কালার ইনসাইড

এ ডটারস টেল : সিনেমার ফ্রেমে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৩ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২০


Thumbnail

“খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে আজ ভোরে সামরিক বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন, শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে”, রেডিও অ্যানাউন্সমেন্টটি চলতে চলতে সিড়ি ধরে ক্যামেরা উপরে উঠছে ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে পান্নালাল ভট্টাচার্যের বঙ্গবন্ধুর প্রিয় গান “আমার সাধ না মিটিলো আশা না পুরিলো… সকলি ফুরায়ে যায় মা…… টপ শটে সিড়ি ধরে একজন উঠছেন উপরের দিকে। আসলেন ক্যামেরায়। শেখ হাসিনা! রক্তের বন্যা পেরিয়ে সমগ্র বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার ভার বয়ে নিয়ে চলা বঙ্গবন্ধু কন্যার একান্ত কিছু কথা নিয়ে নির্মিত সিনেমার দৃশ্য এটি।

এটি কোনো প্রধানমন্ত্রীর গল্প ছিলো না, ছিলোনা কোনো রাষ্ট্রনায়কের গল্প। বঙ্গবন্ধুকে আমি আপনি বইতে পড়ে ইতিহাস ঘেটে যতোটা জানতে পেরেছিলাম তার থেকে বেশি জানতেন একজন, সেই একজনের মুখ থেকে উচ্চারিত হয়ে আসা শব্দ আর সিনেমার ফ্রেমে উঠে আসা গল্পটিই এ ডটারস টেল। কেমন ছিলেন জাতির পিতার তার মেয়ের প্রতি প্রেম, খুনসুটি। কিংবা কেমন ভালোবাসতেন তিনি তার স্ত্রীকে। জেল থেকে ছাড়া পেয়ে যখন বাড়িতে আসতেন তখন কি জড়িয়ে ধরতেন প্রিয় হাসুকে!

১৯৭৫ এর আগস্টের ১৫ আগস্টে বেলজিয়ামে ছিলেন শেখ হাসিনা, সাথে ছোটবোন রেহানা। ১৪ তারিখ রাতে ছিলো একটি ক্যান্ডেল লাইট ডিনার, সেদিন খুব আনন্দ করছিলেন সবার সাথে মিলে। সকালের একটি কর্কশ ফোনকলে জানতে পারলেন যে বাংলাদেশে ক্যু হয়েছে। ওই সময়ে বেলজিয়ামের টেলিভিশনে শেখ মুজিবের ছবি দেখানো হচ্ছিলো, কিন্তু ভাষা বুঝতে না পারায় শেখ হাসিনা ঘটনা বুঝে উঠতে পারছিলেন না। সিনেমার গল্পে এভাবেই উঠে এসেছে বঙ্গবন্ধুহীন বাংলাদেশের ওই সময়ে সুদূর জার্মানিতে থাকার কারণে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া শেখ হাসিনার দিনগুলোর গল্প।

পাশাপাশি মায়ের সাথে শেখ হাসিনার সম্পর্কের গল্প শুনিয়েছেন নিজ মুখে। বোনদের প্রেমপত্র এলে মা কে বলে দেওয়া, শেখ জামাল, শেখ কামালের সাথে কাটানো সময়ের গল্প, শেখ মুজিবের সাথে কাটানো সময়ের না বলা কথাগুলো একজন মেয়ের জায়গা থেকে দর্শকদের বলেছেন শেখ হাসিনা।

সিনেমাটোগ্রাফির জাদুতে রুপকথার মতো সুন্দর হয়ে ওঠা টুঙ্গিপাড়া এবং শেখ হাসিনার টুঙ্গিপাড়া প্রতি প্রেম ও  ঢাকায় চলে আসার গল্পের সাথে ৭৫ এর আগস্টের ওই সময়ে বেলজিয়ামের দুর্বিষহ বর্ননা দর্শকের চোখ ভারী করে দেয়ার জন্য যথেষ্ট।

পিতামাতা বিহীন দুই বোনের বিদেশে থাকাকালীন বিভিন্ন ঘটনা এবং ইন্দিরা গান্ধীর হাত বাড়িয়ে দেওয়ার পুরো বর্ননা উঠে এসেছে শেখ হাসিনার মুখে। স্মৃতি থেকে কথা বলেছেন শেখ রেহানাও।

১৯৭৫ এর ১৫ আগস্টে ভাগ্যগুণে বেঁচে গেলেও ২০০৪ এ শেখ হাসিনার উপরে হামলার ঘটনাটিও ঊঠে এসেছে শেখ হাসিনার মুখে। ২০০৪ এ নিজে আবারও প্রানে বেঁচে গেলেও আবারো হারিয়েছিলেন কাছের কিছু মানুষকে। কিন্তু যার শরীরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত বইছে সেই নিঃশ্বাস কি করে বন্ধ করে দিতে পারে স্বাধীনতা বিরোধী শক্তি। শক্ত হাতে দল ও দেশের হাল ধরে বাংলাদশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়ে বাংলাদেশকে আরো শক্তিশালী করার কথা বলেছেন।

রেজাউর রহমান খান পিপলুর পরিচালনায় ৫ বছর সময় ধরে নির্মিত এই সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেয়েছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ২০১৮ সালে। এই সিনেমায় আমরা পেয়েছি জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে, পেয়েছি মমতাময়ী মা কে, সেইসাথে পেয়েছি নাতি নাতনিদের কাছে প্রিয় এক স্নেহময়ীকে। যিনি আর দশটা বাঙ্গালী নারীর মতো রান্না করতে পারেন, আদর স্নেহে ছেলে, নাতি নাতনিদের পাশে রাখতে পারেন এবং একইসাথে পারেন শক্তহাতে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে লড়ে যেতে।

সিনেমার একপর্যায়ে আমরা দেখতে পাই বঙ্গবন্ধু ইংরেজিতে বলছেন, "We don`t believe in revenge, we believe in the philosophy of Bengali life- love, love and love."। কিন্তু স্নেহময় পিতার ভালোবাসা চিরতরে হারিয়ে ফেলা শেখ হাসিনা চোখের পানিতে দর্শকদের ভাসিয়ে সিনেমার ফ্রেমে বলে গিয়েছেন বঙ্গবন্ধু আর বাংলাদেশের গল্প।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিনে বাঙ্গালীর আশা আকাঙ্ক্ষার বাতিঘরকে জানাই “শুভ জন্মদিন”। সিনেমার ফ্রেমে মৃত্যু নামক গল্পের পাশ কাটিয়ে হয়তো আবারও কখনো সেলুলয়েডের পর্দায় হাজির হবেন শেখ হাসিনা।

 



মন্তব্য করুন


কালার ইনসাইড

বিয়ে করছেন শাকিব খান, জানেন পাত্রী কে?

প্রকাশ: ১০:২৩ এএম, ৩০ এপ্রিল, ২০২৪


Thumbnail

ব্যক্তিগত জীবনে বিয়ে ও বিচ্ছেদ টানাপোড়েনের মধ্য দিয়ে গেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। অপু বিশ্বাস ও বুবলী এই নায়কের দুই সাবেক স্ত্রী হলেও বাবা হিসেবে দুই সন্তান আব্রাম ও শেহজাদের যাবতীয় দায়িত্ব পালন করছেন তিনি। তবে এবার নতুন সম্পর্কের পথে হাঁটতে চলেছেন ঢালিউড কিং।

নায়কের পরিবারের মতে, অতীত ভুলে সংসারী হয়ে উঠুক শাকিব খান। আর এ কারণেই শাকিবের পরিবারে চলছে বিয়ের তোড়জোড়। খুব শিগগিরই বিয়ে করবেন অভিনেতা। এর জন্য শাকিবের সম্মতিতে পাত্রী দেখাও শুরু হয়েছে।
 
গুঞ্জন চলছে, যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে শাকিবের।
 
নাম প্রকাশ না করার শর্তে শাকিবের পরিবারের এক সদস্য জানিয়েছেন, যখনই সিনেমা মুক্তির সময় আসে তখনই আলোচনায় থাকতে সাক্ষাৎকারে শাকিব প্রসঙ্গে কথা বলতে শুরু করেন অপু ও বুবলী। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। আর এ কারণেই শাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে।
 
শাকিবের পরিবারের ওই সদস্য আরও বলেন, দুজনই এখন শাকিবের অতীত। অথচ তারা এখনও শাকিবের সঙ্গে সম্পর্ক আছে বলে দাবি করছেন। আমরা তাই বেশ বিরক্ত।

এদিকে শাকিবের বাড়িতে যাওয়ায় নিষেধ রয়েছে অপু ও বুবলীর। এ ছাড়া তারা দুজন যদি কোনো সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে কোনো মিথ্যাচার করেন তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনাও রয়েছে শাকিবের পরিবারের।
 
শোনা যাচ্ছে, দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতায় পড়েছেন শাকিব। আর তাই এবার পরিবারের পছন্দেই সম্মতি দিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসবেন ঢালিউড কিং।


বিয়ে   শাকিব খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

গভীর রাতে রহস্যজনক স্ট্যাটাস, সকালে মিলল অভিনেত্রীর লাশ

প্রকাশ: ০৬:২৭ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

শোবিজ অঙ্গনে আবারও শোক সংবাদ। সম্প্রতি বিহারের ভাগলপুরে নিজের ফ্ল্যাটে ভারতীয় ভোজপুরি সিনেমার অভিনেত্রী অমৃতা পাণ্ডেকে মৃত অবস্থায় পাওয়া যায়। সিলিং ফ্যানে শাড়ি দিয়ে ঝুলন্ত অবস্থা উদ্ধার করা হয় তার মরদেহ। যদিও এ অভিনেত্রীর ফ্ল্যাট থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিনেত্রী অমৃতার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটি নোট শেয়ার করেছিলেন। রিপোর্ট বলছে, অমৃতা তার স্বামীর সঙ্গে মুম্বাইতে থাকতেন। কিন্তু তিনি সম্প্রতি ভাগলপুরে একটি বিয়ের জন্য তার আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

শনিবার (২৭ এপ্রিল) গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন অমৃতা এবং তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি নোট পোস্ট করেছেন। কয়েক ঘণ্টা পরে, তাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপে অমৃতার নোটে লেখা ছিল, কেনো দুই নৌকায় ভাসছিল জীবন, নৌকা ডুবিয়ে জীবন সহজ করে দিয়েছি।

অমৃতার ঘনিষ্ঠ আত্মীয় এবং পরিচিতরা জানিয়েছেন, অভিনেত্রী বেশ কিছুদিন ধরে বিষণ্ণতা এবং অন্যান্য মানসিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন এবং তিনি এর জন্য চিকিৎসাও করাতে চেয়েছিলেন।

তদন্ত শুরু হলেও, পুলিশ সন্দেহ করছে যে তার আত্মহত্যার কারণ হতাশা। সিটি এসপি শ্রী রাজ জানিয়েছেন যে অমৃতার মৃত্যুর ঘটনায় একটি হাই প্রোফাইল তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং এসপি আনন্দ কুমারের নির্দেশে একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। অমৃতার পরিবার এবং তার স্বামী এখনো জনসমক্ষে আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

অমৃতা দিওয়ানাপান সিনেমায় ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদবের সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন।

ভোজপুরি সিনেমা   অমৃতা পাণ্ডে  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বঙ্গবন্ধুর সমাধিতে শিল্পী সমিতির শ্রদ্ধা

প্রকাশ: ০২:০৮ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বে তারা গেল শনিবার (২৮ এপ্রিল) বিকেলে জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সহসভাপতি ডিএ তায়েব, সহসাধারণ সম্পাদক আরমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, কোষাধ্যক্ষ কমল, কার্যনির্বাহী সদস্য সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, চুন্নু ও সনি রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, নাহিদা আশরাফ আন্না, ডি জে সোহেলসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়। মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট এবং ২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।


বঙ্গবন্ধু   শিল্পী সমিতি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

অপু বিশ্বাস কেন ঢালিউডের ‘গসিপ কুইন’ জানাল ইমন

প্রকাশ: ০১:০৬ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

ঈদ উপলক্ষে বরাবরই তারকাদের নিয়ে আড্ডার আয়োজন করে বেসরকারি টেলিভিশনগুলো। বিভিন্ন ব্যান্ডের ফটোশুটে প্রায় তাদের একসঙ্গে দেখতে পাওয়া যায় ঢালিউড কুইন অপু বিশ্বাস ও তরুন নায়ক ইমন খান কে। কাজের সূত্র ধরেই দুই তারকার বন্ধুত্ব গাঢ় হয়েছে। বন্ধুত্বের জায়গা থেকেই এবারে ইমন অপু বিশ্বাসকে ঢালিউডের ‘গসিপ কুইন’ বলেন। 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়েছিলেন ইমন। ওই অনুষ্ঠানে ‘জানতে চাই’ নামের একটি অংশ নায়কের কাছে উপস্থাপক জানতে চান ঢালিউডের ‘গসিপ কুইন’ কে। এমন প্রশ্নের জবাবে অবলীলায় ইমন অপু বিশ্বাসের কথাবলেন।

ইমন একটু হেসেই বলেন, অপু বিশ্বাসের কাছে ঢালিউডের সব খবর থাকে। মানে অপু বিশ্বাসকে সবাই বলে নায়ক মান্না ভাই। আগে মান্না ভাইয়ের কাছে সব ধরনের খবর থাকত। এখন থাকে তার কাছে। সে জানে ইন্ডাস্ট্রিতে কোথায় কী হচ্ছে। এমনকি সে খুব সঠিক তথ্যও দিয়ে দেয়।

ব্যক্তি জীবনের নানান বিষয় নিয়ে আলোচনায় থাকেন অপু বিশ্বাস। ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ নিয়েই বেশি আলোচনা চলে এই অভিনেত্রীকে নিয়ে। বর্তমানে নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।


অপু বিশ্বাস   ঢালিউড   ‘গসিপ কুইন’ ইমন খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

হানিফ সংকেতের ফেসবুক হ্যাক

প্রকাশ: ১০:৪২ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪


Thumbnail

জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের অফিশিয়াল ফেসবুক পেজ রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় হ্যাক হয়েছিল। পেজটির দখলে নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ছবিও পোস্ট করেন হ্যাকাররা। তবে অল্প সময়ের মধ্যেই হানিফ সংকেতের কারিগরি দল পেজের নিয়ন্ত্রণ নিয়েছে।

ফেসবুক পেজ ফিরে পাওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে পেজে দেয়া এক পোস্টে বলা হয়েছে, ‘কিছুক্ষণ আগে কে বা কারা পেজটি হ্যাক করে সেখানে অত্যন্ত অরুচিকর একটি দৃশ্য সংযোজন করে, যা দ্রুততম সময়ের মধ্যেই আমার টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করে।’

এতে আরও বলা হয়, ‘আমাদের এই পোস্ট দেয়ার আগেই অনেকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে আমাদের সতর্ক করেছেন, সে জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

হানিফ সংকেত   ফেসবুক  


মন্তব্য করুন


বিজ্ঞাপন