কালার ইনসাইড

একুশে যত আলোচিত ওয়েব সিরিজ

প্রকাশ: ১১:০০ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২১


Thumbnail একুশে যত আলোচিত ওয়েব সিরিজ

২০২১ সাল ভালো-মন্দ মিলিয়ে-ই কেটেছে। তাই সারাবিশ্ব এখন নতুন বছরকে স্বাগত জানানোর অপেক্ষায়। করোনার কারণে সিনেমা মুখ থুবড়ে পড়েছে। আর এ পরিস্থিতি থেকে রক্ষা পেতে কিংবা সিনেমা প্রেমীদের ধরে রাখতে আগমন ওটিটি প্ল্যাটফর্মের। এখন এই ওটিটির রেশ এতটাই প্রবল যে, সিনেমার চেয়েও ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করছেন দর্শকরা। 

চলতি বছর ওটিটিতে এ রকম অনেক ওয়েব সিরিজ এসেছে, যা দর্শকদের হৃদয় ও মন কেড়ে নিয়েছে। বছরজুড়েই আলোচনায় ছিল ওয়েব সিরিজ। বছর শেষে স্মরণ করা যাক আলোচিত সিরিজগুলা।

মহানগর

দেশীয় ওয়েব সিরিজের মধ্যে চলতি বছরের আলোচিত ওয়েব সিরিজের মধ্যে অন্যতম ‘মহানগর’। গল্প, অভিনয়, নির্মাণ- সবদিক থেকে আলোচিত ছিল এই ওয়েব সিরিজটি। এটি নির্মাণ করেছেন আশফাক নিপুণ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম, মোস্তাফিজুর নূর ইমরান, শ্যামল মাওলা, শাহেদ আলী, জাকিয়া বারী মম প্রমুখ। এই ওয়েব সিরিজে উঠে আসে মহানগর ঢাকার অপরাধ জগতের একটি খণ্ডচিত্র। এটি প্রচারের পর ভূয়সী প্রশংসা করেন দর্শক।

মরীচিকা

শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘মরীচিকা’ অবমুক্ত হওয়ার পর বেশ প্রশংসিত হয়। আরও বেশি বাহবা কুড়ান খলনায়ক চরিত্রে অভিনয় করা টিভি পর্দার অন্যতম শীর্ষ অভিনেতা আফরান নিশো। অভিনয়ের পাশাপাশি এখানে তার লুক, সংলাপ ও পারফরমেন্স বেশ আলোচিত হয়। নিশো ছাড়াও এখানে অভিনয় করেছেন- সিয়াম আহমেদ, মাহিয়া মাহি, জোভান প্রমুখ।

জানোয়ার 

বছরের শুরুতেই রায়হান রাফী হুলুস্থুল বাঁধিয়ে ফেলেছিলেন প্রথম ওয়েব ফিল্ম দিয়ে। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এই গল্প সাজানো হয়েছে। এই ওয়েব ফিল্মের বড় প্রাপ্তি রাশেদ মামুন অপুর প্রত্যাবর্তন, বলা যায় ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে ফেলেছেন। আরও ছিল তাসকিন রহমান, এলিনা শাম্মি, রাহুল, ফরহাদ লিমনরা। 

খাঁচার ভিতর অচিন পাখি

রাফি এই বছর ওয়েবে বেশ সক্রিয় ছিলেন। তার নির্মিত ‘খাঁচার ভিতর অচিন পাখি’ বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ সাহসী কাজ। তমা মির্জা, ফজলুর রহমান বাবু থেকে ইন্তেখাব দিনার, সুমন আনোয়ারেরাও ভালো অভিনয় করেছেন।

বলি

বিজ্ঞাপন নির্মাতা শঙ্খ দাশগুপ্তের প্রথম ওয়েব সিরিজ। সোহরাব-রুস্তমের উপাখ্যান থেকে অনুপ্রাণিত হয়ে এক দ্বীপে সাজিয়েছেন গল্প। ওয়েস্টার্ন প্যাটার্নের সিরিজের শুরু থেকেই ছিল চমক জাগানিয়া, ট্রেলারেও ছিল সেই আভাস। তবে সেই অনুযায়ী প্রত্যাশা মিটায়নি। প্রথম কয়েক পর্ব ভালো লেগেছিল। আনারকলি চরিত্রটার প্রতি সুবিচার করা হয়নি, সোহানা সাবাও সেই অনুযায়ী অভিনয় দেখাতে পারেননি। মুখ্য চরিত্রে চঞ্চল চৌধুরীর খল অভিনয় ভালো লেগেছে, নাসিরউদ্দিন খানকে পাওয়া গেল অন্যরকম। বরং এত তারকার ভিড়ে নবীন সাফা কবির, মৌসুমী মৌরা ভালো করেছে। ইরেশ যাকের, লুৎফর রহমান জর্জ মোটামুটি, সোহেল মণ্ডল ভালো অভিনয় করলেও চরিত্রটা আরও বিকাশ দাবি করে। চোখ জুড়ায় তাহসিন রহমানের সিনেমাটোগ্রাফি আর তানজীর তুহিনের শিরোনাম সংগীত অন্যমাত্রা এনে দেয়।

লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান

মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ, স্বাভাবিকভাবেই আগ্রহ ছিল অনেক বেশি। সেই তুলনায় প্রত্যাশা মিটেছে কম, তবে ভালোর তালিকায় রাখা যায়। সিরিজের সেরা প্রাপ্তি তাসনিয়া ফারিণের অভিনয়। আফজাল হোসেন  অনেক বছর পর আলোচনায় এলেন। হাসান মাসুদ, মারিয়া নূর দুজন  বেশ ভালো করেছেন, বাকিদের যথাযথভাবে তেমন পাওয়া যায়নি, পার্থ বড়ুয়া, মোস্তফা মনোয়ার, ইরেশ যাকেরও ছিলেন। এক নারীর শ্লীলতাহানির গল্প, সেইদিক থেকেও গুরুত্বপূর্ণ কাজ। ‘পরবাসী’ গানটা শুনতে ভালোই লাগে।

ইউটিউমার

আদনান আল রাজীব ওয়েব ফিল্ম বানাচ্ছেন, এটাই ছিল দর্শকদের জন্য যথেষ্ট। সাম্প্রতিককালের উঠতি কিছু তারকা আর স্যাটায়ার করে বানানো এই ওয়েব ফিল্ম শুরু থেকেই ছিল উপভোগ্য। সিরিয়াস সব কাজের ভিড়ে কমেডি হিসেবে এটা আলাদা মাত্রা এনে দিতে পারতো। কিন্তু এটাও শেষ পর্যন্ত হতাশই করে। আদনান আল রাজীবের আগের কাজগুলোর তুলনায় পিছিয়ে। প্রীতম হাসান গানের মানুষ, অভিনয় স্বাভাবিকভাবেই খুব ভালো করবেন না। গল্পের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ না হলেও ভালো লেগেছে শরীফ সিরাজের অভিনয়।  আর জিয়াউল হক পলাশই ছিলেন বরং মন্দের ভালো।

‘নেটওয়ার্কের বাইরে’

চার তরুণের সেন্ট মার্টিন বেড়াতে যাওয়ার গল্প নিয়ে নেটওয়ার্কের বাইরে বছরের সবচেয়ে আলোচিত বাংলা সিনেমা। বাংলাদেশের স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির আগেই ছবির দুটি গান ভাইরাল হয়ে যায়। ছবি মুক্তির পর প্রতিক্রিয়ায় অনেক দর্শককেই বলতে শোনা গেছে, ছবির এমন হৃদয়বিদারক সমাপ্তি ছিল অপ্রত্যাশিত। তরুণ নির্মাতা মিজানুর রহমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, খায়রুল বাসার, শরিফুল রাজ, জুনায়েদ বোগদাদী, অর্ষা, ফারিণ, তাসনুভা তিশা, তুষি প্রমুখ।

এদিকে শিবব্রত বর্মনের উপন্যাস অবলম্বনে অমিতাভ রেজার প্রথম ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’। মাসুদ মুন্সীকে কেন্দ্র করে এই ওয়েব ফিল্ম, খুব সম্ভবত পরবর্তীতে এর আরও সিক্যুয়েল বেরোবে। খুব ভালো না হলেও চলনসই বলা যায়। চঞ্চল চৌধুরী এমনিতেই ভালো অভিনয় করেন, তবে ব্যতিক্রম কিছু পাওয়া যায়নি। পূর্ণিমাকে অনেক দিন পরে দেখাটা বেশ চমকপ্রদ হলেও তাকে ভালো ব্যবহার করতে পারেননি নির্মাতা। আলো ছড়িয়েছেন শবনম ফারিয়া।

অন্যদিকে বছর শেষে আইএমডিবি ১০টি শীর্ষ ভারতীয় ওয়েব সিরিজের তালিকা প্রকাশ করেছে। সে তালিকায় চোখ রাখা যাক-

১. অ্যাসপিরেন্টস

২. ধিন্ডোরা

৩. দ্য ফ্যামিলি ম্যান

৪. দ্য লাস্ট আওয়ার

৫. সানফ্লাওয়ার

৬. কেনডি

৭. রয়

৮. গ্রহণ

৯. নভেম্বর স্টোরি

১০. মুম্বাই ডায়েরিস ২৬/১১

সালতামামি ২০২১  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বারবার শিল্পী সমিতির আদালতের দারস্থ হওয়া লজ্জার : অভিনেতা সোহেল রানা

প্রকাশ: ০৪:০৭ পিএম, ১৬ মে, ২০২৪


Thumbnail

বারবার শিল্পী সমিতির আদালতের দারস্থ হওয়া শিল্পীদের জন্য লজ্জার। একজনের জন্য সব শিল্পীকেই সেই দায়ভার বহন করতে হচ্ছে। গত নির্বাচনের আগ পর্যন্ত কেউ শিল্পী সমিতির অভ্যন্তরীণ বিষয় নিয়ে আদালতে যায়নি। ছোট ছোট যে সমস্যাগুলো হয়েছে তার সমাধান শিল্পীরাই করেছেন।

গতবার প্রথম নিপুণ আদালতে গেছেন। এবারও তাই করলেন। গতবার তার সঙ্গে প্যানেলের ১১ জন ছিলেন, এবার তার প্যানেল থেকে নির্বাচিত হওয়া তিনজন কিন্তু ইতোমধ্যে নতুন প্যানেলের সঙ্গে বসে মিটিং করেছেন। আগের কমিটির মতো আলাদা থাকেনি। এবার আদালতে যাওয়ার বিষয়টি অকল্পনীয় ব্যাপার, কল্পনাতীত। শিল্পী সমিতির আদালতের দারস্থ হওয়া শিল্পীদের জন্য লজ্জার বলে নিপুণের রিট প্রসঙ্গে এভাবেই বললেন গুণী অভিনেতা সোহেল রানা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি মানেই যেন আলোচনা-সমালোচনা। একে অন্যের বিরুদ্ধে কথা বলে সমালোচিত হয়েছেন শিল্পী সমিতির নেতারা। ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের পর আদালত পর্যন্ত গেছেন সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা নিপুন আক্তার। পরে আদালতের হস্তক্ষেপে দায়িত্ব পালন করেন নিপুন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন তিনি। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। নির্বাচন মেনে নেওয়ার এক মাস পর তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।


শিল্পী সমিতি   আদালত   অভিনেতা   সোহেল রানা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মিষ্টি জান্নাতকে চুমু খেতে চেয়েছেন জয়

প্রকাশ: ০৩:৪০ পিএম, ১৬ মে, ২০২৪


Thumbnail

দেশের বিতর্কিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। নানা সময় অতিথিদের আপত্তিকর প্রশ্নের মাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি। এবার শাকিব-মিষ্টির বিয়ের গুঞ্জনে যোগ দিয়েছেন জয়।

মিষ্টি জান্নাতকে নিয়ে জয় বলেছেন, ‘ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না।এরপরই তার বিরুদ্ধে মুখ খুলেন মিষ্টি। তার দাবি, শাহরিয়ার নাজিম জয় তাকে চেনেন। তবুও না চেনার অভিনয় করেছেন।

অভিনেত্রী মিষ্টি বলেন, ‘‘জয় ভাইয়াকে দেখলাম, সে বলছেন, ‘ওই যে একটা মেয়ে, শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান। তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী, যেটা মিলে গেছে। তাদের বিয়ে হলেও সেটা টিকবে না।এটা উনি কীভাবে জানল? কীভাবে বলল? এটা আমার প্রশ্ন।’’

এরপর জয় তাকে নিয়মিত কু-প্রস্তাব দিয়েছেন জানিয়ে মিষ্টি জান্নাত আরও বলেন, ‘সে আমাকে চেনে। গত পরশুদিন আমাকে টেক্সট করে বলছে, মিষ্টি কোথায় আছো? চলো লং ড্রাইভে যাই। অথচ, এমন একটা ভাব নিল, সে আমাকে চেনেই না। সে বললো, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে।


মিষ্টি   জান্নাত   চুমুজয়  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মেয়েকে সঙ্গে নিয়ে কানে উড়াল দিলেন ঐশ্বরিয়া রাই

প্রকাশ: ০১:১৫ পিএম, ১৬ মে, ২০২৪


Thumbnail

প্রতি বছরের ন্যায় ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে বসেছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরকান চলচ্চিত্র উৎসব।শোবিজ দুনিয়ার অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে মঙ্গলবার (১৪ মে)

প্রতিবারের মতো এবারের আসরেও রেড কার্পেটে হাঁটবেন সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। সেই উদ্দেশেই বুধবার ভারত ছেড়েছেন তিনি। উড়াল দিয়েছেন কান উৎসবে যোগ দিতে। মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়েই ভারত ছাড়তে দেখা গেছে ঐশ্বরিয়াকে।

তবে ঐশ্বরিয়া ভক্তদের মনে চিন্তার ভাঁজ ফেলেছে নতুন একটি বিষয়, সেটি হলো ঐশ্বরিয়ার ডান হাত! একটি ভিডিওতে দেখা গেছে, ঐশ্বরিয়া কোনোভাবে ডান হাতে চোট পেয়েছেন। করা হয়েছে প্লাস্টার।

এত বড় একটি উৎসবের আগে হাতে কীভাবে ব্যাথা পেলেন ঐশ্বরিয়া, সেই প্রশ্ন তুলেছেন ভক্তরা। চোট নিয়ে এক ভক্ত লিখেছেন, ‘এভাবে চোট পাওয়া হাতে কানে হাঁটবে, ঈশ্বর আপনার মঙ্গল করুন।

২০০২ সালে  কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না পরে হেঁটেছিলেন ঐশ্বরিয়া। ওই বছরই তার ছবি দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল। সেবার অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন নায়িকা। এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রেড কার্পেট রেখেছেন মাতিয়ে।


কান   ঐশ্বরিয়া রাই  


মন্তব্য করুন


কালার ইনসাইড

নিপুণের সমালোচনায় জায়েদ খান

প্রকাশ: ০৮:৫১ এএম, ১৬ মে, ২০২৪


Thumbnail

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন নির্বাচনে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী অভিনেত্রী নিপুণ। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে।

বুধবার বিচারপতি নাইমা হায়দার বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়।

জানা গেছে, নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন। এতে সভাপতি পদে মিশা ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ডিপজল পেয়েছেন ২২৫ ভোট। ১৬ ভোট কম পেয়ে হেরে যান তার প্রতিদ্বন্দ্বী নিপুণ। তিনি পেয়েছেন ২০৯ ভোট।

এদিকে, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে  নিপুণের এই রিটের প্রতিক্রিয়ায় জায়েদ খান  বলেন, ‘একজন মানুষ লোভে পড়ে, যোগ্যতাহীনভাবে একটা চেয়ারকে ধরে রাখার জন্য কতটা নিচে নামতে পারেন সেটা উনি দেখিয়ে দিয়েছেন। ফুলের মালা পরিয়ে দিয়ে বলে গেলেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। সব মেনে নিয়ে ওনার এত দিন পরে মনে হলো নির্বাচন সুষ্ঠু হয়নি।


নিপুণ   সমালোচনা   জায়েদ খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মায়ের শর্ত কারও সঙ্গে প্রেম করতে পারব না

প্রকাশ: ০৮:১৩ এএম, ১৬ মে, ২০২৪


Thumbnail

‘লাপাতা লেডিস’র মাধ্যমে নির্মাতা হিসেবে বেশ আলোচনায় এসেছেন কিরণ রাও। এরই মধ্যে সাড়া ফেলেছে সিনেমাটি।

গল্পটি নির্মল প্রদেশ নামে একটি প্রত্যন্ত গ্রাম থেকে শুরু। প্রধান চরিত্র তিনটি। এর একটি হলো ফুল কুমারী। চরিত্র রূপায়ণ করেছেন নীতাংশি গোয়েল। সহজ-সরল চরিত্রটি রূপায়ণ করে প্রশংসা কুড়াচ্ছেন ১৬ বছর বয়সী এই তরুণ অভিনেত্রী।

এবার এক সাক্ষাৎকারে নীতাংশি প্রেম নিয়ে কথা বলে এসেছেন আলোচনায়। তিনি বলেন, ‘আমার মা শর্ত দিয়েছেন, কারও সঙ্গে প্রেম করতে পারব না। তবে বন্ধুত্ব থাকতে পারবে, তাদের সঙ্গে কথা বলারও অনুমতি রয়েছে। আসলে এ বয়সে প্রেম করার কথা চিন্তা করছি না আমি।’ নীতাংশির মা রাশি গোয়েল। মা-মেয়ের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ।

২০০৭ সালের ১২ জুন উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন নীতাংশি গোয়েল। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন ১ কোটি ৪০ লাখ মানুষ। ‘লাপাতা লেডিস’র আগেও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে এ সিনেমাটি তাকে ব্যাপক পরিচিতি দিয়েছে।


লাপাতা লেডিস  


মন্তব্য করুন


বিজ্ঞাপন