কালার ইনসাইড

'আমি একজন ভুক্তভোগীর বাবা, গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করছি'

প্রকাশ: ০৩:৩৪ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

অনেক দিন থেকেই বিনোদন জগৎ থেকে দূরে আছেন ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন ব্যবসা ও পরিবার নিয়ে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সক্রিয়। মাঝে-মধ্যেই নানান বিষয় নিয়ে অভিনেতা তার ভেরিফাইড ফেসবুকে পোষ্ট করেন।

তারই ধারাবাহিকতায় ওমর সানী আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে কয়েকটি ছবিসহ একটি লেখা পোষ্ট করেছেন যেখানে লেখা 'আমি একজন  ভুক্তভোগীর বাবা এবং আমার পরিবার। এই কাজটা আমার ছেলের সাথে করা হয়েছে'।

ওমর সানীর ফেসবুক  স্ট্যাটাসটি পাঠকদের সুবিধার জন্য হুবহু তুলে ধরা হলো- 

আমি একজন ভোক্ত ভোগির বাবা এবং আমার পরিবার। এই কাজটা আমার ছেলের সাথে করা হয়েছে। লিখেছেন আমার ছেলে ফারদিন।

গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করছি। আইন এর আওতায় এনে শাস্তি দেয়া হোক। ৪০ - ৫০ কোটি টাকা আত্মসাৎ এবং অর্থ পাচার। Nishat Zia আপনারা হয়তো MTFE এমটিএফই এবং এরকম আরো অনেক অ্যাপস এর মাধ্যমে প্রতারণার কথা শুনেছেন। তবে আজকে কোন অ্যাপস নয় আজকে একজন ভন্ড প্রতারক এবং অর্থ পাচারকারীর বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। এবং তার জলযন্ত্র প্রমাণ আমি, আমার পরিবার, এবং আমার চেনা জানা কিছু মানুষ। নিশাত বিন জিয়া রুম্মান, এ ব্যক্তির সাথে আমার পরিচয় ২০২২ সালের মাঝামাঝি দিক দিয়ে। সে নিজেই আমাকে দাওয়াত দিয়ে তার বিয়েতে আগমন জানায়। তারপর থেকেই চেনা জানা এবং বিভিন্ন সময় নিশাত নিজে নিজেই তার একটি আইটি ব্যবসার ব্যাপারে আমাকে এবং আমার কিছু বন্ধুদের বলতে থাকেন। পরিচয় হওয়ার চার মাস পর আমাকে এবং আমার কিছু চেনা পরিচিত মানুষদের সাথে তার একটু বন্ধুত্ব গভীর হওয়ার পরে তিনি আমাদের তার কোম্পানি STASIS GROUP এবং AMAZING FASHIONS LTD এর কথা বলে কিছু নগদ অর্থ ব্যবসায়িক পুজি হিসেবে নেওয়া শুরু করেন। যদিও পরে জানা যায় তার কোম্পানির নামে ব্যাংক একাউন্ট দূরের কথা কোন বৈধ ট্রেড লাইসেন্সই নেই।

যতদিন এই অর্থ সে ফেরত না দিতে পারেন ততদিনের জন্য তার আইটি SURVEY ব্যবসার উপর ১০% লোভ্যাংশ মূল মূল অর্থের সাথে ফেরত দিবেন বলে ওয়াদা বদ্ধ হন। যদিও আমার বেলায় লভ্যাংশ ১০% হলেও কিছু মানুষের জন্য সেই লভ্যাংশ ৩০% দিবেন এবং সেটাও প্রত্যেক মাসে দিবেন বলে এই বাকি মানুষদের সাথে ওয়াদাবদ্ধ হন। আমার টাকাটা একপ্রকার ব্যবসায়িক লোন ই বলতে পারেন।

আরো জানিয়ে রাখি তারা এইসব লেনদেন যেন বাংলাদেশ সরকারের চোখে না পড়ে তাই লেনদেন গুলো  বিটকয়েন অথবা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে করে থাকতো তার প্রমাণ ছবি আকারে আমি দিয়েছি। আরো জানিয়ে রাখি বিটকয়েন অথবা ক্রিপ্ত কারেন্সির মাধ্যমে লেনদেন বাংলাদেশ প্রচলিত আইনে পুরোপুরি অবৈধ এবং একটি গুরুতর অপরাধ।

অর্থাৎ যার কাছে যা বলে টাকা নেয়া গিয়েছে তিনি সেভাবেই নগদ অর্থ মানুষের কাছ থেকে প্রতারণা করে নিয়েছেন। আমি ধাপে ধাপে তাকে ব্যবসায়িক ইনভেস্টমেন্ট ধার  আকারে ২ কোটি ৫ লক্ষ ৭০ হাজার টাকা প্রদান করেছি। 

এবং তার বিপরীতে তাকে আমি বলেছি যে আমাকে সিকিউরিটি হিসেবে আমার ইনভেসমেন্ট মূল্যের ব্যাংকের চেক প্রদান করতে হবে। এবং সেই চেক প্রদান করে সে আমার থেকে জানুয়ারি ২০২৩ সাল 2 কোটি 5 লক্ষ 70 হাজার টাকা বুঝে নেন। কিন্তু এক মাস যেতে না যেতেই তার বিভিন্ন বাহানা শুরু। প্রথম মাসে আমি সহ সবাইকেই চুক্তি মোতাবেক অর্থ প্রদান করলেও তারপর থেকে শুরু হয় বিভিন্ন বাহানা। আমি আপনাদেরকে আবারও বলে রাখি এটি একটি ব্যবসায়িক চুক্তি একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর সাথে। অধিক অর্থ লাভ এর লোভে কোন এপ্স বা সফটওয়্যারে কোন টাকা দেওয়া হয়নি। আমি এবং তার পাশাপাশি আরও ভুক্তভোগী যারা আছেন সকলেই তাকে একজন সুনামধন্য ব্যবসায়ী ALM ZIAUL HAQUE সাহেবের ছেলে নতুন একটি ব্যবসা করতে চাচ্ছে সেই সুবাদেই অর্থ ইনভেস্টমেন্ট করা। যখন এই ছেলে আমাকে এবং আর কাউকে টাকা দিতে ব্যর্থ হন তখন তার বাবার সাথে আমরা দেখা করলে তার বাবা জনাব এ এল এম জিয়াউল হক আমাদেরকে আস্তে আস্তে টাকা দিয়ে দিবেন তবে তারপর থেকে গোপন সূত্রে আমি জানতে পারি তারা সবাইকে একই কথা বলে কিছু সময় সবার থেকে আদায় করে নিচ্ছিলেন। আমার সাথে যখন তার বাবার শেষ দেখা হয়েছিল আমাকে বলেছিল তিনি পাঁচ দিনের জন্য সুইজারল্যান্ড যাচ্ছে তবে পাঁচ দিন পরে এসে আমাকে ফোন দিয়ে মিটিং করার কথা। সেই মিটিং আজ পর্যন্ত হলো না। হয়তো ভন্ড ছেলের ভন্ড বাবা এই গার্মেন্টস ব্যবসায়ী এল এম জিয়াউল হক তাদের কোম্পানি amazing fashions limited।

যাই হোক,বিভিন্ন সময় তার কাছে আমার হকের টাকা চেতে গিয়ে আমাকে এবং আমার অফিসের কর্মচারীদের হয়রানির শিকার হতে হয়। 

কিন্তু আমরা যখন আমাদের হকের টাকা তার কাছে চাচ্ছি তিনি তখন তার প্রতারণার পার্টনার তার ভাই সাহিল মুষ্টাভি এবং তার স্ত্রী আফ্রা বাসনিন (যিনি এই পুরো SCAM এর মধ্যে জড়িত) তারা তখন দুবাই ঘুরে বেড়াচ্ছে। নিশাত বিন জিয়া প্রতারণা করে অর্থ দুবাই পাচার করে ৩,০০,০০০ দেরহাম অর্থাৎ প্রায় এক কোটি টাকা এক সপ্তাহে ব্যবধানে খরচ করেন তারা দুইজন স্বামী স্ত্রী।

পরে আরো জানা যায় তিনি প্রতারণার টাকা দিয়ে তার উচ্চবিলাসী জীবন দেখিয়ে গত ৮ মাসে প্রায় ৩০ কোটি টাকা আত্মসাৎ এবং পাচার করে থাকে।

আপনারা এমটিএফই এর ব্যাপারে জানতে পেরেছেন কারণ এমটিএফই একটি অ্যাপস এবং এই অ্যাপসের মাধ্যমে মানুষের চেনা জানা অপরিচিত হাজার হাজার মানুষ বিনিয়োগ করেছে তবে আমি যে কথা বলছি এটি কোন অ্যাপস নয় এটি একজন প্রতারক তার বাবার কোম্পানি অ্যামেজিং ফ্যাশন লিমিটেডের সুনাম ব্যবহার করে বিভিন্ন সময় মানুষের থেকে ৩০ কোটি টাকা বা তার ঊর্ধ্বে আত্মসাৎ এবং বাংলাদেশের বাহিরে পাচার করেছেন। এবং যাদের থেকে টাকা নিয়েছেন সকলেই মোটামুটি স্বনামধন্য ব্যবসায়ী। সকলেই এখন প্রত্যেক দিন তাদের অর্থ কিভাবে উদ্ধার করবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু এই ভন্ড প্রতারকের ভন্ডামি দেখে আমি বুঝে গিয়েছি আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আমার কোন উপায় নেই। তাই আমি গত এক মাস আগে তার প্রদান কৃত সব চেকগুলো নিয়ে একটি লিগাল নোটিশ তার বরাবর প্রদান করি। লিগাল নোটিশ এ উল্লেখ করা আছে আগামী ৩০ দিনের মধ্যে অর্থ পুরোপুরি ফেরত না দিলে আমি চেকের উপরে NI ACT এর মামলা দিতে বাধ্য থাকিব। আপনারা হয়তো জানেন চেকের মামলা একটি সিভিল কেস কোন ক্রিমিনাল কেস নয়। আমি ঢাকা ডিবি অফিসে গত এক মাস আগে একটি লিখিত অভিযোগ প্রদান করি বরাবর অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিবি।

আমার পাশাপাশি সকল ভুক্তভোগীদের আমি ব্যক্তিগতভাবে চিনি। অনেকেই এখন মামলা করবে বলে এগিয়ে যাচ্ছে। কিন্তু সকলেই চেকের মামলা করছে। তবে এটি একটি বিশাল প্রতারণা এবং আমাদের বাংলাদেশ আইনে অর্থ পাচার একটি গুরুতর দেশদ্রোহী অপরাধ। চেক দিয়েছে অর্থ আমাকে প্রদান করতে পারেনি তাই আমি চেকের মামলা দিচ্ছি, কিন্তু এত প্রতারণা অর্থপাচার এগুলোর জন্য কি কোন বিচার হবে না? অবশ্যই হবে। এত প্রতারণার পরেও গত এক মাস আগে জানতে পারলাম একজন তাকে নগদ ৭০ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট আকারে দিয়েছে। আমি এবং আমার সাথে যারা আছে তারা হয়তো আজকের এই পোস্ট করার পরে এবং বিভিন্ন লিগাল পদক্ষেপ নেওয়ার পরে তাদের অর্থ ফেরত পাবেন বা নাও পেতে পারেন। তবে নতুন করে এই প্রতারকের প্রতারণায় কেউ যেন না পড়ে সেই উদ্দেশ্যেই আজকে এত কিছু লেখা। ইতিমধ্যে এই ব্যাপারটা নিয়ে আমি তাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির অনেক বিদ্যমান ব্যক্তিদের সাথে কথা বলেছি। এত বড় একটি প্রতারণা এবং অর্থ পাচারের এই কেসটি গণমাধ্যমে তুলে ধরলে আমার বিশ্বাস নিশাদ বিন জিয়া নামের এরকম আরো অনেক চোর এবং ভন্ড প্রতারকের থেকে মানুষ বাঁচতে পারবে। তার হুন্ডি ওলা অথবা তার অর্থ পাচার করার সাহায্যে মূল হোতা SAHIL MUSTAVI (দুবাই প্রবাসী তবে এখন বাংলাদেশে)

এবং প্রতারণা পরিচালনা করতেন নিশাত বিন জিয়া রুম্মান এবং তার স্ত্রী আফরা বাশনিন।

আজকে তার বাবা মা যদি তাকে সুশিক্ষায় বড় করতেন তাহলে হয়তো তাদের নিজেদেরই সন্তানের জন্য এই দিন দেখতে হতো না। আমি এতকিছু লিখছি কারণ আমি চাই শুধু চেকের মামলা নয় প্রতারণা এবং অর্থপাচারের মামলা এই বিষয়টি গণমাধ্যম দ্বারা সাধারণ মানুষ এবং বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে এ বিষয়টা যেন উঠে আসে। আপনারা কি চান এই ছেলেকে সময় দিতে যেন সে ৩০ না ৩০০০ কোটি টাকা আত্মসাৎ করে অর্থ পাচার করে?

এছাড়া এই অভিনেতা পোষ্টির কমেন্সসেকশনে লিখেছেন কাউকে উদ্দেশ্য করে আমার এই পোস্ট নয় সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা স্নেহ আছে, কারন আমরা সবাই একটা বাংলাদেশ।



ওমর সানী   ভোক্ত ভোগি   ঢাকাই চলচ্চিত্র  


মন্তব্য করুন


কালার ইনসাইড

গভীর রাতে রহস্যজনক স্ট্যাটাস, সকালে মিলল অভিনেত্রীর লাশ

প্রকাশ: ০৬:২৭ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

শোবিজ অঙ্গনে আবারও শোক সংবাদ। সম্প্রতি বিহারের ভাগলপুরে নিজের ফ্ল্যাটে ভারতীয় ভোজপুরি সিনেমার অভিনেত্রী অমৃতা পাণ্ডেকে মৃত অবস্থায় পাওয়া যায়। সিলিং ফ্যানে শাড়ি দিয়ে ঝুলন্ত অবস্থা উদ্ধার করা হয় তার মরদেহ। যদিও এ অভিনেত্রীর ফ্ল্যাট থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিনেত্রী অমৃতার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটি নোট শেয়ার করেছিলেন। রিপোর্ট বলছে, অমৃতা তার স্বামীর সঙ্গে মুম্বাইতে থাকতেন। কিন্তু তিনি সম্প্রতি ভাগলপুরে একটি বিয়ের জন্য তার আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

শনিবার (২৭ এপ্রিল) গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন অমৃতা এবং তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি নোট পোস্ট করেছেন। কয়েক ঘণ্টা পরে, তাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপে অমৃতার নোটে লেখা ছিল, কেনো দুই নৌকায় ভাসছিল জীবন, নৌকা ডুবিয়ে জীবন সহজ করে দিয়েছি।

অমৃতার ঘনিষ্ঠ আত্মীয় এবং পরিচিতরা জানিয়েছেন, অভিনেত্রী বেশ কিছুদিন ধরে বিষণ্ণতা এবং অন্যান্য মানসিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন এবং তিনি এর জন্য চিকিৎসাও করাতে চেয়েছিলেন।

তদন্ত শুরু হলেও, পুলিশ সন্দেহ করছে যে তার আত্মহত্যার কারণ হতাশা। সিটি এসপি শ্রী রাজ জানিয়েছেন যে অমৃতার মৃত্যুর ঘটনায় একটি হাই প্রোফাইল তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং এসপি আনন্দ কুমারের নির্দেশে একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। অমৃতার পরিবার এবং তার স্বামী এখনো জনসমক্ষে আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

অমৃতা দিওয়ানাপান সিনেমায় ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদবের সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন।

ভোজপুরি সিনেমা   অমৃতা পাণ্ডে  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বঙ্গবন্ধুর সমাধিতে শিল্পী সমিতির শ্রদ্ধা

প্রকাশ: ০২:০৮ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বে তারা গেল শনিবার (২৮ এপ্রিল) বিকেলে জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সহসভাপতি ডিএ তায়েব, সহসাধারণ সম্পাদক আরমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, কোষাধ্যক্ষ কমল, কার্যনির্বাহী সদস্য সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, চুন্নু ও সনি রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, নাহিদা আশরাফ আন্না, ডি জে সোহেলসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়। মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট এবং ২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।


বঙ্গবন্ধু   শিল্পী সমিতি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

অপু বিশ্বাস কেন ঢালিউডের ‘গসিপ কুইন’ জানাল ইমন

প্রকাশ: ০১:০৬ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

ঈদ উপলক্ষে বরাবরই তারকাদের নিয়ে আড্ডার আয়োজন করে বেসরকারি টেলিভিশনগুলো। বিভিন্ন ব্যান্ডের ফটোশুটে প্রায় তাদের একসঙ্গে দেখতে পাওয়া যায় ঢালিউড কুইন অপু বিশ্বাস ও তরুন নায়ক ইমন খান কে। কাজের সূত্র ধরেই দুই তারকার বন্ধুত্ব গাঢ় হয়েছে। বন্ধুত্বের জায়গা থেকেই এবারে ইমন অপু বিশ্বাসকে ঢালিউডের ‘গসিপ কুইন’ বলেন। 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়েছিলেন ইমন। ওই অনুষ্ঠানে ‘জানতে চাই’ নামের একটি অংশ নায়কের কাছে উপস্থাপক জানতে চান ঢালিউডের ‘গসিপ কুইন’ কে। এমন প্রশ্নের জবাবে অবলীলায় ইমন অপু বিশ্বাসের কথাবলেন।

ইমন একটু হেসেই বলেন, অপু বিশ্বাসের কাছে ঢালিউডের সব খবর থাকে। মানে অপু বিশ্বাসকে সবাই বলে নায়ক মান্না ভাই। আগে মান্না ভাইয়ের কাছে সব ধরনের খবর থাকত। এখন থাকে তার কাছে। সে জানে ইন্ডাস্ট্রিতে কোথায় কী হচ্ছে। এমনকি সে খুব সঠিক তথ্যও দিয়ে দেয়।

ব্যক্তি জীবনের নানান বিষয় নিয়ে আলোচনায় থাকেন অপু বিশ্বাস। ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ নিয়েই বেশি আলোচনা চলে এই অভিনেত্রীকে নিয়ে। বর্তমানে নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।


অপু বিশ্বাস   ঢালিউড   ‘গসিপ কুইন’ ইমন খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

হানিফ সংকেতের ফেসবুক হ্যাক

প্রকাশ: ১০:৪২ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪


Thumbnail

জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের অফিশিয়াল ফেসবুক পেজ রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় হ্যাক হয়েছিল। পেজটির দখলে নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ছবিও পোস্ট করেন হ্যাকাররা। তবে অল্প সময়ের মধ্যেই হানিফ সংকেতের কারিগরি দল পেজের নিয়ন্ত্রণ নিয়েছে।

ফেসবুক পেজ ফিরে পাওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে পেজে দেয়া এক পোস্টে বলা হয়েছে, ‘কিছুক্ষণ আগে কে বা কারা পেজটি হ্যাক করে সেখানে অত্যন্ত অরুচিকর একটি দৃশ্য সংযোজন করে, যা দ্রুততম সময়ের মধ্যেই আমার টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করে।’

এতে আরও বলা হয়, ‘আমাদের এই পোস্ট দেয়ার আগেই অনেকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে আমাদের সতর্ক করেছেন, সে জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

হানিফ সংকেত   ফেসবুক  


মন্তব্য করুন


কালার ইনসাইড

লাবণ্যময়ী সেই ভাইরাল হাসি নিয়ে মুখ খুললেন পিয়া

প্রকাশ: ০৩:৩০ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪


Thumbnail

সম্প্রতি আইনজীবীর পোশাকে পিয়া জান্নাতুল এর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন একটি বিষয় নিয়ে কথা বলছেন। আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে সেই কথা শুনে লাবণ্যময়ী হাসি দিচ্ছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। ব্যস্, এই হাসিতেই ঘায়েল নেটিজেনরা। বিভিন্ন গানের সঙ্গে ভিডিওটি জুড়ে দিয়ে তৈরি হচ্ছে রিলস ও মিম।

রাতারাতি ট্রেন্ডিংয়ে উঠে যাওয়া কিংবা যাকে নিয়ে চারদিকে এত হইচই, এবার পিয়া জান্নাতুলই মুখ খুললেন বিষয়টি নিয়ে। গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মোটেই আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না। কারণ বুঝি, যারা ২ সেকেন্ডে ওপরে ওঠাতে পারে, তারা পরে আবার ১ সেকেন্ডেই নামিয়ে ফেলতে পারে।

পিয়ার ভিডিওটি দেখে তরুণদের একটি বড় অংশ তাকে ‘জাতীয় ক্রাশ’বলে ডাকছেন। কেউ কেউ তো সোশ্যালমিডিয়ায় অবলীলায় লিখেও ফেলছেন, ‘প্রেমে পড়ে গেলাম। আহ্ কী হাসি!’

বিষয়টিকে ‘দোষের’ দেখছে না পিয়া জান্নাতুল। তিনি বলেন, আমি বুঝতে পেরেছি কনটেন্ট বা রিলস যে যেটাই তৈরি করছেন, তাদের বেশিরভাগই তরুণ-যুবক। আর তাদের জীবনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে।

পিয়া আরও বলেন, আসলে এগুলো এখন ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে। আর যখন যে ট্রেন্ড আসে, সবাই সেটাকেই অনুসরণ করে। এটাতে দোষের কিছু দেখছি না।

উল্লেখ্য, ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জিতে আলোচনায় আসেন পিয়া জান্নাতুল। এরপর ২০০৮ সাল থেকে র‍্যাম্প মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু। পরবর্তীতে ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। এছাড়া মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ারও সাফল্য অর্জন করেন।


ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন   পিয়া জান্নাতুল  


মন্তব্য করুন


বিজ্ঞাপন