কালার ইনসাইড

ঈদ নাটকের যা কিছু ভালো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:২৫ পিএম, ০৯ অগাস্ট, ২০২০


Thumbnail

এবার ঈদ শেষে দেখা গেল আলোচিত কাজগুলোর প্রায় সবগুলোই সিরিয়াস গল্প। হুমায়ূন আহমেদ, সালাউদ্দিন লাভলু কিংবা ছবিয়ালের নির্মিত উপভোগ্য কমেডি নির্ভর নাটকগুলোর মানের কাজ একেবারে পাওয়া যায়নি। সম্ভবত করোনা কেন্দ্রিক গল্প নির্ভর নাটক বেশি হওয়াতে এমনটি হয়েছে। করোনার সময়কার গল্পে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মিত হয়েছে। করোনাতে আমাদের সংবাদ পত্র কিংবা সামাজিক মাধ্যম গুলোতে চোখ রাখা হয়েছে বেশি। স্বাভাবিকভাবেই আলোচিত হৃদয় বিদারক গল্পগুলো সবারই জানা। চেনা গল্পকে উপভোগ্য করতে দরকার ছিল ভালো চিত্রনাট্য। এ জায়গায় অনেক নির্মাতা ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার মাঝেও ভালো কিছু কাজ ছিল।

এবারের ঈদে বড়জোর দেড়শো নাটক- টেলিফিল্ম নির্মাণ হয়েছে। এর বেশিরভাগই ইউটিউবে প্রকাশ পেয়েছে। তাই টেলিভিশনে দর্শক চোখ না রাখতে পারলেও ইউটিউবে দেখে নিয়েছেন নাটকগুলো। ঈদ অনুষ্ঠানমালা শেষ হওয়ার মধ্যে এই দেড়শো নাটক দেখতে না পারলেও যতটা সম্ভব দেখা হয়েছে সেই বিচারে বলা যায় কি দেখলাম?

ভিউ:

নাটকের ভিউ যেহেতু এখন অন্যতম মূল একটা বিষয়। তাই ভিউ’র বিচারটা ফেলে দেওয়া যায় না। সেক্ষেত্রে অপূর্ব, তাহসান, মেহজাবিন, তিশা এগিয়ে থাকলেও প্রশংসিত নাটকের তালিকায় তাদের কম নাটকই আছে। সবচেয়ে বেশি ইউটিউব ভিউয়ের নাটক মিজানুর রহমান আরিয়ানের ‘প্রাণপ্রিয়’ (অপূর্ব ও মেহজাবিন চৌধুরী), কাজল আরেফিন অমির ‘সিঙ্গেল’ (তাহসান খান, শায়লা সাবি), মাবরুর রশীদ বান্নাহর ‘অ্যা বিটার লাভ স্টোরি’ (তাহসান খান, সাফা কবির)। গৎবাঁধা রোমান্টিক ও কমেডি নাটকের ভিউ হয়তো মিলিয়ন ছাড়িয়েছে, কিন্তু ভালো গল্পের বৈচিত্র্যময় চরিত্রের নাটকও দেখেছে দর্শক। সেগুলোর পাঁচ-সাত লাখ ভিউ হয়েছে ইউটিউবে।

প্রশংসিত অভিনয়:

গেল কয়েকবছরের মতো আফরান নিশো এবারও ভিন্ন ভিন্ন গল্পে উপস্থিত হয়েছেন। মেধাবী অভিনেত্রী অপি করিম ও রুমানা রশিদ ঈশিতা মাত্র ১টি করে নাটকে অভিনয় করেই সবচেয়ে আলোচিত।প্রতিথযশা অভিনেতা মামুনুর রশীদ ‘মানুষগুলো অন্যরকম’ নাটকে ছিলেন অনবদ্য। নতুনদের মধ্যে ইয়াশ রোহান, ইরফান সাজ্জাদ, সাফা কবির, সাবিলা নূরের কাজ প্রশংসিত হয়েছে। মোশাররফ করিমের দুটি নাটক সবচেয়ে আলোচনায় এসেছে ‘বোধ’ ও ‘যে শহরে টাকা ওড়ে’। তথাকথিত ভাড়ামি থেকে এই নাটকের মাধ্যমে নিজেকে অন্যরপে প্রমাণ করেছেন।

প্রশংসিত পরিচালক:

এই ঈদে সবচেয়ে আলোচিত পরিচালক আশফাক নিপুন। তার ‘ইতি মা’ ও ‘ভিকটিম’ নাটক দুটি নিয়ে সবচেয়ে আলোচনা হয়েছে। শাফায়াত মনসুর রানার সুন্দর চিত্রনাট্য ও পরিচালনায় বেশ কয়েকজন গুণী অভিনয় শিল্পীর অভিনয়ে দ্যা লাস্ট অর্ডার বাধিয়ে রাখার মত একটি কাজ। সঞ্জয় সমাদ্দার এই ঈদের অন্যতম আলোচিত নির্মাতা। অপরুপা, যে শহরে টাকা উড়ে,পলিটিক্স নামে তিনটি টেলিফিল্ম প্রচার হয়েছে, তিনটাই মোটামুটি আলোচনায় এসেছে। করোনায় চাকরি হারানোয় কিংবা ব্যবসা বন্ধ হয়ে যাওয়াতে শহর ছাড়ছেন অনেকে। তাই টু লেটের সংখ্যা বাড়ছে। তবে দীর্ঘদিন এই শহরে থাকায় মায়ার যে শিকড় গজিয়েছে সেটাকে উপড়ে ফেলে চলে আসার হৃদয় বিদারক গল্প নিয়ে ‘টু লেট’ নামের নাটকটির জন্য অনিমেষ আইচ প্রশংসা পাবেন।

ভিউর হিসাব করলে মাবরুর রশীদ বান্নাহ ও কাজল আরেফিন অমিকে সবচেয়ে এগিয়ে রাখতে হবে। তাছাড়া মিজানুর রহমান আরিয়ানের পরিচালিত নাটকগুলোর ভিউও বেশ।

প্রশংসিত নাটক:

এ ঈদে সর্বাধিক প্রশংসিত নাটকের মধ্যে রয়েছে আশফাক নিপুণের পরিচালনায় লাইভ টেকনোলজির দুই নাটক ‘ভিকটিম’ (অপি করিম, আফরান নিশো, সাফা কবির) ও ‘ইতি, মা’ (ঈশিতা, আফরান নিশো, আবীর মির্জা, শিল্পী সরকার অপু), নুরুল আলম আতিকের ‘পতঙ্গশিকারী ফুল’, দীপংকর দীপনের ‘ছায়া’, শরাফ আহমেদ জীবনের ‘মানুষগুলো অন্যরকম’, মাহমুদুর রহমান হিমির ‘কেন?’ (ঈশিতা, আফরান নিশো, মেহজাবিন, তৌসিফ মাহবুব), শাফায়েত মনসুর রানার ‘মশাল’ (ইয়াশ রোহান, মাসুম বাশার), ‘প্রেসার কুকার’ (ইরফান সাজ্জাদ, অপর্ণা ঘোষ) ও ‘দ্য লাস্ট অর্ডার’ (অ্যালেন শুভ্র, লুৎফর রহমান জর্জ), প্রীতি দত্তের ‘মানুষের গল্প’ (ইরফান সাজ্জাদ), মিজানুর রহমান আরিয়ানের ‘শহর ছেড়ে পরানপুর’ (নুসরাত ইমরোজ তিশা, ইয়াশ রোহান), অনিমেষ আইচের ‘টু লেট’ (আশনা হাবিব ভাবনা), কলকাতার আড্ডা টাইমসে প্রকাশিত ‘হাইজিন’ (ইরফান সাজ্জাদ), সঞ্চয় সমদ্দরের ‘অপরূপা’ (অপূর্ব ও মেহজাবিন), রাফাত মজুমদার রিংকুর ‘বোধ’ (মোশাররফ করিম, রুনা খান, আশীষ খন্দকার, তাসনুভা তিশা), সাত পর্বের ধারাবাহিক ‘গিরগিটি’ (মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই)।



মন্তব্য করুন


কালার ইনসাইড

শাহরুখকে নিয়ে প্রীতি জিনতার মন্তব্যে তোলপাড়!

প্রকাশ: ০১:৪৮ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

বলিউড তারকা শাহরুখ খান অসুন্দর মহিলাদের সঙ্গে বেশি মেলামেশা করতে পছন্দ করেন। এক সাক্ষাৎকারে এমন দাবি করেছিলেন অভিনেত্রী প্রীতি জিনতা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডি ভাইরাল হয়েছে যেখানে প্রীতি বলেছেন, অসুন্দর মহিলাদের সঙ্গে শাহরুখ বেশি কথা বলেন। একটি জিনিস আমায় অবাক করত। আমরা কোথাও গেলে সে শুধু অসুন্দর মহিলাদের ডাকত।

এর উত্তরে শাহরুখ বলেন, ‘আমার তাদের সুন্দর লাগত। আমার সব মহিলাদের সুন্দর লাগে। আমি চাই, সারা জীবন মহিলারা আমায় ঘিরে থাকুন। মহিলারা সচেতন, ভদ্র, নম্র, সুন্দরী। মহিলাদের গায়ের গন্ধ সুন্দর, তাদের কণ্ঠস্বর সুন্দর, তারা সুন্দর। আমার মহিলাদের খুব ভাল লাগে। আর আমি এটা লুকোই না। কিন্তু আমার এই ভালবাসায় কোনও শারীরিক টান নেই। বা সম্পর্ক তৈরি করারও কোনও উদ্দেশ্য নেই।

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। এখনও তার ভক্তসংখ্যা নেহাতই কম নয়। যদিও দীর্ঘদিন ধরেই বিরতিতে ছিলেন এই অভিনেত্রী।


শাহরুখ   প্রীতি জিনতা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

অনুরাধা-আসিফের ‘চিরদিনের জীবনসঙ্গিনী’

প্রকাশ: ০১:১৭ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

অনুরাধা ভারতের একজন বিখ্যাত সংগীতশিল্পী। তাঁর সঙ্গে গাইতে পারাটা অনেক সম্মানের। আমি মনে করি, এটি আমার ছোট্ট সংগীতজীবনে আর্কাইভ হয়ে থাকবে। আমার ক্যারিয়ারে নতুন পালক যোগ হবে।ভারতীয় শিল্পী অনুরাধা পাড়োয়ালের সঙ্গে দ্বৈত গান প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন আসিফ আকবর।

চিরদিনের জীবনসঙ্গিনীগানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গীতিকার কবির বকুল। এর সুর সংগীত পরিচালনা করেছেন রাজা কাশেফ। এটি প্রকাশ হয়েছে ফ্রান্সভিত্তিক প্রতিষ্ঠান বিলিভ মিউজিক থেকে।

কিছুদিন আগে ভারতের মুম্বাইতে গিয়েছিলেন আসিফ। সেই সফরেই গানটিতে ভয়েস দিয়েছিলেন তিনি। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গাজীপুরে চিত্রায়িত সেই ভিডিওতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী সাবা বশির।


অনুরাধা   আসিফ   জীবনসঙ্গিনী  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল

প্রকাশ: ১২:৩৭ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

কান চলচ্চিত্র উৎসবএর ৭৭তম আসরে লাল গালিচার অতি পরিচিত নাম ঐশ্বরিয়া রাই। বচ্চন বধূর স্টাইল স্টেটমেন্ট হামেশাই থাকে চর্চায়। বৃহস্পতিবার (১৬ মে) কানের রেড কার্পেটে কালো-সোনালী গাউনে জাদু ছড়িয়েছেন তিনি। তবে উৎসবের দ্বিতীয় দিন (শুক্রবার) অভিনেত্রীর সাজপোশাক দেখে নেটপাড়ায় শুরু হয় সমালোচনা।

কানের প্রথম অ্যাপিয়ারেন্সের জন্য ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন ফাল্গুনী এবং শেন পিককের কালো-সোনালী গাউন। তবে শুক্রবার (১৭ মে) তার দেখা মিলল সুবজ-রুপালী গাউনে। নাটকীয় পোশাকের লম্বা টেইল এবং সুউচ্চ হাতা রীতিমতো নজর কেড়েছে। অভিনেত্রীর এই লুক দেখে অনেকেই মজা করে লিখেছেন, ‘আরাধ্যার স্কুল প্রোজেক্ট নাকি? কে ঐশ্বরিয়াকে স্টাইল করছে?’ অনেকে আবার গেম অফ থ্রনসের ছায়া খুঁজে পেয়েছেন অ্যাশের পোশাকে।

এবারের কান উৎসবেকাইন্ডস অফ কাইন্ডনেস’-এর প্রিমিয়ারে দেখা মিলল অ্যাশের। কানের রেড কার্পেটে সাজপোশাক নিয়ে এই প্রথমবার কটাক্ষের মুখে ঐশ্বরিয়া, এমনটা নয়। তবে কোনোদিনই পালটা জবাব দেননি নায়িকা।

কান সফরের দ্বিতীয় দিনে মায়ের পাশে নজর কাড়লেন আরাধ্যা। নীল রঙের পোশাকে ঐশ্বরিয়া ছিলেন সাবলীল। মায়ের পাশে আরাধ্যার দেখা মিলল হলুদ রঙের পোশাকে। একদম নো-মেকআপ লুকে দেখা মিলেছে আরাধ্যাকে।


কান   ঐশ্বরিয়া   হাসি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মেয়েকে প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি রাজ-শুভশ্রী

প্রকাশ: ০৩:৫৬ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

ওপার বাংলার তারকা দম্পতি রাজ-শুভশ্রী। ছেলে ইউভানের জন্মের অল্প সময়ের মধ্যে তাকে প্রকাশ্যে এনেছিলেন। এদিকে গত বছরের ৩০ নভেম্বর শুভশ্রী দ্বিতীয়বার মা হওয়ার সুখবর জানান ভক্তদের কিন্তু মেয়ে ইয়ালিনিকে লাইমলাইট থেকে দূরেই রেখেছিলেন।

তবে শুক্রবার (১৭ মে) ইনস্টাগ্রামে শুভশ্রী দুই সন্তানের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘সকালের কথারা।সেখানে দেখা যাচ্ছে জানালার পাশে বসে বোনের সঙ্গে গল্প করছে ইউভান।

ছোট্ট ইয়ালিনির মাথায় একটা দুইটি নয়, চারটি ঝুঁটি বেঁধে বসে আছে বাবা রাজের কোলে। আর বোনকে গল্প বলে শোনাচ্ছে ইউভান। এই মনোমুগ্ধকর মুহূর্ত ভক্তদের নজর কেড়েছে।


তারকা   দম্পতি   রাজ   শুভশ্রী  


মন্তব্য করুন


কালার ইনসাইড

চলচ্চিত্র শিল্পী সমিতির পদ হারাতে যাচ্ছেন নিপুণ

প্রকাশ: ০৩:২১ পিএম, ১৭ মে, ২০২৪


Thumbnail

চলচ্চিত্র শিল্পী সমিতিকে কেন্দ্র করে ঢাকাই সিনেমার নায়িকা নিপুণ আক্তার ফের আলোচনায়। এবারে চলচ্চিত্র শিল্পী সমিতির পদ হারাতে যাচ্ছেন তিনি। গণমাধ্যমে শিল্পী সমিতি ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে বাজে মন্তব্য করায় সদস্যপদ হারাতে পারেন নিপুণ।

নিপুণের সদস্যপদ কেন বাতিল হবে না, জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি। বৃহস্পতিবার (১৬ মে) সমিতির কার্যকরী সভা শেষে এমনটা জানিয়েছেন সহ-সভাপতি ডি এ তায়েব।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) মেয়াদি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। বুধবার (১৫ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এ রিট আবেদন করেন। এ বিষয়ে সমিতির পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে বৈঠক করেন সদস্যরা।

বৈঠক শেষে ডি এ তায়েব বলেন, ‘রিট করা নিয়ে আমরা এখনো ভাবছি না। আমাদের কাছে নোটিশ এলে আইনিভাবে তা মোকাবিলা করা হবে।’ এর একদিন আগে সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে ‘অশিক্ষিত’সহ নানা কুরুচিপূর্ণ ভাষায় নিপুণ গালাগালি করেন বলেন জানান ডিএ তায়েব।

বিষয়টি তুলে তিনি বলেন, নিপুণ আক্তার গণমাধ্যমে সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যা বলেছেন, তা কুরুচিপূর্ণ, মানহানিকর। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন কমিটির সবাই। তার সদস্যপদ কেন বাতিল হবে না, জানতে চেয়ে চিঠি দেওয়া হবে। ৭ দিনের মধ্যে যদি তিনি উত্তর না দেন অথবা উত্তর যথোপযুক্ত মনে না হয়, তাহলে তার সদস্যপদ বাতিল করা হবে।


চলচ্চিত্র   শিল্পী   সমিতি   নিপুণ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন