ইনসাইড বাংলাদেশ

আন্তর্জাতিক চাপ: ভুল পথে সরকার?

প্রকাশ: ০৯:০০ পিএম, ২৭ জানুয়ারী, ২০২২


Thumbnail আন্তর্জাতিক চাপ: ভুল পথে সরকার?

বাংলাদেশের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমশ দৃশ্যমান হচ্ছে। মার্কিন প্রশাসন ইতিমধ্যে বাংলাদেশের ওপর একাধিক চাপ প্রয়োগ করেছে। গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পররাষ্ট্রমন্ত্রী গতকাল জাতীয় সংসদে বলেছেন যে, এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তারা কাজ করছেন, এটি সময় সাপেক্ষ ব্যাপার। অর্থাৎ আপাতত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছেনা। পাশাপাশি জো বাইডেন দুর্নীতিবিরোধী নীতির আলোকে বাংলাদেশের বিরুদ্ধে আরো কিছু ধরনের বিধি-নিষেধ আরোপ করতে যাচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। বাংলাদেশের এলিট ফোর্স র‍্যাবকে যেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে নিয়োগ না দেওয়া হয়, সেজন্য জাতিসংঘে একটি আবেদন করেছে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ ১২টি মানবাধিকার সংগঠন। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশ র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছেন একজন ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টারিয়ান। যদিও ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আজ বলা হয়েছে, এটি একজন ব্যক্তির মতামত, এটি ইউরোপিয়ান ইউনিয়নের মতামত নয়। কিন্তু এ সমস্ত ঘটনা স্পষ্টতই প্রমাণ করে যে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ওপর এক ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে। বলাবহুল্য, এই চাপ যে সৃষ্টি করছে বিএনপি-জামায়াত এবং যুদ্ধাপরাধী গোষ্ঠী, তা বলার অপেক্ষাই রাখেনা।

পররাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে ৮টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন, যে প্রতিষ্ঠানগুলো বিএনপি-জামায়াতের লবিস্ট হিসেবে কাজ করছে এবং তারা বাংলাদেশের এই চাপ সৃষ্টির ক্ষেত্রে ভূমিকা রাখছে বলেও বিভিন্ন মহল মনে করে। পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিরা লাগাতারভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে সেটি মূলধারার গণমাধ্যমে আনছে এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন সেটিকে লুফে নিচ্ছে। এভাবেই বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই চাপ মোকাবিলার জন্য বাংলাদেশের যে কাজগুলো করা উচিৎ সেই কাজ করছেনা। বরং বাংলাদেশ এই সমস্যাগুলোকে উপেক্ষা করার যে কৌশল গ্রহণ করেছে সে কৌশলটি ভ্রান্ত বলেই অনেকে মনে করছে। বিষয়টা এরকম যে, উট পাখির মুখ গুঁজে থাকার মতো অবস্থা। কিন্তু উটপাখি মুখ গুঁজে থাকলে যেমন ঝড় বন্ধ হয়না, তেমনি বাংলাদেশ যদি সবকিছুকে অগ্রাহ্য করে তাহলে সংকটের সমাধান হবেনা। এজন্যই কূটনৈতিক মহল মনে করছে বাংলাদেশ সরকারকে অবিলম্বে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিৎ।

প্রথমত, তারা মনে করছেন যে, বিভিন্ন দেশে বাংলাদেশের যে মিশনগুলো রয়েছে সেই মিশনগুলোতে যোগ্য লোকদেরকে প্রতিস্থাপন করা উচিৎ। বিশেষ করে, স্পর্শকাতর দেশগুলোতে যথাযথ এবং রাজনৈতিকমনস্ক ব্যক্তিদের জরুরী ভিত্তিতে পদায়ন করা দরকার।

দ্বিতীয়ত, আন্তর্জাতিক অঙ্গনে প্রচারণা বাড়ানো দরকার বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন যে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশগুলোতে আন্তর্জাতিক সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে বাংলাদেশের সঠিক অবস্থাটা তুলে ধরা দরকার, যেটি ২০১৩-১৪ সালেও করা হতো। সেই ধারাটাই ফিরিয়ে আনা দরকার এবং আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানটা সুস্পষ্ট করা দরকার।

তৃতীয়ত, তথ্য-প্রমাণ উপস্থাপন করা। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যোগাযোগ বাড়ানো দরকার। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনে প্রকৃত তথ্য-উপাত্ত দেওয়া উচিৎ, যে তথ্য-উপাত্তের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিতে পারেন।

চতুর্থত, আন্তর্জাতিক গণমাধ্যমকে কাজে লাগানো। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের প্রকৃত অবস্থা সম্পর্কে প্রতিবেদন, ফিচার, অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করা জরুরী বলে বিভিন্ন কূটনৈতিক মহল মনে করছে।

সর্বশেষ, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করা। মানবাধিকার কমিশন, তথ্য অধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় এবং গতিশীল করার মধ্য দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে তার ভাবমূর্তি উজ্জ্বলের একটা চেষ্টা করতে পারে। কূটনৈতিক মহল মনে করছে, খুব দ্রুত এই কাজগুলো করা দরকার, না হলে সরকারের ভাবমূর্তি আরও প্রশ্নের মুখে পড়তে পারে।

যুক্তরাষ্ট্র  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

সিরাজগঞ্জে গাড়ি চাপায় অটো ভ্যান চালকের মৃত্যু

প্রকাশ: ০৩:১৪ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪


Thumbnail

সিরাজগঞ্জের উল্লাপাড়া অজ্ঞাত গাড়ি চাপায় বিল্লাল হোসেন (৩০) নামের এক অটো ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া পৌরসভার কাওয়াক মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

 

নিহত বিল্লাল হোসেন উল্লাপাড়ার সেনগাঁতী গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ওয়াদুদ জানান, ‘অটো ভ্যান নিয়ে বাড়ি থেকে শ্যামলীপাড়া বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বিল্লাল হোসেন। কাওয়াক মোড়ে তার গাড়ির এক্সেল ভেঙ্গে গেলে গাড়িটি নিয়ন্ত্রন হারায়। এ সময় দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি অটো ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বিল্লাল। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'


সড়ক দুর্ঘটনা   গাড়ি চাপা   চালকের মৃত্যু  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

গোপালগঞ্জে সমাজ সেবা দপ্তরের চিকিৎসা সেবার চেক বিতরণ

প্রকাশ: ০৩:০৬ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪


Thumbnail দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে চিকিৎসা সেবার চেক বিতরণ করছেন সমাজ সেবা দপ্তরের কর্মকর্তারা

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দুরারোগ্য ব্যাধির চিকিৎসা সেবার জন্য সমাজসেবা অধিপ্তরের মাধ্যমে ৩১ জন রোগীকে ১৬ লাখ পঞ্চাশ হাজার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান। উপজেলা সমাজ সেবা অফিসার মোশারেফ হোসেনের সঞ্চালনায় ওই সভায় উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, দরিদ্র বিমোচন অফিসার জাকিয়া সুলতানা ও তথ্য আপা শতাব্দী বিশ্বাস প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজ সেবা অফিসার মোশারেফ হোসেন জানান, মুকসুদপুর উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩১ জন রোগীর মাঝে এক কালীন জন প্রতি ৫০ হাজার টাকা করে সর্বমোট ১৬ লাখ পঞ্চাশ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।


সমাজ সেবা দপ্তর   চিকিৎসা সেবা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

পুলিশের হাতে আটক ভুয়া র‌্যাব সদস্য, নকল ড্রেস, ওয়াকিটকি ও নকল পিস্তল উদ্ধার

প্রকাশ: ০২:১০ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪


Thumbnail উদ্ধারকৃত নকল র‌্যাবের পোশাক, ওয়াকিটকি, পিস্তল

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ্যাবের নকল ড্রেস, ওকিটকি নকল পিস্তলসহ নানা মালামাল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৮ এপ্রিল) সকালে মুন্সিগঞ্জ থানার গজারিয়া পুলিশের একটি দল কাশিয়ানী পুলিশের সহায়তায় কাশিয়ানী উপজেলার চরচাপতা গ্রামে অভিযান চালিয়ে ডাকাতদের ভাড়া করা ওই গ্রামের হাবিবুর মোল্রার বাড়ির নিচ তালার একটি ঘর থেকে এসব মালামাল উদ্ধার করে।

মামলার তদন্ত কর্মকর্তা কেএম রিয়াজুল ইসলাম জানান, ‘গত ২৩ এপ্রিল দুবাই ফেরত কুমিল্লা জেলার তিতাস থানার মজিদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে নুরুজ্জামান বাড়ি ফেরার পথে বিকেল ৪টার ঢাকা-চট্রগ্রামের মহাসড়কে এশিয়া ট্রন্সপোর্টের একটি বাসের গতি রোধ করে তাকে র‌্যাব পরিচয়ে তাদের মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়।

ভূয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী জালালউদ্দিন ওরফে রবিউল-এর নেতৃত্বে অস্ত্রের মুখে তার (নুরুজ্জামান) কাছে থাকা নগদ ১৭ লাখ টাকা ২৮ লাখ টাকার স্বর্নালংকার মোট ৪৫ লাখ টাকার মালামাল নিয়ে যায় এবং পরে নারায়নগঞ্জ জেলার বন্দর থানার একটি ইটের ভাটার পাশে ফেলে রেখে চলে যায়।

ব্যাপারে গজারিয়া থানায় মামলা হলে পুলিশ তদন্তে নামে এবং মাইক্রোবাসের ড্রাইভার নজরুলকে পুলিশ গ্রেপ্তার করে। তার দেয়া তথ্য অনুযায়ী রবিবার সকালে পুলিশ এসব মালামাল উদ্ধার করে।

ভুয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী জালালউদ্দিন ওরফে রবিউলের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


ভূয়া র‌্যাব   ডাকাতি  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

দেশের আট জেলার ১৯ ইউপিতে চলছে ভোটগ্রহণ

প্রকাশ: ০২:০০ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪


Thumbnail

দেশের আটটি জেলার ১৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রবিবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

যেসব ইউনিয়নে ভোটগ্রহণ চলছে সেগুলো হলো…

১। লক্ষ্মীপুর

সদর উপজেলা:  ১. দক্ষিণ হামছাদী, ২. দালাল বাজার, ৩. বাঙ্গাখা, ৪. লাহারকান্দি, ও ৫. তেওয়ারীগঞ্জ।

২। দিনাজপুর

বিরল উপজেলা: ৬. আজিমপুর, ৭. ফরক্কাবাদ, ৮. বিরল।

৩। রাজশাহী

পুঠিয়া উপজেলা: ৯. পুঠিয়া।

৪। পটুয়াখালী

সদর উপজেলা: ১০. কমলাপুর, ১১. ভুরিয়া।

৫। বরগুনা

আমতলী উপজেলা: ১২. আমতলী।

৬। সাতক্ষীরা

সদর উপজেলা: ১৩. আলিপুর।

৭। ব্রাহ্মণবাড়িয়ার

কসবা উপজেলা: ১৪. কুটি

৮। কক্সবাজার 

ঈদগাঁও উপজেলা: ১৫. ইসলামপুর, ১৬. ইসলামাবাদ, ১৭. জালালাবাদ, ১৮. ঈদগাঁও, ১৯. পোকখালী ইউনিয়ন পরিষদ।

নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন একটি মনিটরিং সেল গঠন করেছে। এই সেল নির্বাচন ভবন থেকে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছে। বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে সেলটি গঠিত হয়েছে।

২০২২ সালে সাত ধাপে সাড়ে চার হাজার ইউপির ভোটগ্রহণ সম্পন্ন করে নির্বাচন কমিশন। মেয়াদোত্তীর্ণ হওয়া সাপেক্ষে বাকি ইউপির ভোট হচ্ছে সময়ে সময়ে।


ইউপি নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

নির্বাচনী আচরণবিধি ভেঙ্গে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪


Thumbnail নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করে মোটসাইকেল শোডাউন করছে ছাত্রলীগ

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালীন আচরণবিধি ভঙ্গ করে মোটরসাইকেল শোডাউন করেছে ছাত্রলীগ। এসময় বিভিন্ন দলীয় স্লোগান দেন ছাত্রলীগ নেতারা।

রবিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান আশিক অর্ধ শতাধিক নেতাকর্মী নিয়ে ভোটকেন্দ্রের সামনে এ শোডাউন দেন। তবে নির্বাচন কমিশনের স্থানীয় সরকার নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী, ভোটকেন্দ্রের আশপাশে কোনো প্রকার মিছিল কিংবা শোডাউন করা যাবে না।

এবিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী বলেন, ভোটকেন্দ্রের ভেতরে বা বাইরে কোনো অবস্থাতেই কোন রকম মোটরসাইকেল শোডাউন দেওয়ার সুযোগ নেই। এ ঘটনায় এখনই ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রবিবার সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ইউনিয়নের ১০টি কেন্দ্রে ৭২টি কক্ষে ২৫ হাজার ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে সাতক্ষীরা জেলা বিএনপির সদ্য বহিস্কৃত যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়াসহ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


ছাত্রলীগ   নির্বাচনী আচরণবিধি   মোটরসাইকেল   শোডাউন  


মন্তব্য করুন


বিজ্ঞাপন