কালার ইনসাইড

অনুপ্রেরণার দৃষ্টান্ত চলে গেলেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:১১ পিএম, ৩১ মে, ২০২০


Thumbnail

‘মোস্তফা কামাল সৈয়দ ( কামাল ভাই) আমার কাছে অনেক কিছু’- প্রায় ২০ জন তারকা যারা দীর্ঘদিন ধরে নাটক মহলে আছেন তাদের সঙ্গে কথা হয়। সবারই এক কথা, তিনি অনেক কিছু ছিলেন আমাদের জন্য। একটু আধটু গল্পও বলেন, কিভাবে তাকে ক্যারিয়ারে সাহায্য করেছেন এই মানুষটা। যেমন এ প্রজন্মের জনপ্রিয় নির্মাতা জানান, ক্যারিয়ারের প্রথম নাটকের গল্প নিয়ে অনেকের কাছে ধর্ণা দিয়েছি। একটা সময় দেখা করতে পারলাম মোস্তফা কামাল সৈয়দ স্যারের সঙ্গে। গল্প পড়ে বললেন ভালোভাবে বানাতে পারলে আমি নেবো।টেলিফিল্মটি নির্মাণ করে জমা দিলাম। ঈদের চাঙ্কেই রাখলেন। ঈদের চাঙ্কে দুপুরে একজন নবীনের নাটক এনটিভিতে প্রচার হওয়া বিশাল কিছু। সেই সুযোগ আমাকে আজ এইখানে এনেছে। এমন অনেকভাবেই তিনি সাহায্য করেছেন। মিডিয়ার অজস্র মানুষের পথ প্রদর্শক ছিলেন এই গুনী মানুষটা।  

মোস্তফা কামাল সৈয়দ, মুস্তাফা মনোয়ার, কলিম শরাফী, মোহাম্মদ জাকারিয়া, আবদুল্লাহ্ আল মামুন, আতিকুল হক চৌধুরী, মুস্তাফিজুর রহমান, সৈয়দ ছিদ্দীক হোসেন, নওয়াজিশ আলী খান, বরকতউল্লাহ্, জিয়া আনসারী, মুসা আহমেদ, হায়দার রিজভী, ফখরুল আবেদিন দুলাল, হুমায়ূন আহমেদ প্রমুখ মানুষগুলো একে একে চলে যাচ্ছেন। আমাদের বাংলা নাটকের কিংবদন্তিদের মিছিলের যেন সমাপ্তি ঘটতে চললো। মোস্তফা কামাল সৈয়দ একদা বিটিভিতে কাজ করেছেন। বিটিভির বহু অনবদ্য সৃষ্টি প্রকাশ পেয়েছে তার হাত ধরে। কর্মজীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন টিভি চ্যানেলে। ২০০৩ সালে এনটিভির শুরু থেকে তিনি অনুষ্ঠান বিভাগের দায়িত্বে আছেন।

এর আগে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ছিলেন। ৫২ বছরের কর্মজীবনে তিনি পাকিস্তান টিভিতেও শীর্ষ পর্যায়ে কাজ করেছেন।

এছাড়াও দেশের টিভিতে অনন্য অবদান রাখা এ মানুষটি একেবারে আলাদা জীবনযাপন করতেন। তিনি কখনও মোবাইল ফোন ব্যবহার করতেন না। নাটক ও অনুষ্ঠান নির্বাচনেও সরাসরি তৃণমূল পর্যায়ে কথা বলে নিতেন।

তিনি বলতেন, সৃষ্টির সেরা সৃষ্টি মানুষ। এই সেরা সৃষ্টি মানুষের গল্পই হলো নাটক। বাস্তব জীবনে যেমন একজন মানুষের সাথে আরেকজনের মিল থাকে না তেমনি একটি নাটকের গল্পেও থাকতে হবে চরিত্রের ভিন্নতা আর অভিনবত্ব, প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পযর্ন্ত দর্শকের আগ্রহ যেন থাকে এবং সে যেন কৌতুহল নিয়ে অপেক্ষা করে। তাই একটি নাটকে থাকে নায়ক নায়িকা, খলনায়ক, খলনায়িকা শিশু সহ একাধিক সহযোগী চরিত্র। একটি ভাল নাটক হতে পারে শিক্ষনীয়, অর্থবহনকারী ও বার্তাবাহক। আনতে পারে আচরন ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন, হতে পারে মুল্যবোধ সৃষ্টির উদ্দিপক। হতে পারে জীবনের কোন সমস্যা সমাধানের নির্দেশক। জাগাতে পারে উৎসাহ উদ্দীপনা, জোগাতে পারে ঘুরে দাঁড়াবার প্রেরণা।

একটি নাটকে থাকতে হবে জীবনের নানবিধ উপাদান, প্রেম ভালোবাসা, মোহ, স্বার্থহীনতা, অন্যকে সম্মান করার মনোভাব, কৃতজ্ঞতাবোধ সম্পন্ন, চরিত্র ক্ষমতায়ান, মুল্যবোধ সৃষ্টি, ক্ষমা করার মানসিকতা, প্রেরণাসহ শিক্ষনীয় বিষয়ের সমাহার।

নাটকের বিষয়কে প্রতিষ্ঠিত করতে প্রতিটি চরিত্রের জন্য শক্তিমান অভিনেতা/অভিনেত্রী নির্বাচন বাঞ্ছনীয়। আসলে শিল্পীরা হলেন নাটকের অলঙ্কার। যাকে যত সঠিক স্থানে ব্যবহার করা যাবে সে অলঙ্কারই তত ভাল লাগবে। এক্ষেত্রে চরিত্রের পরিপূর্ন স্ফুটনে/ প্রতিষ্ঠায় অভিনয়ের দক্ষতা নাটকের মানের ক্ষেত্রে অতীব প্রয়োজনীয়। দর্শক যদি নাটকের যে কোন চরিত্রের বিভিন্ন পরিস্থিতির সাথে নিজের কিছুটা মিল ও সঙ্গতি খুঁজে পায় তখনই নাটক আর দর্শকের মধ্যে সেতুবন্ধন তৈরী হয়। নাটক বিনির্মাণের প্রথম উপাদান হচ্ছে একটি ভাল গল্প। যার মধ্যে রয়েছে জীবনের উপাদান। জীবনের মান উন্নয়নের ইঙ্গিত, হতাশার মাঝেও আশা। সময় ব্যয় করে যে দর্শক নাটক দেখে তার জন্যে নাটক দেখা শেষে থাকতে হবে পরিপূর্ন পরিতৃপ্তির নিশ্চয়তা।

ভালো নাটক নির্মাণের জন্য যেমন যথেষ্ট ও প্রয়োজনীয় অর্থের প্রয়োজন তেমনি শুধুমাত্র অর্থ উর্পাজন নাটক নির্মাণ, অভিনয় ও প্রচারের মূল লক্ষ্য হতে পারে না। বেসরকারী চ্যানেলের সংখ্যাধিক্যের কারনে নাটকের প্রয়োজনীয়তা বেড়েছে। কিন্তু সেই অনুপাতে সার্থক গল্প, লেখক, অভিনেতা, নির্মাতার সৃষ্টি হয়েছে কি?

নাটক নির্মাণ করা হয় শুধু কি বিনোদনের জন্যে? নাটক নির্মাণের অর্থব্যয়, নির্মাণের সাথে জড়িত প্রতিটি মানুষের অর্থ্যাৎ স্ব স্ব ক্ষেত্রে জড়িত ব্যক্তির যোগ্যতা, শ্রম, অভিজ্ঞতা, নিষ্ঠা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত হলে তা কি ব্যয় কার্যকরী হবে?

দর্শক আকর্ষনের মুল বিষয় হচ্ছে টিভির পর্দায় গুণগতমান। ভালো নাটক প্রচারের ক্ষেত্রে সন্মানিত বিজ্ঞাপন দাতাদের একটি শক্ত ভুমিকা থাকা উচিত। আমাদের জানা নেই এই বিষয়ে বিজ্ঞাপনদাতাদের কোন অর্থবহ পলিসি রয়েছে নাকি এ বিষয়টি শুধুমাত্র লজিক নির্ভর, বা অন্য কোন কিছু।

তার এমন কথা আজও স্বরণ করা যায় বিভিন্ন গণমাধ্যমে দেওয়া তার বক্তব্যের সমাহার করে। তিনি ছিলেন একজন অনুপ্রেরণার মানুষ। নাট্যজগতে যারা এসেছেন, আজকের দিন কিংবা নব্বই দশক, সব অভিনয়শিল্পী, বিশেষ করে নির্মাতাদের কাছে তিনি পূজনীয় ব্যক্তিত্ব। সকলের সম্মানের এই মানুষটি চলে গেলেন করোনায় আক্রান্ত হয়ে। বড় বেদনার গল্প তিনি বলে গেলেন। তার স্মৃতিতে আজ কাঁদছে গোটা শোবিজ অঙ্গন।

 



মন্তব্য করুন


কালার ইনসাইড

অভিনেত্রী স্ত্রীর মৃত্যুশোক স্বামীর আত্মহত্যা

প্রকাশ: ০২:৫৯ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

গত ১২ মে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হিট তেলেগু টেলিভিশন ধারাবাহিকত্রিনয়নীতে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন পবিত্রা। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় গুরুতর আহত হয় স্বামী অভিনেতা চন্দ্রকান্ত।

দুর্ঘটনায় গাড়িতে তিনিও ছিলেন। তবে স্ত্রীর মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েন অভিনেতা। এবার নিজেও পাড়ি জমালেন পরপারে। গত শুক্রবার তেলেঙ্গনার অলকাপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। শনিবার (১৮ মে)  এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।


অভিনেত্রী   মৃত্যুশোক   স্বামী   আত্মহত্যা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

৫৪ হাজার কোটি টাকার মালিক অভিনেত্রী শারমিনের শ্বশুর

প্রকাশ: ০১:৩৬ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

ওয়েব সিরিজহীরামাণ্ডিতে অভিনয় করেছেন বলিউডের নবাগত অভিনেত্রী শারমিন সেহগল। ১৯৯৫ সালে ২৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া শারমিনের বর্তমান বয়স ২৮ বছর। যদিও অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে খুব একটা ছাপ ফেলতে পারেননি তিনি। 

মামা সঞ্জয় লীলা বানসালির সহকারী পরিচালক হিসেবে শোবিজাঙ্গনে যাত্রা শুরু করেন সেহগল। বলিউডের শীর্ষ পরিচালক বানসালির সঙ্গে খামোশি, দেবদাস এবং ব্ল্যাকের মতো অনেক বড় বড় প্রজেক্টে কাজ করেছেন শারমিন।

ব্যক্তিজীবনে ২০২৩ সালের নভেম্বরে শারমিন সেহগল ব্যবসায়ী আমান মেহতাকে বিয়ে করেছেন। আমান বিজনেস টাইকুন সমীর মেহতার ছেলে। সমীর এবং তার ভাই সুধীর মেহতা টরেন্ট গ্রুপের প্রধান। মেহতা ভাইদের সাম্রাজ্য ফার্মা, পাওয়ার, গ্যাস এবং ডায়াগনস্টিক সেক্টরজুড়ে বিস্তৃত।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ২০২৪ সালের হিসেবে সমীর মেহতার মোট সম্পত্তির পরিমাণ .৪৪ বিলিয়ন ইউএস ডলার বা ৫৩ হাজার ৮০০ কোটি টাকা। টরেন্ট ফার্মাসিউটিক্যালস মেহতা ব্রাদার্সের মূল কোম্পানি। ব্রিটিশ ম্যাগাজিন ফোর্বসের মতে, সংস্থাটি বছরে ৩৫ হাজার কোটি টাকা আয় করে।


কোটি টাকা   অভিনেত্রী   শারমিন   শ্বশুর  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বোল্ড লুকে দিশা পাটানি

প্রকাশ: ০১:১৩ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। যদিও অভিনয়ের থেকে নিজের সাহসী খোলামেলা রূপের জন্যই বেশি আলোচনায় থাকেন তিনি।

নিজের বোল্ড লুকের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরই পারদ চড়ান দিশা। এবারেও তার ব্যত্যয় ঘটেনি। সম্প্রতি থাইল্যান্ডে ঘুরতে গেছেন এই তারকা। সেখানে গিয়েই উষ্ণতা ছড়ালেন ভক্তদের মাঝে।

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন দিশা। যেখানে দেখা যাচ্ছে, মাঝ সমুদ্রে আলো ছায়ার খেলায় মেতেছেন অভিনেত্রী। কয়েকদিন আগেই ওয়াইন রঙের একটি বিকিনি পড়ে ছবি দিয়েছিলেন তিনি। তবে এবার হাজির হয়েছেন সাদা বিকিনিতে। একটুকরো পোশাকেই যেন শরীর ঢাকার চেষ্টা করেছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে দিশাকে প্রায় কোটি মানুষ অনুসরণ করেন। অভিনেত্রীর বিভিন্ন ছবি, মুহূর্তগুলোর চিত্র দেখতেই যেন তারা সবসময় মুখিয়ে থাকেন।


বোল্ড লুক   দিশা পাটানি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বিরাট আনুশকা সংসার, সন্তান নিয়ে খুশি

প্রকাশ: ১১:০৮ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

সম্প্রতি নিজের অবসর জীবনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিরাট কোহলি। আর এদিকে আনুশকা খুব শিগগিরই হয়তো অভিনয় জীবন থেকে মুখ ফেরাবেন। তবে বিরাট-আনুশকা খুশি সংসার, সন্তান নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট ছেলে অকায় মেয়ে ভামিকাকে নিয়ে অজানা তথ্য প্রকাশ্যে আনেন।

গত পাঁচ বছর ধরে কোনও ছবি মুক্তি পায়নি আনুশকার। মেয়ের জন্মের পর শুধুচাকদহ এক্সপ্রেসছবিটি করেছেন তিনি। অবশ্য সেটি আজও মুক্তি পায়নি।

অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার জীবনে অগ্রাধিকার পায় তার সন্তানরা। এবার বিরাটের অবসরের জল্পনা উঠতেই শোনা যাচ্ছে, দুই ছেলেমেয়ে স্ত্রী আনুশকার সঙ্গে লন্ডনেই লোকচক্ষুর আড়ালে থাকবেন কোহলি-দম্পতি।

তবে, ছেলে অকায় বেশ ছটফটে হয়েছে বলে জানালেন বাবা বিরাট। আর মেয়ে ভামিকা নাকি তিন বছর বয়সেই ব্যাট ঘোরাতে শিখে গেছে! বিরাট অবশ্য এখন থেকেই কিছু অনুমান করতে চান না। তার কথায়, এখনই কিছু বলা যাচ্ছে না। ওদের যা খুশি, বড় হয়ে সেটাই হবে।


লন্ডন   অবসর   বিরাট   আনুশকা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

কানে রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা

প্রকাশ: ০৯:৩২ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

কান চলচ্চিত্র উৎসব ২০২৪- রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা আদবানি। সাদা হাই স্লিটেড পোশাকে তিনি যেন ঝলমলে প্রজাপতি। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও।

বলিউড অভিনেত্রী ফ্যাশন আইকন কিয়ারা ফ্রেঞ্চ রিভেরা থেকে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। একটি অফ-হোয়াইট পোশাকে যেন পরী। ১৭ মে চলচ্চিত্র উৎসব থেকে তার প্রথম লুকের আভাস দিয়ে ইনস্টাগ্রামে ঝড় তুলেছেন তিনি।

প্লাঞ্জ নেকলাইন হাই-স্লিটেড গাউনের সঙ্গে কিয়ারা পরেছিলেন হিরের দুল এবং হাই-হিল। তার পোশাক ডিজাইন করেছেন লক্ষ্মী লেহর প্রবাল গুরুং ছিলেন স্টাইলিংয়ের দায়িত্বে।

গালা ইভেন্টে কিয়ারা আন্তর্জাতিক সিনেমার ল্যান্ডস্কেপে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের উপর জোর দেবেন বলে জানা  গেছে। অনুষ্ঠানটি সারা বিশ্বের নারীদের একত্রিত করবে এবং বিনোদন শিল্পে তাদের অবদানের স্বীকৃতি দেবে। এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা


কান   রেড   কার্পেট   কিয়ারা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন