ইনসাইড বাংলাদেশ

শুরুতেই বিতর্ক উস্কে দিচ্ছেন যেসব মন্ত্রী

প্রকাশ: ০৭:০০ পিএম, ১০ এপ্রিল, ২০২৪


Thumbnail

এবারের মন্ত্রিসভার প্রথম তিন মাস পর্যালোচনা করে দেখা যায় যে, গতবারের চেয়ে এবার মন্ত্রিসভায় মন্ত্রীরা কম বিতর্কিত মন্তব্য করছেন। বিতর্ক উস্কে দিচ্ছেন অনেক কম। গত মন্ত্রিসভায় যেমন শুরু থেকেই কিছু মন্ত্রী যেন বিতর্ক সৃষ্টির প্রতিযোগিতায় নেমেছেন, এবার সেরকম বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে না। বরং মন্ত্রীদের মধ্যে অধিকাংশেরই কথাবার্তার ক্ষেত্রে এক ধরনের রক্ষণশীলতা, শালীনতা এবং দায়িত্ববোধের পরিচয় পাওয়া যাচ্ছে। এটা প্রশংসনীয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কিন্তু এই সুশৃঙ্খলতা সবার মধ্যে যে আছে এমনটি নয়। মন্ত্রিসভার কয়েকজন সদস্য বিভিন্ন সময়ে নানারকম বিতর্কিত মন্তব্য উস্কে দিচ্ছেন। তবে এখন পর্যন্ত কোন মন্ত্রী বিতর্কিত মন্ত্রী হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়নি। এটি একটি আশার কথা। তবে যারা বিতর্কিত হওয়ার শঙ্কায় রয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা আছেন;

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন: নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন টানা দ্বিতীয়বারের মতো মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। কিন্তু দায়িত্ব গ্রহণ করার পরই তিনি একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসছেন। বিশেষ করে বরই দিয়ে ইফতার করা এবং সর্বশেষ স্বতন্ত্র প্রার্থীদের অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি করে ইতিমধ্যে তিনি এই সরকারের বর্তমান মন্ত্রিসভার সবচেয়ে বিতর্কিত মন্ত্রীর তকমা দখল করে নিয়েছেন। 

নসরুল হামিদ: নসরুল হামিদ টানা তৃতীয়বারের মতো জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদ্যুতের অবস্থা ভালো না। যথারীতি প্রত্যেক বারের মতোই তিনি নানা রকম কথাবার্তা বলছেন। মাঝখানে তীব্র গ্যাস সংকট ছিল। আবার নতুন করে বিদ্যুতের সংকট শুরু হচ্ছে। জ্বালানির মূল্য সমন্বয়ের নামে তিনি যেভাবে তেলের দাম কমাচ্ছেন তাও সাধারণ মানুষের মধ্যে বিরক্তি এবং বিদ্রূপের উদ্বেগ করেছে। এখন দেখা যাক সামনের দিনগুলোতে নসরুল হামিদ কী করতে পারেন। 

খালিদ মাহমুদ চৌধুরী: খালিদ মাহমুদ চৌধুরী দ্বিতীয়বারের মতো নৌ প্রতিমন্ত্রী হয়েছেন। এই সময় সোমালি জলদস্যুদের হাতে বাংলাদেশের একটি জাহাজ আটকের ঘটনায় তার যে প্রত্যুৎপন্নতা এবং ভূমিকা আশা করা হয়েছিল সেটা দেখা যায়নি। একজন রাজনৈতিক সম্ভাবনাময় প্রতিমন্ত্রী হিসেবে গত মেয়াদে তিনি যতটা উজ্জ্বল ছিলেন, এবার তাকে সে রকম দেখা যাচ্ছে না।বিশেষ করে ঈদের আগে শেষ কর্মদিবসে তিনি যখন বলেছেন যে, চলতি মাসের মধ্যেই জাহাজ থেকে জিম্মি নাবিকদের উদ্ধার করা যাবে সেটি জিম্মি পরিবারের মধ্যে এক ধরনের হতাশা তৈরি করেছে। যেখানে তারা প্রতিদিন আশার প্রহর গুনছে, সেখানে নৌপরিবহন মন্ত্রণালয়ের আরও কার্যকর এবং যথাযথ ভূমিকা প্রত্যাশিত ছিল। 

আহসানুল ইসলাম টিটু: আহসানুল ইসলাম টিটু বাণিজ্য প্রতিমন্ত্রী হয়ে সবাইকে চমকে দিয়েছেন। তার চেষ্টা আছে, আন্তরিকতা আছে কিন্তু মাঝে মাঝে তিনি বেফাঁস মন্তব্য করে বসছেন। এই বেফাঁস মন্তব্য থেকে তাকে সংযত হতেই হবে। তার নিজের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য এবং মন্ত্রণালয়ের ভালোর জন্য। তিনি বিভিন্ন বাজারে অভিযান করে অ্যাপ তৈরি করার যে বক্তব্য দিয়েছেন তা ছিল বাড়াবাড়ি রকম এবং বর্তমান বাস্তবতার সাথে সামঞ্জস্যহীন। ব্রাজিল থেকে গরুর মাংস আমদানির বিষয়টিও তার বক্তব্য বাস্তবতা বিবর্জিত হিসেবেই ছিল। টিটু এখনও তরুণ। তাকে কম কথা বলতে হবে। কাজ করতে হবে বেশি। না হলে তিনিও বিতর্কিত মন্ত্রী হিসেবে পরিগণিত হতে পারেন।

আব্দুল ওয়াদুদ: আব্দুল ওয়াদুদ এবার রাজশাহী থেকে প্রতিমন্ত্রী হয়ে চমক সৃষ্টি করেছেন। তিনি পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি যতটা না প্রতিমন্ত্রী তার চেয়ে তিনি রাজশাহী অঞ্চলের রাজনীতি নিয়েই বেশি আগ্রহী বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। তিনি প্রতিমন্ত্রী হওয়ার পরপরই রাজশাহীতে তাকে যেভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং সেই সংবর্ধনা ঘিরে মেয়রের সাথে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি শোভনীয় নয়। এটি তাকেই বিতর্কিত করেছে। স্থানীয় রাজনীতি আলাদা, মন্ত্রণালয়ের কাজ আলাদা। এটি আব্দুল ওয়াদুদকে বুঝতে হবে এবং এটি তিনি যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি তিনি বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন।


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

পুলিশের মধ্যস্থতায় বনানীর সড়ক ছাড়লেন শ্রমিকরা

প্রকাশ: ০১:০২ পিএম, ০৪ মে, ২০২৪


Thumbnail

রাজধানীর বনানীতে সড়ক অবরোধ ছেড়ে দিয়েছেন শ্রমিকরা। মালিকপক্ষের সঙ্গে সমঝোতার জন্য তারা অপেক্ষা করছেন। এর আগে বিনা নোটিশে সৈনিক ক্লাবের সামনে গার্মেন্টস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

পরে সকাল ১১টার পর পুলিশের মধ্যস্থতায় সড়ক ছেড়ে দেন শ্রমিকরা। তারা মালিকপক্ষের সঙ্গে সমঝোতার জন্য অপেক্ষা করছেন।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, বিনা নোটিশে নেপারেল গার্মেন্টস লিমিটেড বন্ধ করে দেওয়া হয়। তাদের বেতন বকেয়া রয়েছে। এ কারণে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এদিকে সড়ক অবরোধ ছেড়ে দিলেও এর প্রভাব পড়েছে মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় সব সড়কে। এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

পুলিশ বলছে, গাড়ির চাপ ধীরে ধীরে স্বাভাবিক হলে সড়কে যানজট থাকবে না।

এ বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক বলেন, নেপারেল গার্মেন্টস লিমিটেড নামের একটি কারখানা বন্ধের প্রতিবাদ করেন শ্রমিকরা। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে আনা হয়েছে। এখন সড়ক স্বাভাবিক রয়েছে। যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।

তিনি বলেন, আমরা গার্মেন্টসটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা শ্রমিকদের সঙ্গে সমঝোতার জন্য আসবে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বনানী সড়ক অবরোধের কারণে মহাখালী থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে যারা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়েছেন তাদের ভোগান্তি আরও বেশি।



বনানী   সড়ক   ছাড়লেন   শ্রমিকরা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

আজ থেকে ট্রেনে বাড়তি ভাড়া

প্রকাশ: ১২:৫৮ পিএম, ০৪ মে, ২০২৪


Thumbnail

আজ থেকে ট্রেনের ভাড়া বাড়ছে। এছাড়া বাড়ছে কনটেইনার পরিবহণ ভাড়াও। রেলওয়ে অপারেশন দপ্তর সূত্র জানিয়েছে, শনিবার থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ট্রেনে ভ্রমণের জন্য আসন কিনতে হবে রেয়াত সুবিধা ছাড়াই।

২৪ এপ্রিল থেকে শনিবারের আসন বিক্রি শুরু হয়। কারণ ট্রেন ভ্রমণের ১০ দিন আগে অগ্রিম আসন বিক্রি করে থাকে বাংলাদেশ রেলওয়ে।

অতীতের নিয়ম অনুযায়ী, ১০১ থেকে ২৫০ কিলোমিটার ভ্রমণে ২০ শতাংশ, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার ভ্রমণে ২৫ শতাংশ এবং এর বেশি দূরত্বের জন্য ৩০ শতাংশ ছাড় পেতেন রেলের যাত্রীরা। সেই বিধান উঠে যাওয়ায় বর্তমানে গন্তব্যভেদে ২০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে। এসি চেয়ারের দাম সর্বোচ্চ ৩০০ এবং কেবিনের ভাড়া বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত।

রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানিয়েছেন, রেলের লোকসান কমাতে রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। অন্যথায় রেলসেবার মান উন্নয়ন করা সম্ভব নয়। রেয়াতি সুবিধা দেওয়ার ফলে বিপুল পরিমাণ রাজস্ব হারাতে হচ্ছে। এ সুবিধা প্রত্যাহারের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। এর প্রভাব সব যাত্রীর ওপর পড়বে না। ১০০ কিলোমিটারের বেশি যারা ভ্রমণ করবে তারা অতিরিক্ত টাকা দিয়ে টিকিট কাটতে হবে। রেয়াতি সুবিধা বাতিলের কারণে বছরে প্রায় ৩০০ কোটি টাকা আয় হবে রেলের।


ট্রেন   ভাড়া   বাড়তি  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ, ২ ছাত্রদল নেতাকে শোকজ

প্রকাশ: ১২:২৬ পিএম, ০৪ মে, ২০২৪


Thumbnail

নওগাঁর পত্নীতলায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঘোড়া মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরীর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় ছাত্রদলের দুই নেতাকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) নওগাঁ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ফরহাদ হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

 

আরও পড়ুন: থানায় ঢুকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপর হামলা, চেয়ারম্যান প্রার্থীকে শোকজ


শোকজ দুই ছাত্রদলের নেতা হলেন, নজিপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন সৌরভ ও নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবু হোরাইরা বিল্লা।

 

নোটিশে উল্লেখ করা হয়, ‘পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে আপনি একটি প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করেছেন। দল যেখানে নির্বাচন থেকে দূরে আছে যা দলীয় শৃঙ্খলা। এমন অবস্থায় আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় কেন সাংগঠনিক চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে না চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সরাসরি উপস্থিত হয়ে নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট লিখিত জবাব প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হইল ৷ অন্যথায় আপনার বিরুদ্ধে সাংগঠনিক চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


শোকজের বিষয়ে জানতে ছাত্রদল নেতা বিল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সবাই জানে যে মন্টু চৌধুরীর সাথে বেশি চলাফেরা। ওনার সাথে থাকি, একটু ঘোরাঘুরি করছি, সেজন্য জেলা থেকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

এ বিষয়ে নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা বলেন, ‘নজিপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন সৌরভকে আমরা ভিডিওতে প্রচারণায় দেখতে পাই। এই জন্য আমরা তাকে বহিষ্কার করবো এবং নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবু হোরাইরা বিল্লা ফোন করে পরবর্তীতে এমন ভুল হবেনা জানিয়ে আমাদের কাছে ক্ষমা চেয়েছে ।’


উপজেলা নির্বাচন   প্রচারণা   ছাত্রদল   শোকজ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বকেয়া বেতনের দাবিতে বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশ: ১১:৩৫ এএম, ০৪ মে, ২০২৪


Thumbnail

কারখানা বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টা থেকে কারখানা বন্ধের প্রতিবাদে তারা বিক্ষোভ করছেন।

এ ঘটনায় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে যারা এয়ারপোর্টের উদ্দেশে বের হয়েছেন তাদের ভোগান্তির শেষ নেই।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, নেপারেল গার্মেন্টস লিমিটেড নামের একটি কারখানা বন্ধের প্রতিবাদ করছেন শ্রমিকরা। তারা সকাল সাড়ে ৮টা থেকে সড়ক অবরোধ করেন। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি বলেন, আমরা গার্মেন্টসটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ঘটনাস্থলে এলে শ্রমিকদের সঙ্গে আলোচনা করবেন। সড়ক স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।


বকেয়া বেতন   দাবি   পোশাক   শ্রমিক   সড়ক   অবরোধ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

থানায় ঢুকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপর হামলা, চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

প্রকাশ: ১০:১৬ এএম, ০৪ মে, ২০২৪


Thumbnail

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের প্রভাব বিস্তার ও থানায় ঢুকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের উপর হামলার অভিযোগে অপর প্রার্থী আমিনুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রিটার্নিং কর্মকর্তা।

 

শুক্রবার (৩ মে) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম এই নোটিশ দেন। নোটিশে আগামী দুই দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।


আরও পড়ুন: উপজেলায় বেপরোয়া মন্ত্রী-এমপিরা 

 

নোটিশে উল্লেখ করা হয়, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা অনুযায়ী, নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে যে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনে অংশগ্রহণকারী কোন রাজনৈতিক দল কিংবা উহার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোন ব্যক্তির সমান অধিকার থাকিবে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনপূর্ব সময়ে নির্বাচনি এলাকায় প্রচারণায় বা নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করিতে পারিবেন না” এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহার পক্ষে অর্থ, অস্ত্র ও পেশী শক্তি কিংবা স্থানীয় ক্ষমতা দ্বারা নির্বাচন প্রভাবিত করা যাইবে না। 


আরও পড়ুন: এসিতে সব সময় থাকলে যে সমস্যা গুলো দেখা দিতে পারে

 

কিন্তু আমিনুল ইসলাম সরকারের পক্ষে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য প্রভাব বিস্তার করছেন মর্মে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়াও গত ১ মে আমিনুল ইসলাম বেলকুচি থানার ভিতরে ঢুকে অপর চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ বদিউজ্জামান ফকিররের উপর আক্রমণ করেন। এ বিষয়ে বদিউজ্জামান ফকির লিখিত অভিযোগ দিয়েছেন। এসব কর্মকান্ড উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ৩, বিধি ২২ এর (১) এবং বিধি ৩১ এর পরিপন্থী। এমতাবস্থায়, আচরণ বিধি লঙ্ঘনের কারণে কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না তা ২ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দাখিল করার জন্য বলা হলো।


আরও পড়ুন: আদর্শবানরা ক্ষমতায় বিনয়ী হন, অযোগ্যরা বদলে যায়

 

রিটার্নিং কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম কারণ দর্শানোর নোটিশ প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।


উপজেলা নির্বাচন   চেয়ারম্যান প্রার্থী   নির্বাচনী আচরণবিধি   শোকজ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন