ইনসাইড বাংলাদেশ

যে আসনের তিন প্রার্থীই নারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:২৪ পিএম, ২৮ নভেম্বর, ২০১৮


Thumbnail

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনে তিন দল থেকে নির্বাচনে লড়বেন তিনজন নারী প্রার্থী। তিন নারী প্রার্থী আওয়ামী লীগ, বিএনপি এবং বাম গণতান্ত্রিক জোট থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এ নিয়ে এলাকায় সকলের মাঝে তুমুল আলোচনা আর জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।     

এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য রেবেকা মমিন। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী এবং বাম গণতান্ত্রিক জোট থেকে মনোনয়ন পেয়েছেন সিপিবি নেতা এবং গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার।   

ইতিমধ্যে আওয়ামী লীগ থেকে নৌকার প্রার্থী হিসেবে চিঠি পেয়েছেন রেবেকা মমিন। জেলা সদরের এই আসনের এমপি থাকা অবস্থায় মারা যায় আবদুল মমিন। এরপর ২০০৮ সালের নির্বাচনে তার স্ত্রী রেবেকা মমিনকে মনোনয়ন দেয়া হয় এবং তিনি জয়ী হোন। এরপর ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার এমপি নির্বাচিত হন রেবেকা মমিন।

অন্যদিকে গত সোমবার বিকেলে বিএনপির হাইকমান্ড থেকে মনোনয়ন পাওয়ার বিষয়টি বাবরপত্নী তাহমিনা জামান শ্রাবনীকে জানানো হয়েছে। তবে চিঠি হাতে না পাওয়ায় এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।   

সিপিবি নেত্রী জলি তালুকদার হাওরবাসীর জীবন মান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এরই ফলশ্রুতিতে তাকে বাম গণতান্ত্রিক জোট থেকে মনোনয়ন দেয়া হয়েছে। হাওরের সন্তান হিসেবে তিনি অবহেলিত জনপদের ইজারাপ্রথা বাতিলের দাবিতে দীর্ঘদিন থেকে স্থানীয়দের সঙ্গে নিয়ে আন্দোলন করছেন।

বাংলা ইনসাইডার/আরকে   



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

সিরাজগঞ্জে হাত-পা বাধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৪:১০ পিএম, ০৭ মে, ২০২৪


Thumbnail

সিরাজগঞ্জের সলঙ্গায় হাত-পা বাধা অবস্থায় অরুনা খাতুন (৩৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ মে) রাতে থানার ভরমোহনী গ্রামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার কর হয়। 

 

নিহত অরুনা ভরমোহনী গ্রামের আলাউদ্দিনের তালাকপ্রাপ্ত স্ত্রী। তার বাবার বাড়িও একই গ্রামে। তিনি মৃত গোলবার হোসেনের মেয়ে। তালাকের পর থেকে বাবার বাড়িতেই থাকতেন তিনি। 

 

সলঙ্গা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক নাজমা খাতুন বলেন, ৮ বছর আগে স্বামীর সঙ্গে অরুনার বিচ্ছেদ হয়। ঘটনার রাতে সাবেক স্বামী আলাউদ্দিন আবারও বিয়ে করার কথা বলে কল করে অরুনাকে ভরমোহনী গ্রামের মাঠে ডেকে নেন। পুলিশের ধারণা, আলাউদ্দিন নিজে অথবা তার লোকজন দিয়ে অরুনাকে হত্যার পর ধানক্ষেতে মরদেহ ফেলে রাখে। 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, পুলিশ অরুনার বাবার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে প্রকৃত খুনি শনাক্তের প্রচেষ্টা করছে। সাবেক স্বামী আলাউদ্দিন পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


মৃতদেহ উদ্ধার   নারীর   স্বামী পলাতক  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

জয়পুরহাটে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড

প্রকাশ: ০৩:৪৭ পিএম, ০৭ মে, ২০২৪


Thumbnail

জয়পুরহাটে ভ্যান চালক আবু সালাম হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মঙ্গলবার (৭ মে) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। 

দন্ড প্রাপ্তরা হলো, জেলার কালাই পৌরসভার আওড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে হারুন অর রশিদ ওরফে হারুন, মোসলেম উদ্দিনের ছেলে মোস্তাক আহমেদ ও জসিম উদ্দিনের ছেলে হাফিজার রহমান। এদের মধ্যে হারুন অর রশিদ পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চত করেছেন পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মন্ডল।

মামলা সূত্রে জানা য়ায়, জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ এলাকার ভ্যানচালক আবু সালামকে আসামীরা শ্বাসরোধে হত্যা করে কালাই পৌরসভার আওড়া এলাকার একটি পুরাতন কবরে লাশ লুকিয়ে রেখে ভ্যান ছিনতাই করে নিয়ে যায়। ২০০৫ সালের ১৩ জানুয়ারি দুপুরে স্থানীয়রা ওই কবরে জীবজন্তু খাওয়া অবস্থায় তার লাশের পা দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় কালাই থানার তৎকালীন পরিদর্শক মির্জা শাহাজাহান আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।


হত্যা কান্ড   ভ্যান চালক   মৃত্যুদন্ড  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বুধবার হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ০২:১৭ পিএম, ০৭ মে, ২০২৪


Thumbnail হজ কার্যক্রম উদ্বোধন। ফাইল ছবি।

আগামীকাল বুধবার (৮ মে) চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টায় রাজধানীর আশকোনায় হজক্যাম্পে আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।

মঙ্গলবার (৭ মে) হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্যরা থাকবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হজ কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এছাড়াও প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের হজে বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালন করবেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর বৃহস্পতিবার (৯ মে) থেকে হজ ফ্লাইট শুরু হবে।

এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে যানা গেছে, হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি গ্রহণ ও হজ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম চলছে।

হজ কার্যক্রম   প্রধানমন্ত্রী শেখ হাসিনা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ডেঙ্গু জ্বরে মা মারা গেছে, আর যেন কেউ না যায়: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ০২:০১ পিএম, ০৭ মে, ২০২৪


Thumbnail

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আমার মা মারা গেছেন। আর যেন কোনো মা, সন্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা না যায়, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। 

মঙ্গলবার (৭ মে) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডেঙ্গু মোকাবেলায় পূর্বপ্রস্তুতি বিষয়ে আলোচনার সময় এ কথা বলেন তিনি।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু হাসপাতাল প্রস্তুত রেখে দায়িত্ব পালন করলেই হবে না। ডেঙ্গুতে যাতে মানুষ আক্রান্ত না হয়, সবাই মিলে সেই চেষ্টা করতে হবে। সরকার ডেঙ্গু চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা অনেক আলোচনা করেছি। আমি নির্দেশনা দিয়েছি যাতে ডেঙ্গুকালীন কোনোভাবেই স্যালাইন সংকট দেখা না দেয় এবং স্যালাইনের দামও না বাড়ে। এছাড়া হাসপাতালগুলোকে খালি রাখার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছি। যাতে করে পরে সার্জারি বা ভর্তি না করিয়ে চিকিৎসা দেয়া যায়, এমন যারা আছে তাদের হাসপাতালে ভর্তি না করে যাদের প্রয়োজন তাদের ভর্তি করা হয়।

তিনি বলেন, সব রোগের ক্ষেত্রেই সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যাতে রোগটি কারো হওয়ার আগেই প্রতিরোধ করা যায়। যাতে মানুষের ডেঙ্গু না হয় সেই ব্যবস্থা নিতে হবে। মশা নির্মূলে সবাই একসঙ্গে কাজ করবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশন এবং যে ঘরে মানুষ থাকে সেখানকার সবাইকেই সচেতন থাকতে হবে।

এছাড়াও, আমাদের ফগিং বিষয়ে কিছু ভুল ধারণা আছে। এ বিষয়ে আলোচনা করবো। এ বিষয়ে সিটি করপোরেশনের সঙ্গেও ওপেনলি আলোচনা করবো। 


স্বাস্থ্যমন্ত্রী   ডেঙ্গু জ্বর   রাজধানী  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ভিসা অনিশ্চয়তায় বেশিরভাগ হজযাত্রী, বাড়ছে আবেদনের সময়

প্রকাশ: ০১:৫১ পিএম, ০৭ মে, ২০২৪


Thumbnail

আগামীকাল বুধবার (৭ মে) হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রধানমন্ত্রীর হজ কার্যক্রম উদ্বোধনের এক দিন পর থেকেই শুরু হবে হজ ফ্লাইট। যার জন্য আজ মঙ্গলবার (৭ মে) ভিসা আবেদনের শেষ দিন। তবে এরই মধ্যে দেখা দিয়েছে এক সংকট। আর সেটা হচ্ছে এখনও বেশিরভাগ হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়নি।

সেজন্য বিপর্যয় এড়াতে ভিসা আবেদনের সময় বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে, সময় আরও বাড়ছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের হজে বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালন করবেন। ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। কিন্তু এখন পর্যন্ত মাত্র ৩৫ হাজারের মতো হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, ‘ভিসা আবেদনের সময় বাড়বে। আমাদের টেনশন আছে। আমরা কাজ করছি।’

এর আগে গত ৪ মে হজ এজেন্সিগুলোকে ভিসা আবেদনের তাগাদা দিয়ে চিঠি পাঠিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। সেখানে বলেছিল, হজ ভিসা সম্পন্নকরণের প্রথম পর্বের মেয়াদ (২৯ এপ্রিল) শেষ হওয়ার পর আগামী ৭ মে পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। বেসরকারি মাধ্যমে এ বছর ৮০ হাজার ৬৯৫ জন হজযাত্রী ২৫৯টি এজেন্সি/লিড এজেন্সির মাধ্যমে পবিত্র হজ পালন করবেন। তবে অধিকাংশ এজেন্সি (২০৪টি) এখন পর্যন্ত হজযাত্রীর জন্য ভিসা প্রসেস শুরুই করেনি; যা হজযাত্রীদের হজে গমনে আশঙ্কার সৃষ্টি করেছে।

তাই নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করতে ওই চিঠিতে এজেন্সিগুলোতে নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।

ভিসা আবেদনে কেন বিলম্ব হচ্ছে- জানতে চাইলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মহাসচিব ফারুক আহমদ সরদার বলেন, ‘এবার হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন নিয়ম করেছে সৌদি আরব। তাই সবকিছু বুঝে কাজ করতে একটু সময় লাগছে।’

তিনি আরও বলেন, ‘কাজ এখন দ্রুত হচ্ছে। অল্প সময়ের মধ্যে ভিসা হয়ে যাবে। আর সময়ও তো তারা বাড়াবে। তাই আশা করি সমস্যা হবে না।’

এর আগে জেদ্দার বাংলাদেশ হজ অফিস থেকে এ বিষয়ে আশঙ্কার কথা জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে বলা হয়, এ বছর হজ পরিচালনাকারী এজেন্সির সৌদি আরব পর্বের খরচ বাবদ পাঠানো পুরো অর্থ এরই মধ্যে তাদের স্ব-স্ব আইবিএএন-এ পাঠানো নিশ্চিত করা হয়েছে। হজ ভিসা প্রক্রিয়াকরণের প্রথম পর্বের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ৭ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ৩০ এপ্রিল থেকে প্রায় ৪৮ ঘণ্টা সময়ব্যাপী ই-হজ সিস্টেমে বাড়িভাড়া চুক্তি সম্পাদন বন্ধ করে রাখা হয়েছিল। মুচলেকা দেওয়ার পর বিভিন্ন দেশের বাড়িভাড়া চুক্তির জন্য ই-হজ সিস্টেম খুলে দেওয়া হয়েছে। এতে প্রতীয়মান হয় যে, ৭ মে পরবর্তী সময়ে তাৎক্ষণিকভাবে ভিসা প্রক্রিয়াকরণ বন্ধ করে দেওয়া হতে পারে। তাই ৭ মের মধ্যে ভিসা প্রক্রিয়াকরণ শেষ করা প্রয়োজন।

ভিসা প্রক্রিয়াকরণের অন্যতম বাধ্যতামূলক ক্ষেত্র হচ্ছে মক্কা/মদিনায় বাড়িভাড়া চুক্তি সম্পাদন। বাড়িভাড়ার চুক্তি সম্পাদন সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনায় দেখা যায়, প্রায় অর্ধেকের বেশি সংখ্যক হজযাত্রীর জন্য অদ্যাবধি মক্কা/মদিনার বাড়িভাড়া সম্পন্ন হয়নি, যা অত্যন্ত হতাশাব্যঞ্জক। বাড়িভাড়া ই-হজ চুক্তি ছাড়া ভিসা প্রক্রিয়াকরণ সম্ভব নয়। তাই এজেন্সিগুলোর দ্রুততর সময়ের মধ্যে বাড়িভাড়া চুক্তি সম্পাদন ও ভিসা নিশ্চিতে ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয় ওই চিঠিতে।


হজ   ভিসা   হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ   ধর্মবিষয়ক মন্ত্রণালয়  


মন্তব্য করুন


বিজ্ঞাপন