ইনসাইড গ্রাউন্ড

ইউরোতে গোল্ডেন বল জয়ে এগিয়ে যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০০ পিএম, ০৯ জুন, ২০২১


Thumbnail

আর দু`দিন পর রোনালদোর পর্তুগালের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে শুরু হবে ইউরো মিশন।২০১৬’র ফাইনালে বেঞ্চের একজন হয়ে জিতেছিলেন পরম আরাধ্য দেশের হয়ে শিরোপা। এবার যে তার শেষ ইউরো তা বলাই যায়। তবে পর্তুগিজ সুপার স্টার কিন্তু একা নন, তাকে চ্যালেঞ্জ জানাতে তৈরি হয়ে আছেন আরও ক’জন ফরোয়ার্ড। চলুনদেখে নেওয়া যাক এবারের আসরে বাজিমাত করার অপেক্ষায় থাকা ফরোয়ার্ডদের।

ক্রিশ্চিয়ানো রোনালদো

বয়স ৩৬, ইউরোয় এটাই তার শেষ আসর বলা যায়। রজার মিলারের পদাঙ্ক মেনে যদিও ৪০ বছর বয়সে ২০০৪-এর ইউরো খেলেনও, পুরো ৯০ মিনিট নয় হবে আরও কম। তবে এই প্রশ্ন তোলা থাকল, আপাতত বর্তমানেই থাকা যাক। বড় আসরগুলোতে সেরা তারকাদের ওপর নজর থাকে যেমন চাপও থাকে তেমন। তাদের জন্য ভালো কিছু করাও কঠিন করে তোলে বিপক্ষ। সবশেষ ইউরোতে দল জিতলেও রোনালদো করেছিলেন মাত্র ৩ গোল। এবার পরিস্থিতিও ভিন্ন, রোনালদো একাই নন তার দলে। ব্রুনো ফার্নান্দেজ, রিকার্দো কুয়ারেসমা, বার্নার্দো সিলভাসহ তরুণ প্রতিভাবান ফুটবলার আছেন দলটিতে। তবু রোনালদো তার আসনেই থাকবেন। জুভেন্তাসের হয়ে এই মৌসুমে সর্বোচ্চ ৩৬ গোলের কৃতিত্ব গড়েছেন। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার দৌড়ে ইরানের আলি দাইয়ের (১০৯) চেয়ে মাত্র ৬ গোল পেছনে রোনালদো।

রবার্ট লেভানডোস্কি

দুর্দান্ত ছন্দ আর ফর্ম নিয়ে এই আসর শুরু করছেন পোল্যান্ড স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি। বায়ার্ন মিউনিখের হয়ে কদিন আগেই বুন্দেসলিগায় ভেঙেছেন গার্ড মুলারের রেকর্ড। জার্মান কিংবদন্তি বায়ার্নের হয়ে এক মৌসুমে ৪০ গোল করেছিলেন। লেভা ২৯ ম্যাচে করছেন ৪১ গোল। করোনার ধাক্কা না থাকলেও গতবারের ব্যালন ডি অর-ও নিশ্চিতভাবেই জিততে এই পোলিশ। তবে সেই আক্ষেপ মেটাতে পারেন ইউরো দিয়ে। এই আসরে দারুণ কিছু করলে গতবারের না পাওয়ার আক্ষেপ মিটে যেতে পারে লেভার জন্য। বড় আসরে জ্বলে উঠতে পারেননি তিনি। যেমন গত ইউরোতে মাত্র ১ গোল করেছিলেন। এবার এই গেরো কাটিয়ে উঠতে চাইবেন লেভা।

করিম বেনজেমা

এবারের ইউরোর আগে সম্ভবত সেরা খবরটি ছিল করিম বেনজেমার ফ্রান্স দলে ফেরা। ২০১৫ সালের পর থেকে জাতীয় দল ব্রাত্য এই স্ট্রাইকার আবারও বড় মঞ্চে ফিরছেন। সবশেষ ২০১৪ বিশ্বকাপ খেলেছিলেন বেনজেমা। এরপর সাড়ে ৫ বছরের অপেক্ষা। তবে ক্যারিয়ারের সেরা ফর্ম নিয়েই জাতীয় দলে ফিরেছেন এই ফরাসি। গত তিন মৌসুম ধরে রিয়াল মাদ্রিদের সেরা স্কোরার হয়েছেন। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩০ গোল। তাই ফিরে আসার মঞ্চ ইউরোকে নিজের মতো করে সাজাতে চাইবেন বেনজেমা। রিয়াল তারকার ফিরে আসায় আগে থেকেই ফেভারিট বর্তমান রানার্সআপ ফ্রান্সের শিরোপা জয়ের সম্ভাবনা অনেকাংশে বেড়েছে।

রোমেলু লুকাকু

দু’বছরেরও বেশি সময় ধরে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ দল বেলজিয়াম। আশির দশকের অন্যতম সেরা ফুটবল শক্তিকে যারা এই উচ্চতায় তুলেছেন তাদের একজন রোমেলু লুকাকু। দেশের ৯৩ ম্যাচে ৬০ গোল করে বেলজিয়ামের সর্বোচ্চ গোলস্কোরার হয়ে গেছেন ইতিমধ্যেই। লেভানডোস্কি, বেনজেমাদের মতো ক্যারিয়ারের সেরা ফর্মে থেকে ইউরো শুরু করতে যাচ্ছেন লুকাকু-ও। ২৮ বছর বয়সী এ স্ট্রাইকার দশ বছর পর ইন্তার মিলানের লিগ শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। লিগে দলের পক্ষে করেছেন সর্বোচ্চ ২৪ গোল আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০টি। ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের তৃতীয় হওয়ার পেছনে লুকাকুর অবদান ছিল চার গোল। এবারের ইউরো বাছাইয়ে ৫ ম্যাচেই করেছেন ৭ গোল। এবার মূল আসরে ঝলকের অপেক্ষা।

হ্যারি কেইন

ইংল্যান্ড দলে স্ট্রাইকারদের নেতা হ্যারি কেইনের ইউরো ফল হতাশাজনক হতে পারে। টটেনহ্যাম হটস্পার তারকাকে নতুন মৌসুমে নতুন দল হাতছানি দিচ্ছে। কিন্তু সেই চিন্তা ইউরোর মধ্যে আনলেই নিজের ও ইংল্যান্ডের সর্বনাশ। তাই ক্লাব চিন্তা বাদ দিয়ে ইউরো নিয়ে ভাবতে হবে কেইন-কে। ফিরিয়ে আনতে হবে ২০১৮ বিশ্বকাপের পারফরম্যান্স। ৬ গোল দিয়ে আসরের সেরা গোলদাতা হয়েছিলেন। এবারের ইউরো বাছাইপর্বে ১২ গোল করে সর্বোচ্চ গোলস্কোরার হয়েছেন। এছাড়া সদ্য শেষ হওয়া মৌসুমে হতাশাজনক পারমফর্ম করা স্পার্সদের হয়ে ২৩ গোল করেছেন।

জেরার্দো মরেনো

এবারের ইউরোয় তারকায় ঠাঁসা দল গড়া থেকে সরে এসেছে স্পেন। তবে লুইস এনরিকের দলে প্রতিভার শেষ নেই। তাদের একজন জেরার্দো মরেনো। ভিয়ারিয়ালের হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ জয়ে পেনাল্টি থেকে গোল করেছেন মোরেনো। তার আগেই ফাইনালে গোলসহ সাত গোল করেছেন আসরে। সদ্য শেষ হওয়া মৌসুমে একমাত্র লিওনেল মেসির কাছেই হেরেছেন। ২৩ গোল নিয়ে ছিলেন ৩০ গোল করা মেসির পেছনে। এই ইউরোয় তরুণ স্ট্রাইকারদের মধ্যে স্পটলাইটটা তার দিকেই রেখেছেন মরেনো।



মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

বোর্নমাউথকে হারিয়ে শীর্ষেই রইল আর্সেনাল

প্রকাশ: ০৪:৪৪ পিএম, ০৫ মে, ২০২৪


Thumbnail

শিরোপার লড়াইয়ে টিকে থাকতে জয় ছাড়া বিকল্প নেই। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে এফসি বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। গতকাল অ্যানফিল্ডে এই জয়ের মধ্য দিয়ে টেবিলের শীর্ষেই থাকছে গানাররা।

এই জয়ে ৩৬ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। আর ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি। লিগে গানারদের হাতে রয়েছে ২ ম্যাচ। সিটির হাতে রয়েছে তিন ম্যাচ।

আর্সেনালের হয়ে গোল তিনটি করেন বুকায়ো সাকা, লিয়ান্দ্রো ত্রোসার্ড ও ডেকলান রাইস। এর মধ্যে একটি গোল নিজে করেছেন এবং একটি গোল করিয়েছেন রাইস।

শিরোপা জয়ের নেশায় এতটাই উন্মুখ হয়ে আর্সেনাল যে, নিজেদের মাঠে ম্যাচের প্রথমার্ধে পুরোটাতেই ছিল তাদের দাপট। ম্যাচের প্রথম ২৫ মিনিটেই বোর্নমাউথের গোলমুখে ১২টি শট নেন আর্সেনাল ফুটবলাররা। তবে কাঙ্খিত গোল আসতে সময় লাগে ৪৫ মিনিট।

তাও পেনাল্টিতে। কাই হাভার্টজকে বক্সের মধ্যে ফেলে দেন বোর্নমাউথ গোলরক্ষক মার্ক ত্রেভার্স। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক নেন বুকায়ো সাকা। তার ঠান্ডা মাথায় নেওয়া শট জড়িয়ে যায় বোর্নমাউথের জালে। এবারের লিগে এটি সাকার ১৬তম গোল। সব মিলিয়ে ২০তম।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ নষ্ট করে আর্সেনাল। ৪৮ মিনিটে সাকা এবং ৫১ মিনিটে কাই হাভার্টজের দুর্বল শট বোর্নমাউথ গোলকিপার মার্ক ত্রেভার্স ফিরিয়ে দেন। ৫২ মিনিটে সুযোগ পায় বোর্নমাউথের ডমিনিক সোলাঙ্কি। তবে ডেভিড রায়ার কারণে বেঁচে যায় আর্সেনাল।

মাঠের খেলায় কিছুটা পিছিয়ে পড়লেও ৭০তম মিনিটে ত্রোসার্ডের গোলে আর্সেনাল শিবিরে স্বস্তি ফেরে। ডান পায়ের কোনাকুনি শটে গোল করেন ত্রোসার্ড। যা চলতি মৌসুমে আর্সেনালের হয়ে ত্রোসার্ডের ১৬তম গোল, লিগে ১১তম।

গোল পেয়েছিল বোর্নমাউথও। ম্যাচের ৭৩ মিনিটে অ্যান্তোনি সেমেনিও গোল করেন। তবে সেই আক্রমণে সোলাঙ্কি আর্সেনাল গোলরক্ষক রায়াকে ফাউল করলে গোলটি বাতিল হয়।

এরপর গ্যাব্রিয়েল মাগালাইস গোল করলেও গ্যাব্রিয়েল হেসুস অফসাইড থাকার কারণে সেটি বাতিল হয়। ম্যাচের শেষ গোলটি আর্সেনাল করে ম্যাচের ৯৭ মিনিটে। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা ডেকলান রাইসই দলের ব্যবধান বাড়ান।


আর্সেনাল   বোর্নমাউথ   ফুটবল  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

প্রকাশিত হল নারী টি-২০ বিশ্বকাপের সূচি

প্রকাশ: ০৪:০১ পিএম, ০৫ মে, ২০২৪


Thumbnail

চলতি বছরেই বাংলাদেশের মাটিতে গড়াতে যাচ্ছে আইসিসি নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে ১০ দল। ২০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এ আসরের।

আসন্ন এ টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড নারী দল।

ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। দিনের অন্য ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ নারী দল। যেখানে তাদের প্রতিপক্ষ বাছাইপর্ব পেরিয়ে আসা দল। ম্যাচটি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সন্ধ্যা ৭টায়।

এবারের আসরের সবগুলো ম্যাচ হবে ঢাকা ও সিলেটে। দুই গ্রুপে বিভক্ত হয়ে এবারের আসরে অংশগ্রহণ করবে দলগুলো। যার মধ্যে গ্রুপ এ-তে রয়েছে: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং কোয়ালিফায়ার ১। আর গ্রুব বি-তে রয়েছে: বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার ২।

এবারের নারী টি-২০ বিশ্বকাপের সূচি-




আইসিসি   ক্রিকেট   নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ   বাংলাদেশ   নারী ক্রিকেট  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

দশ বছর পর আবারও বাংলাদেশে বিশ্বকাপ, গণভবনে ট্রফি উন্মোচন

প্রকাশ: ০৩:১২ পিএম, ০৫ মে, ২০২৪


Thumbnail

চলতি বছরেই বাংলাদেশের মাটিতে গড়াতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশের মাটিতে গড়ানো আইসিসির টি-টোয়েন্টি সংস্করণের কোন বড় আয়োজন। সর্বশেষ ২০১৪ সালে একই সাথে পুরুষ ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করেছিল বিসিবি। তবে এবার কেবলমাত্র নারীদের টুর্নামেন্টের দায়িত্ব পেয়েছে তারা।

আগামী ৩ অক্টোবর ঢাকায় ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে নারী টি২০ বিশ্বকাপের এবারের আসর। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে উন্মোচিত হয়েছে বিশ্বকাপের ট্রফি।

রোববার (৫ মে) গণভবনে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারতের অধিনায়ক হারমানপ্রীত কাউর। এসময় ট্রফি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করে ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসময় আরও উপস্থিত ছিলেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস।

উল্লেখ্য, গত শুক্রবার বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছেছিল নারীদের বিশ্বকাপ ট্রফি। রোববার রাজধানীর একটি হোটেলে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করেছে সেখানেও।


আইসিসি   ক্রিকেট   নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ   বাংলাদেশ   নারী ক্রিকেট  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

সিরিজ জয়ের ব্যবধান বাড়াতে আজ দ্বিতীয় টি-২০তে নামছে বাংলাদেশ

প্রকাশ: ০২:৫৭ পিএম, ০৫ মে, ২০২৪


Thumbnail

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। যার মধ্যে ইতোমধ্যেই প্রথম ম্যাচ মাঠে গড়িয়েছে। যেখানে সফরকারীদের নাস্তানাবুদ করে জয় পেয়েছে স্বাগতিকরা। আর সিরিজ জয়ের ব্যবধান বাড়িয়ে নিতে আজ (রোববার) দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নাজমুল শান্তর দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। বোলিংসহ তিন বিভাগেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে প্রথম ম্যাচে ৮ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। মূলত প্রথম ম্যাচে একক আধিপত্য দেখিয়ে ম্যাচ জিতেছে স্বাগতিক দল।

পেসার শরিফুল ৪ ওভার বোলিং করে ৩৭ রান দিয়েও ছিলেন উইকেটশুন্য। তবে অপর দুই পেসার তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিনের নৈপুণ্যে ম্যাচে জয় পেতে টাইগারদের কোন সমস্যা হয়নি। তাসকিন-সাইফুদ্দিন উভয়েই তিনটি করে উইকেট নিয়েছেন।

এছাড়া দুই স্পিনার মাহেদি হাসান ও রিশাদ হোসেন দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়ে মাত্র ১২৪  রানে গুটিয়ে যায়। জবাবে আন্তর্জাতিক টি-২০তে অভিষেক হওয়া তানজিদ হাসান তামিমের অপরাজিত ৬৭ রানে ১৫.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ওপেনিংসহ মিডল অর্ডার ব্যাটাররা ব্যর্থ হলেও সফরকারীদের টেলএন্ডার দৃঢ়তা দেখিয়েছে। মাত্র পাঁচ রানের ব্যবধানে ছয় উইকেট হারিয়ে এক পর্যায়ে দলীয় ৪১ রানে ৭ উইকেটে পরিনত হয় জিম্বাবুয়ে।

অষ্টম উইকেটে বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন উইকেটরক্ষক ক্লাইভ মানদান্দে ও ওয়েলিংটন মাসাকাদজা। ১৮তম ওভারে জিম্বাবুয়ের রান ১শতে নিয়ে যান তারা। ১৯তম আউট হওয়ার আগে ৩৯ বলে ৪৩ রান করেন মানন্দান্দে।

অষ্টম উইকেটে ৬৫ বলে ৭৫ রান যোগ করেন মানদান্দে ও মাসাকাদজা। টি-২০ ভার্সনে বাংলাদেশের বিপক্ষে অষ্টম উইকেটে জিম্বাবুয়ের এটিই সর্বোচ্চ রানের জুটি। মূলত তাদের কল্যাণেই এর আগে টি-২০তে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন ৮০ রানের কোটা পার করে জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত ভার্সনে জিম্বাবুয়ের বিপক্ষে ২১ ম্যাচে এটা ছিল বাংলাদেশের ১৪তম জয়।  বাকি সাত ম্যাচে পুর্ব আফ্রিকার দেশটির কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ। আগামীকালের ম্যাচ জিতে সিরিজে ফিরতে মরিয়া থাকবে জিম্বাবুয়ে।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন।

জিম্বাবুয়ের দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গি, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, এন্সলি এন্দলোভু, রিচার্ড এনগারাভা ও সিন উইলিয়ামস।


বাংলাদেশ   জিম্বাবুয়ে   টি-২০ সিরিজ   টি-২০ বিশ্বকাপ   ক্রিকেট   বিসিবি  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপ ও বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল যুক্তরাষ্ট্র

প্রকাশ: ০১:৫৮ পিএম, ০৫ মে, ২০২৪


Thumbnail

চলতি বছরের জুনেই মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যেখানে এবার আয়োজক দেশ হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে বিশ্বকাপের পূর্বে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজও খেলবে তারা।

আর তাই আসন্ন বিশ্বকাপ ও বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলা কোরি অ্যান্ডারসনও আছেন যুক্তরাষ্ট্রের দলে।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। যা দিয়ে বিশ্বকাপের প্রস্তুতিও সারবে আসরের সহ-আয়োজকরা। ঘোষিত দলে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেয়া হয়েছে মোনাক প্যাটেলকে।

নিউজিল্যান্ডের ক্রিকেট থেকে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে পাড়ি জমানো কোরি অ্যান্ডারসন ভিন্ন জার্সিতে মাতাবেন এবারের বিশ্বকাপ। আগামী ২১ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মাঠের লড়াই। বাকি দুই ম্যাচ ২৩ ও ২৫ মে। ১ জুন ডালাসে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র   বাংলাদেশ   টি-২০ বিশ্বকাপ   ক্রিকেট  


মন্তব্য করুন


বিজ্ঞাপন