রাশিয়াকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নেদারল্যান্ডসের হেগ-ভিত্তিক আইসিসিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিল আর্মেনিয়া। আর্মেনিয়ার সংসদের ভোটাভুটিতে ৬০ জন সদস্য আইসিসির গোড়াপত্তনকারী রোম সংবিধি অনুমোদনের পক্ষে ভোট দিয়ে অুনমোদন করেন। অন্যদিকে সরকার-বিরোধী ২২ সংসদ সদস্য আইসিসিতে যোগদানের বিরোধিতা করে ভোট দেয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনের বিরুদ্ধে আইসিসির পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের সময় যুদ্ধাপরাধের দায়ে পুতিনের বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। যার ফলে কোন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেননা পুতিন!
সম্প্রতি নাগোরনো-কারাবাখ ইস্যুকে কেন্দ্র করে রাশিয়া ও অর্মেনিয়ার মধ্যে সম্পর্কে ফাটল ধরে। মূলত রাশিয়া আর্মেনিয়া সহযোগী দেশ হওয়া সত্তেও সাম্প্রতিক সময়ে আজারবাইজানের সঙ্গে ঘটিত সংঘাতে রাশিয়া আর্মেনিয়াকে সহযোগিতা করেনি বলে অভিযোগ করে আর্মেনিয়, যার ফলে তারা এই কঠিন সিদ্ধান্ত নিলো।
আর্মেনিয়ার সরকারের পক্ষ থেকে বলা হয়, রাশিয়া আর্মেনিয়ার প্রতিরক্ষায় আসেনি এবং নাগোরনো কারাবাখে তাদের নৃগোষ্ঠীর লোকদের রক্ষা করেনি। এ কারণে আর্মেনিয়া ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট গঠন করছে।
উল্লেখ্য, সম্প্রতি আজারবাইজান এক অভিযানে নাগোরনো-কারবাখে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর ফলে সেখানে বসবাসরত আর্মেনীয় নৃগোষ্ঠীর হাজার হাজার নাগরিক অঞ্চলটি ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
আর্মেনিয়ার আইসিসিতে যোগ দেওয়াকে ‘ভুল সিদ্ধান্ত’ আখ্যা দিয়েছে রাশিয়া। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “আমরা চাই না প্রেসিডেন্ট (পুুতিন) কোনো কারণে আর্মেনিয়া সফর প্রত্যাখ্যান করুক।”
গত সপ্তাহে এ ব্যাপারে আর্মেনিয়াকে সতর্ক করে পেসকভ বলেছিরেন, এর ফলে দু’দেশের সম্পর্কে যে ফাটল সৃষ্টি হয়েছে তা আরো গভীর হবে। আর্মেনিয়া ভালো করে জানে যে, আমরা রোম সংবিধিতে স্বাক্ষর করিনি। আর ওই সংবিধির আওতায় কী কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাও আর্মেনিয়ার অজানা নয়।