ইনসাইড বাংলাদেশ

করোনা ঈদে যা হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০১ এএম, ২৫ মে, ২০২০


Thumbnail

"ঈদ", ঈদ মানেই অনাবিল আনন্দ, ঈদ মানেই খুশি। বাঙালির বাংলাদেশির প্রতিটা ঈদ কাটে একেক বয়সে একেক রকম করে। তবুও যেন আনন্দের কমতি থাকে না। এখানকার আলো বাতাসে পর্যন্ত ঈদ উতসবের আমেজ লেগে যায়। কিন্তু এইবারের ঈদ একটু ব্যতিক্রম। কারণ প্রকৃতির নিষ্ঠুর আচরণে এখন সবাই গৃহবন্দী। আর স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে এভাবেই আমাদের ঈদ উদযাপন করতে হবে। আর তাই আমাদের অন্য ঈদগুলোর সাথে এই ঈদের পার্থক্যটা চলুন একটু দেখে নেই, জেনে নেই এবার ঈদে যা যা হচ্ছে না সেই বিষয়ে। 

জামাতে নামাজ

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে অন্যান্যবারের মতো এবার ঈদগাহ মাঠে  জামাত অনুষ্ঠিত হচ্ছে না। সম্প্রতি দেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোয়ালাকিয়াও ঈদের জামাতও বাতিল করা হয়েছে। অবশ্য এই বিষয়ে সরকারও দেশের আলেম ওলামাদের নিয়ে এমন নির্দেশনা জারি করে। সবাইকে মসজিদে নামাজ আদায়ের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। রাজধানী ঢাকাতে ঈদের নামাজের ক্ষেত্রেও স্বাস্থ্যবিধিসহ ঝুঁকি এড়িয়ে চলতে ১৪টি নির্দেশনা জারি করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

করমর্দন কোলাকুলি

ঈদ মানেই হাতেহাত মিলানো। ঈদ মানেই কোলাকুলি। কিন্তু এইবারে ঈদে আর তা হচ্ছে না। কারণ ভাইরাসের কারণে সৃষ্ট চলমান স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে এগুলো থেকে বিরত থাকতে হবে। সেইসাথে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিধিতেও এই বিষয়ে নিষেধ করা হয়েছে। 

ঈদের শুভেচ্ছা

প্রতিটি ঈদে আমাদের মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাষ্ট্রের সিনিয়র সিটিজেন ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হতো। কিন্তু এবারের ঈদে তা হচ্ছে না। 

বাহারি ফ্যাশন

প্রতিটি ঈদে শপিং মল ও বিপনি বিতানগুলোতে নানা ফ্যাশনের বাহারি সব পোশাক বা জামা বিক্রির দুম পড়ে যেত। কিন্তু করোনার এই ঈদে এসব হচ্ছে। কারণ স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে দেশের বেশিরভাগ শপিংমল ও বিপনি বিতানই বন্ধ রয়েছে। সেইসাথে দীর্ঘদিন ধরে চলা এই ভাইরাসের কারণে প্রতিষ্ঠানগুলো জামাও তৈরি করতে পারেনি।     

আত্মীয় বাড়ি

প্রায় সকল ঈদেই আমরা আত্মীয়-স্বজনদের বাসায় বেরাতে যাওয়া হতো। কিন্তু করোনাকালীন এই ঈদে তা হচ্ছে না। কারণ প্রাণঘাতী এই ভাইরাসটির জন্য সামাজিক দুরত্ব্ব নিশ্চিতের কথা বারবার বলছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। তাই আমাদের সকলের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করেই কারও বাসায় বেরাতে যাওয়ার ক্ষেত্রে বিরত থাকা উচিত।   

পার্ক বা বিনোদন

প্রাণঘাতী করোনা ভাইরাসের এই সময়ে পার্ক বা বিনোদন কেন্দ্রগুলো খোলা নেই। কিন্তু যদি আইন বা নৈতিকতা ভুলে কেউ খুলে দেয়ও তারপরও আপনার এই সমস্ত বিনোদন কেন্দ্রে যাওয়া ঠিক হবে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বৃহৎ পরিসরে আপনার যাওয়ার সুযোগও নেই।   

বাইরে ঘুরা

অন্যান্য বৎসর ঈদে আমরা সকলেই দল বেঁধে কক্সবাজার, কুয়াকাটা কিংবা বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্থানে বেরাতে যেতেন। কিন্তু এবারের ঈদে তা হচ্ছে না, কারণ এখন সবাইকে অদৃশ্য এক শত্রু তাড়া করে বেরাচ্ছে। আর এই শত্রু বিশ্ব মানবতার সবচেয়ে জঘন্য শত্রু। অদৃশ্য শত্রুর কারণেই এবারের ঈদে আমাদের বাইরে ঘুরতে বা বেরাতে যাওয়া হচ্ছে না।   

বিদেশ ভ্রমণ

প্রতি বৎসর ঈদের এই সময়টাতে সমাজের উচ্চবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্তের অনেকেই ঈদ উপলক্ষে পাওয়া এই ছুটিকে উপভোগ করতে চলে যেতেন বিদেশ ভ্রমনে। কিন্তু এইবারের ঈদ যেন একেবারেই ভিন্ন এখন চাইলেও কেউ আর যেতে বিদেশে বেরাতে যেতে পারছে না।

আড্ডা মাস্তি

বাংলাদেশে জনসংখ্যার একটি বিশাল অংশ হল তরুণ। প্রতিটি ঈদে তরুণদের কাজই ছিল নিজ এলাকায় কিংবা আশেপাশের এলাকায় গিয়ে আড্ডা দেওয়া কিংবা ফুর্তি করা। কিন্তু এবারের এই ঈদে কষ্ট হলেও এই বিষয়গুলো মানতে হবে যে, এখন আর ঘুরা হচ্ছে। 

বিশেষ অনুষ্ঠান

ঈদুল ফিতর কিংবা ঈদুল আযহাকে কেন্দ্র করে প্রতি বৎসর নানাবিধ বিশেষ অনুষ্ঠান প্রচার করত বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশন চ্যানেলগুলো। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, এবার অনেক আয়োজন বাতিল করা হয়েছে। কিংবা প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে আপনা আপনি বাতিল হয়ে গেছে।



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

তাপপ্রবাহকে দুর্যোগ ঘোষণা করবে সরকার

প্রকাশ: ১০:৪৯ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

তাপপ্রবাহকে দুর্যোগ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। ভবিষ্যতে তাপপ্রবাহ হলে তা মোকাবিলায় সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মো. মহিববুর রহমান বলেন, তাপপ্রবাহের মাত্রা দিন দিন আরও বাড়তে পারে। আমরা এটা অ্যাডজাস্ট করতে চাই। ভবিষ্যতে তাপপ্রবাহ হলে তা মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের সব প্রস্তুত আছে।

তিনি বলেন, আমাদের যে পরিবেশ-পরিস্থিতি তাতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলে দুর্যোগ হিসেবে বিবেচনা করা যায়। আমরা সেভাবেই এগোচ্ছি।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, গত মাসে তাপপ্রবাহের সময় আমরা প্রোগ্রাম রেডি করে ফেলেছিলাম। সারা দেশে পানি, স্যালাইন, ছাতা দেয়ার উদ্যোগ নিয়েছিলাম। পরে আবহাওয়া অধিদফতর বৃষ্টির পূর্বাভাস দিলো, বৃষ্টিও হলো

প্রতিমন্ত্রী বলেন, তাপপ্রবাহ থেকে মানুষকে রক্ষা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও সংসদ ভবনের দক্ষিণ পাশে দুটি ক্যাম্প করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটি স্পিকারের উদ্বোধন করার কথা ছিল। এ দুই স্থান থেকে পানি, স্যালাইন, ছাতাসহ বিভিন্ন উপকরণ দেওয়ার প্রস্তুতি ছিল। মানুষ এখানে আশ্রয় নিতে পারত। সব রেডি ছিল কিন্তু বৃষ্টি হওয়ায় তা আর হয়নি।

ব্যক্তিগত উদ্যোগে আমার নির্বাচনী এলাকায়ও আমি তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে নানান উদ্যোগ নিয়েছিলাম, যোগ করেন দুর্যোগ প্রতিমন্ত্রী।

তাপপ্রবাহ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

জিলকদ মাসের চাঁদ দেখা গেছে

প্রকাশ: ১০:১০ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার (১০ মে) থেকে পবিত্র জিলকদ মাস গণনা করা হবে।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার সভায় সভাপতিত্ব করেন।

সভায় জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে।

জিলকদ মাস  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ফরিদপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর জয়: কৃতজ্ঞতা জানিয়ে বিজ্ঞপ্তি

প্রকাশ: ১০:০০ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

ফরিদপুর জেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম চৌধুরী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইমান আলীর বিজয় উপলক্ষে ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

বৃহষ্পতিবার (৯ মে) ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম চৌধুরীর ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ইমান আলীকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ,  এবারের স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক দেয়া থেকে বিরত রয়েছে আওয়ামী লীগে।

যদিও ফরিদপুরের স্থানীয় অনেকে প্রশ্ন করছেন আওয়ামী লীগ যেখানে দলীয় প্রতিক দেয়নি সেখানে ফরিদপুর জেলা আওয়ামী লীগ কিভাবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিল।

ফরিদপুর   উপজেলা নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায় লোডশেডিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ০৯:১৬ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

বিদ্যুৎ সংকটের এই সময়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাসভবন এলাকায় লোডশেডিংয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদে চলমান দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, গেল কিছুদিন তীব্র গরমে কিছুটা লোডশেডিং হয়েছে। আমরা তা স্বীকার করি। আমি নির্দেশ দিয়েছি লোডশেডিং গ্রামে নয়, এখন থেকে বিদ্যুৎ সংকটে লোডশেডিং হবে গুলশান-বনানীতে। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায়ও লোডশেডিংয়ের নির্দেশ দিয়েছি।

তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে বিশেষ আইন নিয়ে সমালোচনা কেন? পৃথিবীতে এমন কোনো দেশ নেই, যারা ক্যাপাসিটি পেমেন্ট ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। কিন্তু প্রতিদিন এটা নিয়ে চিল্লাচিল্লি শুনি। ওই আইনে কাউকে দায়মুক্তি দেয়া হয়নি। 
  
সামিটের বিলম্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য জরিমানা আদায় হয়েছে বলেও জানান এই সংসদ নেতা। তিনি বলেন, বিশেষ আইন নিয়ে যারা কথা বলছেন, সমালোচনা করছেন তারা অর্বাচীন।
 
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে সমালোচনা হয় জানিয়ে শেখ হাসিনা বলেন, অথচ সেটাই সবচেয়ে ক্লিন বিদ্যুতের সোর্স। রূপপুরে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী   লোডশেডিং  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা ৬ জুন

প্রকাশ: ০৮:৩৮ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের সরকারের প্রথম বাজেট ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (৬ জুন)। নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীরও এটি প্রথম বাজেট।

তাকে সহায়তা করবেন দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। এদিন উত্থাপিত হবে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুন। বাজেট পেশের দিনক্ষণ ঠিক করে ইতোমধ্যে কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট হবে প্রায় ৮ লাখ কোটি টাকার। যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট। এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারের এবারের বাজেট হবে ব্যয় সংকোচনমূলক। এটি তৈরি হচ্ছে অত্যন্ত সুকৌশলে। প্রতি বছর বাজেটের প্রবৃদ্ধি সংকোচনমূলক ধরেই এবারের হিসাব প্রাক্কলন করা হয়েছে। ফলে বাজেটের আকার এবার খুব বেশি বাড়ছে না।


নতুন সরকার   বাজেট ঘোষণা   জাতীয় সংসদ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন