ইনসাইড বাংলাদেশ

ভিসা নিষেধাজ্ঞায় আতঙ্কে ব্যবসায়িক, আমলা এবং পুলিশ

প্রকাশ: ০৭:০০ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কয়েকজন নাগরিকের ওপর যে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে তা রাজনৈতিক অঙ্গনে ভালোমতোই প্রভাব ফেলেছে। তবে রাজনীতিবিদরা ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আতঙ্কিত নয়। ভিসা নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে আলোড়িত রাজনৈতিক দল অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ। ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগেরই এই ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কথা। তবে আওয়ামী লীগের রাজনীতিবিদদের মধ্যে খুব কমই ভিসা নীতিতে প্রভাবিত হবেন এবং ভিসা নীতি নিয়ে তাদের কোনো রকম গুরুতর রাজনৈতিক সমস্যা হবে—এটি তারা মনে করছেন না। বরং এরকম ভিসা নিষেধাজ্ঞা পেলে রাজনীতির মাঠে তাদের জনপ্রিয়তা প্রভাব প্রতিপত্তি বাড়বে এবং ক্ষমতাসীন দলে তারা গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন বলেও কেউ কেউ মনে করছেন। 

আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বাংলা ইনসাইডারকে বলেছেন, আমার ওপর যদি ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে তো আমি খুশি হবো। তাহলে আমি আওয়ামী লীগের রাজনীতিতে অনেক ধাপ এগিয়ে যাব। রাজনীতিবিদদের মধ্যে যারা ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন তারাও এই ভিসা নিষেধাজ্ঞার কারণে ভীত বলে মনে হয় না। তবে তারা স্বীকার করছেন যে, এটির ফলে একটি রাজনৈতিক চাপ সৃষ্টি হবে। আওয়ামী লীগ যে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে নিয়ে দেশ পরিচালনা করছিল এখন সেটি বাধাগ্রস্ত হবে। তাছাড়া আগামী নির্বাচনে অনেকেই দায়িত্ব পালনে ইতস্তত করতে পারে—এমন শঙ্কা আওয়ামী লীগ করছে। এটি ভিসা নীতিতে আওয়ামী লীগের ওপর সবচেয়ে বড় প্রভাব বলে তারা মনে করছেন। তবে রাজনীতিবিদরা ভিসা নিষেধাজ্ঞায় আক্রান্ত হলেও এটি নিয়ে তারা খুব একটা উদ্বিগ্ন নন এবং এটার প্রভাব তাদের রাজনৈতিক কর্মকান্ডে পড়বে বলে তারা মনে করছেন না। কিন্তু এই ভিসা নীতি বাংলাদেশের তিন শ্রেণীর মানুষের ওপর অত্যন্ত ভালোভাবে প্রভাব ফেলেছে। 

২২ সেপ্টেম্বর ভিসা নিষেধাজ্ঞার কথা ঘোষণা করার পর তিন ধরনের পেশাজীবীদের মধ্যে এই নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা শুধু যে তাদের ভিসা বাতিল হতে পারে এমন আশঙ্কা থেকে উদ্বিগ্ন তেমনটি নয় বরং তারা মনে করছেন এই ভিসা নীতির সূত্র ধরে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়, মার্কিন বাজার যদি বাংলাদেশের জন্য সংকুচিত হয় বা বন্ধ হয় সেটি হবে তাদের জন্য বড় ধরনের হুমকি। 

বাংলাদেশের পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এই জন্য পোশাক খাতের ব্যবসায়ীরা ভিসা নিষেধাজ্ঞার পর ভালো মতো উদ্বিগ্ন। এদের মধ্যে আবার কিছু ব্যবসায়ী আছেন যারা মার্কিন যুক্তরাষ্ট্রের বসতবাতি করেছেন। তাদের সন্তান-সন্ততিরা সেখানে লেখাপড়া করে। সেখানেও তাদের বিনিয়োগ আছে, সম্পত্তি আছে। এরা আবার দেশে ব্যবসা-বাণিজ্য করার জন্য নতুন করে আওয়ামী লীগ হয়েছেন। আওয়ামী লীগের ঘনিষ্ঠ হয়ে তারা কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়িও করেছেন। এরকম যারা তারা ভিসা নিষেধাজ্ঞার সংকটে আছেন একাধিক কারণে। প্রথমত এর ফলে তাদের সন্তান-সন্ততি পরিবারের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা কঠিন হয়ে পড়তে পারে। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্রে তারা যে সম্পদ রেখেছেন সেই সম্পদগুলো ঝুঁকির মধ্যে পড়তে পারে এবং তৃতীয়ত, ভিসা নিষেধাজ্ঞার কারণে তাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি বন্ধ হতে পারে। 

ভিসা নিষেধাজ্ঞার প্রভাব ব্যবসা-বাণিজ্যে পড়বে না—এমনটি দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন। কিন্তু ব্যবসায়ীরা মনে করছেন, যদি ব্যক্তিগত ভিসা বাতিল হয়ে যায় তাহলে তার প্রভাব অবশ্যই ব্যবসার মধ্যে পড়বে। তাছাড়া পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তারা আশ্বস্ত হতে পারছেন না। কারণ এর আগেও তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন বাস্তবতার সঙ্গে তার মিল খুঁজে পাওয়া যায়নি। ব্যবসায়ীদের মতোই আতঙ্কিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভিসা নিষেধাজ্ঞার প্রথম ধাক্কায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

ধারণা করা হচ্ছে যে, বিরোধী রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ করা, গণতান্ত্রিক অধিকার সুরক্ষা ইত্যাদির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করেছে। এটি তাদের জন্য আতঙ্কের এই কারণে যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রীতি রয়েছে। এদের কেউ কেউ মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করেছেন। কারো কারো মার্কিন যুক্তরাষ্ট্রে স্থাবর সম্পত্তি রয়েছে। বেশ কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা রয়েছেন যাদের সন্তান-সন্ততিরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, নিকট জন আত্মীয় স্বজন সেখানে আছেন এবং তাদের মাধ্যমে বিনিয়োগ করেছেন। এই সংখ্যাটা কম না। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এই ভিসা নিষেধাজ্ঞা নিয়ে একটা বড় ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এই আতঙ্কটি পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায় পর্যন্ত ছড়িয়ে গেছে।

ভিসা নিষেধাজ্ঞার কারণে আমাদের প্রশাসনের লোকজনও বেশ আতঙ্কিত, উদ্বিগ্ন। কারণ পুলিশ বাহিনীর মতো প্রশাসনের লোকজনেরও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আলাদা আকর্ষণ রয়েছেন। প্রশাসনের অনেকে অবসরের পরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান নিচ্ছেন এবং সেখানে তার সন্তান-সন্ততিকে রেখেছেন। অনেকেই গ্রীণ কার্ড নিয়ে সরকারি চাকরি করছেন। 

একটি অনুসন্ধানে দেখা গেছে যে, প্রশাসনের অতিরিক্ত সচিব পর্যায় পর্যন্ত এরকম অন্তত ১৪০ জন রয়েছেন যারা গ্রীন কার্ড ধারী অথবা যাদের সন্তান-সন্ততি বা পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে। সেখানে তাদের সম্পদও রয়েছে। এরা এখন এই ভিসা নিষেধাজ্ঞার কারণে উদ্বিগ্ন। আর এই তিন শ্রেণীর উদ্বিগ্ন থাকার ফলে এরা আগামী নির্বাচনের আগে কি ভূমিকা রাখবে এবং সরকারকে কতটুকু সহযোগিতা করবে তা নিয়ে নানামুখী আলাপ-আলোচনা চলছে।

ভিসা নিষেধাজ্ঞা   ব্যবসায়িক   আমলা   পুলিশ   নির্বাচন   ভিসা নীতি  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

তিস্তা প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ০২:০০ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

তিস্তা প্রকল্পে ভারত অর্থায়ন করতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করে তিস্তায় দেশটির অর্থায়ন আগ্রহের কথা জানান।

ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে তিস্তা নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। তিস্তায় আমরা একটা বৃহৎ প্রকল্প হাতে নিয়েছি। ভারত সেখানে অর্থায়ন করতে চায়। আমি বলেছি, তিস্তায় যে প্রকল্পটি হবে সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী হবে। আমাদের প্রয়োজন যেন পূরণ হয়।

তিস্তায় ভারতের মতো চীনও অর্থায়ন করতে চাচ্ছে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত যে এক্ষেত্রে সহায়তা করতে চাচ্ছে, সে বিষয় নিয়েই আজকে আলোচনা হয়েছে’।


তিস্তা প্রকল্প   অর্থায়ন   ভারত   পররাষ্ট্রমন্ত্রী  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

পাবনার তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

প্রকাশ: ০১:৫৫ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

প্রথম ধাপে পাবনার সুজানগর, বেড়া সাঁথিয়া এই তিনটি উপজেলায় বুধবার ( মেইভিএম ভোটগ্রহণ শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়। এর মধ্যে দু'টি উপজেলায় এসেছে নতুন মুখ। আর একটিতে রয়েছে পুরোনো মুখ।

ঘোষিত বেসরকারি ফলাফলে সুজানগর উপজেলায় আব্দুল ওহাব, বেড়া উপজেলায় রেজাউল হক বাবু সাঁথিয়া উপজেলায় সোহেল রানা খোকন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সুজানগর সাঁথিয়া উপজেলায় নতুন মুখ নির্বাচিত হয়েছেন। পাবনা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জেলা রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান বুধবার (৮ মে) মধ্যরাতে তথ্য নিশ্চিত করেছেন।

সুজানগরে ৭২টি কেন্দ্রের ফলাফলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব মোটর সাইকেল প্রতীকে ৬২ হাজার ৭৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন আনারস প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৪৪১ ভোট। অর্থাৎ ওহাব হাজার ৩১১ ভোটে শাহীনকে পরাজিত করেছেন।

এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জুয়েল রানা চশমা প্রতীকে ৬৩ হাজার ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস মোস্তফা আহমেদ তালা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ২৫৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন আক্তার শিপ্রা ফুটবল প্রতীকে ৬৪ হাজারে ৮৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মর্জিনা খাতুন কলস প্রতীকে  পেয়েছেন ৩৪ হাজার ৬৪৭ ভোট।

বেড়া উপজলায় ৬৮টি ভোট কেন্দ্রের ফলাফলে বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু হেলিকপ্টার প্রতীকে ২৯ হাজার ৬৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৭৬৬ ভোট। অর্থাৎ বাবু হাজার ৯২৩ ভোটে বাতেনকে পরাজিত করেছেন।

এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মেসবাহ-উল-হক চশমা প্রতীকে ২৪ হাজার ৭৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  প্রার্থী নাজমুল বাসার বই প্রতীকে  পেয়েছেন ১৯ হাজার ৫৭৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শায়লা শারমীন ইতি হাঁস প্রতীকে  ৪৪ হাজার ৭৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  প্রার্থী সুষমা রানী সাহা কলস প্রতীকে  পেয়েছেন ৩১ হাজার ৮৮৪ ভোট।

সাঁথিয়া উপজেলায় ৯৩টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন কাপ-পিরিচ প্রতীকে ৩৮ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আশরাফুজ্জামান টুটুল আনারস প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৭১২ ভোট। অর্থাৎ খোকন হাজার ৮১৪ ভোটে আশরাফুজ্জামানকে পরাজিত করেছেন।

এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শামসুল হক স্বপন টিউবওয়েল প্রতীকে ৪৬ হাজার ৭৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেহেদি হাসান রুবেল উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬১৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা খাতুন ফুটবল প্রতীকে ৩০ হাজার ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলিমা সুলতানা শীলা হাঁস প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৭৭ ভোট।


উপজেলা নির্বাচন   চেয়ারম্যান   ফলাফল  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

দুই উপজেলায় জামানত হারালেন ১১ প্রার্থী

প্রকাশ: ০১:৫৫ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

প্রথম ধাপে হবিগঞ্জের বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আজমিরীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে দুইজন করে জামানত হারিয়েছেন। বানিয়াচং উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে সাতজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন জামানত হারিয়েছেন।

আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন বর্তমান চেয়ারম্যান মর্তুজা হাসান (আনারস) মো. রেজাউল করিম (মোটরসাইকেল) ভাইস চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন হারুনুর রশীদ (মাইক) হীরেন্দ্র পুরকায়স্থ (বই) 

বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সাতজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী জামানত হারিয়েছেন। বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যানপদে জামানত হারিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ফারুক আমীন (উড়োজাহাজ), আরশাদ হোসেন খান (পালকি), এস এম সুরুজ আলী (মাইক), তাফাজ্জুল হক (বই), প্রিতোষ রঞ্জন দেব (বৈদ্যুতিক বাল্ব), সৈয়দ নাসিরুল ইমাম (টিয়া পাখি) মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিউলি রানী দাস (কলস) জামানত হারিয়েছেন।


উপজেলা   প্রার্থী  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ঢাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রকাশ: ০১:১৪ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে তারা। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে যাত্রাবাড়ী ফ্লাইওভারের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। একই সময়ে ভিন্ন স্থানে সংগঠনটির ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (০৯ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত মিছিলে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন নেতৃত্ব দেন। এ সময় বিক্ষোভ মিছিলটি রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলওয়ার হোসেন, মুহাম্মদ কামাল হোসাইন ও ড. আব্দুল মান্নান।

আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, শামসুর রহমান, ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, সৈয়দ সিরাজুল হক, কামরুল আহসান হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্বের সভাপতি তাকরিম হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আলাউদ্দিন শেখ, ঢাকা কলেজের সভাপতি আনিসুর রহমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন থানা আমির ও সেক্রেটারিরা।

অন্যদিকে মজলুম ফিলিস্তিন জনগণের অধিকার আদায়ের জন্য বিশ্ব জনমত গড়ে তোলা, ইসরায়েলিদের জুলুমের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে বিক্ষাভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশ জামাতে ইসলামী   বিক্ষোভ   মিছিল  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

পাবনায় পুকুর খনন করতে গিয়ে পরিত্যক্ত গ্রেনেডের সন্ধান

প্রকাশ: ০১:০৭ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail পাবনার ঈশ্বরগঞ্জে অবিস্ফোরিত অবস্থায় গ্রেনেড সন্ধান

পাবনার ঈশ্বরদীতে পুকুর খনন করতে গিয়ে পরিত্যক্ত গ্রেনেডের সন্ধান মিলেছে। গ্রেনেডটি মাটি চাপা দিয়ে স্থানটি ঘিরে রেখেছে পুলিশ। এক শিশু সেটিকে খেলনা ভেবে প্রথমে বাড়িতে নিয়ে গিয়েছিল।

বুধবার ( মে) রাতে ঈশ্বরদী পৌর শহরের এম এস কলোনি তিনতলা এলাকায় খনন কাজ চলমান একটি পুকুরে পরিত্যক্ত গ্রেনেডটির সন্ধান মেলে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রেলওয়ের জমিতে খোকন নামের এক মাছ ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে এম এস কলোনির তিনতলা মাঠে পুকুর খননের কাজ করছেন। বুধবার বিকেলে শ্রমিকরা কাজ শেষ করে বিকেলে চলে যান।

সে সময় তৃতীয় শ্রেণী পড়ুয়া স্বর্ণা নামের এক শিশুকন্যা বাড়ির পেছনে গিয়ে উপরের অংশে লাল টেপ মোড়ানো লোহার গোলকের মত বস্তুটি খেলনা ভেবে বাড়িতে নিয়ে যায়। তার বাবা সুবাস কুমার দাস গোলাকার বস্তুটি গ্রেনেড বলে বুঝতে পারে। তখন বিপদের আশংকায় গোলাকার বস্তুটি পূর্বের স্থানে রেখে জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানান তিনি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, 'রাতে জরুরী সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি জানতে পারি। ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের সময় এলাকাটি পাক বাহিনীর অধ্যুষিত এলাকা ছিল। ওই সময় গ্রেনেডটি যেকোনোভাবে ঘটনাস্থলে অবিস্ফোরিত হয়ে মাটি চাপা পড়েছিল। মাটি খনন করায় সেটি বের হয়ে এসেছে।'

ওসি আরও জানান, 'বর্তমানে গ্রেনেডটি মাটা চাপা দিয়ে রাখা হয়েছে। এলাকাটি আম বাগান পুলিশ ফাঁড়ির এএসআই সবুজ আলীর তত্ত্বাবধায়নে রাখা হয়েছে। বোম নিষ্ক্রিয় করার জন্য র‌্যাবের বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মে) দলটি ঘটনাস্থলে এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করার কথা রয়েছে।'


গ্রেনেড   অবিস্ফোরিত   পরিত্যক্ত  


মন্তব্য করুন


বিজ্ঞাপন