বিশ্ব স্বাস্থ্য সংস্থার
(ডব্লিউএইচও) মতে ‘উদ্বেগজনক’ ভ্যারিয়েন্ট বলে স্বীকৃতি পাওয়া করোনার নতুন দক্ষিণ আফ্রিকান
ধরনটি নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে চরম উদ্বেগ-উৎকণ্ঠা। মারাত্মক এই সংস্করণটি যাতে দ্রুত
ছড়িয়ে না পড়ে সে জন্য বিশ্বের অনেক দেশের মত আমাদের দেশেও নেওয়া হয়েছে নানা সতর্কতামূলক
ব্যবস্থা। তবে সবচেয়ে চিন্তার বিষয় হল ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত রোগীদের শরীরে
তেমন উপসর্গ দেখা যায় না। বিশেষজ্ঞরা বলছেন, করোনার ধরনগুলোর মধ্যে ওমিক্রন সবচেয়ে
বেশি মিউটেট (রূপান্তর) হয়েছে।
করোনার নতুন এই সংস্করণটি
মূলত ছড়িয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা হতে। রোগীর দেহে নতুন এই সংস্করণটি সবার প্রথম সন্দেহ
করেন এবং পরীক্ষার মাধ্যমে তা নিশ্চিত হন দক্ষিণ আফ্রিকার মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান
ডা. অ্যাঞ্জেলিক কোয়েটজি।
ডা. অ্যাঞ্জেলিক কোয়েটজি
রয়টার্সকে বলেন, ‘আমার কাছে চিকিৎসা নেওয়া বেশকিছু ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত রোগীর
শরীরে মৃদু উপসর্গ দেখেছি। হাসপাতালে ভর্তি ছাড়াই তারা বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ
হয়ে উঠছেন।’
তিনি বলেন, ‘গত ১৮ নভেম্বর
আমার ক্লিনিকের সাতজন রোগীর মধ্যে অপরিচিত উপসর্গ ছিল। ডেল্টা ভ্যারিয়েন্টের ধরনের
থেকে যার পার্থক্য খুবই কম। ওইদিন একজন রোগী আমাকে অত্যন্ত ক্লান্তি অনুভব করার কথা
জানান। তার শরীরে ও মাথায় হালকা ব্যথা অনুভব করছেন বলেও উল্লেখ করেন।’
ডা. কোয়েটজি বলেন, ‘রোগীদের
মধ্যে যে উপসর্গ ছিল, তা সাধারণ ভাইরাল সংক্রমণের সঙ্গে সম্পর্কিত। তবে যেহেতু আমরা
বিগত ৮-১০ সপ্তাহ করোনার সংক্রমণ সেভাবে পরীক্ষা করে দেখিনি, তাই তাৎক্ষণিক আমরা তাদের
নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাতে ওই রোগী এবং তাদের পরিবারের সদস্যদের পজিটিভ
রিপোর্ট আসে।’
তিনি আরও বলেন, ‘একই দিনে
আমরা একই উপসর্গের আরও কিছু রোগী পেয়েছিলাম। তখনি আমরা ভেবেছিলাম, ভিন্ন কোনও কিছু
দেখতে যাচ্ছি আমরা। সেদিন আমি নতুন এ ধরনে সংক্রমিত দুই থেকে তিনজন রোগী দেখেছিলাম।’
অ্যাঞ্জেলিক কোয়েটজি বলেন,
‘ওমিক্রনে আক্রান্ত রোগীদের বেশিরভাগই পুরুষ, যাদের বয়স ৪০ বছরের নিচে। আক্রান্ত পুরুষদের
মধ্যে অর্ধেকই করোনা টিকার পূর্ণ ডোজ নিয়েছেন। তরুণ রোগীদের ক্ষেত্রে ওমিক্রন খুবই
অস্বাভাবিক হয়ে উঠতে পারে। তাদের সতর্ক হওয়া জরুরি।’
তিনি বলেন, ‘করোনার তৃতীয়
ঢেউয়ের সময়ে আমরা অসংখ্য ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমিত রোগী দেখেছিলাম। তবে নতুন এ ধরনটি
ডেল্টা ভ্যারিয়েন্টের ক্লিনিক্যাল যে চিত্র, তার সঙ্গে তেমন মিল নেই। ওমিক্রন আক্রান্তদের
অধিকাংশই অতি মৃদু উপসর্গে ভুগছেন। আক্রান্তদের পেশীতে মৃদু ব্যথা, গলায় খুসখুস ভাব
এবং শুকনো কাশি হচ্ছে। অল্প কয়েকজনের শরীরের তাপমাত্রা সামান্য বেশি পাওয়া গেছে।’
দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইন্সটিটিউট অব কমিউনিক্যাবল ডিজিজ (এনআইসিডি) জানিয়েছে, দেশটির কয়েকটি ল্যাবরেটরিতে গত ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর সময়ের মধ্যে সংগ্রহ করা নমুনায় ওমিক্রন ধরনটি শনাক্ত হয়। যাচাই শেষে ২৫ নভেম্বর নতুন ধরন হিসেবে নিশ্চিত হওয়া যায়।
মন্তব্য করুন
দক্ষিণ আফ্রিকায় অর্থ পাচারে ৫ বাংলাদেশির
নাম উঠে এসেছে। তাদের সবাইকে একসাথে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির আদালত।
শুক্রবার (১ ডিসেম্বর) সানডে ওয়াল্ডের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে,
দুই বাংলাদেশি নাগরিককে জালিয়াতির মামলায় আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১১
মিলিয়ন র্যান্ড বা প্রায় ৬ কোটি টাকা জালিয়াতির অভিযোগ করা হয়েছে। আদালতে হাজির করার
পর আদালত তাদের ২০ হাজার র্যান্ডর বিনিময়ে জামিন দিয়েছেন। এ নিয়ে অর্থ জালিয়াতির
মামলায় সম্পৃক্তদের সংখ্যা পাঁচজনে পৌঁছেছে।
অভিযুক্ত দুই বাংলাদেশি হলেন রিপন ইউনুস এবং
আশরাফ গুলামমাহাদ প্যাটেল। বৃহস্পতিবার তাদের কিম্বার্লি বিশেষায়িত অর্থনৈতিক অপরাধ
আদালতে হাজির করা হয়। এর আগে আরও তিন বাংলাদেশিকে অভিযুক্ত করা হয়েছিল।
নর্দার্ন কেপ হকসের মুখপাত্র কর্নেল তেবোগো
থিবে জানান, বুধবার তাদের দুজনকে অর্থপাচারের অভিযোগে হকস বাহিনী আটক করেছিল। এ দুই
ব্যক্তি গত ১ থেকে ৩ মার্চের মধ্যে নিজেদের দোকানের মাধ্যমে অর্থ জালিয়াতি করেছিলেন।
এ দুই বাংলাদেশি ছাড়াও অভিযুক্ত বাকি তিনজন
হলেন আমিনুল ইসলাম, উল্লাহ ফোজি এবং আকতার আতিকা। তাদের তিনজনকে মার্চে কিম্বারলি বিমানবন্দর
থেকে মার্চে আটক করা হয়েছিল। তারা জোহানেসবার্গ থেকে দুবাই হয়ে ঢাকা ফেরার চেষ্টা করছিলেন।
তারা তখনও জামিন পাননি।
থিবে জানান, আদালত ইউনুস ও প্যাটেলের মামলা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন। এ সময়ে তাদের পাঁচজনকে একসাথে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকা অর্থ পাচার আটক আদালত বিশ্ব সংবাদ
মন্তব্য করুন
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাওতে শনিবার (২ ডিসেম্বর) ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এ ভূমিকম্পের পর এবার ফিলিপাইন ও জাপানের সমুদ্রে সুনামির সৃষ্টি হয়েছে। ভূকম্পনের প্রভাবেই সমুদ্রে এই সুনামির উৎপত্তি হয়। এটি ফিলিপাইন ও জাপানের উপকূলের দিকে ধেয়ে আসছে বলে জানা গেছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সুনামির কারণে ৩ ফুট উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা থেকে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলের বাসিন্দাদের জরুরিভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অপরদিকে ফিলিপাইনের
ভূকম্পবিদ্যা সংস্থা ফিভোলকস জানিয়েছে, ফিলিপাইনে মধ্যরাতে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে
এবং এটি কয়েক ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
যুক্তরাষ্ট্রে সুনামি
সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ফিলিপাইনের কিছু উপকূলে জোয়ার থেকে ৩ মিটার (প্রায় ১০ ফুট)
উঁচু সুনামি দেখা যেতে পারে।
ভূমিকম্প জাপান-ফিলিপাইন ধেয়ে আসছে সুনামি
মন্তব্য করুন
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ
বলেছেন, ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে ইসরায়েলের নিরাপত্তা নয়। তিনি বলেন, ইসরায়েল যদি ফিলিস্তিনি নাগরিকদের হত্যা
অব্যাহত রাখে তবে তারা এ ধরনের কোনো নিরাপত্তা ভোগ করতে পারবে না।
কাতার সফরে যাওয়ার আগে দুবাইয়ে এক সংবাদ
সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে ইসরায়েলের নিরাপত্তা অর্জন
করা হলে এ অঞ্চলে ইসরায়েলের কোনো স্থায়ী নিরাপত্তা থাকবে না।
ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতি এবং সম্ভাব্য স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার প্রচেষ্টায় সহায়তা করার জন্য ম্যাক্রোঁ বর্তমানে দোহায় রয়েছেন।
মন্তব্য করুন
ফ্রান্সের সেন্ট্রাল
প্যারিসের একটি রাস্তায় ছুরিকাঘাতে একজন নিহত এবং হাতুড়ির হামলায় অপর দুইজন আহত
হয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, একজন হামলাকারী আইফেল
টাওয়ারের কাছে অবস্থিত কোয়াই ডি গ্রেনেলের আশেপাশে পর্যটকদের লক্ষ্যবস্তু করে এই
হামলা করে।
রোববার (৩ ডিসেম্বর)
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এক পর্যটক দম্পতির কাছে গিয়ে সন্দেহভাজন ব্যক্তি
একজন জার্মান নাগরিককে ছুরিকাঘাত করেন। তখন ওই ব্যক্তিকে পুলিশ তাড়া করলে গ্রেপ্তারের
আগেই সে হাতুড়ি দিয়ে অন্য দুইজনকে আঘাত করে।
সেন্ট্রাল প্যারিসের
ওই হামলার ঘটনার পর নিরাপত্তাবাহিনী ২৬ বছরের এক ফরাসি নাগরিককে গ্রেপ্তার করেছে। ফ্রান্সের
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সন্দেহভাজন ঐ ব্যক্তিকে ২০১৬ সালে আলাদা হামলার পরিকল্পনা
করার জন্য ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। হামলাকারী ফরাসি নিরাপত্তা বাহিনীর নজরদারি
তালিকায় ছিল।
দারমানিন জানান,
অভিযুক্ত হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেছিল এবং পরে পুলিশকে বলেছে, ‘আফগানিস্তান ও ফিলিস্তিনে অনেক
মুসলমান মারা যাচ্ছে’ বলে তিনি বিপর্যস্ত
হয়েছেন। লোকটি মানসিক রোগে ভুগছিল বলেও জানিয়েছেন তিনি।
প্যারিসের কেন্দ্রবিন্দুতে
এমন ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলের নিকটবর্তী বির-হাকেইম মেট্রো
স্টেশনে অভিযান চালাচ্ছে পুলিশ। লোকজনকে ওই স্টেশন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া
হয়েছে। পাশাপাশি সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর অফিসকে এ ঘটনার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
মন্তব্য করুন
যুদ্ধবিরতির পর গত শুক্রবার থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় তীব্র হামলা
চালানো শুর করে দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। এ হামলার পরই হামাসের রাজনৈতিক
ব্যুরোর উপ-প্রধান সালেহ আল-আরুরি আল জাজিরাকে বলেছেন, গাজায় হামলা যতদিন অব্যাহত
থাকবে ততদিন ইসরায়েলের সাথে বন্দী বিনিময় নিয়ে আর কোনো আলোচনা হবে না।
তিনি বলেন, যুদ্ধবিরতি নিয়ে এখন কোনো আলোচনা
হবে না। আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত এবং একটি বিস্তৃত ও সুনির্দিষ্ট যুদ্ধবিরতি না
হওয়া পর্যন্ত কোনো বন্দী বিনিময় হবে না।
তিনি বলেন, দখলদাররা জোর দিয়ে বলছে যে এখনও
নারী ও শিশুদের আটক রাখা হয়েছে। কিন্তু আমরা বলেছি যে আমরা তাদের সবাইকে হস্তান্তর
করেছি। গাজার অবশিষ্ট বন্দীরা সৈন্য এবং বেসামরিক পুরুষ যারা দখলদার সেনাবাহিনীতে কাজ
করেছেন।
তিনি বলেন, ইহুদিবাদী বন্দীদের মুক্তি দেওয়া হবে না যতক্ষণ না আমাদের সমস্ত বন্দীদের মুক্তি দেওয়া হয় এবং যুদ্ধবিরতি কার্যকর করা হয়। স্থল যুদ্ধ, বিমান বা অন্যান্য যে কোনো ইসরায়েলি সামরিক পরিস্থিতির জন্য প্রতিরোধ প্রস্তুত রয়েছে।
মন্তব্য করুন
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাওতে শনিবার (২ ডিসেম্বর) ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এ ভূমিকম্পের পর এবার ফিলিপাইন ও জাপানের সমুদ্রে সুনামির সৃষ্টি হয়েছে। ভূকম্পনের প্রভাবেই সমুদ্রে এই সুনামির উৎপত্তি হয়। এটি ফিলিপাইন ও জাপানের উপকূলের দিকে ধেয়ে আসছে বলে জানা গেছে।