ইনসাইড বাংলাদেশ

মার্চে কাউন্সিল করতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:০০ পিএম, ২২ অক্টোবর, ২০২০


Thumbnail

অভ্যন্তরীণ দ্বন্দ্বের টালমাটাল বিএনপি। বর্তমান নেতৃত্বে ফুঁসে উঠছে বিএনপির তৃণমুলের নেতাকর্মীরা।  তাদের প্রধান দাবী হচ্ছে যে, দলের নেতৃত্ব পরিবর্তন করতে হবে। যোগ্য এবং কর্মক্ষম নেতৃত্ব নিশ্চিত করতে হতে হবে। লন্ডনে পলাতক বিএনপির সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এখন সারাদেশে তৃণমূলের সঙ্গে স্কাইপে যুক্ত হয়ে বৈঠক করছেন। প্রতিদিনই কোন না কোন জেলা বিভাগীয় শহরে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। এসব বৈঠকের ব্যাপ্তি কোন কোন দিন ৪ থেকে ৫ ঘন্টা পর্যন্ত হচ্ছে । আর বৈঠক করতে গিয়েই নেতৃত্ব পরিবর্তনের প্রসঙ্গটি এসেছে ।

গতকাল তারেক জিয়া বৈঠক করেছেন রংপুর বিভাগীয় শহরের তৃণমূলের সঙ্গে। সেই বৈঠকেও বর্তমানে দলের মহাসচিব এবং স্থায়ী কমিটিতে পরিবর্তনের দাবি জানিয়েছে তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছে যে, স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য অসুস্থ, বয়স ভাড়ে ন্যুয হয়ে আছেন, তারা দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারছে না। এরকম পরিস্থিতিতে এই স্থায়ী কমিটি অযোগ্য এবং দায়িত্ব অক্ষম। দলের মহাসচিবের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে তারা। আর সমস্ত অভিযোগগুলোর জবাবে তারেক জিয়া বলেছেন যে, তিনি জানেন নেতৃত্বের ব্যর্থতা আছে এবং নেতৃত্বে দুর্বলতা আছে। কিন্তু তিনি দলের গঠনতন্ত্র এবং গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে নেতৃত্বে পরিবর্তন করতে চান । তারেক জিয়া রংপুরের তৃণমূল নেতৃবৃন্দের কে বলেছেন যে, সবকিছু ঠিকঠাক থাকলে মার্চে তারা কাউন্সিল করতে চায় এবং মার্চে যদি কোনো কারণে কাউন্সিল না হয় তাহলে মে মাসের মধ্যে অবশ্যই যেন কাউন্সিল হয় তা নিশ্চিত করতে চান তারেক জিয়া। এই কাউন্সিলের মাধ্যমে তরুণ এবং কর্মক্ষম নেতেৃত্ব আনতে চান বলে আশ্বস্ত করেছেন। বিএনপির তৃণমূল নেতৃবৃন্দ বলছেন, দলের নেতৃত্বের পরিবর্তন ছাড়া কোন আন্দোলন সংগ্রাম সম্ভব নয়, পাশাপাশি নেতৃত্বে পরিবর্তন না হলে সংগঠনকেও ঢেলে সাজানো এবং সংগঠনকে গুছিয়ে তোলা সম্ভব নয়।

সাম্প্রতিক সময়ে সাংগঠনিক অবস্থা নিয়ে তোলপাড় চলছে বিএনপিতে। দলের একাধিক নেতা বর্তমানে নেতৃত্বের বিরুদ্ধে বিষোদগার করেছেন এবং যে প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন তার সমালোচনা করেছেন। অন্যদিকে তৃণমূল নেতৃবৃন্দ বিএনপির কোন আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে পারছে না কেন তা নিয়ে উষ্ণ প্রকাশ করেছেন।  বিএনপির তৃণমুল মনে করেন, সাম্প্রতিক সময়ে বেশ কিছু ইস্যু থাকলেও সরকারকে খুশি করার জন্য এ সমস্ত ইস্যুতে কোন ধরনের কর্মসূচি গ্রহণ করছে না । তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতিসহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরেছেন। কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সমস্ত বিষয় নিয়ে আন্দোলন করতে উৎসহ বোধ করছেন না।  এই অবস্থায় বিএনপি`র মধ্যে হতাশা বাড়ছে বলেও তৃণমূলের নেতৃবৃন্দ মনে করছেন।

উল্লেখ্য যে, তারেক জিয়াও তাদের সঙ্গে একমত এবং তিনি দলের নেতৃত্ব পরিবর্তেনের সঙ্গে একমত হয়েছেন বলেও জানিয়েছে তৃণমূলের একাধিক নেতা।

তারা বলেছে যে, দলে পরিবর্তন করা হবে তবে তারেক জিয়া বিএনপিকে একটি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে চান এবং সেজন্য তিনি হুটহাট করে নেতৃত্ব পরিবর্তন করতে চান না । তবে বিএনপির একজন নেতা বলেছেন, নেতৃত্ব পরিবর্তনে একটা গঠনতান্ত্রিক সমস্যা রয়েছে কারণ বর্তমান বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় এবং দলীয় কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করা থেকে বিরত আছেন। আবার বেগম খালেদা জিয়া কারাগার থেকে বের হবার পর সমস্ত ক্ষমতা দলের চেয়ারপারসনের কাছেই।  যেদিন থেকে বেগম খালেদা জিয়া বেরিয়েছেন সেদিন তারেক জিয়া আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেই। এরকম বাস্তবতায় একমাত্র দলের চেয়ারম্যান ছাড়া কেউই মহাসচিব পরিবর্তন করতে পারে না।  সে ক্ষেত্রে বেগম খালেদা জিয়া রাজনৈতিক কর্মসূচিতে  অংশগ্রহণ করছেন না এবং কোনো রাজনৈতিক বিষয় মাথা ঘামাচ্ছে না, সেজন্য দলের মহাসচিব পরিবর্তন এই প্রক্রিয়ায় এখন সম্ভব হচ্ছে না। কারণ দলের ওপর তারেক জিয়ার একচ্ছত্র কর্তৃত্ব থাকলেও মহাসচিব পরিবর্তনের গছনতান্ত্রিক ক্ষমতা তার নেই । আর এ কারণেই তারেক কাউন্সিলের মধ্যে যাচ্ছেন এবং বিএনপির মধ্যে এটা নিয়ে মোটামুটি একটি ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যে, দলে অবিলম্বে কাউন্সিল করা উচিত, এবং নতুন নেতৃত্ব তৈরি করা উচিত। আগামী মার্চেই কাউন্সিল ধরেই বিএনপি এগোতে চাইছে বলে জানা গেছে।



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

পাবনায় দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটালেন ছাত্রলীগ নেতা

প্রকাশ: ১১:৪৭ এএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

পাবনা চাটমোহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জমজ দুই বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। 

 

শুক্রবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উথুলি খামারপাড়া গ্রাম এ ঘটনা ঘটে।

 

আহত দুই বোন হলেন মিম (২০) ও লাম (২০) । তারা পৌর সদরের আরাজি উথুলী খামারপাড়া মহল্লার রেজাউল করিম রিজুর মেয়ে।

 

আর অভিযুক্ত ছাত্রলীগ নেতা একই এলাকার রফিকুল ইসলামের ছেলে আলিফ ইয়ামান পায়েল (২২) । তিনি চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি।

 

এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহত দুই বোনের বাবা রেজাউল করিম। 

 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির পাশে কদম গাছের ডাল কাটছিলেন ছাত্রলীগ নেতা পায়েল। এ সময় প্রতিবেশী রেজাউল করিমের মেয়ে লাম তাকে গিয়ে বলে গাছ কাটার সময় তাদের কলা গাছ যেন নষ্ট না হয়। 

 

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগ নেতা পায়েল হাতুড়ি দিয়ে লামকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার জমজ বোন মিম এগিয়ে আসলে তাকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পায়েল ও তার বাবা-মা মিলে জমজ দুই বোনকে বেধরক মারধর করে। 

 

পরে চিৎকার চেঁচামেচি শুনে দুই বোনের পরিবারের লোকজন গিয়ে এলাকাবাসির সহায়তায় তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

এ বিষয়ে চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত দুই বোনের পিতা রেজাউল করিম রিজু।

 

এ বিষয়ে অভিযুক্ত চাটমোর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েল বলেন, ‘আমার মায়ের সাথে ওরা দুই বোন মারামারি করছে। আমি সেখানে ঠেকাতে গিয়েছিলাম। আমি তাদেরকে মারিনি। আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ করা হয়েছে আমাকে ফাঁসানোর জন্য।’

 

চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এটি অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে। সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সাথে জাড়িতদের জায়গা ছাত্রলীগে নেই। যদি সে দোষী সাব্যস্ত হয়, আমি তার বিরুদ্ধে শাস্তির দাবি জানাই। যেহেতু ছাত্রলীগের কমিটি জেলা ছাত্রলীগের নিয়ন্ত্রণে। সে কারণে জেলা ছাত্রলীগ এই বিষয়টি দেখবে।’

এ বিষয়ে চাটনোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ছাত্রলীগ   হাতুড়ি   মারধর  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ধোলাইখালে চার তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রকাশ: ১১:৩৫ এএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

রাজধানীর ধোলাইখালে চার তলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। 

শনিবার (১৮ মে) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছে।

তিনি বলেন, 'ধোলাইখালে চারতলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লেগেছে। খবর পেয়ে সূত্রাপুর ও সিদ্দিকবাজার থেকে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।'

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


আগুন   ধোলাইখাল   ৪ তলা ভবন   ফায়ার সার্ভিস   মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

নিয়ন্ত্রণে এসেছে কারওয়ান বাজারের আগুন

প্রকাশ: ১১:১০ এএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

রাজধানীর কারওয়ান বাজারে লা ভিঞ্চি হোটেলের পাশে কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

শনিবার (১৮ মে) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৬টি ইউনিটের চেষ্টায় ১০টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি। 


কারওয়ান বাজার   আগুন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রামে লরির ধাক্কায় প্রাণ গেল শিশুসহ দু’জনের

প্রকাশ: ১০:৫৬ এএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় সড়কের পার্শ্ববর্তী পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি পড়ে যায়। এসময় ফুটপাতে থাকা অন্তত ৬ জন লরির ধাক্কায় পুকুরে তলিয়ে যায়। এঘটনায় বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়।

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে বাটারফ্লাই মোড়ে প্রজাপতি পার্কের পাশে ঘটনা ঘটে। এঘটনায় নিহত শিশুর পরিচয় এখনও জানা যায় যায়নি। এছাড়া আসাদুজ্জামান সানি (১৯) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। নিহত সানির মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। তারা হলেন, ইমরান (৮), নুরুল আমিন (২১), তাসপিয়া (২০) ও নুসরাত (৩৫) ।

জানা গেছে, একটি রিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় গাড়িটি প্রজাপতি পার্কের পাশে মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ফুটপাতে থাকা ছয়জনকে ধাক্কা দিয়ে গাড়িটিসহ পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে পাঁচজনকে চমেক হাসপাতালে পাঠান।

খোঁজ নিয়ে জানা গেছে, দুর্ঘটনায় হতাহতরা বেশিরভাগই একই পরিবারের। তারা পার্শ্ববর্তী নেভালে বেড়ানোর জন্য গিয়েছিলেন।

কেইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মামুনুর রশীদ জানান, ‘দুর্ঘটনার পর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে শিশুটির মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, ‘পতেঙ্গা দুর্ঘটনায় জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।’


লরি   নিয়ন্ত্রণ হারিয়ে   পুকুরে  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রকাশ: ১০:৫২ এএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

রাজধানীর কারওয়ান বাজারে লা ভিঞ্চি হোটেলের পাশে কাঁচাবাজারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (১৮ মে) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি। 


কারওয়ান বাজার   আগুন  


মন্তব্য করুন


বিজ্ঞাপন