সম্প্রতি আফ্রিকা অঞ্চলে
শনাক্ত হয় ওমিক্রন। এখন পর্যন্ত বিশ্বের ১৩টি দেশে করোনার নতুন ধরনটিতে আক্রান্ত রোগী
শনাক্ত হয়েছে। বাইডেন বলছেন, ‘বিষয়টি উদ্বেগের, কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’
স্থানীয় সময় সোমবার
(২৯ নভেম্বর) হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘আগের যে
কোনো সময়ের তুলনায় ভাইরাসের নতুন ধরনটি মোকাবিলায় আমাদের হাতে বেশি সরঞ্জাম রয়েছে।’
আপাতত দেশে লকডাউন কিংবা চলাচলে বিধিনিষেধ বাড়ানোর পরিস্থিতি তৈরি হয়নি।
এদিকে দেশে দেশে ওমিক্রন
শনাক্তের খবর মেলার পর আফ্রিকার আট দেশ থেকে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বাইডেন মনে করছেন, ওমিক্রন নিয়ন্ত্রণে ভালো অবস্থানে রয়েছে দেশটি।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের
শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসির আশা করছেন, প্রচলিত টিকাগুলো ওমিক্রনের
বিরুদ্ধেও কাজ করবে। আর বুস্টার ডোজ সুরক্ষা বাড়াবে।
এদিকে ওমিক্রনের বিস্তার
রুখতে টিকা, বুস্টার ডোজ ও করোনা পরীক্ষার ওপরই জোর দেওয়া হবে বলে জানিয়েছেন বাইডেন।
আপাতত দেওয়া হচ্ছে না লকডাউন। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বিমানে চলাচলের
ক্ষেত্রে টিকা গ্রহণ ও করোনা পরীক্ষার বাধ্যবাধকতার প্রয়োজনীয়তাও দেখছেন না তিনি।
এর আগে গত রোববার বিশ্ব
স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, ওমিক্রন করোনার ‘উদ্বেগজনক ধরন’। তখন সংস্থাটি
বলে, করোনার নতুন এ ধরন অন্যান্য ধরনের তুলনায় বেশি সংক্রামক বা এ ধরনের সংক্রমণে রোগীর
অবস্থা আরও বেশি গুরুতর হয় কি না, সেটা এখনো জানা যায়নি। এ ছাড়া ওমিক্রন মোকাবিলায়
ভ্রমণ নিষেধাজ্ঞা জারি না করারও মতামত ব্যক্ত করে।
মন্তব্য করুন
ইরান গ্রিস তেল ট্যাংকার যুক্তরাষ্ট্র
মন্তব্য করুন
জি৭ জার্মানি যুক্তরাষ্ট্র রাশিয়া
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মরিয়ম নাবাতানজি। ৪০ বছরের পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার বাসিন্দা এই নারী এখন সারা বিশ্বে বেশ চর্চিত। কারণ তিনি তার সারা জীবনে জন্ম দিয়েছেন ৪৪টি সন্তানের! ভাবা যায় একাই ৪৪। যার মাঝে তিনি শুধু একবারই একটি সন্তানের জন্ম দিয়েছিলেন আর বাকি প্রতিবারই দুই থেকে চারটি করে বাচ্চার জন্ম দিয়েছেন তিনি। খবর নিউইয়র্ক পোস্ট'র।