ইনসাইড বাংলাদেশ

পদ্মা সেতু উদ্বোধনের আগে নাশকতার নানা ছক

প্রকাশ: ০৭:০০ পিএম, ১৭ জুন, ২০২২


Thumbnail

আর মাত্র আট দিন, তারপর স্বপ্নের পদ্মা সেতুতে যান চলাচল শুরু হবে। আগামী ২৫ জুন আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করতে যাচ্ছেন এই সেতুর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু পদ্মা সেতুর উদ্বোধনের আগে দেশে বড় ধরনের নাশকতার ছক আঁকা হয়েছে বলে একাধিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে। গোয়েন্দা সংস্থাকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তত দুটি ভাষণে বলেছেন যে, পদ্মা সেতু উদ্বোধনের আগে বড় ধরনের নাশকতার পরিকল্পনা আঁকা হয়েছে। প্রধানমন্ত্রী এটিও বলেছেন যে, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ সম্পর্কে অবহিত করা হয়েছে। ইতোমধ্যেই নাশকতার পরিকল্পনার জন্য একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। যাদেরকে আটক করা হয়েছে তাদের অন্তত একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলেছেন যে, লন্ডনে পলাতক সেনাবাহিনী থেকে বহিষ্কৃত শহীদ এই নাশকতার পরিকল্পনা এঁকেছিল।

তবে গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে, পদ্মা সেতু উদ্বোধনের আগে অন্তত তিনটি মহল উৎসবের আমেজ নষ্ট করার জন্য তৎপর হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো এটাও মনে করছে যে, সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড, ঢাকা-সিলেট রেলে আগুন ইত্যাদি সবই নাশকতার পরিকল্পনার অংশ। পদ্মা সেতুর উৎসবকে ম্লান করার জন্যই এই সমস্ত নাশকতার ঘটনা ঘটানো হয়েছিল বলে গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে। আগামী সাতটি দিন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গোয়েন্দা সংস্থাগুলো। প্রধানমন্ত্রী জনগণকে এ সম্পর্কে যথেষ্ট তথ্য অবহিত করেছেন। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোর উপর নজর রাখতে হবে যেন এই স্থাপনাগুলোর উপর হামলা না হয়। গোয়েন্দা সংস্থাগুলো সার্বক্ষণিকভাবে আগামী ৮ দিন পুরো বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। কোনো ধরনের অঘটন, দুর্ঘটনা যেন না ঘটে সে ব্যাপারেও সরকারের দিক থেকে সর্বোচ্চ সর্তকতা নেওয়া হয়েছে বলে দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, পদ্মা সেতু উদ্বোধনের আগে বিএনপি-জামায়াতের পক্ষ থেকে বড় ধরনের নাশকতার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এই নাশকতার পরিকল্পনার মূল উদ্যোক্তা বলে একাধিক গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে। তার নীলনকশা অনুযায়ী বাংলাদেশের জঙ্গিবাদী গোষ্ঠীগুলো সক্রিয় হতে পারে, ঘটতে পারে আত্মঘাতী যেকোনো তৎপরতা। তাছাড়াও কিছু কিছু ব্যক্তিকে দিয়েও বিএনপি-জামায়াত জোট দেশে হঠাৎ করে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে বলে বিভিন্ন মহল মনে করছে। এছাড়াও ভারতীয় বিচ্ছিন্নতাবাদীরাও পদ্মা সেতুর উদ্বোধনের আগে বড় ধরনের নাশকতার ছক করতে পারে বলে বিভিন্ন মহল থেকে তথ্য পাওয়া গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পরই ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন যে, বাংলাদেশের মাটি কখনোই বিচ্ছিন্নতাবাদীদের অভয়ারণ্য হতে পারে না। আর এ কারণেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আবার নতুন করে তৎপর হয়েছে।

বাংলাদেশে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী রয়েছে, যে সাম্প্রদায়িক গোষ্ঠীটি যখনই বাংলাদেশ কোনো উৎসবে মাতে তখনই তারা বিভিন্ন অঘটন ঘটানোর চেষ্টা করে। এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীও পদ্মা সেতু উদ্বোধনের আগে অপতৎপরতা চালাতে পারে বলে বিভিন্ন সূত্রগুলো মনে করছে। এসব ব্যাপারেও সরকার সক্রিয় রয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদী সংগঠন গুলো এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। হলি আর্টিজানের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযানের কারণে এই জঙ্গি, উগ্র-সাম্প্রদায়িক সংগঠনগুলো অনেকটা দুর্বল। কিন্তু তারপরও তারা বিচ্ছিন্নভাবে কোথাও কোনো অঘটন ঘটাতে পারে বলে অনেকেই মনে করছেন। সার্বিকভাবে মনে করা হচ্ছে যে, যারা পদ্মা সেতু চায়নি, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা বাংলাদেশকে একটি পরনির্ভর অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়, তারা পদ্মা সেতুর উদ্বোধনের আগে নানারকম অপতৎপরতা চালাতে পারে। কাজেই আগামী সাতটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্ক থাকার সময় বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

পদ্মা সেতু  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

তাপপ্রবাহকে দুর্যোগ ঘোষণা করবে সরকার

প্রকাশ: ১০:৪৯ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

তাপপ্রবাহকে দুর্যোগ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। ভবিষ্যতে তাপপ্রবাহ হলে তা মোকাবিলায় সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মো. মহিববুর রহমান বলেন, তাপপ্রবাহের মাত্রা দিন দিন আরও বাড়তে পারে। আমরা এটা অ্যাডজাস্ট করতে চাই। ভবিষ্যতে তাপপ্রবাহ হলে তা মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের সব প্রস্তুত আছে।

তিনি বলেন, আমাদের যে পরিবেশ-পরিস্থিতি তাতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলে দুর্যোগ হিসেবে বিবেচনা করা যায়। আমরা সেভাবেই এগোচ্ছি।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, গত মাসে তাপপ্রবাহের সময় আমরা প্রোগ্রাম রেডি করে ফেলেছিলাম। সারা দেশে পানি, স্যালাইন, ছাতা দেয়ার উদ্যোগ নিয়েছিলাম। পরে আবহাওয়া অধিদফতর বৃষ্টির পূর্বাভাস দিলো, বৃষ্টিও হলো

প্রতিমন্ত্রী বলেন, তাপপ্রবাহ থেকে মানুষকে রক্ষা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও সংসদ ভবনের দক্ষিণ পাশে দুটি ক্যাম্প করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটি স্পিকারের উদ্বোধন করার কথা ছিল। এ দুই স্থান থেকে পানি, স্যালাইন, ছাতাসহ বিভিন্ন উপকরণ দেওয়ার প্রস্তুতি ছিল। মানুষ এখানে আশ্রয় নিতে পারত। সব রেডি ছিল কিন্তু বৃষ্টি হওয়ায় তা আর হয়নি।

ব্যক্তিগত উদ্যোগে আমার নির্বাচনী এলাকায়ও আমি তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে নানান উদ্যোগ নিয়েছিলাম, যোগ করেন দুর্যোগ প্রতিমন্ত্রী।

তাপপ্রবাহ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

জিলকদ মাসের চাঁদ দেখা গেছে

প্রকাশ: ১০:১০ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার (১০ মে) থেকে পবিত্র জিলকদ মাস গণনা করা হবে।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার সভায় সভাপতিত্ব করেন।

সভায় জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে।

জিলকদ মাস  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ফরিদপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর জয়: কৃতজ্ঞতা জানিয়ে বিজ্ঞপ্তি

প্রকাশ: ১০:০০ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

ফরিদপুর জেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম চৌধুরী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইমান আলীর বিজয় উপলক্ষে ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

বৃহষ্পতিবার (৯ মে) ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম চৌধুরীর ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ইমান আলীকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ,  এবারের স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক দেয়া থেকে বিরত রয়েছে আওয়ামী লীগে।

যদিও ফরিদপুরের স্থানীয় অনেকে প্রশ্ন করছেন আওয়ামী লীগ যেখানে দলীয় প্রতিক দেয়নি সেখানে ফরিদপুর জেলা আওয়ামী লীগ কিভাবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিল।

ফরিদপুর   উপজেলা নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায় লোডশেডিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ০৯:১৬ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

বিদ্যুৎ সংকটের এই সময়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাসভবন এলাকায় লোডশেডিংয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদে চলমান দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, গেল কিছুদিন তীব্র গরমে কিছুটা লোডশেডিং হয়েছে। আমরা তা স্বীকার করি। আমি নির্দেশ দিয়েছি লোডশেডিং গ্রামে নয়, এখন থেকে বিদ্যুৎ সংকটে লোডশেডিং হবে গুলশান-বনানীতে। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায়ও লোডশেডিংয়ের নির্দেশ দিয়েছি।

তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে বিশেষ আইন নিয়ে সমালোচনা কেন? পৃথিবীতে এমন কোনো দেশ নেই, যারা ক্যাপাসিটি পেমেন্ট ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। কিন্তু প্রতিদিন এটা নিয়ে চিল্লাচিল্লি শুনি। ওই আইনে কাউকে দায়মুক্তি দেয়া হয়নি। 
  
সামিটের বিলম্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য জরিমানা আদায় হয়েছে বলেও জানান এই সংসদ নেতা। তিনি বলেন, বিশেষ আইন নিয়ে যারা কথা বলছেন, সমালোচনা করছেন তারা অর্বাচীন।
 
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে সমালোচনা হয় জানিয়ে শেখ হাসিনা বলেন, অথচ সেটাই সবচেয়ে ক্লিন বিদ্যুতের সোর্স। রূপপুরে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী   লোডশেডিং  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা ৬ জুন

প্রকাশ: ০৮:৩৮ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের সরকারের প্রথম বাজেট ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (৬ জুন)। নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীরও এটি প্রথম বাজেট।

তাকে সহায়তা করবেন দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। এদিন উত্থাপিত হবে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুন। বাজেট পেশের দিনক্ষণ ঠিক করে ইতোমধ্যে কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট হবে প্রায় ৮ লাখ কোটি টাকার। যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট। এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারের এবারের বাজেট হবে ব্যয় সংকোচনমূলক। এটি তৈরি হচ্ছে অত্যন্ত সুকৌশলে। প্রতি বছর বাজেটের প্রবৃদ্ধি সংকোচনমূলক ধরেই এবারের হিসাব প্রাক্কলন করা হয়েছে। ফলে বাজেটের আকার এবার খুব বেশি বাড়ছে না।


নতুন সরকার   বাজেট ঘোষণা   জাতীয় সংসদ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন