ইনসাইড গ্রাউন্ড

করোনায় আক্রান্ত ক্রিকেটারের দায় নেবে না বিসিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:০৩ এএম, ০৮ জুলাই, ২০২০


Thumbnail

আজ ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচের মধ্য দিয়ে মাঠে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। আর এখনো বাংলাদেশের ক্রিকেটাররা জানেনই না তাঁরা কবে অনুশীলনে ফিরতে পারবে। ইতিমধ্যে কয়েক দফায় ক্রিকেট অনুশীলনের অনুমতি চাইলেও সম্মতি মেলেনি ক্রিকেটারদের। এর মাঝে গতকাল ব্যক্তিগত উদ্যোগে ঘরের বাইরে অনুশীলন করেছেন মুশফিকুর রহিম।

তবে মুশফিকের এমন উদ্যোগ পছন্দ হয়নি ক্রিকেট বোর্ডের। নিজ উদ্যোগে অনুশীলন চালিয়ে যাওয়া কোন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হলে এর দায় নেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৭ জুলাই) একটি বাংলা দৈনিককে এমনটাই জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম খান বলেছেন, ‘এটা মুশফিকের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা সতর্কতা জারি করেছি। ক্রিকেটারদের নিজ বাসায় ফিটনেস অনুশীলন চালিয়ে যেতে বলেছি। ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করলে দায়-দায়িত্বটা খেলোয়াড়দের নিজের। এতে আক্রান্ত হলে বিসিবি দায়িত্ব নেবে না।’

অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশগুলো ইতিমধ্যে দ্বিপক্ষীয় সিরিজ শুরু করে দিলেও বর্তমান পরিস্থিতিতে খেলা ফেরানোর পক্ষে নয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। পরিস্থিতি অনুকূলে আসলে বোর্ডের পক্ষ থেকেই ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করা হবে বলে নিশ্চিত করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

বাংলা ইনসাইডা/এসএম



মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

শুরুর চাপ সামলে ব্যাট হাতে শান্ত-রিয়াদের প্রত্যাবর্তন

প্রকাশ: ১০:৪৫ এএম, ১২ মে, ২০২৪


Thumbnail

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। যেখানে প্রথম চার ম্যাচে ইতোমধ্যেই জয় তুলে নিয়েছে টাইগাররা। সিরিজের শেষ টি-২০তে আজ সফরকারীদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নেমেছে টাইগাররা। তবে ব্যাট হাতে শুরুতেই হোঁচট খেয়েছে দল। এ অবস্থায় হাল ধরেছেন শান্ত ও রিয়াদ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে তিন উইকেটে ৫৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

রোববার (১২ মে) সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। ফলে আগে ব্যাট করবে বাংলাদেশ। আজ টাইগারদের একাদশে এসেছে তিনটি পরিবর্তন।

সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। তাদের জায়গায় খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। আগের ম্যাচে শতোর্ধ্ব রানের জুটি উপহার দিলেও আজ দুই অঙ্কের ঘরে যাওয়ার আগেই সাজঘরে ফিরেছেন তারা। তামিম ২ ও সৌম্য ৭ রান করেন।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।


বাংলাদেশ   জিম্বাবুয়ে   টি-২০ সিরিজ   টি-২০ বিশ্বকাপ   ক্রিকেট   বিসিবি  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

মেসির গোলহীন রাতে মায়ামির জয়

প্রকাশ: ১০:৪৩ এএম, ১২ মে, ২০২৪


Thumbnail

যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে (এমএলএস) এ টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের দল ইন্টার মায়ামি। মন্ট্রিল এর বিপক্ষে প্রথমার্থে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত দুর্দান্তভাবে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। তবে এ ম্যাচে কোন গোল বা এসিস্ট পাননি আর্জেনটাইন মহাতারকা লিওনেল মেসি।

সাপুত স্টোডিয়ামে আজ রোববার (১২ মে) ভোরে মুখোমুখি হয়েছিল মায়ামি ও মন্ট্রিল। ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় মন্ট্রিল। ম্যাচের ২২ মিনিটেই ডুকে’র করা গোলে এগিয়ে যায় মন্ট্রিল। এর ঠিক ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুন করে জুলসন অ্যান্থনি।

এদিন মায়ামি শুরু থেকেই শুরু থেকে বল দখলে পিছিয়ে থাকা দলটি ম্যাচের প্রথম গোলটি পায় ৪৪ মিনিটে। দলের হয়ে গোলটি করেন মাতিয়াত রোজাস। এর পর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লুইস সুয়ারেজের পা থেকে আসে সমতা সূচক গোলটি। এরপর দ্বিতীয়ার্ধের পুরো সময়টা  জুড়েই ছিলো স্বাগতিকদের দাপট। ম্যাচের ৫৯ মিনিটে মাতিয়াসের বাড়ানো বলে ক্রেমাশ্চি গোল করে মায়ামিকে লিড এনে দেন।

মেসিও স্কোরবোর্ডে নাম তোলার চেষ্টায় ছিলেন, তার নেওয়া শট ফিরিয়ে হতাশা উপহার দেন প্রতিপক্ষ গোলকিপার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় মায়ামি - গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

জয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের টেবিলে শীর্ষস্থান আরও শক্ত করল মায়ামি। ১৩ ম্যাচে মেসিদের পয়েন্ট ২৭। দুইয়ে থাকা এফসি সিনসিনাটি এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট পেয়েছে। পরবর্তী ম্যাচে বুধবার ওরল্যান্ডে সিটির বিপক্ষে মাঠে নামবে মায়ামি।


ফুটবল   এমএলএস   মেসি   মায়ামি   সুয়ারেজ  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপাকে টাইগাররা

প্রকাশ: ১০:৩১ এএম, ১২ মে, ২০২৪


Thumbnail

পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-২০তে আজ জিম্বাবুয়ের মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। সফরকারীদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে খেলছে টাইগাররা। তবে ব্যাট হাতে শুরুতেও হোঁচট খেয়েছে দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টোডিয়ামে টসে হেরে ব্যাটিং এ নামে বাংলাদেশ। কিন্তু প্রথম ৫ ওভারেই ১৫ রান তুলতেই হারায় ৩ উইকেট।  

রোববার (১২ মে) সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়। এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। আজ টাইগারদের একাদশে এসেছে তিনটি পরিবর্তন।

সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ। তাদের জায়গায় খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম সৌম্য সরকার। আগের ম্যাচে শতোর্ধ্ব রানের জুটি উপহার দিলেও আজ দুই অঙ্কের ঘরে যাওয়ার আগেই সাজঘরে ফিরেছেন তারা। তামিম সৌম্য রান করেন। ৪ নম্বরে ব্যাটিং এ নামা তৌহিদ হৃদয়ও সাজঘরে ফিরেন ১ রানে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন মুস্তাফিজুর রহমান।


ক্রিকেট   বাংলাদেশ   জিম্বাবুয়ে   ব্যাটিং ধ্বস  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

শেষ টি-২০তে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ০৯:৪২ এএম, ১২ মে, ২০২৪


Thumbnail

পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-২০তে আজ জিম্বাবুয়ের বিপক্ষে নামছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে খেলবে টাইগাররা।

রোববার (১২ মে) সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। ফলে আগে ব্যাট করবে বাংলাদেশ।

দিনের বেলায় ঘরের মাঠে সচরাচর টি-২০ ম্যাচ খেলে না বাংলাদেশ। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আসন্ন টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি দিনের বেলায় করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতির প্লাটফর্ম হিসেবেই নিয়েছে বাংলাদেশ। প্রথম চার ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। এমন ফলাফল ইঙ্গিত দিচ্ছে, বিশ্বকাপের জন্য প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে বাংলাদেশের যদিও বাস্তবতা ভিন্ন।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।


ক্রিকেট   বাংলাদেশ   জিম্বাবুয়ে   টস  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

এক নজরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগুলোর স্কোয়াড

প্রকাশ: ০৯:০০ এএম, ১২ মে, ২০২৪


Thumbnail

বিশ্বজুড়ে ধুম পড়েছে ক্রিকেটের মেগা টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপের। আগামী জুনেই মাঠে গড়াবে খেলা। বাকি নেই এক মাসও। যার জন্য ইতোমধ্যেই আয়োজক দেশগুলো শুরু করেছে প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলোরর ক্রিকেট বোর্ডগুলোও।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া আসরটির জন্য এরই মধ্যে দল ঘোষণা করে দিয়েছে অংশগ্রহণকারী বেশিরভাগ দেশ।

গত ১ মে ছিল আইসিসিকে খেলোয়াড়দের নাম জমা দেওয়ার জন্য বোর্ডগুলোকে বেধে দেওয়া সময়ের শেষদিন। তবে আগামী ২৫ মে পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই পরিবর্তন আনা যাবে দলে। এই সুযোগের কারণে বাংলাদেশ ও পাকিস্তানসহ আরও কয়েকটি দল এখনও আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেনি।

তবে তারপরেও যে দেশগুলো নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে তাদের দল কতটা শক্তিশালী হল দেখা যাক...

নিউজিল্যান্ড স্কোয়াড

কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি। ট্রাভেলিং রিজার্ভ: বেন সিয়ার্স।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড

এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টমেন, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, জর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, এনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস। ট্রাভেলিং রিজার্ভ: নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি

ইংল্যান্ড স্কোয়াড

জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি (সহ-অধিনায়ক), স্যাম কারান, ক্রিস জর্ডান, টম হার্টলি, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড, রিচ টপলি।

ভারতের স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। রিজার্ভ: শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আভেস খান।

আফগানিস্তানের স্কোয়াড

রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, নাঙ্গিয়াল খারোতি, নুর আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও মুজিব উর রহমান। রিজার্ভ খেলোয়াড়: হজরতউল্লাহ জাজাই, সেদিকউল্লাহ অটল ও সালিম সাফি।

অস্ট্রেলিয়ার স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।

নেপাল স্কোয়াড

রোহিত পৌডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার শাহ, কুশাল ভুর্তেল, কুশাল মাল্লা, দীপেন্দ্র সিং আইরে, ললিত রাজবংশী, করণ কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতীশ জিসি, সুদীপ জোরা, অভিনাশ বোহারা, সাগর ধাকাল, কামাল সিং আইরে। 

ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড

রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।

কানাডার স্কোয়াড

সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, ডিলন হেইলিগার, দিলপ্রিত বাজওয়া, হার্শ ঠাকার, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকি, কলিম সানা, কানওয়ারপাল তাথগুর, নবনিত ঢালিওয়াল, নিকোলাস কারটন, পরগত সিং, রবিন্দরপাল সিং, রাইয়ানখান পাঠান ও শ্রেয়াস মোভা। রিজার্ভ খেলোয়াড়: আম্মার খালিদ, তাজিন্দর সিং, আদিত্য বরধরাজন, পারভিন কুমার এবং যতিন্দর মাথারু।

যুক্তরাষ্ট্রের স্কোয়াড

মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ-অধিনায়ক), অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেথ্রালভাকার, শ্যাডলি ফন শ্যালকউইক, স্টিভেন টেইলর ও শায়ান জাহাঙ্গীর। রিজার্ভ খেলোয়াড়: গজানন্দ সিং, হুয়ানয় ড্রাইসডেল ও ইয়াসির মোহাম্মদ।

ওমানের স্কোয়াড

আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যপ প্রজাপতি, প্রতিক আথাভেল, আয়ান খান, শোয়েব খান, মোহাম্মাদ নাদিম, খালিদ কাইল, নাসিম খুশি, মেহরান খান, বিলাল খান, রফিকউল্লাহ, কলিমউল্লাহ, ফায়াজ বাট, শাকিল আহমেদ। রিজার্ভ খেলোয়াড় : জতিন্দর সিং, সামায় শ্রিবাস্তব, সুফিয়ান মেহমুদ, জয় ওডেড্রা।

শ্রীলঙ্কা স্কোয়াড

ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), কুশাল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে, দুশমান্থ চামিরা, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশাঙ্কা। ট্রাভেল রিজার্ভ: আসিথা ফার্নান্দো, বিজয়কান্থ বিশ্বকান্থ, ভানুকা রাজাপাকসে এবং জানিথ লিয়ানাগে। 

আয়ারল্যান্ডের স্কোয়াড

পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, অ্যান্ড্রু বালবার্নি, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, নিল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।


টি-টোয়েন্টি বিশ্বকাপ   স্কোয়াড   ক্রিকেট  


মন্তব্য করুন


বিজ্ঞাপন