ইনসাইড বাংলাদেশ

যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন না শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০২ পিএম, ০৪ ডিসেম্বর, ২০২০


Thumbnail

বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে সহজ বোধগম্য রাজনীতিবিদ সম্ভবত প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। যে কোন বিষয়ে তিনি স্পষ্টভাবে কথা বলেন এবং কোন বিষয়ে তিনি রাখঢাক করেন না। প্রধানমন্ত্রী যেমন অকপটে বলেন যে ২০০১ সালের নির্বাচনে তারেক জিয়াকে ‘র’ সহযোগিতা করেছিল তেমনি ঠিক অকপটেই তিনি বাংলাদেশের রাজনীতিতে যত ক্ষতগুলোর কথা উচ্চারণ করেন। তার মত স্পষ্টবাদী, কোন সত্যকে রাখঢাক না রেখেই প্রকাশ করার মত রাজনীতিবিদের সংখ্যা শুধু বাংলাদেশেই নয় বিশ্বেও অনেক কম।


সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এখন অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছেন না। প্রতিদিন তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। অনেক গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণ বিষয় নিয়ে বক্তব্য রাখছেন। দিক নির্দেশনা দিচ্ছেন কিন্তু কতগুলো বিষয় তিনি সযত্নে এড়িয়ে যাচ্ছেন। এটি তার রাজনৈতিক দূরদর্শিতা ও পরিপক্কতার প্রমান বলে মনে করছেন রাজনীতিবিদরা। এই বিষয়গুলোতে তিনি সব বিতর্কের ঊর্ধ্বে থেকে নিজেকে সকলের প্রধানমন্ত্রী এবং জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে প্রমাণ করছেন। 


যে বিষয়গুলো প্রধানমন্ত্রী তার প্রাত্যহিক বক্তব্যে এড়িয়ে যাচ্ছেন তার মধ্যে রয়েছে প্রথম একটি হচ্ছে ভাস্কর্যে ইস্যু। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এখন উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি। এ বিষয়ে আওয়ামী লীগ তার অবস্থান সুস্পষ্ট করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাস্কর্য বিরোধিতাকারীদের ধর্মান্ধ মৌলবাদী বলে তাদের সমালোচনা করেছেন। আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রত্যয় ঘোষণা করেছেন। কিন্তু এ নিয়ে প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত কোনো বক্তব্য রাখেননি। প্রধানমন্ত্রীর অবস্থান এখানে সুস্পষ্ট। তিনি এখনই বক্তব্য না রেখে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তিনি সব বিতর্কের ঊর্ধ্বে এটিই তিনি প্রমাণ।

দ্বিতীয়, ধর্মীয় উন্মাদনা: বাংলাদেশের রাজনীতিতে নতুন করে ধর্মীয় উন্মাদনা দেখা দিয়েছে। ফ্রান্সের ইস্যু নিয়ে মৌলবাদীরা কিছুদিন উস্কানি দিল। এরপর সাকিব আল হাসানকে নিয়েও মৌলবাদীদের উস্কানি দৃশ্যমান হয়েছে এবং সাম্প্রতিক সময়ে মৌলবাদীরা আবার বিভিন্ন ইস্যুতে উস্কানিমূলক বক্তব্য রাখছেন। কিন্তু এসব উস্কানির বিতর্ক থেকে সযত্নে নিজেকে দূরে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব নিয়ে তিনি এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। 


তৃতীয়, বাংলাদেশ-ভারত ইস্যু: বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে নানা রকম অস্বস্তিও টানা পোড়নের কথা শোনা যায়। বিশেষ করে ভারতের সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিরোধী প্রচার প্রোপাগান্ডা লক্ষ্য করা যাচ্ছে। এটি শুরু হয়েছে যখন আইএমএ পূর্বাভাস করেছে আগামী বছর বাংলাদেশের মাথাপিছু গড় আয় ভারতকে ছাড়িয়ে যাবে। এরপর ভারতের গণমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের সমালোচনায় মুখর। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমালোচনা বিতর্কে নিজেকে জড়াচ্ছেন না। সযত্নে নিজেকে দূরে রেখেছেন।


চতুর্থ, খালেদা ও তারেক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হলো বিএনপি। বিএনপির প্রধান দুই নেতা হল বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া। কিন্তু প্রধানমন্ত্রী গত কয়েক মাসে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া সম্পর্কে কোনো বক্তব্য, মন্তব্য বা সমালোচনা করেননি। খালেদা জিয়াকে প্যারোল দিয়েছেন তিনি নিজেই। এর মধ্যে তিনি রাজনৈতিক উদারতার নজির স্থাপন করেছেন। কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। তারেককে নিয়ে অতীতে সমালোচনা করলেও সাম্প্রতিক সময়ে তারেক নিয়ে তাকে কোনো বক্তব্য বা বিবৃতি দিতে দেখা যায়নি।


পঞ্চম, দলের মধ্যে শুদ্ধি অভিযান: দলের মধ্যে শুদ্ধি অভিযানে কিছু স্পর্শকাতর ব্যক্তি আক্রান্ত হয়েছে। বিশেষ করে ফরিদপুর ও সিরাজগঞ্জে শুদ্ধি অভিযানে প্রধানমন্ত্রীর আত্মীয়রা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু এসব নিয়ে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ সভাপতির কাছ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি হল তার পরিপক্বতার সুস্পষ্ট প্রমাণ। একজন প্রধান রাজনীতিবিদকে সব বিষয়ে কথা বলতে হয় না কিন্তু সব বিষয়ে নজর রাখতে হয়। এটিই শেখ হাসিনা দেখাচ্ছেন। এ কারণেই অনেকগুলো বিতর্ক দানা বাধলেও শেখ হাসিনাকেই সকলে বিচক্ষণ বিচারক হিসেবে মানছেন



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ছাত্রলীগ নেতাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ

প্রকাশ: ০৯:০০ এএম, ০১ মে, ২০২৪


Thumbnail

কক্সবাজার টেকনাফ হ্নীলা এলাকায় ফেসবুকে ছবি পোস্টে কমেন্ট করা নিয়ে তর্কের জেরে নাছির উদ্দীন নামে এক ছাত্রলীগ নেতাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে। এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

গত সোমবার (২৯ এপ্রিল) দুপুর ৩টার দিকে টেকনাফ হ্নীলা পশ্চিম সিকদার পাড়া পল্লী চিকিৎসক সোহেলের চেম্বারের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নাছির উদ্দীন হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ওই ঘটনার ভিডিও সোমবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভুক্তভোগী নাছির উদ্দীন বলেন, ‘কিছুদিন আগে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম আওয়ামী লীগকে কটাক্ষ করে পোস্ট করেন। সেটি আমার চোখে পড়লে তার পোস্টে আমি কমেন্ট সেকশনে প্রতিবাদ জানাই। এরপর সে আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। আমি সেটি খুব সাধারণ ভাবেই নিয়েছিলাম।

আগামী বৃহস্পতিবার আমার ছোট বোনের বিয়ে উপলক্ষ্যে দাওয়াতের কার্ড নিয়ে এক আত্মীয়ের বাসা থেকে ফিরছিলাম। আমি হ্নীলা পশ্চিম সিকদার পাড়া পল্লী চিকিৎসক সোহেলের চেম্বারের সামনে পৌঁছানো মাত্র ছাত্রদলের ১০-২০ জন আমার গতিরোধ করে মারধর করতে শুরু করে। আমাকে বাঁচানোর জন্য একজনও এগিয়ে আসেনি।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ মোহাম্মদ আলী বলেন, একজন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককে একটি স্টেশনের সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার চেয়ে জঘন্য আর কিছু হতে পারে না। ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি। এ সময় অপরাধীরা পালিয়ে যায়। আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি’। 

এই বিষয়ে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী বলেন, ‘আমি শুনেছি ফেসবুকে পোস্ট করা নিয়ে তর্কের জেরে এই ঘটনা ঘটে। আমরা একটি অভিযোগ পেয়েছি। আগামীকাল আমি নিজেই সরজমিনে গিয়ে তদন্ত করব’।


ছাত্রলীগ   বৈদ্যুতিক খুঁটি   নির্যাতন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

থাইল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামীকাল

প্রকাশ: ০৮:১৬ এএম, ০১ মে, ২০২৪


Thumbnail

থাইল্যান্ডের চার দিনের সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলনে করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েস মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (০২ মে) সকাল ১০টায় গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী প্রেস কনফারেন্স করবেন।

গত সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ছয় দিনের থাইল্যান্ড সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এর আগে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে গত ২৪ এপ্রিল বিকেলে ব্যাংককে পৌঁছান শেখ হাসিনা। ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। কূটনৈতিক সম্পর্কের ৫২ বছরে থাইল্যান্ডে বাংলাদেশের সরকারপ্রধান পর্যায়ের প্রথম সফর ছিল এটি।

সফরের দ্বিতীয় দিন ২৫ এপ্রিল জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনইএসসিএপি) ৮০তম অধিবেশনে যোগ দেন বাংলাদেশ সরকারপ্রধান।


থাইল্যান্ড সফর   প্রধানমন্ত্রী   সংবাদ সম্মেলন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

মহান মে দিবস

প্রকাশ: ০৮:০১ এএম, ০১ মে, ২০২৪


Thumbnail

বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন মহান মে দিবস। আজ পহেলা মে শ্রমিকদের আত্মত্যাগের এই দিনটি সারা বিশ্বে একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ঐ দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।  

মহান মে দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেলগুলো দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও টক শো সম্প্রচার করবে। বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শ্রমিক মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।’

মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। মহান দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের সব শ্রমজীবী মেহনতি মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে বলেন, বিশ্বব্যাপী আর্থসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রম, ত্যাগ ও ভূমিকা অনস্বীকার্য। তাই দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেন। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরি কমিশন গঠন করেন এবং নতুন বেতনকাঠামো ঘোষণা করেন।

মে দিবসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাণীতে বলেন, ‘আমি বাংলাদেশসহ বিশ্বের সব শ্রমজীবী মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করি।’

জেপির বিবৃতি: মহান মে দিবস উপলক্ষে জাতীয় পার্টি—জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং দলের মহাসচিব ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম বাংলাদেশের মেহনতি মানুষদের একই সঙ্গে বিশ্বের মেহনতি সব মানুষকেও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে জেপির নেতৃদ্বয় বলেন, ‘মেহেনতি মানুষের শ্রম ও ঘামে আমাদের এই সভ্যতা গড়ে উঠেছে। মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের এক অনন্য দিন। আমরা এই দিনে বাংলাদেশের তথা বিশ্বের সব শ্রমজীবী মানুষের ন্যায্য সংগ্রামের প্রতি এবং তাদের শ্রমের ন্যায্য মূল্যের দাবির প্রতি দ্ব্যর্থহীন সমর্থন ঘোষণা করছি। আমরা এই দিনে সব মেহনতি মানুষের সর্বাঙ্গীণ সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি এবং মহান মে দিবসে যারা আমেরিকার শিকাগোতে আত্মাহুতি দিয়েছিলেন, সেই শহরের শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’

মহান মে দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিকসমাবেশ, শোভাযাত্রা, আলোচনাসভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এক আলোচনা সভার আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আজ বেলা ৩টায়  বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে এক শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


মহান   মে   দিবস  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

২০২৫ সালের মধ্যে শিশুশ্রম নিরসনে অনিশ্চয়তা

প্রকাশ: ০৮:০০ এএম, ০১ মে, ২০২৪


Thumbnail

একটি দেশের আর্থসামাজিক দুরবস্থার দরুন শিশুশ্রমের আধিক্য দেখা যায়। বাংলাদেশেও এর ব্যত্যয় ঘটেনি। বর্তমানে শ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা ১৭ লাখ ৮০ হাজার। এর মধ্যে ১০ লাখ ৭০ হাজার শিশু নিয়োজিত রয়েছে ঝুঁকিপূর্ণ কাজে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘জাতীয় শিশুশ্রম জরিপ-২০২২’ এ তথ্য পাওয়া যায়। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ৮ দশমিক ৭ অনুযায়ী দেশে ২০২৫ সালের মধ্যে সব সেক্টর থেকে শিশুশ্রম নিরসনের পরিকল্পনা নেয় সরকার। ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ কাজ থেকে সব শিশুকে সরিয়ে আনার উদ্যোগও গ্রহণ করা হয়। কিন্তু বিবিএসের জরিপের তথ্য বলছে, লক্ষ্য অর্জনে পিছিয়ে আছে দেশ।

আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও‘র সংজ্ঞায় ৫ থেকে ১৭ বছর পর্যন্ত মানুষকে শিশু ধরা হয়। এরমধ্যে ৫ থেকে ১১ বছরের শিশুরা সপ্তাহে এক ঘণ্টা, ১১ থেকে ১৩ বছর বয়সী শিশু সপ্তাহে ২৫ ঘণ্টা এবং ১৪ থেকে ১৭ বছরের শিশুদের সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ করালে তাকে শিশু শ্রম বলা হয়।

২০২২ সালে বাংলাদেশ আইএলও সনদ অনুমোদন করে। আর তখন মন্ত্রিসভার বৈঠকে বলা হয় ১৪ বছর পর্যন্ত কোনো শিশুকে শ্রমে নিযুক্ত করা যাবেনা। আর কোনো শিশুকেই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবেনা। কিন্তু বাংলাদেশে শ্রমে নিযুক্ত শিশুদের বেশির ভাগই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং ২০১৩-এর সংশোধন অনুসারে কর্মরত শিশু বলতে বোঝায়, ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে যারা সপ্তাহে ৪২ ঘণ্টা পর্যন্ত হালকা পরিশ্রম বা ঝুঁকিহীন কাজ করে। এ শ্রম অনুমোদনযোগ্য। অথচ, আইনের এই বিষয়টিকে তোয়াক্কা না করে অনিয়মতান্ত্রিক শিশুশ্রম চলছে দেশের আনাচে-কানাচে সর্বত্রই। যা শিশু সুরক্ষা তথা শিশু অধিকারের পরিপন্থি। এখনও দেশের বহু বাসাবাড়িতে ১৪ বছরের কম বয়সী শিশুরা কাজ করছে। কাজ করছে হোটেল রেস্তোরাঁসহ বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানে। এ ধরনের শ্রম বন্ধে সরকার নিতে পারছে না কোন কার্যকর উদ্যোগ। এ রকম অবস্থায় ২০২৫ সালের মধ্যে সব ধরনের শিশুশ্রম নিরসনে অনিশ্চয়তা রয়ে যাচ্ছে।


শিশুশ্রম   মে দিবস   শ্রমবাজার  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বাড়লেও অবহেলিত প্রান্তিক নারী

প্রকাশ: ০৮:০০ এএম, ০১ মে, ২০২৪


Thumbnail

শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বাড়লেও, অবহেলিত প্রান্তিক নারীরা। কারণ দেশের একেক অঞ্চলের নারীদের জীবন সংগ্রামের ধরন একেক রকম। উপকূলীয় অঞ্চল, উত্তরাঞ্চল, এমনকি পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনাচরণ অঞ্চলভেদে ভিন্ন। অন্যদিকে প্রান্তিক নারীরা অভিবাসন শ্রমিক হয়ে অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছেন। তবে এখনো তাদের মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি।

অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে শহরের নারীরা এগিয়ে থাকলেও এখনো অবহেলিত গ্রামের প্রান্তিক নারীরা। গ্রামীণ নারীরা গৃহশ্রম, কৃষি-শিল্প খাতে কাজ করলেও তারা প্রত্যাশিত মর্যাদা ও স্বীকৃতি থেকে বঞ্চিত।

পরিসংখ্যান বলছে, দক্ষিণ এশিয়ায় যে পরিমাণ খাদ্য উত্পাদন হচ্ছে, তার ৮০ শতাংশ নারী উত্পাদন করছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে নারীরা উত্পাদনে অনেক অবদান রাখছেন। বাংলাদেশের ক্ষেত্রে কৃষিতে নারীদের যে অবদান সেটি খুব ছোট করে দেখানো হচ্ছে। শিল্পকারখানায়ও নারীদের অংশগ্রহণ বেড়েছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালে বাংলাদেশের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বেড়ে দাঁড়িয়েছে ৪২.৬৮%; যা পাঁচ বছর আগে ছিল ৩৬.৩%।

সূত্র জানায় ,কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে। পাঁচ দশকে মোট দেশজ উত্পাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের বড় ধরনের অবদান রেখেছেন তারা। পাকিস্তানকে যে সব ক্ষেত্রে পেছনে ফেলেছে বাংলাদেশ, তার একটি হলো কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ২০১৯ সালের তথ্যমতে, দেশের কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের হার ৩৮ শতাংশ, যা পাকিস্তানে ২৩ শতাংশ।

পরিসংখ্যানে দেখা যায়, ৯১ দশমিক ৮ শতাংশ নারী অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। শস্য সংরক্ষণ থেকে শুরু করে বীজতলা নির্মাণ, শস্য বাজারজাতের কাজ করছেন নারীরা। তারা ৩৫ থেকে ৪০ ধরনের কাজ করছেন। কিন্তু তার আনুষ্ঠানিকতা দেখা যায় না। সামগ্রিকভাবে বাংলাদেশের কৃষিতে ৪০ শতাংশ নারী শ্রমিক কাজ করছেন। কিন্তু অর্থনীতিতে তাদের অবদান মাত্র ১৩ শতাংশ। নারীদের উদ্যোক্তা হতে ব্যাংকঋণ প্রদানের কথা বলা হচ্ছে। কিন্তু এসব ব্যাংকের কর্মীরা প্রত্যন্ত অঞ্চলে যান না। ফলে প্রান্তিক নারীদের যে আর্থিক সহায়তা প্রয়োজন, তা তারা পাচ্ছেন না।


শ্রমবাজার   প্রান্তিক নারী   মে দিবস  


মন্তব্য করুন


বিজ্ঞাপন