ইনসাইড বাংলাদেশ

চীন-ভারতের মধ্যে ভারসাম্যই কূটনীতির প্রধান চ্যালেঞ্জ

প্রকাশ: ০৭:০০ পিএম, ০১ জানুয়ারী, ২০২২


Thumbnail চীন-ভারতের মধ্যে ভারসাম্যই কূটনীতির প্রধান চ্যালেঞ্জ

নতুন বছরে বাংলাদেশের কূটনীতির প্রধান চ্যালেঞ্জ হবে চীন-ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা। বাংলাদেশে গত এক দশক ধরে চীন এবং ভারতের সঙ্গে সমান্তরালে সম্পর্ক রাখছে। এটি যেকোনো কূটনীতির ক্ষেত্রেই একটি বড় চ্যালেঞ্জিং বিষয়। সেই চ্যালেঞ্জটাকে বাংলাদেশে বেশ ভালোভাবেই মোকাবেলা করছে। ২০২২ সালে বাংলাদেশ দুই বিরোধপূর্ণ দেশের সঙ্গে সমান্তরাল সম্পর্ক কিভাবে রক্ষা করে চলবে সেটি একটি দেখার বিষয়। বাংলাদেশ ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরেই সুসম্পর্ক রক্ষা করে চলছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয় এবং দুই দেশের মধ্যে বিবদমান অনেকগুলো সংকটের সমাধান হয়েছে এই সময়। যদিও এখনও দু'দেশের মধ্যে অনেকগুলো অনিষ্পন্ন বিষয়ে রয়ে গেছে কিন্তু দুই দেশই মনে করে যে, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াই দুই দেশের জন্য লাভজনক। আর এ কারণেই নানা টানাপড়েনের মধ্যেও বাংলাদেশ-ভারত সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে।

অন্যদিকে চীন বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক পার্টনার। বাংলাদেশে যে বড় বড় মেগা প্রকল্প গুলো অনুষ্ঠিত হচ্ছে সেই সবগুলোতেই চীন একটি বড় অংশীদার। পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রোরেল, কর্ণফুলী টানেল সব জায়গায় চীনের কিছু না কিছু অংশগ্রহণ রয়েছে। আর এইরকম বাস্তবতায় বাংলাদেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে চীনের কোন বিকল্প নেই। কিন্তু বাংলাদেশ সেই ব্যতিক্রমী দেশগুলোর একটি, যারা একাধারে ভারত এবং চীনের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছে। যদিও বৈশ্বিক কূটনীতিতে চীন এবং ভারত এখন মুখোমুখি অবস্থানে। দুই দেশের সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের এবং নতুন বছরে এই সম্পর্ক আরও নেতিবাচক দিকে মোড় নেবে সেটা বলাই বাহুল্য। এরফলে বিশ্বের অনেক দেশেই দেখা গেছে যে, চীন যে সমস্ত দেশ গুলো ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলে সেই দেশগুলোর ওপর চাপ প্রয়োগ করে। যেমন- মালদ্বীপের কথাই ধরা যাক। মালদ্বীপের বর্তমান সরকার ভারতপন্থী হিসেবে পরিচিত। আর এই সরকারের ওপর চীন নানারকম ভাবে চাপ প্রয়োগ করছে যেন ভারতের সঙ্গে সম্পর্কে লাগাম টেনে ধরে।

একই রকম ভাবে বিভিন্ন দেশকে চীন ভারতের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোরও সুস্পষ্ট চেষ্টা করে। কিছুদিন আগেও চীনের প্রধান লক্ষ্য ছিলো বাণিজ্যিক তৎপরতা। অর্থনীতির উপরই তারা জোর দিত কিন্তু রাজনীতির বিষয়ে তাদের তেমন কোন আগ্রহ ছিলো না। কিন্তু সেই পরিস্থিতি এখন আর নেই। এখন পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। এখন চীন রাজনীতির ব্যাপারেও আগ্রহী এবং সেই আগ্রহের ধারা দেখা গেছে বিশ্বের বিভিন্ন দেশে। শুধু ভারত নয় চীন অনেক দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও দূরত্ব তৈরি করার ক্ষেত্রে প্ররোচিত করছে এমন অভিযোগও পাওয়া গেছে। তার সর্বশেষ উদাহরণ হলো পাকিস্তান। পাকিস্তান এখন প্রকাশ্যে বলছে, চীনই তাদের প্রধান বন্ধু, মার্কিন যুক্তরাষ্ট্র নয়। এরকম অবস্থায় বাংলাদেশের ব্যাপারে চীনের দৃষ্টিভঙ্গি ভিন্ন। বরং চীন বাংলাদেশের বর্তমান সরকার এবং নেতৃত্বের প্রতি আস্থাশীল। তারা মনে করে যে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াটাই তাদের জন্য সবচেয়ে ভালো। এরকম পরিস্থিতি কতদিন চলবে সেটি দেখার বিষয়। বিশেষ করে বৈশ্বিক প্রেক্ষাপটে যখন ভারত চীনের দ্বন্দ্ব আরও প্রকট হবে যেটি চলতি বছরে হবে বলে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন, তখন বাংলাদেশ তার কূটনৈতিক ভারসাম্য কিভাবে রক্ষা করবেন সেটি হলো দেখার বিষয়।

ভারত   চীন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

তাপপ্রবাহকে দুর্যোগ ঘোষণা করবে সরকার

প্রকাশ: ১০:৪৯ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

তাপপ্রবাহকে দুর্যোগ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। ভবিষ্যতে তাপপ্রবাহ হলে তা মোকাবিলায় সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মো. মহিববুর রহমান বলেন, তাপপ্রবাহের মাত্রা দিন দিন আরও বাড়তে পারে। আমরা এটা অ্যাডজাস্ট করতে চাই। ভবিষ্যতে তাপপ্রবাহ হলে তা মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের সব প্রস্তুত আছে।

তিনি বলেন, আমাদের যে পরিবেশ-পরিস্থিতি তাতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলে দুর্যোগ হিসেবে বিবেচনা করা যায়। আমরা সেভাবেই এগোচ্ছি।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, গত মাসে তাপপ্রবাহের সময় আমরা প্রোগ্রাম রেডি করে ফেলেছিলাম। সারা দেশে পানি, স্যালাইন, ছাতা দেয়ার উদ্যোগ নিয়েছিলাম। পরে আবহাওয়া অধিদফতর বৃষ্টির পূর্বাভাস দিলো, বৃষ্টিও হলো

প্রতিমন্ত্রী বলেন, তাপপ্রবাহ থেকে মানুষকে রক্ষা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও সংসদ ভবনের দক্ষিণ পাশে দুটি ক্যাম্প করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটি স্পিকারের উদ্বোধন করার কথা ছিল। এ দুই স্থান থেকে পানি, স্যালাইন, ছাতাসহ বিভিন্ন উপকরণ দেওয়ার প্রস্তুতি ছিল। মানুষ এখানে আশ্রয় নিতে পারত। সব রেডি ছিল কিন্তু বৃষ্টি হওয়ায় তা আর হয়নি।

ব্যক্তিগত উদ্যোগে আমার নির্বাচনী এলাকায়ও আমি তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে নানান উদ্যোগ নিয়েছিলাম, যোগ করেন দুর্যোগ প্রতিমন্ত্রী।

তাপপ্রবাহ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

জিলকদ মাসের চাঁদ দেখা গেছে

প্রকাশ: ১০:১০ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার (১০ মে) থেকে পবিত্র জিলকদ মাস গণনা করা হবে।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার সভায় সভাপতিত্ব করেন।

সভায় জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে।

জিলকদ মাস  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ফরিদপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর জয়: কৃতজ্ঞতা জানিয়ে বিজ্ঞপ্তি

প্রকাশ: ১০:০০ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

ফরিদপুর জেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম চৌধুরী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইমান আলীর বিজয় উপলক্ষে ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

বৃহষ্পতিবার (৯ মে) ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম চৌধুরীর ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ইমান আলীকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ,  এবারের স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক দেয়া থেকে বিরত রয়েছে আওয়ামী লীগে।

যদিও ফরিদপুরের স্থানীয় অনেকে প্রশ্ন করছেন আওয়ামী লীগ যেখানে দলীয় প্রতিক দেয়নি সেখানে ফরিদপুর জেলা আওয়ামী লীগ কিভাবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিল।

ফরিদপুর   উপজেলা নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায় লোডশেডিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ০৯:১৬ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

বিদ্যুৎ সংকটের এই সময়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাসভবন এলাকায় লোডশেডিংয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদে চলমান দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, গেল কিছুদিন তীব্র গরমে কিছুটা লোডশেডিং হয়েছে। আমরা তা স্বীকার করি। আমি নির্দেশ দিয়েছি লোডশেডিং গ্রামে নয়, এখন থেকে বিদ্যুৎ সংকটে লোডশেডিং হবে গুলশান-বনানীতে। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায়ও লোডশেডিংয়ের নির্দেশ দিয়েছি।

তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে বিশেষ আইন নিয়ে সমালোচনা কেন? পৃথিবীতে এমন কোনো দেশ নেই, যারা ক্যাপাসিটি পেমেন্ট ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। কিন্তু প্রতিদিন এটা নিয়ে চিল্লাচিল্লি শুনি। ওই আইনে কাউকে দায়মুক্তি দেয়া হয়নি। 
  
সামিটের বিলম্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য জরিমানা আদায় হয়েছে বলেও জানান এই সংসদ নেতা। তিনি বলেন, বিশেষ আইন নিয়ে যারা কথা বলছেন, সমালোচনা করছেন তারা অর্বাচীন।
 
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে সমালোচনা হয় জানিয়ে শেখ হাসিনা বলেন, অথচ সেটাই সবচেয়ে ক্লিন বিদ্যুতের সোর্স। রূপপুরে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী   লোডশেডিং  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা ৬ জুন

প্রকাশ: ০৮:৩৮ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের সরকারের প্রথম বাজেট ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (৬ জুন)। নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীরও এটি প্রথম বাজেট।

তাকে সহায়তা করবেন দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। এদিন উত্থাপিত হবে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুন। বাজেট পেশের দিনক্ষণ ঠিক করে ইতোমধ্যে কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট হবে প্রায় ৮ লাখ কোটি টাকার। যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট। এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারের এবারের বাজেট হবে ব্যয় সংকোচনমূলক। এটি তৈরি হচ্ছে অত্যন্ত সুকৌশলে। প্রতি বছর বাজেটের প্রবৃদ্ধি সংকোচনমূলক ধরেই এবারের হিসাব প্রাক্কলন করা হয়েছে। ফলে বাজেটের আকার এবার খুব বেশি বাড়ছে না।


নতুন সরকার   বাজেট ঘোষণা   জাতীয় সংসদ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন