কালার ইনসাইড

‘ইসলামের বিপক্ষের সিনেমা নয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫০ পিএম, ১৪ নভেম্বর, ২০১৮


Thumbnail

খিজির হায়াত খান, অভিনয়ে নাম লিখিয়েছিলেন নিজের পরিচালনায় ‘অস্তিত্বে আমার দেশ’ সিনেমার মাধ্যমে। পরবর্তীতে দেশের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র খেলাধুলা বিষয়ক সিনেমা ‘জাগো’ পরিচালনা করে আলোচনায় আসেন। নায়ক হয়ে মাতাতে ‘মিস্টার বাংলাদেশ’ সিনেমায় আসছেন। তিনি মুখেমুখি হয়েছেন বাংলা ইনসাইডারের। 

বাংলা ইনসাইডার: পরিচালনা থেকে অভিনয় কিভাবে?

খিজির হায়াত খান: সিচুয়েশন বাধ্য করেছে। একজন আর্টিস্ট শেষ মুহূর্তে আসেনি। তাছাড়া এটার টপিকটাই এত সেন্সেটিভ। যেই পূর্ব প্রস্তুতি দরকার ছিল। শুটিংয়ে যেভাবে সময় দেয়ার দরকার ছিল। যেই লোকেশনে শুট করবো। যেভাবে শুট করবো। এটার জন্য আসলে প্রতিষ্ঠিত কারো কাছে সময়টা এক্সপেক্ট করাটা বা কারো সময় পাওয়াটা বা তাকে আসলে ওই পরিমানের পারিশ্রমিক দেওয়াটা সম্ভব হচ্ছিল না। খুবই রিস্কি একটি প্রজেক্ট। এই রিস্কটা আমি আসলে আমাদের যারা প্রতিষ্ঠিত, তাদের পাইনি। এরপরে যেটা, আরেকটা অপশন ছিল নতুন কাউকে নেয়া। নতুন কাউকে দিয়ে এতবড় রিস্ক আমি নিতে চাইনি। সে কারণে নিজে ক্যামেরার সামনে চলে আসছি।

প্রস্তুতি কেমন ছিল?

প্রায় ৮ মাস ধরে প্রস্তুতি নিয়েছি। ৮ মাস প্রস্তুতি নেয়ার পর গত বছরের নভেম্বরের ১০ তারিখ শুটিং শুরু হয়। এই নভেম্বরে মুক্তি। অ্যাকশনের জন্য ট্রেনার ছিলেন, এডওয়ার্ড ফ্রান্সিস গোমস। তিনি ট্রেনড করেছেন। এছাড়া সিনেমাটির সুইমিংটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সমুদ্রের মধ্যে ফাইট সিকোয়েন্স ছিল। অ্যাকটিংয়ের জন্য আলাদা করে প্রশিক্ষন নিয়েছি। ভাগ্যিস নাচ ছিল না। সেক্ষেত্রে বেচে গিয়েছি। আর এই ক্যারেক্টারটায় আমি অ্যাক্টিং করার চেষ্টা করিনি। যে ক্যারেক্টারটা প্লে করেছি। ওটা যদি আমি হতাম। আর ওখানে যদি আমার সঙ্গে এমন ঘটনাগুলো ঘটতো। তাহলে আমি যা করতাম। আমি ওটাই করার চেষ্টা করেছি। এখন আসলে ওটা কতটুকু অভিনয় হয়েছে আর কতটুকু রিয়েলিস্টিক হয়েছে। দর্শকই তার বিচার করবে।



নিজের চোখে সিনেমার সেরা দৃশ্য কী?

দুটি দৃশ্যকে আমি একটু বেশি এগিয়ে রাখবেন। একটা ফিজিক্যালি খুব চ্যালেঞ্জিং ছিল। সমুদ্রের মধ্যে একটি ফাইট সিকোয়েন্স। যেখানে আমাকে ভেসে থাকতে হয়। আমার মনে আছে, জানুয়ারী মাসের ঠান্ডার মধ্যে ৮ ঘন্টা পানিতে ভেসে থাকতে হয়েছে। বঙ্গোপসাগরের মাঝখানে ফাইট সিকোয়েন্স আমার জন্য খুবই একটা টাফ সিকোয়েন্স ছিল। আর সবচেয়ে ইমোশনাল ছিল যখন আমার ফ্যামিলিটাকে আমি হারাই। মর্গের ভিতরে দৃশ্যটা আমরা করেছিলাম। ওই দৃশ্যটা ইমোশনালি খুবই খুবই টাফ ছিল। এই দুইটা দৃশ্য আমার জন্য বলবো খুবই কঠিন ছিল। একটি ফিজিক্যালি। আরেকটি ইমোশনাল।

কোন প্রতিবন্ধকতায় পড়তে হয়েছে?

এ ধরনের একটি সিনেমা করার জন্য টাকা যোগাড় করা ছিল সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। কারণ এ ধরনের সিনেমার জন্য টাকা যোগাড় করা খুবই কষ্টসাধ্য ছিল। আর হ্যা, আমার এবং আমার ইউনিটের কিছু সদস্যদের উপর তো জীবনের হুমকি আছেই। ওইটা স্পেসেফিক আর বললাম না। এটা একটা যুদ্ধের মতো। যুদ্ধের ময়দানে আছি। হুমকি তো আসবেই। সেটা মোকাবিলা করার জন্য প্রস্তুত। তবে কেউ ছবিটা সম্পর্কে না জেনে না বুঝে এ নিয়ে মন্তব্য না করলে খুশি হবো। গল্পটা নিয়ে মানুষের মধ্যে বাইর থেকে নানা ধারণা হতে পারে। আমি বলবো আগে সিনেমাটি দেখুন। তারপর বিচার- বিশ্লেষন করেন। আমরা ভাবছিলাম হয়তো সিনেমা রিলিজের পর হুমকি আসবে, কিন্তু সিনেমা রিলিজের আগেই আমাদের ইউনিটের অনেকের জন্য নানা হুমকি আসছে!

ধর্ম ও জঙ্গিবাধ উঠে এসেছে সিনেমায়?

হ্যা। আমাদের মূল থিটাই এটা। সিনেমাটি ইসলামের বিপক্ষে নয়, এটা জোর দিয়ে বলছি। ইসলামের সপক্ষের একটি ছবি। আমরা দেখাতে চেয়েছি কিভাবে ইসলামকে অপব্যাখ্যা করে লক্ষ্যভ্রষ্ট তরুণদের যে অন্ধকারে ফেলে দেয়া হয়।



এমন গল্প কেন বেছে নেয়া?

গল্পটি খুবই একটি ব্যাক্তিগত জায়গা থেকে বেেেছ নেয়া। আমার খুব কাছের বন্ধুকে হলি আর্টিজনে হারাই। আমার আরও কিছু বন্ধু , ছোট ভাই তারা জঙ্গিবাদের দিকে চলে গেছে। যখন এমন একটা ইস্যুতে আপন মানুষগুলোকে হারাতে শুরু করবেন। তখন তো আপনারও কিছু করতে ইচ্ছে করবে। তো আমি একজন ফিল্ম মেকার। আমি কি করতে পারি! আমি ফিল্মই বানাতে পারবো। আমি তো অস্ত্র নিয়ে প্রতিহত করতে পারবো না। ফিল্মটাই আমার কাছে অস্ত্র। তাই এই এমন একটি সিনেমা করা।

পরিচালক আবু আকতারুল ইমান। প্রথম ছবি। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা কী?

‘মাটির ময়না’তে তিনি তারেক মাসুদের প্রধান সহকারী ছিলেন। এছাড়াও সোহানুর রহমান সোহান, এজে মিন্টু, শাহ আলম কিরণের মতো বড় বড় পরিচালকের সঙ্গে প্রধান সহকারী হিসেবে কাজ করেছেন। তিনি ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমারও সহকারী ছিলেন। একটা অভিমানে উনি এতদিন সিনেমা বানাননি। ডকুমেন্টরি নিয়ে ব্যস্ত ছিলেন। দেড়শোর বেশি আন্তর্জাতিক ক্লাইন্টের জন্য ডকুমেন্টরি নির্মাণ করেছেন। ৫২ বছর বয়সে তাকে পরিচালনায় আনলাম। ওনার সঙ্গে প্রায় সাড়ে তিন বছর ধরে কাজ করেছি। আমার প্রডাকশন হাউজের ডকুমেন্টরিগুলো উনি দেখেন। তার সঙ্গে আমার অনেকদিনের রিলেশন। আমার কাছে মনে হয়েছে একজন মানুষ যিনি সারা জীবন কমার্শিয়াল মুভির মধ্যে ছিলেন। কিন্তু সিনেমাটি বানাননি। এটা আসলে আমাদের একটা হতাশার জায়গা। ওনাকে আমি বলেছি আপনি একটি কমার্শিয়াল স্ট্রাকচারে সিনেমাটি বানাবেন। যেখানে ফাইট থাকবে, গান থাকবে কিন্তু দিনশেষে এই সেন্সেটিভ ম্যাসেজটা দিবেন। আমার কাছে মনে হয়েছে উনি সেটা শতভাগ দক্ষতার সঙ্গে ওনার কাজটি করতে পেরেছেন।

নায়িকা লাক্স সুন্দরী সানু কেমন করেছেন?

খবুই হার্ডওয়ার্কিং একজন অভিনেত্রী। সে আপ্রান চেষ্টা করেছে তার চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য। সে আমাকে প্রচুর হেল্প করেছে। সে তো প্রতিদিন ক্যামেরার সামনে দাড়ায়নি। আমি দাড়িয়েছি। কিন্তু তিনি ক্যামেরার সামনে না দাড়ালেও হেল্প করেছেন। আমাদের গল্পের যে চরিত্রটা, তার জন্য শানুর মতোই একজন অভিজ্ঞ অ্যাকট্রেস দরকার ছিল। রোমান্টিক সিনে তো আমার হাত পা কাপছিল। কিসের সিনও ছিল। ও যথেষ্ট হেল্প করেছে। আমার জন্য সমুদ্রের মাঝে ফাইট করা যতটা না কঠিন ছিল, তারচেয়ে বেশি কঠিন ছিল রোমান্টিক সিন বা গানের দৃশ্যে অভিনয়। চলন্ত বাইকে চুমুর সিন ছিল। চলন্ত বাইকে চুমুর সিন করা যে কত ডিফিকাল্ট। সেটা আমি বুঝলাম। পর্দায় হয়তো অনেকের সহজ লাগবে। সহজ কিছু হয়েছে বলে ধরে নিবে। আরেকটা দৃশ্য ছিল ওকে কোলে তুলে লেকের মত একটা জায়গা ক্রস করবো। ও পায়ে ব্যাথা পায়। ১২/১৩ বার টেক হয়েছে দৃশ্যটি।

পরিশেষে, সিনেমাটি নিয়ে কী বলতে চান?

আমরা একটা দায়িত্বের জায়গা থেকে। অত্যান্ত ঝুকি এবং সেন্সেটিভ একটা জায়গা থেকে এই সিনেমাটি বানিয়েছি। সাদাকে সাদা বলেছি, যেটা কালো সেটা দেখিয়েছি। মানুষ বুঝে নিবে। আমাদের দেশের তরুণদের নিয়ে যাওয়া হচ্ছে জঙ্গিবাদের দিকে। দর্শকের কাছে আমার অনুরোধ থাকবে। তারাও যেন ছবিটা দেখে এবং ছবিটা ছড়িয়ে দেয়। আমরা যদি একটা ছেলে বা মেয়েকেও এই সিনেমার মাধ্যমে বাঁচাতে পারি। তাহলেই বুঝবো যে আমাদের ছবি সফল।



বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



মন্তব্য করুন


কালার ইনসাইড

৫৪ হাজার কোটি টাকার মালিক অভিনেত্রী শারমিনের শ্বশুর

প্রকাশ: ০১:৩৬ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

ওয়েব সিরিজহীরামাণ্ডিতে অভিনয় করেছেন বলিউডের নবাগত অভিনেত্রী শারমিন সেহগল। ১৯৯৫ সালে ২৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া শারমিনের বর্তমান বয়স ২৮ বছর। যদিও অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে খুব একটা ছাপ ফেলতে পারেননি তিনি। 

মামা সঞ্জয় লীলা বানসালির সহকারী পরিচালক হিসেবে শোবিজাঙ্গনে যাত্রা শুরু করেন সেহগল। বলিউডের শীর্ষ পরিচালক বানসালির সঙ্গে খামোশি, দেবদাস এবং ব্ল্যাকের মতো অনেক বড় বড় প্রজেক্টে কাজ করেছেন শারমিন।

ব্যক্তিজীবনে ২০২৩ সালের নভেম্বরে শারমিন সেহগল ব্যবসায়ী আমান মেহতাকে বিয়ে করেছেন। আমান বিজনেস টাইকুন সমীর মেহতার ছেলে। সমীর এবং তার ভাই সুধীর মেহতা টরেন্ট গ্রুপের প্রধান। মেহতা ভাইদের সাম্রাজ্য ফার্মা, পাওয়ার, গ্যাস এবং ডায়াগনস্টিক সেক্টরজুড়ে বিস্তৃত।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ২০২৪ সালের হিসেবে সমীর মেহতার মোট সম্পত্তির পরিমাণ .৪৪ বিলিয়ন ইউএস ডলার বা ৫৩ হাজার ৮০০ কোটি টাকা। টরেন্ট ফার্মাসিউটিক্যালস মেহতা ব্রাদার্সের মূল কোম্পানি। ব্রিটিশ ম্যাগাজিন ফোর্বসের মতে, সংস্থাটি বছরে ৩৫ হাজার কোটি টাকা আয় করে।


কোটি টাকা   অভিনেত্রী   শারমিন   শ্বশুর  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বোল্ড লুকে দিশা পাটানি

প্রকাশ: ০১:১৩ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। যদিও অভিনয়ের থেকে নিজের সাহসী খোলামেলা রূপের জন্যই বেশি আলোচনায় থাকেন তিনি।

নিজের বোল্ড লুকের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরই পারদ চড়ান দিশা। এবারেও তার ব্যত্যয় ঘটেনি। সম্প্রতি থাইল্যান্ডে ঘুরতে গেছেন এই তারকা। সেখানে গিয়েই উষ্ণতা ছড়ালেন ভক্তদের মাঝে।

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন দিশা। যেখানে দেখা যাচ্ছে, মাঝ সমুদ্রে আলো ছায়ার খেলায় মেতেছেন অভিনেত্রী। কয়েকদিন আগেই ওয়াইন রঙের একটি বিকিনি পড়ে ছবি দিয়েছিলেন তিনি। তবে এবার হাজির হয়েছেন সাদা বিকিনিতে। একটুকরো পোশাকেই যেন শরীর ঢাকার চেষ্টা করেছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে দিশাকে প্রায় কোটি মানুষ অনুসরণ করেন। অভিনেত্রীর বিভিন্ন ছবি, মুহূর্তগুলোর চিত্র দেখতেই যেন তারা সবসময় মুখিয়ে থাকেন।


বোল্ড লুক   দিশা পাটানি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বিরাট আনুশকা সংসার, সন্তান নিয়ে খুশি

প্রকাশ: ১১:০৮ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

সম্প্রতি নিজের অবসর জীবনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিরাট কোহলি। আর এদিকে আনুশকা খুব শিগগিরই হয়তো অভিনয় জীবন থেকে মুখ ফেরাবেন। তবে বিরাট-আনুশকা খুশি সংসার, সন্তান নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট ছেলে অকায় মেয়ে ভামিকাকে নিয়ে অজানা তথ্য প্রকাশ্যে আনেন।

গত পাঁচ বছর ধরে কোনও ছবি মুক্তি পায়নি আনুশকার। মেয়ের জন্মের পর শুধুচাকদহ এক্সপ্রেসছবিটি করেছেন তিনি। অবশ্য সেটি আজও মুক্তি পায়নি।

অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার জীবনে অগ্রাধিকার পায় তার সন্তানরা। এবার বিরাটের অবসরের জল্পনা উঠতেই শোনা যাচ্ছে, দুই ছেলেমেয়ে স্ত্রী আনুশকার সঙ্গে লন্ডনেই লোকচক্ষুর আড়ালে থাকবেন কোহলি-দম্পতি।

তবে, ছেলে অকায় বেশ ছটফটে হয়েছে বলে জানালেন বাবা বিরাট। আর মেয়ে ভামিকা নাকি তিন বছর বয়সেই ব্যাট ঘোরাতে শিখে গেছে! বিরাট অবশ্য এখন থেকেই কিছু অনুমান করতে চান না। তার কথায়, এখনই কিছু বলা যাচ্ছে না। ওদের যা খুশি, বড় হয়ে সেটাই হবে।


লন্ডন   অবসর   বিরাট   আনুশকা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

কানে রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা

প্রকাশ: ০৯:৩২ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

কান চলচ্চিত্র উৎসব ২০২৪- রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা আদবানি। সাদা হাই স্লিটেড পোশাকে তিনি যেন ঝলমলে প্রজাপতি। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও।

বলিউড অভিনেত্রী ফ্যাশন আইকন কিয়ারা ফ্রেঞ্চ রিভেরা থেকে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। একটি অফ-হোয়াইট পোশাকে যেন পরী। ১৭ মে চলচ্চিত্র উৎসব থেকে তার প্রথম লুকের আভাস দিয়ে ইনস্টাগ্রামে ঝড় তুলেছেন তিনি।

প্লাঞ্জ নেকলাইন হাই-স্লিটেড গাউনের সঙ্গে কিয়ারা পরেছিলেন হিরের দুল এবং হাই-হিল। তার পোশাক ডিজাইন করেছেন লক্ষ্মী লেহর প্রবাল গুরুং ছিলেন স্টাইলিংয়ের দায়িত্বে।

গালা ইভেন্টে কিয়ারা আন্তর্জাতিক সিনেমার ল্যান্ডস্কেপে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের উপর জোর দেবেন বলে জানা  গেছে। অনুষ্ঠানটি সারা বিশ্বের নারীদের একত্রিত করবে এবং বিনোদন শিল্পে তাদের অবদানের স্বীকৃতি দেবে। এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা


কান   রেড   কার্পেট   কিয়ারা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ঢাকাই সিনেমায় অভিনয় করতে চাইলেন নাসিরুদ্দিন শাহ

প্রকাশ: ০৯:০৯ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

‘কান চলচ্চিত্র উৎসব’ এর ৭৭তম আসরে হাজির হয়েছেন বলিউডের কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ। উৎসবে চতুর্থ দিনে নাসিরুদ্দিন শাহ’র ‘মন্থন’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে ‘কান ক্লাসিকে’।

চার যুগ আগে ‘মন্থন’ সিনেমায় অভিনয় করেছিলেন এই তারকা। যেটি ছিল অভিনেতার ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র। গুজরাটের দুগ্ধখামারীদের ওপর কর্পোরেট আগ্রাসন ঘিরে বর্ষীয়ান নির্মাতা শ্যাম বেনেগালের ধ্রুপদি এই সিনেমাকে সম্মান জানিয়ে এই বিভাগে ঠাই দিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

এই শ্যাম বেনেগালই নির্মাণ করেছেন বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’। যেখানে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। এই অভিনেতার অভিনয় বেশ মনে ধরেছে বলিউডের বিখ্যাত এই তারকার।

নাসিরুদ্দিন শাহ বলেছেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমাটি আমি দেখেছি। খুবই ভালো সিনেমা। তবে দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, শ্যাম বেনেগালের সিনেমাটি ব্যাপকভাবে প্রদর্শিত হয়নি। কিন্তু আমি মনে করি, মূল চরিত্রে যিনি (শুভ) অভিনয় করেছেন তিনি দারুণ করেছেন। আমি সিনেমাটি উপভোগ করেছি। সিনেমাটি দারুণ ইনফরমেটিভ, ইন্টারেস্টিং এবং নাটকীয়।’

এ সময় বাংলাদেশে অভিনয়ের আগ্রহও প্রকাশ করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আমি কখনো বাংলাদেশে সিনেমা করার অফার পাইনি। পেলে খুব খুশি হতাম। যদিও আমি দুইবার গিয়েছি সেখানে থিয়েটারে পারফর্ম করতে। কিন্তু সিনেমাটা করা হয়নি। বাংলাদেশের নির্মাতাদের জন্য আমার দরজা সব সময় খোলা।’


ঢাকা   সিনেমা   অভিনয়   নাসিরুদ্দিন শাহ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন