টেক ইনসাইড

বছরের সেরা গেমিং স্মার্টফোনগুলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪২ পিএম, ২৪ ডিসেম্বর, ২০১৮


Thumbnail

শুধু যে কথা বলার জন্যই ফোন- এ ধারণা বদলেছে অনেক আগেই। এখন ফোন মানে মাল্টিপারপাস কর্ম সম্পাদন। এই যেমন নেট ব্রাউজিং, মাল্টিমিডিয়ার কাজ, অফিসিয়াল কাজকর্ম সবকিছুই সম্ভব যদি হাতে একটা স্মার্টফোন থাকে। বর্তমান প্রজন্মের কাছে স্মার্টফোন মানে গেম খেলার অন্যতম একটি মাধ্যম। আজ আমরা জানবো গেলো বছর অর্থাৎ ২০১৮ তে কোন কোন স্মার্টফোনগুলো গেমিং এ শীর্ষে ছিল-

আইফোন এক্সআর

এই বছরে আইফোনের বেশ কয়টি চমক এসেছিল। সেপ্টেম্বরে একবারে তিনটি আইফোন এনেছিল অ্যাপল। এর মধ্যে সাশ্রয়ী ছিল আইফোন এক্সআর। এর আইওএস ১২ চালিত ৬ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে ফোনটিতে গেমিং এর বিশাল সুবিধা রয়েছে। অ্যাপল এ১২ বায়োনিক চিপদ্বারা চালিত ৩ গিগাবাইট র‌্যামের ফোনটির ৬৪, ১২৮ ও ২৫৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি সংস্করণ রয়েছে। আরও রয়েছে ১২ মেগাপিক্সেলের রিয়ার ও ৭ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ব্যাটারি ২৯৪২ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। ৬৪ জিবি, ১২৮ ও ২৫৬ জিবি আইফোন এক্সআর এর মূল্য যথাক্রমে ৭৪৯, ৭৯৯ এবং ৮৯৯ ডলার।

গ্যালাক্সি নোট ৯

দক্ষিণ কোরিয়া টেক জায়ান্ট স্যামসাং গ্যালাক্সি নোট ৯ কে গেমিংয়ের জন্য এ বছরের অন্যতম উপযুক্ত ডিভাইস বলা হয়। গেম খেলার সুবিধার্থে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও চালিত ডিভাইসটিতে রয়েছে ১৪৪০–২৯৬০ পিক্সেল রেজল্যুশনের ৬ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লে। গ্যালাক্সি নোট ৯ এর কিছু সংস্করণে এক্সিনোস ৯৮১০ ও কিছু সংস্করণে স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর রয়েছে। এর ৬ গিগাবাইট র‌্যাম সংস্করণে ১২৮ গিগাবাইট ও ৮ গিগাবাইট র‌্যাম সংস্করণে ৫১২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা রয়েছে। ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। গ্যালাক্সি নোট ৯ এ রয়েছে ৪০ ও ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। মূল্য ১ হাজার ডলার।

ওয়ানপ্লাস সিক্স

ওয়ানপ্লাসের সুপারফাস্ট ওয়ানপ্লাস সিক্স স্মার্টফোনকে গেমিংয়ের জন্য অন্যতম উপযুক্ত ডিভাইস বচলা হয়। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিওচালিত ডিভাইসটিতে ১০৮০–২২৮০ পিক্সেল রেজল্যুশনের ৬ দশমিক ২৮ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরসংবলিত ৮ গিগাবাইট র‌্যামের ৬৪, ১২৮ ও ২৫৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণ রয়েছে। ৩ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, ১৬ ও ২০ মেগাপিক্সেলের রিয়ার ও ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। মূল্য ৫২৯ ডলার।

ওয়ানপ্লাস সিক্স-টি

চীনের জনপ্রিয় ব্র্যান্ড ওয়ানপ্লাস এ বছর তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এনে বেশ হৈ চৈ ফেলে দিয়েছিল। ফোনটি দ্রুতগতির, নাম ওয়ানপ্লাস সিক্স-টি। এই ডিভাইসটির মাধ্যমে গেমিংয়ের নতুন অভিজ্ঞতা পাওয়া যায় এ বছরে। গেমিংয়ের সুবিধা দিতে অ্যান্ড্রয়েড ৯ পাই চালিত ডিভাইসটিতে ১০৮০–২৩৪০ পিক্সেল রেজল্যুশনের ৬ দশমিক ৪১ ইঞ্চির অ্যামোলেড ওয়াটারড্রপ নচ ডিসপ্লে ব্যবহার করা হয়। স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর চালিত ডিভাইসটিতে ৬ গিগাবাইট র‌্যাম সংস্করণে ১২৮ গিগাবাইট ও ৮ গিগাবাইট র‌্যাম সংস্করণে ২৫৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি রয়েছে। ব্যাটারি ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। রয়েছে ১৬ ও ২০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। মূল্য ৫৪৯ ডলার।

হুয়াওয়ে মেট ২০ প্রো

এই বছরে পুরো গেমিং দুনিয়াকে যে ফোনগুলো মাতিয়েছে, তার মধ্যে হুয়াওয়ে মেট ২০ প্রো অন্যতম।  এতে গেমিংয়ের জন্য সব সুবিধাই রয়েছে। অ্যান্ড্রয়েড ৯ পাই সমৃদ্ধ ডিভাইসটিতে রয়েছে ১৪৪০–৩১২০ পিক্সেল রেজল্যুশনের ৬ দশমিক ৩৯ ইঞ্চির ডিসপ্লে। ৬ গিগাবাইট র‌্যাম সংস্করণে ১২৮ গিগাবাইট ও ৮ গিগাবাইট র‌্যাম সংস্করণে ২৫৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরির সুবিধা তো রয়েছেই। কিরিন ৯৮০ প্রসেসর চালিত ডিভাইসটিতে ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সুবিধা থাকার কারণে খেলার জন্য বেশি ব্যাকআপ সময় পাওয়া যায়। দামও মোটামুটি বেশ চড়াই বলা যায়, ১ হাজার ৩০৯ ডলার।

রেজার ফোন

গেমিং ল্যাপটপ নির্মাতা রেজারের গেমিং স্মার্টফোন রেজার ফোন। অ্যান্ড্রয়েড ৭.১.১ নুগাট চালিত ডিভাইসটিতে ১৪৪০–২৫৬০ পিক্সেল রেজল্যুশনের ৫ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে, দ্রুত কাজ সারার জন্য স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসরের ৮ গিগাবাইট র‌্যাম, ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি স্টোরেজের সুবিধা রয়েছে। ১২ ও ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও রয়েছে। মূল্য ৪৯৫ ডলার।

রেজার ফোন ২

বিশ্বব্যাপী গেমিং ল্যাপটপ নির্মাতা হিসেবেই বেশি পরিচিতি রয়েছে রেজার এর। গত বছরের শুরুতে তারা মন দেয় একাধিক গেমিং স্মার্টফোন উন্মোচনের দিকে। তারই আধুনিক সংস্করণ হলো এর রেজার ফোন ২। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও চালিত ডিভাইসটিতে ১৪৪০–২৫৬০ পিক্সেল রেজল্যুশনের ৫ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ৮ গিগাবাইট র‌্যামের ডিভাইসটিতে ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা আছে। গেমিং এর সুবিধায় দীর্ঘ ব্যাকআপের জন্য রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। আরও রয়েছে ১২ ও ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

এক্সপেরিয়া এক্সজেডথ্রি

জাপানের একসময়ের জনপ্রিয় প্রতিষ্ঠান সনির এক্সপেরিয়া এক্সজেডথ্রিতে গেমিংয়ের সুবিধার জন্য ১৪৪০–২৮৮০ পিক্সেল রেজল্যুশনের ৬ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার হয়েছে। অ্যান্ড্রয়েড ৯ পাই-চালিত স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরসংবলিত হ্যান্ডসেটটির ৪ ও ৬ গিগাবাইট র‌্যাম সংস্করণ রয়েছে। ৩ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, ১৯ মেগাপিক্সেলের রিয়ার ও ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। মূল্য ১ হাজার ৪৮ ডলার।

অনার প্লে

অনার মূলত হুয়াওয়ের সাব-ব্র্যান্ড। এ বছরেই তারা গেমিং স্মার্টফোন এনেছে। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও চালিত অনার প্লে স্মার্টফোনে ১০৮০–২৩৪০ পিক্সেল রেজ্যুলেশনের ৬ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। কিরিন ৯৭০ প্রসেসর চালিত ৬ গিগাবাইট র‌্যামের হ্যান্ডসেটটিতে ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি সুবিধা রয়েছে, এটি মাইক্রো এসডিকার্ডের মাধ্যমে বাড়ানোও সম্ভব। ১৬ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ও ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা তো রয়েছেই। মূল্য ৩০০ পাউন্ড।

আসুস রগ ফোন

এ বছরে গেমিং স্মার্টফোনে আসুসের রগ ফোনও বেশ নাম কুড়িয়েছে। গেমারদের সুবিধার জন্য ফোনটিতে ১০৮০–২১৬০ পিক্সেল রেজ্যুলেশনের ৬ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে অ্যান্ড্রয়েড ৮ দশমিক ১ ওরিওচালিত এ ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। ৮ গিগাবাইট র‌্যামের একটি সংস্করণে ১২৮ এবং অন্য আরেকটি ৫১২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি স্টোরেজের সুবিধা মিলবে। ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, ১২ ও ৮ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। মূল্য ৮৯৯ ডলার।

বাংলা ইনসাইডার/এসএইচ/এমআর



মন্তব্য করুন


টেক ইনসাইড

একদশকের মধ্যে বিলুপ্ত হবে স্মার্টফোন, দাবি মেটার বিজ্ঞানীর

প্রকাশ: ০৯:২৬ এএম, ০৩ মে, ২০২৪


Thumbnail

বর্তমানে মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে স্মার্টফোন। কিন্তু আগামী ১০/১৫ বছরের মধ্যেই নাকি বিলুপ্ত হয়ে যাবে স্মার্টফোন। তখন এটি আর মানুষের হাতে হাতে দেখা যাবে না। সম্প্রতি এমনটাই দাবি করেছেন মেটার শীর্ষ এআই বিজ্ঞানী ইয়ান লেকুন। 

তিনি বলেন, শেষপর্যন্ত আমরা যেটা চাই, সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন অ্যাসিস্ট্যান্ট। যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে সাহায্য করবে। আর সেই কারণেই আমাদের পকেটে থাকে স্মার্টফোন। কিন্তু আজ থেকে দশ বা পনেরো বছরের মধ্যেই আমাদের আর স্মার্টফোনের প্রয়োজন পড়বে না। তখন এসে যাবে অগমেন্টেড রিয়েলিটি গ্লাসেস।

লেকুনের দাবি, ওই বিশেষ ধরনের চশমা আর ব্রেসলেটই সব কাজ করে দেবে। ফলে স্মার্টফোনের প্রয়োজন শেষ হয়ে যাবে।

স্মার্টফোন নিয়ে এমন ভবিষ্যদ্বাণী লেকুনেরই প্রথম নয়। এর আগে নোকিয়ার প্রধান নির্বাহী (সিইও) পেক্কা লান্ডমার্ক ২০২২ সালে বলেছিলেন, ২০৩০ সালের মধ্যেই স্মার্টফোন আর প্রাসঙ্গিক থাকবে না। বরং শরীরেই বসানো থাকবে নানা যন্ত্র! 

প্রসঙ্গত, বছরের শুরুতেই ‘অসাধ্য সাধন’ করেছে ধনকুবের ইলন মাস্কের সংস্থা নিউরোলিঙ্ক। মানব মস্তিষ্কে বসানো হয়েছে একটি ‘ব্রেইন ইন্টারফেস’ অর্থাৎ চিপ। যা মানব মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সরাসরি যোগাযোগ গড়ে তুলতে পারে। সেই ব্যক্তি তার মস্তিষ্ককে ব্যবহার করে অর্থাৎ ‘টেলিপ্যাথি’র মাধ্যমে ভিডিও গেম বা অনলাইন দাবা খেলতে পারছেন! এটি নিত্যনতুন উদ্ভাবনে আগের সবকিছুকেই টেক্কা দিচ্ছে। ফলে স্মার্টফোনের অবলুপ্তি সংক্রান্ত এমন ভবিষ্যদ্বাণীকে উড়িয়ে দিতে পারছে না কেউ।



মন্তব্য করুন


টেক ইনসাইড

ভারতে পরিষেবা বন্ধের দাবি হোয়াটসঅ্যাপের, কারণ কী?

প্রকাশ: ০৭:০৯ পিএম, ২৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বার্তা আদান প্রদানের জন্য বর্তমানে তুমুল জনপ্রিয় এই মাধ্যমটি। সারাবিশ্বের পাশাপাশি ভারতেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই হোয়াটসঅ্যাপ। তবে সম্প্রতি ভারত থেকে পরিষেবা তুলে নেওয়ার দাবি জানিয়েছে মেটার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। দিল্লি হাইকোর্টে একটি মামলার শুনানিতে এমনটাই দাবি করেছে হোয়াটসঅ্যাপ। শুক্রবার (২৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
 
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আদালতে হোয়াটসঅ্যাপের আইনজীবী বলেছেন, সাধারণ মানুষ গোপনীয়তার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ব্যবহারকারীদের সকল বার্তা এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা হয়। এই এনক্রিপশন ভাঙলে তা ব্যবহারকারীদের সঙ্গে বিশ্বাসভঙ্গের সামিল হবে।
 
ভারতের ২০২১ সালের তথ্য প্রযুক্তি আইনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায়কে কোন তথ্য দিচ্ছে তা চিহ্নিত করতে হবে। অর্থাৎ কোনো তথ্যের মূল উৎস কিংবা কোন মেসেজ কোথা থেকে শুরু হয়েছে সেটা খুঁজে বের করার জায়গা রাখতে হবে। কর্তৃপক্ষ নির্দেশ দিলে মেসেজের তথ্য চিহ্নিত করার সুযোগ রাখতে হবে। এই আইনকে চ্যালেঞ্জ করেছিল হোয়াটসঅ্যাপ। যার শুনানির দিন ধার্য হয় আগামী ১৪ আগস্ট। তার আগেই হোয়াটসঅ্যাপ দিল্লি হাইকোর্টকে তাদের অবস্থান জানিয়ে দিলো।
 
হোয়াটসঅ্যাপের দাবি, এই ধারা মানতে গেলে বিপুল সংখ্যক মেসেজ নির্দিষ্ট কিছু বছরের জন্য স্টোর করে রাখতে হবে হোয়াটসঅ্যাপকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি দিল্লি হাইকোর্টকে জানিয়েছে, এর জন্য মেসেজের কমপ্লিট চেন রাখতে হবে কারণ কখন কোন মেসেজ নিয়ে জানতে চাওয়া হবে তার ঠিক নেই। এমন পদ্ধতি বিশ্বের কোথাও নেই।
 
এদিকে, ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বলছে, হোয়াটসঅ্যাপ ভারতে ব্যবহারকারীদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করছে। মন্ত্রণালয়টির দাবি, যদি তথ্যপ্রযুক্তি আইন ২০২১ বাস্তবায়িত না হয়, তাহলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য ভুয়া তথ্যের উৎস খোঁজার কাজ কঠিন হয়ে পড়বে।
 
উল্লেখ্য, মোদি সরকার ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি তথ্যপ্রযুক্তি আইন ২০২১-এর গাইডলাইন প্রকাশ করেছে। সেখানে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে নিয়ম মেনে চলার কথা বলা হয়।


হোয়াটসঅ্যাপ   ভারত   মেটা  


মন্তব্য করুন


টেক ইনসাইড

আজ দিবাগত রাতে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা

প্রকাশ: ০৮:৪৬ এএম, ১৮ এপ্রিল, ২০২৪


Thumbnail

পটুয়াখালীর কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্‌লের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা বৃহস্পতিবার দিবাগত রাতে এক ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

গতকাল বুধবার (১৭ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস (বিএসসিপিএলসি)-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসসিপিএলসির সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে, কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল রক্ষণাবেক্ষণ করা হবে। এ কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এই কেব্‌লের মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইডথ পরিষেবা বন্ধ থাকবে।

বিএসসিপিএলসি জানিয়েছে, এতে গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে অন্য সাবমেরিন কেব্‌লের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে।


ইন্টারনেট   বিএসসিপিএলসি  


মন্তব্য করুন


টেক ইনসাইড

১ ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট

প্রকাশ: ০৭:১৪ পিএম, ১৭ এপ্রিল, ২০২৪


Thumbnail

রক্ষণাবেক্ষণ কাজের জন্য এক ঘণ্টা বন্ধ থাকবে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৫)। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা ক্যাবলটির মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। ফলে ইন্টারনেট ধীরগতির কারণে ভোগান্তিতে পড়বেন গ্রাহকরা। 

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মির্জা কামাল আহম্মদ বলেন, সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা ক্যাবলটির মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। 

তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে (সি-মি-উই-৪) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি।

ইন্টারনেট সেবা   সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড  


মন্তব্য করুন


টেক ইনসাইড

আবারও হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে বিভ্রাট

প্রকাশ: ০৯:০০ এএম, ০৪ এপ্রিল, ২০২৪


Thumbnail

আবারও মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম বিভ্রাট দেখা দিয়েছে। ফলে বিশ্বজুড়ে থমকে গেছে এই দুই সামাজিক যোগাযোগমাধ্যমের পরিষেবা। বার্তা আদান-প্রদানে সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা।

তবে কী কারণে এই বিভ্রাট, তা নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি মেটা। এক মাসের মধ্যেই দু’বার মেটার বিভিন্ন পরিষেবা বিভ্রাটের সম্মুখীন হলো।

বুধবার (৩ এপ্রিল) রাত পৌনে ১২টা নাগাদ সমস্যার শুরু হয়। অনেক ব্যবহারকারী লক্ষ করেন তারা হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে লগইন করতে পারছেন না। মোবাইল অ্যাপ থেকে মেসেজ পাঠানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হন তারা।

এ ছাড়া সমস্যা দেখা দেয় ইনস্টাগ্রামেও। ব্যবহারকারীরা বার বার তাদের ফিড রিফ্রেশ করলেও নতুন কোনো পোস্ট দেখতে পারছিলেন না। তবে ফেসবুকের পরিষেবা ঠিকই ছিল। সেখানেই অনেকে জানান, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের পরিষেবা বিভ্রাট সংক্রান্ত সমস্যার কথা।


হোয়াটসঅ্যাপ   ইনস্টাগ্রাম   মেটা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন