কালার ইনসাইড

নাটক করে আটক হলেন পরীমনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:০০ পিএম, ০৪ অগাস্ট, ২০২১


Thumbnail

বাংলাদেশের শোবিজের তারকাদের আরেকটা ধাক্কা এলো। চিত্রনায়িকা পরীমনি আজ আটক হলেন। র‍্যাবের অভিযানে তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হলো। এর আগে যখন পরীমনি বোট ক্লাব বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তখনই তার বাসায় মাদকের ছবি প্রকাশিত হয়েছিল। কিন্তু সেই সময় আইন প্রয়োগকারী সংস্থা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। বরং পরীমনি বলেছিলেন যে, তিনি শো-পিস হিসেবে এগুলো সাজিয়ে রাখার জন্য বাসায় রেখেছেন। কিন্তু আজ বিকেল চারটা থেকে র‍্যাবের একটি দল পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করার পর বিপুল পরিমাণ মাদক সহ তাকে আটক করে। এই আটকের মধ্য দিয়ে পরীমনির বিতর্ক নতুন মোড় নিলো।

উল্লেখ্য যে, ঢাকাই চলচ্চিত্রের অন্যতম নায়িকা পরীমনি এক ধরনের উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন। তার ভেতরে একটা ডেমকেয়ার ভাব ছিল। কিন্তু গত জুন মাসে বোট ক্লাবের একটি ঘটনায় তিনি আলোচনার কেন্দ্রে আসেন। বোট ক্লাবের একটি ঘটনার পর তিনি ফেসবুক লাইভে এ ঘটনার বিচার চান। তিনি অভিযোগ করেন যে সেখানে তাকে জোর করে মদ খাওয়ানো হয়েছে এবং ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এরপর তিনি সাভার থানায় গিয়ে বোট ক্লাবের সভাপতি এবং আরও কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা এবং হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। এরপর বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন সহ কয়েকজনকে পুলিশ উত্তরার একটি বাসা থেকে আটক আটক করেন। কিন্তু তাদেরকে আটকের পরপরই দৃশ্যপট পাল্টে যায় এবং পরীমনির সম্পর্কে নতুন তথ্য বের হতে থাকে।

প্রথমে অল কমিউনিটি ক্লাব থেকে একটি সংবাদ সম্মেলন করা হয় এবং সেই সংবাদ সম্মেলনে অল কমিউনিটি ক্লাবের সভাপতি বলেন যে, পরীমনি তার ক্লাবে এসেছিলেন এবং ভাংচুর সহ উচ্ছৃঙ্খল আচরণ করেছিলেন। এই ঘটনার পর একের পর এক বেরিয়ে আসতে থাকে পরীমনির উচ্ছৃঙ্খল জীবনযাপনের কাহিনী এবং একের পর এক এসব ঘটনার জবাবেও পরীমনি বেপরোয়া আচরণ করতে থাকে এবং প্রত্যেকটি ঘটনাকে তিনি তিরস্কার এবং অসম্মানসূচক ভাবে খণ্ডন করার চেষ্টা করতে থাকেন। গণমাধ্যমে তার বাসায় মাদক রাখার ছবিও প্রকাশিত হয়েছিল।

বিভিন্ন সূত্রগুলো বলছে যে, র‍্যাব কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করেছে। প্রথমত, সাম্প্রতিক সময়ে যে র‍্যাবের অভিযান চলছে যে অভিযানে পিয়াসা-মৌ আটক হয়েছে সেই ঘটনাগুলো সঙ্গে পরীমনির একটি সম্পর্ক থাকতে পারে। দ্বিতীয়ত, পরীমনি বোট ক্লাবের ঘটনার পর থেকেই র‍্যাব-গোয়েন্দা এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার গোয়েন্দারা পরীমনিকে অনুসরণ করেছিল এবং তার জীবনযাপন, আয়ের উৎস ইত্যাদি সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছিলেন এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরীমনির বাসায় গ্রেপ্তার করা হয়েছে। তৃতীয়ত, সাম্প্রতিক সময়ে শোবিজের নাম ব্যবহার করে তারকাদের যে মাদক ব্যবসা এবং অবৈধ সম্পদ সে নিয়ে বেশকিছু অভিযান হচ্ছে। সেই অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হচ্ছে।

তবে পিয়াসা বা মৌ এর সঙ্গে পরীমনির সম্পর্ক কি ছিল সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। একাধিক সূত্র বলছে যে, পিয়াসার একটি চেইন ছিল এবং শোবিজের বিভিন্ন নামীদামী তারকাদের সঙ্গে তিনি ধনাঢ্য ব্যক্তিদের সখ্যতা করিয়ে দিতেন এবং অর্থ আদায় করতেন। বিশেষ করে ধনাঢ্য ব্যক্তিদের সন্তানরা ছিল পিয়াসা-মৌ চক্রের টার্গেট। এখন প্রশ্ন হলো যে, চক্রের সঙ্গে পরীমনির সম্পর্ক ছিল কিনা সেটি এখন একটি তদন্তের বিষয়, তবে সে সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে আইন প্রয়োগকারী সংস্থা সূত্রে জানা গেছে যে, পরীমনিকে আটকের পর তাকে আদালতে হাজির করা হবে এবং নিশ্চয়ই তাকে রিমান্ডে আনা হবে। রিমান্ডের মাধ্যমে হয়তো পরীমনির এই সব উচ্ছৃঙ্খল জীবন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।



মন্তব্য করুন


কালার ইনসাইড

বিশ্রামে যাচ্ছেন বলিউড বাদশাহ!

প্রকাশ: ০১:২১ পিএম, ০৫ মে, ২০২৪


Thumbnail

বলিউড বাদশাহ শাহরুখ খান এক বছরেই জাওয়ান, পাঠান এবং ডাঙ্কির মতো হিট ছবি উপহার দিয়েছেন সিনেমা প্রেমিদের। বর্তমানে নতুন ছবির কাজ শুরুর আগে বিশ্রাম নিতে পারেন বলিউডের এই কিং খান। বিশ্রাম সেরে এ বছরের জুনে তিনি তার পরবর্তী ছবির শ্যুটিং শুরু করতে চান।

শুক্রবার (৩ মে) ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন শাহরুখ খান।

অভিনেতা বলেন, আমার মনে হচ্ছে আমার একটু বিশ্রাম নেওয়া উচিত। তিনটি সিনেমা পরপর করে ফেলেছি। যার জন্য আমার শরীরে অনেক ধকল গেছে। আমি কলকাতা নাইট রাইডার্স দলকে বলেছিলাম যে এইবার শুধু মূল ম্যাচে আসব।

সৌভাগ্যবশত, আমার পরবর্তী ছবির শ্যুটিং আগস্ট থেকে শুরু হবে বা হয়তো জুলাই। যদিও আমরা জুনে শুরু করার প্ল্যান করছি। আমি সব হোম ম্যাচে আসতে চাই কারণ কলকাতা আমার বাড়ির মতো। তবে শাহরুখ ছবির নাম বা অন্যান্য বিবরণ প্রকাশ করেননি।

এদিকে, শাহরুখকে স্টেডিয়ামে প্রায়ই তার ছোট ছেলে আব্রাম নিয়ে আসতে দেখা গেছে।


বলিউড বাদশাহ   শাহরুখ খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ইউনিসেফের রাষ্ট্রদূতের দায়িত্বে কারিনা কাপুর

প্রকাশ: ১০:২২ এএম, ০৫ মে, ২০২৪


Thumbnail

বলিউডে জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। প্রায় দু'দশক ধরে জনপ্রিয়তার শীর্ষে থেকে বলিউড ইন্ড্রাষ্ট্রিতে রাজত্ব করে যাচ্ছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। অবিনেত্রী নিজের মত করেই দায়িত্ব পালন করেন, হোক সেটা বলিউড কিংবা নিজের পারিবারিক স্থান থেকে। কারিনা দুই সন্তানের মা, ঘর-সংসার এবং কাজ সবই সমান তালে চালাচ্ছেন। এবার আরও বড় এক দায়িত্ব পেলেন তিনি। ইউনিসেফের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন বলিউডের সুপারস্টার কাপুরকন্যা।

শনিবার (৪ মে) নিজেই ইনস্টাগ্রামে এক পোস্টে এ খবর জানান কাপুরকন্যা। তিনি লেখেন, আমার জন্য খুব আবেগের একটা দিন। UNICEF-এর রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়ে আমি ধন্য়।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে জানানো হয়, গত দশ বছর ধরে ইউনিসেফের সঙ্গে কাজ করছেন কারিনা কাপুর। শুরুটা হয়েছিল সেই ২০১৪ সালে সেলেব্রিটি অ্যাডভোকেট হিসেবে। এবার সেই পদ থেকেই উত্তরণ হয়ে সরাসরি ইউনিসেফ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দায়িত্ব পেলেন তিনি।

এ প্রসঙ্গে কারিনা বলেন, গত দশ বছর ধরে ইউনিসেফের সঙ্গে কাজ করছি। গত বছরগুলোতে দেশের শিশু এবং নারীদের অধিকার রক্ষার জন্য আমাদের টিম যে কাজগুলো করেছে, তাতে আমি সত্যিই গর্বিত। আমি প্রতিদিন অনুপ্রেরণা পাই সেগুলো থেকে। আশা রাখি ভবিষ্যতেও এই সংস্থার সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাব।


ইউনিসেফ   রাষ্ট্রদূত   কারিনা কাপুর   বলিউড  


মন্তব্য করুন


কালার ইনসাইড

যশের ছবি থেকে যে কারণে সরলেন কারিনা কাপুর

প্রকাশ: ১০:০৫ পিএম, ০৪ মে, ২০২৪


Thumbnail

দক্ষিণী সিনেমার রকিং স্টার যশের সিনেমা পুরো বিশ্বে ব্যাবসায় রেকর্ড গড়েছে। ‘কেজিএফ’ ও ‘কেজিএফ ২’ এর পর গীতু মোহনদাসের ‘টক্সিক’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন যশ।

জানা যায়, ‘টক্সিক’ এই সিনেমায় যশের বোনের চরিত্রে দেখা যাবে কারিনা কাপুরকে। এমনকী, ‘ক্রু’ ছবির প্রচার চলাকালীন পরোক্ষভাবে সেই ইঙ্গিত দিয়েছিলেন বলিউড বেবো নিজেই। কিন্তু সে আশা যেন উড়ে গেল কাপুরের মতো। সম্ভাবনার বাস্তব রূপ আর দেখতে পাবেন না দর্শক।

ড্রাগ মাফিয়াদের প্রেক্ষাপটে নির্মিত হবে এই সিনেমাটি। স্বাভাবিকভাবেই ‘কেজিএফ’ খ্যাত যশকে নিয়ে উন্মাদনা দর্শকমহলে। সম্প্রতি একটি বিবৃতি দেওয়া হয়েছে এই সিনেমার নির্মাতার তরফ থেকে। দর্শকের মধ্যে উত্তেজনা দেখে টিম টক্সিক খুবই আনন্দিত। তবে সিনেমাটি নিয়ে কোনো মিথ্যে তথ্য ছড়াতে বারণ করেছেন নির্মাতা।

এদিকে সিনেমার জন্য চলছে জোরদার প্রস্তুতি। ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রান্ত থেকে অভিনেতাদের বাছাই করা হয়েছে। কিন্তু যশের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে শুধু নির্মাতা নয়, যশ-প্রেমীরাও ছিলেন বেশ চিন্তিত। অবশেষে যশের নায়িকা হিসাবে কিয়ারা আদভানি চূড়ান্ত করা হয়েছে। নির্মাতা মনে করছেন, যাদের কাস্ট করা হয়েছে তারা শতভাগ উপযুক্ত।

অন্যদিকে ধোঁয়াশা রেখেই সিনেমাটি থেকে সরে গেলেন কারিনা। জানা যায়, তারিখ নিয়ে সমস্যার কারণেই অভিনেত্রীর এমন সিদ্ধান্ত। নির্মাতার তরফেও তারিখ বদল করার কোনও সম্ভাবনা নেই। স্বভাবতই ঘটনাটি নিয়ে কিছুটা হতাশ বেবোর অনুরাগীরা। তার পরিবর্তে কাকে কাস্ট করা হবে সে অপেক্ষায় সিনেপ্রেমীরা।


যশ   কারিনা কাপুর   বলিউড   দক্ষিণী সিনেমা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ধর্মান্তরিত হওয়ার ঘোষণা দিয়ে ক্ষমা চাইলেন অভিনেত্রী

প্রকাশ: ০৭:২৯ পিএম, ০৩ মে, ২০২৪


Thumbnail

বলিউড অভিনেত্রী রাগিনি খান্না। তার আরেক পরিচয় তিনি বরেণ্য অভিনেতা গোবিন্দর ভাগনি। কয়েক দিন আগে এ অভিনেত্রী ধর্মান্তরিত হওয়ার ঘোষণা দিয়ে হইচই ফেলে দেন। কিন্তু এ ঘোষণা দেওয়ার একদিন পরই নিজ ধর্মে ফেরার কথা জানান এই অভিনেত্রী।

কয়েক দিন আগে রাগিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। তাতে এ অভিনেত্রী বলেন, আমি ঘোষণা করছি যে, এখন থেকে খ্রিস্টান ধর্মের ঐতিহ্য, রীতিনীতি অনুসরণ করব।

রাগিনি এ ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টা পর একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চান। এতে তিনি বলেন, আমি রাগিনি খান্না। আমার পূর্বের রিলস ভিডিওর জন্য ক্ষমা চাইছি। যাতে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণের কথা জানিয়েছিলাম। আমি পুনরায় আমার শিকড়ে ফিরে এসেছি। এখন থেকে হিন্দু সনাতন ধর্ম অনুসরণ করব।

রাগিনি খান্না একাধারে মডেল-অভিনেত্রী ও সঞ্চালক। ২০০৮ সালে হিন্দি ভাষার টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর অনেক সিরিয়ালে কাজ করেছেন।

২০১১ সালে রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘টিন থাই ভাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে। পরের বছরই পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন রাগিনি। এরপর আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।

বলিউড   রাগিনি খান্না  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ব্র্যাড পিটকে পেছনে ফেলে জনপ্রিয়তায় এগিয়ে শাহরুখ খান

প্রকাশ: ০৩:৫৭ পিএম, ০৩ মে, ২০২৪


Thumbnail

জনপ্রিয়তার দিক থেকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক ব্র্যাড পিটকেও পেছনে ফেলে দিয়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। নিজের দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও জনপ্রিয়তার শিখরে তিনি।

বলিউড বাদশাহ তখন বার্লিনে, সিনেমার শুটিং চলছে পুরোদমে। সেই সময় শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে ইউরোপ থেকে কাতারে কাতারে মানুষ এসেছেন, প্রিয় নায়ককে এক পলক দেখার আশায়। শুটিংয়ের জন্য ১ কিলোমিটার জায়গা জুড়ে নিষেধাজ্ঞা জারি ছিল। ব্যারিকেডের বাইরে পোস্টার হাতে অভিনেতাকে শুভেচ্ছা জানান অনুরাগীরা। অভিনেতাও প্রায় এক ঘণ্টা সময় দিয়েছিলেন তাদের। শাহরুখের নজিরবিহীন স্টারডম!

সহ-অভিনেতা আলি খান ছিলেন শুটিং ফ্লোরে। তার কথায়, ‘আমরা বার্লিনে যে হোটেলে ছিলাম, কিছু দিন আগে ব্র্যাড পিট এবং কুয়েন্টিন ট্যারেন্টিনো সেই হোটেলেই ছিলেন। বার্লিনে তাদেরও একটি সিনেমার শুটিং চলছিল সেই সময়। তাদের ইউনিটের সদস্যরাই আমাদের সিনেমাতে ছিলেন। তাদের মুখে শুনলাম, শাহরুখের জন্মদিনে এত মানুষ ঢল, এর আগে কোনও শুটিংয়ে এত ভিড় দেখা যায়নি। এমনকি ব্র্যাড পিট যখন ছিলেন তখনও এত মানুষের দেখা মেলেনি।

‘অ্যা মাইটি হার্ট’ সিনেমাতে অ্যাঞ্জেলিনার সঙ্গে অভিনয় করেছিলেন আলি খান। প্রয়াত অভিনেতা ইরফান খানও ছিলেন সেই সিনেমায়। সেই সিনেমার প্রযোজক ছিলেন ব্র্যাড পিট। মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে পার্টির আয়োজন করা হয়। 

এ প্রসঙ্গে আলি বলেন, ‘সিনেমার সেটের বাইরে অ্যাঞ্জেলিনা একেবারেই সাধারণ মানুষের মতো। আমি, আমার স্ত্রী আর অ্যাঞ্জেলিনা অনেক গল্প করলাম পার্টিতে। বিশেষত আমার স্ত্রীর সঙ্গে সন্তানের পরিচর্যা, তাদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় কথা বলেছিলেন অ্যাঞ্জেলিনা।’


ব্র্যাড পিট   জনপ্রিয়তা   শাহরুখ খান   বলিউড  


মন্তব্য করুন


বিজ্ঞাপন