প্রেস ইনসাইড

জামায়াতের এজেন্ডা বাস্তবায়নই কি প্রথম আলোর উদ্দেশ্য?

প্রকাশ: ০৯:০০ পিএম, ০৩ এপ্রিল, ২০২৩


Thumbnail জামায়াতের এজেন্ডা বাস্তবায়নই কি প্রথম আলোর উদ্দেশ্য?

গতকাল ২ এপ্রিল (রোববার) দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ ‘মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের সম্পাদকীয় নীতির ভিত্তি’- শিরোনামে একটি উপ-সম্পাদকীয় লিখেছেন। ওই উপ-সম্পাদকীয়তে তিনি দাবি করেছেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক চেতনাই দেশের বহুল প্রচারিত দৈনিকটির সম্পাদকীয় নীতি। উপ-সম্পাদকীর শুরুতেই তিনি লিখেছেন, ‘গত ২৩ মার্চ প্রথম আলোর ২৭ জন নতুন কর্মীকে নিয়ে জ্যেষ্ঠ সহকর্মীরা অফিসের বড় সভাকক্ষটিতে বসেছিলাম। বসেছিলাম প্রথম আলোয় চর্চিত সম্পাদকীয় নীতি, মূল্যবোধ আর সংস্কৃতি তাঁদের বুঝিয়ে বলতে। সেখানে খুব সুনির্দিষ্টভাবে আমরা বলেছিলাম, মুক্তিযুদ্ধের যেটা চেতনা, এক কথায় সেটাই প্রথম আলোর সম্পাদকীয় নীতির মূল ভিত্তি।’ 

তবে এই উপ সম্পাদকীয় প্রকাশিত হবার পর সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট বিজ্ঞ মহল মনে করছেন, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ২৯ মার্চ রাতে প্রথম আলো সম্পাদক এবং প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা হওয়ার পর- এই সময়ে একটু নরম হয়েছে প্রথম আলোর সুর। বিজ্ঞ মহল বলছেন, কিন্তু প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধের চেতনার সম্পাদকীয় নীতির একটি জাতীয় দৈনিক মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কেন এ ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে? দৈনিকটি একজন দিনমজুর জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে বলেছিল, ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কি করুম। বাজারে গেলে ঘাম ছুটে যায়। মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগবো’। কিন্তু পরে জানা গেছে, প্রথম আলোর এই প্রতিবেদনটি সম্পূর্ণ ভুয়া। শিশুটির নাম সবুজ এবং সে প্রথম শ্রেণির একজন ছাত্র। সে মোটেও দিনমজুর নয়। বরং সে পরিবারকে সাহায্য করার জন্য স্কুল শেষ করে বিকেল বেলায় মায়ের সাথে ফুল বিক্রি করে থাকে।

প্রশ্ন হচ্ছে, যে ছবিটি ছাপা হয়েছে, সে ছবির মানুষটি দিনমজুর জাকির হোসেনই হোক বা শিশু সবজুই হোক, সেটা না হয় বাদই থাকলো। কিন্তু স্বাধীনতা নিয়ে যে কটুক্তি ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কি করুম’- এ ধরনের একটি উদ্ধৃতি একটি মুক্তিযুদ্ধের চেতনার দৈনিক কিভাবে প্রকাশ করে?- বলছিলেন সংবাদপত্র সংশ্লিষ্ট বিজ্ঞ মহল।              

বিজ্ঞ মহল আরও বলছেন, তারা (প্রথম আলো) মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বলে, এজন্যই কি তারা বিভিন্ন সময়ে জামায়াত-বিএনপিকে তোষামোদ করেছিল? আবার জামায়াতের হাত থেকে যখন ইসলামী ব্যাংককে মুক্ত করা হয়েছে, তার প্রতিশোধ নেয়ার জন্যই কি - ইসলামী ব্যাংকে ‘ভয়ঙ্কর নভেম্বর’- শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছিল এই প্রথম আলো? তার জন্যই কি তারা আবার জামায়াতের হাতে ইসলামী ব্যাংককে তুলে দেয়ার পায়তারা করেছে? এটাই কি তাদের মুক্তিযুদ্ধের চেতনা? যুদ্ধাপরাধীদের বিচার সংগঠনের সময়ে গণজাগরণ মঞ্চের লাকির চরিত্র হনন করে গল্পও ছেপেছিল প্রথম আলো! এই কি তাদের মুক্তিযুদ্ধের চেতনা? মুক্তিযুদ্ধের চেতনার জন্যই কি তাদের স্বাধীনতা দিবসে দেশের স্বাধীনতাকে এমন কটাক্ষ? এসব কর্মকান্ড থেকে সহজেই প্রতীয়মাণ হয় যে, জামায়াতের এজেন্ডা বাস্তবায়নই প্রথম আলোর উদ্দেশ্য!



সাজ্জাদ শরীফ ওই উপ-সম্পাদকীয়তে আরও লিখেছেন, ‘পাকিস্তান রাষ্ট্রের ভেতরে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, সম–অধিকার, সাম্য ও বাঙালিত্বসহ যেসব আদর্শের অভাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতা এবং কোটি মানুষকে পীড়িত করেছিল এবং মুক্তিযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল, সেই চেতনাই আমাদের সাংবাদিকতা–চর্চার ভিত্তি। কারণ, এই আদর্শের চর্চার মধ্যেই আছে নাগরিক ও দেশের উন্নয়ন। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের সাংবাদিকতার অন্তরে লালন করি। কারণ, আমরা সব ক্ষেত্রে বাংলাদেশের জয় চাই।’

কিন্তু বিজ্ঞ মহল বলছেন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং তার সম্পাদিত পত্রিকাটি সব সময়ই গণতন্ত্র বিরোধী। এই গণতন্ত্রবিরোধী অবস্থানের চিত্র বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। ১/১১ এর সময়ে তার অবস্থান এবং তার আসল চেহারা প্রস্ফুটিত হয়েছিল। সেই সময়ে তিনি দুই নেত্রীর বিরুদ্ধে একটি লেখা লিখেছিলেন। তিনি লিখেছিলেন ‘দুই নেত্রীকে সরে যেতে হবে’। অর্থাৎ ১/১১- এর সময়ে তিনি ‘মাইনাস টু ফর্মুলা’র সপক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া বিরাজনীতিকরণের অন্যতম একজন উদ্যোক্তা। 

এছাড়াও বিভিন্ন সময়ে প্রথম আলো এবং এর সম্পাদক মতিউর রহমান জামায়াতের এজেন্ডা বাস্তায়নে কাজ করেছেন। এসব বিষয়ে বেশ কিছু যুক্তি এবং উদাহরণ তুলে ধরা হচ্ছে।  

এক. ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জামায়াতের কোনো নেতার বিরুদ্ধে সংবাদ করেনি প্রথম আলো। ২০০১ থেকে ২০০৬ সাল। বাংলাদেশের জন্য এক অন্ধকার সময়। ২০০১ সালের ১ অক্টোবর নির্বাচনে ভোট কারচুপি করে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসে। রাষ্ট্রযন্ত্রকে ভোট কারচুপির হীন উদ্দেশ্যে ব্যবহার করা হয়। নির্বাচনের আগেই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা প্রশাসনের মদদে প্রায় তিন শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করে। মিথ্যা অজুহাতে গ্রেফতার করা হয় হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে। সংখ্যালঘু ভোটারসহ নারী ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না আসে তার জন্য ভয়ভীতি দেখায় বিএনপি - জামায়াত ক্যাডাররা। নির্বাচনের পর পরই শুরু হয় দেশজুড়ে আওয়ামী লীগ নেতা-কর্মী, সমর্থক আর সংখ্যালঘুদের উপর বর্বরোচিত হামলা, নির্যাতন। নির্বিশেষে হামলা চালায় অসহায় সহজ সরল মানুষের ওপর। হত্যা, ধর্ষন, নির্যাতনে আত্মহারা হয়ে যায় সমগ্র জাতি। শিশু, মহিলা, বৃদ্ধ কেউ বাদ যায়নি বিএনপি-জামায়াতের হায়েনাদের অত্যাচার, নির্যাতন থেকে। হাজার হাজার সংখ্যালঘু মানুষ বাস্তুভিটা থেকে আশ্রয়হীন অবস্থায় পাড়ি জমায় পার্শ্ববর্তী গ্রামে, শহরে, মহল্লায়, পাশ্ববর্তী দেশ ভারতে। তারপরও জীবন রক্ষা হয়নি। অনেকে পাঁচ বছর ধরে বাস্তুভিটায় ফিরেও আসতে পারেননি। মানবতার এত বড় অসম্মান এদেশে স্বাধীনতার পর আর কখনও হয়নি। লুণ্ঠিত হয় মানবতা। কিন্তু সেই সময়ে বিএনপি-জামায়াত সমর্থিত এই পত্রিকা জামায়াতের কোনো নেতার বিরুদ্ধে একটিও সংবাদ প্রকাশ করেছে বলে দেখা যায়নি।  

দুই. ১/১১ এর সময়ে তারা (প্রথম আলো) ‘মাইনাস টু ফর্মুলা’র কথা বলেছে। কিন্তু এ সময় তারা কখনই জামায়াতের কোনো নেতার বিরুদ্ধে রাজনৈতিক অসদাচরণ বা জামায়াতের অগণতান্ত্রিকভাবে দল পরিচালনার কথা বলেনি। বরং পরোক্ষভাবে জামায়াতের প্রশংসা করেছে। সামরিক সমর্থিত মইনুদ্দিন-ফখরুদ্দিনের সরকারের সময়ে এই প্রথম আলো সম্পাদক মতিউর রহমান লিখেছিলেন, ‘দুই নেত্রীকে সরে যেতে হবে’- শিরোনামে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দেশের বিরাজনীতিকরণের উস্কানি। অথচ ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোটের যেসব অপকর্ম হয়েছিল, তা নিয়ে জামায়াতের কোনো নেতাকে কটাক্ষ করে বা জামায়াতের কোনো নেতার বিরুদ্ধে একটি প্রতিবেদনও লেখেনি এই প্রথম আলো। জোট সরকারের বিরুদ্ধে সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করা, নির্বাচনকে কলঙ্কিত করা ইত্যাদি অভিযোগে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ছিল দেশবাসীর। ১/১১ এর সময়ে সেনা সমর্থিত সরকার ক্ষমতায় থাকার ফলে প্রথম আলো দুই নেত্রীকে সরে দাঁড়ানোর লেখা প্রকাশ করতে পারলো, অথচ জামায়াতের কোনো নেতার বিরুদ্ধে একটি লেখা বা প্রতিবেদনও প্রকাশ করতে পারলো না? সরকারি দল বিএনপি-জামায়াত ২০০১ সাল থেকে যেসব অপরাধ ও অপকর্ম সংঘটিত করেছিল সেসবের কারণে তীব্র ক্ষোভও ছিল দেশের সাধারণ মানুষের। কিন্তু প্রশ্ন হলো, তখন কি করেছিল দৈনিক প্রথম  আলো এবং এর সম্পাদক মিতিউর রহমান? প্রসঙ্গতই প্রশ্ন থেকেই যাচ্ছে, তবে কি জামায়াতের এজেন্ডা বাস্তবায়নই প্রথম আলোর উদ্দেশ্য?  

তিন. যুদ্ধাপরাধীদের বিচারের সময় বিচারকে প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রে বিভিন্নভাবে তারা (প্রথম আলো) উপ-সম্পাদকীয় লিখেছে। ডেভিড বার্গম্যানসহ বিভিন্ন গোষ্ঠী যারা যুদ্ধাপরাধীদের বিচারকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং তাদের বক্তব্য গুরুত্বপূর্ণভাবে ছেপেছে এই পত্রিকা প্রথম আলো। ‘ক-তে কাদের মোল্লা, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই’- স্লোগানগুলো দিয়ে সে সময়ে দেশব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছিলেন লাকি আক্তার। সে সময় যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সংগঠিত শাহবাগের গণজাগরণ মঞ্চের স্লোগানকন্যা হিসেবেই বেশ পরিচিত পান লাকি। সে সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের পরেই উচ্চারিত হতো লাকি আক্তারের নাম। যুদ্ধাপরাধীদের বিচার সংগঠনের সময়ে গণজাগরণ মঞ্চের লাকির চরিত্র হনন করে গল্প ছেপেছিলে এই প্রথম আলো! এই কি তাদের মুক্তিযুদ্ধের চেতনা? প্রসঙ্গতই প্রশ্ন থেকেই যাচ্ছে, তবে কি জামায়াতের এজেন্ডা বাস্তবায়নই প্রথম আলোর উদ্দেশ্য?
 


চার. ইসলামী ব্যাংক যখন জামায়াতমুক্ত করা হয়। সরকার যখন জামায়াতের হাত থেকে ইসলামী ব্যাংক মুক্ত করার ঐতিহাসিক উদ্যোগ নেয় এবং ইসলামী ব্যাংককে জামায়াতের হাত থেকে মুক্ত করে। তখন সেই উদ্যোগের বিরোধীতা করেছিল প্রথম আলো। আবার যেন জামায়াতের হাতে ইসলামী ব্যাংক ফেরত যায়, সেজন্যে- ইসলামী ব্যাংকে ‘ভয়ঙ্কর নভেম্বর’- শিরোনামে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে মনগড়া, বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে প্রথম আলো। এই ব্যাংকটির উপর থেকে যেন গ্রাহকদের আস্থা নষ্ট হয়ে যায়, সেই ষড়যন্ত্র করেছিল এই প্রথম আলো। এছাড়া অতি সম্প্রতি ইসলামী ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়ায় এই দৈনিকটি। যে গুজব ছড়ানোর ফলশ্রুতিতে ইসলামী ব্যাংকের অবস্থা খানিকটা নড়বড়ে হয়ে গেল। যে কোনো ব্যাংকের বিরুদ্ধে যদি এরকম একটা নেতিবাচক সংবাদ করা হয়, তাহলে আমানতকারী লোকজন যদি ব্যাংক থেকে টাকা তোলে নেয়া শুরু করেন, তাহলে যে কোনো ব্যাংক অর্থাৎ সবচেয়ে ভালো ব্যাংকও দেউলিয়া হয়ে যাবে। প্রসঙ্গতই প্রশ্ন থেকেই যাচ্ছে, তবে কি জামায়াতের এজেন্ডা বাস্তবায়নই প্রথম আলোর উদ্দেশ্য?    

এবং সর্বশেষ স্বাধীনতা দিবসে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে কটাক্ষ করে সংবাদ প্রকাশ করে প্রথম আলো। এই কি তাহলে তাদের মুক্তিযুদ্ধের চেতনা? এই কি তবে তাদের অসাম্প্রদায়িক চেতনা? তবে কি জামায়াতের এজেন্ডা বাস্তবায়নই প্রথম আলোর উদ্দেশ্য?

জামায়াত   প্রথম আলো   ইসলামী ব্যাংক   গণজাগরণ মঞ্চ  


মন্তব্য করুন


প্রেস ইনসাইড

মহাদেবপুরে সংবাদ লেখার কৌশল শীর্ষক কর্মশালা

প্রকাশ: ০৭:৩১ পিএম, ২৭ মে, ২০২৩


Thumbnail

নওগাঁর মহাদেবপুরে সংবাদ লেখার কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ডাকবাংলো মিলনায়তনে মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটি এর আয়োজন করে।

ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো এতে সভাপতিত্ব করেন। বিভিন্ন গণমাধ্যমের ২২ জন সাংবাদিক এ কর্মশালায় অংশ নেন। রিসোর্স পারসন হিসেবে সংবাদ লেখার নানা বিষয়ে প্রশিক্ষণ দেন সিনিয়র সাংবাদিক দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি গৌতম কুমার মহন্ত ও যায়যায়দিন প্রতিনিধি ইউসুফ আলী সুমন।

রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, মহাদেবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়াসিম আলী, প্রচার সম্পাদক সুজন হোসেন, সদস্য মাহবুবুজ্জামান সেতু, সাইফুর রহমান সনি, মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম জিএম মিঠন, সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কুমার বুলেট, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক এসএম শামীম হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক অহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আবু হুরাইরা শিলন, দপ্তর সম্পাদক কাজী রওশন জাহান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আব্দুর রহমান, কার্য নির্বাহী সদস্য মেহেদী হাসান, সোহেল রানা সোহেল, রফিকুল ইসলাম প্রমুখ।



মন্তব্য করুন


প্রেস ইনসাইড

আমরা আপনাদের পাশে আছি: সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী

প্রকাশ: ০৯:২৫ পিএম, ১৫ মে, ২০২৩


Thumbnail সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সময় সাংবাদিকতা করেছেন। কাজেই আপনারা জানেন, আপনাদের প্রতি সব সময় আমার আলাদা এক সহানুভূতি আছে। আন্দোলন সংগ্রামে আপনারা পাশে ছিলেন, আমরাও ছিলাম। তবে মালিকদের সঙ্গে কী করণীয় সেটা আপনারা করেন। আমরা আপনাদের পাশে আছি।

সোমবার (১৫ মে) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএফইউজের সভাপতি ওমর ফারুকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, যারা পত্রিকার মালিক তারা সবাই অর্থশালী ও বিত্তশালী। তাই সাংবাদিকদের ভাল-মন্দ দেখা তাদের দায়িত্ব ও কর্তব্য। সংবাদপত্রের সব মালিকরা বড়লোক। তাদের ব্যবসা আছে। কিন্তু করোনার সময় প্রণোদনার সুযোগটা কিন্তু তারা নিয়েছেন। আপনাদের দাবিটা আপনাদের আদায় করতে হবে। এটা হলো কথা।

তিনি বলেন, আমাদের সংবাদকর্মী ও কলা-কুশলীদের সুযোগ সুবিধার জন্য বেসরকারি খাতে এতগুলা টেলিভিশন দিয়েছি। আগে মাত্র একটি টেলিভিশন ছিল। পত্রিকা যথেষ্ট দেওয়া হয়েছে। পত্রিকা মালিক হচ্ছে সব বেসরকারি ব্যবসায়ী। সেখানে যারা কাজ করেন তাদের দেখাশোনার দায়িত্ব কিন্তু তাদেরই। সরকারের বেশি কিছু করার সুযোগ আছে কি-না আমি জানি না।

তিনি বলেন, কিছুই বলি না, তারপরও শুনতে হয় কথা বলার স্বাধীনতা নাকি নেই। সারাদিন মাইক লাগিয়ে বক্তৃতা দিয়ে বলে, কথা নাকি বলতে পারে না। আমরা নাকি ভীষণভাবে টর্চার করি। আমরা আপনাদের সংবাদপত্রে কি করব, করলে পরে আবার এই কথা শুনতে হবে। সেখানে আপনাদের কিছু করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের সরকার নাকি আবার কথা বলতে দেয় না। সংবাদপত্রের নাকি স্বাধীনতা নেই। আপন মনের মাধুরী মিশিয়ে লেখেন, টকশো করতে করতে টক কথাও বলেন। তারপরও বলে, তাদের কথা বলতে দেওয়া হয় না, এটাই হলো বাস্তবতা।

প্রধানমন্ত্রী বলেন, পত্রিকার মালিক যারা তারা সবাই অর্থশালী, বিত্তশালী। সাংবাদিকদের যারা কাজ দেয় ও ব্যবহার করে তাদের ভালো-মন্দ দেখা পত্রিকার মালিকদের কর্তব্য। আমাদের যতটুক করার আমরা করে যাচ্ছি। করোনার সময় সবাইকে আমরা সহযোগিতা দিয়েছি। নিশ্চয়ই সেটা আপনার স্বীকার করবেন। যে সমস্ত পত্রিকার মালিক আছে এটা তাদের দায়িত্ব। আমরা কি করতে পারি বলেন, আমরা করব।


সংবাদ সম্মেলন   প্রধানমন্ত্রী   শেখ হাসিনা   সাংবাদিক  


মন্তব্য করুন


প্রেস ইনসাইড

বাংলা ইনসাইডার এখন ১ লাখ সাবস্ক্রাইবারের পরিবার

প্রকাশ: ১০:০৫ এএম, ১৪ মে, ২০২৩


Thumbnail

বাংলা ইনসাইডারের ইউটিউব চ্যানেল এখন ১ লাখ সাবস্ক্রাইবারের পরিবার। আজ রোববার (১৪ মে) সকালে সাবস্ক্রিপশনের নতুন এই মাইলফলকে পা রাখে বাংলা ইনসাইডার।

নিউজ জগতে বাংলা ইনসাইডার একটি জনপ্রিয় নাম হয়ে উঠেছে। আমাদের এই সাফল্যের সঙ্গী হওয়ার জন্য সাবস্ক্রাইবার, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের বাংলা ইনসাইডারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

বাংলা ইনসাইডারের সাথে যুক্ত হতে পারেন আপনিও। আপনাদের মজার কিংবা বিশেষ কোনো অভিজ্ঞতা, আশপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, ভ্রমণ কাহিনী, তথ্যপ্রযুক্তি, খেলাধুলাসহ যে কোনো বিষয়ে লিখতে পারেন।

লেখা ইমেইল করুন: news.banglainsider@gmail.com

ওয়েবসাইট: https://www.banglainsider.com

বাংলা ইনসাইডারের সব নিউজ দেখতে সাবস্ক্রাইব করুন: https://www.youtube.com/@BanglaInsidernews



মন্তব্য করুন


প্রেস ইনসাইড

সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার পেল এপি, নিউইয়র্ক টাইমস

প্রকাশ: ০৯:৩০ এএম, ০৯ মে, ২০২৩


Thumbnail

সোমবার ঘোষণা করা হয়েছে এ বছর সাংবাদিকতার ‘নোবেল’ খ্যাত পুলিৎজার পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম । 

এবার যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ এই পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও নিউইয়র্ক টাইমস। চলমান ইউক্রেন যুদ্ধ নিয়ে খবর প্রকাশের জন্য এই পুরস্কার পেল সংবাদমাধ্যম দুটি।

১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে। 

পুলিৎজারে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরা হয় পাবলিক সার্ভিস (জনসেবা) অ্যাওয়ার্ডকে। এ বছর এই অ্যাওয়ার্ড নিজেদের দখলে রেখেছে এপি। এছাড়া ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে পুরস্কারও পেয়েছে তারা। অপরদিকে ইন্টারন্যাশনাল রিপোর্টিং (আন্তর্জাতিক বিষয়ে প্রতিবেদন) বিভাগে সেরা হয়েছে নিউইয়র্ক টাইমস।

পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পাওয়া এপির সাংবাদিকেরা হলেন- মিসতিসলাভ চেরনভ, ইভজেনি মালোলেতকা, ভাসিলিসা স্তেপানেঙ্কো ও লরি হিনান্ট। গত বসন্তে ইউক্রেনের মারিউপোল শহরে রাশিয়ার হামলার সময় সেখানে অবস্থান করছিলেন তারা। হামলায় শহরটিতে বেসামরিক লোকজনের নিহত হওয়ার তথ্য সংগ্রহ করেছিলেন এই চার সাংবাদিক।

যুক্তরাষ্ট্রে গর্ভপাত নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় এবার ন্যাশনাল রিপোর্টিং (জাতীয় বিষয়ে প্রতিবেদন) বিভাগে পুরস্কার পেয়েছেন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদক ক্যারোলিন কিচেনার। সংবাদমাধ্যমটির হয়ে ফিচার রাইটিং বিভাগে পুরস্কার পেয়েছেন এলি স্যাসলো। বর্তমানে তিনি নিউইয়র্ক টাইমসে কাজ করছেন।

লোকাল রিপোর্টিং (স্থানীয় বিষয়ে প্রতিবেদন) ও কমেন্টারি (মতামত)— দুটি বিভাগে পুলিৎজার পুরস্কার পেয়েছে আলাবামা অঙ্গরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এএল ডটকম। সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসও দুটি পুলিৎজার পুরস্কার পেয়েছে। একটি ব্রেকিং নিউজ বিভাগে, অপরটি ফিচার ফটোগ্রাফি বিভাগে। আর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং (অনুসন্ধানী প্রতিবেদন) বিভাগে পুরস্কারজয়ী হয়েছে সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

এদিকে ইন্টারন্যাশনাল রিপোর্টিং বিভাগ ছাড়াও এবার ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি বিভাগে পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস। এ নিয়ে পুলিৎজারের ইতিহাসে মোট ১৩৭টি পুরস্কার পেল সংবাদমাধ্যমটি।



মন্তব্য করুন


প্রেস ইনসাইড

১/১১ নিয়ে বোল পাল্টানোর চেষ্টা মতির!


Thumbnail ১/১১ নিয়ে বোল পাল্টানোর চেষ্টা মতির!

২০০৭ সালে বাংলাদেশের ইতিহাসে ১/১১ প্রতিষ্ঠার অন্যতম কুশীলব প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সম্প্রতি এর দায় এড়াতে বোল পাল্টানোর চেষ্টা করছেন। তিনি আজ শনিবার (৬ মে) ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে ১/১১-এর সরকারের দায় সশস্ত্র বাহিনীর উপর চাপনোর চেষ্টা করেছেন এবং এর মাধ্যমে তিনি বাংলাদেশের রাজনীতিতে বিরাজনীতিকরণের মাধ্যমে আবার একটি ১/১১ সৃষ্টির পায়তারা করছেন বলে জানিয়েছে সূত্র। 

সূত্রটি বলছে, ২০০৭ সালের ১১ জুন প্রথম আলো পত্রিকায় প্রকাশিত তার লেখার শিরোনাম ছিল, ‘দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে’। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সব সময়ই ছিলেন গণতন্ত্র বিরোধী। তার এই গণতন্ত্রবিরোধী অবস্থানের চিত্র বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। ১/১১- এর সময়ে তার এই অবস্থান এবং আসল চেহারা সরূপে প্রস্ফুটিত হয়েছিল। সেই সময়ে তিনি দুই নেত্রীর বিরুদ্ধে একটি গণতন্ত্রবিরোধী এবং ১/১১-এর সরকারের পক্ষে একটি লেখা লিখেছিলেন। তিনি লিখেছিলেন দুই নেত্রীকে সরে যেতে হবে। অর্থাৎ ১/১১- এর সময়ে তিনি ‘মাইনাস টু ফর্মুলা’র সপক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া বিরাজনীতিকরণের অন্যতম একজন উদ্যোক্তা বলেও জানিয়েছে একাধিক সংশ্লিষ্ট সূত্র। 

সূত্রমতে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১/১১-এর সরকারকে মূল্যায়নের প্রশ্নে ভয়েস অব আমেরিকাকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, ২০০৭ সালে ১/১১-এর সরকার প্রতিষ্ঠা হয়েছিল সরাসরি সশস্ত্র বাহিনীর হস্তক্ষেপের ফলে এবং যে দু’বছর ওই সরকার চলেছিল, তার প্রধান শক্তি ও ভিত্তিও ছিল সশস্ত্র বাহিনী। ওই সরকারের প্রধান দুটি লক্ষ্য ছিল, একটি হলো সঠিক ভোটার তালিকা তৈরি করা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। আজকে ২০২৩ সালে এটা বলতে পারি যে, ১/১১ এর সরকার একটি সঠিক ভোটার তালিকা তৈরি এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করতে পেরেছিল, তাতে মানুষের অংশগ্রহণ ছিল, ১/১১-এর সরকার সফল হয়েছিল, এক্ষেত্রে। 

মতিউর রহমানের এই বক্তব্য থেকে এটাই প্রতীয়মান হয় যে, ১/১১-এর সরকার একটি সফল সরকার। দেশ পরিচালনা, নির্বাচন পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে এই গণতন্ত্র বিরোধী ১/১১-এর সরকার একটি সফল সরকার। এই বক্তব্য থেকে এটাও প্রতীয়মান হয় যে, ২০০৭ সালে ঠিক যে ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রের সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী একটি ১/১১-এর সরকার প্রতিষ্ঠা করেছিলেন মতিউর রহমান গং ব্যক্তিরা। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও ঠিক একই ধরনের আরেকটি ১/১১ প্রতিষ্ঠার লক্ষ্যেই এ ধরনের বক্তব্য রেখেছেন মতি। 

প্রকৃতপক্ষে, ২০০৭ সালে ১/১১ প্রতিষ্ঠার অন্যতম কুশীলব মতিউর রহমান একটি তৃতীয় পক্ষের হাতে দেশের রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। বাংলাদেশের অন্যতম গণতান্ত্রিক দু’টি দল আওয়ামী লীগ এবং বিএনপি’র প্রধান দুই নেত্রীকে মাইনাস করার সংস্কারেও ছিলেন এই মতিউর রহমান। তিনি তার ‘দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে’- শিরোনামে একটি লেখায় সরাসরি দেশের প্রধান দুইটি দলের প্রধান দুই নেত্রীকে সরসরি অক্রমণ করে বুঝিয়ে দিয়েছিলেন তার অবস্থান। কিন্তু ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এর দায় এড়াতে চেষ্টা করেছেন।        

২০০৭ সালের ১১ জুন প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে’-শিরোনামে তার লেখায় তিনি বলেছিলেন, বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা বাংলাদেশের সাবেক দুই প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ নিয়ে আবার নতুন করে আলোচনা হচ্ছে। তারা কি দলের নেতৃত্ব ছেঁড়ে দেবেন, রাজনীতি থেকে অবসরে যাবেন, না স্বেচ্ছায় বিদেশে চলে যাবেন- এসব নিয়ে এখন অনেক আলোচনা ও লেখালেখি হয়েছে, এখনও হচ্ছে নানা মহলে। সর্বশেষ, গত সোমবার বিবিসির সংলাপে দুই দলের জেষ্ঠ্য নেতা বলেছেন, প্রয়োজনে দুই নেত্রীকে বাদ দিয়েই সংস্কার করতে হবে।

বিএনপি ও আওয়ামী লীগের গ্রেপ্তার হওয়া নেতাদের কাছ থেকে তাদের শীর্ষস্থানীয় নেতাদের অবৈধ অর্থ-চাদা-সম্পত্তি সংগ্রহ এবং বাসে আগুন দেওয়া ও খুনের মামলা চাপা দেওয়াসহ বহু ব্যাপারে যেসব তথ্য পাওয়া গেছে, তা এক কথায় অবিশ্বাস্য। ক্ষমতায় থেকে বা ক্ষমতার বাইরে গিয়ে দেশের প্রধান রাজনৈতিক দল দুটির শীর্ষস্থানীয় নেতাদের চাঁদা আর দুর্নীতির যে রূপ বের হয়ে আসছে, তা রীতিমতো ভয়ংকর। এসবের অনেক কিছুই আমরা জানতাম, সমাজে আলোচিত ছিল, তারপরও সত্য এত ভয়ংকর যে পত্রিকায় প্রকাশিত খবরগুলো সবাইকে যুগপৎ গভীরভাবে হতাশ ও ক্ষুব্ধ করেছে। কিন্তু বেগম জিয়া বলেছেন, ‘আমার ও আমার পরিবার সম্পর্কে পত্রপত্রিকায় অপপ্রচার চালানো হচ্ছে।’ শেখ হাসিনা বলেছেন, ‘জীবনে কাউকে এক টাকাও দিতে বলিনি। কারও কাছে চাঁদা চাইনি।’ তবে দুই নেত্রীর এসব কথা কেউ বিশ্বাস করে না। এখন আমরা শুধু এটুকুই বলতে পারি। কিছুদিন আগে আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছিলেন, দুই দলের নেতাদের পরামর্শ অনুযায়ীই সরকার দুই নেত্রীর ব্যাপারে কিছু পদক্ষেপ (দুই নেত্রীকে দেশের বাইরে পাঠানো) নিয়েছিল। এ ব্যাপারে আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে পরামর্শদাতাদের নাম প্রকাশের অনুরোধ করা হয়। জবাবে মইনুল হোসেন পরামর্শদাতাদের নাম প্রকাশ না করে আবারও একই কথা বলেন। তবে তিনি বলেন, দুই নেত্রীকে দেশে রেখে বা দলের শীর্ষে রেখে সংস্কার করা যাবে কি যাবে না- এ ব্যাপারে দলের মধ্যে দুই রকম মত থাকতেই পারে। তিনি নাম প্রকাশ করেন আর না-ই করেন, তাঁর এ বক্তব্য দেশের রাজনৈতিক ও সুধীমহলে নানা আলোচনার জন্ম দিয়েছে।

তবে এ কথাটি সত্য, বিএনপি ও আওয়ামী লীগে এমন অনেক নেতা, কর্মী রয়েছেন যারা দলের সংস্কার চান, পরিবারতন্ত্রের অবসান চান, দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। তবে দুই নেত্রী দলের সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত থাকলে এসব কিছু হবে না বলে তারা মনে করেন। মাঠপর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যেও এ রকম মনোভাব রয়েছে। বিশেষ করে গত পাঁচ বছরে দুই দলের ভেতরে ও বাইরে বিষয়টি নিয়ে অনেক আলোচনাও হয়েছে। দুই দলের বড়ো নেতারা এ রকম মতামত ব্যক্ত করেছেন অপ্রকাশ্যে। তাদের কাছ থেকেই আমরা এসব কিছু শুনেছি, জেনেছি। কিন্তু তারা এতদিন প্রকাশ্যে কিছু বলতে বা কোনো অবস্থান নেওয়ার সাহস দেখাতে পারেনি। তারা এখন কিছু কিছু কথা বলছেন।  

তবে ভয়েজ অব আমেরিকার আজকের সাক্ষাৎকারে তিনি বলেছেন, ১/১১- এর সরকারের প্রধান যে দু’টি লক্ষ্য ছিল, একটি সঠিক ভোটার তালিকা তৈরি করা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা, দুটোতেই তারা সফল হয়েছিলেন। তবে দেশ পরিচালনায়, অর্থনীতির ব্যবস্থাপনায় অনেক বড় বড় ভুল-ত্রুটি ছিল, অন্যায় কার্যক্রমও হয়েছিল, যেগুলো পরবর্তীতে সমালোচিত হয়েছে। সেসব পদক্ষেপ মানুষ গ্রহণ করতে পারেনি। ওই ভুলগুলো রাজনীতি, অর্থনীতি এবং অন্যান্য ক্ষেত্রে অনেক ক্ষতির কারণ হয়েছিল এবং অন্যান্য ক্ষেত্রে অনেক ক্ষতিকর ফল বয়ে এনেছিল। আমরা দেখেছি, রাষ্ট্র বা সরকার পরিচালনায় সেনাবাহিনীর অংশগ্রহণ কোনো ভালো ফল বয়ে আনেনি, বিশ্বের অন্যান্য দেশের অভিজ্ঞতায়ও দেখি রাজনীতি বা সরকার পরিচালনায় সেনাবাহিনীর হস্তুক্ষেপ কোনো দেশের জন্য মঙ্গল বয়ে আনে না, বরং নতুন নতুন সমস্যা তৈরি হয়। 

সংশ্লিষ্ট সূত্র বলছে, ভয়েজ অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে মতিউর রহমান সেনা বাহিনী পরিচালিত সরকারের বিপক্ষে অবস্থান নিলেও ২০০৭ সালের ১১ জুন মাসে তার পত্রিকায় প্রকাশিত তার ওই লেখায় তিনি ১/১১-এর সরকারের পক্ষে স্তুতি গেয়ে দুই নেত্রীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তিনি লিখেছিলেন, যৌথ জিজ্ঞাসাবাদ সেলের জেরার মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক দুই বড়ো দলের শীর্ষস্থানীয় নেতা এবং বড়ো ব্যবসায়ীদের দেওয়া তথ্য ও বক্তব্য থেকে দুই দলের শীর্ষ নেতৃত্বের চাঁদাবাজি ও দুর্নীতির যেসব তথ্য বের হয়ে এসেছে, তাতে আবার প্রধান দুই নেত্রীর ভবিষ্যৎ নিয়ে আলচনা শুরু হয়েছে। এ কথা বেশ জোরেশোরে আলোচনা হচ্ছে যে, যারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন, যারা দলের জন্য ও নিজের জন্য বহু সম্পদ গড়ে তুলেছেন, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যা-খুনের সঙ্গে জড়িত, তাদের নেতৃত্বে রেখে দল বা দেশের জন্য কী লাভ হবে? ১৫ বছর ধরে সরকার ও বিরোধী দলে থেকে বিএনপি ও আওয়ামী লীগ নেতৃত্ব, বিশেষ করে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা দেশকে প্রায় ধ্বংসের কিনারায় নিয়ে গেছেন। বিএনপির বিগত সরকার যারপরনাই ক্ষতি করেছে দেশের। ২২ জানুয়ারির নির্বাচন হলে দেশে আরও সর্বনাশ হতো। কোনোভাবে বিএনপি ক্ষমতায় গেলে তাদের আরও ভয়ংকর রূপ আমরা দেখতাম। আর কোনোভাবে আওয়ামী লীগ জিতে গেলে তারাও আগের রেকর্ড ভঙ্গ করত। তাঁর সব লক্ষণই দেখা যাচ্ছিল।  

প্রকৃতপক্ষে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভয়েজ অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বোল পাল্টানোর চেষ্টা করেছেন। এ ধরনের বোল পাল্টানো মতিউর রহমানের নতুন কোনো বিষয় নয়। বিভিন্ন সময়ে তিনি নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে এবং একটি গোষ্ঠীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসার লক্ষ্যে বহুবার বহু রকমের বোল পাল্টিয়েছেন। তবে এই সাক্ষাৎকারে তিনি নির্বাচনকালীন সময়ে ১/১১-এর সরকারকে সফল বলে মন্তব্য করেছেন। এবার আবার একটি ১/১১-এর সরকার প্রতিষ্ঠা বা অন্য কোন স্বার্থে নতুন করে বোল পাল্টিয়েছেন কি না মতিউর রহমান- সেটিই এখন দেখার বিষয়। 


১/১১   বোল পাল্টানো   মতিউর রহমান   প্রথম আলো  


মন্তব্য করুন


বিজ্ঞাপন