ইনসাইড গ্রাউন্ড

জিম্বাবুয়ে টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৪২ পিএম, ২১ ফেব্রুয়ারী, ২০২০


Thumbnail

টানা পাঁচ টেস্ট ধরে গো-হারা হারছে বাংলাদেশ দল। এই পাঁচ টেস্টে ছিল আফগানিস্তানের মতো নবীন দল। সাদা পোশাকের ক্রিকেট আসলেই যেন ব্যর্থতাটা মাথায় জেঁকে বসে। তবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে টেস্টে বড় জয়ের প্রত্যাশা গোটা দলের। শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে এই ম্যাচটি।

আজ কোচ ডমিঙ্গো ইঙ্গিত দিয়ে রেখেছেন, উইকেটে দিনের শুরুতে ময়েশ্চার থাকবে বলে ধারণা তাদের, এবং দুই পেসার নিয়ে নামবে বাংলাদেশ। ম্যাচের আগেরদিন পর্যন্ত উইকেটে হালকা ঘাসের ছোঁয়া ছিল, শুরুতে পেসারদের সহায়তা পাওয়াটা তাই স্বাভাবিকই। মিরপুরে নিজেদের শেষ টেস্টে জিম্বাবুয়েও হেরেছিল বড় ব্যবধানে।

হাসান মাহমুদকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাই নিঃসন্দেহে রাহি-ইবাদত জুটিতে ভরসা থাকবে দলের। মিরপুরের স্পিন বান্ধব উইকেটের কথা মাথায় রেখে জিম্বাবুয়ের বিপক্ষে দুই স্পেশালিষ্ট স্পিনার নিয়ে খেলতে পারে মুমিনুলবাহিনী। এক্ষেত্রে তাইজুল ইসলামের সঙ্গে একাদশে থাকতে পারেন তরুণ স্পিনার নাঈম হাসান।

আর ৭ ব্যাটসম্যানের ধারণা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে বলেও বলেছেন কোচ-অধিনায়ক দুজনই। তামিম ইকবালের সঙ্গী হিসেবে ওপেন করার সম্ভাবনা রয়েছে সাইফ হাসানের। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিণ্ডি টেস্টে আশানুরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ হলেও তাকে আরেকটি সুযোগ দিতে চাইবে টিম ম্যানেজমেন্ট। 

উইকেট বিবেচনায় স্পিনারদের প্রতি জোর দেয়ার সম্ভাবনা রয়েছে জিম্বাবুয়েরও। সেক্ষেত্রে বাঁহাতি স্পিনার এইন্সলে এনডিলোভুর প্রতি ভরসা রাখতে পারে তারা। পাশাপাশি স্পিন অলরাউন্ডার হিসেবে থাকবেন অভিজ্ঞ সিকান্দার রাজা। 

কয়েকদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে তারা। দুই ম্যাচের টেস্ট সিরিজ জিততে না পারলেও দ্বিতীয় টেস্টে দারুণ লড়াই করে জিম্বাবুয়ে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই সামর্থ্যের প্রমাণ দিয়ে ম্যাচটি ড্র করে শন উইলিয়ামসের দল। তাই তাদের বিপক্ষে ভালো করতে আটঘাট বেঁধে নামতে হবে বাংলাদেশকে।

সম্ভাব্য একাদশ

বাংলাদেশ

তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটকিপার), তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন।

জিম্বাবুয়ে

প্রিন্স মাসভউরে, কেভিন কাসুজা, ক্রেইগ এরভিন (অ), ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, রেজিস চাকাভা (উ), টিমাইসেন মারুমা, কার্ল মাম্বা, টিনোটেন্ডা মুতোমবদজি, ডোনাল্ড টিরিপানো, ভিক্টোর নায়ুচি।

বাংলা ইনসাইডার/এসএম



মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

অবশেষে বিক্রি হয়ে গেল মেসির সেই ন্যাপকিন

প্রকাশ: ০৮:৩১ এএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির সাথে বার্সার ঐতিহাসিক চুক্তির কথা জানে না এমন কোন ফুটবল ভক্ত বোধহয় খুঁজে পাওয়া কঠিন হবে। ২০০০ সালে বার্সার সাথে ন্যাপকিন পেপারে চুক্তি স্বাক্ষর করেন মেসি। এরপর ১৩ বছর বয়সে তিনি পাড়ি জমান বার্সেলোনা শহরে। এর পরের গল্পটি সবারই জানা। বার্সার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ টি গোল তিনি করেছেন।

গত ৯ মে বিট্রিশ অকশন হাউস বোনাহামসের মাধ্যমে বিক্রি হয়ে গেল মেসি-বার্সা এই ঐতিহাসিক চুক্তিপত্রটি।

উল্লেখ্য, মেসি-বার্সার এই চুক্তিটির দাম উঠেছে লাখ ৬৫ হাজার ডলার। বাংলাদেশ মুদ্রায় যার পরিমাণ ১১ কোটি ২৯ লাখ ৯৩ হাজার ২০১ টাকা।


মেসি   বার্সা   ন্যাপকিন পেপার  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

কোপা আমেরিকার আগে ব্রাজিল দলে বড় ধাক্কা

প্রকাশ: ০৮:৪৬ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

আগামী ২০ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকার লড়াই। যেখানে ফেবারিট হিসেবেই অংশ নেবে ব্রাজিল ফুটবল দল। তবে এর আগে বড় ধাক্কায় খেয়েছে সেলেসাওরা।

কোপা আমেরিকা শুরু হওয়ার মাস খানেক আগে চোট পেয়েছেন ব্রাজিলের গোলরক্ষক এদারসন। আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে এদারসনের ইনজুরি কিছুটা হলেও ব্রাজিল শিবিরে চিন্তার ভাঁজ ফেলেছে।

জানা গেছে, চোখের ইনজুরিতে পড়েছেন এদারসন। গেল সপ্তাহে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় ৩০ বছর বয়সী এই গোলরক্ষককে। এ কারণে প্রিমিয়ার লিগে শেষ ম্যাচে তাকে পাবে না ম্যানচেস্টার সিটি।  

বৃহস্পতিবার এক বিবৃতিতে ম্যানচেস্টার সিটি জানিয়েছে, স্ক্যানের পর এদারসনের ডান চোখের সকেটে ছোট একটি ফাটল ধরা পড়েছে। মৌসুমের বাকি অংশে তাকে আর পাওয়া যাবে না।

তবে ব্রাজিলের জন্য চিন্তার কারণটা একটু বেশিই। কারণ, আগামী ২০ জুন শুরু হচ্ছে কোপা আমেরিকা। আর এমন এক টুর্নামেন্টের আগে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারাতে চাইবে না তারা। 

যদিও কোপা আমেরিকার দলে আরো দুইজন গোলরক্ষক আছেন। তাদের একজন লিভারপুলের অ্যালিসন বেকার। সাধারণত এদারসন কোন ম্যাচে না খেললে অ্যালিসনই থাকেন ব্রাজিল কোচের প্রথম পছন্দের গোলরক্ষক।


কোপা আমেরিকা   ব্রাজিল  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

২০২৭ ফুটবল বিশ্বকাপের আয়োজক ব্রাজিল

প্রকাশ: ০৮:৪০ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

আয়োজক হওয়ার দৌড় থেকে নিজেদের নাম আগেই প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। এতে নিশ্চিত হয়ে যায় ২০২৭ সালের নারী বিশ্বকাপ আয়োজক হওয়ার লড়াইটা হবে ইউরোপ ও লাতিন আমেরিকার মধ্যে। যে লড়াইয়ে লাতিনদের কাছে পাত্তাই পায়নি ইউরোপিয়ানরা। 

একটু পরিস্কার করে বললে, বিশ্বকাপ আয়োজক হওয়ার লড়াইয়ে জয়টা হয়েছে ব্রাজিলের। অর্থাৎ ২০২৭ নারী বিশ্বকাপের আয়োজক সেলেসাওরা।

শুক্রবার সিঙ্গাপুরের ব্যাংককে অনুষ্ঠিত হয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বার্ষিক কংগ্রেস। সেখানেই ভোটাভুটির মাধ্যমে নির্ধারিত হয় বিশ্বকাপের আয়োজক। ব্রাজিলের সঙ্গে আয়োজক হওয়ার দৌড়ে ছিল বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি (বিএনজি)।

তবে সবাইকে পেছনে ফেলে ফিফার সদস্যভুক্ত দেশ ও অঞ্চলগুলোর ভোটে বেশ বড় ব্যবধানে জয় পায় ব্রাজিল। তারা পেয়েছে ১১৯টি ভোট। আর ইউরোপের তিন দেশের ঝুলিতে পড়ে ৭৮ ভোট। ফলে লাতিন আমেরিকার প্রথম দেশে হিসেবে নারী বিশ্বকাপ আয়োজকের মর্যাদা পেয়েছে ব্রাজিল। 

এ নিয়ে সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো বলেন, ‘ব্রাজিলকে অভিনন্দন। ব্রাজিলে আমাদের সেরা বিশ্বকাপ হবে। সেইসঙ্গে বিএনজি-কেও ধন্যবাদ। তারাও বিডে দুর্দান্ত ছিল।’


ফুটবল   বিশ্বকাপ   ব্রাজিল  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

ইউরো দল ঘোষণা নেদারল্যান্ডসের

প্রকাশ: ০৮:২৪ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

ইউরো চ্যাম্পিয়নশিপ-২০২৪ এর জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। ডাচদের প্রাথমিক দলে ডাক পেয়েছেন চোটে আক্রান্ত বার্সা তারকা ফ্রাংকি ডি ইয়ং।

এবারের ইউরোয় প্রতিটি দলের ২৬ জনের স্কোয়াড রাখার সুযোগ রয়েছে। তবে ডাচরা ৩০ সদস্যের দল ঘোষণা করেছে। আগামী ৭ জুনের মধ্যে অবশ্য খেলোয়াড় কমিয়ে চূড়ান্ত দল দিতে হবে তাদের।

আগামী ১৬ জুন হামবুর্গে পোল্যান্ডের বিপক্ষে ইউরো অভিযান শুরু করবে নেদার‌ল্যান্ডস। এবারের আসরে ‘ডি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ ফ্রান্স ও অস্ট্রিয়া।

এর আগে অবশ্য কানাডা ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের। ম্যাচ দুটি যথাক্রমে অনুষ্ঠিত হবে ৬ ও ১০ জুন।

নেদারল্যান্ডসের প্রাথমিক স্কোয়াড-

গোলরক্ষক: জাস্টিন বিজলো, মার্ক ফ্লেকেন, বার্ট ভারব্রুগেন, নিক ওলিজ।

ডিফেন্ডার: নাথান আকে, ডেলি ব্লিন্ড, ভার্জিল ফন ডাইক, ডেনজেল ডামফ্রিস, জেরেমি ফ্রিমপং, লুৎশারেল গের্ট্রুইদা, ম্যাথিজ ডি লিট, ইয়ান মাতসেন, মিকি ফন ডি ভেন, স্টেফান ডি ভ্রিজ।

মিডফিল্ডার: রায়ান গ্রাভেনবার্চ, ফ্রেঙ্কি ডি জং, টিউন কোপমেইনার্স, তিজানি রেইজেন্ডার্স, মার্টেন ডি রুন, জের্ডি স্কাউটেন, জাভি সিমন্স, কুইন্টেন টিম্বার, জোয়ি ভিরম্যান, জর্জিনিও উইজনালডাম।

ফরোয়ার্ড: স্টিভেন বার্গউইজেন, ব্রায়ান ব্রোবি, মেমফিস ডিপে, কোডি গাকপো, ডনিয়েল মালেন, ওয়াউট ওয়েগহোর্স্ট।


ইউরো দল   নেদারল্যান্ডস  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

ফুটবলে নিষিদ্ধ হচ্ছে ইসরায়েল!

প্রকাশ: ০৬:৫৬ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতায় গত আট মাসে ৩৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এমন মানবাধিকার লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক ফুটবলে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল এফএ। এ নিয়ে গত মার্চে ফিফায় চিঠি দিয়েছিল ফিলিস্তিন এফএ।

ফিলিস্তিন ফুটবলের সেই দাবিকে সমর্থন দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এ নিয়ে এএফসির কংগ্রেসে আলোচনাও হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

শুক্রবার থাইল্যান্ডে ফিফার ৭৪ তম বার্ষিক সভার কংগ্রেসে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে ভোট অনুষ্ঠিত হবে। এরপরেই আনুষ্ঠানিকভাবে জানা যাবে যে, বিশ্ব ফুটবলে ইসরায়েল নিষিদ্ধ হচ্ছে কি না।

এদিকে বিষয়টি নিয়ে এএফসির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বলেন, ‘এএফসি এবং ফিফা তাদের সদস্য রাষ্ট্রের মতোই শক্তিশালী। যখন একজন ক্ষতিগ্রস্ত হয়, তখন বাকিদের উপরও তার প্রভাব পড়ে। তাই এএফসি, ফিলিস্তিন এফএ-এর সাথে ঐক্যমত পোষন করছে। ফিফার নিয়ম ও আইনের মধ্যে থেকে ফিলিস্তিনের ফুটবল যেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার স্থায়ী সমাধান চায়।’

এ নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ফিলিস্তিনে আজ যা চলছে তাতে আমরা সবাই ভুগছি। আমরা দূর থেকে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করি বিশ্বের সকল নির্যাতিত শিশুর জন্য। যদিও এ বিষয়ে ফুটবল খুব অল্প কিছুই করতে পারে। তবে ফুটবল সবাইকে একত্রিত করতে পারে।’


ফুটবল   ইসরায়েল  


মন্তব্য করুন


বিজ্ঞাপন