ইনসাইড থট

নদী, নৌকা, নারী ও বঙ্গবন্ধু


Thumbnail নদী, নৌকা, নারী ও বঙ্গবন্ধু

‘ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে

বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ...’

হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটি বাংলা সঙ্গীতের এক ধ্রুপদী সৃষ্টি। নদীর সাথে বাংলাদেশের সম্পর্ক অতি নিবিড়। এদেশের মানুষের জীবন-যাপন প্রণালী, অর্থনীতি-সংস্কৃতির উন্নয়ন আবার ক্ষেত্র বিশেষে ধ্বংস, সবকিছুর সাথে রয়েছে নদী। আলোচ্য প্রবন্ধে শিরোনাম দেখে অনেকে চমকিত হতে পারেন যে, নদী, নৌকা, নারীর সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক কোথায় বা এদের মধ্যে অ্যালাইনমেন্ট হলো কী করে?

নদী, নৌকা ও বঙ্গবন্ধু বাংলাদেশের একটি সিম্বল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানেই হলো নদীর দেশ, যাকে এক কথায় বলা হয় নদীমাতৃক দেশ (riverine country) । সমাস বিশ্লেষণে বলা হয় ‘নদী মাতা যাহার’ অর্থাৎ বাংলাদেশে নদীকে মায়ের মত দেখা হয়, মান্য করা হয়, শ্রদ্ধা পোষণ করা হয়। একটা সময়ে বাংলাদেশে বার’শ-র অধিক নদী ছিল, কমে কমে এখন তা ২০০ এর অধিক দাঁড়িয়েছে যার মধ্যে ৫৪টি আন্তর্জাতিক নদী, যার ৫২টির উপর ভারত বাধ নির্মাণ করেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাইগর নদীর তীরবর্তী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা ও রাজনীতি উপলক্ষে গোপালগঞ্জ থেকে মাদারীপুর, ফরিদপুর, খুলনা-বরিশাল-নারায়ণগঞ্জ-ঢাকা-চাঁদপুর রাজশাহী-সিরাজগঞ্জ-টাঙ্গাইল-ময়মনসিংহ গিয়েছেন। রাজনীতির প্রচারে ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত সারা পূর্ব বাংলা চষে বেরিয়েছেন। তাঁর ওই ভ্রমণ পথের বড় অংশ ছিল নদী পথ। মধুমতি, আড়িয়াল খাঁ, পদ্মা-মেঘনা-যমুনা-কীর্তণখোলা-তেঁতুলিয়া, আগুনমুখা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, ইছামতি, কালি গঙ্গা, তিস্তা, ছোট যমুনা, বড়াল, পুরাতন ব্রহ্মপুত্রসহ অসংখ্য নদী পথে তিনি দিনের পর দিন লঞ্চ, স্টিমার, নৌকা, মহাজনী নৌকা, এক মালাইয়া নৌকা, ছোট কোষায় দিনের পর দিন পার করেছেন। ছোট ডিঙিতে সাদা চাদর বিছিয়ে রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে দেশের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করেছেন। কখনো একা একা একমালাইয়া নৌকার সামনের দিকে বসে মুখে এডিনমোরের তামাক দিয়ে বানানো সিগারেটে টান দিয়ে নদীর দিকে তাকিয়ে তাঁর জীবন কথা ভেবেছেন, আবার কখনো নৌকায় বসে আব্বাস উদ্দিনের গান শুনে মুগ্ধ হয়েছেন, আব্বাস উদ্দিনের সংগীত মূল্যায়ন করেছেন নিম্নরুপে-‘নদীতে বসে আব্বাস উদ্দিন সাহেবের ভাটিয়ালি গান তার নিজের গলায় না শুনলে জীবনের একটা দিক অপূর্ণ থেকে যেত। তিনি যখন আস্তে আস্তে গান গাইতেছিলেন তখন মনে হচ্ছিল, নদীর ঢেউগুলিও যেন তার গান শুনছে।’

নদীবক্ষে ডাকাতের কবলে পড়লে ডাকাতরা তাঁর নাম শুনে সালাম দিয়ে চলে গেছে। আবার এমন হয়েছে তিনি গোপালগঞ্জ থেকে স্টিমার ঢাকা আসছেন পরিবারের সাথে দেখা করতে, চাঁদপুরে পাশ দিয়ে অন্য স্টিমারে করে বেগম মুজিব গোপালগঞ্জ ছুটে গেছেন, দুটি স্টিমার ক্রস করেছেন কিন্তু নিজেরা তা জানেননি। তাই বাংলাদেশের নদী সম্পর্কে বঙ্গবন্ধু ভালো করে চেনেন ও জানেন। ১৯৭১ সালে দেশ স্বাধীন হবার পর তিনি দেখলেন পঞ্চাশ ও ষাট দশকের নদী আর নেই, গত ২০/২৫ বছরে নদীগুলো যেন শীর্ষ হয়ে যাচ্ছে। ১৯৭২ সালে দেশের দায়িত্ব নিয়ে সাতটি ড্রেজার সংগ্রহ করে শুরু করেন নদীর সক্ষমতা বৃদ্ধির কাজ যা আজও বহাল রয়েছে।

বঙ্গবন্ধুর সাথে নদীর নিবিড় সর্ম্পক নির্ণয় করে কবি ও লেখক অন্নদাশংকর রায় (১৯০৪-২০০২) যে কবিতা লিখেছেন তা আাজও অমর হয়ে আছে-

‘যতকাল রবে পদ্মা যমুনা

গৌরী মেঘনা বহমান

ততকাল রবে কীর্তি তোমার

শেখ মুজিবুর রহমান।...’

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে শ্লোগানটি এ দেশের সকল স্তরের মানুষকে এক করে দিয়েছিল তাও নদীকেন্দ্রিক। সে সময় সকল মানুষের মুখে ছিল একই কথা-‘ তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’। অর্থাৎ যেভাবেই বলি না কেন, নদীর সাথে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

আমেরিকা প্রবাসী লেখক আদনান জিল্লুর মোর্শেদ তার  Bangabandhu and the Bengal Delta প্রবন্ধে নদীর সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক বিশেলষণ করে লিখেছেন-, ‘ Once Bangabandhu recalled his experience of a boat odyssey on the Madhumati river: "the people of this riverine country would never find it difficult to fall asleep on a boat." This simple but profound statement encapsulates his perception of an organic, harmonious bonding of Bengal's people with its riverine character, an existential philosophy that would slowly but steadily lay the foundation of his political philosophy of justice, coexistence, and sacrifice’s (Bangabandhu and the Bengal Delta, Adnan Zillur Morshed, The Daily Star, Mar 20, 2020) 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নদী প্রীতি নিয়ে ছড়াকার লুৎফর রহমান রিটন দারুন এক ছড়া লিখেছেন। ছড়াটি নিম্নরুপ-

‘ কান পেতে শোনো এই বাংলার মাটি বায়ু নদী সরোবর

জপিতেছে নাম করিয়া প্রণাম মুজিবর আহা মুজিবর।’

নৌকা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। নদীমাতৃক বাংলাদেশের অন্যতম প্রধান বাহন নৌকাকে তিনি নির্বাচনী প্রতীকরূপে গ্রহণ করেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচন থেকে এর ব্যবহার শুরু হয়। নির্বাচনী প্রতীক হিসেবে নৌকাকে বেছে নেয়ার কারণ হলো জনমানুষের পালস্ তিনি বুঝতেন। সে সময় বাংলার সাধারণ মানুষের জীবনযাপন ছিল খুব সাদাসিধে এবং অনাড়ম্বর। অর্থনীতি ও যাতায়াতের প্রধান মাধ্য- বাহক ছিল নৌকা। পেশাজীবীরা নৌকাকে তাই ভক্তি শ্রদ্ধা করে; এসব দিক বিবেচনায় নিয়েই তিনি নৌকাকে আওয়ামী লীগের দলীয় প্রতীক করেন। এর ফল পাওয়া যায় ১৯৫৪ এবং ১৯৭০ এর সাধারণ নির্বাচনে। বাংলাদেশের সাধারণ জনগণ ১৯৭০ এর নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদান করে। তারা প্রার্থীকে চিনেন নি, অনেকে তাদের নামও জানতেন না। তারা ভোট দিয়েছেন ‘শেখের বেটা’কে কেউ ‘বঙ্গবন্ধুকে’, আর সকলের প্রতীক হল নৌকা। এসময় প্রার্থীর চেয়ে প্রতীক বড় হয়ে যায়। নৌকার কাণ্ডারী বঙ্গবন্ধু ১৯৬৯ সালে উত্তাল আন্দোলন সৃষ্টি করে প্রেসিডেন্ট আইয়ুব খানকে পদত্যাগ হতে বাধ্য করেন, যার মাল্লা ছিল এদেশের আপামর জনগণ। তাই নৌকা থেকে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্ন করার কোন সুযোগ নেই। একবিংশ শতাব্দীর শেষে এসেও এ স্রোতধারা বহমান।

প্রবন্ধের তৃতীয় প্রত্যয় নারী অংশটি চট করে দৃষ্টিকটু বা অন্যরকম মনে হতে পারে; কিন্তু আলোচনার গভীরে প্রবেশ করলে শিরোনামের মর্মার্থ বোঝা যাবে আশা করি। প্রতিজন মানুষ গঠনের পেছনে কারো না কারো অবদান থাকে। কোন মহাপুরুষের জীবনী কাউকে উদ্বুদ্ধ করে, তেমনি আছেন কোন মানুষ যেমন পিতা-মাতা, শিক্ষা বা ধর্ম গুরু বা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা জীবন গড়ে দেয়। বঙ্গবন্ধুর জীবন গড়ায়, জীবনে চলায় এবং দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হতে তিনজন নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরা হলেন তাঁর মা মোসাম্মৎ সাহেরা খাতুন, স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা রেনু এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী।

বঙ্গবন্ধুর জীবনের প্রাথমিক ভিত গড়ে দিয়েছেন তাঁর উদারনৈতিক পিতা শেখ লুৎফর রহমান ও মাতা মোসাম্মৎ সায়েরা খাতুন। মোছাম্মৎ সাহেরা খাতুন ছিলেন সন্তান অন্তঃপ্রাণ একজন মহীয়সী নারী। তিনি স্বামী-সন্তান, আত্মীয়-স্বজনকে আগলে রেখেছেন। আমৃত্যু তাঁর নয়নের মনি খোকাকে তিনি প্রাণাধিক ভালোবাসতেন, স্নেহ করতেন। তিনি খোকার বৈশিষ্ট্য ও মনের কথা জানতেন, তাই স্কুল থেকে ফেরার পথে কাউকে গায়ের চাদর কিংবা ছাতা দান করলেও তিনি এজন্য খোকাকে বকা দেন নি, পরোক্ষভাবে উৎসাহিত করেছেন। খোকা তার বন্ধুদের বাসায় নিয়ে আসতে পারে ভেবে তিনি বাড়তি ভাত-তরকারি রান্না করে রাখতেন, গরুর দুধ জাল দিয়ে রাখতেন, আত্মীয়-স্বজনকে বাড়িতে আশ্রয় দিয়েছেন, অকাতরে দান করতেন গরিব-দুঃখীদের। বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছার পিতা-মাতা শিশুকালে মারা গেলে তিনি তাকে মাতৃস্নেহে পরম মমতায় বড় করেছেন, বঙ্গবন্ধুর যোগ্য সাথীরূপে তৈরি করেছিলেন। মায়ের কাছ থেকে পাওয়া এ সকল মানবিক গুণাবলি বঙ্গবন্ধু তাঁর জীবনে প্রয়োগ করেছেন। আলোচিত নারী বেগম ফজিলাতুন্নেছার সাথে ১৯৩৮ সালে মুজিবের যখন বিয়ে হয় বঙ্গবন্ধুর বয়স তখন ১৮ আর রেনুর বয়স মাত্র ০৮ বছর। আরো পরে তারা সংসার শুরু করেন এবং ১৯৭৫ সালে ১৫ আগস্ট একত্রে শাহাদাত বরণ করেন।

বেগম মুজিব ছিলেন মায়াবী ধরনের একজন মহীয়সী নারী। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে তিনি কখনো বাধা হয়ে দাঁড়ায়নি বরং উৎসাহ দিয়েছেন। বঙ্গবন্ধু যখন কলকাতায় পড়াশোনা ও রাজনীতি করতেন তার জমানো টাকা তুলে দিয়েছেন নির্দ্বিধায়। তিনি গোপালগঞ্জে থাকা অবস্থায় তার শ্বশুরবাড়ির লোকজনের সেবা করতেন। ভারত-পাকিস্তান ভাগের পর ঢাকায় তারা সংসার শুরু করলেও তা রাজনৈতিক কারণে নিরবিচ্ছিন্ন হয়নি। স্বল্প দাম্পত্য জীবনের প্রায় ১১ বছর বঙ্গবন্ধু কারাগারে কাটিয়েছেন। এ সময় পাকিস্তানী শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে পাঁচটি সন্তান নিয়ে সংসার চালানো, তাদের লেখাপড়া করানো, বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির সেবা করা, কারাগারে খাদ্য ও ওষুধ সরবরাহ করেছেন। এ সময় তিনি পার্টি ও বঙ্গবন্ধুর মধ্যে যোগাযোগ রক্ষা করেছেন।


বঙ্গবন্ধুর প্রতি বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অবদান সংখ্যা দিয়ে চিহ্নিত করা দুরূহ। তবুও প্রধান অবদানসমূহ হল-

১. বঙ্গবন্ধুকে নিঃশর্তভাবে রাজনীতি করতে দেয়া ও অনুপ্রাণিত করা;

২. সব সময় নিজ তহবিলের জমানো অর্থ বঙ্গবন্ধুকে প্রদান করা;

৩. বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সংসারের হাল ধরা, সন্তানদের পড়ালেখা করিয়ে মানুষ করা;

৪. বঙ্গবন্ধুকে কারাগারে খাদ্য, ঔষধ ও নানা প্রকার বই সরবরাহ করা; 

৫. পার্টির গোপন খবর বঙ্গবন্ধুকে পৌঁছে দেয়া ও বঙ্গবন্ধুর নির্দেশ পার্টিকে হস্তান্তর করা;

৬. কারাগারের অলস সময় কাজে লাগিয়ে ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখতে বঙ্গবন্ধুকে উৎসাহিত করা। ‘বসেই তো আছো, লেখ তোমার জীবনের কাহিনী’ বলে বঙ্গবন্ধুকে এ কাজে খাতা কলম সরবরাহ করা;

৭. ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা চলার সময় প্যারোলে মুক্তি নিয়ে পাকিস্তানের গোলটেবিল আলোচনায় অংশ নেয়ার ব্যাপারে চিরকুট পাঠিয়ে নিষেধ করা। ফলে বঙ্গবন্ধুর নিঃশর্ত মুক্তি পেয়ে ওই বৈঠকে যোগদান করেন।

৮. ১৯৭১ সালে ৭ মার্চের ভাষণের পূর্বে বঙ্গবন্ধুকে সঠিক নির্দেশনা দেয়া- ‘কারো কথা শুনবা না, দেশের বিরুদ্ধে কিছু বলবা না, তোমার মনে যা আসে তাই বলবা।’ বঙ্গবন্ধু ৭ মার্চ এ অলিখিত যে কাব্যিক ভাষণ দেন তা আজ বিশ্বের শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে অন্যতম ইউনেস্কো যাকে the Memory of the World International Register, a list of world's important documentary heritage ঘোষণা করেছে। 

৯. নয় মাস মুক্তিযুদ্ধের সময় অসহনীয় মানসিক যাতনা সহ্য করে সন্তানদের নিয়ে পালিয়ে বেঁচে থাকা, বঙ্গবন্ধুর রক্ত ধারাকে রক্ষা করা;

১০. স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ একজন সাধারণ ও চিরন্তন বাঙালি নারী, স্ত্রী, মা হয়ে সংসার সামলে স্বামীকে সুখী করার চিরন্তন প্রচেষ্টা গ্রহণ করা এবং ‘জীবনে মরণে দোঁহে’ মন্ত্র নিয়ে তাঁর সাথে পরপারে গমন করা ইত্যাদি।

বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনঘনিষ্ঠ তৃতীয় নারী ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় দুজন ব্যক্তির ব্যক্তিগত সম্পর্কের কারণে ভারত দ্রুত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করে। প্রায় এক কোটি শরণার্থীকে ভারতে আশ্রয় দেওয়া, বহির্বিশ্বে বাংলাদেশের পক্ষে কূটনীতিক সমর্থন আদায়- সব কিছুতেই ছিল ইন্দিরা গান্ধীর অসামান্য অবদান। বহির্বিশ্বে মুজিব-ইন্দিরা ভাই-বোন হিসেবে পরিচিত ছিলেন। তাঁরা দুটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধান হলেও তাদের সম্পর্ক‚কূটনৈতিক সীমারেখা ছাড়িয়ে ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে পৌঁছে ছিল। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন বলেই বাংলাদেশ মাত্র নয় মাসে স্বাধীন হয়েছে এবং স্বাধীনতা লাভের এক মাসের মধ্যেই বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাধীন বাংলায় পা রেখেছেন। 

বঙ্গবন্ধু একজন ক্ষণজন্মা পুরুষ। তিনি ভালোবাসতেন প্রকৃতি-নদী-বাংলার শস্য শ্যামলরূপ আর সরল জনগণকে। তার বিয়োগান্তক মৃত্যু হলেও তিনি ভাগ্যবান এই অর্থে যে, তিনি অনেক মহান ব্যক্তির স্নেহ-সান্নিধ্য ভালোবাসা পেয়েছেন, তাদের কাছ থেকে অর্জিত মানবিক গুণাবলি তাঁকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বানিয়েছে। কাজেই আবহ বাংলার অবিচ্ছেদ্য অংশ নদী ও নৌকার সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক অত্যন্ত নিবিড়। আর পুরুষের জীবনে নারীর অবদান নিয়ে শ্রেষ্ঠ মন্তব্য করেছেন কবি কাজী নজরুল ইসলাম যা দিয়ে এ লেখা শেষ করবো। তিনি লিখেছেন-

‘ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চির কল্যাণকর

অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’

কাজেই নদী, নৌকা, নারী ও বঙ্গবন্ধু চারটি প্রত্যয়ের অবিচ্ছেদ্য সম্পর্ক আমাদের সর্বদা অনুপ্রাণিত করে, যা করবে অনন্তকাল। গাজী আজিজুর রহমান তাঁর ‘ বঙ্গবন্ধু’র ভ্রমণ পদচিহ্ন’ প্রবন্ধে বঙ্গবন্ধুকে মূল্যায়ন করে লিখেছেন-, ‘তিনি ছিলেন বাঙালির চলার নদী, নৌকা, ওড়ার আকাশ, ধাবমান মেঘ, বলাকা বসিধ। বাঙালির চলা, চঞ্চলতা, গতিশীলতা, গতিশক্তি ও গতায়তির নাম শেখ মুজিবর রহমান।’


মন্তব্য করুন


ইনসাইড থট

বদলে যাওয়া এই বাংলাদেশই দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ


Thumbnail

দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ২০০০ সালের ২৬ এপ্রিল কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়। আজ এ কমিউনিটি ক্লিনিকের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ নিয়ে লিখেছেন দেশবরেণ্য চক্ষু বিশেষজ্ঞ, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী

বাংলাদেশের জন্য আজকের দিনটি অনন্য, অসাধারণ। আজকের দিনটিকে আমি মনে করি, প্রান্তিক মানুষের বিজয়ের দিন। জনগণের ক্ষমতায়নের দিন। আজ কমিউনিটি ক্লিনিকের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এপ্রিল মাস বাঙালি জাতির জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৭ এপ্রিল জাতির পিতার নির্দেশে এবং তার নেতৃত্বে মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। এ মুজিবনগর সরকারের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করে। অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। বঙ্গবন্ধু যে দিকনির্দেশনা দিয়েছিলেন, সে দিকনির্দেশনা বাস্তবায়ন করে মুক্তিযুদ্ধকে বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যান জাতীয় চার নেতা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ক্ষুধামুক্ত সাম্যের বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। আর সেজন্য তিনি সারা জীবন সংগ্রাম করেছেন। আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনার জায়গা হলো অসাম্প্রদায়িক, সাম্য এবং বঞ্চনামুক্ত বাংলাদেশ। আর এ এপ্রিল মাসেই প্রথম বাংলাদেশ সরকার গঠিত হয়েছিল। এপ্রিল মাস বাংলাদেশের জন্য আরেকটি চেতনার পতাকা বহন করে চলেছে। তা হলো, এই এপ্রিলেই দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। ২০০০ সালের ২৬ এপ্রিল গিমাডাঙ্গায় কমিউনিটি ক্লিনিক উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে এবং সারা বিশ্বে স্বাস্থ্যসেবার অনন্য মডেল হিসেবে পরিচিত এবং স্বীকৃত কমিউনিটি ক্লিনিক তার অভিযাত্রা শুরু করেছিল। আমি এ কারণেই মনে করি যে, বাংলাদেশের স্বাধীনতার অভিযাত্রা বা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভিযাত্রা যেমন এপ্রিল মাসে, তেমনি প্রান্তিক মানুষের অধিকার এবং জনগণের ক্ষমতায়নের পূর্ণতার বৃত্ত পূরণ এ এপ্রিল মাসেই হয়েছিল। এ কারণেই আমি আজকের দিনটিকে বিশেষ গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ মনে করি। দার্শনিক রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল দর্শন হলো জনগণের ক্ষমতায়ন। আর এ দর্শনটি তিনি আত্মস্থ করেছেন বঙ্গবন্ধুর আদর্শ থেকে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন চেয়েছিলেন জনগণের ক্ষমতা জনগণের কাছে পৌঁছে দিতে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে। জনগণের সাম্যতা এবং ন্যায্যতার জন্য তিনি সারা জীবন সংগ্রাম করে গেছেন। আর সে কারণে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তিনি একটি শান্তি, প্রগতিশীল এবং উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণের জন্য সুনির্দিষ্ট কিছু রূপ পরিকল্পনা গ্রহণ করেছিলেন। জাতির পিতা চেয়েছিলেন স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে। আর এ কারণেই তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মৌলিক নীতিমালা-সংক্রান্ত অংশে স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করেছিলেন। কিন্তু জাতির পিতার এ স্বপ্নযাত্রা বাধাগ্রস্ত হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট। ওইদিন শুধু জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছিল বাঙালির স্বপ্ন, বাঙালির অগ্রযাত্রা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। বাংলাদেশের অন্ধকার যাত্রা শুরু হয়েছিল ’৭৫-এর ১৫ আগস্টের পর থেকেই। আর এ অন্ধকার যাত্রাকে থামাতে জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং বাংলাদেশে একটি সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সালের ১৭ মে দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন জীবনের ঝুঁকি নিয়ে। দীর্ঘ সংগ্রাম করেছেন তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য।

২০২৩ সালের ১৭ মে বাংলাদেশের জন্য আরেকটি অর্জন আসে। জাতিসংঘে সর্বসম্মতভাবে গৃহীত হয় ‘কমিউনিটি ক্লিনিক: দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’। এটি বাংলাদেশের জন্য গৌরবের।

কমিউনিটি ক্লিনিক যেমন শেখ হাসিনার একটি উদ্যোগ বা ইনিশিয়েটিভ হিসেবে স্বীকৃতি পেয়েছে, তেমনি আজকের যে বাংলাদেশ ক্ষুধা, দরিদ্রমুক্ত, স্বনির্ভর, উন্নয়নের রোলমডেল বাংলাদেশ, সেটিও দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ। আজকে বাংলাদেশ এবং শেখ হাসিনা সমার্থক শব্দে পরিণত হয়েছে। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের অস্তিত্ব আজ কল্পনাও করা যায় না। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের এ অভিযাত্রা কেউ স্বপ্নেও ভাবেননি। দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নগুলোকে হৃদয়ে ধারণ করেননি, সে স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি একজন দক্ষ নির্মাতা বটে। আর এ কারণে তিনি বাংলাদেশকে এমন এক উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, যেখানে প্রান্তিক জনগোষ্ঠী তার অধিকারগুলো পাচ্ছে, জনগণের ক্ষমতায়ন ঘটছে। জনগণের ক্ষমতায়ন এবং প্রান্তিক মানুষের অধিকার প্রাপ্তির এক অসাধারণ মডেল হলো বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকগুলো। এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে অনেক নীরব বিপ্লব বাংলাদেশে ঘটেছে, আমি সেদিকে সামান্য একটু আলোকপাত করতে চাই।

প্রথমত কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এই প্রজাতন্ত্রের মালিক যে জনগণ তা স্বীকৃত হয়েছে। কমিউনিটি ক্লিনিক মডেল এমন একটি মডেল, যেখানে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। জনগণ জমি দিচ্ছে আর সরকার ভবন নির্মাণ করছে। জনগণ দেখছে যে, তারা সেবা পাচ্ছে কি না। জনগণের কাছে কমিউনিটি ক্লিনিকের জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। কমিউনিটি গ্রুপগুলো জনগণের ক্ষমতায়নের ছোট ছোট বাতিঘর। দ্বিতীয়ত এ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা হয়েছে। তৃতীয়ত এ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবার এক নতুন দর্শন তৈরি করা হয়েছে। রোগ প্রতিরোধই যে একটি সুস্থ জাতি গঠনের অন্যতম পূর্বশর্ত, সেটি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আর এ কারণেই গত বছর ১৭ মে জাতিসংঘে কমিউনিটি ক্লিনিক মডেলটি ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে সর্বসম্মতভাবে স্বীকৃত হয়েছে। শুধু কমিউনিটি ক্লিনিক মডেলটি ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ নয়, বাংলাদেশের বদলে যাওয়া, বাংলাদেশের অগ্রযাত্রা, বাংলাদেশের অভাবনীয় এ উন্নতির মূল উদ্যোক্তা দার্শনিক রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের যে বাংলাদেশ তা হলো ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’। আমরা যদি বাংলাদেশর উন্নয়ন কাঠামো লক্ষ্য করি, তাহলে সবচেয়ে যেটি বিস্ময়কর ব্যাপার তা হলো, বাংলাদেশে সমন্বিত উন্নয়ন বাস্তবতা চলছে। একদিকে যেমন অবকাঠামো উন্নয়ন হচ্ছে। আমরা পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের কথা বলছি, দেখছি; তেমনি বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি বেড়েছে। বাংলাদেশ একটি কল্যাণকামী রাষ্ট্র হিসেবে এগিয়ে যাচ্ছে। কল্যাণকামী রাষ্ট্রের অন্যতম শর্ত হলো, মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিকে যেমন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার এবং তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছেন, অন্যদিকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে তাদের আবাস্থলের নিশ্চয়তাও দেওয়া হচ্ছে।

সবকিছু মিলিয়ে বাংলাদেশে একটি সুবিন্যস্ত উন্নয়ন পরিকল্পনা করছেন। যে উন্নয়ন পরিকল্পনাই কেউই বাদ যাবেন না। আর বাদ না যাওয়ার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনার মূল উদ্যোক্তা হলেন দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তিনি এমন একটি উন্নয়ন মডেল বাংলাদেশে তৈরি করেছেন, যে উন্নয়ন মডেলের মাধ্যমে সব মানুষ উন্নয়নের সুবিধা পাবে এবং বৈষম্য দূর হবে। আমি মনে করি, কমিউনিটি ক্লিনিক শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ তৈরি করতে চান তার একটি প্রতিরূপ। সারা বাংলাদেশে সাম্য, ন্যায্যতা এবং সবার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নীরব বিপ্লব চলছে। আর সেই নীরব বিপ্লবকে এগিয়ে নিয়ে যেতে হবে, ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ বাস্তবায়ন করার মাধ্যমে। আমরা জানি যে, দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ঘোষণা করেছেন যে, তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবেন। স্মার্ট বাংলাদেশ মানে কী? স্মার্ট বাংলাদেশ মানে হলো এমন একটি আধুনিক, প্রগতিশীল এবং উন্নত বাংলাদেশ, যে বাংলাদেশের সব নাগরিক সমান অধিকার পাবে। সব নাগরিকের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত হবে এবং দুর্নীতিমুক্ত একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। যেটি বাংলাদেশের সব মানুষকে সুখী এবং সমৃদ্ধ করবে। আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যদি প্রতিটি গ্রামকে যদি স্মার্ট গ্রাম করতে পারি, আধুনিক করতে পারি, সুখী করতে পারি এবং কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সারা বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে বিনির্মিত হবে।

কাজেই কমিউনিটি ক্লিনিক যেমন বাংলাদেশকে স্মার্ট করতে পারে তেমনি ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চাবি। সামনের দিনগুলোতে বাংলাদেশকে আরও উন্নত করা এবং স্বপ্নের সোনার বাংলার চূড়ান্ত রূপ দেওয়ার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিকগুলো সবচেয়ে বড় অনুষঙ্গ হিসেবে কাজ করবে বলেই আমার বিশ্বাস। আর সে কারণেই কমিউনিটি ক্লিনিক দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি মনে করি, ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ আমরা যদি হৃদয়ে ধারণ করি, দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কী চান, তিনি কী ভাবেন, মানুষের কল্যাণের জন্য তিনি কী কী কাজ করতে চান, সেটি যদি আমরা উপলব্ধি করতে পারি এবং তার নীতি এবং চিন্তার প্রতি আমরা যদি সৎ থাকি, আদর্শবাদ থাকি, তাহলে বাংলাদেশের বদলে যাওয়া রূপ আরও বিস্তৃত হবে, বাংলাদেশ সারা বিশ্বে একটি রোলমডেল রাষ্ট্র হিসেবে পরিচিত হবে। আর এ কারণেই কমিউনিটি ক্লিনিক দিবসকে আমরা ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে চিহ্নিত করেছি।


দ্য শেখ হাসিনা   ইনিশিয়েটিভ  


মন্তব্য করুন


ইনসাইড থট

বিসিএস পরীক্ষার জন্য ছোট বেলা থেকেই প্রস্তুতি প্রয়োজন


Thumbnail

১৯৯৮ সাল। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চাকুরী করি। স্থানীয় চাইনিজ রেস্তোরাতে একটি সেমিনার হবে। ঢাকা থেকে ওষুধ কোম্পানির এক কর্মকর্তা এসেছেন। তিনি একই মেডিকেলে আমার এক বছরের সিনিয়র। বেশ খাতিরের বড় ভাই। তিনি তাঁর ব্যাগ থেকে একটি যন্ত্র বের করলেন। যন্ত্রটি অন করার পর দেখি সেটি একটি কম্পিউটার। কোন তার ছাড়া কম্পিউটার।  জিজ্ঞেস করলাম, ভাই কি জিনিস এটা, নাম কি ? বললেন, ল্যাপটপ। জীবনে এই প্রথম আমার ল্যাপটপ দেখা। তবে নাম শুনেছি এর তিন বছর আগে, ১৯৯৫ সালে। যখন নাম শুনেছি, তখন বুঝিনি জিনিসটা কি ?

১৯৯৫ সালে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেই, ১৭তম বিসিএস। জীবনে একবারই এই পরীক্ষা দেই। উত্তীর্ণ হই। সাড়ে আট বছর চাকুরী করেছি, ছেড়েও দিয়েছি । সে অন্য প্রসঙ্গ। প্রিলিমিনারি পরীক্ষায় একটি প্রশ্ন ছিল, ল্যাপটপ কি ? অপশন ছিল- ছোট কুকুর, পর্বতারোহন সামগ্রী, বাদ্যযন্ত্র ও ছোট কম্পিউটার। উত্তর কি দিয়েছিলাম তা মনে নেই। তবে এটুকু মনে আছে যে, আমি উত্তরের জায়গায় ছোট কম্পিউটারে টিক দেইনি। জীবনে যে জিনিসের নামই শুনিনি তাতে টিক দেই কেমনে ? সেকালের কোন গাইড বইতে এ ধরণের কোন প্রশ্ন বা তার উত্তর নেই বলে শুনেছি। পরীক্ষার্থীদের প্রায় ৯৯ ভাগ সঠিক উত্তর দিতে পারেনি। গাইড পড়ে এ ধরণের প্রশ্নের উত্তর দেয়া সম্ভব নয়। তবে যারা আধুনিক প্রযুক্তি বা অনাগত প্রযুক্তি সম্পর্কে ধ্যান ধারণা রাখে তারা সঠিক উত্তর দিয়েছিল।

ঘটনাটি মাথায় এলো সামাজিক মাধ্যমে একটি ভিডিও দেখে। সেখানে দেখলাম হাজার হাজার ছাত্র ছাত্রী হুড়োহুড়ি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ঢুকছে। শুনলাম তারা আসন্ন বিসিএস পরীক্ষায় অংশ নিবে। ভিডিওটি আবার দেখার জন্য গুগলে অনুসন্ধান করলাম- 'ঢাবি লাইব্রেরিতে বিসিএস পরীক্ষার্থীদের ভিড়'। সেখানে দেখি শত শত খবর। প্রতি বছর নাকি এমনটি হয়। লাইব্রেরিতে ঢুকতে হুড়োহুড়ি। পরীক্ষার আগে নাকি সেখানে এমন যুদ্ধ চলে। বিসিএস কি দু এক মাস বা দু এক বছরের প্রস্তুতির ব্যাপার ? একবার পরীক্ষা দিয়ে আমার কাছে তা মনে হয়নি। আমার মতে, এর জন্য সমগ্র শিক্ষা জীবন ধরে প্রস্তুতি প্রয়োজন। এটি আমার একান্ত ব্যক্তিগত অভিমত। আমার সাথে অনেকেই একমত নাও হতে পারেন।

ছোট কাল থেকে নিয়মিত অধ্যাবসায়ের পাশাপাশি নিয়মিত সংবাদপত্র পড়া প্রয়োজন। জগৎ সংসার, দেশ বিদেশ, বিজ্ঞান, সাহিত্য, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, খেলাধুলা বিষয়ে খোঁজ খবর রাখা দরকার। কোন একটি দেশি বা বিশ্ব ইভেন্ট চলছে। সেটি চলাকালে দৈনন্দিন খোঁজ খবর রাখার পাশাপাশি ওই ইভেন্টের অতীত জেনে নিলেন। কবে থেকে ইভেন্টটি চলছে, কোথায় সেটি শুরু হয়েছিল, সেটি জেনে নিলেন। নিয়মিত সংবাদপত্র পড়লে বা টিভি সংবাদ দেখলে সেগুলি আপনা আপনি জেনে যাবেন।

তবে প্রিলিমিনারি পরীক্ষার জন্য একটু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আমি নিয়েছি এক সপ্তাহের। তাও ইন্টার্নি চলাকালে ডিউটির ফাঁকে ফাঁকে। আপনি এর জন্য সর্বোচ্চ এক মাস বরাদ্ধ রাখতে পারেন। বাংলা সাহিত্য ও ইতিহাস অংশে কিছু সাল মনের মধ্যে গেঁথে নেয়ার জন্য গাইড বইটি একটু চোখ বুলাতে পারেন। যে সব বিষয়ে দুর্বলতা রয়েছে সেগুলো একটু দেখতে পারেন। অংকের ফর্মুলা গুলো একটু ঝালাই করে নিতে পারেন। সমসাময়িক বিশ্ব বিষয়ে অনেকের দুর্বলতা থাকে। সংবাদপত্রের এ অংশটুকু প্রায়ই এড়িয়ে যাওয়া হয়। এ অধ্যায়টিও দেখে নিতে পারেন। প্রিলিমিনারি পরীক্ষার আগে যদি এর চেয়েও বেশি সময় প্রয়োজন হয়, তাহলে বুঝতে হবে আপনার দুর্বলতা অনেক। বিসিএস পরীক্ষার জন্য ছোট বেলা থেকে আপনার প্রস্তুতি নেই। সেক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকা আপনার জন্য কঠিন হয়ে যাবে। লেখকঃ প্রবাসী চিকিৎসক, কলামিস্ট


মন্তব্য করুন


ইনসাইড থট

মতিউর রহমানই প্রথম আলো বিক্রির প্রধান বাঁধা?


Thumbnail

দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যম ‘প্রথম আলো’ বিক্রির বিষয়টি এখন ‘টক অব দ্য টাউন’। বাংলাদেশের বিভিন্নি গ্রুপ কোম্পানি এই প্রতিষ্ঠানটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করছে বলেও সংবাদ প্রকাশিত হয়েছে। যদিও প্রতিষ্ঠানটির সম্পাদক মতিউর রহমানের এতে শেয়ার রয়েছে। তিনিও প্রতিষ্ঠানটির মালিক। মালিকানা থাকলেও এখন মতিউর রহমান তার সম্পাদক পদটা নিশ্চিত করতে চান। সেজন্য তিনি কর্ণফুলী গ্রুপের কাছে প্রতিষ্ঠানটি বিক্রি করার জন্য খুব আগ্রহী ছিলেন। কিন্তু বিভিন্ন বাস্তব কারণে কর্ণফুলীগ্রুপের কাছে প্রতিষ্ঠানটি বিক্রির বিষয়টিতে রাজি হয়নি বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

শুধু কর্ণফুলী গ্রুপই নয়, প্রতিষ্ঠানটি বিক্রি করতে স্কয়ার গ্রুপের সাথেও বেশ অগ্রসর হয়েছিলেন মতিউর রহমান। এর মধ্যে বসুন্ধারাসহ আরও কয়েকটি গ্রুপ এতে আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু আমার জানা মতে সর্বশেষ এস আলম গ্রুপ এই প্রতিষ্ঠানটি কেনার জন্য বেশ অগ্রসর হয়েছে এবং তারাই এখন সবচেয়ে অগ্রগামী। কিন্তু এস আলম গ্রুপ কেনার জন্য বাঁধা হয়ে দাঁড়িয়েছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। কারণ উনি দেখছেন যে, একমাত্র কর্ণফুলী ছাড়া অন্য যে কোন গ্রুপে গেলে তার সম্পাদক পদের নিশ্চয়তা নেই।

তবে ধারণা করা হচ্ছে, যারাই ‘প্রথম আলো’ প্রতিষ্ঠানটি ক্রয় করুক না কেন, তারা মতিউর রহমানকে প্রথম দিকে রাখলেও পরবর্তীতে তারা পরিবর্তন করবে। যদি প্রথম আলোতে কেউ সম্পাদকের দায়িত্বে আসেন, আমার ধারণা আনিসুল হক আসতে পারেন। কারণ আনিসুল হক সবার কাছে যেমন সম্মানিত তেমনি জ্ঞানী ব্যক্তিত্বের অধিকারী।

‘প্রথম আলো’ প্রতিষ্ঠানটি যদি এস আলম গ্রুপ কিনে নেয় তাহলে প্রধান বাঁধা হবে মতিউর রহমান। কিন্তু তার বাঁধা টিকবে না। কারণ কোন প্রতিষ্ঠানের যদি ব্যবসায়ীক দ্বন্দ্ব দেখা দেয় তাহলে ওই প্রতিষ্ঠানটি কয়েক ভাগে বিভক্ত হয়ে যায়। ‘প্রথম আলো’ নিজেদের ব্যবসায়িক দ্বন্দ্বের ফলে তিনটি গ্রুপে বিভক্ত হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে চরম দ্বন্দ্ব বিরাজ করছে। সাধারণত যার যার দৃষ্টিকোণ থেকে প্রতিষ্ঠানটিকে তারা দেখবে। সরাসরি না হলেও প্রথম আলোর মতিউর রহমান এই দ্বন্দ্বে জড়িয়ে গেছেন। যদিও মতিউর রহমান বিভিন্নিভাবে বিষয়টি প্রকাশ করে বুঝাতে চেষ্টা করছেন যে, এতে উনার কোন আগ্রহ নেই। 

তবে এর আগে থেকেই কিছু গণমাধ্যমে এসেছিল যে, মতিউর রহমন ও ডেইলি স্টারের মাহফুজ আনাম এই দ্বন্দ্বে জড়িত রয়েছেন। যদিও বিষয়টি তাদের মধ্যকার বিষয়। কিন্তু এখন প্রথম আলো বিক্রিতে প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছেন মতিউর রহমান। অচিরেই এই বাঁধা অতিক্রম করে ‘প্রথম আলো’ বিক্রি হবে এবং প্রতিষ্ঠানটি কিনবে এস আলম। কারণ এস আলম একজন বিচক্ষণ ব্যবসায়ী। তিনি ব্যবসাতেই যুক্ত হচ্ছেন ব্যর্থ হচ্ছেন না। বরং সফল হচ্ছেন।

‘প্রথম আলোর’ কেনার জন্য দেশে যেসব কর্পোরেট হাউজগুলো আছে তাদের অনেকেরই আগ্রহ রয়েছে। তবে এক একজনের আগ্রহ একেক কারণে। কেউ চান প্রথম আলোর জনপ্রিয়তা ও অভিজ্ঞ জনবলের কারণে, আবার কিছু কর্পোরেট হাউজের ইচ্ছে হলো ধীরে ধীরে প্রতিষ্ঠানটির গুরুত্ব একেবারে কমিয়ে আনা। এসব বিভিন্ন কারণে আগ্রহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

তবে আমার বিশ্বাস প্রথম আলো বিক্রিতে যে প্রধান বাঁধা মতিউর রহমান। তার বাঁধা টিকবে না। অবশেষে প্রতিষ্ঠানটি একটা কর্পোরেট হাউজের হাতেই যাবে। আমার ধারণা মতে, এস আলম গ্রুপই প্রথম আলোকে কিনতে সক্ষম হবে। আমরা হয়ত কয়েক মাসের মধ্যেই দেখব যে, প্রথম আলোর নতুন মালিক হিসেবে আরেকটি কর্পোরেট হাউজ এসে দাঁড়িয়েছে। প্রথম আলোতে বর্তমানে যারা অভিজ্ঞ সাংবাদিক আছেন যারা শিক্ষিত তাদেরকে ইতোমধ্যে অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান অভিজ্ঞ লোকদের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। 

আমার ধারণা, এ পর্যায়ে প্রথম আলো বিক্রি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এমনকি মতিউর রহমানের চেষ্টাও সফল হবে না। তবে আমার সবসময়ের আকাঙ্খা, সংবাদপত্রের সাথে যারা জড়িত তাদের চাকরি যেন অবশ্যই নিশ্চয়তা থাকে। কারণ এরা দীর্ঘদিন পরিশ্রম করে অভিজ্ঞতা অর্জন করেছেন, নিজেদেরকে একটা পর্যায়ে এনেছেন আর এদের চাকরি অবশ্যই থাকতে হবে এবং তাদের যে মেধা, সেই মেধা থেকে জাতি যেন বঞ্চিত না হয়।


মন্তব্য করুন


ইনসাইড থট

এক বছরের রাষ্ট্রপতির যত অর্জন


Thumbnail

আজ ২৪ এপ্রিল। গত বছর এই দিনে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সে হিসেবে দায়িত্ব গ্রহণের আজ এক বছর পূর্ণ হল। অঙ্কের হিসেবে এক বছর সময় অনেক কম মনে হলেও এই সময় তিনি সেরা সাফল্য অর্জন করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যে সময় দায়িত্ব গ্রহণ করেন সে সময়টা ছিল নির্বাচনী বছর। বাংলাদেশে নির্বাচন শেষ পর্যন্ত হবে কিনা, দেশের গণতন্ত্রের ভবিষ্যত কোন দিকে যাবে ইত্যাদি নানা রকম শঙ্কা ছিল অনেকের মধ্যে। দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতির প্রথম চ্যালেঞ্জ ছিল দেশে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। নির্বাচন বিষয়টি যদিও নির্বাচন কমিশনের কাজ। কমিশন এটা আয়োজন করে থাকে। কিন্তু এর পিছনে আসল কাজটি করেছেন রাষ্ট্রপতি।

দেশে একটি সুষ্ঠু নির্বাচন করা এবং সেটাকে দেশে-বিদেশি সবার কাছে যোগ্য করে তোলার আসল কাজটি করতে হয়েছে রাষ্ট্রপতিকে। এই কাজটি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেষ পর্যন্ত খুব ভালো ভাবে এবং সফল ভাবে করতে সক্ষম হয়েছেন। গত এক বছরে এটিই এখন পর্যন্ত রাষ্ট্রপতির সেরা অর্জন বা সেরা সাফল্য বলে আমি মনে করি। রাষ্ট্রপতি যদি শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ ভাবে না করতে পারতেন তাহলে দেশের গণতন্ত্র এক বড় ঝুঁকির মধ্যে পড়ত। কিন্তু রাষ্ট্রপতি সেটি ভালো ভাবে সামাল দিতে পেরেছেন। আমাদের গণতন্ত্র রক্ষা পেয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে।

আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এ কথা না বললেই নয় যে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে আমি ব্যক্তিগত ভাবে গর্বিত। কারণ দেশের এক নম্বর নাগরিক বা রাষ্ট্রপতি হওয়া সত্বেও তিনি যেভাবে সবার সাথে মিশেন সেটা অতুলনীয়। একজন মানুষ প্রকৃত অর্থেই মাটির মানুষ না হলে তার পক্ষে এটা করা সম্ভব নয়। এখনও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গায়ে গ্রামের সেই ধুলোবালির গন্ধ পাওয়া যায়। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার যে ধ্যান ধারণা থাকার কথা সেটাও তার মধ্যে অত্যন্ত প্রখর এবং সেই চেতনা তিনি সকলের মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করেন বলেই আমার কাছে দৃশ্যমান হয়। সেজন্য আমি ব্যক্তিগত ভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ধন্যবাদ দিতে চাই যে, তারা এ রকম একজন রাষ্ট্রপতিকে এই পদে মনোনয়ন দিয়েছেন।

রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের মনোনয়ন শুরুতে সবাইকে অবাক করলেও সেটা ছিল আমাদের অগত্যা। কারণ অনেকে তার সম্পর্কে সঠিক ভাবে জানতেন না। অথচ তিনি একজন স্থানীয় নেতা হয়েও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলেন। এমনকি পাবনার মত একটি জেলা শহরে থেকে তিনি এটি করেছেন। আমরা সেটার মাহাত্ম্য বুঝতে না পারলেও বঙ্গবন্ধুর হত্যাকরী ষড়যন্ত্রকারীরা ঠিকই বুঝতে পেরেছিলেন আর সেজন্য রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করেছিলেন। আমি প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী সালাহ উদ্দিন ইউসুফের কাছে শুনেছি যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তার (প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী সালাহ উদ্দিন ইউসুফ হাত পা খাটের সাথে বেঁধে রাখা হয়েছিল। এভাবে অনেক দিন তিনি জেল খেটেছেন। এরপর তিনি জেলে থেকেই আইন পাশ করেন। তিনি পরীক্ষা দিয়ে চাকরি নেন এবং জেলা জজ পর্যন্ত হয়ে তিনি তার চাকরির জীবন শেষ করেন। পরে তিনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে সরাসরি যুক্ত হন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে এবং আওয়ামী লীগের কাউন্সিলের নির্বাচন কমিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতি হলেও এখনও তিনি আগের মতই সহজ-সরল রয়ে গেছেন। তার এই সরলতা ইতিমধ্যে সাধারণ মানুষের মন জয় করেছে।

গত এক বছরে রাষ্ট্রপতির আরেকটি উল্লেখ্য করার মত সাফল্য হল যে, তিনি এমন ভাবে দায়িত্ব পালন করছেন বা এখন পর্যন্ত তার কাজকর্ম কিংবা সিদ্ধান্তগুলো দেখে বুঝার উপায় নেই যে তিনি আগে কখনও কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি তার নিরপেক্ষতা ধরে রাখতে পেরেছেন। রাষ্ট্রের সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকা পর্যালোচনা করলে দেখা যায় যে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সহ সর্বশেষ তিনজন রাষ্ট্রপতি গণ মানুষের রাষ্ট্রপতি হিসেবে নিজেকে প্রমাণ দিতে পেরেছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, এরপর অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং মো. সাহাবুদ্দিন তারা প্রত্যেকই অতি সাধারণ জীবন যাপন করে আপামর জনগণের মন জয় করে নিতে পেরেছেন। রাষ্ট্রপতি হবার আগে যে সাধারণ জীবন যাপন করেছেন রাষ্ট্রপতি হবার পরও একই ভাবে থেকেছেন।

বাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকায় এমন রাষ্ট্রপতিও আছেন যারা রাষ্ট্রপতি হবার আগে এক রকম ছিলেন পরে আবার অন্যরকম ভাবে আবির্ভূত হয়েছে। রাষ্ট্রপতি হবার আগে যে আদর্শ ধারণ করতেন রাষ্ট্রপতির চেয়ার বসলে তাদের সেই আদর্শের বিচ্যুক্তি ঘটে। কিন্তু এক্ষেত্রে এই তিনজন ব্যক্তি সম্পূর্ণ ব্যতিক্রম। তারা আগে যা ছিলেন রাষ্ট্রপতি হবার পর একই রকম থেকেছেন, আদর্শচ্যুত হননি। মো. সাহাবুদ্দিন যে আদর্শ ধারণ করেন সেই আদর্শে তিনি তার কাজকর্ম সফলতা সাথে করে যাচ্ছেন। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।


রাষ্ট্রপতি   মো. সাহাবুদ্দিন  


মন্তব্য করুন


ইনসাইড থট

শেখ হাসিনা ছাড়া কেউই অপরিহার্য নয়


Thumbnail

প্রথম দফায় উপজেলা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের দিন শেষ হয়েছে গতকাল। কিন্তু অবাক করার বিষয় যে, একমাত্র পলকের শ্যালক ছাড়া আর কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। অথচ আওয়ামী লীগ সভাপতির নির্দেশনা আছে যে, উপজেলা নির্বাচনে মন্ত্রী, এমপিদের পরিবারের সদস্য বা নিকট আত্মীয় স্বজনরা কেউ নির্বাচন করতে পারবেন। দলের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সভাপতির এই নির্দেশনা ইতোমধ্যে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন। মন্ত্রী, এমপিদের পরিবারের সদস্য বা নিকট আত্মীয় স্বজনদের মধ্যে যারা মনোনয়ন জমা দিয়েছেন তাদেরকে প্রত্যাহারের জন্য তিনি নির্দেশও দিয়েছেন। তিনি শেষ পর্যন্ত কেউই তা মানেননি। এতে করে সুস্পষ্ট ভাবে তারা আওয়ামী লীগ সভাপতির নির্দেশনাকে অমান্য করেছে। যা দলীয় সিদ্ধান্তের লঙ্ঘন এবং গুরুতর অপরাধও বলে আমি মনে করি।

আওয়ামী লীগ যদি আত্মহত্যার সিদ্ধান্ত নেয় সেটি ভিন্ন কথা। কিন্তু আওয়ামী লীগ যদি টিকে থাকতে চায় তাহলে দলকে এবার কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। এটা এখন সময়ের দাবি। যারা মনোনয়ন প্রত্যাহার করেননি তারা ইনিয়ে বিনিয়ে এখন নানান অজুহাত তৈরি করছেন। কিন্তু আওয়ামী লীগের উচিত হবে এ সমস্ত অজুহাত না শোনা। কারণ যিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করেছেন তিনি দলীয় সিদ্ধান্ত পরিপন্থি কাজ করেছেন এটা সুস্পষ্ট। সুতরাং এখানে দল উচিত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। দল করলে তাকে দলীয় শৃঙ্খলা মানতেই হবে। অনথায় দল থেকে বাদ দিতে হবে। যারা দলীয় সিদ্ধান্তের পরিপন্থী কাজ করেন তারা কখনই দলের জন্য মঙ্গলজনক নয়। এদের মত আট-দশ দলে না থাকলে আওয়ামী লীগের কিছু যায়-আসে না। একমাত্র আওয়ামী লীগ সভাপতি দার্শনিক রাষ্ট্রনায়ক ছাড়া আর কেউই আওয়ামী লীগের জন্য অপরিহার্য নয়। শেখ হাসিনাই কেবল মাত্র আওয়ামী লীগ এবং দেশের স্বার্থে অপরিহার্য। সুতরাং, এখন আমরা দেখতে চাই শৃঙ্খলা পরিপন্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগ কি সিদ্ধান্ত গ্রহণ করে।

যারা আওয়ামী লীগ সভাপতি নির্দেশনা অমান্য করেছেন তিনি দলের যত বড় নেতাই হোন না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। দরকার হলে দল থেকে তাদেরকে বাদ দিতে হবে কিংবা বহিষ্কারের মতো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। শুধু বহিষ্কারই নয়, তাদের প্রাথমিক সদস্য পদও বাতিল করতে হবে। এতে করে কারও যদি এমপিত্ব চলে যায় তো যাবে। কিন্তু দলের শৃঙ্খলা ধরে রাখতে হবে দলের স্বার্থে। তাদের আসনে যে কাউকে নির্বাচন করে জিতে আসতে পারবেন। কোন মন্ত্রী এমপি আওয়ামী লীগের জন্য অপরিহার্য নয়। যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন উপজেলা গুলো প্রার্থী দিয়েছেন তাদের বিরুদ্ধে দল কী সিদ্ধান্ত নেয় সেটা দেখার জন্য গোটা দেশের মানুষ কেন্দ্রীয় আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছে।

অতীতে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি দেশের বৃহত্তর স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতে। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কঠোর পদক্ষেপ নেবেন এমনটি আশা আওয়ামী লীগের প্রতিটি তৃণমূল নেতাকর্মীর। এখন আওয়ামী লীগ শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় আমরা সেটার অপেক্ষা আছি।


মন্তব্য করুন


বিজ্ঞাপন