ওয়ার্ল্ড ইনসাইড

সালতামামি ২০২১: আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত ১০

প্রকাশ: ০৬:০০ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২১


Thumbnail সালতামামি ২০২১: আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত ১০

দেখতে দেখতে নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে শেষ হয়ে গেলো আরো একটি বছর। ২০২১ থেকে ২০২২ এ পদার্পণে এখন শুধু আর একটি রাতের অপেক্ষা। আর এই রাতের সাথে শেষ হতে চললো এই বছরের আলোচিত কিছু ঘটনাও যা সারা বছর জুড়ে বিশ্বকে রেখেছে সরগরম। দীর্ঘ ২০ বছর যুদ্ধ শেষে তালেবানের আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ, আমেরিকার ক্যাপিটাল হিলে উগ্র ট্রাম্প সমর্থকদের হামলা, তাইওয়ান-চীন রাজনৈতিক উত্তেজনা কিংবা ভারতের কৃষক আন্দোলন সব কিছুই আমাদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে সারা বছর জুড়েই আলোচনার জন্ম দিয়ে গেছে। সভ্য জাতি বলে নিজেদের পরিচয় দেওয়া পশ্চিমা দেশগুলো থেকে এশিয়া, আফ্রিকা সব খানেই ছিলো চরম অস্থিরতা, বিক্ষোভ, দাঙ্গা ও সহিংসতা।

২০২১ শুরু হয়েছিলো আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের দেশটির ক্যাপিটাল হিলে উগ্র হামলার মধ্য দিয়ে। ট্রাম্পের উস্কে দেওয়া সমর্থকদের হামলায় ক্ষত বিক্ষত হয় ক্যাপিটাল হিল আর দাঙ্গায় মারা যান ৫জন। আর বছর শেষ হচ্ছে সুদানে সেনা-শাসনের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভের মধ্য দিয়ে।

১. তালেবানের আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ: এই বছরের সব থেকে আলোচিত ঘটনাটি ঘটে তালেবানের দীর্ঘ ২০ বছর আমেরিকান সৈন্যদের সাথে লড়াই চালিয়ে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সিরিজ হামলার পর মার্কিন সেনাবাহিনী আফগানিস্তানে অভিযান চালিয়ে তৎকালীন তালেবান সরকারকে উৎখাত করে এবং নিজেদের পছন্দের সরকারকে ক্ষমতায় বসায়। সন্ত্রাসবিরোধী অভিযানের নামে ২০ বছর আফগানিস্তানে অবস্থান করেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সেনা সদস্যরা। আগস্টে আমেরিকার আফগানিস্তান ছাড়ার প্রাক্কালে দেশটির সেনাবাহিনীকে অবিশ্বাস রকম দ্রুততার সাথে পরাজিত করে ১৫ আগস্ট ক্ষমতা গ্রহণ করে তালেবান। তালেবানের এই জয়কে প্রতিবেশী ইরান ও পাকিস্তান স্বাগত জানালেও দেশটির অন্যান্য প্রতিবেশীদের জন্য তালেবানের এই জয় এটি একটি নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।

২. মার্কিন ক্যাপিটাল হিলে হামলা: জো বাইডেনের ক্ষমতা গ্রহণের প্রাক্কালে বছরের শুরুতেই জানুয়ারির ৬ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতে তাঁর উগ্র সমর্থকরা দেশটির কংগ্রেস ভবনে সহিংস হামলা চালান। এই হামলার ঘটনায় পাঁচ জন নিহত এবং শতাধিকের উপর আহত হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই ঘটনাটিকে অন্যতম নিন্দা জনক ঘটনা হিসেবে বিবেচিত করা হচ্ছে।

৩. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের ক্ষমতায় আরোহণ: বছরের শুরুতে জানুয়ারির ২০ তারিখ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। দেশটির ইতিহাসে প্রথম নারী হিসেবে ভাইস প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করেন কমলা হ্যারিস। বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথা অনুযায়ী বিদায়ি প্রেসিডেন্ট হিসেবে নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে দায়িত্ব বুঝিয়ে না দিয়েই পৃথকভাবে হোয়াইট হাউজ ত্যাগ করেন। বাইডেন ক্ষমতা গ্রহণের পর পরই ইরানের সঙ্গে ২০১৫ সালে করা পরমাণু চুক্তি পুনর্বহাল করেন, ফিরে আসেন প্যারিস জলবায়ু চুক্তি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার ছাড়াও ইয়েমেনের বিরুদ্ধে সামরিক যুদ্ধে সহযোগিতা বন্ধ করেন তিনি।

৪. অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় ফের আসীন সেনাবাহিনী: মিয়ানমারের সেনাবাহিনী গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতাসীন নেত্রী অং সান সু চিকে হটিয়ে আবারো ক্ষমতা গ্রহণ করে। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দ্বিতীয় দফা নির্বাচনে কারচুপি করেছে, এমন অভিযোগ তুলে তারা ফের দেশটির ক্ষমতার পালাবদল ঘটায়। বন্দি করা হয় অং সান সুচি সহ এনএলডির শত শত নেতা কর্মীকে। সেনা-শাসনের বিরুদ্ধে হাজারো মানুষ রাজপথে নেমে আসে। বিক্ষোভ দমনে সেনাবাহিনী সহিংস পন্থা বেছে নেয়। মিয়ানমারে সেনা-শাসনবিরোধী বিক্ষোভে ১ হাজার ৩০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন হাজারো মানুষ।

৫. করোনা জোরালো আঘাত: অতিতে হাম, পোলিও বা ম্যালেরিয়ার টিকা উদ্ভাবন করতে অনেক বছর সময় লেগেছিল। করোনার টিকা আসতে এত সময় না নিলেও নতুন নতুন ভ্যারিয়েন্টের একের পর এক আঘাতে বিশ্ববাসী অনেকটাই পর্যুদস্ত হয়ে পরে। করোনার মহামারি ঠেকাতে ব্যর্থতা, লকডাউন, অর্থনৈতিক প্রভাবকে ঘিরে বিভিন্ন দেশে বিক্ষোভ হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে প্রাণ গেছে ৫০ লাখের বেশি মানুষের। এ ভাইরাস শুধু মানুষের প্রাণ নিয়ে ক্ষান্ত থাকেনি, বৈশ্বিক রাজনীতি আর অর্থনীতিকেও প্রভাবিত করেছে।

৬. পেগাসাস নিয়ে বিশ্ব রাজনীতিতে অস্থিরতা: পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে বিশ্বের বিভিন্ন দেশের সরকার পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে বিরোধী রাজনৈতিক, মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকদের ফোনে আড়ি পাতছে, এমন অভিযোগ ওঠে, যা নিয়ে উত্তপ্ত হয়ে উঠে বিশ্ব রাজনীতি। ইসরায়েলই প্রযুক্তি প্রতিষ্ঠান এনএসওর তৈরি এই অবৈধ সফটওয়্যার ব্যবহার করে এক দেশের সরকার অন্য দেশের সরকারপ্রধানের ফোনে আড়ি পাতে। ‘দ্য পেগাসাস প্রজেক্ট’ নামে গত ১৮ জুলাই প্রকাশিত ওই তদন্ত প্রতিবেদনে নড়ে চড়ে বসে বিশ্ব রাজনীতিবিদরা।

৭. ভারতে সফল কৃষক আন্দোলন: তিনটি বিতর্কিত কৃষি আইন পাসের বিরুদ্ধে ২০২১ সালে ভারতে কৃষক আন্দোলন জোরদার হয়। প্রায় বছরজুড়েই রাজ্যে রাজ্যে চলা এই আন্দোলন ভারতের ক্ষমতাসীনদের উস্কানিতে এক সময় রূপ নেয় সহিংসতায়। কৃষকদের তাদের ন্যায্য দাবি থেকে সরিয়ে নিয়ে আসতে অনেক চেষ্টা করে মোদি সরকার। আন্দোলনে সহিংসতায় কৃষকদের প্রাণহানি ঘটে। টানা আন্দোলনের মুখে বছরের শেষ দিকে তিনটি কৃষি আইন বাতিল করে নরেন্দ্র মোদির সরকার।

৮. বিশ্ব জলবায়ু সম্মেলন নিয়ে একরাশ হতাশা: সভ্যতাকে বাঁচাতে হলে কার্বন নির্গমনের রাশ টেনে ধরার কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ বিপর্যয় কোন পর্যায়ে পৌঁছেছে তা বোঝার জন্য এখন কাওকে আলাদা করে কোন রিপোর্ট পড়ার দরকার পড়বে না বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব অন্তেনিও গুতেরাঁ। ৯ আগস্ট জলবায়ু সম্মেলনের আগে জাতিসংঘের উদ্যোগে এ বিষয়ে ৪ হাজার পৃষ্ঠার এক বিশদ রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে জলবায়ু পরিবর্তন রোধে বহু দেশই যে কার্যকরভাবে বাস্তবায়ন করেনি তা সুস্পষ্টভাবে তুলে ধরে জাতিসংঘ। নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-২৬) অনুষ্ঠিত হয়। ধরিত্রীকে রক্ষার জন্য এই সম্মেলনকে সর্বশেষ সেরা সুযোগ হিসেবে অনেকে অভিহিত করেন। জলবায়ু বিপর্যয় এড়ানোর লক্ষ্যে আমূল ও দ্রুত পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে হাজারো মানুষ স্কটল্যান্ডে বিক্ষোভ করেন। তবে শেষ পর্যন্ত সম্মেলনের অর্জন নিয়ে অনেকে হতাশা প্রকাশ করেন। ২০২১ সালে চরম ভাবাপন্ন আবহাওয়ার খবরগুলো মাঝে মধ্যে সংবাদ শিরোনাম হয়। আমেরিকা দক্ষিণ-পশ্চিম অংশে তীব্র খরা, বেলজিয়াম ও জার্মানিতে বন্যা ও গ্রিসে ব্যাপক দাবানল যার কয়েকটি উদাহরণ মাত্র। এছাড়া এ বছর নেপাল ও ভারতেও মৌসুমি বৃষ্টিপাতের ফলে বিস্তৃত এলাকা জুড়ে বন্যা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১৫ নভেম্বর ৫০ বিলিয়ন ডলারের জলবায়ু পরিবর্তন বিলে সই করেন। যদিওবা তিনি তেলের দাম নিম্নমুখী রাখার জন্য বেশি করে তেল উৎপাদন করার জন্য ওপেকের প্রতি আহ্বান জানিয়েছেন।

৯. বরফ গলে সৌদি-কাতার সম্পর্কের: ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করা এবং দোহাভিত্তিক আল-জাজিরা নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া সহ নানা বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে উঠে মধ্যপ্রাচ্যর দুই প্রতিবেশী সৌদি আরব ও কাতার। কাতার তাদের অভিযোগ অস্বীকার করে এবং এই দেশগুলো যেসব দাবি করে কাতার সেগুলোও প্রত্যাখ্যান করে। ২০১৭ সালের জুনে চার প্রতিবেশী (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর) মিলে কাতারের উপর আরোপ করে অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা, যেটিকে কাতার তাঁর উপর অবরোধ হিসেবে বর্ণনা করে। তবে সৌদির যোগসাজশে করা নিষেধাজ্ঞা কোন বিরূপ প্রভাব ফেলতে পারে নি কাতারের উপর। বরং এর ফলে কাতারের সাথে সম্পর্ক আরো গভীর হয় ইরান, তুরস্ক ও যুক্তরাষ্ট্রর সাথে। এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র সমস্যা সমাধানের জন্য সৌদি আরবের ওপর চাপ প্রয়োগ করে। বছরের শুরুর দিকে কাতারের সঙ্গে সীমান্ত খুলে দিয়ে বিরোধ নিষ্পত্তির পথে এগিয়ে আসে সৌদি আরব। ৫ জানুয়ারি সীমান্ত উন্মুক্ত করার পর সেখানে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দুই দেশের মধ্যে দ্বন্দ্ব অবসানের লক্ষ্যে একটি চুক্তিও হয়।

১০. গাজায় ইসরায়েলের ফের ভয়াবহ সন্ত্রাসী হামলা: ইসরায়েলের সুপ্রিম কোর্ট পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকা থেকে ছয় ফিলিস্তিনই পরিবারকে উচ্ছেদের পক্ষে রায় দেওয়ার পর গত ৬ মে থেকে উত্তপ্ত হয়ে উঠে ফিলিস্তিন। শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভ থেকে তা একসময় রূপ নেয় হামাস-ইসরায়েল যুদ্ধ। মে মাসের ১০ থেকে ২১ তারিখ পর্যন্ত ফিলিস্তিনই ভূখণ্ডের গাজায় হামলা চালায় ইসরায়েলের দখলদার বাহিনী। ১১ দিনের যুদ্ধে ফিলিস্তিনে শতাধিক নারী-শিশুসহ কমপক্ষে আড়াই শ জনের মৃত্যু হয়। ২১ মে ভোররাতে উভয়পক্ষের মধ্যে অস্ত্র-বিরতি হয়।

সালতামামি ২০২১  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

কিরগিজস্তান থেকে ১৪০ শিক্ষার্থীকে দেশে ফেরালো পাকিস্তান

প্রকাশ: ০৩:৩৬ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আটকে পড়া ১৪০ শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে এনেছে পাকিস্তান। গতকাল শনিবার রাতে বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের হামলার পর একটি বিশেষ ফ্লাইটে করে পাকিস্তানে ফেরেন এই শিক্ষার্থীরা।

আজ রবিবার (১৯ মে) আটকে পড়া শিক্ষার্থীদের পাকিস্তানে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, কিরগিজস্তান থেকে পাকিস্তানি শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ ফ্লাইট লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সহিংসতার পর যেসব পাকিস্তানি শিক্ষার্থী দেশে ফিরতে চান, তাদের জন্য এমন আরও ফ্লাইট পরিচালনা করা হবে।

উল্লেখ্য, গত ১৩ মে একদল কিরগিজ নাগরিকের সঙ্গে দ্বন্দ্বে জড়ান মিশরীয় শিক্ষার্থীরা। ওই ঘটনার জেরে শুক্রবার রাতে বিশকেকের বিভিন্ন হোস্টেলে থাকা বিদেশি মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলা চালান স্থানীয় বাসিন্দারা। এমনকি, শিক্ষার্থীদের ব্যক্তিগত বাসভবনে ঢুকেও হামলা চালানো হয়। সেসব শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি ভারতীয়রাও রয়েছেন।


কিরগিজস্তান   দেশ   পাকিস্তান  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

সৌদি যুবরাজ সালমানের সঙ্গে সুলিভানের বৈঠক

প্রকাশ: ০১:২০ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

সৌদি আরব যুক্তরাষ্ট্রের মধ্যে বিস্তৃত দ্বিপক্ষীয় চুক্তি এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। সৌদি শহর ধহরানে দুজনের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মে) সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

এক বিবৃতিতে জানানো হয়েছে, এবারর বৈঠকে দুই দেশের মধ্যে খসড়া কৌশলগত চুক্তির সেমিফাইনাল সংস্করণ পর্যালোচনা করা হয়েছে। এই চুক্তিটি এখন প্রায় চূড়ান্ত করা হচ্ছে।

বড় ধরনের একটি চুক্তির অংশ হিসেবে মার্কিন নিরাপত্তা গ্যারান্টি বেসামরিক পারমাণবিক সহায়তা নিয়ে আলোচনা করছে ওয়াশিংটন রিয়াদ। এই চুত্তির আওতায় সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে চলতি মাসের গোড়ার দিকে রয়টার্স জানায়, ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিকীকরণ অধরা থাকলেও পরমাণু চুক্তি চূড়ান্ত করতে চাইছে বাইডেন প্রশাসন সৌদি সরকার।


সৌদি যুবরাজ   সালমান   সুলিভান  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত

প্রকাশ: ১২:৫৩ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী শিশুও রয়েছেন এবং তারা সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

ব্রেক ফেল করে গাড়ি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। রোববার (১৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের নওশেরায় শনিবার ব্রেক ফেল করে একটি মিনি-ট্রাক গভীর খাদে পড়ে গেলে পুরুষ, নারী শিশুসহ একই পরিবারের ১৪ জন সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।


পাকিস্তান   সড়ক   দুর্ঘটনা   নিহত  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভোট করার চেষ্টা করছেন মোদি: কেজরিওয়াল

প্রকাশ: ১২:২৮ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন চলছে। সাত দফার নির্বাচনের মধ্যে ইতোমধ্যেই চার দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছেন নরেন্দ্র মোদি।

নির্বাচনের মধ্যেই মোদির ব্যাপক সমালোচনা করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, মোদি বাংলাদেশ ও পাকিস্তানের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ভারতের ভোটেও একই কাজ করার চেষ্টা করছেন। 

এমনকি রাশিয়ার সঙ্গেও ভারতের তুলনা করেছেন কেজরিওয়াল। শনিবার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। 

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত শুক্রবার ভারতের পরিস্থিতিকে রাশিয়ার সাথে তুলনা করেছেন এবং প্রধানমন্ত্রী মোদিকে পরোক্ষভাবে উপহাস করেছেন। একইসঙ্গে ভারত 'খুব বিপজ্জনক' পর্যায়ে যাচ্ছে বলেও দাবি করেছেন তিনি। 

মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) বিরোধী ইন্ডিয়া ব্লকের এক সমাবেশে বক্তৃতাকালে কেজরিওয়াল বলেন, 'বর্তমানে দেশের পরিস্থিতি খুবই বিপজ্জনক। পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট... পুতিন হয় তার সব প্রতিদ্বন্দ্বী নেতাদের জেলে পাঠিয়েছেন, আর না হয় তাদের হত্যা করেছেন। তারপর (পুতিন) নির্বাচন পরিচালনা করেন এবং ৮৭ শতাংশ ভোট পেয়েছেন'।

অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন, 'বাংলাদেশে, সম্প্রতি নির্বাচন হয়েছে। (নির্বাচনের আগে বাংলাদেশে) সব বিরোধী নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং নির্বাচনে শেখ হাসিনা জয়ী হয়েছেন। পাকিস্তানের নির্বাচনে দেশটির প্রবীণ নেতা ইমরান খানকে জেলে পাঠানো হয়েছিল, তার দলকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার দলীয় প্রতীক ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এরপরই নির্বাচন পরিচালিত হয়েছে...,'।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, 'মোদিজি, বাংলাদেশ ও পাকিস্তান থেকে শেখার পরে এখানে, ভারতে একই জিনিস প্রয়োগ করার চেষ্টা করছেন।'

তিনি আরও বলেন, 'তারা আমাকে জেলে রেখেছিল, (দিল্লির সাবেক ডেপুটি সিএম) মণীশ সিসোদিয়াকে জেলে রাখা হয়েছিল... কংগ্রেস পার্টির ব্যাংক অ্যাকাউন্ট আটকে দেওয়া হয়েছিল... এভাবেই আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিতবেন। এটি কাপুরুষতার চিহ্ন।'


দিল্লি   অরবিন্দ কেজরিওয়াল   বাংলাদেশ   নরেন্দ্র মোদি  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবে ভারতীয়রা

প্রকাশ: ১২:২৭ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

ভারত রাশিয়ার মধ্যে ভিসামুক্ত ভ্রমণ চুক্তি স্বাক্ষর হতে পারে। দুই দেশের মধ্যে পর্যটনের প্রসার ঘটাতে চুক্তি স্বাক্ষর হতে পারে চলতি বছরই। আর সেটি হলে ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শুক্রবার (১৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত রাশিয়ার মধ্যে পর্যটন বাড়ানোর লক্ষ্যে ভিসামুক্ত ভ্রমণ চুক্তি স্বাক্ষর হতে পারে চলতি বছরই। বিষয়ে উভয় দেশের মধ্যে জুন মাসে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলেও জানিয়েছেন রাশিয়ার একজন মন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভারত রাশিয়ার বন্ধুত্ব সারা বিশ্বে খ্যাত। যখনই কোনও সংকট এসেছে, দুই দেশ একযোগে কাজ করেছে। এবার এই বন্ধুত্বে যোগ হতে চলেছে এক নতুন অধ্যায়। উভয় দেশ একে অপরের নাগরিকদের জন্য ভিসামুক্ত এন্ট্রি দেওয়ার পরিকল্পনা করছে।

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে, ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা। রাশিয়ানরাও ভিসা ছাড়াই ভারতে আসতে পারবেন। চলতি বছরেই এই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে বলে আশা করা হচ্ছে।


ভিসা   রাশিয়া   ভারতীয়  


মন্তব্য করুন


বিজ্ঞাপন