কালার ইনসাইড

সালমান শাহঃ আমাদের হারিয়ে যাওয়া স্টাইল আইকন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:০৩ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০২০


Thumbnail

 

১৯৭১ সাল! সিলেটের জাকিগঞ্জে সেপ্টেম্বরের ১৯ তারিখে কমর উদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরীর কোলে জন্ম নিলো একটি শিশু। সেদিন জন্ম নেওয়া সেই ছোট্ট শিশুটি শাহরিয়ার চৌধুরী ইমন। আমাদের ‘সালমান শাহ’। সালমানের নানা পূর্ব পাকিস্তানের প্রথম সিনেমা মুখ ও মুখোশের অভিনেতা থাকায় ছোটবেলা থেকেই সালমান বড় হচ্ছিলেন সংস্কৃতিক আবহে। বন্ধুদের সাথে শেয়ার করা তার ইচ্ছার কথা থেকেই জানা গিয়েছিলো বড় হয়ে অভিনেতাই হতে চেয়েছিলেন সালমান শাহ।

আশির দশকে অভিনয় জীবন শুরু করলেও, সালমানের “সালমান শাহ” হয়ে ওঠার শুরু নব্বইয়ের দশকে। ১৯৯৩ সালের দিকের কথা, সেই সময়ে আমির খান ও জুহি চাওলা অভিনীত তুমুল জনপ্রিয় হিন্দি সিনেমা “কেয়ামত সে কেয়ামত তক” এর কপিরাইট কিনে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দ মেলা। সোহানুর রহমান সোহান ওই সময়টায় তার সিনেমার জন্য একটি নতুন মুখ খুজছিলেন। অবশেষে সোহানুর রহমান সোহান আবিস্কার করলেন ঢালিউডের সর্বকালের সবচেয়ে বড় সুপারস্টার সালমান শাহকে। নির্মাণ করলেন সালমানের প্রথম সিনেমা “কেয়ামত থেকে কেয়ামত”। চার বছরের ছোট সিনেমার ক্যারিয়ারে মোট ২৭ টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ।

ওই সময়টাতে আজকের মতো ইন্টারনেট দুনিয়া উন্মুক্ত ছিলো না। কিন্তু সালমান শাহ একমাত্র নায়ক যিনি তার প্রতিটি সিনেমায় নিজেকে আলাদা আলাদা রুপে আর ভিন্ন ভিন্ন স্টাইলে দর্শকদের সামনে নিয়ে এসেছেন। আজকের ফলোয়ার শব্দটি আমাদের খুব পরিচিত। আজকের অনলাইন দুনিয়া আর ফেসবুক আসার দেড় যুগ আগে সালমান নিয়ে এসেছিলেন ফলো অপশনটি। ফলো করার মতো হাজারটা দিক সালমান তার ভক্তদের সামনে নিয়ে এসেছিলেন নব্বইয়ের দশকে। নব্বই দশকের উঠতি তরুণদের চোখ বুজে ফলো করতো সালমানকে। পুরো একটা জেনারেশন চোখ বুজে ফলো করে গেছে সালমান শাহকে। টি শার্ট, সামনের দিকে ইন করে রাখলেও, পিছনের দিকে খানিকটা ঝুলিয়ে রাখা। কিছুক্ষন পরপর দাঁত দিয়ে নখ কাঁটা, চারকোণা সানগ্লাসের ট্রেন্ড ভেঙ্গে, গোল বা ওভাল সানগ্লাস পরা শুরু করা, মিলাদে বা, রুমাল গিট্টু মেরে মাথায় বাঁধা, স্নিকারস বা ক্যানভাস সু তে (কেডস) ফিতা না বেঁধে হাঁটা, কালো জুতার সাথে সাদা মোজা পড়া, প্যান্টের বেল্টের ফুঁটা থেকে দ্বিগুণ তিনগুন সাইজে বড় গলার মেডেলের মত বড় বাকেলসেরওয়ালা বেল্ট পড়া, ডান হাতে ঘড়ি পড়া, একটু পর পর চশমায় হাত দেয়া, টিশার্ট এর উপরে বোতাম খোলা শার্ট, বাহারি ডিজাইনের সানগ্লাস পড়া এমন আরো হাজারটা স্টাইল সালমান শিখিয়েছিলেন পুরো একটি জেনারেশনকে।

ওই সময়টাতে এলিফ্যান্ট রোড এ ছিলো বেশকিছু জুতা আর টিশার্ট এর দোকান। সালমানের মৃত্যুর পর রীতিমত ধ্বস নামে জিন্স, টি-শার্ট আর কেডসের বাজারে, কারণ বাংলাদেশ হারিয়েছে তার স্টাইল আইকনকে। যার দেখানো স্টাইলে বুদ হয়ে থাকতো তখনকার প্রজন্ম। সালমানের মৃত্যুর পর থেকে এখনো বলিউডের অনেক নায়ককেই দেখা যায় সালমানকে ফলো করতে। হ্যা, সালমানের স্টাইল সেন্স এতোটাই বৈচিত্রিময় ছিলো যে আজকের দিনেও তার শেখানো স্টাইল ফলো করা হয়।

সালমান সবসময় রেয়ার ব্রান্ড পছন্দ করতেন। প্রচুর ধুমপানের অভ্যাস ছিলো সালমানের, সেই নব্বইয়ের দশকেই তিনি মার্লবোরো সিগারেট খেতেন যা ওই সময়ে বলতে গেলে প্রায় দুষ্প্রাপ্যই ছিলো। সালমান শাহ Bike রাইডিং এবং Cycling এ বেশ দক্ষ ছিলেন। সিনেমায় তাকে সেই সময়ের cb550, escort115 Bike ব্যবহার করতে দেখা গেছে। ফোর হুইলের বাইকও তার ছিল। মোটর বাইকের পাশাপাশি ক্যাজুয়াল রাইডিং এর জন্য হাতে Gloves পরে চওয়া হুইলের Mountain/Hybrid Bicycle রাইড করতেন যেটা শুধুমাত্র ওজন কমাতেই সাহায্য করেনা হাল আমলে এটা ফ্যাশন অনুষঙ্গও বটে।

ড্রাইভিং খুব ভালো জানতেন সালমান শাহ। ডানা মেলা সেই Mark2 Series এর Chaser গাড়িটি সালমানের অনেক পছন্দের ছিল। তার অনেক ছবিতেই গর্জিয়াস লুকের গাড়িটি নিয়ে Show off করতে দেখা গেছে। প্রায়ই শ্যুটিং শেষে রাতে বাসায় ফিরে না যেয়ে গাড়ি নিয়ে মেঘনা ব্রিজে চলে যেতেন, রাতের বেলা গাড়ি নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াতেন সালমান। ফরমাল এবং ক্যাজুয়াল উভয় ধরনের ড্রেসের সাথে সালমান বিভিন্ন ধরনের Bracelet ব্যবহার করতেন যেটা কুল বয় লুকস পেতে ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ। তিনি Stretch Bracelet, Silver Bracelet ব্যবহার করতেন। গলায় Gold Chain এর পাশাপাশি Horn Pendant, Silver Pendant ক্যাটাগরির Men’s Necklace ব্যবহার করতেন। কানে Men Stud Earring, Hoop Earring পরতেন। আঙ্গুল আবার বাদ যাবে কেন? Gold Ring এর সাথে Stylish Gemstone Finger Ring পরতেন সালমান।

সালমানের বাসায় শেলফ ভর্তি শত শত জোড়া সু, লোফার, কনভার্স, হাই বুট এবং কেডস ছিল। তিনি সিনেমার প্রতিটা দৃশ্য জুতা পরিবর্তন করতেন। অল্প দিনের ক্যারিয়ারে সালমান সিনেমায় মোট 300 জোড়া জুতা ব্যবহার করেছেন যা রীতিমত রেকর্ড হয়ে আছে। সালমান ক্যারিয়ারের শুরুতে কিছুটা লম্বা চুল রেখেছেন। মাঝে দিয়ে Short Hair Back brush স্টাইল করেছেন এবং শেষের দিকে Semi-long, Shoulder Length, Ponytail স্টাইল করেছেন। এক সিনেমায় Long Hair এর সাথে French Cut দাড়ি রাখতেও দেখা গেছে সালমানকে।

ক্যাজুয়াল পোশাকের সাথে সালমান বিভিন্ন ধরনের Headband, Headscarf,Towel, Wrap পরেছেন ফ্যাশন অনুষঙ্গ হিসেবে। এগুলা মাথায় বাধার পাশাপাশি গলায় এমনকি জিন্সেও বাধতে দেখা গেছে সালমানকে। Arabian Shemagh Scarfs যেটা মধ্যপ্রাচ্যর লোকেদের বেশি পরতে দেখা যায় এই Scarf গুলাও সালমান অ্যারাবিয়ানদের মত মাথায় বেধেছেন এবং শীতের দিনে গলাতেও পরেছেন। মরক্কোর লোকেদের মত Head Wrap পরেছেন। শীতের সময়ে স্কার্ফের পাশাপাশি বড় চাদরের মত এক ধরনের পোশাক ঘাড়ে বেধে শরীরের অর্ধেক অংশ পর্যন্ত নামিয়ে পরতেন যা কিনা আজকাল আমরা ফ্যাশন হিসাবে ব্যবহার করি।

সালমান New Era কোম্পানি সহ বিভিন্ন কোম্পানির Adjustable Backstrap Cap পরতেন। স্টাইলে ভ্যারিয়েশন আনতে এসব ক্যাপের Back Opening এ Ponytail বের করে রাখতেন। “স্বপ্নের পৃথিবী” ছবিতে সালমানকে Army Coat এর সাথে এই ধরনের Peaked Cap ব্যবহার করতে দেখা গেছে। ডিফেন্সের লোকেরা এই ধরনের ইউনিফর্ম পরলেও ফ্যাশন অনুষঙ্গ হিসেবে সালমান এটি ব্যবহার করেছিলেন। সালমান পরিবর্তী সময়ে একধরনের স্থবিরতা ভর করে বাংলা চলচ্চিত্রে। অনেকটাই এক ঘেয়েমি পোশাক আর বিরক্তিকর অভিনয়ে সালমানের কাছ ঘেষতে পারেনি কোনো অভিনেতা এখনও। প্রচলিত ধারার বিপরীতে পোশাকআশাকে নিয়ে এসেছিলেন আধুনিকতার ছোঁয়া। কখনও হ্যাট ও লং কোটে ডিটেকটিভ লুকে, কাউবয় বা কবি-সাহিত্যিকদের মত পোশাকে, পাঞ্জাবি, টি-শার্ট বা লং শার্টের সাথে নানা রকমের ওয়েস্টকোট পরে, শাহী পোশাকে বা যোদ্ধার বেশে, স্যুট-টাই পরে জেন্টল লুকে, মাঝি, রাখাল বা ঢাকাই রংবাজের গেটআপে, শার্টের কলার খাড়া করে কিংবা হাফহাতা গেঞ্জি,জিন্স উপরের দিকে ভাজ করে, হুডি-শার্ট কখনো ইন করে করে আবার ওপেনে রেখে বিভিন্ন লুকে পর্দায় হাজির হতেন সালমান। একমাত্র সালমান শাহ পেরেছিলেন ফ্যাশন আর স্টাইলে সব মহলের কাছে জনপ্রিয়তা অর্জন করতে।

বেঁচে থাকলে ৪৯ বছরে আজ পা রাখতেন আমাদের সালমান। আজও বাংলাদেশে সালমান শাহ তার স্টাইলের জন্য বিখ্যাত। তিনি বেঁচে থাকলে হয়তো বাংলা সিনেমা অন্য এক উচ্চতায় পৌঁছে যেত। বিশ্ব দরবারে বাংলা সিনেমা মাথা উঁচু করে দাঁড়াতে পারতো। সালমানের অনুপুস্থিতি আজও আমাদের ব্যথিত করে। আকাশের ঠিকানার খোলা চিঠিতে আমাদের হারিয়ে যাওয়া স্টাইল আইকনকে জানাই “শুভ জন্মদিন”।



মন্তব্য করুন


কালার ইনসাইড

অভিনেত্রী স্ত্রীর মৃত্যুশোক স্বামীর আত্মহত্যা

প্রকাশ: ০২:৫৯ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

গত ১২ মে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হিট তেলেগু টেলিভিশন ধারাবাহিকত্রিনয়নীতে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন পবিত্রা। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় গুরুতর আহত হয় স্বামী অভিনেতা চন্দ্রকান্ত।

দুর্ঘটনায় গাড়িতে তিনিও ছিলেন। তবে স্ত্রীর মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েন অভিনেতা। এবার নিজেও পাড়ি জমালেন পরপারে। গত শুক্রবার তেলেঙ্গনার অলকাপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। শনিবার (১৮ মে)  এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।


অভিনেত্রী   মৃত্যুশোক   স্বামী   আত্মহত্যা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

৫৪ হাজার কোটি টাকার মালিক অভিনেত্রী শারমিনের শ্বশুর

প্রকাশ: ০১:৩৬ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

ওয়েব সিরিজহীরামাণ্ডিতে অভিনয় করেছেন বলিউডের নবাগত অভিনেত্রী শারমিন সেহগল। ১৯৯৫ সালে ২৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া শারমিনের বর্তমান বয়স ২৮ বছর। যদিও অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে খুব একটা ছাপ ফেলতে পারেননি তিনি। 

মামা সঞ্জয় লীলা বানসালির সহকারী পরিচালক হিসেবে শোবিজাঙ্গনে যাত্রা শুরু করেন সেহগল। বলিউডের শীর্ষ পরিচালক বানসালির সঙ্গে খামোশি, দেবদাস এবং ব্ল্যাকের মতো অনেক বড় বড় প্রজেক্টে কাজ করেছেন শারমিন।

ব্যক্তিজীবনে ২০২৩ সালের নভেম্বরে শারমিন সেহগল ব্যবসায়ী আমান মেহতাকে বিয়ে করেছেন। আমান বিজনেস টাইকুন সমীর মেহতার ছেলে। সমীর এবং তার ভাই সুধীর মেহতা টরেন্ট গ্রুপের প্রধান। মেহতা ভাইদের সাম্রাজ্য ফার্মা, পাওয়ার, গ্যাস এবং ডায়াগনস্টিক সেক্টরজুড়ে বিস্তৃত।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ২০২৪ সালের হিসেবে সমীর মেহতার মোট সম্পত্তির পরিমাণ .৪৪ বিলিয়ন ইউএস ডলার বা ৫৩ হাজার ৮০০ কোটি টাকা। টরেন্ট ফার্মাসিউটিক্যালস মেহতা ব্রাদার্সের মূল কোম্পানি। ব্রিটিশ ম্যাগাজিন ফোর্বসের মতে, সংস্থাটি বছরে ৩৫ হাজার কোটি টাকা আয় করে।


কোটি টাকা   অভিনেত্রী   শারমিন   শ্বশুর  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বোল্ড লুকে দিশা পাটানি

প্রকাশ: ০১:১৩ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। যদিও অভিনয়ের থেকে নিজের সাহসী খোলামেলা রূপের জন্যই বেশি আলোচনায় থাকেন তিনি।

নিজের বোল্ড লুকের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরই পারদ চড়ান দিশা। এবারেও তার ব্যত্যয় ঘটেনি। সম্প্রতি থাইল্যান্ডে ঘুরতে গেছেন এই তারকা। সেখানে গিয়েই উষ্ণতা ছড়ালেন ভক্তদের মাঝে।

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন দিশা। যেখানে দেখা যাচ্ছে, মাঝ সমুদ্রে আলো ছায়ার খেলায় মেতেছেন অভিনেত্রী। কয়েকদিন আগেই ওয়াইন রঙের একটি বিকিনি পড়ে ছবি দিয়েছিলেন তিনি। তবে এবার হাজির হয়েছেন সাদা বিকিনিতে। একটুকরো পোশাকেই যেন শরীর ঢাকার চেষ্টা করেছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে দিশাকে প্রায় কোটি মানুষ অনুসরণ করেন। অভিনেত্রীর বিভিন্ন ছবি, মুহূর্তগুলোর চিত্র দেখতেই যেন তারা সবসময় মুখিয়ে থাকেন।


বোল্ড লুক   দিশা পাটানি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বিরাট আনুশকা সংসার, সন্তান নিয়ে খুশি

প্রকাশ: ১১:০৮ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

সম্প্রতি নিজের অবসর জীবনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিরাট কোহলি। আর এদিকে আনুশকা খুব শিগগিরই হয়তো অভিনয় জীবন থেকে মুখ ফেরাবেন। তবে বিরাট-আনুশকা খুশি সংসার, সন্তান নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট ছেলে অকায় মেয়ে ভামিকাকে নিয়ে অজানা তথ্য প্রকাশ্যে আনেন।

গত পাঁচ বছর ধরে কোনও ছবি মুক্তি পায়নি আনুশকার। মেয়ের জন্মের পর শুধুচাকদহ এক্সপ্রেসছবিটি করেছেন তিনি। অবশ্য সেটি আজও মুক্তি পায়নি।

অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার জীবনে অগ্রাধিকার পায় তার সন্তানরা। এবার বিরাটের অবসরের জল্পনা উঠতেই শোনা যাচ্ছে, দুই ছেলেমেয়ে স্ত্রী আনুশকার সঙ্গে লন্ডনেই লোকচক্ষুর আড়ালে থাকবেন কোহলি-দম্পতি।

তবে, ছেলে অকায় বেশ ছটফটে হয়েছে বলে জানালেন বাবা বিরাট। আর মেয়ে ভামিকা নাকি তিন বছর বয়সেই ব্যাট ঘোরাতে শিখে গেছে! বিরাট অবশ্য এখন থেকেই কিছু অনুমান করতে চান না। তার কথায়, এখনই কিছু বলা যাচ্ছে না। ওদের যা খুশি, বড় হয়ে সেটাই হবে।


লন্ডন   অবসর   বিরাট   আনুশকা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

কানে রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা

প্রকাশ: ০৯:৩২ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

কান চলচ্চিত্র উৎসব ২০২৪- রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা আদবানি। সাদা হাই স্লিটেড পোশাকে তিনি যেন ঝলমলে প্রজাপতি। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও।

বলিউড অভিনেত্রী ফ্যাশন আইকন কিয়ারা ফ্রেঞ্চ রিভেরা থেকে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। একটি অফ-হোয়াইট পোশাকে যেন পরী। ১৭ মে চলচ্চিত্র উৎসব থেকে তার প্রথম লুকের আভাস দিয়ে ইনস্টাগ্রামে ঝড় তুলেছেন তিনি।

প্লাঞ্জ নেকলাইন হাই-স্লিটেড গাউনের সঙ্গে কিয়ারা পরেছিলেন হিরের দুল এবং হাই-হিল। তার পোশাক ডিজাইন করেছেন লক্ষ্মী লেহর প্রবাল গুরুং ছিলেন স্টাইলিংয়ের দায়িত্বে।

গালা ইভেন্টে কিয়ারা আন্তর্জাতিক সিনেমার ল্যান্ডস্কেপে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের উপর জোর দেবেন বলে জানা  গেছে। অনুষ্ঠানটি সারা বিশ্বের নারীদের একত্রিত করবে এবং বিনোদন শিল্পে তাদের অবদানের স্বীকৃতি দেবে। এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা


কান   রেড   কার্পেট   কিয়ারা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন