কালার ইনসাইড

‘বাফটা’ পুরস্কার মনোনয়নের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:২৩ পিএম, ১১ জানুয়ারী, ২০১৮


Thumbnail

সেরা চলচ্চিত্র ও অভিনয়শিল্পী বাছাইয়ের জন্য ১৯৪৮ সালে শুরু হয় ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস(বাফটা) পুরস্কার। ব্রিটিশ ও আন্তর্জাতিক চলচ্চিত্রের বিভিন্ন শাখায় সেরাদের নির্বাচিত করে বাফটা। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি লন্ডনের রয়েল আলবার্ট হলে এই প্রতিযোগিতার চূড়ান্ত আসর অনুষ্ঠিত হবে। ৭১তম এই আসরে চলচ্চিত্রের মোট ২৫টি শাখায় এই পুরস্কার দেয়া হবে। ২৫টি শাখার মধ্যে ১৫টি শাখায় মনোনয়নের খবর সম্প্রতি প্রকাশিত হয়েছে। দেখা যাক কারা থাকছে মনোনয়নের তালিকায়।

সেরা চলচ্চিত্র

সবচেয়ে বেশী শাখায় পুরস্কারে মনোনীত হয়েছে গুইল্লারমো দেল তরো পরিচালিত ছবি ‘দ্যা শেইফ অফ ওয়াটার’। গোল্ডেন গ্লোব বিজয়ী ম্যাক্সিকান পরিচালকের এই ছবি মোট ১২টি শাখায় মনোনয়ন পেয়েছে। মোট ৯টি শাখায় মনোনয়ন পেয়েছে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং; মিসৌরি’ ও ‘ডারকেস্ট আওয়ার’ চলচ্চিত্র। এছাড়া ‘কল মি বাই ইয়োর নেম’ ও ক্রিস্টোফার নোলানের ‘ডানকার্ক’ সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে।

সেরা পরিচালক

ইতোমধ্যে সেরা পরিচালকের তালিকা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। কারণ গোল্ডেন গ্লোবের মত বাফটাতেও কোন নারী পরিচালকের ঠাঁই হয়নি। তালিকায় পুরুষ পরিচালকের মধ্যে রয়েছেন-

  • ডেনিশ ভিলেনেভ (ব্লেড রানার ২০৪৯)
  • লুকা গডানিনো (কল মি বাই ইয়োর নেম)
  • ক্রিস্টোফার নোলান (ডানকার্ক)
  • গুইলারমো দেল তরো (দ্যা শেইফ অফ ওয়াটার)
  • মার্টিন ম্যাকডোনা (থ্রী বিলবোর্ড আউটসাইড ইবিং;মিসৌরি)

সেরা অভিনেতা

  • ড্যানিয়েল ডে লুইস (ফ্যান্টম থ্রেড)
  • ড্যানিয়েল কালুইয়া (গেট আউট)
  • গ্রে ওল্ডম্যান (ডারকেস্ট আওয়ার)
  • জ্যামি বেল (ফিল্মস্টার্স ডোন্ট ডাই ইন লিভারপুল)
  • টিমদি চ্যালামেট (কল মি বাই ইয়োর নেম)

সেরা পার্শ্ব অভিনেতা

  • ক্রিস্টোফার প্লাম্মার (অল দ্যা মানি ইন দ্যা ওয়ার্ল্ড)
  • হাগ গ্র্যান্ট (প্যাডিংটন ২)
  • স্যাম রকওয়েল (থ্রী বিলবোর্ডস অউটসাইড অফ এবিং;মিসৌরি)
  • ওয়াইলেম ডেঁফো (দ্যা ফ্লোরিডা প্রজেক্ট)
  • উডী হ্যারেলসন (থ্রী বিলবোর্ডস আউটসাইড অফ এবিং; মিসৌরি)

সেরা অভিনেত্রী

  • অ্যানিতি বেনিং (ফিল্মস্টার্স ডোন্ট ডাই ইন লিভারপুল)
  • ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড (থ্রী বিলবোর্ডস আউটসাইড এবিং;মিশৌরি)
  • মার্গট রবিই (আই টনিয়া)
  • শ্যালি হকিন্স (দ্যা শেইফ অফ ওয়াটার)
  • সাওয়ারসি রনান (লেডি বার্ড)

সেরা পার্শ্ব অভিনেত্রী

  • অ্যালিসন জেনি (আই টনিয়া)
  • ক্রিস্টিন স্কট থমাস (ডার্কেস্ট আওয়ার)
  • লৌরি মেটকাফ (লেডি বার্ড)
  • লেসলি ম্যানভিলে (ফ্যান্টম থ্রেড)
  • অক্টাভিয়া স্পেন্সার (দ্যা শেইফ অফ ওয়াটার)

সেরা ব্রিটিশ চলচ্চিত্র

  • ডার্কেস্ট আওয়ার
  • দ্যা ডেথ অফ স্ট্যালিন
  • গডস ওউন কান্ট্রি
  • লেডি ম্যাকবেথ
  • প্যাডিংটন ২
  • থ্রী বিলবোর্ডস আউটসাইড অফ এবিং;মিসৌরি

অন্য ভাষার সেরা চলচ্চিত্র

  • এলে
  • ফার্স্ট দে কিলড মাই ফাদার
  • দ্যা হ্যান্ডমেইডেন
  • লাভলেস
  • দ্যা সেলসম্যান

সেরা অ্যানিমেশন চলচ্চিত্র

  • কোকো
  • লাভিং ভিন্সেন্ট
  • মাই লাইফ অ্যাজ এ কোরজ্যাট

সেরা তথ্যচিত্র

  • সিটি অফ গোস্ট
  • আই এম নট ইয়োর নিগ্রো
  • আই ক্যারাস
  • অ্যান ইনকনভেনিইয়েন্ট সিকোয়েল
  • জেইন

সেরা সিনেমাটোগ্রাফি

  • ব্লেড রানার ২০৪৯ (রজার ডেকিন্স)
  • ডারকেস্ট আওয়ার (ব্রুনো ডেলবনেল)
  • ডানকির্ক (হয়েট ভ্যান হয়টেমা)
  • দ্যা শেইফ অফ ওয়াটার (ড্যান লৌটসেন)
  • থ্রী বিলবোর্ডস দ্যা আউটসাইড অফ এবিং;মিসৌরি (বেন ডেভিস)

 

বাংলা ইনসাইডার/ এইচপি/এমআরএইচ



মন্তব্য করুন


কালার ইনসাইড

বঙ্গবন্ধুর সমাধিতে শিল্পী সমিতির শ্রদ্ধা

প্রকাশ: ০২:০৮ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বে তারা গেল শনিবার (২৮ এপ্রিল) বিকেলে জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সহসভাপতি ডিএ তায়েব, সহসাধারণ সম্পাদক আরমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, কোষাধ্যক্ষ কমল, কার্যনির্বাহী সদস্য সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, চুন্নু ও সনি রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, নাহিদা আশরাফ আন্না, ডি জে সোহেলসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়। মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট এবং ২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।


বঙ্গবন্ধু   শিল্পী সমিতি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

অপু বিশ্বাস কেন ঢালিউডের ‘গসিপ কুইন’ জানাল ইমন

প্রকাশ: ০১:০৬ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

ঈদ উপলক্ষে বরাবরই তারকাদের নিয়ে আড্ডার আয়োজন করে বেসরকারি টেলিভিশনগুলো। বিভিন্ন ব্যান্ডের ফটোশুটে প্রায় তাদের একসঙ্গে দেখতে পাওয়া যায় ঢালিউড কুইন অপু বিশ্বাস ও তরুন নায়ক ইমন খান কে। কাজের সূত্র ধরেই দুই তারকার বন্ধুত্ব গাঢ় হয়েছে। বন্ধুত্বের জায়গা থেকেই এবারে ইমন অপু বিশ্বাসকে ঢালিউডের ‘গসিপ কুইন’ বলেন। 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়েছিলেন ইমন। ওই অনুষ্ঠানে ‘জানতে চাই’ নামের একটি অংশ নায়কের কাছে উপস্থাপক জানতে চান ঢালিউডের ‘গসিপ কুইন’ কে। এমন প্রশ্নের জবাবে অবলীলায় ইমন অপু বিশ্বাসের কথাবলেন।

ইমন একটু হেসেই বলেন, অপু বিশ্বাসের কাছে ঢালিউডের সব খবর থাকে। মানে অপু বিশ্বাসকে সবাই বলে নায়ক মান্না ভাই। আগে মান্না ভাইয়ের কাছে সব ধরনের খবর থাকত। এখন থাকে তার কাছে। সে জানে ইন্ডাস্ট্রিতে কোথায় কী হচ্ছে। এমনকি সে খুব সঠিক তথ্যও দিয়ে দেয়।

ব্যক্তি জীবনের নানান বিষয় নিয়ে আলোচনায় থাকেন অপু বিশ্বাস। ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ নিয়েই বেশি আলোচনা চলে এই অভিনেত্রীকে নিয়ে। বর্তমানে নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।


অপু বিশ্বাস   ঢালিউড   ‘গসিপ কুইন’ ইমন খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

হানিফ সংকেতের ফেসবুক হ্যাক

প্রকাশ: ১০:৪২ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪


Thumbnail

জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের অফিশিয়াল ফেসবুক পেজ রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় হ্যাক হয়েছিল। পেজটির দখলে নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ছবিও পোস্ট করেন হ্যাকাররা। তবে অল্প সময়ের মধ্যেই হানিফ সংকেতের কারিগরি দল পেজের নিয়ন্ত্রণ নিয়েছে।

ফেসবুক পেজ ফিরে পাওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে পেজে দেয়া এক পোস্টে বলা হয়েছে, ‘কিছুক্ষণ আগে কে বা কারা পেজটি হ্যাক করে সেখানে অত্যন্ত অরুচিকর একটি দৃশ্য সংযোজন করে, যা দ্রুততম সময়ের মধ্যেই আমার টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করে।’

এতে আরও বলা হয়, ‘আমাদের এই পোস্ট দেয়ার আগেই অনেকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে আমাদের সতর্ক করেছেন, সে জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

হানিফ সংকেত   ফেসবুক  


মন্তব্য করুন


কালার ইনসাইড

লাবণ্যময়ী সেই ভাইরাল হাসি নিয়ে মুখ খুললেন পিয়া

প্রকাশ: ০৩:৩০ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪


Thumbnail

সম্প্রতি আইনজীবীর পোশাকে পিয়া জান্নাতুল এর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন একটি বিষয় নিয়ে কথা বলছেন। আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে সেই কথা শুনে লাবণ্যময়ী হাসি দিচ্ছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। ব্যস্, এই হাসিতেই ঘায়েল নেটিজেনরা। বিভিন্ন গানের সঙ্গে ভিডিওটি জুড়ে দিয়ে তৈরি হচ্ছে রিলস ও মিম।

রাতারাতি ট্রেন্ডিংয়ে উঠে যাওয়া কিংবা যাকে নিয়ে চারদিকে এত হইচই, এবার পিয়া জান্নাতুলই মুখ খুললেন বিষয়টি নিয়ে। গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মোটেই আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না। কারণ বুঝি, যারা ২ সেকেন্ডে ওপরে ওঠাতে পারে, তারা পরে আবার ১ সেকেন্ডেই নামিয়ে ফেলতে পারে।

পিয়ার ভিডিওটি দেখে তরুণদের একটি বড় অংশ তাকে ‘জাতীয় ক্রাশ’বলে ডাকছেন। কেউ কেউ তো সোশ্যালমিডিয়ায় অবলীলায় লিখেও ফেলছেন, ‘প্রেমে পড়ে গেলাম। আহ্ কী হাসি!’

বিষয়টিকে ‘দোষের’ দেখছে না পিয়া জান্নাতুল। তিনি বলেন, আমি বুঝতে পেরেছি কনটেন্ট বা রিলস যে যেটাই তৈরি করছেন, তাদের বেশিরভাগই তরুণ-যুবক। আর তাদের জীবনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে।

পিয়া আরও বলেন, আসলে এগুলো এখন ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে। আর যখন যে ট্রেন্ড আসে, সবাই সেটাকেই অনুসরণ করে। এটাতে দোষের কিছু দেখছি না।

উল্লেখ্য, ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জিতে আলোচনায় আসেন পিয়া জান্নাতুল। এরপর ২০০৮ সাল থেকে র‍্যাম্প মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু। পরবর্তীতে ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। এছাড়া মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ারও সাফল্য অর্জন করেন।


ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন   পিয়া জান্নাতুল  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মুক্তির আগেই আটকে গেল রায়হান রাফির ‘অমীমাংসিত’

প্রকাশ: ১১:১৮ এএম, ২৮ এপ্রিল, ২০২৪


Thumbnail

প্রথমবার সেন্সর বোর্ডের জালে আটকা পড়ে গেলেন তরুণ নির্মাতা রায়হান রাফি। তার নির্মিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ সিনেমাটির গল্প বাস্তবের সঙ্গে মিল থাকায় আটকে গেছে সেন্সর বোর্ডে। ওয়েব ফিল্মটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু প্রমুখ। গত ক’বছর ধরে প্রেক্ষাগৃহ আর ওটিটি, দুই মাধ্যমেই সফলতা পেয়েছেন এই নির্মাতা।

গত ২৪ এপ্রিল (২৪ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে চূড়ান্ত রায় জানানো হয়, ছবিটি দর্শকদের সামনে প্রদর্শনযোগ্য নয়। তবে ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ রয়েছে।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ‘অমীমাংসিত’ নির্মাতা রায়হান রাফী। নিজের ফেসবুকে লিখেছেন, ‘সিনেমা বাস্তবের সাথে মিলে গেছে তাই এটা মুক্তি দেওয়া যাবে না! সিনেমা হতে হবে অবাস্তব! ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ সেন্সর বোর্ডে আটকে দেয়ার তীব্র প্রতিবাদ জানাই। বিষয়টা তাহলে এমন, কোনো সিনেমায় কোনো সাংবাদিক দম্পতি খুন হতে পারবে না? কাল্পনিক কাহিনি উল্লেখ করার পরেও যদি কোনো ঘটনার সাথে মিল খুঁজে পাওয়া যায়, তাহলে ব্যাপারটা এমন, ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না টাইপ।’

রাফি আরও লেখেন, ‘অমীমাংসিত’ সিনেমায় কোনো কিছুই প্রমাণ করা হয়নি, কেবল বিভিন্ন জনের ধারণা দেখানো হয়েছিল, তারপরও এই সিনেমা আটকে দেওয়াটা সত্যি দুঃখজনক!’

সবশেষে তিনি লিখেছেন, ‘সিনেমায় কোনো খুন দেখানো যাবে না, কোনো ধর্ষণ দেখানো যাবে না, কোনো অপহরণ দেখানো যাবে না, কোনো গুম দেখানো যাবে না। আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে। এখানে কোনো খুন হয় না, কোনো গুম হয় না, কোনো ধর্ষণ হয় না। এভাবেই হাত পা বেঁধে সাঁতার কাটতে হবে আমাদের দেশের সিনেমাকে।’

‘অমীমাংসিত’কে দর্শকের সামনে অপ্রদর্শনযোগ্য বলে রায় দিয়ে যে কারণগুলো দেখানো হয়েছে সেগুলো হলো, ১) চলচ্চিত্রটিতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে। (২) কাল্পনিক কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সাথে মিল রয়েছে। (৩) এ ধরনের কাহিনি বাস্তবে ঘটেছে এবং ঘটনা সংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন। (৪) চলচ্চিত্রটির কাহিনি/বিষয়বস্তু বিচারাধীন মামলার সাথে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তের বিঘ্ন ঘটাতে পারে।


অমীমাংসিত   রায়হান রাফি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন