কালার ইনসাইড

‘মাঝেমধ্যে রাগ করে বলি, আমাকে তো মেরে ফেলবেন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:২৫ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০১৮


Thumbnail

গেল কয়েক বছরে ছোট পর্দায় তিনি আলোচনার শীর্ষে। রোমান্টিক হিরো হিসেবে পরিচিতি থাকলেও নিজের এই ইমেজ ভেঙে নানারূপে নিজেকে প্রকাশ করেন। এই অভিনয় ক্যারিশমা দেখানো চাট্টিখানি কথা নয়। সেসব নিয়ে তিনি মুখোমুখি হয়েছেন বাংলা ইনসাইডারের সঙ্গে।

ঈদের পরের ব্যস্ততা...

কোমর ব্যথায় ভুগছি বেশ কিছুদিন ধরে। আর ঈদের আগে এ নিয়েই করতে হয়েছে টানা শুটিং। ঈদের প্রায় দশ দিন আগে এই যন্ত্রণা শুরু হয়। ‘ট্যাটু’, ‘লালাই’, ‘জীবন এখানে এমন’ নাটকগুলো কোমর ব্যথা নিয়েই করতে হয়েছে। ইউনিটের লোকজন ধরে এখান থেকে ওখানে নিয়ে যেত। ‘এবার তোরা মানুষ হ’ নাটকটিতে তো কোমর ব্যথার জন্যই চরিত্রটাকে হুইল চেয়ারে বসানো হয়েছে। আমাদের জায়গাগুলো এমন হয়ে গেছে। ইচ্ছে করলেই কাজ বন্ধ করতে পারিনা। ইচ্ছে করলেই বিশ্রাম নিতে পারিনা। সেটা শুটিং স্পটেও। আমার সঙ্গে অনেক মানুষ যুক্ত। মাবরুর রশীদ বান্নাহর ‘আমাদের বকরভাই’ নামের একটি নাটকের পাঁচদিনের শুটিংয়ের প্রথম দিনেই বাইক অ্যাক্সিডেন্ট করে হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে। এখনো ছেড়া। তা নিয়েই চলে যাচ্ছে। ঈদের সময় তাই কিছুটা বিশ্রাম নিয়েছি। একদম ফোন থেকেও দূরে। বাসায় শুয়ে বসে কাটিয়েছি।

সামনে শুরু হবে ১৬ ডিসেম্বরের নাটক নিয়ে ব্যস্ততা। এর আগে নিজেকে যতটা বিশ্রাম দেয়া যায়। ভিন্ন ভিন্ন চরিত্র করতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হয়। তার জন্য মানসিক এবং শারীরিক যে বিশ্রামটা দরকার। সেটা তো সবসময় পাওয়া সম্ভব হয় না।

শোনা যায়, যে চরিত্রটা নিয়ে পরিশ্রম একটু বেশি করতে হয়। বর্তমান সময়ে সেখানে পছন্দের তালিকার প্রথমে আপনি থাকেন। আপনার কী মনে হয়?

আমার মনে হয় এই এফোর্টটা সহজাত হয়ে গেছে। গ্রামের কাদা মাখামাখি থেকে শুরু করে পাগলের চরিত্র। সবটাই যেন আমার করতে হবে। দুই দিনের মধ্যে পাঁচটা লুক নিতে হবে। ডাক পড়বে আমার। আমি মাঝেমাঝে রাগ করে বলি, আমাকে তো মেরে ফেলবেন। আপনারা তো সময়ও দিবেন না। পাঁচদিন নেন পাঁচটা লুকের জন্য। তাও নিবেন না। এই দুইদিনেই করবেন। ওই যে তখন বাজেট ব্যাপারটা চলে আসে। পারলে ওই দুইদিনেরটা কমিয়ে একদিনে নিয়ে আসারও একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু এখানে আসলে নির্মাতাদেরও দোষ দিচ্ছি না। বাজেটের সীমাবদ্ধতার মধ্যে তাদেরও তো ভালো গল্প বলতে ইচ্ছে করে।

আর এর জন্যই কি গেল কয়েক বছরে আপনার নাটক আলোচনার শুরুর দিকেই থাকে?

আমি আসলে পরিশ্রমটা করি খুব। মানুষ আমাকে আর যাই বলুক না কেন। এটা বলবে যে সে পরিশ্রমী অভিনেতা। এসির বাতাস খেয়েও তো কম নাটক পাবো না। আমার যেটা খুব ইজিয়েস্ট জোন। সেখানে আমার মন টেকে না। চ্যালেঞ্জ নেই। এটা করতেই হবে। পরিচালকরাও সাহসটা পায়।

এবার ঈদের নাটক কেমন দেখলেন?

এখন গল্প নির্ভর কাজ বেশি হচ্ছে। অনেক বেশি আলোচনায় আসছে। যারাই রিভিউ দিচ্ছেন না কেন। আগে পুতুপুত প্রেমটাই বেশি আলোচনায় আসতো। দিনের শেষে এখন দর্শকের রূচির অনেক পরিবর্তন হয়েছে। খেয়াল করলে দেখবেন, সিনেমার মত নাটকেও জনরা তৈরী হচ্ছে। যেটা আমরা বিশ্ব সিনেমায় দেখি। নির্মাতারা নানা জনরা নিয়ে কাজ করার সাহস পাচ্ছে। আরেকটা ব্যাপার হয়েছে আমাদের অভিনয়শিল্পীদের জন্য। এখানে উদাহরণ টানতে পারি, মেহজাবিন সুন্দরী হোক বা না হোক। তাকে পারফর্মার হতেই হবে। শুধু সুন্দরী বলেই সে পার পাবে না। সৌন্দর্য হয়তো প্লাস পয়েন্ট হবে। কিন্তু অভিনয় না জানলে এক না একদিন সে হেরে যাবে এখানে। ওকে সাধারণ একটা মেয়ে হতে হচ্ছে। যেকোন অভিনয়শিল্পীকে লেখক, ডিরেক্টররা, দর্শকরা এখন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আমাদের সেটা গ্রহণ করে লড়াই করতে হচ্ছে। এটা একটা ইন্ডাস্ট্রির জন্য খুবই পজিটিভ। একটা সময় ছিল ক্লিনশেভ একটা ছেলে আর সুন্দরী একটা মেয়ে মডেল হবে। আফজাল হোসেন ভাইরা সেটা করে জনপ্রিয়তা পেয়েছেন। এক সময় মোস্তফা সরয়ার ফারুকী কিংবা অমিতাভ রেজা ভাইয়েরা আসলেন। বিজ্ঞাপনের ভাষা পরিবর্তন হয়ে গেছে। নাটকের ক্ষেত্রেও এখন পরিবর্তন আসছে। দর্শকও কোনো না কোনোভাবে নাটক দেখছেন। তবে সময় এখন যে যত নিজেকে ভাঙ্গতে পারবে। সে তত জনপ্রিয়তা পাবে।

সময়টা নিয়ে আপনি খুশি?

চরিত্র নিয়ে খেলার যে প্রবণতা শুরু হয়েছে। একজন প্রেমিক যে সবসময় রোমান্টিক সংলাপই বলবেন, সেটা যারা বিশ্বাস করে না। সে কাতারে অনেকদিন আগে থেকেই ছিলাম আমি। আজকালকার নাটকে যা অনেক বেশি প্রতিফলিত হচ্ছে। আমাকে ডিফারেন্ট কিছু করতে হবে। আমাকে ভাঙ্গতে হবে। এটা এমন নয় যে আমি হিরোর মতো দেখতে বলে আমার প্রতিটা গল্পে হিরোইজিমই দেখাতে হবে। আমিও হারতে পারি। সেটা দেখাতে সমস্যা কি। একজন রিকসাওয়ালাও সময়ের স্রোতে হিরো হতে পারে। সেটা দেখতে পারি এ সময়ে।

ভিন্নতার কথা বলেন, ঈদে আপনার ৩৫ টির উপরে নাটক প্রচার হয়েছে। এত গুলো নাটকে অভিনয় করে মানটা ধরে রাখা সম্ভব হয়?

এতগুলো নাটকও যদি হয়। আমি বলবো নিজেকে আলাদা করতে পেরেছি বা চেষ্টায় ছিলাম। একটা চরিত্রের সঙ্গে অন্য আরেকটি চরিত্রের মিল খুব কম নাটকেই পাবেন। এটাও কিন্তু ঠিক যে অনেক আগের করা নাটক প্রচার হয়। এই যে ‘আঙুর বালা’ নাটকটি। এটা কিন্তু আমাদের প্রায় তিন বছর আগের করা নাটক। সেটা এবার ঈদে প্রচার হয়েছে। এনটিভিতে প্রচার হয়েছে ‘আমার একটি গল্প বলার ছিল’। এটা রোজার ঈদে করা। ‘লায়লা তুমি কি আমাকে মিস করো’ নাটকটি ছিল গত ভালবাসা দিবসের জন্য করা। এরকম আগের কাজও প্রচার হয়। আমার অভিনয়ের বয়সকাল থেকে, আমার সমসাময়িক যারা কাজ করছে। আমি বলবো একমাত্র আমিই এই ব্যাপারটি অনেকবেশি মেনে চলার চেষ্টা করতাম। আমাকে আলাদা হতে হবে। আমাকে রোমান্টিক যেমন হতে হবে। আমাকে পাগল কিংবা মুচিও হতে হবে। আমাকে চাষী, রিকসাচালক থেকে সব চরিত্র হতে হবে। এটা আমি কখনোই ভাবিনি যে আমার সুটেট বুটেট থাকতে হবে। আমি পাল্লা দিয়ে নাটক করবো। চরিত্র নিয়ে খেলাটাই আসলে আমার মজা।

অভিনয়ের শুরুটা হয়েছিল গাজী রাকায়েতের হাত ধরে। আর অভিনয়ের গুরু মানেন হুমায়ূন ফরিদীকে। ওনারা এখনো আপনার মধ্যে কতটা বিদ্যমান?

ফরিদী ভাইকে অনেক হ্যান্ডসাম বলবো না। এরকম একটা মানুষ যে মিডিয়াতে তোলপাড় করলো। তিনি বুঝিয়ে দিয়ে গেলেন লুকটাই অতীব জরুরি না। সেখানে যদি আমার লুক থাকে তো সেটা প্লাস পয়েন্ট। সে তো আমার অভিনয়ের বাবা। আমি কখনোই তাকে ছাড়াতে পারবো না। তবু আমার স্বপ্ন একদিন মানুষ তার মতো আমাকেও মনে রাখবে। অভিনয়ের জন্য ভালবাসবে। আমার একটা সময়ে হঠাৎ করে মনে হতো উনি যদি আমার বাবা হতেন বা সুবর্ণা আপা যদি আমার মা হতেন। হয়তো আরও সান্নিধ্য পেতাম। হয়তো আরও নিজেকে তৃপ্ত মনে হত। শিল্পী সত্তার একটা দায়িত্ববোধেরও জায়গা আছে। হয়তো আমার ক্যারেক্টারে প্রেম থাকবে। তবে সেটা যে সব সময়ই নর-নারীর প্রেম থাকতে হবে তা নয়। কখনো আমার সঙ্গে ছাত্রের প্রেম। কখনো পশুর সঙ্গে প্রেম। একটা সময় তো আর ইয়ং থাকবো না। তখন আসলে আমার অভিনয়টাই থাকবে। এই হিরোইজিমটা তো একটা সময়ে করতে পারবো না। ফরিদী ভাই সবটায় সেরা ছিলেন। যে মানুষটা ভিলেনের চরিত্র করতেন। সেই মানুষটাই আবার রোমান্টিক সংলাপ বলতেন। মানুষ নতুন কিছু পেত। রাকায়াত ভাইয়ের হাত ধরে আমার অভিনয় শুরু। আমি শুরু থেকেই বলতাম ভাইয়া আমি ভিন্ন ভিন্ন চরিত্র করবো। উনি বলতেন এটা অনেক কষ্টকর। তখন বলতাম আমি কষ্ট করতে রাজি আছি। এর জন্য আমি কখনো পিছপা হইনি।



নতুন- পুরাতন পরিচালকদের সঙ্গে নিয়মিত কাজ করা হয়। নতুনদের সম্ভাবনা কেমন?

আমি সবাইকেই বলি। অসংখ্য কাজ করাটা মূল লক্ষ্য রেখো না। এখন যেটা হচ্ছে ভিউশিপের যুগ। সবাই ভিউটা কাভার করতে চায়। গত ঈদে ‘বুকের বা পাশে’ অনেক ভিউ পাচ্ছিল। এটা নিয়ে আমার ইন্টারভিউ দিতে হয়েছে। সত্যি বলতে ‘ভিউ’টা কখনো স্ট্যান্ডার্ড মান হতে পারে না। এর পেছনে ছোটা উচিত নয়। ভাল কাজ হলে এমনিতেই সেটা ভাইরাল হয়ে যাবে। কিন্তু অনেক সময় অনেক ভালো কাজ আড়ালে পড়ে যায়। কখনো প্রত্যাশা করো না ঢালাওভাবে প্রশংসা পাবে। যেমন এবার বান্নাহ পপুলার হওয়ার মতো কোন কনটেন্টই বানায়নি। আমাদের যেমন ইজি জোন থাকে। ও যে চেষ্টাটা শুরু করছে। হয়তো পাঁচ বছর পর এর ফিডব্যাক পাবে। আমি যখন এটা শুরু করলাম। সবাই বলতো কি করতেছো। আমি বলতাম দেখো পাঁচ বছর পর এই দিয়েই আমি অনেকের চেয়ে এগিয়ে থাকবো। পরিচালকদের ক্ষেত্রেও সেটা বলবো। আজ যেটা থেকে প্রশংসা পেয়েছো বা জনপ্রিয়তা পেয়েছো। সেটা না করে কাল অন্য আরেকটা কিছু চেষ্টা করো।



বাংলা ইনসাইডার/ এমআরএইচ



মন্তব্য করুন


কালার ইনসাইড

কান চলচ্চিত্র উৎসবে চোখ ধাঁধানো লুকে ভাবনা

প্রকাশ: ১২:০৬ পিএম, ১৫ মে, ২০২৪


Thumbnail

‘কান চলচ্চিত্র উৎসব’ বিশ্বের শোবিজ অঙ্গনের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব। দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কান-এ প্রতি বছর সাধারণত মে মাসে এই উৎসব হয়ে থাকে। এই উৎসবের ৭৭তম আসরের পর্দা উঠেছে।

১২ দিনব্যাপী আনন্দঘন পরিবেশে তারকাদের এ মিলনমেলা চলবে ২৫ মে পর্যন্ত। এ উপলক্ষ্যে হলিউড-বলিউডসহ বিশ্বের নামিদামি তারকায় ভরে ওঠে কান শহর। প্রথমবারের মতো এবার কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

ভাবনা বুধবার (১৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে নজরকাড়া পোশাক ও চোখ ধাঁধানো অভিনব লুকে দেখা গেছে। ভাবনার সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা। পুরো সাজে রয়েছে স্নিগ্ধ আমেজ। কারুকাজ করা নীল রঙের শাড়িতে অভিনেত্রীকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে।


কান চলচ্চিত্র   ভাবনা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

লোকসভা নির্বাচনে চমক বিজেপি প্রার্থী কঙ্গনার সম্পদের খতিয়ান

প্রকাশ: ১০:৫৩ এএম, ১৫ মে, ২০২৪


Thumbnail

এবারের লোকসভা নির্বাচনের অন্যতম চমক ছিলেন হিমাচলের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত। ১৪ মে তিনি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কঙ্গনা রানাওয়াত ২০২২-২৩ অর্থবছরে মোট ৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৭৭০ টাকা আয় করেছেন। ২০২১-২২ অর্থবছরে তিনি ১২ কোটি ৩০ লাখ ৯২ হাজার ১২০ টাকা আয় করেছিলেন। 

তার দেওয়া সম্পত্তির খতিয়ান অনুযায়ী বলিউডের কুইনের কাছে এখন ২ লাখ টাকা আছে। দুটি মার্সিডিজ এবং একটি বিএমডব্লিউ গাড়ি আছে। বর্তমানে তার এই বিএমডব্লিউর বাজার দর ৯৮ লাখ ২৫ হাজার ৩৫৬ টাকা। তার একটি মার্সিডিজ বেঞ্জের দাম ৫৮ লাখ ৬৫ হাজার ৭৭১ টাকা। আরেকটি মার্সিডিজের দাম ৩ কোটি ৯১ লাখ ২২ হাজার ৭১৮ টাকা। এছাড়া তার একটি স্কুটিও আছে, যার মূল্য ৫৩ হাজার ৮২৭ টাকা।

প্রায় পাঁচ কোটি টাকার সোনার গহনা আছে কঙ্গনার। ৫০ লাখ টাকার রুপার গহনা, ৩ কোটি টাকার হিরা আছে কঙ্গনার। ফলে কঙ্গনা রানাওয়াতের মোট অস্থাবর সম্পত্তির মূল্য ২৮ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ২৩৯ টাকা ৩৬ পয়সা।

কঙ্গনা রানাওয়াতের মানালিতে একটি, মুম্বাইতে একটি এবং চণ্ডীগড়ে চারটি বাড়ি আছে। তার এই বাড়িগুলোর দাম যথাক্রমে ২১ কোটি ৭৮ লাখ ৫৬০ টাকা, ২ কোটি ৫০ লাখ টাকা, ৫৫ লাখ টাকা, ৭৫ লাখ টাকা, ৫৮ লাখ টাকা এবং ৫৮ লাখ টাকা।

তবে তার নামে যে বিপুল সম্পত্তি আছে সেটাই নয়। কঙ্গনা রানাওয়াতের মাথায় কিন্তু বিপুল ঋণের বোঝাও আছে। কঙ্গনার মোট ঋণ ১৭ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার ৬৮১ টাকা।


লোকসভা   নির্বাচন  


মন্তব্য করুন


কালার ইনসাইড

শিল্পী সমিতির নির্বাচন বাতিল চেয়ে নায়িকা নিপুণের রিট

প্রকাশ: ১০:১২ এএম, ১৫ মে, ২০২৪


Thumbnail

ফলাফল বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচন দাবি করেছেন পরাজিত সম্পাদক প্রার্থী নায়িকা নিপুণ আক্তার। ফলাফল বাতি চেয়ে তিনি এ বিষয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেছেন।

বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হবে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নতুন সভাপতি নির্বাচিত হন অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

 সভাপতি পদে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন ২২৫। ১৬ ভোট কম (২০৯) পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী নিপুণ আক্তার ।


শিল্পী   সমিতি   নির্বাচন   রিট  


মন্তব্য করুন


কালার ইনসাইড

দেশ ছেড়ে পালালেন ইরানি নির্মাতা রাসুলফ

প্রকাশ: ০৮:৫৪ এএম, ১৫ মে, ২০২৪


Thumbnail

এবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হবে ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফের নতুন ছবি ‘দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ’। এই ছবিটি ৭৭তম উৎসবের প্রতিযোগিতা বিভাগেও লড়ছে। সম্প্রতি কান উৎসবে ছবি জমায় দেওয়ায় মোহাম্মদ রাসুলফের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় নিরাপত্তার অভিযোগে আট বছরের কারাদণ্ড দেয় ইরান সরকার। কারাদণ্ডের সঙ্গে তাকে চাবুক মারা ও সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

মোহাম্মদ রাসুলফ জানিয়েছেন, ইরানের একটি আদালত জাতীয় নিরাপত্তার অভিযোগে তাকে কারাদণ্ডের শাস্তি দেয়ার পর নিজ দেশ ছেড়ে ইউরোপের অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে রাসুলফ ইরান সরকারের সিদ্ধান্তের প্রতি নিন্দা জানিয়ে অত্যাচারী এবং নিপীড়ক শাসক বলে অভিহিত করেছেন। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেটিতে তাকে ইরানের পার্বত্য সীমান্ত অতিক্রম করতে দেখা গেছে।

রাসলুফর আইনজীবীরা তাকে বলেছে যে তার কারাদণ্ড স্বল্প নোটিশে কার্যকর করা হবে। তাই তিনি ইরান থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। ইরানি কর্তৃপক্ষ এর আগে তাকে একাধিকবার গ্রেফতার করেছিল এবং তার কাজের জন্য তার পাসপোর্ট বাজেয়াপ্ত করেছিল।


ইরান   নির্মাতা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মা পরীমণির প্রশংসায় অপু বিশ্বাস

প্রকাশ: ০৮:০৫ এএম, ১৫ মে, ২০২৪


Thumbnail

ঢাকাই সিনেমার দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমণি। ব্যক্তিজীবনে দুজনেরই বেশ ভালো সম্পর্ক। বিভিন্ন অনুষ্ঠান কিংবা আয়োজনে একসঙ্গে দেখা  যায় তাদের।

পরীমণির ছেলের জন্মদিনে অপু বিশ্বাস গিফট দিচ্ছেন, আবার অপুর ছেলের জন্মদিনে হাজির হয়ে পরী সারপ্রাইজ দিচ্ছেন এমন বহু ঘটনা রয়েছে এই দুই নায়িকার মধ্যে। বিশেষ করে দুজনই নিজেদের দুঃসময়ে একে অন্যেকে পাশে পেয়েছেন।

পরীমণির নানার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গিয়েছিলেন অপু বিশ্বাস। আবার অপুর কোনো দুঃসংবাদ কিংবা সুসংবাদেও পরীমণির উপস্থিতির দেখা মিলেছে প্রতিবার। যে কারণে এবার অপু বিশ্বাসের কণ্ঠেও শোনা গেল পরীকে নিয়ে প্রশংসা।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন অপু। যেখানে পরীমণিকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় এই নায়িকাকে। সঞ্চালক অপুকে প্রশ্ন করেন, তার দৃষ্টিতে পরী কেমন?

জবাবে এই নায়িকা বলেন, ‘আগে পরী কি ছিল আমি জানি না। ব্যাখ্যাও দিতে চাই না। তবে অপু বিশ্বাসও মা পরী হতে পারেনি। সে এতটা সম্মানের উর্ধ্বে চলে গেছে।’

কিছুদিন আগে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন পরীমণি। পুত্র সন্তান পূণ্যর পর কন্যা সন্তান দত্তক নিয়েছেন তিনি। এরই মধ্যে শুরু করেছেন তার পরবর্তী সিনেমার শুটিং। খুব শিগগিরই ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে এই নায়িকাকে।

অন্যদিকে বর্তমানে সিনেমার চেয়ে নিজের ব্যবসা নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। পাশাপাশি সময় দিচ্ছেন ছেলে আব্রাম খান জয়কে। খুব শিগগিরই এই নায়িকা নতুন সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন।


পরীমণি   অপু বিশ্বাস  


মন্তব্য করুন


বিজ্ঞাপন