচালক বানসালির সঙ্গে খামোশি, দেবদাস এবং ব্ল্যাকের মতো অনেক বড় বড় প্রজেক্টে কাজ করেছেন শারমিন।

ব্যক্তিজীবনে ২০২৩ সালের নভেম্বরে শারমিন সেহগল ব্যবসায়ী আমান মেহতাকে বিয়ে করেছেন। আমান বিজনেস টাইকুন সমীর মেহতার ছেলে। সমীর এবং তার ভাই সুধীর মেহতা টরেন্ট গ্রুপের প্রধান। মেহতা ভাইদের সাম্রাজ্য ফার্মা, পাওয়ার, গ্যাস এবং ডায়াগনস্টিক সেক্টরজুড়ে বিস্তৃত।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ২০২৪ সালের হিসেবে সমীর মেহতার মোট সম্পত্তির পরিমাণ .৪৪ বিলিয়ন ইউএস ডলার বা ৫৩ হাজার ৮০০ কোটি টাকা। টরেন্ট ফার্মাসিউটিক্যালস মেহতা ব্রাদার্সের মূল কোম্পানি। ব্রিটিশ ম্যাগাজিন ফোর্বসের মতে, সংস্থাটি বছরে ৩৫ হাজার কোটি টাকা আয় করে।


কোটি টাকা   অভিনেত্রী   শারমিন   শ্বশুর  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বোল্ড লুকে দিশা পাটানি

প্রকাশ: ০১:১৩ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। যদিও অভিনয়ের থেকে নিজের সাহসী খোলামেলা রূপের জন্যই বেশি আলোচনায় থাকেন তিনি।

নিজের বোল্ড লুকের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরই পারদ চড়ান দিশা। এবারেও তার ব্যত্যয় ঘটেনি। সম্প্রতি থাইল্যান্ডে ঘুরতে গেছেন এই তারকা। সেখানে গিয়েই উষ্ণতা ছড়ালেন ভক্তদের মাঝে।

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন দিশা। যেখানে দেখা যাচ্ছে, মাঝ সমুদ্রে আলো ছায়ার খেলায় মেতেছেন অভিনেত্রী। কয়েকদিন আগেই ওয়াইন রঙের একটি বিকিনি পড়ে ছবি দিয়েছিলেন তিনি। তবে এবার হাজির হয়েছেন সাদা বিকিনিতে। একটুকরো পোশাকেই যেন শরীর ঢাকার চেষ্টা করেছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে দিশাকে প্রায় কোটি মানুষ অনুসরণ করেন। অভিনেত্রীর বিভিন্ন ছবি, মুহূর্তগুলোর চিত্র দেখতেই যেন তারা সবসময় মুখিয়ে থাকেন।


বোল্ড লুক   দিশা পাটানি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বিরাট আনুশকা সংসার, সন্তান নিয়ে খুশি

প্রকাশ: ১১:০৮ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

সম্প্রতি নিজের অবসর জীবনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিরাট কোহলি। আর এদিকে আনুশকা খুব শিগগিরই হয়তো অভিনয় জীবন থেকে মুখ ফেরাবেন। তবে বিরাট-আনুশকা খুশি সংসার, সন্তান নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট ছেলে অকায় মেয়ে ভামিকাকে নিয়ে অজানা তথ্য প্রকাশ্যে আনেন।

গত পাঁচ বছর ধরে কোনও ছবি মুক্তি পায়নি আনুশকার। মেয়ের জন্মের পর শুধুচাকদহ এক্সপ্রেসছবিটি করেছেন তিনি। অবশ্য সেটি আজও মুক্তি পায়নি।

অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার জীবনে অগ্রাধিকার পায় তার সন্তানরা। এবার বিরাটের অবসরের জল্পনা উঠতেই শোনা যাচ্ছে, দুই ছেলেমেয়ে স্ত্রী আনুশকার সঙ্গে লন্ডনেই লোকচক্ষুর আড়ালে থাকবেন কোহলি-দম্পতি।

তবে, ছেলে অকায় বেশ ছটফটে হয়েছে বলে জানালেন বাবা বিরাট। আর মেয়ে ভামিকা নাকি তিন বছর বয়সেই ব্যাট ঘোরাতে শিখে গেছে! বিরাট অবশ্য এখন থেকেই কিছু অনুমান করতে চান না। তার কথায়, এখনই কিছু বলা যাচ্ছে না। ওদের যা খুশি, বড় হয়ে সেটাই হবে।


লন্ডন   অবসর   বিরাট   আনুশকা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

কানে রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা

প্রকাশ: ০৯:৩২ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

কান চলচ্চিত্র উৎসব ২০২৪- রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা আদবানি। সাদা হাই স্লিটেড পোশাকে তিনি যেন ঝলমলে প্রজাপতি। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও।

বলিউড অভিনেত্রী ফ্যাশন আইকন কিয়ারা ফ্রেঞ্চ রিভেরা থেকে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। একটি অফ-হোয়াইট পোশাকে যেন পরী। ১৭ মে চলচ্চিত্র উৎসব থেকে তার প্রথম লুকের আভাস দিয়ে ইনস্টাগ্রামে ঝড় তুলেছেন তিনি।

প্লাঞ্জ নেকলাইন হাই-স্লিটেড গাউনের সঙ্গে কিয়ারা পরেছিলেন হিরের দুল এবং হাই-হিল। তার পোশাক ডিজাইন করেছেন লক্ষ্মী লেহর প্রবাল গুরুং ছিলেন স্টাইলিংয়ের দায়িত্বে।

গালা ইভেন্টে কিয়ারা আন্তর্জাতিক সিনেমার ল্যান্ডস্কেপে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের উপর জোর দেবেন বলে জানা  গেছে। অনুষ্ঠানটি সারা বিশ্বের নারীদের একত্রিত করবে এবং বিনোদন শিল্পে তাদের অবদানের স্বীকৃতি দেবে। এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা


কান   রেড   কার্পেট   কিয়ারা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন