ওয়ার্ল্ড ইনসাইড

অবশেষে জিম্মি মুক্তিতে সমঝোতা করতে রাজি হলো ইসরায়েল

প্রকাশ: ০৪:২৪ পিএম, ২১ নভেম্বর, ২০২৩


Thumbnail

গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে নির্বিচারে সামরিক-বেসামরিক লোকজনকে হত্যা করে তারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় ২৪২ জনকে।

এতদিন জিম্মিদের উদ্ধার করতে আন্তর্জাতিক বিভিন্ন মহলের চাপ উপেক্ষা করে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় হামলা চালিয়েছে। হামলা বন্ধের জন্য বিভিন্ন দেশের উদ্যোগ বা আহ্বান এক্ষেত্রে কোন কাজে আসেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত কোন যুদ্ধবিরতি দিবেনা ইসরায়েল।’

তবে এবার ইসরায়েল যুদ্ধবিরতি যেতে সম্মত হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলভিত্তিক টেলিভিশন চ্যানেল কান। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে তারা।

চ্যানেল কানের এক প্রতিবেদনে বলা হয়, ‘প্রথমবারের মতো ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে সমঝোতায় যেতে রাজি হয়েছে ইসরায়েল।  মূলত হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করতেই ইসরায়েল এই সমঝোতায় আসতে আগ্রহী।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামাস যদি তার হাতে থাকা জিম্মিদের মুক্তি দেয়, তাহলে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদের ছেড়ে দেবে। এখন অপেক্ষা কেবল হামাসের জবাবের। হামাস যদি ইতিবাচক সাড়া দেয়, সেক্ষেত্রে সহজেই একটি সমঝোতা হতে পারে।’

জিম্মিদের মুক্ত করতে হামাসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারটি ইসরায়েল যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে দাবি করেছে কান।

একই দিনে সমঝোতার ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি জানিয়েছিলেন, ‘জিম্মিদের মুক্ত করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা অব্যাহত আছে। ‘দু’পক্ষের মধ্যে একটি সমঝোতার একটি পরিবেশ তৈরি হচ্ছে। আমরা আশা করছি এটি হবে তবে এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে।’

ইসরায়েলের দেওয়া তথ্যমতে, জিম্মিদের মধ্যে ইসরায়েলিদের সংখ্যা ১০৪ জন। বাকি ১৩৮ জনের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকরা রয়েছেন।


হামাস   সমঝোতা   ইসরায়েল   যুদ্ধবিরতি   ফিলিস্তিন   গাজা উপত্যকা  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

দক্ষিণ আফ্রিকায় প্রায় ৬ কোটি টাকা অর্থ পাচারে ৫ বাংলাদেশি অভিযুক্ত

প্রকাশ: ১১:৪০ এএম, ০৩ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

দক্ষিণ আফ্রিকায় অর্থ পাচারে ৫ বাংলাদেশির নাম উঠে এসেছে। তাদের সবাইকে একসাথে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির আদালত। শুক্রবার (১ ডিসেম্বর) সানডে ওয়াল্ডের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই বাংলাদেশি নাগরিককে জালিয়াতির মামলায় আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১১ মিলিয়ন র‌্যান্ড বা প্রায় ৬ কোটি টাকা জালিয়াতির অভিযোগ করা হয়েছে। আদালতে হাজির করার পর আদালত তাদের ২০ হাজার র‌্যান্ডর বিনিময়ে জামিন দিয়েছেন। এ নিয়ে অর্থ জালিয়াতির মামলায় সম্পৃক্তদের সংখ্যা পাঁচজনে পৌঁছেছে।

অভিযুক্ত দুই বাংলাদেশি হলেন রিপন ইউনুস এবং আশরাফ গুলামমাহাদ প্যাটেল। বৃহস্পতিবার তাদের কিম্বার্লি বিশেষায়িত অর্থনৈতিক অপরাধ আদালতে হাজির করা হয়। এর আগে আরও তিন বাংলাদেশিকে অভিযুক্ত করা হয়েছিল।

নর্দার্ন কেপ হকসের মুখপাত্র কর্নেল তেবোগো থিবে জানান, বুধবার তাদের দুজনকে অর্থপাচারের অভিযোগে হকস বাহিনী আটক করেছিল। এ দুই ব্যক্তি গত ১ থেকে ৩ মার্চের মধ্যে নিজেদের দোকানের মাধ্যমে অর্থ জালিয়াতি করেছিলেন।

এ দুই বাংলাদেশি ছাড়াও অভিযুক্ত বাকি তিনজন হলেন আমিনুল ইসলাম, উল্লাহ ফোজি এবং আকতার আতিকা। তাদের তিনজনকে মার্চে কিম্বারলি বিমানবন্দর থেকে মার্চে আটক করা হয়েছিল। তারা জোহানেসবার্গ থেকে দুবাই হয়ে ঢাকা ফেরার চেষ্টা করছিলেন। তারা তখনও জামিন পাননি।

থিবে জানান, আদালত ইউনুস ও প্যাটেলের মামলা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন। এ সময়ে তাদের পাঁচজনকে একসাথে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।


দক্ষিণ আফ্রিকা   অর্থ পাচার   আটক   আদালত   বিশ্ব সংবাদ  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

ভূমিকম্পের পর জাপান-ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে সুনামি

প্রকাশ: ১০:২৮ এএম, ০৩ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাওতে শনিবার (২ ডিসেম্বর) ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এ ভূমিকম্পের পর এবার ফিলিপাইন ও জাপানের সমুদ্রে সুনামির সৃষ্টি হয়েছে। ভূকম্পনের প্রভাবেই সমুদ্রে এই সুনামির উৎপত্তি হয়। এটি ফিলিপাইন ও জাপানের উপকূলের দিকে ধেয়ে আসছে বলে জানা গেছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সুনামির কারণে ৩ ফুট উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা থেকে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলের বাসিন্দাদের জরুরিভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে ফিলিপাইনের ভূকম্পবিদ্যা সংস্থা ফিভোলকস জানিয়েছে, ফিলিপাইনে মধ্যরাতে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে এবং এটি কয়েক ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

যুক্তরাষ্ট্রে সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ফিলিপাইনের কিছু উপকূলে জোয়ার থেকে ৩ মিটার (প্রায় ১০ ফুট) উঁচু সুনামি দেখা যেতে পারে।


ভূমিকম্প   জাপান-ফিলিপাইন   ধেয়ে আসছে সুনামি  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

স্থায়ী যুদ্ধবিরতির প্রচেষ্টায় দোহায় ম্যাক্রোঁ

প্রকাশ: ০৯:৫০ এএম, ০৩ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে ইসরায়েলের নিরাপত্তা নয়। তিনি বলেন, ইসরায়েল যদি ফিলিস্তিনি নাগরিকদের হত্যা অব্যাহত রাখে তবে তারা এ ধরনের কোনো নিরাপত্তা ভোগ করতে পারবে না।

কাতার সফরে যাওয়ার আগে দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে ইসরায়েলের নিরাপত্তা অর্জন করা হলে এ অঞ্চলে ইসরায়েলের কোনো স্থায়ী নিরাপত্তা থাকবে না।

ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতি এবং সম্ভাব্য স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার প্রচেষ্টায় সহায়তা করার জন্য ম্যাক্রোঁ বর্তমানে দোহায় রয়েছেন।


ইসরায়েল   গাজা  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

প্যারিসের আইফেল টাওয়ারের কাছে হামলা, হতাহত ৩

প্রকাশ: ০৮:৪৯ এএম, ০৩ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

ফ্রান্সের সেন্ট্রাল প্যারিসের একটি রাস্তায় ছুরিকাঘাতে একজন নিহত এবং হাতুড়ির হামলায় অপর দুইজন আহত হয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, একজন হামলাকারী আইফেল টাওয়ারের কাছে অবস্থিত কোয়াই ডি গ্রেনেলের আশেপাশে পর্যটকদের লক্ষ্যবস্তু করে এই হামলা করে।

রোববার (৩ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এক পর্যটক দম্পতির কাছে গিয়ে সন্দেহভাজন ব্যক্তি একজন জার্মান নাগরিককে ছুরিকাঘাত করেন। তখন ওই ব্যক্তিকে পুলিশ তাড়া করলে গ্রেপ্তারের আগেই সে হাতুড়ি দিয়ে অন্য দুইজনকে আঘাত করে।

সেন্ট্রাল প্যারিসের ওই হামলার ঘটনার পর নিরাপত্তাবাহিনী ২৬ বছরের এক ফরাসি নাগরিককে গ্রেপ্তার করেছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সন্দেহভাজন ঐ ব্যক্তিকে ২০১৬ সালে আলাদা হামলার পরিকল্পনা করার জন্য ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। হামলাকারী ফরাসি নিরাপত্তা বাহিনীর নজরদারি তালিকায় ছিল।

দারমানিন জানান, অভিযুক্ত হামলাকারী ‘আল্লাহু আকবর বলে চিৎকার করেছিল এবং পরে পুলিশকে বলেছে, ‘আফগানিস্তান ও ফিলিস্তিনে অনেক মুসলমান মারা যাচ্ছে বলে তিনি বিপর্যস্ত হয়েছেন। লোকটি মানসিক রোগে ভুগছিল বলেও জানিয়েছেন তিনি।

প্যারিসের কেন্দ্রবিন্দুতে এমন ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলের নিকটবর্তী বির-হাকেইম মেট্রো স্টেশনে অভিযান চালাচ্ছে পুলিশ। লোকজনকে ওই স্টেশন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর অফিসকে এ ঘটনার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। 



মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

হামলা বন্ধ না হলে বন্দী বিনিময় নিয়ে আর আলোচনা নয়: হামাস

প্রকাশ: ০৮:৩৭ এএম, ০৩ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

যুদ্ধবিরতির পর গত শুক্রবার থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় তীব্র হামলা চালানো শুর করে দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। এ হামলার পরই হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান সালেহ আল-আরুরি আল জাজিরাকে বলেছেন, গাজায় হামলা যতদিন অব্যাহত থাকবে ততদিন ইসরায়েলের সাথে বন্দী বিনিময় নিয়ে আর কোনো আলোচনা হবে না।

তিনি বলেন, যুদ্ধবিরতি নিয়ে এখন কোনো আলোচনা হবে না। আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত এবং একটি বিস্তৃত ও সুনির্দিষ্ট যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত কোনো বন্দী বিনিময় হবে না।

তিনি বলেন, দখলদাররা জোর দিয়ে বলছে যে এখনও নারী ও শিশুদের আটক রাখা হয়েছে। কিন্তু আমরা বলেছি যে আমরা তাদের সবাইকে হস্তান্তর করেছি। গাজার অবশিষ্ট বন্দীরা সৈন্য এবং বেসামরিক পুরুষ যারা দখলদার সেনাবাহিনীতে কাজ করেছেন।

তিনি বলেন, ইহুদিবাদী বন্দীদের মুক্তি দেওয়া হবে না যতক্ষণ না আমাদের সমস্ত বন্দীদের মুক্তি দেওয়া হয় এবং যুদ্ধবিরতি কার্যকর করা হয়। স্থল যুদ্ধ, বিমান বা অন্যান্য যে কোনো ইসরায়েলি সামরিক পরিস্থিতির জন্য প্রতিরোধ প্রস্তুত রয়েছে।


ইসরায়েল   ফিলিস্তিন   গাজা   হামাস  


মন্তব্য করুন


বিজ্ঞাপন