ইনসাইড বাংলাদেশ

ঘরে বাইরে ষড়যন্ত্রই সরকারের প্রধান চ্যালেঞ্জ

প্রকাশ: ০৮:০০ পিএম, ১৬ ফেব্রুয়ারী, ২০২২


Thumbnail ঘরে বাইরে ষড়যন্ত্রই সরকারের প্রধান চ্যালেঞ্জ

তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার একটানা ১৩ বছর ধরে দেশ পরিচালনা করছে। কিন্তু তৃতীয় মেয়াদের তৃতীয় বছরে এসে আওয়ামী লীগ যেন অনেকটাই চাপের মুখে রয়েছে। আন্তর্জাতিক চাপ, দেশে ষড়যন্ত্র এবং নানামুখী অপতৎপরতায় সরকার কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছে। দেখা গেছে যে, রাজনৈতিক প্রতিপক্ষ নয় বা জন-অসন্তোষ নয়, বরং ষড়যন্ত্রই যেন সরকারের প্রধান চ্যালেঞ্জ হয়ে আছে। আর ঘরে বাইরে চলছে এই ষড়যন্ত্র। নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই এই ষড়যন্ত্র বাড়ছে এবং এই ষড়যন্ত্রকে সরকার আগামী দু'বছরের কম সময়ে কিভাবে মোকাবেলা করবে সেটিই এখন দেখার প্রধান বিষয়। সরকার ঘরে বাইরে যে সমস্ত ষড়যন্ত্রে জনিত চ্যালেঞ্জের মুখে রয়েছে তার মধ্যে রয়েছে,

১. মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ: পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করছে। আর এই চাপ প্রয়োগের ধরনটা বেশ প্রকাশ্য। ইতিমধ্যে বাংলাদেশকে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। বাংলাদেশের সাতজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর ট্রেজারি বেঞ্চ নিষেধাজ্ঞা আরোপ করেছে। লেহী আইনে স্বাক্ষরের জন্য বাংলাদেশকে চাপ দেওয়া হচ্ছে। এই সবকিছুই একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছে সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের প্রতিপক্ষ বানানোর যে নিবিড় দীর্ঘদিনের চেষ্টা তা এখন কিছুটা হলেও সাফল্যের মুখ দেখছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অনেক ব্যাপারে নাক গলাচ্ছে। এর কারণ হলো সরকারবিরোধী বিভিন্ন লবিস্ট ফার্মগুলোর তৎপরতা। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মহলের কাছে এ ধরনের বিষয়গুলো তুলে ধরেছেন। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে ওসমান সিদ্দিকী কিংবা বিভিন্ন প্রভাবশালী লবিস্টরা সরকারের বিরুদ্ধে ক্রমশ মার্কিন প্রশাসনকে বিষিয়ে তোলার চেষ্টা করছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে সরকারকে।

২. সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মিথ্যাচার: বাংলাদেশকে ডিজিটাল করেছিল বর্তমান সরকার। কিন্তু এই ডিজিটাল বাংলাদেশ পুরো সুবিধা নিচ্ছে বিএনপি, জামায়াত এবং স্বাধীনতাবিরোধী অপশক্তি। তারা প্রতিদিন, প্রতিনিয়ত লাগাতারভাবে সরকারের বিরুদ্ধে নানারকম মিথ্যাচার অপপ্রচার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে গেছে এখন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রধান হাতিয়ার। এমন সব গোয়েবলসীয় মিথ্যাচার করা হচ্ছে যে, যাতে জনগণও এখন বিভ্রান্ত হতে শুরু করেছে।

৩. ঘরের ভেতর ষড়যন্ত্র: হঠাৎ করেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অডিও টেপ ফাঁস করা হচ্ছে। ছবি ফাঁস করা হচ্ছে। এসব কারা করছে, কেন করছে সেটা খতিয়ে দেখা দরকার। সাম্প্রতিক সময়ে আইন মন্ত্রীর সঙ্গে সালমান এফ রহমানের অডিও টেপ প্রকাশ করাকে অনেকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন। তারা বলছেন যে, সরকার ক্ষমতায় আছে তারপরও এই ধরনের ঘটনা কীভাবে ঘটে। বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিদের অডিও টেপগুলো কারা ফাঁস করছে, সেটি কি ষড়যন্ত্রের কোনো অংশ কিনা, সেটা খতিয়ে দেখা দরকার বলে অনেকের মনে করছে। তাছাড়াও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা বিএনপি-জামায়াতপন্থীরা ক্রমশ নিজেদের খোলস খুলতে শুরু করেছেন এবং তাদের আসল রুপ দেখাতে শুরু করেছেন। এই সমস্ত রুপগুলো সামনে দৃশ্যমান হতে পারে এবং সেটি সরকারের জন্য হতে পারে একটি বিপর্যয়ের কারণ বলে অনেকে মনে করছেন। 

সরকার   চ্যালেঞ্জ   ষড়যন্ত্র  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

তাপপ্রবাহকে দুর্যোগ ঘোষণা করবে সরকার

প্রকাশ: ১০:৪৯ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

তাপপ্রবাহকে দুর্যোগ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। ভবিষ্যতে তাপপ্রবাহ হলে তা মোকাবিলায় সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মো. মহিববুর রহমান বলেন, তাপপ্রবাহের মাত্রা দিন দিন আরও বাড়তে পারে। আমরা এটা অ্যাডজাস্ট করতে চাই। ভবিষ্যতে তাপপ্রবাহ হলে তা মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের সব প্রস্তুত আছে।

তিনি বলেন, আমাদের যে পরিবেশ-পরিস্থিতি তাতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলে দুর্যোগ হিসেবে বিবেচনা করা যায়। আমরা সেভাবেই এগোচ্ছি।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, গত মাসে তাপপ্রবাহের সময় আমরা প্রোগ্রাম রেডি করে ফেলেছিলাম। সারা দেশে পানি, স্যালাইন, ছাতা দেয়ার উদ্যোগ নিয়েছিলাম। পরে আবহাওয়া অধিদফতর বৃষ্টির পূর্বাভাস দিলো, বৃষ্টিও হলো

প্রতিমন্ত্রী বলেন, তাপপ্রবাহ থেকে মানুষকে রক্ষা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও সংসদ ভবনের দক্ষিণ পাশে দুটি ক্যাম্প করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটি স্পিকারের উদ্বোধন করার কথা ছিল। এ দুই স্থান থেকে পানি, স্যালাইন, ছাতাসহ বিভিন্ন উপকরণ দেওয়ার প্রস্তুতি ছিল। মানুষ এখানে আশ্রয় নিতে পারত। সব রেডি ছিল কিন্তু বৃষ্টি হওয়ায় তা আর হয়নি।

ব্যক্তিগত উদ্যোগে আমার নির্বাচনী এলাকায়ও আমি তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে নানান উদ্যোগ নিয়েছিলাম, যোগ করেন দুর্যোগ প্রতিমন্ত্রী।

তাপপ্রবাহ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

জিলকদ মাসের চাঁদ দেখা গেছে

প্রকাশ: ১০:১০ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার (১০ মে) থেকে পবিত্র জিলকদ মাস গণনা করা হবে।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার সভায় সভাপতিত্ব করেন।

সভায় জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে।

জিলকদ মাস  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ফরিদপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর জয়: কৃতজ্ঞতা জানিয়ে বিজ্ঞপ্তি

প্রকাশ: ১০:০০ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

ফরিদপুর জেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম চৌধুরী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইমান আলীর বিজয় উপলক্ষে ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

বৃহষ্পতিবার (৯ মে) ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম চৌধুরীর ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ইমান আলীকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ,  এবারের স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক দেয়া থেকে বিরত রয়েছে আওয়ামী লীগে।

যদিও ফরিদপুরের স্থানীয় অনেকে প্রশ্ন করছেন আওয়ামী লীগ যেখানে দলীয় প্রতিক দেয়নি সেখানে ফরিদপুর জেলা আওয়ামী লীগ কিভাবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিল।

ফরিদপুর   উপজেলা নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায় লোডশেডিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ০৯:১৬ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

বিদ্যুৎ সংকটের এই সময়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাসভবন এলাকায় লোডশেডিংয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদে চলমান দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, গেল কিছুদিন তীব্র গরমে কিছুটা লোডশেডিং হয়েছে। আমরা তা স্বীকার করি। আমি নির্দেশ দিয়েছি লোডশেডিং গ্রামে নয়, এখন থেকে বিদ্যুৎ সংকটে লোডশেডিং হবে গুলশান-বনানীতে। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায়ও লোডশেডিংয়ের নির্দেশ দিয়েছি।

তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে বিশেষ আইন নিয়ে সমালোচনা কেন? পৃথিবীতে এমন কোনো দেশ নেই, যারা ক্যাপাসিটি পেমেন্ট ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। কিন্তু প্রতিদিন এটা নিয়ে চিল্লাচিল্লি শুনি। ওই আইনে কাউকে দায়মুক্তি দেয়া হয়নি। 
  
সামিটের বিলম্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য জরিমানা আদায় হয়েছে বলেও জানান এই সংসদ নেতা। তিনি বলেন, বিশেষ আইন নিয়ে যারা কথা বলছেন, সমালোচনা করছেন তারা অর্বাচীন।
 
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে সমালোচনা হয় জানিয়ে শেখ হাসিনা বলেন, অথচ সেটাই সবচেয়ে ক্লিন বিদ্যুতের সোর্স। রূপপুরে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী   লোডশেডিং  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা ৬ জুন

প্রকাশ: ০৮:৩৮ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের সরকারের প্রথম বাজেট ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (৬ জুন)। নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীরও এটি প্রথম বাজেট।

তাকে সহায়তা করবেন দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। এদিন উত্থাপিত হবে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুন। বাজেট পেশের দিনক্ষণ ঠিক করে ইতোমধ্যে কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট হবে প্রায় ৮ লাখ কোটি টাকার। যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট। এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারের এবারের বাজেট হবে ব্যয় সংকোচনমূলক। এটি তৈরি হচ্ছে অত্যন্ত সুকৌশলে। প্রতি বছর বাজেটের প্রবৃদ্ধি সংকোচনমূলক ধরেই এবারের হিসাব প্রাক্কলন করা হয়েছে। ফলে বাজেটের আকার এবার খুব বেশি বাড়ছে না।


নতুন সরকার   বাজেট ঘোষণা   জাতীয় সংসদ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন