ইনসাইড বাংলাদেশ

‘করোনা চিকিৎসার জন্য প্রতি আইসিইউ বেডের ভাড়া হবে মাত্র ২ হাজার টাকা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:০০ পিএম, ০৫ জুলাই, ২০২০


Thumbnail

বাংলাদেশে যখন করোনা চিকিৎসা নিয়ে নানা সমালোচনা, বেসরকারি হাসপাতালগুলোর লাগামহীন মূল্য এবং করোনা নিয়ে ব্যবসা, ঠিক সেই সময়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যেন আশার আলো দেখালো। বিএসএমএমইউ গত শনিবার থেকে করোনা চিকিৎসা শুরু করেছে এবং এই প্রেক্ষিতে বাংলা ইনসাইডারের মুখোমুখি হন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন যে, আমরা গতকাল থেকে করোনা চিকিৎসা শুরু করেছি এবং এই চিকিৎসা দেওয়া হবে একটি সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে এবং সুশৃঙ্খলভাবে। তিনি জানান যে, প্রথমে যে রোগীরা আসবে তাঁরা কেবিন ব্লকের নিচে থাকবে, যেখানে ২৬ টি শয্যা রয়েছে। কেউ আসতে পারে টেস্ট ছাড়া, কেউ আসতে পারে টেস্ট করে পজিটিভ আসার পর। যারা টেস্ট ছাড়া আসবে তাঁদের পরীক্ষা করা হবে এবং পরীক্ষা করে যারা আসবে তাঁদেরকে পর্যবেক্ষণ করে দেখা হবে যে তাঁদের ভর্তি করতে হবে কিনা। যদি শ্বাসকষ্ট বেশি থাকে তাহলে তাঁকে আমরা ভর্তির জন্য কেবিনে অথবা বেডে পাঠাবো। আর যদি দেখি অবস্থা স্থিতিশীল নয় তাহলে সেসব রোগীদের আমরা আইসিইউ-তে পাঠাবো।

বিএসএমএমইউ-এর উপাচার্য বলেন যে, ১৫ টি আইসিইউ এবং এসডিইউসহ এই ধরণের চিকিৎসার জন্য ৪২ টি বেড রয়েছে। যে দুটি ফ্লোরে চিকিৎসা হচ্ছে সেখানে ২৪০ জনের বেশি রোগী চিকিৎসা পেতে পারেন। প্রত্যেকটি বেডের সঙ্গে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা আছে এবং হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থা করা হবে। এছাড়াও বেতার ভবনে ১২০ বেডের একটি আইসোলেশন সেন্টারও করা হয়েছে। বাংলাদেশে এই প্রথম একটি হাসপাতাল পূর্ণাঙ্গ করোনা চিকিৎসা দিচ্ছে। যেভাবে সুনির্দিষ্ট পরিকল্পনায় করোনা চিকিৎসা করা উচিত সেভাবেই করোনা চিকিৎসা দিবে বলে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া দাবি করেন।

তিনি বলেন যে, এখানে শুধু কিছু ওষুধ কিনতে হবে রোগীদেরকে। যেমন যদি রেমডেসিভির প্রয়োজন হয়, যেটার দাম বেশি, সেটা আমরা দিতে পারবো না। সেগুলো রোগীদেরকে কিনতে হবে। তিনি বলেন যে, কেউ যদি কেবিনে থাকতে চান তাহলে কেবিন ভাড়া এবং আগের নির্ধারিত মূল্যেই কেবিন পাবেন। এক ধরণের কেবিন আড়াই হাজার টাকা এবং অন্য একটির ভাড়া সাড়ে ৪ হাজার টাকা। আর রোগীকে আইসিইউ-তে নেওয়া হলে প্রতিদিন ২ হাজার টাকা ভাড়া দিতে হবে। যেটা অন্য যেকোন হাসপাতালের তুলনায় অবিশ্বাস্য রকম কম।

বিএসএমএমইউ-এর উপাচার্য জানান যে, ফ্রন্টলাইনে ৬৫ জনের একটি টিম গঠন করা হয়েছে। যারা প্রথম ৭ দিন দায়িত্ব পালন করবেন এবং এরপর ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকবেন। এরপর ১ সপ্তাহ তাঁর পরিবারের সঙ্গে কাটাবেন। এরকম আড়াইশ থেকে তিনশ চিকিৎসকের একটি তালিকা তৈরি করা হয়েছে যারা ফ্রন্টলাইন অর্থাৎ সরাসরি রোগীদের সংস্পর্শে আসবেন। এরপর দ্বিতীয় ধাপে আছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা যারা সকাল-বিকাল রাউন্ড দিবেন এবং রোগীদের যে সমস্যাগুলো তা শুনবেন ও দেখবেন। এরপরে আছে গুরুত্বপূর্ণ চিকিৎসকরা। যারা ভার্চুয়ালি অপিনয়ন দিবেন, ফ্রন্টলাইন চিকিৎসকরা রোগীদের সমস্যার কথা তাঁদের কাছে বলবেন এবং বিশেষজ্ঞরা রোগীদের পরামর্শ দিবেন।

বাংলাদেশে করোনা চিকিৎসা নিয়ে যখন নজিরবিহীন হ-য-ব-র-ল অবস্থা তখন বিএসএমএমইউ করোনা চিকিৎসা সম্পর্কে একটি দিকনির্দেশনা দিচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে কেন বিএসএমএমইউ এই চিকিৎসা এত দেরিতে শুরু করলো? উত্তরে ডা. কনক কান্তি বড়ুয়া বলেন যে, আমাদেরকে সরকার চিঠি দিয়েছে গত ২৭ জুন এবং আমরা চিকিৎসা শুরু করেছি ৪ জুলাই। তাহলে কি আমাদের চিকিৎসা শুরু করতে দেরি হলো?

 



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশ: ০৯:২৬ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

বাড়ি থেকে তুলে নিয়ে ৮ম শ্রেনীর এক ছাত্রী (১৩) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ মে) রাতে পাবনার সুজানগর উপজেলার ভাটপাড়া গ্রামে ঘটনা ঘটে।

ঘটনার পর পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী ওই ছাত্রী। সে রাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, শুক্রবার (১৭ মে) রাত পৌনে নয়টার দিকে পড়াশোনা শেষ করে বাথরুমে যাচ্ছিল ভুক্তভোগী ওই শিক্ষার্থী সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একই এলাকার উমেদ আলী মৃধার ছেলে বখাটে বারেক মৃধা, তার বন্ধু ইমন সাজিদ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পাশের নির্মাণাধীন একটি ভবনে

সেখানে আগে থেকে অবস্থান করছিল সাব্বির তুহিন নামের আরো দুইজন বখাটে। তাদের মধ্যে প্রথমে বারেক ছাত্রীকে ধর্ষণ করে। পরে অন্য একজন ধর্ষণ করার চেষ্টা করলে চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে সেখান থেকে পালিয়ে যায় বখাটেরা। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালেরে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন স্বজনরা।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘ধর্ষণের ঘটনায় রাতেই ভুক্তভোগীর নানী থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার সাথে যারা জড়িত আছে, তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।'


ধর্ষণ   স্কুল ছাত্রী  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

যমজ বোনকে হাতুড়িপেটা করল চাটমোহর পৌর ছাত্রলীগ সভাপতি

প্রকাশ: ০৮:৪৪ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে যমজ দুই বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামিন পায়েল।

শনিবার (১৮ মে) বেলা ১২টার দিকে উপজেলার উথুলি খামারপাড়া গ্রামে ঘটনা ঘটে। আহত যমজ দুই বোন হলেন মিম (২০) লাম (২০) ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত দুই মেয়ের বাবা রেজাউল করিম রিজু।

লিখিত অভিযোগে জানা গেছে, ঘটনার সময় বাড়ির পাশে কদম গাছের ডাল কাটছিলেন ছাত্রলীগ নেতা পায়েল। সময় প্রতিবেশী রেজাউল করিমের মেয়ে লাম তাকে অনুরোধ করেন গাছ কাটার সময় তাদের কলা গাছ যেন নষ্ট না হয়। নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগ নেতা পায়েল হাতুড়ি দিয়ে লামকে পিটিয়ে গুরুতর আহত করে। সময় তার যমজ বোন মিম এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে পায়েল তার বাবা-মা মিলে লাঠি দিয়ে যমজ দুই বোনকে বেধরক মারধর করে। সময় তাদের চিৎকার শুনে পরিবারের লোকজন এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযুক্ত চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামিন পায়েল বলেন, আমার মায়ের সঙ্গে ওরা দুই বোন মারামারি করেছে। আমি সেখানে ঠেকাতে গিয়েছিলাম।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


যমজ   বোন   হাতুড়িপেটা   চাটমোহর   ছাত্রলীগ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ঢাকার সংসদ ভবন এলাকায় এক শিক্ষার্থী খুন

প্রকাশ: ০৮:২৫ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

রাস্তা পার হওয়া নিয়ে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষের  জেরে ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত মেহেদী হাসান (১৮) সদ্য এসএসসি পাশ করেছেন।

জানা যায়, মামার সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের শোভাযাত্রায় এসেছিলেন। যাত্রা শেষ করে ফেরার পথে মিছিলে কথা কাটাকাটি হয় অন্য এক গ্রুপের সঙ্গে। কথা কাটাকাটির জেরে সবার সামনেই সুইচ গিয়ার চাকু চালায় অপর পক্ষ। সেই চাকুর আঘাতে প্রাণ হারায় মেহেদী।

শনিবার (১৮ মে) সন্ধ্যার দিকে রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় সংসদ ভবনের সামনের সড়কে এই ঘটনা ঘটে। নিহত মেহেদী ছোলমাইদ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছেন। এদিকে নিহতের মামা চয়ন  ভাগ্নে হত্যার বিচার চেয়েছেন।

শেরে বাংলা নগর থানার ওসি আব্দুল আহাদ বলেন, ঘটনা শুনেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


স্বেচ্ছাসেবক   লীগ   শিক্ষার্থী  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বুলেট থাকতে ব্যালটে কেউ হাত দিতে পারবে না: ফরিদপুর জেলা প্রশাসক

প্রকাশ: ১০:৪৫ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেছেন, ‘একটি ব্যালটের বিপরীতে একটি বুলেট ব্যবহার করা হবে। বুলেট থাকতে ব্যালটে কেউ হাত দিতে পারবে না।’

তিনি বলেন, ‘কেউ ভোট কাটতে একটা ব্যালটে হাত দিতে চাইলে তার জন্য একটি বুলেট খরচ করা হবে। তাই যারা এই পরিকল্পনায় আছে তারা ভুলে যান, এবার অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না।’

শনিবার (১৮ মে) দুপুরে সদরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপ উপলক্ষে প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক।

উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোর্শেদ আলম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মদ, সদরপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।


জেলা প্রশাসক   কামরুল আহসান তালুকদার  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা

প্রকাশ: ১০:০৩ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

কাঁচা মরিচের দাম আরও বেড়েছে। গত ১০ দিনের ব্যবধানে এই পণ্যের দাম দ্বিগুণ হয়ে প্রতি কেজি ২০০ টাকা ছাড়িয়েছে। কোথাও কোথাও আরও বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

ব্যবসায়ীরা বলছেন, বছরের এই সময়ে বাজারে কাঁচা মরিচের সরবরাহে কিছুটা ঘাটতি থাকে। ফলে আমদানি করে মরিচের প্রয়োজন মেটাতে হয়। তবে এবার দাম বাড়তে থাকলেও সরকারের পক্ষ থেকে দাম নিয়ন্ত্রণে এখনো কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

এবার কাঁচা মরিচের দাম বাড়ছে ঈদুল আজহার মাসখানেক আগে থেকেই। গত বছর কোরবানির সময়ে ঢাকায় কাঁচা মরিচের কেজি ৭০০ টাকা পর্যন্ত উঠেছিল। তখন দাম নিয়ন্ত্রণে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছিল।

গত পাঁচ বছরের বাজারের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, বছরের এই সময়ে উৎপাদন কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম কিছুটা বাড়ে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে বৃষ্টিসহিষ্ণু মরিচের জাত কম। ফলে বৃষ্টি বেশি হলে কাঁচা মরিচের উৎপাদন কমে যায়। তখন আমদানি করে কাঁচা মরিচের চাহিদা মেটানো হয়। সাধারণত ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হয়। তবে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকেও কিছু কাঁচা মরিচ আসে। মিয়ানমারে চলমান যুদ্ধের কারণে কাঁচা মরিচ আমদানিতে ভারতের ওপর নির্ভর করতে হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গনিরোধ শাখা সূত্রে জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত কাঁচা মরিচ আমদানির অনুমতি (আইপি) দেওয়া হয়নি। তবে বাজারে কাঁচা মরিচের দাম ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির দায়িত্বশীল কর্মকর্তারা।


কাঁচা   মরিচ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন