কালার ইনসাইড

এ ডটারস টেল : সিনেমার ফ্রেমে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৩ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২০


Thumbnail

“খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে আজ ভোরে সামরিক বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন, শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে”, রেডিও অ্যানাউন্সমেন্টটি চলতে চলতে সিড়ি ধরে ক্যামেরা উপরে উঠছে ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে পান্নালাল ভট্টাচার্যের বঙ্গবন্ধুর প্রিয় গান “আমার সাধ না মিটিলো আশা না পুরিলো… সকলি ফুরায়ে যায় মা…… টপ শটে সিড়ি ধরে একজন উঠছেন উপরের দিকে। আসলেন ক্যামেরায়। শেখ হাসিনা! রক্তের বন্যা পেরিয়ে সমগ্র বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার ভার বয়ে নিয়ে চলা বঙ্গবন্ধু কন্যার একান্ত কিছু কথা নিয়ে নির্মিত সিনেমার দৃশ্য এটি।

এটি কোনো প্রধানমন্ত্রীর গল্প ছিলো না, ছিলোনা কোনো রাষ্ট্রনায়কের গল্প। বঙ্গবন্ধুকে আমি আপনি বইতে পড়ে ইতিহাস ঘেটে যতোটা জানতে পেরেছিলাম তার থেকে বেশি জানতেন একজন, সেই একজনের মুখ থেকে উচ্চারিত হয়ে আসা শব্দ আর সিনেমার ফ্রেমে উঠে আসা গল্পটিই এ ডটারস টেল। কেমন ছিলেন জাতির পিতার তার মেয়ের প্রতি প্রেম, খুনসুটি। কিংবা কেমন ভালোবাসতেন তিনি তার স্ত্রীকে। জেল থেকে ছাড়া পেয়ে যখন বাড়িতে আসতেন তখন কি জড়িয়ে ধরতেন প্রিয় হাসুকে!

১৯৭৫ এর আগস্টের ১৫ আগস্টে বেলজিয়ামে ছিলেন শেখ হাসিনা, সাথে ছোটবোন রেহানা। ১৪ তারিখ রাতে ছিলো একটি ক্যান্ডেল লাইট ডিনার, সেদিন খুব আনন্দ করছিলেন সবার সাথে মিলে। সকালের একটি কর্কশ ফোনকলে জানতে পারলেন যে বাংলাদেশে ক্যু হয়েছে। ওই সময়ে বেলজিয়ামের টেলিভিশনে শেখ মুজিবের ছবি দেখানো হচ্ছিলো, কিন্তু ভাষা বুঝতে না পারায় শেখ হাসিনা ঘটনা বুঝে উঠতে পারছিলেন না। সিনেমার গল্পে এভাবেই উঠে এসেছে বঙ্গবন্ধুহীন বাংলাদেশের ওই সময়ে সুদূর জার্মানিতে থাকার কারণে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া শেখ হাসিনার দিনগুলোর গল্প।

পাশাপাশি মায়ের সাথে শেখ হাসিনার সম্পর্কের গল্প শুনিয়েছেন নিজ মুখে। বোনদের প্রেমপত্র এলে মা কে বলে দেওয়া, শেখ জামাল, শেখ কামালের সাথে কাটানো সময়ের গল্প, শেখ মুজিবের সাথে কাটানো সময়ের না বলা কথাগুলো একজন মেয়ের জায়গা থেকে দর্শকদের বলেছেন শেখ হাসিনা।

সিনেমাটোগ্রাফির জাদুতে রুপকথার মতো সুন্দর হয়ে ওঠা টুঙ্গিপাড়া এবং শেখ হাসিনার টুঙ্গিপাড়া প্রতি প্রেম ও  ঢাকায় চলে আসার গল্পের সাথে ৭৫ এর আগস্টের ওই সময়ে বেলজিয়ামের দুর্বিষহ বর্ননা দর্শকের চোখ ভারী করে দেয়ার জন্য যথেষ্ট।

পিতামাতা বিহীন দুই বোনের বিদেশে থাকাকালীন বিভিন্ন ঘটনা এবং ইন্দিরা গান্ধীর হাত বাড়িয়ে দেওয়ার পুরো বর্ননা উঠে এসেছে শেখ হাসিনার মুখে। স্মৃতি থেকে কথা বলেছেন শেখ রেহানাও।

১৯৭৫ এর ১৫ আগস্টে ভাগ্যগুণে বেঁচে গেলেও ২০০৪ এ শেখ হাসিনার উপরে হামলার ঘটনাটিও ঊঠে এসেছে শেখ হাসিনার মুখে। ২০০৪ এ নিজে আবারও প্রানে বেঁচে গেলেও আবারো হারিয়েছিলেন কাছের কিছু মানুষকে। কিন্তু যার শরীরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত বইছে সেই নিঃশ্বাস কি করে বন্ধ করে দিতে পারে স্বাধীনতা বিরোধী শক্তি। শক্ত হাতে দল ও দেশের হাল ধরে বাংলাদশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়ে বাংলাদেশকে আরো শক্তিশালী করার কথা বলেছেন।

রেজাউর রহমান খান পিপলুর পরিচালনায় ৫ বছর সময় ধরে নির্মিত এই সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেয়েছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ২০১৮ সালে। এই সিনেমায় আমরা পেয়েছি জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে, পেয়েছি মমতাময়ী মা কে, সেইসাথে পেয়েছি নাতি নাতনিদের কাছে প্রিয় এক স্নেহময়ীকে। যিনি আর দশটা বাঙ্গালী নারীর মতো রান্না করতে পারেন, আদর স্নেহে ছেলে, নাতি নাতনিদের পাশে রাখতে পারেন এবং একইসাথে পারেন শক্তহাতে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে লড়ে যেতে।

সিনেমার একপর্যায়ে আমরা দেখতে পাই বঙ্গবন্ধু ইংরেজিতে বলছেন, "We don`t believe in revenge, we believe in the philosophy of Bengali life- love, love and love."। কিন্তু স্নেহময় পিতার ভালোবাসা চিরতরে হারিয়ে ফেলা শেখ হাসিনা চোখের পানিতে দর্শকদের ভাসিয়ে সিনেমার ফ্রেমে বলে গিয়েছেন বঙ্গবন্ধু আর বাংলাদেশের গল্প।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিনে বাঙ্গালীর আশা আকাঙ্ক্ষার বাতিঘরকে জানাই “শুভ জন্মদিন”। সিনেমার ফ্রেমে মৃত্যু নামক গল্পের পাশ কাটিয়ে হয়তো আবারও কখনো সেলুলয়েডের পর্দায় হাজির হবেন শেখ হাসিনা।

 



মন্তব্য করুন


কালার ইনসাইড

ডিপজলের দায়িত্ব পালনের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

প্রকাশ: ০১:০২ পিএম, ২০ মে, ২০২৪


Thumbnail

চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

চিত্রনায়িকা নিপুন আক্তারের রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২০ মে) বিচারপতি নাইমা হায়দার বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

এর আগে, গত ১৫ মে ফলাফল বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচন দাবি করেন পরাজিত সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুন আক্তার। ফলাফল বাতিল চেয়ে তিনি বিষয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এছাড়া বর্তমান কমিটির দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞাও চাওয়া হয় এই রিটে।

তার আগে, গত ২০ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নতুন সভাপতি নির্বাচিত হন অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

সভাপতি পদে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন ২২৫। ১৬ ভোট কম পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী নিপুন আক্তার (২০৯)


ডিপজল   হাইকোর্ট   নিষেধাজ্ঞা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ভোটে জয়ী হলে অভিনয় ছেড়ে দিবেন কঙ্গনা

প্রকাশ: ১২:১১ পিএম, ২০ মে, ২০২৪


Thumbnail

বলিউডের কন্ট্রভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত। প্রথমবারের মতো ভারতের ক্ষমতাসীন দল বিজেপি থেকে নির্বাচনের টিকিট নিয়ে ভোটে লড়ছেন লাইট, ক্যামেরা রেখে জয়ী হতে মানুষের দুয়ারে দুয়ারে ঘুড়ছেন তিনি। এর মধ্যেই ঘোষণা দিয়েছেন ভোটে জয়ী হলে ছেড়ে দিবেন অভিনয়।

হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে এবারের নির্বাচনে বিজেপির প্রার্থী কঙ্গনা। তার বিরুদ্ধে কংগ্রেসের পক্ষ থেকে লড়ছেন শক্তিশালী বিক্রমাদিত্য সিং। যার গোটা পরিবার ভারতের রাজনীতির সঙ্গে যুক্ত। তাই তো সিনেমায় অভিনয়ের চেয়েও এই লড়াইকে কঠিন মনে করছেন এই অভিনেত্রী।

সাম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমে কঙ্গনা অভিনয় ছাড়ারার ঘোষণা দিয়ে বলেন, ‘নির্বাচনের কারণে সিনেমাসংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছি। যদি ভোটে জয়ী হই, তাহলে আমার হাতে কিছু কাজ রয়েছে সেগুলো শেষ করে অভিনয় ছেড়ে দেব। কারণ সিনেমা জগত পুরোটাই মিথ্যা, সেখানে সবই নকল। অভিনয়ের থেকে ভোটের মাঠে টিকে থাকা আমার কাছে কঠিন মনে হচ্ছে। আমি জগণের পাশেই থাকতে চাই।

চলতি লোকসভা নির্বাচনের শেষ দফায় জুন মান্ডিতে ভোট রয়েছে। তাই প্রতিদিনই জনগণের সঙ্গে তার বিভিন্ন সভায় উপস্থিত হতে হয়। ইতোমধ্যেই তিনি তার হলফনামা জমা দিয়েছেন। দেখিয়েছেন আয়ের মোট সম্পত্তির পরিমাণ। ছাড়া নির্বাচনের কারণে মুক্তির অপেক্ষায় থাকা তারইমার্জেন্সিসিনেমার মুক্তির তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে।


ভোট   অভিনয়   কঙ্গনা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

২৬ মে বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক

প্রকাশ: ০৮:১৯ এএম, ২০ মে, ২০২৪


Thumbnail

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে আসার তারিখ জানালেন কুরুলুস উসমানের বুরাক ওজচিভিত। রোববার (১৯ মে) সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় আগামী ২৬ মে বাংলাদেশে আসার কথা জানান তিনি।

জানা গেছে, বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে আসছেন বুরাক ওজচিভিত। এটাই হবে বাংলাদেশে তার প্রথম সফর।

ভিডিও বার্তায় বুরাক বলেন, বাংলাদেশ তোমায় সালাম। আমি এখন ইস্তাম্বুলে আছি। আমার সব দর্শকদের বলছি, আমি বাংলাদেশে আসছি। তারিখটি তোমরা মনে রেখো। সেটা হলো ২৬ মে। সেদিন সবার সঙ্গে দেখা হবে।

প্রসঙ্গত, বুরাক ওজচিভিত উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত-অনুসারী তার।


বাংলাদেশ   কুরুলুস উসমান   বুরাক  


মন্তব্য করুন


কালার ইনসাইড

অভিনেত্রী স্ত্রীর মৃত্যুশোক স্বামীর আত্মহত্যা

প্রকাশ: ০২:৫৯ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

গত ১২ মে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হিট তেলেগু টেলিভিশন ধারাবাহিকত্রিনয়নীতে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন পবিত্রা। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় গুরুতর আহত হয় স্বামী অভিনেতা চন্দ্রকান্ত।

দুর্ঘটনায় গাড়িতে তিনিও ছিলেন। তবে স্ত্রীর মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েন অভিনেতা। এবার নিজেও পাড়ি জমালেন পরপারে। গত শুক্রবার তেলেঙ্গনার অলকাপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। শনিবার (১৮ মে)  এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।


অভিনেত্রী   মৃত্যুশোক   স্বামী   আত্মহত্যা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

৫৪ হাজার কোটি টাকার মালিক অভিনেত্রী শারমিনের শ্বশুর

প্রকাশ: ০১:৩৬ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

ওয়েব সিরিজহীরামাণ্ডিতে অভিনয় করেছেন বলিউডের নবাগত অভিনেত্রী শারমিন সেহগল। ১৯৯৫ সালে ২৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া শারমিনের বর্তমান বয়স ২৮ বছর। যদিও অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে খুব একটা ছাপ ফেলতে পারেননি তিনি। 

মামা সঞ্জয় লীলা বানসালির সহকারী পরিচালক হিসেবে শোবিজাঙ্গনে যাত্রা শুরু করেন সেহগল। বলিউডের শীর্ষ পরিচালক বানসালির সঙ্গে খামোশি, দেবদাস এবং ব্ল্যাকের মতো অনেক বড় বড় প্রজেক্টে কাজ করেছেন শারমিন।

ব্যক্তিজীবনে ২০২৩ সালের নভেম্বরে শারমিন সেহগল ব্যবসায়ী আমান মেহতাকে বিয়ে করেছেন। আমান বিজনেস টাইকুন সমীর মেহতার ছেলে। সমীর এবং তার ভাই সুধীর মেহতা টরেন্ট গ্রুপের প্রধান। মেহতা ভাইদের সাম্রাজ্য ফার্মা, পাওয়ার, গ্যাস এবং ডায়াগনস্টিক সেক্টরজুড়ে বিস্তৃত।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ২০২৪ সালের হিসেবে সমীর মেহতার মোট সম্পত্তির পরিমাণ .৪৪ বিলিয়ন ইউএস ডলার বা ৫৩ হাজার ৮০০ কোটি টাকা। টরেন্ট ফার্মাসিউটিক্যালস মেহতা ব্রাদার্সের মূল কোম্পানি। ব্রিটিশ ম্যাগাজিন ফোর্বসের মতে, সংস্থাটি বছরে ৩৫ হাজার কোটি টাকা আয় করে।


কোটি টাকা   অভিনেত্রী   শারমিন   শ্বশুর  


মন্তব্য করুন


বিজ্ঞাপন