ইনসাইড বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ব্যাপারে কঠোর অবস্থানে সরকার

প্রকাশ: ০৮:০০ পিএম, ১১ অগাস্ট, ২০২৩


Thumbnail

কূটনীতিক সম্পর্ক অব্যাহত রেখেও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে কঠোর অবস্থানে যাবে সরকার। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারক মহলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আওয়ামী লীগের যারা দায়িত্বপ্রাপ্ত নেতা তাদেরকে বলে দেওয়া হয়েছে দলের অনুমতি ছাড়া কেউই মার্কিন দূতাবাস বা মার্কিন কোন কূটনীতিকের সঙ্গে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বৈঠক করতে পারবে না। একইসাথে মার্কিন রাষ্ট্রদূতসহ কোন কূটনীতিকরা আওয়ামী লীগের কোনো নেতার সাথে দেখা করতে চাইলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে করতে হবে। একই সাথে সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি সই করবে না। নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে জিসোমিয়া এবং আকসা চুক্তি স্বাক্ষরের কথা ছিল। এই চুক্তি আপাতত বাংলাদেশের পক্ষে করা সম্ভব নয় বলে বাংলাদেশের পক্ষ থেকেই জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত যদি রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করেন এবং অনাকাঙ্খিত রাজনৈতিক তৎপরতা চালান তাহলে সেটিকে কূটনৈতিক রীতি নীতির আওতায় প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সম্প্রতিক আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের সভায় এ ধরনের কথা বলা হয়েছে। 

আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, খুনি রাশেদকে ফেরত দেয়া সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অগণতান্ত্রিক এবং মানবাধিকার পরিপন্থী বিষয় নিয়ে আওয়ামী লীগ সোচ্চার হবে। খুনি রাশেদকে ফেরত দেওয়ার প্রতিবাদে ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হবে বলেও জানা গেছে। একই সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেন মার্কিন যুক্তরাষ্ট্র নাক না গলায় সেজন্য সেজন্য আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের পক্ষ থেকে সোচ্চার করা হবে। পাশাপাশি আওয়ামী লীগ যে সমস্ত ব্যক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে নেতিবাচক বিবৃতি দিচ্ছেন তাদেরকে সঠিক তথ্য দিবে এবং বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্তের ব্যাপারে পাল্টা অবহিত করণ কর্মসূচি পালন করবে। এ ব্যাপারে ওয়াশিংটনস্থ মার্কিন দূতাবাসকেও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে তারা যেন নিয়মিতভাবে মার্কিন কংগ্রেসম্যান সিনেটরদের সাথে যোগাযোগ করেন এবং তাদেরকে প্রকৃত তথ্য অবহিত করেন। তবে আওয়ামী লীগ সরকারের এ ধরনের পদক্ষেপ যেন কিছুতেই তাদেরকে যুক্তরাষ্ট্র বিদ্বেষী হিসেবে প্রমাণিত না করে কিংবা যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে আওয়ামী লীগ সরকার লক্ষ্য রাখবে।

সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখবে। কিন্তু তা যেন ভিয়েনা কনভেনশনের আলোকে হয় এবং উভয় দেশের জন্য সম্মানজনক হয় সেটা নিশ্চিত করবে। ইতিমধ্যে আওয়ামী লীগের পাঁচজন নেতাকে বলে দেওয়া হয়েছে এখন থেকে মার্কিন রাষ্ট্রদূত বা মার্কিন দূতাবাস থেকে বৈঠক করতে চাইলে আগে কেন্দ্রীয় নেতাদের অনুমতি নিতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অনুমতি ব্যতিরেকে কেউ মার্কিন দূতাবাসে গিয়ে বা অন্য কোন জায়গায় বৈঠক করতে পারবেন না। 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা অনেক বৃদ্ধি পেয়েছে। এই সমস্ত প্রেক্ষিতেই সরকার এবং আওয়ামী লীগ এই পদক্ষেপ গুলো নিচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, সরকার এবং আওয়ামী লীগ মনে করে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশ এই নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদেরকে স্বাগত জানাবে। কিন্তু নির্বাচন নিয়ে অযাচিত হস্তক্ষেপকে কোনোভাবে প্রশ্রয় দেয়া হবে না। এ ব্যাপারে আওয়ামী লীগ দেশের সম্মান এবং মর্যাদার ব্যাপারে অটল থাকবে বলেও আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বাংলা ইনসাইডারকে জানিয়েছে।

যুক্তরাষ্ট্র   সরকার   বাংলাদেশের নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

সিরাজগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

প্রকাশ: ০৬:৪১ পিএম, ০৬ মে, ২০২৪


Thumbnail

সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিন (আনারস) ও রাশেদ ইউসুফ জুয়েলকে (দোয়াত কলম) শোকজ করেছে রিটার্নিং কর্মকর্তা।

 

সোমবার (৬ এপ্রিল) দুপুরে জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে ১২ ঘণ্টা এবং দোয়াত কলম প্রতীকের প্রার্থী রাশেদ ইউসুফ জুয়েলকে ২৪ ঘণ্টা সময়ের মধ্যে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

 

শোকজ নোটিশে বলা হয়েছে, রাশেদ ইউসুফ জুয়েল (দোয়াত কলম) আচরণবিধি লঙ্ঘন করে কর্মী-সমর্থক দিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শন করছেন মর্মে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিন লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৩ ও বিধি ৩১ এর পরিপন্থি।

 

এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের কারণে রাশেদ ইউসুফ জুয়েলের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে গতকাল রোববার নোটিশ দেওয়া হয়। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় উপজেলা পরিষদ বিধিমালা ২০১৩ ও উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

 

রিয়াজ উদ্দিনের নোটিশে বলা হয়েছে, রোববার (৫ মে) রাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই গার্ডেন প্যালেস রিসোর্টে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করে অর্থ লেনদেনের চেষ্টা করেছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সমর্থক রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান ফজলু আনারস প্রতিকের টি-শার্ট পরে শহরের মাহমুদপুর এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেছেন মর্মে লিখিত অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী  রাশেদ ইউসুফ জুয়েল। এমন কর্মকান্ড উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ১৭ এর পরিপন্থি।

 

এ অবস্থায় আচরণ বিধি লঙ্ঘনের কারণে মোহাম্মদ রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে আগামী ১২ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় উপজেলা পরিষদ বিধিমালা ২০১৩ ও উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রসঙ্গত, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে আগামী ৮ মে সিরাজগঞ্জ সদর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। 


উপজেলা নির্বাচন   চেয়ারম্যান প্রার্থী   শোকজ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

অবশেষে পটুয়াখালীতে স্বস্তির বৃষ্টি


Thumbnail

দীর্ঘ তীব্র তাপপ্রবাহের শেষে অবশেষে পটুয়াখালীতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। সোমবার (৬ মে) বিকেল ৪ টার দিকে আকাশে মেঘ করে শীতল হাওয়া বইতে শুরু করে তারপর সাড়ে ৪ টার দিকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। মুষলধারে বৃষ্টি না হলেও তীব্র গরমে হাঁপিয়ে ওঠা জনজীবন একটু হলেও স্বস্তির নিশ্বাস নিচ্ছে।

 

মানুষ বৃষ্টি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন। অনেকে মৌসুমের প্রথম বৃষ্টিতে গা ভিজিয়ে নিচ্ছেন মনের আনন্দে। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানান দেন স্বস্তির বৃষ্টি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কেউ কেউ সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।

উল্লেখ্য, এবার এপ্রিলে দীর্ঘতম তাপদাহ বয়ে গেছে দেশজুড়ে। ১৯৮১ সালের পর এবারের এপ্রিল ছিল শুষ্কতম মাস। শুধু উষ্ণতম নয়, এই এপ্রিল ছিল গত ৪৩ বছরের মধ্যে সবচেয়ে শুষ্কতম। দেশের গড় বৃষ্টিপাত ছিল এক মিলিমিটার।


বৃষ্টি   স্বস্তি  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

মঙ্গলবার থেকে খুলছে সব প্রাথমিক বিদ্যালয়

প্রকাশ: ০৬:১৫ পিএম, ০৬ মে, ২০২৪


Thumbnail

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামীকাল মঙ্গলবার (৭ মে) থেকে শিক্ষা কার্যক্রম চলবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৬ মে) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোর শ্রেণি কার্যক্রমসহ সব কার্যক্রম চলতি শিক্ষাবর্ষের (২০২৪) বর্ষপঞ্জী অনুযায়ী চলবে।

ঈদের ছুটি শেষে ২১ এপ্রিল স্কুল-কলেজ খোলার কথা থাকলেও সারা দেশে তীব্র দাবদাহের কারণে বন্ধের মেয়াদ ২৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

প্রচণ্ড দাবদাহের মধ্যেই গত ২৮ এপ্রিল থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। পরদিন হাইকোর্ট দেশের সব প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদরাসার ক্লাস বন্ধের নির্দেশ দেন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সারাদেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

প্রাথমিক বিদ্যালয়   প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

‘এতদিন বইয়ের জ্ঞান নিয়েছেন, এখন মাঠের জ্ঞান অর্জনের পালা’

প্রকাশ: ০৬:২২ পিএম, ০৬ মে, ২০২৪


Thumbnail

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, একটি গর্বিত দেশ গড়ে তুলতে প্রকৌশলীদের অবদান গুরুত্বপূর্ণ। আপনারা এতদিন বইয়ের জ্ঞান অর্জন করেছেন, এখন মাঠের জ্ঞান অর্জন করার পালা। এই দুইয়ের সংমিশ্রণে আপনারা দেশের জন্য কাজ করে যাবেন এবং আপনাদের অবদান যেন জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে স্মরণীয় হয়ে থাকে।

সোমবার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে নতুন নিয়োগ পাওয়া সহকারী প্রকৌশলীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. তাজুল ইসলাম বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নবীন কর্মকর্তাদের নিবিড়ভাবে কাজ করতে হবে। দেশসেবায় নবীন কর্মকর্তাদের কর্মস্পৃহা এবং উদ্যমই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নকে এগিয়ে নেবে।

এলজিআরডিমন্ত্রী বলেন, কোনো আঁকাবাঁকা পথ ধরে নয়, লক্ষ্য স্থির থাকলে সৎ এবং নিষ্ঠার সঙ্গে ব্যক্তিগত জীবনের লক্ষ্য অর্জন যেরকম সম্ভব, তেমনি জাতীয় জীবনেও ভূমিকা রাখা সম্ভব।

তিনি বলেন, উন্নত দেশগুলোকে বাইরের কেউ এসে উন্নত করে দেয়নি। তারা নিজেদের প্রচেষ্টাতেই আজ উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমাদেরও একটি দর্শন রয়েছে, যেখানে আমরাও চাই বাংলাদেশের প্রতিটি মানুষ যেন একটি উন্নত জীবন যাপন করতে পারে।


এলজিআরডিমন্ত্রী   তাজুল ইসলাম   জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

পাবনায় ৩টি ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

প্রকাশ: ০৬:০২ পিএম, ০৬ মে, ২০২৪


Thumbnail অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে ইটভাটাকে জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী

অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে পাবনার তিনটি ইটভাটাকে লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।  সময় ইটভাটা তিনটি ইটভাটার কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়।

সোমবার (৬ই মে) দুপুরে পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালানো হয়।

অভিযানে মেসার্স কেআরবি ব্রিকস, মেসার্স এআরবি ব্রিকস এবং মেসার্স  আরএবি ব্রিকসকে লাখ টাকা করে মোট লাখ টাকা জরিমানা ধার্য তাৎক্ষণিক আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইন, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এছাড়াও ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল মমিন। সময় উপস্থিত ছিলেন পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইন, র‌্যাব-১২, সিপিসি-, পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান। সময় অবৈধ ইটভাটার বিরুদ্ধে  চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।


ইটভাটা   অবৈধ   বন্ধ   জরিমানা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন