এডিটর’স মাইন্ড

শেখ হাসিনার প্রতিপক্ষ কে

প্রকাশ: ১২:০০ এএম, ১৩ নভেম্বর, ২০২১


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন লন্ডনে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য সেখানে রোড শো উদ্বোধন করলেন। যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাঙালি ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তৃতা দিলেন। প্রধানমন্ত্রী বললেন, ‘বাংলাদেশে চমৎকার বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে।’ দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর যখন এই চমৎকার উদ্যোগ, সেদিন বাংলাদেশে ঘটল অন্যরকম এক ঘটনা। হঠাৎ করেই ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হলো। বলা হলো, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়াতেই নাকি এমনটা করা হয়েছে। ভালো কথা। তাহলে, প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরের আগে কেন দামটা বাড়ানো হলো না? কিংবা প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ মূল্যবৃদ্ধি করলে কী এমন মহাভারত অশুদ্ধ হতো? এ প্রশ্ন করলাম এজন্য যে এ ঘটনা কি কাকতালীয় না স্যাবোটাজ, এ নিয়ে আমার সন্দেহ আছে। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী যখন রোডশো করছেন, সে সময় বাংলাদেশ অচল! গণপরিবহন বন্ধ। চট্টগ্রাম বন্দর বন্ধ। পণ্য পরিবহন বন্ধ। লঞ্চ বন্ধ। প্রধানমন্ত্রীর বক্তব্যে উৎসাহিত হয়ে যারা বাংলাদেশমুখী হবেন, তারা তাৎক্ষণিকভাবে কী বার্তা পাবেন? তারা জানলেন, এখানে কথায় কথায় ধর্মঘট করা যায়। চট্টগ্রাম বন্দরে মাল আটকে থাকে। বিপিসি জানাল, এ মূল্যবৃদ্ধি ছয় মাস পরও করা যেত। তাহলে এ তাড়াহুড়ো কেন? কেন এনার্জি রেগুলেটরি কমিশনে মূল্যবৃদ্ধির প্রস্তাব পাঠানো হলো না? কেন গণশুনানি ছাড়াই মূল্যবৃদ্ধি? প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় কেন? এটা কি তাঁর আহ্বানকে ব্যর্থ করার জন্য?

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধি নিয়ে যে তেলেসমাতি কাণ্ড হলো, তাতে আমার মনে হয় সরকারের ভেতরে একটি শক্তিশালী অংশ প্রধানমন্ত্রীর প্রতিপক্ষ হয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করছেন। তাঁর শত্রুরাও এ কথা স্বীকার করে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। এই তো সেদিন জলবায়ু সম্মেলন কপ-২৬-এ প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম প্রেরণাদায়ী প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত হলেন। বাংলাদেশ যে এখন ক্ষুধা-দারিদ্র্য মুক্ত, এটা শেখ হাসিনার অবদান। কিন্তু শেখ হাসিনার অর্জন, তাঁর স্বপ্নগুলোকে বিনষ্ট করতে যেন একটি মহল তৎপর। আর সে মহলটি অন্য রাজনৈতিক দল নয়, খোদ সরকারের ভিতরই দৃশ্যমান। শেখ হাসিনার রাজনৈতিক দর্শন এবং উন্নয়ন কৌশল খুব স্পষ্ট, স্বচ্ছ। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেন, লালন করেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চান। এটাই তাঁর রাজনীতি। বঙ্গবন্ধুর স্বপ্নও খুব সহজ এবং সোজাসাপটা। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই জাতির পিতার সারা জীবনের স্বপ্ন। এজন্য তিনি বছরের পর বছর জেল খেটেছেন। জুলুম, নির্যাতন সহ্য করেছেন। বঙ্গবন্ধুর রাজনীতির মূল কথা ছিল জনগণকে কষ্ট দেওয়া যাবে না। সারা জীবন তিনি ছিলেন জনগণের পক্ষে। শেখ হাসিনাও তাই। জনকল্যাণ এবং জনগণের ক্ষমতায়ই তাঁর রাজনীতির মূল সুর। কিন্তু ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের একটি অংশ যা করল তা রীতিমতো নিষ্পেষণ। জনগণের সঙ্গে প্রতারণা। যারা এটা করেছে তারা একটি সিন্ডিকেট। এ সিন্ডিকেটের সঙ্গে সরকারের প্রভাবশালীদের প্রকাশ্য ও গোপন প্রেম-প্রণয় রয়েছে। এরাই বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার প্রতিপক্ষ। বাংলাদেশে ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে যা হলো তা ভয়ঙ্কর। প্রথমে জ্বালানি প্রতিমন্ত্রী জানালেন আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কথা। এরপর এক গুরুত্বপূর্ণ মন্ত্রী যা বললেন তা পিলে চমকানোর মতো। তাঁর মতে আমাদের দেশে ডিজেলের মূল্য কম হওয়ায় ডিজেল ভারতে পাচার হয়। তাহলে আমাদের সীমান্তরক্ষীরা ব্যর্থ? আইন প্রয়োগকারী সংস্থা পাচার রোধে অক্ষম? সরকারের কাজ পাচার বন্ধ করা। পাচার রোধে মূল্যবৃদ্ধি যেন অনেকটা চোরের ভয়ে গহনা বেঁচে দেওয়ার মতো। আমাদের মন্ত্রীরাই পারেন এ রকম দায়িত্বহীন মন্তব্য করতে। কাল কি ওই মন্ত্রী বলবেন- রাস্তায় দুর্ঘটনা ঘটে এজন্য গাড়ি চালাবেন না? কদিন পর এ রকম যুক্তিও কি দেওয়া হবে- রাস্তায় ছিনতাই হয় তাই ঘর থেকে বেরোবেন না? ঘটনা এখানেই শেষ নয়, ডিজেলের মূল্যবৃদ্ধির ঘটনা যে শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্র তা স্পষ্ট হলো এর পরের ঘটনাপ্রবাহে। মূল্যবৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গেই পরিবহন মালিক, কাভার্ড ভ্যান মালিক ইত্যাদি নানা মালিকের সমিতি একযোগে ধর্মঘটের ঘোষণা দিল। মন্ত্রীরা নির্বিকার! জনগণকে জিম্মি করা হলো। আমরা সবাই জানি এসব মালিক সমিতির নেতা কারা। এসব মালিক সমিতি সরকারের আশীর্বাদপুষ্ট সংগঠন। যখন যে দল ক্ষমতায় থাকে, তখন এসব সমিতি সে দলের আজ্ঞাবহ হয়ে কাজ করে। আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্য এবং এমপি পরিবহন খাতের গডফাদার। তাঁর ইশারায় মালিক-শ্রমিকরা এক ঘাটে পানি খান। অর্থাৎ সরকারের একটি অংশ জনগণকে জিম্মি করল। ৫ নভেম্বর শুক্রবার। সারা দেশে একযোগে ১৭টি ভর্তি ও নিয়োগ পরীক্ষা। এর মধ্যে গণপরিবহন বন্ধ। কিছু মন্ত্রীর কাজ হলো শুধু কথা বলা। এঁদের কথা এতই কর্কশ ও বিরক্তিকর যে আওয়ামী লীগের কর্মীরাও আজকাল এদের কথায় কানে তুলা দেন। ব্যস, বকাউল্লা বকে গেলেন। পাতানো খেলার মতো বলতে থাকলেন ‘হুঁশিয়ার, সাবধান!’ মালিক সমিতির নেতারা মুচকি হাসলেন। তাঁরা জানেন এসব স্রেফ কথার কথা। যথারীতি মালিকপক্ষের দাবি মেনে নেওয়া হলো। সরকার কার প্রতিনিধি- জনগণের না মালিক পক্ষের? কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস আছে যার দাম বাড়লে বাজারে চেইন রিঅ্যাকশন হয়। ডিজেলের দাম বৃদ্ধির ফলে গণপরিবহনের ভাড়া বাড়ল। সে ঢেউ আছড়ে পড়ল কাঁচাবাজারে। এমনিতেই দ্রব্যমূল্য নিয়ে যেন এক হরিলুটের খেলা চলছে। শাকসবজি, পিঁয়াজ-কাঁচা মরিচ থেকে চালের দাম নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে চলেছে। বাজার দেখার কেউ নেই। ডিজেলের মূল্যবৃদ্ধি সে আগুনকে আরও ভয়াবহ করল। করোনার সময় থেকেই মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। এ সময় ডিজেলের দাম বাড়িয়ে জন অসন্তোষ সৃষ্টির জন্যই কি এ তৎপরতা? জনগণকে জিম্মি করতে দেওয়ার সুযোগ কেন মালিকদের দেওয়া হচ্ছে? টানা তিন মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায়। সব সময় রাজনৈতিক প্রতিপক্ষকে বলা হচ্ছে সরকার শক্তিশালী। বিপুল জনসমর্থন আছে সরকারের। ঘরে বাইরে সরকারের ক্ষমতা দৃশ্যমান বটে। কিন্তু এত বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় মেয়াদে থাকা একটি সরকার কিছু সিন্ডিকেটের কাছে এত অসহায় কেন? শুধু ডিজেলের মূল্যবৃদ্ধি নয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয়ে লক্ষ্য করি যে প্রধানমন্ত্রী যা বলেন এবং নির্দেশ দেন তার উল্টো কাজ করাটা যেন আওয়ামী লীগ ও সরকারের একটা অংশের অভ্যাসে পরিণত হয়েছে। এরা যেন শেখ হাসিনার প্রধান প্রতিপক্ষ। সাম্প্রদায়িক সহিংসতার কথাই ধরা যাক। দুর্গোৎসবে যা ঘটেছে তা অগ্রহণযোগ্য। প্রধানমন্ত্রী সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের জন্য শেখ হাসিনা যা করেছেন, অন্য কোনো সরকারপ্রধান তা করেননি। কিন্তু শেখ হাসিনার এ অর্জন ম্লান করতে যেন মরিয়া সরকারের প্রশাসন। প্রতি বছর দুর্গোৎসবে পূজামণ্ডপে তিন স্তরে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়। এবার রাখা হয়নি কেন? কুমিল্লার ঘটনার পর সরকারের ঘুম ভাঙল অনেক দেরিতে, কেন? সর্বত্র প্রশাসন এত নির্লিপ্ত, উদাসীন কেন? গোয়েন্দা সংস্থাগুলো কী করল? জাতির পিতা সারা জীবন অসাম্প্রদায়িক চেতনা লালন করে গেছেন। শেখ হাসিনাও তা করেন। কিন্তু তাঁর সরকারের মন্ত্রী, আমলা, প্রশাসনের কজন এ চেতনা ধারণ করেন? প্রশাসনে এখন বকধার্মিকের আধিক্য চোখে পড়ে। এদের কারণেই সাম্প্রদায়িক শক্তি মাথা তুলে দাঁড়াচ্ছে। সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তা কি আওয়ামী লীগের নীতি-আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ? এই পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৫০ বছরে বাংলাদেশ নতুন বন্ধু পেয়েছে, তার নাম পাকিস্তান। সরকারের ভিতর প্রভাবশালী একটি অংশ যেন পাকিস্তানের সঙ্গে রোমান্সের জন্য ব্যাকুল। পাকিস্তানের কাছে পাওনা টাকার হিসাবে নেই। বাংলাদেশে পাকিস্তানের ষড়যন্ত্রের ব্যাপারে নজরদারি নেই। পাকিস্তানের জন্য পুরনো প্রেম যেন উথলে উঠেছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নে সরকারের ভিতর যারা মরিয়া তারাই শেখ হাসিনার প্রতিপক্ষ।

বাংলাদেশে এখন লাজলজ্জাহীন তৈল মর্দন প্রতিযোগিতা চলছে। শেখ হাসিনাকে এমন কোনো উপাধি নেই যা দেওয়ার চেষ্টা করা হয়নি। তাঁর প্রশংসা, স্তুতিতে মন্ত্রী, আমলারা মুখে ফেনা তোলেন। কিন্তু বাস্তবে কাজ করেন তাঁর নীতি ও আদর্শের পরিপন্থী। শেখ হাসিনা বলেছেন, জনগণকে কষ্ট দেওয়া যাবে না। সরকারের একটি অংশের একমাত্র কাজ জনগণকে যে কোনো প্রকারে কষ্ট দেওয়া। করোনাকালে তার ভূরি ভূরি নজির আছে। গার্মেন্টস চলবে, গণপরিবহন বন্ধ কিংবা অর্ধেক গাড়ি চলবে- এর মতো উদ্ভট সিদ্ধান্ত শুধু জনগণকে কষ্ট দেওয়ার জন্যই। শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি করা যাবে না। বাস্তবে দুর্নীতির এক নীরব প্রতিযোগিতা চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ ফাইল গায়েব হলো। দু-এক দিন তোড়জোড় দেখলাম, এখন তা বন্ধ। ফাইল রক্ষার দায়িত্ব আমলাদের, অথচ পিয়ন-দারোয়ানদের নিয়ে টানাহেঁচড়া করে লোক দেখানো নাটক হলো। শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব চেয়েছেন তা-ও তিন মাস হলো। এটা ধামাচাপা দিতে আমলারা এখন চাটুকারিতায় আরও বেশি মনোযোগী হয়েছেন। অনেকেই বিভিন্ন সময়ে বলার চেষ্টা করেন, শেখ হাসিনা যা চান তা-ই হয়। কথাটা সঠিক নয়। শেখ হাসিনার অনেক আকাঙ্খার উল্টো কাজ করছে সরকারের একটি অংশ এবং প্রশাসন। শেখ হাসিনার আকাঙ্খাগুলোকে যদি প্রশাসন বুঝত তাহলে এভাবে ডিজেলের দাম বাড়াত না, এভাবে পূজামণ্ডপে হামলা হতো না। এভাবে ফাইল চুরির ঘটনা ধামাচাপা দেওয়া হতো না। শেখ হাসিনার একমাত্র শক্তি হলো জনগণ। শেখ হাসিনার জনপ্রিয়তাকে প্রতিপক্ষ ভয় পায়। সরকারের ভিতর একটি অংশ এখন শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালাচ্ছে। তাঁর জনপ্রিয়তা নষ্টের চক্রান্ত চলছে। এজন্য বাজারে ছড়ানো হয়- শেখ হাসিনার সিদ্ধান্ত ছাড়া কিছুই হয় না। মন্ত্রীরা ঘুষ খান শেখ হাসিনার সিদ্ধান্তে? আমলারা বেগমপাড়ায় বাড়ি বানান প্রধানমন্ত্রীকে জানিয়ে? নীরবে পর্দার আড়ালে চলছে এক সর্বনাশা খেলা। এ খেলায় শেখ হাসিনার দুঃসময়ের আপনজনদের সরিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনে সৎ, যোগ্য, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের আড়াল করা হচ্ছে। শেখ হাসিনাকে বায়ু বাবলের মতো চাটুকার বলয় ঘিরে ফেলেছে। শুধু সরকার কেন, আওয়ামী লীগের একটি অংশও যেন শেখ হাসিনার বিপরীত স্রোতে চলছে। আওয়ামী লীগে অনুপ্রবেশ বন্ধে গত পাঁচ বছরে আওয়ামী লীগ সভানেত্রী না হলেও ৫০ বার নির্দেশ দিয়েছেন। কিন্তু দলের নেতারা সে নির্দেশ কি মানছেন? শেখ হাসিনা বলেছেন, বিদ্রোহী প্রার্থী দেওয়া যাবে না। মন্ত্রী-এমপিরাই এ বক্তব্যের পর দ্বিগুণ উৎসাহে বিদ্রোহী প্রার্থী দিচ্ছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতিপক্ষ এখন আওয়ামী লীগের বিদ্রোহীরা। এরা মারামারি করছেন। খুনোখুনি করছেন। আওয়ামী লীগের বাইরের শত্রুর দরকার নেই। আওয়ামী লীগের প্রধান শত্রু এখন আওয়ামী লীগ। শেখ হাসিনা বলেছেন, রাজনীতি ত্যাগের, ভোগের নয়। তিনি যা বলেন তা করেন। ৪০ বছর দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রায় ১৮ বছর প্রধানমন্ত্রিত্ব করছেন। একটি কলঙ্কের দাগ তাঁর গায়ে লাগেনি। তাঁর চরম শত্রুও শেখ হাসিনার সততা নিয়ে প্রশ্ন করতে পারবে না। কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগে ওয়ার্ড নেতার বাসায় টাঁকশাল থাকে! গত ১৩ বছরে আওয়ামী লীগে যারা অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তারা কি শেখ হাসিনার অনুসারী? যখনই শেখ হাসিনা দলে শুদ্ধি অভিযান শুরু করেন, তখন বিএনপি-জামায়াত জুজুর ভয় দেখানো হয়। আওয়ামী লীগের নেতারা ভাঙা রেকর্ডের মতো বিএনপিকে গালাগালি করেন। বিএনপি ষড়যন্ত্র করছে বলেও খিস্তি করেন। বিএনপি নামের এক ছায়ার সঙ্গে যুদ্ধ দেখিয়ে নিজেদের অপকর্ম আড়ালের চেষ্টা করছেন আওয়ামী লীগের কিছু নেতা। এরাই শেখ হাসিনার প্রতিপক্ষ।

মাঝেমধ্যে ’৭৫-এর আগের দৃশ্যপট চোখের সামনে ভেসে ওঠে। জাসদকে সামনের প্রতিপক্ষ দেখিয়ে খুনি মোশতাকরা দলে এবং সরকারে সিঁধ কাটছিল। কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি, পাটের গুদামে আগুন, সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। এসব ঘটিয়ে যুদ্ধোত্তর বাংলাদেশে জাতির পিতার অসামান্য অবদানকে জনদৃষ্টির আড়াল করা হয়েছিল। শূন্য থেকে বঙ্গবন্ধু কীভাবে দেশকে গড়ে তুলছিলেন সে কথা জনগণকে বুঝতে দেওয়া হয়নি। জাসদকে মাঠে নামানো হয়েছিল আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে। বড় করে দেখানো হয়েছিল নানা বিশৃঙ্খলা। এ রকম একটি পরিস্থিতিতেই ’৭৫-এর ১৫ আগস্ট ঘটানো হয়েছিল। তাজউদ্দীন আহমদরা ছিটকে পড়েছিলেন ক্ষমতার কেন্দ্র থেকে। ষড়যন্ত্রকারীরা ঘিরে ফেলেছিল বঙ্গবন্ধুকে। দলে এবং সরকারে। আমরা কি সে রকম একটা পরিস্থিতির সামনে দাঁড়িয়ে? পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মতো বড় পরিসরের উন্নয়ন কর্মযজ্ঞ চলছে বাংলাদেশে। এসবের সুফল পাবে এ দেশের জনগণ। বদলে যাবে বাংলাদেশ। তার আগে দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, যেখানে পদ্মা সেতুর নির্মাণে মানুষের আবেগকে হত্যা করা হচ্ছে বরং পিঁয়াজের দাম বাড়ায় জনগণ ক্ষুব্ধ। মেট্রোরেলের সুবিধার চেয়ে ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে মানুষ বিরক্ত। প্রধানমন্ত্রীর বন্দনা করতে করতে প্রশাসনে ঘাপটি মেরে থাকা অপশক্তি কি ষড়যন্ত্রে লিপ্ত?

আমার এ উদ্বেগের কারণ একটাই। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা আর শেখ হাসিনা এখন সমার্থক। শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চয়তার অন্ধকারে ভরা। তাই শেখ হাসিনার আসল প্রতিপক্ষ কারা, তা এখনই চিহ্নিত করতে হবে। কারণ বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রু ভয়ংকর!

লেখক : নির্বাহী পরিচালক, পরিপ্রেক্ষিত।



মন্তব্য করুন


এডিটর’স মাইন্ড

ভিসা নিষেধাজ্ঞা: প্রশাসনের মধ্যে উৎকণ্ঠা, উদ্বেগ

প্রকাশ: ০৬:০০ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

প্রথম পর্যায়ে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই প্রশাসনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। প্রশাসনের মধ্যে খোঁজ খবর নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। বিভিন্ন মহল টেলিফোনে একে অন্যকে জিজ্ঞেস করছেন যে, কারা কিভাবে ভিসা নিষেধাজ্ঞার আওতায় এলেন। এ সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য এক ধরনের মরিয়া চেষ্টা দেখা গেছে। তবে লক্ষণীয় ব্যাপার যে প্রশাসনের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কর্মকর্তাদের মধ্যে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ব্যক্তি ভিসা নিষেধাজ্ঞার আওতায় এসেছে বলে ধারণা করা হচ্ছে। ফলশ্রুতিতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এক ধরনের ভয় এবং আতঙ্ক তৈরি হয়েছে।

অন্যদিকে বিচার বিভাগের কয়েকজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এমন তথ্য পাওয়ার পর বিচার বিভাগের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা লক্ষ্য করা গেছে। তাছাড়া প্রশাসনের মধ্যে এক ধরনের ভয় লক্ষ্য করা যাচ্ছে এবং তারা সামনে কি হয় এই নিয়ে আতঙ্কে রয়েছেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণের পর নিউইয়র্কের সংবাদ সম্মেলনে বলেছেন যে, ভিসা নিষেধাজ্ঞা নিয়ে ভয়ের কিছু নেই। আতঙ্কিত হবার কিছু নেই। 

তিনি এটিও বলেছেন যে, বাংলাদেশে যারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে বাধা প্রদানের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশও ভিসা নিষেধাজ্ঞা দেবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উদ্বেগ কতটুকু নিরসন করতে পারবে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।

বাংলা ইনসাইডার বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে দেখেছে যে, ভিসা নিষেধাজ্ঞার প্রভাব রাজনীতিবিদদের ওপর অনেক কম পড়েছে। আওয়ামী লীগের কোনো নেতাই ভিসা নিষেধাজ্ঞা নিয়ে তেমন উদ্বিগ্ন নয়। বরং তারা মনে করছে যে, এই ভিসা নিষেধাজ্ঞাকে মাথায় রেখেই আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র সামনে আরও চাপ দেবে, এটাকে মাথায় নিয়েই কাজ করতে হবে। 

আওয়ামী লীগের কয়েকজন নেতা মনে করছেন যে, প্রধানমন্ত্রী শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিলেন সেই অবস্থানটি সঠিক ছিল। কিন্তু মাঝখানে পররাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন ব্যক্তিরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের যে নাটক করেছিল সেটি সরকারের জন্য ক্ষতিকারক হয়েছে বলে তারা মনে করেন। 

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে আতঙ্কিত হওয়া যাবে না। বরং কঠোরভাবে নির্বাচনের রোড ম্যাপ বাস্তবায়ন করতে হবে। তবে ভিসা নীতির যে প্রভাব প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কর্মকর্তাদের ওপর পড়েছে সেই প্রভাব নিরসন না করতে পারলে সরকারের জন্য সামনের দিনগুলো অনেক চ্যালেঞ্জিং হবে বলে তারা মনে করছেন। 

আওয়ামী লীগের অনেক নেতা স্বীকার করেছেন যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন সামনের দিনগুলোতে এক ধরনের অস্বস্তিতে কাটাবে এবং ভিসা নীতির ভয়ে সাধারণ কাজ করতে গিয়ে আতঙ্ক বোধ করবে। এর প্রভাব পড়বে প্রশাসনের ওপর। নির্বাচনের তিন মাস আগে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিষ্ক্রিয় হয়ে যায় সেক্ষেত্রে বিরোধী আন্দোলন আরও চাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি প্রতিরোধের জন্য আওয়ামী লীগের নেতারা মনে করছেন যে রাজনৈতিক কর্মসূচি বাড়াতে হবে এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে এই অবস্থানের বিপরীতে অবস্থান নিতে হবে। তা না হলে এই ভিসা নীতির আতঙ্ক প্রশাসনকে নিষ্ক্রিয় করবে।

ভিসা নিষেধাজ্ঞা   মার্কিন যুক্তরাষ্ট্র   বাংলাদেশের নির্বাচন   ভিসা নীতি  


মন্তব্য করুন


এডিটর’স মাইন্ড

আগামী ১০০ দিন বাংলাদেশে কি ঘটতে পারে?

প্রকাশ: ১১:০০ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

আমি জ্যোতিষী নই। ভবিষ্যৎ গণনা আমার কাজ না। বাংলাদেশে আগামী নির্বাচনের আগে কি ঘটতে পারে কোন জ্যোতিষীর পক্ষেও এখন বলা সম্ভব কিনা আমার সন্দেহ । হয়তো তা সময়ই বলে দেবে। কিন্তু পরিস্থিতি বিশ্লেষণ করে আগামী দিনের রাজনৈতিক ঘটনা প্রবাহের একটি ধারণা পাওয়া যেতেই পারে। ১০০ দিনের মধ্যে দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা। এ ব্যাপারে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন আগামী জানুয়ারির মধ্যে নির্বাচন করতে চায়। কিন্তু দেশে শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা, তা এখন কোটি টাকার প্রশ্ন। নির্বাচন হলে সেই নির্বাচনে কি বিএনপি অংশ নেবে? বিএনপির অংশগ্রহণ ছাড়া নির্বাচন করা কি আদৌ সম্ভব হবে? সেরকম একটি নির্বাচন কি জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পাবে? ইত্যাদি নানা প্রশ্ন এখন বাংলাদেশের আকাশে-বাতাসে। অফিসে, রাজনৈতিক দলের কার্যালয়ে, চায়ের আড্ডায়, হাটে-বাজারে এসব নিয়ে নানা আলোচনা চলছে। অজানা এক গন্তব্যে বাংলাদেশ।

নির্বাচন হবে কিনা, তা যেমন রাজনৈতিক দলগুলোর ইচ্ছা-অনিচ্ছার উপর অনেকখানি নির্ভরশীল। তেমনি নির্বাচনের ক্ষেত্রে আগামী ১০০ দিন কতগুলো ‘এক্স ফ্যাক্টর’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ এবং বিএনপি দু’দলই রাজনীতির নিয়ন্ত্রণ চাইছে। মাঠের দখলের লড়াই এখন দৃশ্যমান। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এবং ভবিষ্যত এখন শুধু আওয়ামী লীগ, বিএনপির শক্তি এবং নেতৃত্বের দক্ষতার উপর নির্ভরশীল নয়। পারিপার্শ্বিক অনেক কিছুই দেশের নির্বাচন এবং রাজনৈতিক গতি প্রবাহের উপর প্রভাব ফেলতে পারে। এই যেমন ধরা যাক, বেগম জিয়ার অসুস্থতা। কাগজে কলমে এখনও বেগম জিয়া বিএনপির চেয়ারপারসন। যদিও তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে আছেন গত পাঁচ বছর ধরে। সাম্প্রতিক সময়ে ৭৮ বছর বয়সী এই প্রবীন মানুষটি নানা রোগ শোকে আক্রান্ত। হাসপাতালে আছেন বেশ কিছুদিন ধরে। দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে আছেন তিনি এবং তার দল। দুটি দুর্নীতির মামলায় দন্ডিত হয়ে কারান্তরীণ ছিলেন দুই বছরের বেশি সময়। সরকারের বিশেষ বিবেচনায় তিনি কারাগার থেকে ‘ফিরোজায়’ গেছেন বটে। কিন্তু নানা শারীরিক সমস্যা তাকে রীতিমতো গ্রাস করে ফেলেছে। বিএনপি নেতারা মাঝে মধ্যেই বলেন ‘বেগম জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।’ তার উন্নত চিকিৎসার দাবী বেশ পুরনো। বেগম জিয়ার পরিবারের সদস্যরা এনিয়ে সরকারের কাছেও দেন দরবার করছেন। কিন্তু এখন পর্যন্ত এব্যাপারে সরকার সায় দেয়নি। অনেকেই বেগম জিয়ার শেষ পরিণতির অপেক্ষায়। আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের মধ্যেই বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। বেগম জিয়ার কিছু হলে দেশে কি হবে? আগামী ১০০ দিনের মধ্যে কি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের চরম অবনতি ঘটবে? জীবন-মৃত্যু সৃষ্টিকর্তার হাতে। কিন্তু নির্বাচনের আগে যদি এরকম কোন ঘটনা ঘটে তাহলে দেশের পরিস্থিতি কি হতে পারে? অনেকেই মনে করেন এরকম অবস্থায় বিএনপির কর্মীরা প্রচন্ড উত্তেজিত হয়ে উঠতে পারেন। বিক্ষুদ্ধ কর্মীরা ভাঙ্গচুর, জ্বালাও পোড়াও ঘটিয়ে দেশে সৃষ্টি করতে পারে এক অশান্ত পরিবেশ। ঘেরাও, সন্ত্রাসী তান্ডব করে দেশে তৈরী হতে পারে এক অরাজক পরিস্থিতি। সরকার সেরকম পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে কিনা তা নিয়েও অনেকে শংকিত। নির্বাচনের আগে এরকম একটি নিয়ন্ত্রণহীন অবস্থা দেশে সাংবিধানিক ধারা ব্যাহত করতে পারে। নির্বাচনও বাধাগ্রস্থ করতে পারে। একটা সংকটময় পরিস্থিতিতে তৃতীয় শক্তি ক্ষমতা গ্রহণের সুযোগ পেতে পারে বলে অনেকের ধারনা। তবে আশাবাদী মানুষরা এনিয়ে শঙ্কিত নয় নানা কারণে। বেগম জিয়াকে যখন সর্বোচ্চ আদালতের নির্দেশে ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ করা হয়েছিল, তখনও অনেকে শংকিত ছিলেন। অনেকেই মনে করেছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে। তেমন কিছুই শেষ পর্যন্ত হয়নি। ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি আদালতের রায়ে বেগম জিয়া দোষী সাব্যস্ত হন। দন্ড কার্যকর করার জন্য তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। তখন বিএনপির অচল করে দেয়ার হুমকি কাজে দেয়নি। বেগম জিয়ার অনাকাঙ্খিত কিছু হলে, এবারও বিএনপির নেতা-কর্মীরা কতদূর কি করতে পারে তা নিয়ে অনেকের সন্দেহ আছে। কেউ কেউ মনে করেন চার/পাঁচদিন বড়জোড় এক সপ্তাহের একটা ঝড় তুলবে। তারপর সব কিছু ঠিকঠাক হবে। ঠিক হোক না হোক বাংলাদেশের আগামী ১০০ দিনের অনিশ্চয়তার যাত্রায় বেগম জিয়া একটা বড় ‘এক্স ফ্যাক্টর’। 

বেগম জিয়ার মতোই ড. ইউনূস ইস্যুও আগামী ১০০ দিনের অভিযাত্রার গতিপথ পাল্টে দিতে পারে যে কোন সময়ে। যেভাবে শ্রম আদালতে মামলা এগুচ্ছে তাতে ড. ইউনূসের রায় যে নির্বাচনের আগেই হবে তা  মোটামুটি নিশ্চিত। শ্রমিকদের এই মামলায় দোষী প্রমাণিত হলে শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবীদকে কারাগারে যেতে হবে। ড. মুহাম্মদ ইউনূস বেগম জিয়ার মতো জনপ্রিয় রাজনৈতিক নেতা নন। তার বিরাট দল, বিশাল কর্মী বাহিনীও নেই। কিন্তু বেগম জিয়ার চেয়েও ড. ইউনূস অনেক বেশি প্রভাবশালী। ড. ইউনূস ইস্যুতে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট অবস্থান নিয়েছে। শতাধিক নোবেল জয়ী ড. ইউনূসের মামলা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখেছেন। হিলারী ক্লিনটন এবং বারাক ওবামার মতো প্রভাবশালী ব্যক্তিরা ড. ইউনূস ইস্যুকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। এমনিতেই গত দুবছর ধরে বাংলাদেশ-যুক্তরাষ্ট সম্পর্ক নানা অস্বস্তি এবং টানাপোড়েন চলছে। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করেছে। ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন না হলে বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকা কি কি করবে তার তালিকা প্রতিদিন দীর্ঘ হচ্ছে। ভিসা নিষেধাজ্ঞা, সহায়তা কমানোর হুমকি, সামরিক সহায়তা হ্রাস সহ নানা হুমকি আর ধমকের মধ্যে আছে বাংলাদেশ। এর মধ্যে এক বাঁচাল পররাষ্ট্র মন্ত্রী একাই বেসামাল কথা বলে কূটনীতির মাঠকে কর্দমাক্ত করে ফেলছেন। এই অবস্থায় ড. ইউনূস ইস্যু কি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের বিরুদ্ধে ‘পয়েন্ট অব নো রিটার্নে’ নিয়ে যাবে? কিছুদিন ধরেই সরকার প্রধান বলছিলেন ‘মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে হয়তো ক্ষমতায় দেয়তে চায় না।’ প্রধানমন্ত্রী এটাও বলেছেন ‘এখানে কেউ কেউ তাবেদার সরকার প্রতিষ্ঠা করতে চায়।’ যুক্তরাষ্ট্র যে তার স্বার্থের জন্য সবকিছু করতে পারে এটা প্রমাণিত সত্য। বাংলাদেশে যেমন আমেরিকার অনেক স্বার্থ আছে, তেমনি ড. ইউনূসের ব্যাপারে তাদের আছে আলাদা আবেগ এবং পক্ষপাত। বাংলাদেশ নিয়ে তাদের পরিকল্পনায় কি ঘি ঢালবে ড. ইউনূস ইস্যু? বাংলাদেশে আগামী ১০০ দিনের ঘটনা প্রভাব কোন দিকে মোড় নেবে তা অনেকটা নির্ভর করে ড. ইউনূসের মামলার রায়ের উপর। 

১০০ দিন পর মার্কিন যুক্তরাষ্ট্র কেমন বাংলাদেশ দেখতে চায়? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সঙ্গে সম্পূরক প্রশ্নও জুড়ে দেয়া যায় যুক্তরাষ্ট্র যা চায় সব সময় কি পায়? আগামী ১০০ দিনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েনের পরিণতিও বোঝা যাবে। 

দেশের দ্রব্যমূল্য পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। মানুষ ক্ষুদ্ধ হয়ে উঠছে। বাণিজ্য মন্ত্রণালয় ডিম, পিয়াজ আলুর মূল্য নির্ধারণ করে আরেকটা অযোগ্যতার প্রমাণ রেখেছে। ঐ দামে কোথাও এসব পণ্য বিক্রি হচ্ছে না। বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কর্তারা নির্লজ্জের মতো দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলছে। মানুষ ফুঁসে উঠছে। অনেকেই মনে করেন, নির্বাচন, বিরোধী দল নয় সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পণ্যের দাম নিয়ন্ত্রণ। গত ১৫ বছর মানুষ খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে উঠেছিল। ক্ষমতার পালা বদল, কিংবা বিরোধী দলের দাবী দাওয়া বিষয়ে তারা উৎসাহ হারিয়ে ফেলেছিল। প্রত্যেকে যার যার অবস্থান থেকে স্বপ্ন দেখতো। ভবিষ্যত পরিকল্পনা করতো। কিন্তু পঁচা শামুকে পা কাটার মতো, ডেঙ্গু, দ্রব্যমূল্য, দূর্নীতি সরকারের উপর জনগনের আস্থা নষ্ট করছে প্রতিনিয়ত। সবচেয়ে দূর্ভাগ্যজনক হলো এসব সংকট নিরসনে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা কেবল অযোগ্যতার পরিচয় দিচ্ছেন না। অসত্য বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। সংকটকে পাত্তা দিচ্ছেন না। অশান্ত, ক্ষুদ্ধ জনগণ কি করতে পারে, তা বাংলাদেশ বহুবার দেখেছে। নির্বাচনের আগে জনগণকে তাঁতিয়ে তুলতে অনেকেই চাইবে। সরকারের ভেতর কিছু অর্থব, দায়িত্ব জ্ঞানহীনরা সেই অস্ত্রই যেন তুলে দিচ্ছে বিরোধী পক্ষের হাতে। দেশে স্যালাইনের হাহাকার, দেখার কেউ নেই। মশা নিয়ন্ত্রণের নামে নজিরবিহীন জালিয়াতি এবং লুণ্ঠনের পরও কেউ কেউ দাঁত কেলিয়ে হাসেন। বাজারে আগুন নিয়ে বাণিজ্য মন্ত্রী এবং সচিবের বক্তব্য মানুষকে ক্ষুদ্ধ করে তোলে। এখনই ব্যবস্থা না নিলে এসব ঘটনা বিস্ফোরণ সৃষ্টি করতে পারে। আগামী ১০০ দিনে এসব প্রতিকূলতার দূর্গম পথ পাড়ি দিতে হবে সরকারকে। বিএনপি এখন এক দফা দাবীতে আন্দোলন করছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত দলটির টানা কর্মসূচী রয়েছে। বিএনপি নেতারা অক্টোবরের মধ্যে আন্দোলনকে একটা চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যেতে চান। কিন্তু একা বা নাম সর্বস্ব কিছু সঙ্গী সাথীকে নিয়ে আন্দোলন করে বিএনপি এক দফা আদায় করতে পারবে, এটা বিএনপির নেতারাও বিশ্বাস করেন না। বিএনপি তাদের আন্দোলনের সাফল্যের জন্য এসব এক্স ফ্যাক্টরের উপরই নির্ভরশীল। বেগম জিয়ার কিছু হলে সারাদেশে আগুন জ্বলবে, বিএনপির একদফা আদায় সহজ হবে। কিংবা ড. ইউনূস ইস্যুতে যুক্তরাষ্ট্র সরকারের উপর চূড়ান্ত নাখোশ হবে। বাংলাদেশের উপর নানা নিষেধাজ্ঞা দেবে। শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধ করবে। ব্যস। এক দফা আদায়ের পথ সুগম হবে। এরকম সব যদি, তবে, কিন্তুর উপর ভর করে বিএনপি আন্দোলন করছে। তাই জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি থেকে বিএনপির কর্মীরা হতাশ হন। আবার পররাষ্ট্র মন্ত্রী যখন গ্রামের চাওয়ালার মতো শিষ্টাচার বহির্ভূত ভাষায় সেলফির গল্প শোনান, তখন তারা উজ্জীবিত হন। তাই ১০০ দিনে দেশের বা বিএনপির গন্তব্য নির্ধারণে ক্ষমতা বিএনপির নেই। এটি পুরোপুরি নির্ভর করে চারপাশের ঘটনা প্রবাহের উপর। বিএনপি না পারলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ কিন্তু ঠিকই পারে ১০০ দিনের ঘটানা প্রবাহের গতিপথ নির্ধারণ করতে। ক্ষমতাসীন আওয়ামী লীগ চায় সাংবিধানিক ধারাবাহিকতা। সংবিধান সম্মুন্নত রাখা। সংবিধান অনুযায়ী এবং আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে একটি নির্বাচন। আগামী ১০০ দিনে এই লক্ষ্যে অবিচল থেকে দূর্গম পথ পাড়ি দিতে হবে দলটিকে। এজন্য প্রথম এবং প্রধান কাজ জনগণের আস্থা অর্জন। শেখ হাসিনা আওয়ামী লীগের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। কিন্তু তার মন্ত্রী সভা এবং চারপাশে কিছু ব্যক্তির চেহারা দেখলেই সাধারন মানুষ ইদানিং ক্ষুদ্ধ হয়ে যায়। আগামী  ১০০ দিনের জন্য এসব অনাকাঙ্খিত ভাঁড় এবং দূর্বৃত্তদের ক্ষমতা কেন্দ্র থেকে ঝেটিয়ে বিদায় করতে হবে। সরকারের ভেতর থেকে বা সরকারের সুবিধাভোগী ১০০ জনকে বাদ দিলেই সরকারের চেহারাটা আবার চমৎকার হবে। এসব অযোগ্য চাটুকার লুটেরাদের ভার এখন আর কোন ভাবেই সরকারের পক্ষে বহন করা সম্ভব হবে না। 

দলেও একটা শুদ্ধি অভিযান করতে হবে। হাইব্রিড, উদ্বাস্তু, শেকড়হীনদের সরিয়ে ড্রাইভিং সীটে বসাতে হবে জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, মির্জা আযমের জনপ্রিয় নেতাদের। প্রকৃচি থেকে আওয়ামী লীগ নেতা কিংবা হঠাৎ বনে যাওয়া নাদুস নুদস জনবিচ্ছিন্ন নব্য নেতাদের ঘরবন্দী করতে হবে। ত্যাগী পরিক্ষীত দিতে হবে রাজপথের দায়িত্ব। জনগণের কাছে যেতে হবে পরিচ্ছন্ন নেতাদের। টিন চোর, কাবিখা চোর, নিয়োগ বাণিজ্য করা, টেন্ডারবাজ, মুখোশধারী রাজাকারদের বাদ দিয়ে জাতীয় নির্বাচনে মনোনয়ন দিতে হবে পরিচ্ছন্ন, বিতর্কহীন, কলুষমুক্ত প্রার্থীদের। তাহলেই মানুষ আশাবাদী হবে। ষড়যন্ত্র উপেক্ষা করে ভোট উৎসবে যোগ দেবে। আসলে ১০০ দিন পর বাংলাদেশে গণতন্ত্র থাকবে কিনা তা নির্ভর করছে আওয়ামী লীগের উপরই। আওয়ামী লীগ কি পারবে, মুষ্টিমেয় কয়েকজন অর্থপাচারকারী, ব্যাংক লুটেরা, সিন্ডিকেট, দূর্নীতিবাজ, অযোগ্য, অর্থব চাটুকার, মুখোশধারী রাজাকারদের হাত থেকে দল এবং সরকারকে মুক্ত করতে। তাহলেই বন্দরে নিরাপদে নৌকা ভিড়বে। 


সৈয়দ বোরহান কবীর, নির্বাহী পরিচালক, পরিপ্রেক্ষিত
ই-মেইল: poriprekkhit@yahoo.com


মন্তব্য করুন


এডিটর’স মাইন্ড

প্রাক পর্যবেক্ষণের পরেই মার্কিন নিষেধাজ্ঞা?

প্রকাশ: ০৫:০০ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

আগামী জাতীয় সংসদ নির্বাচন কতটুকু অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ হবে, নির্বাচনের পরিবেশ কতটুকু আছে তা পর্যবেক্ষণ করতে যুক্তরাষ্ট্র সরকার নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। একটি প্রতিনিধি দল আগামী অক্টোবরে বাংলাদেশে আসছে বলে জানা গেছে। দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) এর যৌথভাবে স্বাধীন নিরপেক্ষ প্রাক নির্বাচনী সমীক্ষা (পিইএএম) পরিচালনা করবে। ছয় সদস্যের এই প্রতিনিধি দল আগামী ৭ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন বলে জানা গেছে। নানা কারণে এই প্রতিনিধি দলের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। বিশেষ করে যখন মার্কিন যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনের ব্যাপারে তাদের অনড় অবস্থান বারবার পুনরুক্ত করছে। 

আগামী নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্র অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক দেখতে চায়। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে মার্কিন যুক্তরাষ্ট্র সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের নিশ্চয়তা চায়। আর এরকম নির্বাচন যদি না হয়, নির্বাচনকে যদি বাধাগ্রস্ত করা হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা সহ একাধিক নিষেধাজ্ঞা দিতে পারে এমন ঘোষণা আসছে। তবে নির্বাচনের আগেও এই ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল আসছে সেই প্রতিনিধি দলের রিপোর্ট এর ওপর অনেক কিছু নির্ভর করছে বলেই কূটনৈতিক মহল মনে করছেন। এই প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল যদি সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করে দেখেন যে আলাপ-আলোচনা এবং সমঝোতার মাধ্যমে বাংলাদেশে বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে একটা অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন সম্ভব তাহলে তারা প্রধান বিরোধী দল বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাবে। আর যদি তারা দেখে যে, বাংলাদেশের নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ সম্ভব নয় তাহলে তারা সরকারকে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাতে পারে। পাশাপাশি এই প্রতিনিধি দল যদি পর্যবেক্ষণ করে দেখে যে, নির্বাচনের পরিবেশ সংঘাতপূর্ণ এবং এখানে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো পরিবেশ নেই তাহলে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত অবস্থান কি হবে তা নির্ভর করছে এই স্বাধীন নিরপেক্ষ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের রিপোর্ট এর ওপর। এই রিপোর্টটি নানা কারণেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল এসে আওয়ামী লীগ, বিএনপি, নির্বাচন কমিশন সহ সুশীল সমাজের প্রতিনিধি এবং অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলবেন এবং একটা মতামতের চেষ্টা করবেন। তবে একাধিক সূত্র বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কতগুলো সরাসরি অবস্থান রয়েছে। তারা সরাসরি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সরাসরি সমর্থন করতে পারে না। তারা সরাসরি কোনো রাজনৈতিক আলোচনার মধ্যস্থতাও করতে পারে না। তবে বাংলাদেশে যেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় এটি তাদের প্রত্যাশার জায়গা। 

বিভিন্ন সূত্রগুলো বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র দুটি কৌশল নিয়ে এগোচ্ছে। প্রথমত তারা মনে করছে, এমন একটি পরিবেশ পরিস্থিতি তৈরি করা যাতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে। ফলে বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে একটি অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা সম্ভব হয়। দ্বিতীয়ত, তারা মনে করছে, যদি এক তরফা নির্বাচনের ব্যাপারে সরকার উদ্যোগ গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলো প্রয়োগ করবে। এখন দেখার বিষয় পর্যবেক্ষণ দল ঢাকায় এসে কি মনোভাব নিয়ে যান।

মার্কিন যুক্তরাষ্ট্র   বাংলাদেশের নির্বাচন   ভিসা নীতি   প্রাক পর্যবেক্ষণ দল  


মন্তব্য করুন


এডিটর’স মাইন্ড

পাঁচ বিষয়ে অনড় যুক্তরাষ্ট্র

প্রকাশ: ০৬:০০ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

বাংলাদেশের ব্যাপারে পাঁচটি বিষয়ে যুক্তরাষ্ট্র কোনোরকম সমঝোতায় পৌঁছতে চাচ্ছে না। এ নিয়ে তাদের অনড় অবস্থানের এতটুকু পরিবর্তন হয়নি। সাম্প্রতিক সময়ে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন। সেখানে তারা বিভিন্ন মার্কিন কূটনৈতিক কর্মকর্তার সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন। পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলেট এর সাথে গত মঙ্গলবার বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব। এছাড়াও পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সাথেও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বৈঠক করেছেন। উজরা জেয়ার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বৈঠক হওয়ার কথা রয়েছে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের আরও অনেক কূটনৈতিকদের সঙ্গে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কথা বলবেন বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। কিন্তু এই সমস্ত কোন বৈঠকেই মার্কিন যুক্তরাষ্ট্র কয়েকটি মৌলিক বিষয়ে একমত হচ্ছে না। তাদের অবস্থানের কোনো পরিবর্তন করছে না। যে সমস্ত বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অনড় রয়েছে তার মধ্যে রয়েছে;

১. নির্বাচনে বিএনপির অংশগ্রহণ: মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে, আগামী নির্বাচনে অংশগ্রহণমূলক হতে হবে এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবার অন্যতম প্রধান শর্ত হলো নির্বাচনে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করানো। এই জন্য রাজনৈতিক সংলাপ দরকার। তবে যুক্তরাষ্ট্র এ ধরনের রাজনৈতিক সংলাপে কোনো উদ্যোগ গ্রহণ করবে না। সংলাপ প্রক্রিয়ার জন্য মধ্যস্থতার ভূমিকাতেও মার্কিন যুক্তরাষ্ট্র অবতীর্ণ হবে না বলে জানিয়ে দিয়েছে। কিন্তু তারা রাজনৈতিক সমঝোতাকে স্বাগত জানায় এবং রাজনৈতিক সংলাপের প্রতিও তাদের আগ্রহ রয়েছে। 

২. ড. ইউনূস ইস্যু: ড. ইউনূসের বিরুদ্ধে চলমান ফৌজদারী মামলার কার্যক্রম গুলোর স্থগিত চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি উজয়া জেয়া সরাসরি ভাবে পররাষ্ট্র সচিবকে জানিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। ড. ইউনূস বিচারিক হয়রানির শিকার এমন একটি মন্তব্য করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যক্তিত্বের পক্ষ থেকে। আর মার্কিন পররাষ্ট্র দফতর সেই বক্তব্যকে সমর্থন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ড. ইউনূস ইস্যুতে অনড় অবস্থানে রয়েছে। 

৩. মানবাধিকার ইস্যু: মার্কিন যুক্তরাষ্ট্র আদিলুর রহমান খান এবং অধিকার সহ অন্যান্য মানবাধিকার ইস্যুতে তাদের অবস্থানের কোনো পরিবর্তন করেনি। বরং মানবাধিকার ইস্যুতে সরকারকে আরও দায়িত্বশীল সংবেদনশীল এবং যত্নশীল হওয়ার পরামর্শ দিচ্ছে এবং এই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র কোন ছাড় দেবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে। 

৪. নিখোঁজ ৭০ জনের ব্যাপারে তদন্ত: মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে ৭০ জন নিখোঁজ হওয়া ব্যক্তির ব্যাপারে সরকার এখন পর্যন্ত কোনো গ্রহণযোগ্য সঠিক তথ্য দিতে পারেনি। এই ৭০ জনের ব্যাপারে সঠিক তথ্য তারা নির্বাচনের আগে নিশ্চিত করতে চায়। আর এ ব্যাপারেও তারা কোন ছাড় দিতে আগ্রহী নয় বলে জানা গেছে। 

৫. সাইবার সিকিউরিটি আইন: সাইবার সিকিউরিটি আইনকে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে মত প্রকাশের স্বাধীনতা এবং মৌলিক অধিকার ও মানবাধিকার পরিপন্থী। এই আইনের বিষয়েও তারা কোনো ছাড় দিতে রাজি না। তারা মনে করে, এ ধরনের আইন  সরকারের বাতিল করাই উচিত। 

এইসব বিষয়গুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে মতদৈত্যতা সেই মতদৈত্যতার জায়গা থেকে ২ দেশ এখনও একটা সম্মানজনক সমঝোতার জায়গায় আসতে পারেনি।

বাংলাদেশের নির্বাচন   প্রধানমন্ত্রী শেখ হাসিনা   মার্কিন যুক্তরাষ্ট্র   নিউইয়র্ক   পররাষ্ট্রমন্ত্রী  


মন্তব্য করুন


এডিটর’স মাইন্ড

আরও যারা যাচ্ছে তৃণমূল বিএনপিতে

প্রকাশ: ১০:০০ পিএম, ১৮ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

বিএনপি থেকে একঝাঁক নেতা তৃণমূল বিএনপিতে যাচ্ছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিএনপির ভিতর। শুধুমাত্র কেন্দ্রীয় নেতারা নন, বিভিন্ন অঙ্গ সহযোগী নেতারা এমনকি বিভাগীয় জেলা পর্যায়ের নেতারাও তৃণমূল বিএনপিতে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, বিএনপির মধ্যে যে সমস্ত নেতারা এখন নিষ্ক্রিয় রয়েছেন তাদের একটি বিরাট অংশ তৃণমূল বিএনপিতে যেতে পারেন বলে অনেকে ধারণা করছেন। 

সংশ্লিষ্ট গুলো বলছে, সাম্প্রতিক সময়ে বিএনপি থেকে বহিস্কৃত সাংবাদিক নেতা শওকত মাহমুদ তৃণমূল বিএনপিতে যোগ দিতে পারেন—এমন গুঞ্জন রয়েছে। বিএনপির ২০০১ থেকে ২০০৬ সাল সময় পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন তৃণমূল বিএনপিতে যোগ দিতে পারেন—এমন কোথাও শোনা যাচ্ছে। খুলনার বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুও তৃণমূলে যোগ দিতে পারেন এমন দাবি করছেন তৃণমূল বিএনপির নেতারা। এছাড়াও বিএনপির আবদুল্লাহ আল নোমান সহ বেশ কয়েকজন নেতার তৃণমূল বিএনপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বিএনপির মধ্যে যে সমস্ত নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চান এবং এলাকায় যাদের জনপ্রিয়তা আছে তাদের সঙ্গে তৃণমূল বিএনপির যোগাযোগ করা হচ্ছে। এই সংখ্যা দুইশো ছাড়িয়ে যেতে পারে বলে অনেকেই মনে করছেন।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করলে দেখা গেছে, তারাও স্বীকার করেছেন যে তাদের সাথে এখন যোগাযোগ বাড়ছে। হঠাৎ করেই তৃণমূল বিএনপিতে যোগদানের হিড়িক কেন বেড়ে গেল—এই নিয়ে বিএনপির মধ্যে দুই ধরনের মতামত পাওয়া যাচ্ছে। বিএনপির একটি অংশ বলছে যে, বিএনপিতে যারা নির্বাচন করতে চায় এমন নেতারা মনে করছেন যে আগামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কোনো অবস্থাতেই অংশগ্রহণ করবে না। আর এ কারণেই তারা তৃণমূল বিএনপিতে যেয়ে প্রতিদ্বন্দ্বিতা করাটাকেই নিরাপদ মনে করছেন। এই নির্বাচনে তারা ভালো ফলাফল করবেন এমনটি প্রত্যাশা করছেন। 

অন্যদিকে যে সমস্ত বিএনপির নেতারা বেশি আত্মবিশ্বাসী তারা বলছেন যে, এটা আসলে সরকারের পাতানো ফাঁদ। সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপিকে ছাড়াই করতে চায়। বিভিন্ন মহলের কাছে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখাতে চায়। আর এ কারণেই তৃণমূল বিএনপিকে চাঙ্গা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধুমাত্র বিএনপি থেকেই নয় বরং এরকমও গুঞ্জন রয়েছে যে বিকল্প ধারা তৃণমূল বিএনপিতে বিলীন হয়ে যেতে পারে। এমনকি কর্নেল অলি আহমেদের নেতৃত্বে এলডিপি তৃণমূল বিএনপিতে যোগ দিতে পারে—এমন গুঞ্জনও রয়েছে। তবে যাদের নাম আলোচিত হচ্ছে তারা কেউই তৃণমূল বিএনপিতে যোগদানের কথা স্বীকার করেননি। 

তারা বলেছেন, এটা নোংরা অপপ্রচার এবং মিথ্যাচার। এই মুহূর্তে বিএনপি ছেড়ে যাওয়ার ব্যাপারে তাদের কোনো অভিপ্রায় নেই। কিন্তু বিএনপির বিভিন্ন সূত্রগুলো বলছে যে, দলের নিষ্ক্রিয় নেতাদের সঙ্গে বিভিন্ন মহলে যোগাযোগ বেড়েছে এবং এই যোগাযোগের প্রধান কারণ হলো তাদেরকে তৃণমূল বিএনপিতে যোগদান করা। তৃণমূল বিএনপি শক্তিশালী হলে অংশগ্রহণমূলক নির্বাচনের একটি পথ পরিষ্কার হয়ে যায় এবং নির্বাচনে যারা বিভিন্ন স্থানে আওয়ামী লীগ বিরোধী অবস্থানে আছে তাদের অংশগ্রহণের পথ সুগম হয়—এমন ভাবনা থেকেই তৃণমূলে যোগদানের হিড়িক বাড়বে বলেই মনে করছেন বিভিন্ন মহল। এমনকি গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির টিকিটে যে কয়েকজন নির্বাচিত হয়ে ছিলেন তাদের মধ্যে অন্তত একজন তৃণমূল বিএনপিতে যোগদান করবেন—এমন তথ্য পাওয়া যাচ্ছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত বিএনপি থেকে তৃণমূল বিএনপিতে কতজন, কিভাবে যোগদান করেন।


তৃণমূল বিএনপি   নির্বাচন   বিএনপি   বিএনপি থেকে বহিস্কৃত   সরকার   শওকত মাহমুদ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন