ইনসাইড বাংলাদেশ

সামাজিক সঙ্কটের ৪ মাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০০ এএম, ০৭ জুলাই, ২০২০


Thumbnail

প্রাণঘাতী করোনা সংকটের চার মাস পূর্ণ হল। কিন্তু বিশেষজ্ঞদের দেওয়া নানা পূর্বাভাসের পরও এখনো বাংলাদেশে করোনা পিক টাইমে। করোনাকালে অনেকেই অনেক রকম ক্ষতির কথা বলছেন। সকলেই যেন এক আর্থিক খতিতে মগ্ন। অন্য কোন ক্ষতির দিকে যেন কেউ তাকাতেই নারাজ। আর এভাবে সকলের অগোচরে করোনাকালে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়ে গেল সামাজিক ক্ষেত্রে। আর্থ-সামাজিক ক্ষেত্রে যে করোনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এটা যে কেউ বিতর্ক ছাড়া মেনে নিবে।

মানুষকে স্বার্থপর করে তুলছে এ করোনা। মানুষ মানুষের পাশে না থেকে মৃত্যুভয়ে অমানবিক আচরণ করছে। মাকে জঙ্গলে ফেলে যাওয়া, বাসা থেকে বের করে দেয়া। কোনো কোনো হাসপাতাল রোগীর চিকিৎসা দিতে রাজি হচ্ছে না। বাড়ছে সামাজিক সংকট। দীর্ঘদিন লকডাউনে বেড়েছে দাম্পত্য কলহ ও পারিবারিক অশান্তি। এমনকি অভাবের তাড়নায় চট্টগ্রামের পটিয়ায় বাবা তার দুই সন্তানকে গলাটিপে হত্যা করে নিজেই আত্মহত্যার চেষ্টা করার মত মর্মান্তিক ঘটনা ঘটেছে। যা করোনাকালে সম্ভবত প্রথম ঘটনা। আমাদের দেশের মানুষ ঘরে আবদ্ধ থাকতে অভ্যস্ত নয়। দীর্ঘ সময় ধরে আটকা থাকায় স্নায়ু চাপ বাড়ছে ফলে তুচ্ছ ঘটনায় সহিংসতা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমনে একদিকে মানসিক যন্ত্রণা অন্যদিকে কাজ না থাকায় অর্থনৈতিক স্থবিরতা মানুষের জীবনে বিশাল প্রভাব পড়ছে। আইএলও বলছে, করোনা ভাইরাসের কারণে ১৬০ কোটি মানুষ জীবিকার ঝুঁকিতে পড়তে পারে। আর বাংলাদেশ আছে উচ্চ ঝুঁকিতে। বেকারদের সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়বে সামাজিক সংকট। কেননা ক্ষুধার্ত মানুষ হয়ে উঠবে অপরাধপ্রবণ। হানাহানি বাড়বে। অস্থিরতা তৈরী হবে।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ সহিংস হচ্ছে। এরপরও আমরা বলতে চাই, মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে। পৃথিবীতে যুগে যুগে এমন মহামারি দেখা গেছে। সামনের দিনগুলোতেও যে আসবে না তা নয়। এখন উচিত আমাদের এই মহামারি থেকে শিক্ষা নেয়া। মানুষ নিজেদের শক্তির দম্ভে এতটাই বিভোর ছিল যে, প্রকৃতি বলে কিছু আছে ভুলতে বসেছিল। করোনা দেখিয়ে দিল মানুষের সীমাবদ্ধতা। এখন সময় এসেছে অন্তত আমাদের মত দেশে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষার প্রতি নজর দেয়া। এ কাজগুলো সরকারকেই করতে হবে। প্রতিটি মানুষের জীবন-জীবিকা নিশ্চিত করার দায় সরকারের উপরই বর্তায়।

শহর ছেড়ে প্রায় ৫০ হাজার পরিবার গ্রামে চলে গেছে।  মধ্যবিত্ত গ্রাম থেকে ঢাকায় আসে। ঢাকায় এসে রোজগার করে মধ্যবিত্ত হয়। এদের ছেলেমেয়েরা ভালো লেখাপড়া করে। এখন সব স্বপ্ন ভঙ্গ করে গ্রামে ফিরতে হচ্ছে। মধ্যবিত্তের গ্রামে যাত্রা! রীতিমতো দুর্ভাবনার বিষয়। যেই মধ্যবিত্ত ঢাকার প্রাণ, যেই মধ্যবিত্ত অর্থনীতির প্রাণ, তারা ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছে। প্রথমদিকে খবর ছিলো, শ্রমিক শ্রেণির লোকেরা, গার্মেন্টসের কর্মচারীরা গ্রামে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, এমন মধ্যবিত্ত ঢাকা ছাড়ছেন যিনি ১৫ হাজার টাকায় ঢাকাতে এক বাড়িতে ভাড়া থাকতেন। সঞ্চয় ফুরিয়ে যাচ্ছে। অনেকেই কর্মচ্যুত হচ্ছেন। অনেকের কোনো কাজ নেই। তাই ফিরে যাচ্ছে গ্রামে। বহু ভালো ভালো পরিবার গ্রামে চলে যাচ্ছে। কিছুদিন আগে খবর পেলাম এক অবসরপ্রাপ্ত বেসরকারি চাকরিজীবী মার্চ থেকে জুন পর্যন্ত বিনা কাজে রেখে শেষ পর্যন্ত তার ড্রাইভারকে বিদায় দিয়েছেন অতি কষ্টে। দেখা যাচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্ত হচ্ছে। ভোগ কমাচ্ছে। শিশুদের জন্য গরুর দুধ রাখত তা বন্ধ করেছে। দুই কেজি চিনির বদলে এক কেজি চিনি খাচ্ছে। সব খরচে মিতব্যয়ী হচ্ছে। এটা নতুন ঘটনা নয়। অর্থনৈতিক সকল সংকটে মধ্যবিত্তরা তা-ই করে। তবে কখনো সে ঢাকা ছাড়েনি। এবার ছাড়ছে। পরিষ্কার দেখা যাচ্ছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত হচ্ছে। নিম্নবিত্ত দরিদ্র হচ্ছে। দরিদ্র হচ্ছে অতিদরিদ্র, আর অতিদরিদ্র আশ্রয় নিচ্ছে পথে-প্রান্তরে। এই যে শহর ছেড়ে গ্রামে চলে যাওয়া, একটা গভীর সামাজিক সঙ্কট অপেক্ষা করছে। 



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

যমজ বোনকে হাতুড়িপেটা করল চাটমোহর পৌর ছাত্রলীগ সভাপতি

প্রকাশ: ০৮:৪৪ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে যমজ দুই বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামিন পায়েল।

শনিবার (১৮ মে) বেলা ১২টার দিকে উপজেলার উথুলি খামারপাড়া গ্রামে ঘটনা ঘটে। আহত যমজ দুই বোন হলেন মিম (২০) লাম (২০) ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত দুই মেয়ের বাবা রেজাউল করিম রিজু।

লিখিত অভিযোগে জানা গেছে, ঘটনার সময় বাড়ির পাশে কদম গাছের ডাল কাটছিলেন ছাত্রলীগ নেতা পায়েল। সময় প্রতিবেশী রেজাউল করিমের মেয়ে লাম তাকে অনুরোধ করেন গাছ কাটার সময় তাদের কলা গাছ যেন নষ্ট না হয়। নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগ নেতা পায়েল হাতুড়ি দিয়ে লামকে পিটিয়ে গুরুতর আহত করে। সময় তার যমজ বোন মিম এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে পায়েল তার বাবা-মা মিলে লাঠি দিয়ে যমজ দুই বোনকে বেধরক মারধর করে। সময় তাদের চিৎকার শুনে পরিবারের লোকজন এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযুক্ত চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামিন পায়েল বলেন, আমার মায়ের সঙ্গে ওরা দুই বোন মারামারি করেছে। আমি সেখানে ঠেকাতে গিয়েছিলাম।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


যমজ   বোন   হাতুড়িপেটা   চাটমোহর   ছাত্রলীগ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ঢাকার সংসদ ভবন এলাকায় এক শিক্ষার্থী খুন

প্রকাশ: ০৮:২৫ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

রাস্তা পার হওয়া নিয়ে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষের  জেরে ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত মেহেদী হাসান (১৮) সদ্য এসএসসি পাশ করেছেন।

জানা যায়, মামার সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের শোভাযাত্রায় এসেছিলেন। যাত্রা শেষ করে ফেরার পথে মিছিলে কথা কাটাকাটি হয় অন্য এক গ্রুপের সঙ্গে। কথা কাটাকাটির জেরে সবার সামনেই সুইচ গিয়ার চাকু চালায় অপর পক্ষ। সেই চাকুর আঘাতে প্রাণ হারায় মেহেদী।

শনিবার (১৮ মে) সন্ধ্যার দিকে রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় সংসদ ভবনের সামনের সড়কে এই ঘটনা ঘটে। নিহত মেহেদী ছোলমাইদ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছেন। এদিকে নিহতের মামা চয়ন  ভাগ্নে হত্যার বিচার চেয়েছেন।

শেরে বাংলা নগর থানার ওসি আব্দুল আহাদ বলেন, ঘটনা শুনেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


স্বেচ্ছাসেবক   লীগ   শিক্ষার্থী  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বুলেট থাকতে ব্যালটে কেউ হাত দিতে পারবে না: ফরিদপুর জেলা প্রশাসক

প্রকাশ: ১০:৪৫ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেছেন, ‘একটি ব্যালটের বিপরীতে একটি বুলেট ব্যবহার করা হবে। বুলেট থাকতে ব্যালটে কেউ হাত দিতে পারবে না।’

তিনি বলেন, ‘কেউ ভোট কাটতে একটা ব্যালটে হাত দিতে চাইলে তার জন্য একটি বুলেট খরচ করা হবে। তাই যারা এই পরিকল্পনায় আছে তারা ভুলে যান, এবার অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না।’

শনিবার (১৮ মে) দুপুরে সদরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপ উপলক্ষে প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক।

উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোর্শেদ আলম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মদ, সদরপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।


জেলা প্রশাসক   কামরুল আহসান তালুকদার  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা

প্রকাশ: ১০:০৩ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

কাঁচা মরিচের দাম আরও বেড়েছে। গত ১০ দিনের ব্যবধানে এই পণ্যের দাম দ্বিগুণ হয়ে প্রতি কেজি ২০০ টাকা ছাড়িয়েছে। কোথাও কোথাও আরও বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

ব্যবসায়ীরা বলছেন, বছরের এই সময়ে বাজারে কাঁচা মরিচের সরবরাহে কিছুটা ঘাটতি থাকে। ফলে আমদানি করে মরিচের প্রয়োজন মেটাতে হয়। তবে এবার দাম বাড়তে থাকলেও সরকারের পক্ষ থেকে দাম নিয়ন্ত্রণে এখনো কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

এবার কাঁচা মরিচের দাম বাড়ছে ঈদুল আজহার মাসখানেক আগে থেকেই। গত বছর কোরবানির সময়ে ঢাকায় কাঁচা মরিচের কেজি ৭০০ টাকা পর্যন্ত উঠেছিল। তখন দাম নিয়ন্ত্রণে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছিল।

গত পাঁচ বছরের বাজারের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, বছরের এই সময়ে উৎপাদন কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম কিছুটা বাড়ে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে বৃষ্টিসহিষ্ণু মরিচের জাত কম। ফলে বৃষ্টি বেশি হলে কাঁচা মরিচের উৎপাদন কমে যায়। তখন আমদানি করে কাঁচা মরিচের চাহিদা মেটানো হয়। সাধারণত ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হয়। তবে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকেও কিছু কাঁচা মরিচ আসে। মিয়ানমারে চলমান যুদ্ধের কারণে কাঁচা মরিচ আমদানিতে ভারতের ওপর নির্ভর করতে হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গনিরোধ শাখা সূত্রে জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত কাঁচা মরিচ আমদানির অনুমতি (আইপি) দেওয়া হয়নি। তবে বাজারে কাঁচা মরিচের দাম ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির দায়িত্বশীল কর্মকর্তারা।


কাঁচা   মরিচ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

জুজুৎসুর নিউটন ভয়ংকর যৌন নিপীড়ক: র‍্যাব

প্রকাশ: ০৯:৫৫ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

নারী ক্রীড়াবিদদের ধর্ষণ ও শারীরিক নিপীড়ন। অপ্রাপ্তবয়স্ক ক্রীড়াবিদদের সঙ্গে অনৈতিক কার্যকলাপের কারণে গর্ভবতী হলে তাদের গর্ভপাত করানোর মতো ভয়ংকর কাজও করেছেন তিনি। নারী ক্রীড়াবিদকে ধর্ষণের ঘটনায় করা মামলায় প্রধান আসামি বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম নিউটনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জেনেছে র‍্যাব।

তার অনৈতিক এ কাজে আরেক নারী সহযোগী ক্রীড়াবিদকেও গ্রেপ্তার করা হয়েছে। মামলায় দ্বিতীয় আসামি ওই নারী ক্রীড়াবিদকে ইতোমধ্যে রাজধানীর শেরে বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

র‍্যাব কমান্ডার আরাফাত ইসলাম জানান, ১৮ মে রাজধানীর শাহ আলী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম নিউটন ও তার সহযোগী একজন নারীকে গ্রেপ্তার করা হয়। জুজুৎসু এসোসিয়েশনের একজন নারী ক্রীড়াবিদদের করা নারী শিশু নির্যাতন দমন ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের গ্রেপ্তার করে র‍্যাব।

সংবাদ সম্মেলনে  র‍্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছেন। রফিকুল ইসলাম নিউটন জুজুৎসু (জাপানি মার্শাল আর্ট) খেলার প্রশিক্ষক। অ্যাসোসিয়েশনের অধিকাংশ প্রশিক্ষণার্থী নারী। যেখানে অভিভাবক হিসেবে কোমলমতি মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু তিনি কোমলমতি মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে তার হীন চরিত্র চরিতার্থ করার প্রয়াস চালান।

কমান্ডার আরাফাত ইসলাম বলেন, রফিকুল ইসলাম নিউটন অ্যাসোসিয়েশনের অপ্রাপ্তবয়স্ক নারী ক্রীড়াবিদদের সঙ্গে অনৈতিক কার্যকলাপের কারণে কেউ গর্ভবতী হলে তাদের গর্ভপাত করাতেন। এছাড়া অনুশীলনের আগে মেয়েদের পোশাক পরিবর্তনের কক্ষে প্রবেশ করে তাদের জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ ও নগ্ন ছবি তুলে রাখতেন তিনি। পরে ধারণ করা নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল‍্যাকমেইল করে বারবার ধর্ষণ করতেন।


জুজুৎসু   নিউটন   র‍্যাব  


মন্তব্য করুন


বিজ্ঞাপন