ইনসাইড থট

বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার উদ্দেশ্য কি?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৫৯ পিএম, ১৮ ফেব্রুয়ারী, ২০২১


Thumbnail

গতকাল দেখলাম যে, হাইকোর্টে আল জাজিরার বাংলাদেশের সম্পর্কে যে নেতিবাচক প্রচারণা করেছে সে বিষয়ে হাইকোর্ট তাদের রায় প্রদান করেছেন।  যেহেতু হাইকোর্ট তাদের রায় প্রদান করেছেন সেজন্য আমি এই বিষয়ে কোনও বক্তব্য প্রদান করতে চাই না।  তবে শুধু এতটুকু বলবো, আমার কাছে খুব ভালো লেগেছে যে বিচারকরা যখন জিজ্ঞাসা করেছেন যে, এতদিন হয়ে গেলো জনগণ যা যা পড়ার বা দেখার তা সবাই পড়েছে বা দেখেছে এখন এটা বন্ধ করাতে কি লাভ হবে।  যাইহোক এ বিষয়টি রেখে আমি আসলে কথায় আসছি সেটি হচ্ছে এই যে, আওয়ামী লীগ একটি বড় দল। এই দলের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা আগে থেকেই ছিল এখন আরো বাড়ছে এবং দিন দিন এই নেতিবাচক প্রচারণা আরো বাড়বে। 

বিশ্বব্যাপী সবাই জানে যে, যাদের অজস্র টাকা আছে তারা মিথ্যাকে ব্যবহার করে সত্যকে মিথ্যা বানিয়ে ফেলতে পারে।  হিটলারের প্রচারমন্ত্রী যোসেফ গোয়েবলস তখন বার বার মিথ্যাকে লোকের কানে দিয়ে সত্য হিসেবে গ্রহণ করাতে সক্ষম হয় নি। এখন গোয়েবলস এর অভাব বর্তমান যুগে নেই।  বরং পার্থক্য হচ্ছে গোয়েবলস হয়ত ততটা শিক্ষিত ছিল না কিন্তু এখন যারা এসব করে তারা যথেষ্ট লেখাপড়া করে এবং তারা যথেষ্ট পরিশ্রম করেই বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি বিশ্বের সামনে প্রচার করতে চায়।  তাদের একমাত্র টার্গেট হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যিনি বিশ্বের অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত যিনি এই করোনাকালেও দেশের জনগণের অর্থনৈতিক অবস্থা এবং সবকিছুকেই সচল রেখেছেন এবং ভ্যাকসিন সময়মতো পেয়েছেন।  আমাদের জিডিপির উন্নতি হচ্ছে, সমস্ত দিক থেকে বাংলাদেশ এখন পৃথিবীতে একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।  এই অবস্থায় নেতিবাচক প্রচারণার উদ্দেশ্য কি?

উদ্দেশ্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিশ্বে এবং এদেশের জনগণের সামনে কোনও রকমভাবে তার ভাবমূর্তি নষ্ট করা যায় তখনই তারা আসল আঘাতটি মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করবে। এগুলো কোবলমাত্র ভূমিকা। অর্থাৎ আসল আঘাত তারা এখনো শুরু করে নি। তারা কেবলমাত্র মিডিয়ায় নেতিবাচক প্রচারনা করে দেখছে যে এর ফলাফল কি হয়। আমার ধারণা তারা যেটা আশা করেছিলো সেটা হয়েছে।  সেটি হলো আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী দলে বুদ্ধিবৃত্তিকভাবে এই যে নেতিবাচক প্রচারণা করা হলো এর কোনও সঠিকভাবে যুক্তি দিয়ে সত্যিকারের কোনও প্রতিবাদ আমার নজরে পড়েনি।  একমাত্র ব্যাতিক্রম হচ্ছে বাংলা ইনসাইডারের সৈয়দ বোরহান কবীর।  তিনি প্রথম থেকে এর প্রতিবাদ করে গেছেন।  তিনি অন্যের মতো এটি সঠিক নয় না বলে একের পর এক যুক্তি দিয়ে এই বিষয়টি জনগণকে জানাবার চেষ্টা করেছেন।  এমনকি তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিনেও লিখেছেন।  এবং প্রত্যেক জায়গায় তিনি যুক্তি দিয়ে বলেছেন। 

আর এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ডয়েচে ভেলেতে এর প্রতিবাদ করেছেন। সেখানে ডয়েচে ভেলের নামকরা সাংবাদিক টিম সেবাস্টিয়ানের প্রশ্নে আবার এই আল জাজিরার প্রসঙ্গ আসে। এবং তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে এইসব প্রশ্নের উত্তর দেন। টিম সেবাস্টিয়ান গওহর রিজভীকে নোটের পরে নোট অনেক বড় বইয়ের সমান হবে, সেই সমস্ত পয়েন্ট তুলে আনছিলেন যাতে তাকে একের পর এক ঘায়েল করা যায়।  এমনকি যখন প্রতিটি প্রশ্নের উত্তর গওহর রিজভী সঠিক, সুন্দরভাবে এবং যুক্তি দিয়ে দিয়েছেন।  যেমন একটি উদাহরণ দেই, তিনি যখন আমাদের সেনাপ্রধানকে নিয়ে কথা বলেন। তখন তিনি বোঝান তিনি যখন ক্যাডেটও হননি তখন তার ভাইদের নিয়ে তাকে জড়ানো হলো।  এর কি যুক্তি আছে ? কিন্তু এর কোনও জবাব টিম সেবাস্টিয়ান দিতে পারলো না। 

তারপরে আর একটি জায়গায় গওহর রিজভী যাতে বিরক্ত হন সেজন্য তাকে বলা হয় আপনাকে তো উপদেষ্টা করা হয়েছে এবং টাকা দেয়া হয় যাতে করে আপনি সরকারের এই নেতিবাচক কাজগুলোকেও সমর্থন করবেন।  তিনি শুধু প্রতিবাদ স্বরূপ না না বলে অন্যান্য পয়েন্টে আলাপ করলেন।  এর কিছু পরে যখন গওহর রিজভীকে উত্তর দিতে না দিয়েই তারা অন্য প্রশ্নে ঢুকে যাচ্ছিলেন তখন গওহর রিজভী বলেন, শুনুন আপনি আমাকে প্রশ্ন করেছেন আমাকে উত্তর দিতে হবে।  আমি সবই বুঝলাম তখন থেকে আপনি একের পর এক বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক সব প্রশ্ন করলেন। বাংলাদেশের যে উন্নতি হয়েছে, কোভিড-১৯ এ যেখানে আপনার দেশ পর্যন্ত কিছুই সঠিকভাবে করতে পারে নি সেখানে জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশে সঠিকভাবে করেছেন। আপনার দর্শকদের তো আপনি সেটি বলছেন না।  তার মানে আপনাকে টাকা দেয়া হচ্ছে বাংলাদেশের নেতিবাচক প্রচারণার জন্য। 

আমি বলতে চাচ্ছি এই যে, জিনিষটি এর আসল প্রতিবাদের ভাষা ছিলো যুক্তিপূর্ণ দিয়ে।  কারণ যখন মিডিয়াতে বলে তখন তার জবাব মিডিয়াতেই দিতে হয়।  লেখার জবাব লেখায়, কথার জবাব কথায় এটিই বিশ্বে প্রমানিত এবং এতেই কাজ হয়।  শুধু আন্দাজে বলে দিলাম যে ঠিক বলা হয়নি তাতেই লোকজন বিশ্বাস করবে এটা হতে পারে না।  এতো বড় আওয়ামী লীগের কি কোনও প্রচার সেল আছে ? আমার তো মনে হয় নাই। হয় তারা এই করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছে অথবা তারা করোনার টিকা নেয়ার অপেক্ষায় আছে।  যদি তাই না হতো তাহলে শুধুমাত্র একটি কাজই সফলতার সাথে হচ্ছে আর তা হলো যারা অন্য দল থেকে ঘুরে আওয়ামী লীগে আসছে তাদেরকেই গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। তারাই বড় বড় কাজ করছে। কিন্তু যখন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সরাসরি আঘাত আসছে তখন তার যুক্তিপূর্ণ উত্তর দেয়ার জন্য লোকের অভাব দেখা যাচ্ছে। 

এতো বুদ্ধিজীবী এতো রাষ্ট্রীয় পদক দেওয়া হয় বছরের পর বছর তাহলে তারা কি করছে। আমরা না হয় সাধারণ লোক, আমরা কিছু করি নাই যার জন্য রাষ্ট্র আমাদের কোনও পদক বা কিছু দেবে। আর আমি সেটা আশাও করি না।  আমরা পদক পাওয়ার জন্য বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বস করি না, আমরা বঙ্গবন্ধুর আদর্শের কারণে তার আদর্শে বিশ্বাসী।  আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে কথা বলি তাকে বিশ্বাসের কারণে।  তিনি এতো বুদ্ধিজীবীকে পদক দিলেন কিন্তু এখন এইসব বুদ্ধিজীবীরা কোথায় গেলেন।  আমি একটি উদাহরণ দেই, ১/১১ তে আমি তখনকার যে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের অফিসে আমি একা গিয়েছিলাম। নেত্রীকে বিদেশে পাঠানো প্রয়োজন ছিল।  তখন আমি কোনও লোক খুঁজে পাই নাই। সমস্ত দেশবাসি টেলিভিশনে দেখেছে বিষয়টি।  তবুও তো চেষ্টা করেছি। 

জনগণের চেষ্টায় সবকিছু মিল হয়েছে। আমি এখানে কোনও কৃতিত্ব নিচ্ছি না কিন্তু আমি এখানে চেষ্টা টা তো করেছি।  সেটা এখন আওয়ামী লীগের মনে নাই। যদিও মনে থাকার দরকারও নেই।  কিন্তু এই সময় যেখানে সরাসরি তিনি সরকারের সঙ্গে যুক্ত নয় বা দলের সঙ্গে যুক্ত নয়, তিনি নিজে অত্যন্ত পরিশ্রমী এবং সত্যিকারে বুদ্ধিজীবী বলতে যদি বোঝায়, বয়স খুব কম কিন্তু আমি অবশ্যই সৈয়দ বোরহান কবীরকে একজন বুদ্ধিজীবী বলবো। কারণ যেকোনও সময় মাননীয় প্রধানমন্ত্রীকে আঘাত করলে আমি একটি ঘটনা আজ পর্যন্ত দেখি নাই যেখানে নাকি কোনও না কোনও ভাবে তার যুক্তিপূর্ণ প্রতিবাদ সৈয়দ বোরহান কবীর করেন নি। এই বোরহান কবীর কিন্তু রাষ্ট্রীয় কোনও স্বীকৃতি পায়ও নি পাওয়ার দরকারও বোধহয় তার নেই।  কারণ তার কাজ তো সে কারোর মুখের দিকে চেয়ে করেন না। 

এখন এটি প্রমাণ হলো যে আসলে আওয়ামী লীগে দায়িত্বপূর্ণ কোনও লোক নেই। এরা খামোখা গলাবাজি করতে পারে।  যুক্তি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাজগুলিকে দেশে এবং বিদেশের জনগণের মধ্যে প্রচার করতে হবে।  যেকোনও অপপ্রচারকে বাধা দিতে হবে তার জন্য উপযুক্ত কোনও সেল নেই। আজও পত্রিকাতে দেখলাম তারা একটি কমিটি গঠন করলেন। শুধু এগুলো করে তো কোনও লাভ হবে না।  আসলে কোথায় কোন লোক আছে সেটা খুঁজে বের করতে হবে এবং যদি খুঁজে বের করা না হয় মুখে যত বড় বড় কথাই বলা হোক না কেন যখন আমাদের প্রতি চরম আঘাত আসবে তখন কি হবে। ইতিমধ্যে ষড়যন্ত্রকারীদের টাকা পয়সা লোকজন এবং সবচেয়ে বড় যে তাদের সম্পদ সেটা হচ্ছে আওয়ামী লীগের দলে ভেতরে এবং আওয়ামী লীগের সরকারের ভেতরে তাদের লোক ঢুকে গিয়েছে। 

সুতরাং এই আঘাতকে প্রতিহত করতে হলে এখন থেকে অবশ্যই সঠিকভাবে আওয়ামী লীগকে হতে হবে।  আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ তার সঠিক পদক্ষেপ গ্রহণ করছে না।  এখন যদি জননেত্রী শেখ হাসিনাকে ২ দিনের জন্য জ্বরে পড়ে বসে শুয়ে থাকতে হয় এবং কাজ না করেন তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে তা চিন্তা করা কঠিন। মাত্র আমি ২ দিনে কথা বললাম সেই জায়গায় বছরের পর বছর তিনি কাজ করে যাচ্ছেন।  দেশ অবশ্যই আগাচ্ছে এতে কোনও সন্দেহ নাই। কিন্তু শুধু আগালে হবে না।  শুধু ভালো কাজ করলেই হবে না সেটি জনগণকে দেশে এবং বিদেশে বোঝতে হবে।  এই জায়গাতে আমাদের বিরাট রকমের একটি ফারাক সৃষ্টি হয়েছে এবং এইখানে যোগ্য লোককে বসানোর জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। 



মন্তব্য করুন


ইনসাইড থট

‘কমিউনিটি ক্লিনিক’ প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রত্যাশী জনগণের জন্য ‘আলোক বর্তিকা’


Thumbnail

সাম্প্রতি ‘‘১৭ মে ১৯৮১, তোমার স্বদেশ প্রত্যাবর্তনে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ এর সূচনা, ১৭ মে ২০২৩, কমিউনিটি ক্লিনিক: ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ দিলো নতুন মর্যাদা’’ শীর্ষক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি সঞ্চালনা করেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর। বৈঠক ডা. কাইয়ুম তালুকদার যে আলোচনা করেছেন তাঁর চুম্বক অংশ প্রকাশ করা হলো।

সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক অভাবনীয়, অনন্য এবং যুগান্তকারী একটি মডেল। শিশু স্বাস্থ্য, মাতৃ স্বাস্থ্য এবং কিশোরীদের স্বাস্থ্য পরিসেবা প্রদানের ক্ষেত্রে এটি একটি অসাধারণ উদ্যোগ। নবজাতকের মৃত্যু, মাতৃ মৃত্যু কমিয়ে আনার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক মডেল আজ বিশ্বের বিভিন্ন দেশ অনুসরণ শুরু করেছে। গত বছর ১৭ মে কমিউনিটি ক্লিনিক ‘দ্য শেখ হাসিনা ইনিসিয়েটিভ’ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পায়। ‘কমিউনিটি ক্লিনিক’ সারা বিশ্বের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রত্যাশী জনগণের জন্য ‘আলোক বর্তিকা’। দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ‘কমিউনিটি ক্লিনিক’ এর প্রবক্তা। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা উন্নয়ন কৌশল জাতির পিতার ভাবনা থেকেই উৎসারিত। অল্প সময়ের মধ্যে কমিউনিটি ক্লিনিক প্রান্তিক সুবিধা বঞ্চিত মানুষের আপন প্রতিষ্ঠানে পরিণত হয়। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। ২০০৯ সালে জনগণের বিপুল সমর্থনে আবার সরকার গঠন করেন দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। ভবিষ্যতে আর কোন অপশক্তি যেন কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বন্ধ করতে না পারে সেজন্য দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই প্রতিষ্ঠানের সাথে জনগণকে সম্পৃক্ত করেন। বর্তমানে অংশীদারিত্বের মাধ্যমে নির্মিত হচ্ছে স্বাস্থ্য সেবার ‘বাতিঘর’ এই প্রতিষ্ঠানটি। যেখানে জনগণ জমি দিচ্ছেন, সরকার ভবন করে দিচ্ছেন। কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমের পুরোটাই পরিচালিত হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। প্রধানমন্ত্রীর উদ্যোগ মানেই স্মার্ট উদ্যোগ। দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উদ্ভাবন মানেই জনবান্ধব কর্মসূচি। কমিউনিটি ক্লিনিক পাল্টে দিচ্ছে গ্রামীণ জনপদ। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


মন্তব্য করুন


ইনসাইড থট

বিশ্ববাসী আজ শেখ হাসিনাকে গুরুত্ব না দিয়ে পারে না


Thumbnail

সাম্প্রতি ‘‘১৭ মে ১৯৮১, তোমার স্বদেশ প্রত্যাবর্তনে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ এর সূচনা, ১৭ মে ২০২৩, কমিউনিটি ক্লিনিক: ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ দিলো নতুন মর্যাদা’’ শীর্ষক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি সঞ্চালনা করেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর। বৈঠক ফরিদা ইয়াসমিন, এমপি যে আলোচনা করেছেন তাঁর চুম্বক অংশ প্রকাশ করা হলো।

আজকে আমরা ১৭ মে নিয়ে কথা বলছি। যেদিন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। আবার গত বছর এই দিনে তাঁর চিন্তা প্রসূত কমিউনিটি ক্লিনিককে জাতিসংঘ ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজকে আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, উন্নয়নশীল বাংলাদেশের কথা বলছি, যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, একদিন উন্নত বাংলাদেশ হব বলে স্বপ্ন দেখছি এই সবকিছু শেখ হাসিনার স্বপ্ন, শেখ হাসিনার ইনিশিয়েটিভ। বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা স্মরণ করতে চাই সে দিনটি যেদিন শেখ হাসিনা দেশে ফিরে এলেন। সমগ্র বাঙালীর আনন্দিত উদ্বেলিত অপেক্ষার দিন। সমস্ত কিছু উপেক্ষা করে মানুষ বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানিয়েছে সেদিন। সেদিন তিনি দেশে আসার পর ৩২ নম্বরে ঢুকতে পারেননি। তিনি চেয়েছিলেন একটি মিলাদ করবেন, নিজের বাড়িতে ঢুকবেন কিন্তু সেটি তিনি পারেননি। তাকে রাস্তায় বসে মিলাদ পড়াতে হয়েছে। তার ওপর এত জুলুম বাধা বিপত্তি সব কিছু পেরিয়ে আজকে তিনি বাংলাদেশের শুধু রাষ্ট্রনায়ক না, তিনি সারা বিশ্বের একজন নেতা হিসেবে পরিণত হয়েছেন। বিশ্ববাসী আজ শেখ হাসিনাকে গুরুত্ব না দিয়ে পারে না। বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীকে সেরকম গুরুত্ব না দিলেও পারত কিন্তু তারা শেখ হাসিনাকে উপেক্ষা করতে পারেন না। কারণ তিনি শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধু কন্যা। তাঁর যে স্বপ্ন, তাঁর নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন সেটি সকলের কাছে একটি বিস্ময়। আজকে পাকিস্তানিরা বলে আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও। 

ছিয়ানব্বইয়ে রাষ্ট্রক্ষমতায় এসেই শেখ হাসিনা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। কমিউনিটি ক্লিনিক এর মত একটি উদ্যোগ এটি কেউ চিন্তাও করেননি। এটা একেবারে শেখ হাসিনার চিন্তাপ্রসূত। কিন্তু সরকারের পালা বদল হবার সাথে সাথে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসেছে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিলেন। কমিউনিটি ক্লিনিক বন্ধ হওয়ার ফলে আবার জনগণের স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়ে। বিভিন্ন জায়গায় কমিউনিটি ক্লিনিক গুলো একেবারে ভূতড়ে বাড়ির মত হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী পরের বার ক্ষমতায় এসে সেই ক্লিনিকগুলো আবার চালু করেন। জাতিসংঘ এটিকে মডেল হিসেবে নিয়েছে এবং ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি-জামায়াত জোট সরকার সেটি বন্ধ করে দিয়েছিল। আজকের দিনে এসে বুঝা যায় যে এটি আসলে কতটা ইনোভেশন ছিল। শেখ হাসিনার এই উদ্যোগ আজ অন্যান্য দেশ অনুসরণ করতে চায়। 


মন্তব্য করুন


ইনসাইড থট

১৮ কোটি মানুষের ঠিকানা জননেত্রী শেখ হাসিনা


Thumbnail

সাম্প্রতি ‘‘১৭ মে ১৯৮১, তোমার স্বদেশ প্রত্যাবর্তনে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ এর সূচনা, ১৭ মে ২০২৩, কমিউনিটি ক্লিনিক: ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ দিলো নতুন মর্যাদা’’ শীর্ষক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি সঞ্চালনা করেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর। বৈঠক অধ্যাপক ডা. নুরুল হুদা লেনিন যে আলোচনা করেছেন তাঁর চুম্বক অংশ প্রকাশ করা হলো।

১৭৮১ সালে পলাশি যুদ্ধে ইতিহাসের ঘৃণিত সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজ উদ্দৌলার বিদায়ের মধ্য দিয়ে ২০০ বছরের গোলামী আমাদের ললাটে এসেছিল। ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হলেও বাঙালী এবং বাংলাদেশ স্বাধীনতা পায়নি। যার পটভূমিতে বীরদর্পে আবির্ভূত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ থেকে ৭৫’ বাঙালি জাতির ভাগ্যাকাশে স্বাধীনতার লাল পতাকা উড়েছিল বাঙালী আশায় বুক বেধেছিল। কিন্তু বাংলার নব্য মির্জাফরেরা জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতার চেতনাকে ভুলুন্ঠিত করেছিল। ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্য জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে থাকার কারণে জীবনে বেচে যান। কোন অন্যায় না করেও পিতার অসাধারণ ত্যাগের মহিমায় উদ্ভাসিত স্বাধীন বাংলাদেশে আসতে তাকে বাধা দেওয়া হয়েছিল। সামরিক শাসক এবং শাসনের কারণে বরণ করতে হয়েছিল নির্বাসিত জীবন। দেশের আপামর জনগণ, আবাল-বৃদ্ধা-বণিতা শেখ হাসিনার এই অকৃত্রিম ভালোবাসাকে হৃদয়ের বেরোমিটার দিয়ে মাপতে পারে তাকে বাংলায় রুখবে কে। তাইতো ঐক্যের প্রতীক হয়ে বাঙালির ভাগ্যাকাশে জ্বলজ্বলে স্বধীনতার সূর্য হাতে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা নামের একটি উজ্জ্বল নক্ষত্র। যার আলোর বিচ্ছরণ ঘটাচ্ছে ১৮ কোটি মানুষের প্রতিটি হৃদয়ে। বাঙালির ভাগ্য উন্নয়নের চাকা এখন সঠিক পথে সঠিক গন্তব্যের দিকে অত্যন্ত দ্রুত গতিতে ধাবমান। 

১৯৮১ সালের ১৭ মে যেদিন তিনি বাংলার মাটিতে পা রাখেন সেদিন তার পথ ছিল অনেকটা কন্টকাকীর্ণ। নিজের বাড়ি, নিজের পিতার বাড়িতে একজন সাধারণ নাগরিকেরও প্রবেশের অধিকার থাকে। কিন্তু শেখ হাসিনার সেই অধিকার খর্ব করা হয়েছিল। ১৯৮১ সালের ১৭ মে, দেশের মাটিতে পা রাখার পর শেখ হাসিনার হৃদয়ের টেবিলে দু’টি ফাইল ছিল। দু’টি ফাইলের একটি ছিল ৭৫ এর ১৫ আগস্ট পিতা-মাতাসহ স্বজন হারানো মমগাথা ও তাঁর বিচার প্রসঙ্গ। অন্যটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ তথা বাঙালী জাতির ভাগ্য উন্নয়ন। ১৯৮১ সালের ১৭ মে যদি জননেত্রী শেখ হাসিনা দেশে না ফিরতেন, তবে বাঙালি জাতির ভাগ্য কখনো আলোর মুখ দেখতো না। তলিয়ে থাকতো অটল অন্ধকারে। তাইতো বাংলার মানুষ সবাই ধারণ করে একটি শ্লোগান, ‘১৮ কোটি মানুষের ঠিকানা, জননেত্রী শেখ হাসিনা।’  


মন্তব্য করুন


ইনসাইড থট

বদলে যাওয়ার বাংলাদেশের কারিগরি শেখ হাসিনা


Thumbnail

সাম্প্রতি ‘‘১৭ মে ১৯৮১, তোমার স্বদেশ প্রত্যাবর্তনে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ এর সূচনা, ১৭ মে ২০২৩, কমিউনিটি ক্লিনিক: ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ দিলো নতুন মর্যাদা’’ শীর্ষক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি সঞ্চালনা করেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর। বৈঠক ডা. এবিএম আবদুল্লাহ যে আলোচনা করেছেন তাঁর চুম্বক অংশ প্রকাশ করা হলো।

পঁচাত্তরের ১৫ আগস্ট বিয়োগান্তের ঘটনায় জাতি ছিল দিক নির্দেশনাহীন। নারকীয় এই ঘটনায় জনগণ হয়ে পড়েন দিশেহারা। প্রতিবাদ, প্রতিরোধ করার কোন শক্তি সাহস ছিল না। দলের অনেক বড় বড় নেতাও ছিলেন কিংকর্তব্যবিমূঢ়। ধানমন্ডির ৩২ বাড়ি ছিল কবরের নীরবতা। সমগ্র জাতি তখন অন্ধকারে। সামরিক বুটে পিষ্ঠ গণতন্ত্র। নির্বাসনে সংবিধান আর মানুষের মৌলিক অধিকার। বাক স্বাধীনতা বলতে কিছুই ছিল না। এমনকি বঙ্গবন্ধু নাম উচ্চারণ ছিল নিষিদ্ধ। 

তৎকালীন রেডিও, টেলিভিশন কোথাও বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে দেওয়া হত না। দেশকে টেলে দেওয়া হয়েছিল উল্টোপথে। ১৯৭১ সালে যে বাংলাদেশের জন্ম হয়েছিল ১৯৭৫ এসে সেই বাংলাদেশ হারিয়ে গিয়েছিল। সারা দেশে শুধু তখন হতাশ আর নাভিশ্বাস অবস্থা। এর প্রায় ৬ বছর পর নির্বাসনে থাকার জননেত্রী শেখ হাসিনা জীবনের পরোয়া না করে ভয় ভীতি উপেক্ষা করে অনেক ঝুকি নিয়ে পরিবারের সদস্যদের বিদেশের মাটিতে রেখে সেই ১৯৮১ সালের ১৭ মে পদাপণ করেন বাংলার মাটিতে। তিনি যখন দেশে এসেছিলেন তখন অভূতপূর্ব দৃশ্যের অবতারণ হয়। 

আমার এখনো স্পষ্ট মনে আছে লক্ষ্য লক্ষ্য মানুষ তাকে পেয়ে আনন্দিত উদ্বেলিত ছিলেন। তিনি এসেছিলেন এক আলোক বতিতা, আলোর ফেরিয়াওলা হয়ে। তিনি হয়ে উঠেন সকলের আশা আকাঙ্ক্ষা প্রতীক। বিশ্বস্ততার ঠিকানা। শাসক গোষ্ঠীর ভিত তখন কেপে উঠেছিল। দেশে আসার পর জননেত্রী শেখ হাসিনার চলার পথ সহজ ছিল না। মসৃণ ছিলো না। কিন্তু তিনি সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে তার মেধা, দক্ষতা, সততা, নিষ্ঠা, যোগ্যতা, প্রজ্ঞা, সৃজনশীলতা উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আর দূরদর্শী নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে উন্নয়নশীল আর আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করেন। জনগণ ফিরে পায় তার সব ধরনের অধিকার। আল্লাহ অশেষ রহমত শেখ হাসিনার মতা আমরা একজন নেত্রী পেয়েছি। বঙ্গবন্ধু বানিয়েছেন বাংলাদেশ আর শেখ হাসিনা বানিয়েছেন বদলে যাওয়া বাংলাদেশ। যত দিন থাকবে শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ।


মন্তব্য করুন


ইনসাইড থট

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের বিস্ময়


Thumbnail

সাম্প্রতি ‘‘১৭ মে ১৯৮১, তোমার স্বদেশ প্রত্যাবর্তনে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ এর সূচনা, ১৭ মে ২০২৩, কমিউনিটি ক্লিনিক: ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ দিলো নতুন মর্যাদা’’ শীর্ষক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি সঞ্চালনা করেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর। বৈঠক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসী যে আলোচনা করেছেন তাঁর চুম্বক অংশ প্রকাশ করা হলো।

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের মৌলিক চরিত্রকেই বদলে ফেলা হয়। বিশেষ করে পাকিস্তানি ধারায় সামরিক শাসনের সংস্কৃতির প্রবর্তন ঘটে দেশে। সাম্প্রদায়িকতা ফিরে আসে রাজনীতি, প্রশাসন, শিক্ষা, সংস্কৃতিসহ সমাজের বিভিন্ন স্তরে। একের পর এক স্বপ্নভঙ্গের ঘটনা ঘটতে থাকে দেশে। বাঙালি জাতির জীবনে জগদ্দল পাথরের মতো চেপে বসে ঘোর অমানিশার অন্ধকার। ঠিক এমন প্রতিকূল সময় ১৯৮১ সালের ১৭ মে সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গবন্ধুর রক্তস্নাত মাতৃভূমিতে ফিরে আসেন বাঙালির মুক্তির মহানায়কের যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা। তার স্বদেশে ফেরার ওইদিন রাজধানী ঢাকা মিছিলের নগরীতে পরিণত হয়। তুমুল বৃষ্টি ও ঝড়ো হাওয়া উপেক্ষা করে বঙ্গবন্ধুকন্যাকে একনজর দেখার জন্য বিমানবন্দর থেকে শেরেবাংলা নগর এলাকাজুড়ে ছিল মানুষের ঢল। শেখ হাসিনা - সেদিন বাংলার মাটিতে ফিরে এসেছেন কোটি বাঙালির আশার প্রদীপ হয়ে - বাঙালি জাতিকে আলোর ঠিকানায় পৌছে দিতে। সেদিন বৈরী আবহাওয়া উপেক্ষা করে সারা দেশ থেকে আসা লাখ মানুষের ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধু কন্যা। জনসমুদ্রে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার শপথ নেন জননেত্রী শেখ হাসিনা।

জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার সাহসী ভূমিকা রেখে চলেছেন। তিনি ফিরে আসার পর আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরে পেয়েছি। দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ এর সূচনা হয়েছে। ছিয়ানব্বইয়ে সরকার গঠন করে তিনি ‘দায়মুক্তি অধ্যাদেশ বাতিল আইন, ১৯৯৬’ সংসদে পাশ করে জাতির পিতা ও তাঁর পরিবারের ঘাতকদের বিচারের মুখোমুখি দাঁড় করান এবং পরবর্তীতে যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসেন। তাঁর আন্তরিক উদ্যোগ ও প্রচেষ্টায় মহান ‘২১ ফেব্রুয়ারি’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পায়। ভারতের সঙ্গে গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরিত হয়। কারো মধ্যস্থতা ছাড়াই স্বাক্ষরিত হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি।

১৭ মে ২০২৩ দার্শনিক রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবন “কমিউনিটি ক্লিনিক'-কে জাতিসংঘ “দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ' হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা বাংলাদেশের সবার জন্য গর্বের। জাতিসংঘ প্রধানমন্ত্রীর এই উদ্ভাবনী চিন্তাকে জাতিসংঘের অন্য সদস্য রাষ্ট্রগুলোকেও অনুসরণের আহ্বান জানিয়েছে। দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের বিস্ময়। তার গতিশীল নেতৃত্বে এগিয়ে চলছে বাংলাদেশ দুর্বার গতিতে। 


মন্তব্য করুন


বিজ্ঞাপন