ওয়ার্ল্ড ইনসাইড

পাঁচ রাজ্য বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি

প্রকাশ: ১০:৪৬ এএম, ০৮ মার্চ, ২০২২


Thumbnail পাঁচ রাজ্য বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি

বেশ কিছু রাজ্যতে ভোটে খারাপ ফলের পর আবারো চাঙ্গাভাবের দেখা মিলছে বিজেপির রাজনীতিতে। ভারতের পাঁচটি রাজ্যতে চলমান ভোটে বেশ ভালোভাবে এগিয়ে থেকে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে মোদি বাহিনী। যার মাঝে চারটি রাজ্যতে পুনরায় ক্ষমতায় বসায় সম্ভাবনা বিজেপির। 

সোমবার (০৭ মার্চ) সন্ধ্যায় উত্তর প্রদেশের শেষ পর্বের ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যতগুলো বুথফেরত জরিপের ফল প্রকাশিত হলো, প্রায় প্রতিটিই দেখাচ্ছে আসনসংখ্যা কমে গেলেও উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, গোয়া ও মণিপুরে বিজেপি আবার সরকার গড়তে চলেছে। 

যে রাজ্য জেতার স্বপ্ন বিজেপি দেখেনি, দাবিও করেনি, সেই পাঞ্জাবে শাসক কংগ্রেসকে অনেক পেছনে ফেলে এগিয়ে গেছে আম আদমি পার্টি (আপ)। 

সেই দিক থেকে বিচার করলে ১০ মার্চ ফল ঘোষণার দিন বুথফেরত জরিপের নির্যাস সত্য প্রমাণিত হলে বলতে হবে, দিল্লির বলয় পেরিয়ে জাতীয় রাজনীতিতে বড় শক্তি হিসেবে উদয় হতে চলেছে আম আদমি পার্টি। জাতীয় নেতৃত্বের অন্যতম দাবিদার হতে চলেছেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল।  

বুথফেরত জরিপ অনেক সময় যেমন মিলে যায়, বহু সময় তেমন ধারকাছ দিয়েও হাঁটে না। তবু প্রতিটি নির্বাচনে ফল বেরোনোর আগে বুথফেরত জরিপ প্রকাশের ঝুঁকি বহু সংস্থা নিয়ে থাকে।

যে সংস্থাগুলো বুথফেরত জরিপের ফল প্রকাশ করল, তাদের অধিকাংশই উত্তর প্রদেশে বিজেপিকে এগিয়ে রেখেছে। ‘ইটিজি রিসার্চ’ বিজেপি জোটকে দিয়েছে ২৩০ থেকে ২৪৫ আসন, সমাজবাদী জোটকে (এসপি) ১৫০ থেকে ১৬৫ আসন, বহুজন সমাজ পার্টিকে (বিএসপি) ৫ থেকে ১০ এবং কংগ্রেসকে ২ থেকে ৬ আসন। ‘নিউজ ১৮ পাঞ্জাব–পি মার্ক’ বিজেপিকে দিয়েছে ২৪০, এসপিকে ১৪০, বিএসপিকে এবং কংগ্রেসকে ৪টি। ‘নিউজ এক্স–পোলস্টার্ট’ এবং ‘টিভি ৯ ভারতবর্ষ–পোলস্টার্ট’ দুই সংস্থাই বিজেপিকে দিয়েছে ২১১ থেকে ২২৫টি আসন, এসপিকে ১৪৬ থেকে ১৬০। বিএসপিকে তারা দিয়েছে ১৪ থেকে ২৪টি আসন।

যতগুলো জরিপের ফল প্রকাশিত হয়েছে, তার ভিত্তিতে ‘পোল অব একজিট পোলস’ দেখাচ্ছে, আসনসংখ্যা আগেরবারের তুলনায় প্রায় ১০০ কমে গেলেও শেষ পর্যন্ত বিজেপি ২২৮ আসন পেয়ে সরকার গড়বে। ৪০৩ আসনবিশিষ্ট বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ২০২ আসন। গতবার তাদের দখলে ছিল ৩২৫ আসন।

জরিপের ফল মিলে গেলে বলতেই হবে এবারের এই ভোট কংগ্রেসের পক্ষে তেমন স্বস্তিদায়ক হচ্ছে না। পাঞ্জাব তাদের হাতছাড়া হচ্ছে। সীমান্তবর্তী এই রাজ্যে প্রবলভাবে উঠে আসতে চলেছে আপ। আট সংস্থার জরিপেই দেখা যাচ্ছে আপ ওই রাজ্যে কংগ্রেসকে অনেক পেছনে ফেলে দিয়েছে। ১১৭ আসনের বিধানসভায় তাদের ১০০ আসন দিয়েছে ‘নিউজ ২৪’। ‘ইন্ডিয়া নিউজ’ দিয়েছে সবচেয়ে কম, ৩৯ থেকে ৪৩ আসন। 

একমাত্র এই সংস্থার বিচারেই পাঞ্জাবে ত্রিশঙ্কু বিধানসভা হতে চলেছে। কিন্তু বাকিরা সবাই বলছে, কারও সাহায্য ছাড়াই সরকার গড়বে আপ। কংগ্রেস হবে প্রধান বিরোধী দল। আট সংস্থার জরিপের গড় করে ‘পোল অব একজিট পোলস’ দেখাচ্ছে আপ পাবে ৬৭ আসন, কংগ্রেস ২৫, অকালি দল ২১টি আসন। এই ফল সত্য হলে বলতে হবে, জয়ের মুখ থেকে কীভাবে হার ছিনিয়ে নিতে হয় পাঞ্জাবে কংগ্রেস তা দেখাল। আট মাস আগেও যে রাজ্য দখল তাদের প্রায় নিশ্চিত ছিল, দলীয় কোন্দল তা তুলে দিল আপ এর হাতে! 

অবশ্যই কংগ্রেসের কাছে এই ফল চিন্তার। কারণ, পাঞ্জাব হাতছাড়া হলে তাদের অধীনে থাকবে আর মাত্র দুটি রাজ্য। রাজস্থান ও ছত্তিশগড়। পাঞ্জাব হারালে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে দলে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করবে। ডিসেম্বর মাসে সাংগঠনিক নির্বাচনে তার প্রভাব পড়বে। জি–২৩ গোষ্ঠী নতুনভাবে সক্রিয় হয়ে উঠবে। পাঞ্জাব কংগ্রেসের হাতছাড়া হলে বিজেপির কংগ্রেসবিরোধিতার মাত্রাও বেড়ে যাবে।

কংগ্রেসকে পাঞ্জাব হতোদ্যম করলেও গোয়া ও উত্তরাখন্ড কিন্তু পাশার দান বদলে দিতে পারে। দুই রাজ্যেই বিজেপির সঙ্গে সমানে টক্কর দিচ্ছে কংগ্রেস। চার সংস্থার জরিপ দেখাচ্ছে, উত্তরাখন্ডে কংগ্রেস ক্ষমতায় আসছে, পাঁচ সংস্থার মতে বিজেপি। ‘পোল অব একজিট পোলস’ অনুযায়ী ৭০ আসনের বিধানসভায় বিজেপি পাচ্ছে ৩৫টি আসন, কংগ্রেস ৩২টি। আপ এই রাজ্যেও তেড়েফুঁড়ে নেমেছিল। কিন্তু তারা পাবে ১টি আসন।

উত্তরাখন্ডের মতো গোয়াও কংগ্রেসের মুখরক্ষা করতে পারে। এই ছোট রাজ্যেও লড়াই ক্ষুরধার। গতবার কংগ্রেস গোয়ায় সবচেয়ে বেশি (১৭) আসন পেলেও সরকার গড়ার ক্ষেত্রে বিজেপির চাতুর্যের কাছে হেরে গিয়েছিল। এবার পোল অব একজিট পোলস অনুযায়ী বিজেপি ও কংগ্রেস দুই দলই পেতে পারে ১৬টি করে আসন। ৪০ আসনের বিধানসভায় বাকি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৩টি, অন্য স্থানীয় দল ৫টি।

মণিপুর বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে কংগ্রেস এবার তেড়েফুঁড়ে নেমেছিল। কিন্তু বুথফেরত সব জরিপই দেখাচ্ছে, ওই রাজ্যে আরও একবার বিজেপি ক্ষমতাসীন হতে চলেছে। ৬০ আসনে বিধানসভায় ৩০ আসন পেতে পারে তারা। কংগ্রেস ১৪। অন্যরা ১৬ আসন।

ভারতের নির্বাচনী মানচিত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশ। এই রাজ্য দখলে থাকলে দিল্লিতে কেন্দ্রীয় সরকার গঠন সুবিধাজনক হয়। দুই বছর পর লোকসভা ভোট জিততে বিজেপি তাই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে উত্তর প্রদেশে। সেখানে শতাধিক আসন কমে গেলে শাসক দলের চিন্তা বাড়াবে দুটি বিষয়। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় তাদের আসন কমে যাবে। 

উত্তর প্রদেশ, পাঞ্জাব ও উত্তরাখন্ড থেকে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে রাজ্যসভায় খালি হবে মোট ১৯টি আসন। এদের সিংহভাগ কমে যাওয়ার অর্থ গুরুত্বপূর্ণ বিল পাস করানোর ক্ষেত্রে রাজ্যসভায় অন্য দলের ওপর নির্ভরতা বেড়ে যাওয়া। জাতীয় স্তরে ইতিমধ্যে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, ওয়াইএসআর কংগ্রেস ও বিজু জনতা দল বিভিন্ন কারণে বিজেপির বিরোধিতা শুরু করেছে। তবে তার আগে বিজেপির বড় পরীক্ষা জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচন। রাজ্যসভা এবং পাঁচ রাজ্য বিধানসভায় আসন কম পেলে পছন্দসই প্রার্থীকে জেতাতে বিজেপিকে বাড়তি মেহনত করতে হবে। বিজেপি কিছুতেই চাইবে না, ২০২৪ সালের আগে রাষ্ট্রপতি ভবনে তাদের বিরুদ্ধে যেতে পারেন এমন কেউ বসুন।

উত্তর প্রদেশে বিজেপির শতাধিক আসন কমে গেলে জাতীয় রাজনীতিতে তার বড় প্রভাব অবশ্যই পড়বে। বুথফেরত জরিপ ঠিক হলে জাতীয় রাজনীতিতে প্রবলভাবে উঠে আসবেন অখিলেশ যাদব ও অরবিন্দ কেজরিওয়াল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুজনের সম্পর্কই মধুর। লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্য গড়ার প্রচেষ্টা সে ক্ষেত্রে নতুন গতি পেতে পারে।

প্রধানমন্ত্রীর তীব্র বিরোধী বলে যাঁরা পরিচিত, জাতীয় স্তরের সংবাদমাধ্যমকে তাঁরা অনেক দিন ধরেই ‘গোদি মিডিয়া’ (অনুগত) বলে ডাকছেন। যে সংস্থাগুলো বুথফেরত জরিপ করেছে, অধিকাংশই এ বিশেষণে ভূষিত সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। জরিপ ও বাস্তবের অমিল দেখা দিলে বলতেই হবে কাপ ও ঠোঁটের ফাঁক গলে অনেক সময় চা চলকে যায়। উত্তর প্রদেশ, উত্তরাখন্ড ও গোয়ায় তেমন কিছু ঘটলে বিজেপি তথা প্রধানমন্ত্রীর কপালের ভাঁজ গাঢ় হতে বাধ্য।

ভারত   নির্বাচন   বিজেপি   কংগ্রেস  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

কিরগিজস্তান থেকে ১৪০ শিক্ষার্থীকে দেশে ফেরালো পাকিস্তান

প্রকাশ: ০৩:৩৬ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আটকে পড়া ১৪০ শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে এনেছে পাকিস্তান। গতকাল শনিবার রাতে বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের হামলার পর একটি বিশেষ ফ্লাইটে করে পাকিস্তানে ফেরেন এই শিক্ষার্থীরা।

আজ রবিবার (১৯ মে) আটকে পড়া শিক্ষার্থীদের পাকিস্তানে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, কিরগিজস্তান থেকে পাকিস্তানি শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ ফ্লাইট লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সহিংসতার পর যেসব পাকিস্তানি শিক্ষার্থী দেশে ফিরতে চান, তাদের জন্য এমন আরও ফ্লাইট পরিচালনা করা হবে।

উল্লেখ্য, গত ১৩ মে একদল কিরগিজ নাগরিকের সঙ্গে দ্বন্দ্বে জড়ান মিশরীয় শিক্ষার্থীরা। ওই ঘটনার জেরে শুক্রবার রাতে বিশকেকের বিভিন্ন হোস্টেলে থাকা বিদেশি মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলা চালান স্থানীয় বাসিন্দারা। এমনকি, শিক্ষার্থীদের ব্যক্তিগত বাসভবনে ঢুকেও হামলা চালানো হয়। সেসব শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি ভারতীয়রাও রয়েছেন।


কিরগিজস্তান   দেশ   পাকিস্তান  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

সৌদি যুবরাজ সালমানের সঙ্গে সুলিভানের বৈঠক

প্রকাশ: ০১:২০ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

সৌদি আরব যুক্তরাষ্ট্রের মধ্যে বিস্তৃত দ্বিপক্ষীয় চুক্তি এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। সৌদি শহর ধহরানে দুজনের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মে) সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

এক বিবৃতিতে জানানো হয়েছে, এবারর বৈঠকে দুই দেশের মধ্যে খসড়া কৌশলগত চুক্তির সেমিফাইনাল সংস্করণ পর্যালোচনা করা হয়েছে। এই চুক্তিটি এখন প্রায় চূড়ান্ত করা হচ্ছে।

বড় ধরনের একটি চুক্তির অংশ হিসেবে মার্কিন নিরাপত্তা গ্যারান্টি বেসামরিক পারমাণবিক সহায়তা নিয়ে আলোচনা করছে ওয়াশিংটন রিয়াদ। এই চুত্তির আওতায় সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে চলতি মাসের গোড়ার দিকে রয়টার্স জানায়, ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিকীকরণ অধরা থাকলেও পরমাণু চুক্তি চূড়ান্ত করতে চাইছে বাইডেন প্রশাসন সৌদি সরকার।


সৌদি যুবরাজ   সালমান   সুলিভান  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত

প্রকাশ: ১২:৫৩ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী শিশুও রয়েছেন এবং তারা সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

ব্রেক ফেল করে গাড়ি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। রোববার (১৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের নওশেরায় শনিবার ব্রেক ফেল করে একটি মিনি-ট্রাক গভীর খাদে পড়ে গেলে পুরুষ, নারী শিশুসহ একই পরিবারের ১৪ জন সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।


পাকিস্তান   সড়ক   দুর্ঘটনা   নিহত  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভোট করার চেষ্টা করছেন মোদি: কেজরিওয়াল

প্রকাশ: ১২:২৮ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন চলছে। সাত দফার নির্বাচনের মধ্যে ইতোমধ্যেই চার দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছেন নরেন্দ্র মোদি।

নির্বাচনের মধ্যেই মোদির ব্যাপক সমালোচনা করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, মোদি বাংলাদেশ ও পাকিস্তানের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ভারতের ভোটেও একই কাজ করার চেষ্টা করছেন। 

এমনকি রাশিয়ার সঙ্গেও ভারতের তুলনা করেছেন কেজরিওয়াল। শনিবার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। 

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত শুক্রবার ভারতের পরিস্থিতিকে রাশিয়ার সাথে তুলনা করেছেন এবং প্রধানমন্ত্রী মোদিকে পরোক্ষভাবে উপহাস করেছেন। একইসঙ্গে ভারত 'খুব বিপজ্জনক' পর্যায়ে যাচ্ছে বলেও দাবি করেছেন তিনি। 

মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) বিরোধী ইন্ডিয়া ব্লকের এক সমাবেশে বক্তৃতাকালে কেজরিওয়াল বলেন, 'বর্তমানে দেশের পরিস্থিতি খুবই বিপজ্জনক। পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট... পুতিন হয় তার সব প্রতিদ্বন্দ্বী নেতাদের জেলে পাঠিয়েছেন, আর না হয় তাদের হত্যা করেছেন। তারপর (পুতিন) নির্বাচন পরিচালনা করেন এবং ৮৭ শতাংশ ভোট পেয়েছেন'।

অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন, 'বাংলাদেশে, সম্প্রতি নির্বাচন হয়েছে। (নির্বাচনের আগে বাংলাদেশে) সব বিরোধী নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং নির্বাচনে শেখ হাসিনা জয়ী হয়েছেন। পাকিস্তানের নির্বাচনে দেশটির প্রবীণ নেতা ইমরান খানকে জেলে পাঠানো হয়েছিল, তার দলকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার দলীয় প্রতীক ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এরপরই নির্বাচন পরিচালিত হয়েছে...,'।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, 'মোদিজি, বাংলাদেশ ও পাকিস্তান থেকে শেখার পরে এখানে, ভারতে একই জিনিস প্রয়োগ করার চেষ্টা করছেন।'

তিনি আরও বলেন, 'তারা আমাকে জেলে রেখেছিল, (দিল্লির সাবেক ডেপুটি সিএম) মণীশ সিসোদিয়াকে জেলে রাখা হয়েছিল... কংগ্রেস পার্টির ব্যাংক অ্যাকাউন্ট আটকে দেওয়া হয়েছিল... এভাবেই আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিতবেন। এটি কাপুরুষতার চিহ্ন।'


দিল্লি   অরবিন্দ কেজরিওয়াল   বাংলাদেশ   নরেন্দ্র মোদি  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবে ভারতীয়রা

প্রকাশ: ১২:২৭ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

ভারত রাশিয়ার মধ্যে ভিসামুক্ত ভ্রমণ চুক্তি স্বাক্ষর হতে পারে। দুই দেশের মধ্যে পর্যটনের প্রসার ঘটাতে চুক্তি স্বাক্ষর হতে পারে চলতি বছরই। আর সেটি হলে ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শুক্রবার (১৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত রাশিয়ার মধ্যে পর্যটন বাড়ানোর লক্ষ্যে ভিসামুক্ত ভ্রমণ চুক্তি স্বাক্ষর হতে পারে চলতি বছরই। বিষয়ে উভয় দেশের মধ্যে জুন মাসে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলেও জানিয়েছেন রাশিয়ার একজন মন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভারত রাশিয়ার বন্ধুত্ব সারা বিশ্বে খ্যাত। যখনই কোনও সংকট এসেছে, দুই দেশ একযোগে কাজ করেছে। এবার এই বন্ধুত্বে যোগ হতে চলেছে এক নতুন অধ্যায়। উভয় দেশ একে অপরের নাগরিকদের জন্য ভিসামুক্ত এন্ট্রি দেওয়ার পরিকল্পনা করছে।

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে, ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা। রাশিয়ানরাও ভিসা ছাড়াই ভারতে আসতে পারবেন। চলতি বছরেই এই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে বলে আশা করা হচ্ছে।


ভিসা   রাশিয়া   ভারতীয়  


মন্তব্য করুন


বিজ্ঞাপন