ইনসাইড বাংলাদেশ

বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম


Thumbnail

সেপ্টেম্বর মাস বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্ম মাস। এই সেপ্টেম্বর মাসেই দুনিয়ার নজরকাড়া বাংলাদেশের উন্নয়ন ও অর্জনের উজ্জ্বল নেতৃত্বদানকারী বিশ্বনেতা রাষ্টনায়ক শেখ হাসিনা জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ না করলে হয়তো বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি, আইনের শাসন এবং উন্নত বিশ্বের দরবারে বাংলাদেশের অবস্থান উচ্চ আসনে প্রতিষ্ঠিত করা সম্ভবপর হতো না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম ‘বাংলাদেশের আলোর পথযাত্রা’। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মমাসে ‘শেখ হাসিনা রচনা সমগ্র-১’ থেকে পঞ্চম পর্ব পাঠকদের জন্য তাঁর একটি লেখা তুলে ধরা হলো।


"১৯৭৫ সালের ১৫ আগস্ট ঠিক ফজরের নামাজের সময় ধানমন্ডির বত্রিশ নং সড়কের বাড়িতে ইতিহাসের কলঙ্কতম অধ্যায় রচিত হয়। ঘাতকের দল বাঙালি জাতির মহানায়ক বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। ঘাতকের হাত থেকে শিশু-নারীরাও রেহাই পায় নি। এ হত্যাকাণ্ডের মধ্যদিয়ে জনগণের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে অবৈধভাবে ক্ষমতা দখলের প্রক্রিয়া শুরু হয়।

কিন্তু যারা অস্ত্রের জোরে সামরিক আইন এনে ক্ষমতা দখল করেছে তারা কোন গণতন্ত্রে বিশ্বাসী? খুনি খন্দকার মোশতাক কোন পথে ক্ষমতায় এসেছে? জে. জিয়াউর রহমান কোন পথে ক্ষমতায় এসেছে? সংবিধানের কোন অনুচ্ছেদ বা ধারা মতে এরা ক্ষমতা নিয়েছে? হত্যাকাণ্ড করা কোন আইনসম্মত? সংবিধান লঙ্ঘন করা গর্হিত অপরাধ। খুনি মোশতাক ও স্বৈরাচারী জিয়া-এরশাদ সে অপরাধ করেছেন। সংবিধানের বিধান অনুযায়ী খুনি মোস্তাক কোনোমতেই রাষ্ট্রপতি হতে পারে না। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি অস্থায়ী রাষ্ট্রপতি হবেন, তার পরিবর্তে স্পিকার অথবা তার পরিবর্তে সংসদ বসে যাকে দায়িত্ব দেবেন তিনি হবেন। কাজেই সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে যারা নীতিকথা শোনাতে আসে তারা যে কত বড় অপরাধী এবং অগণতান্ত্রিক, দেশের মানুষের অধিকার হরণকারী—তা বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই এবং এসব অপরাধীকে যারা সমর্থন দেয় এবং বাহবা দেয় তারাও সমান অপরাধে অপরাধী।

মাত্র দুমাস কয়েক দিনের মাথায় মোশতাক তার অপরাধের জবাব পায়। বেঈমান মোনাফেকদের পরিণতি যা হবার তাই হয়। পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার সাথে বেঈমানী করে মীরজাফর বাংলার স্বাধীনতা বণিকদের হাতে তুলে দিয়েছিল মসনদের লোভে বেঈমানদের ব্যবহার করা হয় এবং যারা ব্যবহার করে তারাও বিশ্বাস করে নি। মীরজাফরও তার ক্ষমতার সময় তিন মাস পূর্ণ করতে পারে নি। ঠিক তেমনি বেঈমান মোশতাকও তিন মাস ক্ষমতা ভোগ করতে পারে নি। মোশতাক রাষ্ট্রপতি হয়ে জে. জিয়াকে সেনাবাহিনীপ্রধান বানায়। সায়েম সাহেবের সময়ও জিয়া সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন।

মোশতাকের পর প্রধান বিচারপতি সায়েম সাহেব অস্থায়ী রাষ্ট্রপতির পদে দায়িত্ব পেলেন। তাঁর ওপর দায়িত্ব পড়ল একটি নির্বাচন করার। কিন্তু একদিন জেনারেল জিয়া সায়েম সাহেবের সব ক্ষমতা অস্ত্র দেখিয়ে কেড়ে নিলেন এবং এ ব্যাপারে তিনি জেনারেল এরশাদ সাহেবকে ব্যবহার করলেন। জেনারেল এরশাদই ছিল তার দৃষ্টিতে তখন সব থেকে বেশি যোগ্য ব্যক্তি এবং একজন প্রভুভক্ত জীবের মতো। জিয়ার প্রতিটি নির্দেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন। তাই জে. জিয়া বলতেন, এরশাদ হচ্ছে তার সবচেয়ে বিশ্বস্ত ও যোগ্য লোক, যাকে তিনি সেনাবাহিনীর প্রধানের আসনে বসিয়েছিলেন।

মার্শাল ল' বহাল রেখে অস্ত্র দেখিয়ে ক্ষমতা দখল করা কোন গণতান্ত্রিক বিধান সামরিক শাসন জারি করে সংবিধান স্থগিত রেখে অস্ত্র হাতে নিয়ে উপস্থিত হয়ে বিচারপতি রাষ্ট্রপতিকে ভীতি প্রদর্শন করে ক্ষমতা থেকে হটিয়ে নিজেকে রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত করেছিলেন জে. জিয়াউর রহমান। সম্পূর্ণ অবৈধভাবে ও অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে জনগণের সব অধিকার হরণ করেছিলেন। কায়েম করেছিলেন এক অত্যাচারের রাজত্ব। ক্ষমতার মসনদ রক্তে রঞ্জিত করেছিলেন, সে রক্ত কাদের রক্ত? ঐ সেনাবাহিনীর, বিমান বাহিনীর অফিসার ও জোয়ানদের রক্ত।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যতদিন ক্ষমতায় ছিলেন। সেনাবাহিনীর কোনো সদস্যকে তিনি ফাঁসির হুকুম দেন নি। একটি প্রাণও সেখানে করে নি। কোনো রক্তপাত সেখানে তিনি ঘটতে দেন নি। কিন্তু উচ্চাভিলাষী জে. জিয়া তার ক্ষমতার গদি নিষ্কণ্টক করবার জন্য একের পর এক অফিসার ও জোয়ানদের ফাঁসি দিয়েছেন। এমন কী যে কর্নেল তাহের তাকে ক্ষমতায় বসতে সহায়তা করেছেন তাকেও তিনি ফাঁসিতে ঝুলিয়েছেন।

সেনাবাহিনীর যারা জিয়ার প্রশংসায় পঞ্চমুখ তাদের জিজ্ঞেস করি, স্বস্তি দেবে, নিরাপত্তা দেবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে, স্নেহ-ভালোবাসা-আস্থা দেবে, সাদামাটা খাদ্য পরিবেশন করবে, তাকে গ্রহণ করবেন। নাকি ফাঁসি দেবে, হত্যা করবে, কথায় কথায় গুলি করবে, স্নেহ-ভালোবাসা থাকবে না, অহর্নিশ নিরাপত্তাহীনতায় ভুগবেন অথচ রোজ পোলাও-কোরমা খাওয়াবে—কোনটা গ্রহণ করবেন? জে. জিয়া সেনাবাহিনীর কী অফিসার কী জোয়ান কাউকে মানুষ বলে গণ্য করেন নি। নির্বিচারে তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বীকে হত্যা করে তার মসনদ এদেরই রক্ত তৈরি করেছেন। যাদের তিনি ফাঁসি দিয়েছেন সেইসব পরিবারগুলো কি অবস্থায় দিন যাপন করছে, তাদের পরিণতি কি হয়েছে, তাদের সন্তানেরা কে কোথায় আছে, তাদের বাবা-মা আত্মীয়-স্বজন কোথায় কোন অবস্থায় আছে তার খবর কি কেউ রাখে?"

 

(সূত্র: শেখ হাসিনা রচনা সমগ্র-১।। পৃষ্টা: ৯১-৯২)



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

তাপপ্রবাহকে দুর্যোগ ঘোষণা করবে সরকার

প্রকাশ: ১০:৪৯ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

তাপপ্রবাহকে দুর্যোগ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। ভবিষ্যতে তাপপ্রবাহ হলে তা মোকাবিলায় সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মো. মহিববুর রহমান বলেন, তাপপ্রবাহের মাত্রা দিন দিন আরও বাড়তে পারে। আমরা এটা অ্যাডজাস্ট করতে চাই। ভবিষ্যতে তাপপ্রবাহ হলে তা মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের সব প্রস্তুত আছে।

তিনি বলেন, আমাদের যে পরিবেশ-পরিস্থিতি তাতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলে দুর্যোগ হিসেবে বিবেচনা করা যায়। আমরা সেভাবেই এগোচ্ছি।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, গত মাসে তাপপ্রবাহের সময় আমরা প্রোগ্রাম রেডি করে ফেলেছিলাম। সারা দেশে পানি, স্যালাইন, ছাতা দেয়ার উদ্যোগ নিয়েছিলাম। পরে আবহাওয়া অধিদফতর বৃষ্টির পূর্বাভাস দিলো, বৃষ্টিও হলো

প্রতিমন্ত্রী বলেন, তাপপ্রবাহ থেকে মানুষকে রক্ষা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও সংসদ ভবনের দক্ষিণ পাশে দুটি ক্যাম্প করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটি স্পিকারের উদ্বোধন করার কথা ছিল। এ দুই স্থান থেকে পানি, স্যালাইন, ছাতাসহ বিভিন্ন উপকরণ দেওয়ার প্রস্তুতি ছিল। মানুষ এখানে আশ্রয় নিতে পারত। সব রেডি ছিল কিন্তু বৃষ্টি হওয়ায় তা আর হয়নি।

ব্যক্তিগত উদ্যোগে আমার নির্বাচনী এলাকায়ও আমি তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে নানান উদ্যোগ নিয়েছিলাম, যোগ করেন দুর্যোগ প্রতিমন্ত্রী।

তাপপ্রবাহ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

জিলকদ মাসের চাঁদ দেখা গেছে

প্রকাশ: ১০:১০ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার (১০ মে) থেকে পবিত্র জিলকদ মাস গণনা করা হবে।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার সভায় সভাপতিত্ব করেন।

সভায় জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে।

জিলকদ মাস  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ফরিদপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর জয়: কৃতজ্ঞতা জানিয়ে বিজ্ঞপ্তি

প্রকাশ: ১০:০০ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

ফরিদপুর জেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম চৌধুরী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইমান আলীর বিজয় উপলক্ষে ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

বৃহষ্পতিবার (৯ মে) ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম চৌধুরীর ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ইমান আলীকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ,  এবারের স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক দেয়া থেকে বিরত রয়েছে আওয়ামী লীগে।

যদিও ফরিদপুরের স্থানীয় অনেকে প্রশ্ন করছেন আওয়ামী লীগ যেখানে দলীয় প্রতিক দেয়নি সেখানে ফরিদপুর জেলা আওয়ামী লীগ কিভাবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিল।

ফরিদপুর   উপজেলা নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায় লোডশেডিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ০৯:১৬ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

বিদ্যুৎ সংকটের এই সময়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাসভবন এলাকায় লোডশেডিংয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদে চলমান দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, গেল কিছুদিন তীব্র গরমে কিছুটা লোডশেডিং হয়েছে। আমরা তা স্বীকার করি। আমি নির্দেশ দিয়েছি লোডশেডিং গ্রামে নয়, এখন থেকে বিদ্যুৎ সংকটে লোডশেডিং হবে গুলশান-বনানীতে। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায়ও লোডশেডিংয়ের নির্দেশ দিয়েছি।

তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে বিশেষ আইন নিয়ে সমালোচনা কেন? পৃথিবীতে এমন কোনো দেশ নেই, যারা ক্যাপাসিটি পেমেন্ট ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। কিন্তু প্রতিদিন এটা নিয়ে চিল্লাচিল্লি শুনি। ওই আইনে কাউকে দায়মুক্তি দেয়া হয়নি। 
  
সামিটের বিলম্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য জরিমানা আদায় হয়েছে বলেও জানান এই সংসদ নেতা। তিনি বলেন, বিশেষ আইন নিয়ে যারা কথা বলছেন, সমালোচনা করছেন তারা অর্বাচীন।
 
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে সমালোচনা হয় জানিয়ে শেখ হাসিনা বলেন, অথচ সেটাই সবচেয়ে ক্লিন বিদ্যুতের সোর্স। রূপপুরে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী   লোডশেডিং  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা ৬ জুন

প্রকাশ: ০৮:৩৮ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের সরকারের প্রথম বাজেট ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (৬ জুন)। নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীরও এটি প্রথম বাজেট।

তাকে সহায়তা করবেন দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। এদিন উত্থাপিত হবে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুন। বাজেট পেশের দিনক্ষণ ঠিক করে ইতোমধ্যে কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট হবে প্রায় ৮ লাখ কোটি টাকার। যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট। এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারের এবারের বাজেট হবে ব্যয় সংকোচনমূলক। এটি তৈরি হচ্ছে অত্যন্ত সুকৌশলে। প্রতি বছর বাজেটের প্রবৃদ্ধি সংকোচনমূলক ধরেই এবারের হিসাব প্রাক্কলন করা হয়েছে। ফলে বাজেটের আকার এবার খুব বেশি বাড়ছে না।


নতুন সরকার   বাজেট ঘোষণা   জাতীয় সংসদ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন