কালার ইনসাইড

একটি ফোন, একটি কল, একটি অভিশপ্ত রাত!

প্রকাশ: ১০:৪৫ এএম, ২৬ অক্টোবর, ২০২৩


Thumbnail

জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ‘চরকি’তে গত বৃহস্পতিবার ১৯ অক্টোবর থেকে শুরু হয়েছে আবিদ মল্লিক পরিচালিত হরর জনরার সিরিজ 'প্রচলিত'। চারপাশের মানুষের মুখে প্রচলিত নানারকম ঘটনা থেকে ছোট ছোট কাহিনী নিয়ে সাজানো হয়েছে ‘প্রচলিত’ সিরিজের গল্পগুলো। ভিন্ন ভিন্ন গল্পে সাজানো হয়েছে প্রতিটি পর্ব। একেকটার দৈর্ঘ্য একেক রকম।

অচেনা বা অপরিচিত নাম্বার থেকে ফোন আসার পরে ধরলে কথা না বলা, নিজের মৃত পোষা কুকুর বা বিড়াল জীবিত হয়ে ফিরে এসেছে বলে মনে হওয়া, কখনো কোনো বেওয়ারিশ লাশের সাথে রাত পার করা, কেউ বাসার কলিংবেল বাজানোর পরেও গেট খুলে কাউকে না পাওয়া, এই সবকিছুর আদলে প্রতি বৃহস্পতিবার মুক্তি পাবে গা ছমছমে এই সিরিজের একটি করে পাঁচটি পর্ব।।

সেই ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর মুক্তি পায় ‘প্রচলিত’ এর ১ম পর্ব রিংটোন। ইতিমধ্যেই ১ম পর্ব ‘রিংটোন’ দর্শকদের মনে ব্যাপক সাড়া ফেলেছে। নাম শুনেই কিছুটা অনুমান করা যায় গল্পের ভিত্তি। ফোনের রিংটোনকে কেন্দ্র করে মূল গল্প এগিয়েছে।

রিংটোন শব্দটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত, ফোনে রিংটোন বাজলেই বুঝি কেউ কল দিয়েছে, কিন্তু যদি এমন হয় ফোন বন্ধ অথচ কল আসছে অথবা সীমই নেই তারপরেও কল আসছে এবং সে নাম্বারটি দেখা যায়না তাহলে কেমন মনে হবে বিষয়টি? এরকম কিছু কাহিনী নিয়েই তৈরী হয়েছে এই পর্বটি।

পর্বটি শুরু হয় হয় একজন বাবাকে (অশোক বেপারী) দিয়ে যে কিনা নিজের মেয়ের ভালো রেজাল্ট উপলক্ষে উপহার হিসেবে মেয়েকে একটি মোবাইল কিনে দিতে চায়। পরবর্তীতে মোবাইল কিনে নিয়ে যাওয়ার সময় তাকে চুরি মেরে মোবাইল ছিনতাই করে মজনু চরিত্রে অভিনয় করা মোস্তফা মনোয়ার। এর পর থেকেই শুরু হয় পর্বটির ক্লাইম্যাক্স।

দেখা যায়, ছিনতাইকারী ফোন ছিনিয়ে আনার পরে তার ফোনে বারবার কল আসতে থাকে। রিসিভ করতেই মোবাইল টা ফেরত চাইতে থাকে সেই বাবা। বলতে থাকে ‘বাবা ব্যাগ টা ফেরত দাও’, যেখানে মেয়ের প্রতি বাবার ভালবাসা এবং ফোন ছিনতাই হওয়ার পরে বাবার অসহায়ত্ব ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। এতে বিরক্ত হয়ে ফোন বন্ধ করে রাখে মজনু। কিন্তু, একি! বন্ধ ফোনেও কল এসেই চলেছে। বন্ধ রাখলেও অপরিচিত নাম্বার থেকে মোবাইলে বারবার ফোন আসায় রিংটোন বাজতে থাকে। শুধু ছিনতাইকারীর ফোন না, আশপাশের সবার ফোনেই রিংটোন বাজতে শুরু করে। এত রিংটোনের শব্দে দিশেহারা হয়ে ছিনতাইকারী মজনু একটা পর্যায়ে সীম পর্যন্ত খুলে রেখে দেয়। কিন্তু তারপরে আরও বড় বিপত্তি ধরা দেয় মজনুর কাছে। আননোন নাম্বার থেকে কল আসতে থাকে তার মোবাইলে। শব্দে দিশেহারা হয়ে একপর্যায়ে অজ্ঞান হয়ে যায়। সকালে দেখা যায় কান দিয়ে রক্ত পড়ছে। এভাবেই এগিয়ে যায় পর্বটি। এছাড়াও কল দেয়ার উদ্দেশ্য কি? শুধু কি ছিনতাই হওয়া ফোন ফিরে পাওয়ার জন্য, নাকি ছিনতাইকারীর মনে অপরাধবোধ জন্ম দেয়ার জন্য সেসব রহস্যের উত্তর পাওয়া যাবে ২৫ মিনিটের এই পর্বটিতে।

গল্পে ছিনতাইকারীর রোল প্লে করে মোস্তফা মনোয়ার। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে তার এক্সপ্রেশন, বাচনভঙ্গি, চলাফেরার পরিবর্তন, প্রতিটা দৃশ্যের অসাধারণ অভিনয় গল্পকে করে তুলেছে রিয়েলিস্টিক। রিংটোনের গল্পটা সাদামাটা হলেও ম্যাসেজগুলো ছিল শিক্ষণীয়। সব মিলিয়ে সমাজের চেনাজানা বিষয়গুলোকে ভিন্ন ভাবে ফুটিয়ে তুলবে বলেই মনে হচ্ছে। পরিচালক হিসেবে আবিদ মল্লিক সমাজের প্রথাগত বিষয় তুলে ধরার যে প্রয়াস নিয়েছেন সেটি প্রশংসার যোগ্য, তবে এক রাতে শুটিং সম্পন্ন করায় কিছু দৃশ্য খাপছাড়া লেগেছে। এছাড়াও রাতের ঢাকা শহরের কিংবা সদরঘাটের ড্রোন শটগুলো ছিল মানানসই। তবে গল্পটি ভৌতিক টাইপ হলেও ভূতের কোন দৃশ্য না দেখিয়ে ভৌতিক ভাইব তুলে ধরাটা ছিল সবচেয়ে আকর্ষণীয়। দেশের মিডিয়াপাড়ায় নতুন কিছু করার প্রয়াস দেখা যায় এমন কাজের চিত্রায়নে।

উল্লেখ্য, সিরিজটির ২য় পর্ব ‘বিলাই’ মুক্তি পাবে আজ ২৬ অক্টোবর। আগামী ২ নভেম্বর আসবে ৩য় পর্ব ‘বেওয়ারিশ’, ৯ নভেম্বর ‘কলিংবেল’ ও ১৬ নভেম্বর ‘হাতবদল’ পর্বটি মুক্তি পাওয়ার মাধ্যমে সিরিজটি সমাপ্ত হবে। এতে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, ইয়াশ রোহান, সাদিয়া আয়মান, আবদুল্লাহ আল সেন্টু, ফারিণ খান, টুটুল, শাহানা সুমিসহ আরও অনেকে। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মিত হয়েছে এটি।


চরকি   প্রচলিত  


মন্তব্য করুন


কালার ইনসাইড

অতি ভক্তি চোরের লক্ষণ: চিত্রনায়িকা অপু

প্রকাশ: ০৬:১৭ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪


Thumbnail

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে ঢালিউড সুপারস্টার শাকিব খান দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন অনেক আগেই। তবে এখনও মাঝেমধ্যেই বিভিন্ন মিডিয়ায় শাকিবের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলেন দুই নায়িকাই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে দাম্পত্য জীবনের অনেক খুঁটিনাটি ফাঁস করেছেন বুবলী। যা নিয়ে বর্তমানে দর্শকমহলে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিচ্ছে। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন অপু বিশ্বাস।

সাক্ষাৎকারে বুবলী বলেছিলেন, ‘আইনগতভাবে আমি এখনও শাকিব খানের বৈধ স্ত্রী।’ আবার বলছেন, ‘আমি শাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি, আমাদের সন্তান অনেক সময় সে সুযোগটাও করে দেয়।’

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে বুবলীর সেসব কথার প্রেক্ষিতে কথা বলেছেন অপু বিশ্বাস।

বুবলীর বক্তব্য প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হেসে দেন অপু। হাসতে হাসতে তিনি বলেন, ‘শাকিবকে নিয়ে তার এত এত মন্তব্যে আমি ভাষা হারাচ্ছি, আবেগাপ্লুত হচ্ছি। আমি কী বলব, বুঝতে পারছি না।’

অপু বলেন, ‘আমি একজন নারী হিসেবে বলব, উনি যথার্থ সম্মানীয় মানুষ। প্রতিটি মানুষের তার নিজের কাছে সম্মানের জায়গা খোঁজেন। তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ারের ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয়। আর যদি এটাই সে মনে করে, তাহলে তার উপযুক্ত চিকিৎসার দরকার।’

অপু আরো বলেন, ‘শাকিবকে নিয়ে তার এত এত মন্তব্যে আমি ভাষা হারাচ্ছি, আবেগে আপ্লুত হচ্ছি। আমি কী বলব, বুঝতে পারছি না। এই যে উনি শাকিবের একের পর এক হাঁড়ির খবর দিচ্ছেন, কিন্তু আমি কোনো হাঁড়ি খুঁজে পাচ্ছি না। কিন্তু মজার মজার খবর পাচ্ছি তার মুখ থেকে। এ ব্যাপারে আর কি-ই বা বলব। ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত।’

বুবলীকে ইঙ্গিত করে নাম প্রকাশ না করে অপু আরও বলেন, ‘এখন আমরা একটা জায়গায় চলে এসেছি। আমাদের কথাবার্তা যেন যথাযথ হয়, খেয়াল রাখতে হবে। এখন এসব কথা হাস্যকর মনে হয়। অতি ভক্তি চোরের লক্ষণ। আমি মনে করি উনাকে সুস্থ থাকা দরকার।’


অপু বিশ্বাস   শবনম বুবলী   ঢালিউড   সুপারস্টার শাকিব খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মুক্তির আগেই ইতিহাস গড়ল ‘পুষ্পা: দ্য রাইজ’!

প্রকাশ: ০৪:০৫ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪


Thumbnail

ভারতের স্বাধীনতা দিবসে বড়সড় ধামাকা আসতে চলেছে। মুক্তি পেতে যাচ্ছে ‘পুষ্পা: দ্য রুল’। মুক্তির চার মাস আগে থেকেই এই সিনেমা শোরগোল ফেলে দিয়েছে। এখনও পর্যন্ত প্রচার শুরু হয়নি সিনেমার। তা সত্ত্বেও, খবরের শিরোনাম দখল করে নিচ্ছে ‘পুষ্পা’। কেন জানেন? 

শোনা যাচ্ছে, প্রচারের আগে, মুক্তির অনেক আগেই ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন ঘটনা এটিই প্রথম। অনন্য নজিরটি গড়ল আল্লু অর্জুন অভিনীত এই সিনেমা।

১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত শক্তি সামন্ত পরিচালিত ‘অমর প্রেম’ সিনেমায় শর্মিলা ঠাকুরের কান্না দেখে রাজেশ খান্না বলেছিলেন ‘পুষ্পা, আই হেট টিয়ার্স’। কাট টু, ২০২১ সালে, ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন বললেন, ‘পুষ্পা, ম্যায় ঝুঁকে গা নেহি সালা…’। 

পুষ্পাকে কেন্দ্র করে দুই সংলাপে আকাশ-পাতালের তফাত। তফাত সোয়্যাগে। এক পুষ্পা (‘অমর প্রেম’ সিনেমায় শর্মিলা ঠাকুর অভিনীত চরিত্রের নাম ছিল পুষ্পা) কান্নাকাটি করে ভাসায়। ১৯৭২ সাল থেকে দর্শকের মনে বদ্ধমূলভাবে গেঁথে গিয়েছে– ফুলের মতো নাজুক পুষ্পারা কেবল কাঁদতেই পারে। ফোঁস করতে পারেন না। 

২০২১ সালে আল্লু অর্জুন প্রথম দেখালেন, পুষ্পাদের কাঁটাও আছে। ফোঁস করতেও পারে। পুষ্পার নতুন সংজ্ঞা তৈরি করলেন এই বলে যে, সে মাথা নোয়াতে রাজি নয়, ‘পুষ্পা ঝুঁকে গা নেহি!’ সোয়্যাগে পরিপূর্ণ ডায়ালগ ডেলিভারি, থুতনির নিচ দিয়ে আঙুলগুলো কায়দা করে নিতে-নিতে পুষ্পা বলে ‘ঝুঁকে গা নেহি সালা’!

এই সিনেমায় অভিনয় করে প্রকৃত অর্থেই শোরগোল ফেলে দিলেন দক্ষিণ ভারতীয় তারকা আল্লু অর্জুন। যিনি অতীতে কেবল নিজের ঘরের মাঠেই গোল দিয়েছেন। কখনও ‘দেসামুদুরু’, কখনও ‘পারুগু’ তো কখনও ‘ইয়েভাদু’ সিনেমায়। রাতারাতি প্যান ইন্ডিয়া স্টারের তকমা পেয়ে গেলেন আল্লু। হয়ে উঠলেন গোটা দেশের ঘরের ছেলে।

গ্ল্যামারের মোড়ক থেকে আগাগোড়া বেরিয়ে, রোদে পোড়া চেহারা নিয়ে ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন পুষ্পারূপী আল্লু অর্জুন। পাখির চোখ করলেন গোটা দেশের দর্শককে। ‘মহাভারত’ মহাকাব্যের বীরের মতো লক্ষ্যভ্রষ্ট ছিলেন না বলেই পুষ্পার সিক্যুয়েল নিয়ে এখন থেকেই এত হাঙ্গামা শুরু হয়ে গেছে।


ইতিহাস   ‘পুষ্পা: দ্য রাইজ’   বলিউড  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বুবলীর উপযুক্ত চিকিৎসার দরকার, বললেন অপু বিশ্বাস

প্রকাশ: ০৬:১৮ পিএম, ২৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

ঢালিউড প্রাঙ্গণের সুপারস্টার খ্যাত শাকিব খানের সাথে শবনম বুবলী ও অপু বিশ্বাসের গভীর সম্পর্কের কথা এখন সবার মুখে মুখে। দুজনই ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাবেক ঘরনি ও অভিনেতার দুই সন্তানের মা। ভিন্ন মেরুতে অবস্থান করলেও মাঝেমধ্যেই অপু-শাকিব-বুবলী এই ত্রয়ীর সমীকরণ নিয়ে চর্চা উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে। খবরের শিরোনাম হন তারা।
 
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা বলেছেন বুবলী।  বলছেন, 'আইনগতভাবে আমি এখনো শাকিব খানের বৈধ স্ত্রী। তার সঙ্গে কোয়ালিটি টাইম পার করি, আমাদের সন্তান অনেক সময় সে সুযোগটাও করে দেয়।'

বুবলীর বক্তব্য প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হেসে দেন অপু বিশ্বাস। হাসতে হাসতে তিনি বলেন, ‘শাকিবকে নিয়ে তার এত এত মন্তব্যে আমি ভাষা হারাচ্ছি, আবেগাপ্লুত হচ্ছি। আমি কী বলব, বুঝতে পারছি না।’

সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘আমি একজন নারী হিসেবে বলব, উনি যথার্থ সম্মানীয় মানুষ। প্রতিটি মানুষের তার নিজের কাছে সম্মানের জায়গা খোঁজেন। তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ারের ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয়। আর যদি এটাই সে মনে করে, তাহলে তার উপযুক্ত চিকিৎসার দরকার।’
 
তিনি আরও বলেন, ‘এই যে উনি শাকিবের একের পর এক হাঁড়ির খবর দিচ্ছেন, কিন্তু আমি কোনো হাঁড়ি খুঁজে পাচ্ছি না। কিন্তু মজার মজার খবর পাচ্ছি তার মুখ থেকে। এ ব্যাপারে আর কি-ই-বা বলব। ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত।’
 
সবশেষে অপু বলেন, ‘এখন আমরা একটা পর্যায়ে আছি। আমাদের কথাবার্তা যেন যথাযথ হয়, খেয়াল রাখা উচিত। এখন এসব কথা হাস্যকর মনে হয়। অতি ভক্তি চোরের লক্ষণ। আমি মনে করি ওনার সুস্থ থাকা দরকার।’


অপু বিশ্বাস   শবনম বুবলী   শাকিব খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

তামান্না ভাটিয়াকে ভারতীয় সাইবার সেলে তলব

প্রকাশ: ০৪:০৪ পিএম, ২৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়া এখন বলিউডেরও পরিচিত মুখ। বেশ দাপুটের সঙ্গে কাজ করছেন তিনি। ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করছেন। কিন্তু এরই মধ্যে বিপাকে পড়লেন এ তারকা। তাকে তলব করেছে ভারতের মহারাষ্ট্র সাইবার সেল।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সাইবার সেলের কর্মকর্তারা জানিয়েছেন, মহাদেব অনলাইন গেমিং এবং বেটিং অ্যাপ্লিকেশনের একটি সহায়ক অ্যাপে আইপিএল ম্যাচ দেখার জন্য কথিত প্রচারের জন্য তলব করা হয়েছে তামান্নাকে।

দক্ষিণী এই নায়িকাকে আগামী ২৯ এপ্রিল মহারাষ্ট্র সাইবার সেলে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। সেখাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

এর আগে, গত বছরও কিছু আইপিএল ম্যাচ অ্যাপে অবৈধভাবে স্ট্রিম করা হয়েছিল। এ ব্যাপারে একটি অভিযোগও রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সেই মামলায় সাক্ষী হিসেবে তার বক্তব্য রেকর্ড করার জন্য ডাকা হয়েছে।

ইতোমধ্যে এ মামলায় মহারাষ্ট্র সাইবার সেল গায়ক বাদশা, অভিনেতা সঞ্জয় দত্ত ও জ্যাকলিন ফার্নান্দেজের ম্যানেজারদের বক্তব্য নিয়েছে। আর মহাদেব অ্যাপটি অবৈথ অর্থ লেনদেন এবং বাজি ধরার জন্য বিভিন্ন তদন্ত সংস্থার মনিটরিংয়ে রয়েছে।

প্রসঙ্গত, তামান্না ভাটিয়া ‘বাহুবলী’ এবং নেটফ্লিক্স অ্যান্থলজি ‘লাস্ট স্টোরিজ-২’ এর জন্য দর্শকমহলে বহুল পরিচিত।


তামান্না ভাটিয়া   ভারতীয় সাইবার সেল   বলিউড  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বাংলাদেশের 'নীল জোছনা' সিনেমায় পাওলি দাম

প্রকাশ: ১০:২২ এএম, ২৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

বাংলাদেশের সরকারি অনুদানের 'নীল জোছনা' সিনেমায় অভিনয় করবেন ভারতের অভিনেত্রী পাওলি দাম। 

মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস 'নীল জোছনার জীবন' অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি।

সিনেমার প্রধান নারী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পাওলি দামকে। তার বিপরীতে কে থাকছেন সেটা এখনো চূড়ান্ত হয়নি। 

গত বুধবার (২৪ এপ্রিল) পাওলির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন নির্মাতা ফাখরুল আরেফীন খান।

তিনি বলেন, 'প্রায় ৬ বছর আগে 'নীল জোছনা' সিনেমার কাজ শুরু করেছিলাম। এরপর ২০১৯ সালে করোনা এবং আমার আরেকটি সিনেমার কারণে কাজটি বন্ধ ছিল।

এরপর আবার গত বছরের শুরু থেকে কাজ শুরু করি। সিনেমার দৃশ্যধারণ শুরু হবে মে মাসের শেষ দিকে।' 


পাওলি দাম   নীল জোছনা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন