বিশ্ব স্বাস্থ্য সংস্থার
(ডব্লিউএইচও) মতে ‘উদ্বেগজনক’ ভ্যারিয়েন্ট বলে স্বীকৃতি পাওয়া করোনার নতুন দক্ষিণ আফ্রিকান
ধরনটি নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে চরম উদ্বেগ-উৎকণ্ঠা। মারাত্মক এই সংস্করণটি যাতে দ্রুত
ছড়িয়ে না পড়ে সে জন্য বিশ্বের অনেক দেশের মত আমাদের দেশেও নেওয়া হয়েছে নানা সতর্কতামূলক
ব্যবস্থা। তবে সবচেয়ে চিন্তার বিষয় হল ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত রোগীদের শরীরে
তেমন উপসর্গ দেখা যায় না। বিশেষজ্ঞরা বলছেন, করোনার ধরনগুলোর মধ্যে ওমিক্রন সবচেয়ে
বেশি মিউটেট (রূপান্তর) হয়েছে।
করোনার নতুন এই সংস্করণটি
মূলত ছড়িয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা হতে। রোগীর দেহে নতুন এই সংস্করণটি সবার প্রথম সন্দেহ
করেন এবং পরীক্ষার মাধ্যমে তা নিশ্চিত হন দক্ষিণ আফ্রিকার মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান
ডা. অ্যাঞ্জেলিক কোয়েটজি।
ডা. অ্যাঞ্জেলিক কোয়েটজি
রয়টার্সকে বলেন, ‘আমার কাছে চিকিৎসা নেওয়া বেশকিছু ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত রোগীর
শরীরে মৃদু উপসর্গ দেখেছি। হাসপাতালে ভর্তি ছাড়াই তারা বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ
হয়ে উঠছেন।’
তিনি বলেন, ‘গত ১৮ নভেম্বর
আমার ক্লিনিকের সাতজন রোগীর মধ্যে অপরিচিত উপসর্গ ছিল। ডেল্টা ভ্যারিয়েন্টের ধরনের
থেকে যার পার্থক্য খুবই কম। ওইদিন একজন রোগী আমাকে অত্যন্ত ক্লান্তি অনুভব করার কথা
জানান। তার শরীরে ও মাথায় হালকা ব্যথা অনুভব করছেন বলেও উল্লেখ করেন।’
ডা. কোয়েটজি বলেন, ‘রোগীদের
মধ্যে যে উপসর্গ ছিল, তা সাধারণ ভাইরাল সংক্রমণের সঙ্গে সম্পর্কিত। তবে যেহেতু আমরা
বিগত ৮-১০ সপ্তাহ করোনার সংক্রমণ সেভাবে পরীক্ষা করে দেখিনি, তাই তাৎক্ষণিক আমরা তাদের
নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাতে ওই রোগী এবং তাদের পরিবারের সদস্যদের পজিটিভ
রিপোর্ট আসে।’
তিনি আরও বলেন, ‘একই দিনে
আমরা একই উপসর্গের আরও কিছু রোগী পেয়েছিলাম। তখনি আমরা ভেবেছিলাম, ভিন্ন কোনও কিছু
দেখতে যাচ্ছি আমরা। সেদিন আমি নতুন এ ধরনে সংক্রমিত দুই থেকে তিনজন রোগী দেখেছিলাম।’
অ্যাঞ্জেলিক কোয়েটজি বলেন,
‘ওমিক্রনে আক্রান্ত রোগীদের বেশিরভাগই পুরুষ, যাদের বয়স ৪০ বছরের নিচে। আক্রান্ত পুরুষদের
মধ্যে অর্ধেকই করোনা টিকার পূর্ণ ডোজ নিয়েছেন। তরুণ রোগীদের ক্ষেত্রে ওমিক্রন খুবই
অস্বাভাবিক হয়ে উঠতে পারে। তাদের সতর্ক হওয়া জরুরি।’
তিনি বলেন, ‘করোনার তৃতীয়
ঢেউয়ের সময়ে আমরা অসংখ্য ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমিত রোগী দেখেছিলাম। তবে নতুন এ ধরনটি
ডেল্টা ভ্যারিয়েন্টের ক্লিনিক্যাল যে চিত্র, তার সঙ্গে তেমন মিল নেই। ওমিক্রন আক্রান্তদের
অধিকাংশই অতি মৃদু উপসর্গে ভুগছেন। আক্রান্তদের পেশীতে মৃদু ব্যথা, গলায় খুসখুস ভাব
এবং শুকনো কাশি হচ্ছে। অল্প কয়েকজনের শরীরের তাপমাত্রা সামান্য বেশি পাওয়া গেছে।’
দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইন্সটিটিউট অব কমিউনিক্যাবল ডিজিজ (এনআইসিডি) জানিয়েছে, দেশটির কয়েকটি ল্যাবরেটরিতে গত ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর সময়ের মধ্যে সংগ্রহ করা নমুনায় ওমিক্রন ধরনটি শনাক্ত হয়। যাচাই শেষে ২৫ নভেম্বর নতুন ধরন হিসেবে নিশ্চিত হওয়া যায়।
মন্তব্য করুন
সম্প্রতি সাত দশমিক আট মাত্রার ভয়াবহ
ভূমিকম্পে তুরস্কের সিরিয়ার
উত্তরপশ্চিমাঞ্চলে মারাত্মক
বিপর্যয় দেখা যায়। যুদ্ধবিধ্বস্ত দেশটির ওই এলাকায় ভূমিকম্পে
ক্ষতিগ্রস্তরা তাঁবু টানিয়ে বসবাস করছে। কিন্তু এবার সেখানে ভারি বৃষ্টির পর বন্যা দেখা
দিয়েছে। এতে কয়েক ডজন ক্যাম্প পানিতে তলিয়ে গেছে। খবর আল-জাজিরার।
সিরিয়ার একটি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ইদলিব প্রদেশের পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষতিগ্রস্তদের অনেকেই সম্প্রতি ভূমিকম্পের কারণে বাস্তুচ্যুত হয়। সেখানের রাস্তাগুলোও ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।
সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানান, হাফসারজাহ ও বিশমারুন শহরের ক্যাম্পের বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র প্লাবিত হয়েছে। তাছাড়া আদওয়ান গ্রামে মার্কেট ধসে পড়েছে।
তিনি বলেন, ভূমিকম্পের পর সেখানে বেশ কিছু ক্যাম্প তৈরি করা হয়। এক একটা ক্যাম্পে অসংখ্য তাঁবু রয়েছে। এবারের ভারি বৃষ্টিতে ৪০টির বেশি ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সুইস সিসমোলজি সার্ভিসের পরিচালক স্টেফান উইমার জানান, তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে যে ধরনের ভূমিকম্প হয়েছে সেটি গত একশ বছরের মধ্যে উল্লেখযোগ্য।
ভূত্বকের টেকটোনিক প্লেটগুলোর নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। প্লেটগুলোর আকার পরিবর্তিত হয়। দুটি টেকটোনিক প্লেটের মাঝে আছে ফল্ট লাইন। ভূমিকম্প সাধারণত এই ফল্ট লাইনের আশপাশে হয়ে থাকে। টেকটোনিক প্লেটগুলো ধীরে ধীরে সরে যায় এবং কখনও কখনও সঙ্গে লেগে থাকে আবার কখনও ফল্ট লাইনে কম্পন তৈরি করে। যখন এটি খুব বেশি বৃদ্ধি পায়, তখনই ভয়াবহ ভূ-কম্পন্ন অনুভূত হয়। যেটি তুরস্ক-সিরিয়ায় ঘটেছে।
মন্তব্য করুন
নয়া মোড় নিয়েছে বিশ্বভারতী জমি বিতর্কে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদ করার নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই তাঁর বোলপুরের বাড়িতে সেই নোটিশ পাঠানো হয়েছে।
আগামী ২৯ মার্চ বিশ্বভারতী
কর্তৃপক্ষের তরফ থেকে কাগজপত্র নিয়ে হাজির হওয়ার কথা বলা হয়েছে। জমি নিয়ে শুনানির দিন অমর্ত্য সেনকে সশরীরে বা তাঁর কোনও
প্রতিনিধিকে থাকার কথা বলা হয়েছে। বিশ্বভারতীয় সেন্ট্রাল অ্যাডমিশন বিল্ডিংয়ের কনফারেন্স হলে হবে এই শুনানি।
বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে চিঠিতে দাবি করা হয়েছে, অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন। শান্তিনিকেতনের শ্রীপল্লীতে বিশ্বভারতীর থেকে লিজ নেওয়া ২০১ নম্বর প্লটের কথা উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে নিয়ম অনুযায়ী তাকে কেন উচ্ছেদ করা হবে না? সেই প্রশ্ন তুলেছে বিশ্বভারতী।
বিতর্ক মূলত বোলপুরে অর্মত্য সেনের বাড়ির প্রতীচীর জমির একাংশ নিয়ে। নোবেলজয়ীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে জমি ফেরত চেয়ে এর আগে একাধিকবার
চিঠি দিয়েছে বিশ্বভারতী। চিঠিতে বলা হয়েছে,“নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন বিশ্বভারতীয় মোট ১.৩৮ একর
জমি ভোগ করছেন। এর মধ্যে আইনগতভাবে
তাঁর জমির পরিমাণ ১.২৫ একর।”
বাকি জমি তাঁকে ফেরত দেওয়ার কথা বলে এর আগেও চিঠি
দিয়েছিল বিশ্ববিদ্যালয়।
এদিনের নোটিশকে শো কজ বলেই
ব্যাখা করা হচ্ছে। সেখানে বলা হয়েছে, ''বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী কর্তৃপক্ষের জমি ওই ১৩ ডেসিমেল।
এটি একটি জাতীয় সম্পদ। তাই উদ্ধার করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। ১৯৭১ সালের উচ্ছেদ আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি।''
সম্প্রতি শান্তিনিকেতনে এসেছিলেন নোবেলজয়ী। সেসময় অমর্ত্য সেনের কাছে ১৩ ডেসিমেল জমি
ফেরত চেয়ে চিঠি পাঠান বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই নিয়ে চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে।
চিঠি বিতর্কের পরপরই বোলপুর সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনের সঙ্গে দেখা করেন। বিএলআরও অফিস থেকে স্বয়ং অমর্ত্য সেনের জমির মাপজোপ সংক্রান্ত কাগজ এনে নোবেলজয়ী অর্থনীতিবিদের হাতে তুলে দেন।
জমিবির্তকে অমর্ত্য সেনের দাবি, ওই জমির অংশ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের থেকে লিজ নেওয়া বাকি জমি কেনা। নোবেলজয়ীর দাবি, তথ্য লুকিয়ে মিথ্যে কথা বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
আন্তর্জাতিক আদালতের তরফে যুদ্ধাপরাধী ঘোষণার মাঝেও জিনপিংকে স্বাগত জানাতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দীর্ঘদিন বাদে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে চলেছে বলে কথা। আজই রাশিয়া
যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁকে
স্বাগত জানাবেন পুতিন। টানা তৃতীয়বারের মত চীনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম
বিদেশ সফরে যাচ্ছেন শি। অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালতের তরফে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলে ঘোষণা করা হয় এবং তাঁর
বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর একদিকে যেমন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই
সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন, সেখানে পুতিনের পাশেই দাঁড়াতে পারেন শি বলে জানা গিয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই সফরকে রাশিয়া অত্য়ন্ত গুরুত্ব দিচ্ছে, কারণ এই সফরের মাধ্যমেই পশ্চিমী দুনিয়ার কাছে রাশিয়া বার্তা দেবে যে তাদের পাশে শক্তিধর বন্ধু দেশ রয়েছে। আজই মস্কোয় পৌঁছবেন শি। দুই দেশের মধ্যে অংশীদারিত্ব বাড়াতে পুতিন ও জিনপিং বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করতে পারেন বলে জানা গেছে। দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা থাকলেও, প্রধান আলোচ্য় বিষয় হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, এমনটাই সূত্রের খবর।
রাশিয়া সফরের আগেই সম্প্রতি চিনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে শান্তি স্থাপকের ভূমিকা পালন করতে পারে চিন। রুশ প্রেসিডেন্ট পুতিনও চিনের এই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন।
ইউক্রেনে রাশিয়ার হামলা এক বছর পেরিয়ে গেছে। যদিও এখনও সেখানে যুদ্ধবিরতি হওয়ার কোনও লক্ষণ নেই, তবে যুদ্ধের তীব্রতা আগের থেকে কিছুটা কমেছে। তবে ইউক্রেনের বিভিন্ন এলাকায় এখনও অতর্মকিত হামলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী। ইউক্রেন সেনাও প্রতিরোধ করছে। আন্তর্জাতিক মহলের বিভিন্ন চেষ্টা সত্ত্বেও রুশ আগ্রাসন বন্ধ হয়নি। এই পরিস্থিতিতে আজ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মস্কো সফর। সেখানে গিয়ে শান্তিস্থাপকের ভূমিকা নিতে পারে চীন। অন্তত এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রাশিয়া সফর গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে জিনপিং কথা বলতে পারেন বলেও গুজব ছড়িয়েছে। তবে ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্বে শুরু থেকে রাশিয়ার পাশে রয়েছে চীন। সরাসরি রাশিয়াকে সাহায্য না করলেও পশ্চিমী দুনিয়ার আর্থিক নিষেধাজ্ঞার সময়ে মস্কোর পাশে ছিল বন্ধু বেইজিং।
রাশিয়া চীনের পুরনো বন্ধু। বিশেষত আমেরিকা ও ইউরোপের দেশগুলির জোটের বিরুদ্ধে যদি কোনও অক্ষ ঘঠিত হয়, তাতে প্রথম দুই নাম রাশিয়া ও চীন। ইউক্রেনে হামলার পর পশ্চিমী দুনিয়া এক ঘরে করার চেষ্টা করেছে রাশিয়াকে। অন্য দিকে তাইওয়ানে আমেরিকার উচ্চপদস্থ পদাধিকারদের সফর আরও কাছাকাছি এনেছে এই দুই দেশকে। এই পরিস্থিতিতে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জিনপিংয়ের রাশিয়া সফরের ঘোষণা করা হয়ে। সেই সফরের ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছিলেন, শান্তি স্থাপনে উদ্যোগ নেবেন চীনা প্রেসিডেন্ট। এই সফরের ব্যাপারে বেইজিংয়ের এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াং ওয়াইয়েই বলেছেন, “যুদ্ধ বন্ধ করা সকলেরই ইচ্ছা। কারণ পশ্চিমী দুনিয়া ও আমেরিকা ইউক্রেনকে যতদিন ধরে সাহায্য করবে ভেবেছিল, তা পারবে না। কিন্তু চীন দু’পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার ক্ষমতা রাখে। ইউক্রেন ও রাশিয়ার বিশ্বাসযোগ্য বন্ধু হতে পারে।”
যদিও চীন রাশিয়া-ইউক্রেনের দ্বন্দ্ব মেটাতে পারবেন, তা নিয়ে সংশয় রয়েছে আমেরিকা ও ইউরোপের একাংশের বিশেষজ্ঞ মহলের। এ নিয়ে চীননের পররাষ্ট্র নীতির উপরে কাজ করা আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেছেন, “ইউক্রেনে শান্তি ফেরাতে বেইজিং খুবই নগন্য উদ্যোগ নিয়েছে। রাশিয়ার উপর চাপ তৈরি বা রাশিয়াকে প্রকাশ্যে যুদ্ধ বন্ধ করতে কখনও বলেনি চীন।”
তবে আন্তর্জাতিক ফৌজদারি আদালত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারির করার পর জিংপিন যাচ্ছেন সেখানে। আজ চীনা প্রেসিডেন্টের এই রাশিয়া সফরে নজর রাখছে আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়া।
মন্তব্য করুন
ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার পক্ষে অবস্থান করছে চীন। পশ্চিমা নিষেধাজ্ঞায় নাকাল রাশিয়ার জ্বালানি খাতের হালও এখন শি জিনপিংয়ের দেশের হাতে।
বর্তমানে রাশিয়ার জ্বালানি তেলের সিংহভাগ আমদানি করছে চীন। অন্যদিকে জাতিসংঘের মতো বড় বৈশ্বিক সংগঠনেও চীনের সমর্থন পেয়ে আসছে রাশিয়া।
ইউক্রেন ইস্যুতে বেইজিংয়ের এমন অবস্থানের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন সংঘাত নিরসনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসায় চীনের প্রশংসাও করেছেন এই রুশ নেতা।
জিনপিংয়ের রাশিয়া সফর সামনে রেখে তাকে প্রশংসায় ভাসালেন পুতিন। তার প্রত্যাশা স্নায়ুযুদ্ধের আমলের চেয়েও আরও মজবুত হবে দুই দেশের সামরিক ও রাজনৈতিক বন্ধন।
চীন সব ধরনের সহযোগিতা করবে বলেও বিশ্বাস পুতিনের। তিনি বলেছেন, ‘চীন স্বতঃস্ফূর্তভাবেই ইউক্রেন সংকটের সমাধান করতে চায়। ’ ইউক্রেন ইস্যুতে ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকায় তিনি চীনের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন।
মন্তব্য করুন
সম্প্রতি
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কোনো রকম ভোটাভুটি
ছাড়াই ডিক্রি জারির মাধ্যমে অবসরের বয়স ৬২ থেকে
বাড়িয়ে ৬৪ বছর করে
বিতর্কিত পেনশন সংস্কার আইন নিষ্পত্তির যে
সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে
ফরাসি জনগণের মধ্যে। টানা দুইদিন যাবত চলছে প্রতিবাদ। রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে
পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে প্রতিবাদকারীরা।
রয়টার্স
টেলিভিশনের ফুটেজে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে
দেশটির জাতীয় পার্লামেন্ট ভবনের কাছে প্যারিসে প্লেইস
দে লা কনকর্ডে জড়ো
হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদুনে
গ্যাস ছুড়তে দেখা গেছে, জানিয়েছে
বার্তা সংস্থা রয়টার্স।
এ সময় সারিবদ্ধভাবে
দাঁড়ানো দাঙ্গা পুলিশের সামনে যুদ্ধংদেহী ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকা কিছু আন্দোলনকারীকে
‘ম্যাক্রোঁ, ক্ষমতা ছাড়ো’ স্লোগান দিতে দেখা গেছে। আরটিএল
রেডিওর জন্য একটি জরিপে
অংশ নেওয়া প্রতি ১০ জনের মধ্যে
আটজনেরও বেশি ভোটার পার্লামেন্টে
ভোট এড়াতে সরকারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছেন। জরিপে অংশ নেওয়াদের ৬৫
শতাংশ বলেছেন, তারা চান ধর্মঘট
ও বিক্ষোভ অব্যাহত থাকুক।
৫২ বছর বয়সী
মনোবিজ্ঞানী নাথালি আলকিয়ে বলেছেন, “ভোট ছাড়া অগ্রসর হওয়ার মানে হচ্ছে গণতন্ত্রকে অস্বীকার
করা, গত কয়েক সপ্তাহ ধরে রাস্তায় রাস্তায় যা হচ্ছে, তাকে পুরোপুরি অস্বীকার করা। এটা
আর নেওয়া যাচ্ছে না।”
ফ্রান্সের
প্রধান শ্রমিক কর্মচারি ইউনিয়নগুলোর একটি বিস্তৃত জোট
জানিয়েছে, তারা পেনশন আইনে
পরিবর্তন নিয়ে সরকারকে পিঁছু
হটতে বাধ্য করার চেষ্টায় জনগণকে
সংগঠিত করা অব্যাহত রাখবে।
তারা আগামী শনি ও রোববার
সাপ্তাহিক ছুটির দিনে বিক্ষোভ করার
পরিকল্পনা করছে, বৃহস্পতিবার দেশজুড়ে শিল্পকারখানায় কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।
সরকারের
পেনশন সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে চলতি বছরের মধ্য
জানুয়ারি থেকে দেশজুড়ে ৮
দিন বিক্ষোভ দেখেছে ফ্রান্স; স্থানীয় পর্যায়ে শিল্প-কারখানাগুলোতে নানান কর্মসূচিও হয়েছে; তবে বৃহস্পতি আর
শুক্রবারের অস্থিরতা লোকজনকে ২০১৮ সালে জ্বালানির
দাম বৃদ্ধিকে ঘিরে হওয়া ‘ইয়োলো
ভেস্ট’ বিক্ষোভের কথা স্মরণ করিয়ে
দিয়েছে। সেবারের আন্দোলন ম্যাক্রোঁকে কার্বন করের বিষয়ে আংশিক
পিঁছু হটতে বাধ্য করেছিল।
ফ্রান্সে এমন
জোরালো আন্দোলন যদি অব্যাহত থাকে তাহলে এবারও জনগণের স্বার্থবিরোধী এবং বিতর্কিত এমন
সিদ্ধান্ত থেকে ম্যাক্রোঁকে সরে আসতে হবে বলে ধারণা করছেন অনেকেই।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অবসর বয়স বিতর্কিত পেনশন সংস্কার আইন
মন্তব্য করুন
ভূত্বকের টেকটোনিক প্লেটগুলোর নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। প্লেটগুলোর আকার পরিবর্তিত হয়। দুটি টেকটোনিক প্লেটের মাঝে আছে ফল্ট লাইন। ভূমিকম্প সাধারণত এই ফল্ট লাইনের আশপাশে হয়ে থাকে। টেকটোনিক প্লেটগুলো ধীরে ধীরে সরে যায় এবং কখনও কখনও সঙ্গে লেগে থাকে আবার কখনও ফল্ট লাইনে কম্পন তৈরি করে। যখন এটি খুব বেশি বৃদ্ধি পায়, তখনই ভয়াবহ ভূ-কম্পন্ন অনুভূত হয়। যেটি তুরস্ক-সিরিয়ায় ঘটেছে।
বিতর্ক মূলত বোলপুরে অর্মত্য সেনের বাড়ির প্রতীচীর জমির একাংশ নিয়ে। নোবেলজয়ীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে জমি ফেরত চেয়ে এর আগে একাধিকবার চিঠি দিয়েছে বিশ্বভারতী। চিঠিতে বলা হয়েছে,“নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন বিশ্বভারতীয় মোট ১.৩৮ একর জমি ভোগ করছেন। এর মধ্যে আইনগতভাবে তাঁর জমির পরিমাণ ১.২৫ একর।” বাকি জমি তাঁকে ফেরত দেওয়ার কথা বলে এর আগেও চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয়।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই সফরকে রাশিয়া অত্য়ন্ত গুরুত্ব দিচ্ছে, কারণ এই সফরের মাধ্যমেই পশ্চিমী দুনিয়ার কাছে রাশিয়া বার্তা দেবে যে তাদের পাশে শক্তিধর বন্ধু দেশ রয়েছে। আজই মস্কোয় পৌঁছবেন শি। দুই দেশের মধ্যে অংশীদারিত্ব বাড়াতে পুতিন ও জিনপিং বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করতে পারেন বলেই জানা গিয়েছে। দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা থাকলেও, প্রধান আলোচ্য় বিষয় রাশিয়া-ইউক্রেনের যুদ্ধই হবে, এমনটাই সূত্রের খবর।
সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কোনো রকম ভোটাভুটি ছাড়াই ডিক্রি জারির মাধ্যমে অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ বছর করে বিতর্কিত পেনশন সংস্কার আইন নিষ্পত্তির যে সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ফরাসি জনগণের মধ্যে। টানা দুইদিন যাবত চলছে প্রতিবাদ। রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে প্রতিবাদকারীরা।