কালার ইনসাইড

ধ্বংসস্তুপ থেকে উঠে দাঁড়ানো সিনেমা ইন্ডাস্ট্রি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:০৫ পিএম, ০৫ অগাস্ট, ২০২০


Thumbnail

ধ্বংসস্তুপ থেকে উঠে দাঁড়ানো একটি মুভি ইন্ডাস্ট্রি হচ্ছে মালায়ালাম মুভি ইন্ডাস্ট্রি বা অনেকে বলেন মলিউড। মালায়ালাম সিনেমাগুলো বাংলাদেশে বেশ জনপ্রিয় তা আর নতুন করে বলার কিছু না।
 
মালায়ালাম ইন্ডাস্ট্রির গোঁড়া পত্তন হয় বেশ আগেই, প্রায় ১৯২০ সালে। কিন্তু পরিচিতি পায় ১৯৪০ এর দিকে। এই মুভি ইন্ডাস্ট্রি কেরালায় অবস্থিত। যদিও এটি চেন্নাই এ স্থানান্তর করা হয়েছিলো। পরে তা আবার কেরালায় ফিরিয়ে আনা হয়। পরবর্তিতে কেরালা স্টেট গভর্মেন্ট সিনেমা নির্মাণে অনেক সাহায্য করেছিলেন। ইন্ডিয়ার প্রথম থ্রিডি মুভি My dear Kuttichathan(1984) এই ইন্ডাস্ট্রির। এছাড়াও আরো কিছু প্রথমের রেকর্ড আছে। যেমন Narasimham(2001) নামের মুভিটি প্রথম কোনো মুভি যাতে কেবল একজন অভিনেতা আছেন। Jalachhayam(2010) নামের মুভিটি পৃথিবীর প্রথম মুভি যেটা শুধুমাত্র সেলফোনের ক্যামেরাতে শ্যূট করা হয়। Villain(2017) ইন্ডিয়ার প্রথম 8K রিজোলিঊশনের মুভি।

মুভি ক্রিটিক্সদের মতে আশি আর নব্বই এর দশক মালায়ালাম মুভির স্বর্ণযুগ ছিলো। এরপর প্রায় একযুগেরও বেশী সময় ধরে এ ইন্ডাস্ট্রি ধুঁকে ধুঁকে শেষের পথে চলছিলো। হয়তো হারিয়ে যেতে পারতো। কিন্তু না, তেমন কিছু হয়নি। একদল তরুণের হাত ধরে পুনঃজন্ম লাভ করে মালায়ালাম মুভি ইন্ডাস্ট্রি।মূলত ২০১০ সালকেই পুনঃজন্মের সাল বলবো। এরপরের ইতিহাস সবারই জানা। একদম মৌলিক গল্প, ইউনিক স্টোরিটেলিং, দারূণ সিনেমাটোগ্রাফির কারণে মালায়ালাম মুভিগুলো এখন বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।ভাষার বাধা কোনো বাধা হিসেবে দাঁড়াতে পারেনি। বলা হয় Rajesh Pillai এর Traffic(2011) মালায়ালাম মুভিগুলোর ট্রেন্ড সেট করে দিয়েছিলো। আমাদের উপমহাদেশের সিনেমা মানেই নাচ,গান, নায়কের উড়ে গিয়ে মারামারী করা, সুন্দরী নায়িকার ছোট ছোট কাপড়, পার্টি সং, আইটেম সং বা হালের রিমিক্সের জোয়ার। সেখানে মালায়ালাম মুভিগুলো এসব ছাড়াই নিজেদের স্থান আলাদা করে চিনিয়েছে। কিন্তু পথটা যে খুব মসৃণ ছিলো তা কিন্তু নয়। Premam(2014) মুভি নিয়ে একটা ঘটনা বলি। মুভিটির বাজেট ছিলো পাঁচ কোটি আর কালেকশন ষাট কোটি। মুভিটি ব্লকব্লাস্টার হিট ছিলো। কিন্তু সাউথের বিশেষ করে কেরালার অনেক জায়গায় মুভিটি চলেনি। কারণ দর্শকরা জুনিয়র ছাত্রের সাথে শিক্ষিকার অসম প্রেম মেনে নিতে পারেনি। অপরদিকে সিনেমাটি তামিল নাড়ুতে ম্যাসিভ হিট হয়। তামিলনাড়ুতে প্রোটেস্ট হয়, এই সিনেমাটিকে পুরস্কার দেওয়ার জন্য! পরে এটি তেলেগু ভাষায় রিমেক করা হয়। এই সিনেমায় গালে ব্রণের দাগওয়ালা নায়িকার প্রেমে পড়েছে সিনেমা লাভাররা। হিন্দি অনেক মুভি মালায়ালাম মুভির রিমেক। যেমনঃ Garam masala, Billu, Kyun ki, Bhool Bhulaiya,Hera pheri,Bodyguard! আর কথা বাড়াবো না। এই সিনেমাগুলো ইন্ডাস্ট্রির মতো আমাদের বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রির লাগাম কিছু নতুন মানুষ ধরুক এমন আশা করছি। এগিয়ে যাক মায়ালাম মুভি ইন্ডাস্ট্রি। আর ফিনিক্স পাখির মতো পুনঃজন্ম লাভ করুক বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি। ওহ! হয়তো অনেকেই দেখছেন তবুও কিছু বিখ্যাত মালায়ালাম সিনেমার নাম নতুন করে বলা।

Traffic, 22 Female Kottayam, Thira,1983, Oru vadakkan veeragatha, Razhasi Raja, Premam, Bangalore days, Charlie, Ustaad Hotel, Neelakasham Pachakadal chuvana bhoomi, Mumbai police, Om shanti oshana, সহ আরো অনেক আছে! আর লেটেস্ট মুভিগুলো হচ্ছে Lucifer, Kumbalangi nights, Oru yamadan premakadha.

প্রতিবেদনটি ভিডিওটি দেখুন:






মন্তব্য করুন


কালার ইনসাইড

অভিনেত্রী স্ত্রীর মৃত্যুশোক স্বামীর আত্মহত্যা

প্রকাশ: ০২:৫৯ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

গত ১২ মে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হিট তেলেগু টেলিভিশন ধারাবাহিকত্রিনয়নীতে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন পবিত্রা। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় গুরুতর আহত হয় স্বামী অভিনেতা চন্দ্রকান্ত।

দুর্ঘটনায় গাড়িতে তিনিও ছিলেন। তবে স্ত্রীর মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েন অভিনেতা। এবার নিজেও পাড়ি জমালেন পরপারে। গত শুক্রবার তেলেঙ্গনার অলকাপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। শনিবার (১৮ মে)  এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।


অভিনেত্রী   মৃত্যুশোক   স্বামী   আত্মহত্যা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

৫৪ হাজার কোটি টাকার মালিক অভিনেত্রী শারমিনের শ্বশুর

প্রকাশ: ০১:৩৬ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

ওয়েব সিরিজহীরামাণ্ডিতে অভিনয় করেছেন বলিউডের নবাগত অভিনেত্রী শারমিন সেহগল। ১৯৯৫ সালে ২৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া শারমিনের বর্তমান বয়স ২৮ বছর। যদিও অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে খুব একটা ছাপ ফেলতে পারেননি তিনি। 

মামা সঞ্জয় লীলা বানসালির সহকারী পরিচালক হিসেবে শোবিজাঙ্গনে যাত্রা শুরু করেন সেহগল। বলিউডের শীর্ষ পরিচালক বানসালির সঙ্গে খামোশি, দেবদাস এবং ব্ল্যাকের মতো অনেক বড় বড় প্রজেক্টে কাজ করেছেন শারমিন।

ব্যক্তিজীবনে ২০২৩ সালের নভেম্বরে শারমিন সেহগল ব্যবসায়ী আমান মেহতাকে বিয়ে করেছেন। আমান বিজনেস টাইকুন সমীর মেহতার ছেলে। সমীর এবং তার ভাই সুধীর মেহতা টরেন্ট গ্রুপের প্রধান। মেহতা ভাইদের সাম্রাজ্য ফার্মা, পাওয়ার, গ্যাস এবং ডায়াগনস্টিক সেক্টরজুড়ে বিস্তৃত।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ২০২৪ সালের হিসেবে সমীর মেহতার মোট সম্পত্তির পরিমাণ .৪৪ বিলিয়ন ইউএস ডলার বা ৫৩ হাজার ৮০০ কোটি টাকা। টরেন্ট ফার্মাসিউটিক্যালস মেহতা ব্রাদার্সের মূল কোম্পানি। ব্রিটিশ ম্যাগাজিন ফোর্বসের মতে, সংস্থাটি বছরে ৩৫ হাজার কোটি টাকা আয় করে।


কোটি টাকা   অভিনেত্রী   শারমিন   শ্বশুর  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বোল্ড লুকে দিশা পাটানি

প্রকাশ: ০১:১৩ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। যদিও অভিনয়ের থেকে নিজের সাহসী খোলামেলা রূপের জন্যই বেশি আলোচনায় থাকেন তিনি।

নিজের বোল্ড লুকের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরই পারদ চড়ান দিশা। এবারেও তার ব্যত্যয় ঘটেনি। সম্প্রতি থাইল্যান্ডে ঘুরতে গেছেন এই তারকা। সেখানে গিয়েই উষ্ণতা ছড়ালেন ভক্তদের মাঝে।

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন দিশা। যেখানে দেখা যাচ্ছে, মাঝ সমুদ্রে আলো ছায়ার খেলায় মেতেছেন অভিনেত্রী। কয়েকদিন আগেই ওয়াইন রঙের একটি বিকিনি পড়ে ছবি দিয়েছিলেন তিনি। তবে এবার হাজির হয়েছেন সাদা বিকিনিতে। একটুকরো পোশাকেই যেন শরীর ঢাকার চেষ্টা করেছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে দিশাকে প্রায় কোটি মানুষ অনুসরণ করেন। অভিনেত্রীর বিভিন্ন ছবি, মুহূর্তগুলোর চিত্র দেখতেই যেন তারা সবসময় মুখিয়ে থাকেন।


বোল্ড লুক   দিশা পাটানি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বিরাট আনুশকা সংসার, সন্তান নিয়ে খুশি

প্রকাশ: ১১:০৮ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

সম্প্রতি নিজের অবসর জীবনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিরাট কোহলি। আর এদিকে আনুশকা খুব শিগগিরই হয়তো অভিনয় জীবন থেকে মুখ ফেরাবেন। তবে বিরাট-আনুশকা খুশি সংসার, সন্তান নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট ছেলে অকায় মেয়ে ভামিকাকে নিয়ে অজানা তথ্য প্রকাশ্যে আনেন।

গত পাঁচ বছর ধরে কোনও ছবি মুক্তি পায়নি আনুশকার। মেয়ের জন্মের পর শুধুচাকদহ এক্সপ্রেসছবিটি করেছেন তিনি। অবশ্য সেটি আজও মুক্তি পায়নি।

অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার জীবনে অগ্রাধিকার পায় তার সন্তানরা। এবার বিরাটের অবসরের জল্পনা উঠতেই শোনা যাচ্ছে, দুই ছেলেমেয়ে স্ত্রী আনুশকার সঙ্গে লন্ডনেই লোকচক্ষুর আড়ালে থাকবেন কোহলি-দম্পতি।

তবে, ছেলে অকায় বেশ ছটফটে হয়েছে বলে জানালেন বাবা বিরাট। আর মেয়ে ভামিকা নাকি তিন বছর বয়সেই ব্যাট ঘোরাতে শিখে গেছে! বিরাট অবশ্য এখন থেকেই কিছু অনুমান করতে চান না। তার কথায়, এখনই কিছু বলা যাচ্ছে না। ওদের যা খুশি, বড় হয়ে সেটাই হবে।


লন্ডন   অবসর   বিরাট   আনুশকা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

কানে রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা

প্রকাশ: ০৯:৩২ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

কান চলচ্চিত্র উৎসব ২০২৪- রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা আদবানি। সাদা হাই স্লিটেড পোশাকে তিনি যেন ঝলমলে প্রজাপতি। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও।

বলিউড অভিনেত্রী ফ্যাশন আইকন কিয়ারা ফ্রেঞ্চ রিভেরা থেকে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। একটি অফ-হোয়াইট পোশাকে যেন পরী। ১৭ মে চলচ্চিত্র উৎসব থেকে তার প্রথম লুকের আভাস দিয়ে ইনস্টাগ্রামে ঝড় তুলেছেন তিনি।

প্লাঞ্জ নেকলাইন হাই-স্লিটেড গাউনের সঙ্গে কিয়ারা পরেছিলেন হিরের দুল এবং হাই-হিল। তার পোশাক ডিজাইন করেছেন লক্ষ্মী লেহর প্রবাল গুরুং ছিলেন স্টাইলিংয়ের দায়িত্বে।

গালা ইভেন্টে কিয়ারা আন্তর্জাতিক সিনেমার ল্যান্ডস্কেপে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের উপর জোর দেবেন বলে জানা  গেছে। অনুষ্ঠানটি সারা বিশ্বের নারীদের একত্রিত করবে এবং বিনোদন শিল্পে তাদের অবদানের স্বীকৃতি দেবে। এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা


কান   রেড   কার্পেট   কিয়ারা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন